Advertisement
প্রশ্ন সমাধান: কুরআন ও হাদিসের আলোকে তাকাফুলের বৈধতা আলোচনা কর, ইসলামি বিমার বৈধতা আলোচনা কর
নিম্নোক্ত কারণে বাংলাদেশে ইসলামি বিমা কোম্পানি প্রতিষ্ঠা করা প্রয়োজন :
১. শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য;
২. সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারি বিমার উপর নির্ভরশীলতা কমানোর জন্য;
৩. আর্থসামাজিক উন্নয়নে কার্যকরি ভূমিকা পালনের জন্য;
৪. দুর্নীতি ও প্রতারণা নিয়ন্ত্রণ করার জন্য;
৫. বিমা কোম্পানিগুলোর ইসলাম বিরোধী ফটকা কারবার বন্ধ করার জন্য;
Advertisement
৬. সুদমুক্ত বিমা চালু করার জন্য ।
আরো ও সাজেশন:-
ইসলামি বিমা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে এ যাব গৃহীত পদক্ষেপসমূহ :
(ক) ১৯৪৮ সালে ঢাকায় অনুষ্ঠিত দেশসমূহের চেম্বার অব কমার্সের সদস্যদের আন্তর্জাতিক সম্মেলনে ইসলামি বিমা প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় ৷
(খ) ১৯৯১ সালে সেনেগালের ডাকারে অনুষ্ঠিত ও.আই. সি সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী ইসলামি বিমা কোম্পানি প্রতিষ্ঠার জন্য আগ্রহ ব্যক্ত করেন।
(গ) ১৯৮৯ সালে ইসলামি অর্থনীতি রিসার্চ ব্যুরো বিমার উপর একটি আন্তর্জাতিক সেমিনারের ব্যবস্থা করে এবং ৪৫০ জন লোককে ইসলামি বিমার উপর প্রশিক্ষণ প্রদান করে।
(ঘ) ইসলামি বিমা কোম্পানি প্রতিষ্ঠার জন্য বারবার আবেদনপত্র দাখিল করার করার প্রেক্ষিতে সাম্প্রতিককালে বেসরকারি সেক্টরে ইসলামি বিমা প্রতিষ্ঠার জন্য সরকার অনুমতি দিয়েছে
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
Advertisement 5
Advertisement 2
- What do you near by Business communication?, Explain the concept of business communication
Advertisement 5
- Describe the barriers to effective communication in business organization
- সমাজদর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক, সমাজদর্শ ও রাষ্ট্রদর্শনের সম্পর্ক, Relation between Social Philosophy & Political Philosophy
- দর্শনের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?, দর্শনের বিষয়বস্তু হিসেবে অধিবিদ্যা আলোচনা করুন।
- দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা কর
- দর্শন বলতে কী বোঝো?, দর্শনের বৈশিষ্ট্য ,দর্শন ও বিজ্ঞানের সাদৃশ্য ,“দর্শনের প্রত্যয়”- পাশ্চাত্য দর্শন
Advertisement 2
Advertisement 3