কাজী নজরুল ইসলাম থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান, নিয়োগ পরিক্ষার জন্য ১০০% কমন কাজী নজরুল ইসলাম এক সাথে, যেকোন চাকরির পরীক্ষায় বার বার আসা কিছু গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম শৈশব জীবন এবং পরিবার (Kazi Nazrul Islam’s Early life and Family):

১৮৯৯ সাল ২৪ মে জন্মগ্রহণ করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই বিখ্যাত কবি। তার পিতার ছিলেন কাজী ফকির আহমদ এবং মা ছিলেন জাহেদা খাতুন।

কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন (Kazi Nazrul Islam’s Education Life):

১৯১০ সালে তিনি  রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল এবং পরে  মাথরুন উচ্চ ইংরেজি স্কুলে পড়াশোনা করেন। কিন্তু শীঘ্রই তিনি আর্থিক সঙ্কটের কারণে পড়াশোনা ত্যাগ করেন। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশুনো করার পর তিনি আবার কাজে যোগ দেন এবং রান্নার কাজ শুরু করেন। পরে আসানসোলের বেকারি ও চায়ের দোকানে চাকরি নেন তিনি।

চায়ের দোকানে কাজ করার সময় তার পরিচয় হয় আসানসোলের দারোগা রফিজউল্লাহ’র সাথে। দোকানে কাজ করার পাশাপাশি নজরুল কবিতা এবং ছড়া রচনা করতেন তা দেখে রফিজউল্লাহ মুগ্ধ হন। এবং  ১৯১৪ সালে তিনি কবি নজরুল ইসলামকে দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন। পরবর্তীকালে ১৯১৫ সাল থেকে নজরুল আবার রানীগঞ্জে সিয়ারসোল রাজ স্কুলে চলে যান এবং সেখানে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। সেখানে  দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। তিনি বাংলা, সংস্কৃত, আরবি, ফারসি সাহিত্য এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত অধ্যয়ন করেন।

কাজী নজরুল ইসলামের কর্মজীবন (Kazi Nazrul Islam’s Career Life):

১৯১৭ সালে তিনি সেনা হিসাবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং তিন বছর ব্যাটালিয়ন কোয়ার্টার মাস্টার  পদে উন্নীত হন। ১৯১৯ সালে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তার “বাউণ্ডুলের আত্মকাহিনী” সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়াও সেইসময় তিনি আরও গল্প লিখেছিলেন হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে”।

১৯২০ সালে কবি কাজী নজরুল ইসলাম সেনাবাহিনী কর্ম ত্যাগ করেন এবং কলকাতায় ফিরে কলেজ স্ট্রীটে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির যোগদান করেন। যেখানে তিনি তার প্রথম কবিতা লেখেন ‘বাঁধন-হারা’। ১৯২২ সালে৩ তিনি বিদ্রোহী শিরোনাম কবিতা লিখেছিলেন যা “বিজলি” ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। কবিতাটি এক বিদ্রোহী সংবেদনশীলতার বর্ণনা দিয়েছে এবং  সমাজের বিভিন্ন শ্রেণির লোকের কাছ থেকে প্রশংসা পেয়েছিল।

১৯২১ সালে অক্টোবর মাসে বোলপুরের শান্তিনিকেতনে কাজী নজরুল ইসলামের সঙ্গে  রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা হয় এবং তখন থেকে প্রায় কুড়ি বছর এই দুই কবির মধ্যে যোগাযোগ অক্ষুণ্ণ থাকে। তারা দুজনে একে অপরকে গভীর শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন।

১৯২২ সালে তার রাজনৈতিক কবিতা “আনন্দময়ীর আগমনে” ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। এর ফলে ম্যাগাজিনের অফিসে পুলিশি অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ১৯২৩ সালে ডিসেম্বর মাসে মুক্তি না হওয়া পর্যন্ত কারাবন্দী থাকাকালীন প্রচুর সংখ্যক কবিতা ও গান রচনা করেছিলেন।

অবশেষে, তিনি “খিলাফত” আন্দোলন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সমালোচক হয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্য থেকে রাজনৈতিক স্বাধীনতা না নেওয়ার জন্য।  তিনি জনগণকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন এবং  ‘শ্রমিক প্রজা স্বরাজ দল’ সংগঠিত করেছিলেন।

১৯২৬ সাল থেকে তিনি সমাজের দুর্বল অংশের জন্য কবিতা এবং গান রচনা করেছিলেন। পরবর্তীকালে তার রচনাগুলি বিদ্রোহ থেকে ধর্মে রূপান্তরিত হয়েছিল। ১৯৩৩ সালে তিনি ‘আধুনিক বিশ্ব সাহিত্য’ শীর্ষক রচনা সংকলন প্রকাশ করেছিলেন, যার বিভিন্ন থিম এবং শৈলী ছিল। তিনি ১০ খণ্ডে শাস্ত্রীয় রাগ, কীর্তন এবং দেশাত্মবোধক গানের উপর ভিত্তি করে ৮০০ টি গান লিখেছিলেন।

১৯৩৪ সালে তিনি ভারতীয় থিয়েটার এবং ফিল্মে যোগদান করেন। গিরিশচন্দ্রের গল্প জীবনীর উপরে “ভক্ত ধ্রুব” নামে একটি ছবি প্রকাশ করেন। ১৯৩৯ সালে তিনি কলকাতা বেতারের জন্য কাজ শুরু করেন এবং ‘হারমনি’ এবং ‘নবরাগ-মালিকা’ এর মতো সংগীত প্রযোজনা করেন। ১৯৪০ সালে, তিনি এ.কে. প্রতিষ্ঠিত ‘নবযুগ’-এর প্রধান সম্পাদক হিসাবে কাজ শুরু করেন।

তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য রচনাগুলি ছিল তাঁর বোধন, শাত-ইল-আরব,খেয়া-পারের তরণী এবং বাদল প্রাতের শরাব প্রভৃতি বিদ্রোহী কবিতাগুলি যা সর্বত্র সমালোচিত প্রশংসা পেয়েছিল।

১৯২৬ সালে তিনি দারিদ্র্য শিরোনাম একটি বিখ্যাত কবিতা লিখেছিলেন যা জনসাধারণের কাছ থেকে প্রশংসা পেয়েছিল। ১৯২৮ সালে তিনি ‘মাস্টার ভয়েস গ্রামোফোন সংস্থা’ এর গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক হয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে তাঁর অন্যতম বৃহত্তম কাজ ছিল ‘সিরাজ-উদ-দৌলা’ নামে একটি বায়োপিক নাটকের জন্য গান রচনা এবং পরিচালনা করা।

কাজী নজরুল ইসলামের বৈবাহিক জীবন (Kazi Nazrul Islam’s Marital life):

১৯২১ সালে তিনি দৌলতপুরে একজন প্রখ্যাত মুসলিম গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের শালি নার্গিসের সাথে বাগদান করেন। বিয়ের দিন, আলী আকবর খানের একটি অযৌক্তিক অবস্থা শুনে তিনি অনুষ্ঠান থেকে দূরে চলে যান।

১৯১২ সালে কুমিল্লা শহর সফরে তিনি এক তরুণ হিন্দু মহিলা প্রমিলা দেবীর সঙ্গে দেখা হয়। তারা প্রেমে পড়ে এবং পরে ১৯২৪ সালে দুইজনে বিয়ে করেন। প্রমিলা দেবী এবং কাজী নজরুল ইসলামের সন্তানের ছিলেন  কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ|

পুরস্কার ও সম্মান (Awards and honors):

  • ১৯৪৫ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে কাজের জন্য জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন।
  • ১৯৬০ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে পুরষ্কার পেয়েছিলেন।
  • তিনি বাংলাদেশের সরকার কাছ থেকে “জাতীয় কবি” উপাধি এবং ‘একুশ পদক’ পুরস্কার লাভ করেন।

মহাপ্রয়াণঃ

১৯৫২ সালে কাজী নজরুল ইসলামকে রাঁচির একটি মানসিক হাসপাতালে পাঠানো হয় এবং তারপরে ভিয়েনায় চিকিত্সার জন্য স্থানান্তরিত করা হয় যেখানে তাকে পিক্‌স  নামক রোগ ধরা পড়ে। তিনি ১৯৫৩ সালে দেশে ফিরে এসেছিলেন।

১৯৭৬ সালে ২৯ আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে ঢাকায় মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি মসজিদের পাশে সমাধিস্থ করা হয়।

সারকথাঃ

কাজী নজরুল ইসলাম ‘বাংলাদেশের জাতীয় কবি’।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ

প্রঃ কাজী নজরুল ইসলামের জন্ম কবে হয়?

উঃ কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে ২৪ মে মাসে জন্মগ্রহণ করেন।

প্রঃ কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?

উঃ  কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।

প্রঃ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কি?

উঃ মুক্তি।

প্রঃ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কি?

উঃ বাউণ্ডুলের আত্মকাহিনী।

প্রঃ কাজী নজরুল ইসলামের বাবার নাম কি?

উঃ কাজী নজরুল ইসলামের বাবার নাম কাজী ফকির আহমদ।

প্রঃ কাজী নজরুল ইসলামের মায়ের নাম কি?

উঃ কাজী নজরুল ইসলামের মায়ের নাম জাহেদা খাতুন।

প্রঃ কাজী নজরুল ইসলাম কবে মারা যান?

উঃ ১৯৭৬ সালে ২৯ আগস্ট মারা যান।

যে কোন চাকরি পরিক্ষার জন্য গুরুত্বপূন

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সবচেয়ে বেশিবার যে সকল লেখক থেকে বাংলা ও ইংরেজি সাহিত্যের প্রশ্ন হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা আজ। ৩ জন বাংলা সাহিত্যিক + ৩ জন ইংরেজি সাহিত্যিক আজ।

………………………..রবীন্দ্রনাথ ঠাকুর…………………………

[৩৭, ৩৬, ৩৬, ৩৬, ৩৫, ৩৫, ৩৪, ৩৩, ৩১, ৩০, ২৮, ২৭, ২৬, ২৬, ২৫, ২৫, ২৪, ২৪, ২২, ২২, ২২, ২১, ২০, ১৯, ১৮, ১৬, ১৫, ১৩, ১০, ১০ তম বিসিএস]

১। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান? উঃ তিনি তাঁর মা বাবার চতুর্দশ সন্তান।

২। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? উঃ তের বছর বয়সে।

৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? উঃ কবি কাহিনী।

৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি? উঃ বাল্মীকি প্রতিভা।

৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থে উপন্যাসের নাম কি? উঃ বৌ ঠাকুরাণীর হাট।

৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? উঃ ভিখারিনী।

৭। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।

৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? উঃ ভানুসিংহ ঠাকুর।

৯। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? উঃ ১৯১০ সালে।

১০। গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে? উঃ ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।

১১। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি? উঃ ভানুসিংহ, গীতাঞ্জলি, , প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত , বিচিত্রা, পূরবী,, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী , খেয়া, হিন্দুমেলার উপহার , ক্ষণিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগশয্যা, আরোগ্য , কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা , ছবি ও গান , বলাকা, সানাই , গীতালি, কল্পনা, কড়ি ও কোমল ও শেষ লেখা। ছন্দে ছন্দে কাব্যগ্রন্থগুলো মনে রাখা যায়ঃ ভানুসিংহ গীতাঞ্জলির প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত ও বিচিত্রা গাইতে গাইতে পূরবী, পত্রপুট, শ্যামলী ও মহুয়াকে সাথে নিয়ে সোনার তরী খেয়ায় করে হিন্দুমেলার উপহার কিনতে গেল। এদিকে সেদিন ছিলো ভানুসিংহের স্ত্রী ক্ষণিকার নবজাতক নৈবেদ্যর জন্মদিন। ক্ষণিকা রোগশয্যা থেকে আরোগ্য লাভ করার পর তার বোন কণিকা, চৈতালি, চিত্রা ও মানসীদের নিয়ে বনফুলের মিষ্টি খেলো। বাসায় ফেরার আগে তারা বলাকা সিনেমা হলে মায়ার খেলা ছবি ও গান দেখল। ভানু সিংহ তার নবজাতক পুত্রের কথা শুনে সানাই ও গীতালি বাজাতে বাজাতে কল্পনার রাজ্যে হারিয়ে যায় এবং কড়ি ও কোমল নিয়ে বাসায় ফিরে এসে তার বিখ্যাত শেষ লেখাটি পুত্রকে উৎসর্গ করেন।

১২। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি? উঃ শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে ও চার অধ্যায়।

১৩। রবীন্দ্রনাথের ’শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? উত্তরঃ উপন্যাস।

১৪। একখানি ছোট ক্ষেত আমি একেলা’ এই লাইনটি রবীন্দ্রনাথের কোন কাবিতার? উত্তরঃ সোনার তরী।

১৫। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি? উঃ বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকবরী ও তাসের দেশ।

১৬। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন? উঃ ২ বার।

. . …………………………কাজী নজরুল ইসলাম……………………..

[৩৭, ৩৬, ৩৬, ৩২, ৩১, ২৯, ২৮, ২৭, ২৬, ২৬, ২৬, ২৫, ২৪, ২৪, ২৪, ২৪, ২৪, ২২, ২২, ২১, ২০, ২০, ১৯, ১৬, ১৪, ১০ তম বিসিএস]

১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহন করেন? উঃ ১৮৯৯ সালে

২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? উঃ কাজী নজরুল ইসলাম

৩। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন? উঃ আনন্দময়ীর আগমনে

৪। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তাঁর কোন রচনাটি উৎসর্গ করন? উঃ বসন্ত।

৫। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? উঃ সঞ্চিতা।

৬। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? উঃ ব্যথার দান ( ১৯২২)

৭। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? উঃ মুক্তি

৮। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? উঃ অগ্নিবীনা

৯। নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি? উঃ সন্ধ্যা, নতুন চাঁদ , ছায়ানট, প্রলয় শিখা , অগ্নিবীনা , সাত ভাই চম্পা, , সিন্দুহিন্দোল, ফনিমনসা, চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত , ঝিঙ্গেফুল, বিষের বাশিঁ , দোলনচাঁপা ছন্দে ছন্দে কাব্যগ্রন্থগুলো মনে রাখা যায়ঃ কোনো এক সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয় শিখার অগ্নিবীনা দেখে সাত ভাই চম্পা, দোলনচাঁপা ও ফনিমনসারা চক্রবাক হয়ে সর্বহারার মতো ঝড় হাওয়ার গতিতে জিঞ্জিরার দিকে ছুটতে লাগল। সাম্যবাদী মরুভাস্করেরা শেষ সওগাত ঝিঙ্গেফুল ও বিষের বাশিঁ হাতে নিয়ে সিন্দুহিন্দোলের দিকে এগিয়ে চললেন।

১০। নজরুলের উপন্যাসগুলো কি কি? উঃ বাঁধনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা।

১১। নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কি? উঃ শিউলিমালা, ব্যথারদান ও রিক্তের বেদন।

১২। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন? উঃ ১৯২৬ সালে।

১৩। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন? উত্তরঃ ১৩ বার।

১৪। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরন করেন? উঃ ১৯৭৬ সালে

…………………………বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়…………………………

[৩৭, ৩৬, ৩৫, ৩৩, ৩২, ৩১, ৩০, ২৯, ২৪, ১৬, ১৬, ১৫, ১৩, ১২ তম বিসিএস]

১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের জন্মস্থান কোথায়? উত্তরঃ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণার কাঁঠালপাড়া গ্রামে, ১৮৩৮ সালে।

২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উঃ ললিতা তথা মানস।

৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি? উঃ দুর্গেশনন্দিনী।

৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো কি কি? উঃ ইন্দিরা, আনন্দ মঠ , বিষবৃক্ষ, দুর্গেষনন্দীনি, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল , রাজসিংহ, দেবী চৌধুরানী , চন্দ্রশেখর, শীতারাম, মৃণালীনি, রাধারানী , রজনী ও যুগলাঙ্গুরীয়। ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ এক রজনীতে ইন্দিরা রোডে আনন্দ মঠের সামনে বিষবৃক্ষের নিচে দাড়িয়ে দুর্গেষনন্দীনি ও কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল পড়ছিলো। কিন্তু রাজসিংহ তা দেখে দেবী চৌধুরানীর দুই ছেলে চন্দ্রশেখর এবং শীতারাম ও দুই মেয়ে মৃণালীনি ও রাধারানীকে বলে দিল

যে কোন চাকরি পরিক্ষার জন্য গুরুত্বপূন

প্রশ্ন ১: কাজী নজরুল ইসলামের কয়টি গ্রন্থ নিষিদ্ধ হয়?
উত্তর: ৫টি। যথা- যুগবানী, ভাঙ্গার গান, প্রলয় শিখা, বিশের বাঁশী, চন্দ্রবিন্দু।

প্রশ্ন ২: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
উত্তর: ব্যথার দান।

প্রশ্ন ৩: কাজী নজরুল ইসলামের প্রথ কাব্য গ্রন্থের নাম কী এবং কাকে উৎসর্গ করেন?
উত্তর: অগ্নিবীণা, বিপ্লবী রবিন্দ্রকুমার ঘোষকে।

প্রশ্ন ৪: কাজী নজরুল ইসলামের ‘সঞ্চিতা’ গ্রন্থে কাকে উৎসর্গ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরকে।

প্রশ্ন ৪: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
উত্তর: মুক্তি।

প্রশ্ন ৫: কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: বাধনহারা।

প্রশ্ন ৬: কাজী নজরুল ইসলামের প্রথম নাট্যগ্রন্থ নাম কী?
উত্তর: ঝিলিমিলি।

প্রশ্ন ৭: নজরুল পরিচালিত চলচ্চিত্রের নাম কী?
উত্তর: ধূপছায়া।

প্রশ্ন ৮: কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে স্মরন করেছেন কেন? [৩৭তম বিসিএস]
উত্তর: প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে।

প্রশ্ন ৯: ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? [সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১৬]
উত্তর: সাম্যবাদী।

প্রশ্ন ১০: “পদ্ম –গোখরে” গল্পটির রচিয়তা কে? [পোষ্টমাষ্টার জেনারেল(পূর্বাঞ্চল, চট্টগ্রাম) এর কার্যালয়ের অধীন পোষ্টাল অপারেটর ২০১৬]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ১১: “ঈশ্বর” কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? [স্বাস্থ মন্ত্রনালয়ের সহকারী প্রকৌশলী ২০১৬]
উত্তর: সাম্যবাদী।

প্রশ্ন ১২: ‘অগ্নিবীণা’ কাব্যের কবিতা সংখ্যা কয়টি? [জনপ্রশাসন মন্ত্রনালয়ের অধীনে পিএসসি‘র সহকারী পরিচালক ২০১৬]
উত্তর: ১২টি।

প্রশ্ন ১৩: কোন সাহিত্যিক ‘ব্যাঙাচি’ ছদ্মনামে লিখতেন? [জনপ্রশাসন মন্ত্রনালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ১৪: কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরন করেন? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সাব রেজিষ্ট্রর ২০১৬]
উত্তর: আনন্দময়ীর আগমনে।

প্রশ্ন ১৫: কাজী নজরুল ইসলাম রচিত কোনটি?
উত্তর: পদ্ম গোখরা।

প্রশ্ন ১৬: কোন কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি? [মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে উপজেলা মহিলা বিসয়ক কর্মকর্তা ২০১৬]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ১৭: কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? [৩৬তম বিসিএস]
উত্তর: বালুচর।

প্রশ্ন ১৮: কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? [৩৬তম বিসিএস/বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১১]
উত্তর: কুহেলিকা।

প্রশ্ন ১৯: ‘শিউলী-মালা’ গল্পের লেখক কে? [স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আনসার ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট ২০১৫]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ২০: কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? [শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন গনপূর্ত মন্ত্রনালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫]
উত্তর: দোলনচাঁপা।

প্রশ্ন ২১: কাজী নজরুল ইসলাম কত সালে একুশে পদক পান? [সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা ২০১৫]
উত্তর: ১৯৭৬ সালে।

প্রশ্ন ২২: কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি? [সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম গবেষনা কর্মকর্তা ২০১৫]
উত্তর: বিদ্রোহী।

প্রশ্ন ২৩: কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে স্বপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? [জতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক]
উত্তর: ১৯৭২ সালের ২৪মে।

প্রশ্ন ২৪: কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকা আসেন? [৮ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৩]
উত্তর: ১৯২৬ সালে।

প্রশ্ন ২৫: কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি? [জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা (মুক্তিযুদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্টী) ২০১৫]
উত্তর: নদী বক্ষে।

প্রশ্ন ২৬: ‘বাঁধন হারা’ উপন্যাসের রচিয়তা কে? [সেকেন্ডারী এডুকেশন সেক্টর প্রোগ্রাম উপজেলা/থানা একাডেমীক সুপারভাইজার ২০১৫]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ২৭: কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি? [স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৩]
উত্তর: ১৮৯৯-১৯৭৬।

প্রশ্ন ২৮: কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? [দুর্নীতি দমন কমিশনে উপসহকারী পরিদর্শক ২০১০]
উত্তর: ১১ জ্যৈষ্ট।

প্রশ্ন ২৯: কাজী নজরুল ইসলামেকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষনা করা হয় কোন সালে? [৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১০]
উত্তর: ১৯৭৪।

প্রশ্ন ৩০: পূজারীনি কবিতাটির লেখক কে? [পল্লী উন্নয়ন বোর্ডের মাঠকর্মী ২০১৪]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ৩১: কোনটি কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস? [মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনে অডিটর ২০১৪]
উত্তর: মৃত্যুক্ষুধা।

প্রশ্ন ৩২: কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? [নৌপরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশু বিষয়ক, তথ্য, অর্তনৈতিক সম্পর্ক বিভাগ, ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী ২০১৩]
উত্তর: পুবের হাওয়া।

প্রশ্ন ৩৩: বাংলাদেশের রনসংগীতের রচিয়তা কে? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবারকল্যান পিরদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী ২০১৩]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ৩৪: ‘রুদ্রমঙ্গল’ কার লেখা? [শ্রম পরিদপ্তরের মেডিক্যাল অফিসার ২০০৭]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ৩৫: ‘চত্রবাক’ গ্রন্থটির রচিয়তা কে? [সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ২০১০]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ৩৬: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে? [বাংলাদেশে টেলিভিশনের প্রযোজকঃ ০৬]
উত্তর: ১৩০৬।

প্রশ্ন ৩৭: কাজী নজরুল ইসলামের জন্মসন কত? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী ২০১৩]
উত্তর: ১৮৯৯ সালে।

প্রশ্ন ৩৮: কাজী নজরুল ইসলামের জন্মস্থান? [সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৯]
উত্তর: বর্ধমান।

প্রশ্ন ৩৯: বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? [রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাঃ ২০১১-শিউলি]
উত্তর: দরিরামপুর।

প্রশ্ন ৪০: কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? [স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীন রসায়নবিদঃ ০১]
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে।

প্রশ্ন ৪১: কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত তেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? [জেলা প্রাথমিক শিক্ষা অফিসারঃ ৯৩]
উত্তর: ১৯৭২ সালে।

প্রশ্ন ৪২: ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে- [অর্থ মন্ত্রনালয়ের অধীনে সঞ্চয় পরিদদপ্তরের সহকারী পরিচালকঃ ০৭]
উত্তর: ১৯৪৭ সালে।

প্রশ্ন ৪৩: কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মান করা হয়? [থানা নির্বাচন অফিসারঃ ০৪]
উত্তর: কানাডা।

প্রশ্ন ৪৪: কাজী নজরুল ইসলামের প্রথম প্রাকাশিত লেখা কোনটি? [২২তম বিসিএস/আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সাব-রেজিস্ট্রার ২০১২]
উত্তর: বাউন্ডেলের আত্মকাহিনী।

প্রশ্ন ৪৫: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? [২০তম বিসিএস/পরিবার পরিকল্পনাঅধিদপ্তরের পরিবার কল্যান পরিদর্শক (FWV) প্রশিক্ষণার্থী ২০১৫]
উত্তর: ব্যথার দান।

প্রশ্ন ৪৬: ‘ব্যথার দান’ বইয়ের লেখক কে? [খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য পরিদর্শকঃ ০০]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ৪৭: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা কোনটি? [কারিগরি শিক্ষা অধিদপ্তরের চীফ ইন্স্রটাক্টরঃ ০৩]
উত্তর: ব্যথার দান।

প্রশ্ন ৪৮: নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে যেটি সেটির নাম লিখুন- [কারিগরি শিক্ষা অধিদপ্তরের চঅফ ইন্সট্রাক্টরঃ ০৩]
উত্তর: শিউলিমালা।
প্রশ্ন ৪৯: নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা? [পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তাঃ ০৩]
উত্তর: পদ্ম গোখরা।

প্রশ্ন ৫০: কোনটি নজরুলের রচনা? [আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদঃ ০৭]
উত্তর: চোখের ছাতক।

** নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি? উঃ সন্ধ্যা, নতুন চাঁদ , ছায়ানট, প্রলয় শিখা , অগ্নিবীনা , সাত ভাই চম্পা, , সিন্দুহিন্দোল, ফনিমনসা, চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত , ঝিঙ্গেফুল, বিষের বাশিঁ, দোলনচাঁপা

কাজী নজরুল ইসলাম থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান লিংক

কবি সাহিত্যিকদের ছদ্মনাম লিংক

কবি সাহিত্যিকদের জন্ম ও মৃত্যু থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান লিংক

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী AtoZ সহ সকল প্রশ্ন সমাধান লিংক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনী AtoZ সহ সকল প্রশ্ন সমাধান লিংক

শেখ হাসিনাকে জীবনী AtoZ সহ সকল প্রশ্ন সমাধান লিংক

প্রশ্নঃ কাজী নজরুল কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৪ মে ১৮৯৯) খ্রি:) চুরুলিয়া গ্রাম, আসানসোল, বর্ধমান পশ্চিমবঙ্গ।
প্রশ্নঃ তিনি মৃত্যুবরণ করেন কবে?
উত্তরঃ ২৯ আগষ্ট, ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ।

১। বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনয়ন করা হয় কত সালে?
-১৯৭২সালের ২৪মে
২। নজরুলকে কবে বাংলাদেশের সরকার নাগরিকত্ব প্রদান করে ?
– ১৯৭৬সালের ১৮ই ফেব্রুয়ারী
৩। নজরুল কবে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন ?
– ১৯৪২সালের ১০ ই অক্টোবর ৪৩বছর বয়সে ।
৪। নজরুলকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট উপাধি দেয় ?
– ১৯৭৪সালে
৫। রবীন্দ্রভারতী কবে ডি. লিট উপাধি দেয় ?
-১৯৬৯সালে
৬। ভারত সরকার তাঁকে কবে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন ?
– ১৯৬০

৭। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে থাকে জগত্তারিণী পুরস্কার প্রদান করেন ?
– ১৯৪৫সালে ।
৮। কত সালে নজরুল ২১শে পদক পান ?
– ১৯৭৬সালে‘।
৯। কতসালে তিনি স্বাধীনতা পুরস্কার পান ?
– ১৯৭৭সালে
১০। বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত (২০০৪) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের অবস্থান কত ?
– ৩য়
১১.। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কবে স্বীকৃতি দেওয়া হয় ?
-১৯৭২সালের ২৪মে স্বীকৃতি (সাংবিধানিক স্বীকৃতি এখনও দেওয়া হয়নি।
১২। নজরুল কতবার ঢাকায় আসেনে ?
– ১৩বার । প্রথম ১৯২৬
১৩। নজরুল কত বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন ?
– ৫বার
১৪। নজরুল কোন চলচ্চিত্রে নারদ চরিত্রে অভিনয় করেন ?
– ধ্রুব
১৫। নজরুলের প্রথম

প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
উত্তরঃ ব্যথার দান (প্রকাশ: ফেব্রুয়ারি ১৯২২)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম কী?
উত্তরঃ বাউন্ডেলের আত্মকাহিনী (প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬; সওগাত)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
উত্তরঃ মুক্তি (প্রকাশ: শ্রাবণ ১৩২৬)।

প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কী?
উত্তরঃ ব্যথার দান (প্রকাশ: ফেব্রুয়ারি ১৯২২)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তরঃ অগ্নি-বীণা (সেপ্টেম্বর, ১৯২২)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
উত্তরঃ বাঁধনহারা (১৯২৭)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কী?
উত্তরঃ তুর্কমহিলার ঘোমটা খোলা (প্রকাশ: কার্তিক ১৩২৬)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তরঃ যুগবাণী (অক্টোবর ১৯২২)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কী?
উত্তরঃ ঝিলিমিলি (১৩৩৪, নওরোজ)।
প্রশ্নঃ প্রথম প্রকাশিত নাট্য গ্রন্থ কী?
উত্তরঃ ঝিলিমিলি (১৩৩৭)। এই গ্রন্থে মোট তিনটি নাটক আছে।
প্রশ্নঃ নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম কী?
উত্তরঃ বিষের বাঁশী (প্রকাশ: আগষ্ট ১৯২৪/ বাজেয়াপ্ত: ২৪ অক্টোবর ১৯২৪)।

১৫। ভোর হল দোর খোল
খুকু মণি উঠো রে —- পঙক্তিটি কার লেখা ?
– কাজী নজরুল ইসলাম ।
১৬। বাংলা সাহিত্যের ‍মুক্তক ছন্দের প্রবর্তক কে?
– কাজী নজরুল ইসলাম।
১৭। কাজী নজরুলে বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
– ময়মনসিংহের ত্রিশালে
১৮। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?
– বাংলা একাডেমিতে
১৯। বিশ্বকে দেখবো আমি আপন হাতের মুঠায় করে
পঙক্তিটি কার লেখা ?
২০। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে শোকার্ত কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি লিখেছিলেন?
– রবি-হারা
২১। কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ কয়টি?
– ২৩টি
২২। কাজী নজরুল ইসলাম রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?
-নির্ঝর
২৩।ঝিঙেফুল ও সাতভাই চম্পা কি?
– কাজী নজরুলের ছোটদের কাব্যগ্রন্থ
২৪। কাজী নজরুল ইসলাম সম্পাদিত তিনটি পত্রিকার নাম কী?
উত্তরঃ ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫), দৈনিক নবযুগ (১৯৪১)

২৫। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে , মিথ্যাকে , মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে ‘’’– কার কথা?
– –কাজী নজরুল ইসলামের।
২৫।–কাজী নজরুল ইসলামের ৩টি অনুবাদ গ্রন্থ
— কাব্যে আমপারা , রুবাইয়াত্ -ই- হাফিজ, রুবাইয়াত্ -ই- ওমর খৈয়াম।
২৬। ব্যথারদান , রিক্তের বেদন ও শিউলিমালা এগুলো কি?
– গল্পগ্রন্থ
২৭। বিয়ের পর নজরুলের স্ত্রী আশালতা সেন গুপ্তের নাম রাখা হয়
– প্রমীলা
২৮। চল্ চল্ চল্ সঙ্গীতকে কবে বাংলাদেশ পদাতিক বাহিনীর ‘রণসঙ্গীত’ হিসেবে গ্রহণ করা হয় ?
– ১৯৯৬সালে।
২৯। নজরুল প্রতিভা কার লেখা ?
– কাজী আবদুল ওয়াদুদ।
৩০। কাজী নজরুল ইসলাম কবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাত্ করেন ?
– ১৯২১সালের অক্টোম্বর মাসে
৩১। নজরুলের গজলগুলোকে বলা হয়
– নজরুলিয়া । (তিনিই প্রথম বাংলা গজল লেখেন। )
৩২। প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার কে?
– কাজী নজরুল েইসলাম্
৩৩। কাজী নজরুল ইসলাম কোথায় সমাহিত করা হয় ?
– ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে।
৩৪। নজরুল স্মৃতিবিজড়িত কয়েকটি দর্শনীয় স্থান
— ত্রিশাল , ময়মনসিংহ, দৌলতপুর , কুমিল্লা , কার্পাসডাঙা, চুয়াডাঙ্গা ।
৩৫। কাজী নজরুলকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করেছে ?
– কানাডা
৩৬।জীবন বন্দনা কবিতাটি কোন ছন্দে রচিত?
– ৬মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে।

৩৭। ’সঞ্চিতা’ কাব্যগ্রন্থ নজরুল কাকে উত্সর্গ করেন ?
– রবীন্দ্র নাথ ঠাকুরকে
৩৮। অগ্নিবীণা কাব্যগ্রন্থ নজরুল কাকে উত্সর্গ করেন ?
– বারীন্দ্র কুমার ঘোষকে
৩৯।বাঁধন হারা ‘ উপন্যাস নজরুল কাকে উত্সর্গ করেন ?
-নলিনীকান্ত সরকারকে
৪০। বসন্ত গীতিনাট্য নজরুল কাকে উত্সর্গ করেন ?
-রবীন্দ্র নাথ ঠাকুরকে।

প্রশ্নঃ কাজী নজরুলের পিতার নাম কী?
উত্তরঃ কাজী ফকির আহমদ।
প্রশ্নঃ নজরুলের প্রাতিষ্ঠানিক শিক্ষার বর্ণনা।

উত্তরঃ দশ বছর বয়সে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারী পরীক্ষায় উত্তীর্ণ (১৯০৯) হন্ এরপর
১৯১৪ সালের ত্রিশালের দরিরামপুর স্কুলে, ১৯১৫ সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ শিয়ারশোল রাজস্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। এই স্কুল থেকে ১৯১৭ সালে দশম শ্রেণী প্রি-টেস্ট পরীক্ষার সময় লেখাপড়া অসমাপ্ত রেখে তিনি সেনাবাহিনীতে যোগ দেন।
প্রশ্নঃ বার বছর বয়সে তিনি কোথায় যোগ দেন?
উত্তরঃ লেটোর দলে এবং দলে ‘পালা গান’ রচনা করেন।
প্রশ্নঃ নজরুল বাংলা সাহিত্যে কী নামে পরিচিত?
উত্তরঃ বিদ্রোহী কবি।

প্রশ্নঃ কাজী নজরুল বাংলাদেশের কোন সঙ্গীতের রচয়িতা?
উত্তরঃ রণসঙ্গীত।
প্রশ্নঃ রণসঙ্গীত হিসাবে মূল কবিতাটির কত চরণ গৃহীত?
উত্তরঃ ২১ চরণ।
প্রশ্নঃ রণসঙ্গীত কী শিরোনামে সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ নতুনের গান শিরোনামে ঢাকার শিখা পত্রিকায় ১৯২৮ (১৩৩৫ বঙ্গাব্দে) বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয়।
প্রশ্নঃ কাজী নজরুলের কোন গ্রন্থে এই সঙ্গীত অন্তর্ভুক্ত আছে?
উত্তরঃ সন্ধ্যা কাব্য গ্রন্থে।
প্রশ্নঃ ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তরঃ ‘সাপ্তাহিক বিজলী’র ২২ পৌষ (১৩২৮) সংখ্যায়।
প্রশ্নঃ কাজী নজরুল কোন দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন?
উত্তরঃ ‘সান্ধ্য দৈনিক নবযুগ’ (১৯২০)-এর।
প্রশ্নঃ এই পত্রিকার সঙ্গে আর কোন দুজন রাজনৈতিক নেতা যুক্ত ছিলেন?
উত্তরঃ কমরেড মুজাফফর আহমদ ও
শেরে বাংলা ফজলুল হক।
প্রশ্নঃ কাজী নজরুলের সম্পদনায় কোন
অর্ধসাপ্তাহিক পত্রিকা বের হত?
উত্তরঃ ‘ধূমকেতু’ (১৯২২)।
প্রশ্নঃ ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বাণী ছাপা হয়?
উত্তরঃ ‘আয় চলে আয়, রে ধূমকেতু/আঁধারে বাঁধ অগ্নিসেতু-’।

প্রশ্নঃ কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
উত্তরঃ ধূমকেতু’র পূজা সংখ্যায় (১৯২২) ‘আনন্দময়ীর আগমনে’।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ তাঁর কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন?
উত্তরঃ বসন্ত।
প্রশ্নঃ হুগলি জেলে কর্মকর্তাদের অন্যায় আচরণের বিরুদ্ধে নজরুল অনশন করলে রবীন্দ্রনাথ
নজরুলকে কী লিখে টেলিগ্রাফ পাঠান?
উত্তরঃ Give up hunger strike. Our literature claims you.
প্রশ্নঃ কাজী নজরুল জেল থেকে মুক্তি পান কবে?
উত্তরঃ ১৯২৩-এর ১৫ অক্টোবর।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কংগ্রেসের রাজনীতিতে যোগ দেন কখন?
উত্তরঃ ১৯২৫-এ ফরিদপুর কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে।
প্রশ্নঃ নজরুল সম্পাদিত ‘লাঙ্গল’ পত্রিকার প্রকাশকাল কত?
উত্তরঃ ১৯২৫ সাল।
প্রশ্নঃ কাজী নজরুলকে জাতীয় সংবর্ধনা দেয়া হয় কোথায় এবং কখন?
উত্তরঃ ১৯২৯-এর ১৫ ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে।

প্রশ্নঃ নজরুলের মোট কয়টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়,
কী কী?
উত্তরঃ ৫টি। বিশের বাঁশী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী।
প্রশ্নঃ জেলে বসে লেখা জবানবন্দির নাম কী?
উত্তরঃ রাজবন্দির জবানবন্দি। রচনার তারিখ:
৭/১/১৯২৩
প্রশ্নঃ ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত?
উত্তরঃ সিন্ধু হিন্দোল কাব্যের।
প্রশ্নঃ কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীনা’ কাব্য নিষিদ্ধ হয়?
উত্তরঃ রক্তাম্বরধারিনী মা।
প্রশ্নঃ ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তরঃ অগ্নি-বীণা।
প্রশ্নঃ অগ্নি-বীণা কাকে উৎসর্গ করা হয়?
উত্তরঃ বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে।
প্রশ্নঃ অগ্নি-বীণার প্রথম কবিতা কোনটি?
উত্তরঃ প্রলয়োল্লাস।
প্রশ্নঃঅগ্নিবীণাতে কয়টি কবিতা আছে?
– ১২টি
প্রশ্নঃ।সঞ্চিতাতে কয়টি কবিতা আছে?
– ৭৮টি কবিতা

প্রশ্নঃ নজরুলের কোনটি পত্রোপন্যাসের পর্যায়ভুক্ত।
উত্তরঃ বাঁধনহারা।

প্রশ্নঃ কবির বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কী কী?
উত্তরঃ ‘অগ্নি-বীণা’ (১৯২২), বিষের বাঁশি (১৯২৪),
ভাঙার গান (১৯২৪), সাম্যবাদী (১৯২৫),
সর্বহারা (১৯২৬), ফণি-মনসা (১৯২৭), জিঞ্জির
(১৯২৮), সন্ধ্যা (১৯২৯), প্রলয় শিখা (১৯৩০)
ইত্যাদি।
প্রশ্নঃ জীবনী কাব্যগুলো কী কী?
উত্তরঃ ‘চিত্তনামা’ (১৯২৫) ও মরু-ভাস্কর (১৯৫০)।
প্রশ্নঃ চিত্তনামা ও মরু-ভাস্কর কার জীবনভিত্তিক কাব্য?
উত্তরঃ চিত্তনামা : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ: মরু-ভাস্কর: হয়রত মুহম্মদ।
প্রশ্নঃ হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী গ্রন্থ কোনটি?
উত্তরঃ মরু ভাস্কর।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলোর নাম উল্লেখ কর।
উত্তরঃ ‘বাঁধনহারা’ (১৯২৭), মৃত্যুক্ষুধা (১৯৩০) ও কুহেলিকা (১৯৩১)।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থগুলোর নাম কর।
উত্তরঃ ব্যথার দান (১৯২২), রিক্তের বেদন (১৯২৫), শিউলিমালা (১৯৩১)।
প্রশ্নঃ সংগীত বিষয়ক গ্রন্থাবলীর উল্লেখ কর।
উত্তরঃ চোখের চাতক, নজরুল গীতিকা, সুর সাকী, বনগীতি প্রভৃতি।

প্রশ্নঃ বাল্যকাল তিনি কী নামে পরিচিত ছিলেন?
উত্তরঃ দুখু মিয়া।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কী নামে খ্যাত?
উত্তরঃ বিদ্রোহী কবি।
প্রশ্নঃ বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে কত নং বাঙালি পল্টনে যোগ দেন।
উত্তরঃ ৪৯ নং
প্রশ্নঃ আদালতে প্রদত্ত কবি নজরুলের রচনার নাম কী?
উত্তরঃ রাজবন্দীর জবানবন্দি
প্রশ্নঃ ১৯৩৩ সালে প্রকাশিত ‘বিষের বাঁশী’
কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন।
উত্তরঃ মিসেস এম রহমান
প্রশ্নঃ ‘চন্দ্রবিন্দু’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
উত্তরঃ গল্প
প্রশ্নঃ ‘ভাঙ্গার গান’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
উত্তরঃ কাব্যগ্রন্থ।
প্রশ্নঃ নারী কবিতাটি কে লিখেছেন ?
–কাজী নজরুল ইসলাম ।
প্রশ্নঃ আবুল মনসুর আহমদ এর কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভূমিকা রচনা করেছেন?
উত্তরঃ আয়না

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের তিনটি নাটকের নাম করুন।
উত্তরঃ ঝিলমিলি, আলেয়া, পুতুলের বিয়ে ।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতাটি কোনটি?
উত্তরঃ প্রলয়োল্লাস।
প্রশ্নঃ ১৯৩০ সালে কোন কবিতার জন্য নজরুল ইসলাম ৬ মাসের জন্য কারাবরণ করেন?
উত্তরঃ প্রলয় শিখা
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি?
উত্তরঃ শিউলীমালা
প্রশ্নঃ ‘সাম্যবাদী’ কাজী নজরুলের কোন জাতীয় রচনা? কত সালে কোথায় প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ কবিতা, ১৩৩২ বঙ্গাব্দে ১লা পৌষ ‘লাঙ্গল’
পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
প্রশ্নঃ ‘আমি সৈনিক’ রচনাটি কবি নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভূক্ত।
উত্তরঃ দুর্দিনের যাত্রী।

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী এবং কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ অগ্নিবীণা, ১৯২২ সালে প্রকাশিত হয়।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের দুটি অনুবাদ গ্রন্থের নাম করুন।
উত্তরঃ রুবাইয়াৎ-ই-হাফিজ (১৯৩০) ও রুবাইয়াৎ-ই- ওমর খৈয়াম (১৯৬০)।
প্রশ্নঃ এ পর্যন্ত কাজী নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত?
উত্তরঃ ৫১টি
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
উত্তরঃ সঞ্চিতা।
প্রশ্নঃ কাজী নজরুলের ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ লাঙ্গল।
প্রশ্নঃ নজরুল সাহিত্যের লক্ষণীয় বৈশিষ্ট্য কী?
উত্তরঃ সংস্কার ও বন্ধন মুক্তি
প্রশ্নঃ কত সালে কাজী নজরুল ইসলাম আশালতা সেন গুপ্তার সাথে বিবাহ বন্ধনে আবন্ধ
হন?
উত্তরঃ ১৯২৪ সালে
প্রশ্নঃ ১৯২২ সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় কী কী প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে এক
বৎসর কারাবণ করতে হয়?
উত্তরঃ আনন্দময়ীর
আগমনে কবিতা এবং ‘বিদ্রোহীর কৈফিয়াৎ’ প্রকাশের জন্য।

প্রশ্নঃ নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়।
উত্তরঃ বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।
প্রশ্নঃ বাংলা একাডেমী প্রাঙ্গণে দুটি বৃক্ষ আছে। তার একটি রবীন্দ্রনাথের নামে অপরটি কার নামে?
উত্তরঃ কাজী নজরুল ইসলামের নামে।

প্রশ্নঃ ‘যাকে হাত দিয়ে মালা দিতে পার নি’- এই
বিখ্যাত গানের চরণটি নজরুল কাকে উদ্দেশ্য
করে রচনা করেছেন?
উত্তরঃ নার্গিসকে।
প্রশ্নঃ নার্গিসের বাড়ি কোথায়?
উত্তরঃ কুমিল্লা জেলার দৌলতপুরে।
প্রশ্নঃ নজরুল ইসলামের রচনা দুটো ঐতিহ্য একই মিলন মোহনায় এসে মিসেছে। ঐতিহ্য দুটো কী?
উত্তরঃ মুসলিম ঐতিহ্য এবং হিন্দু ঐতিহ্য।
প্রশ্নঃ মুসলিম ও হিন্দু এতিহ্যকে একীভূত করার উদ্দেশ্যে তিনি তাঁর ছেলের নাম কী রাখেন?
উত্তরঃ কৃষ্ণ-মোহাম্মদ
প্রশ্নঃ নজরুল মায়ের মত সম্মান করতো কোন মহিলাকে?
উত্তরঃ বিরজা সুন্দরী নামে কুমিল্লার এক হিন্দু মহিলাকে।

Paragraph & Composition উত্তর লিংক ভাবসম্প্রসারণ, রচনা উত্তর লিংক
আবেদন পত্র/ Application form উত্তর লিংক প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা উত্তর লিংক

বিসিএস প্রিলি প্রস্তুতি: রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম থেকে সব প্রিলিতেই প্রশ্ন এসেছে । দুজন সম্পর্কে আমার একটা নোট । রবীন্দ্রনাথ থেকে একটি প্রশ্ন থাকবেই । তাই এক নজরে রিভিশন দিন ।

রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে ?
– সিরাজ গঞ্জের শাহাজাদ পুরে । তবে কুষ্টিয়ার কুটিবাড়িতে ও নওগাঁর পতিসরেও আলাদা ক্যাম্পাস থাকবে। দেশের ৩৮তম বিশ্ববিদ্যালয় এটি।
বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে ( ২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান কততম ?
– ২য় (প্রথম বঙ্গবন্ধু )
রবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার ?
– ২বার । ১৮৯৮ ও ১৯২৬।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ

১। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন >> ১৯২৬সালে
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬সালে কার্জন হলে ১ম বক্তৃতার নাম কি?
– The Meaning of Art

3.ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬সালে কার্জন হলে ২য় বক্তৃতার নাম কি?
-The Rule of the Giant
4.রবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
– ১৯৩৬সালে
5. আশীর্বাদ কর – তোমার স্মৃতি যেন তরুণ এই মুসলিম হলের অন্তরে চিরদিন রস ও নবনব কর্মপ্রেরণা সঞ্চার করে ’ এই রবীন্দ্রনাথকে প্রার্থনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা করেছিল?
– ১৯২৬সালে ১০ ফে: তত্কালীন মুসলিম বর্তমান সলিমুল্লাহ হলের ছাত্ররা
.
৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ কোন গীতিকবিতা রচনা করেছিল?
–বাসন্তিকা (প্রথম পঙক্তি>>>> এই কথাটি মনে রেখো /তোমাদের এই হাসি খেলায় / আমি এ গান গেয়েছিলেম/ জীর্ণ পাতা ঝরার বেলায়। )
.
রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ছিল?
-৯টি। ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, আ্ন্নাকালী পাকড়াশী; দিকশূন্য ভট্টাচার্য ; নবীন কিশোর শর্মণ:; ষষ্ঠীচর দেবশর্মা
;বাণীবিনোদ বিদ্যাবিনোদ; শ্রীমতি কনিষ্ঠা , শ্রীমতি মধ্যমা।
.
কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন ?
– রবীন্দ্রনাথ (এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় িইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে)
PDF file download করতে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম থেকে প্রিলিতে প্রশ্ন থাকেঃ দুজন সম্পর্কে আমার একটা নোট (PDF)
’বঙ্গভঙ্গ বিক্ষোভ’ প্রামান্য চিত্রের পরিচালক কে?
-রবীন্দ্রনাথ

১৮৯২সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম কি?
– সোনার তরী
.
লালনের গান কে সর্বপ্রথম সংগ্রহ করেন ?
–রবীন্দ্রনাথ (২৯৮টি)
.
রবীন্দ্রনাথের চৈনিক নাম কি?
– চু চেন তান
.
রবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
– ১৯৩৬সালে
.
রবীন্দ্রনাথ কেঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
-১৯৪০সালে
.
রবীন্দ্রনাথ কে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
-১৯১৩সালে
.
রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন?
– শেষ বয়সের প্রিয়া ।
.
আর্জেটিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন ?
– ভিক্টোরিয়া ওকাম্পো (তাঁকে উত্সর্গ করেন পূরবী কাব্য)

‘’আজি এ প্রভাতে রবির কর
/ কেমনে পশিল প্রাণের পর ’’পঙক্তিটি কার ?
– রবীন্দ্রনাথ ঠাকুর। (নির্ঝরের স্বপ্ন ভঙ্গ).
শান্তিনিকেতন / ব্রহ্মচর্যাশ্রম কতসালে প্রতিষ্ঠিত করে ?
– ১৯০১সালে । (কলকাতার অদূরে বোলপুরে।
.
হিন্দু -মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উত্সবের সূচনা করেন ?
– রাখিবন্ধন ।
.
‘’ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী’ উক্তিটি কার ?
– রবীন্দ্রনাথের।
.
রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যসংকলনের নাম কি?
– সঞ্চয়িতা
.
রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কোন কাব্য উত্সর্গ করেন ?
-বসন্ত(গীতিনাট্য ) নজরুল রবীকে > সঞ্চিতা
.
রবীন্দ্রনাথ তাঁর কতটি নাটকে অভিনয় করেন ?
– ১৩টি।

রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম কি ছিল ?
– পিরালি ব্রাহ্মণ
.
পারিবারিক উপাধী ?
– কুশারী

রবীন্দ্রনাথ তাঁর পিতামাতার চতুর্দশ সন্তান এবং অষ্টম পুত্র।
গীতাঞ্জলি প্রকাশ হয় > ১৯১০ সালে (নোবেল পুরস্কার ১৯১৩সালে)Songs of offerings নামে প্রকাশিত > ১৯১২সালে.
গীতাঞ্জলি‘ র ভূমিকা লেখেন > ইংরেজি কবি ডব্লিউ বি ইয়েটস
১৯০৫সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান >> ‘বাংলার মাটি বাংলার জল।’
আমার সোনার বাংলা — রচনা করেন গগণ হরকরার সুরের অনুকরণে।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস> করুণা, ১৮৭৭-৭৮
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ> ‘কবিকাহিনী(১৮৭৮)
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য> ‘বাল্মীকি প্রতিভা(১৮৮১)
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ> য়্যুরোপ প্রবাসীর পত্র(১৮৮২)
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস > বৌঠাকুরাণীর হাট( ১৮৮৩)
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ>> ‘বিবিধপ্রসঙ্গ(১৮৮৩)
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস> চোখের বালি
রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম >> ‘জীবন স্মৃতি ও ছেলেবেলা
রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম> ‘শব্দতত্ত্ব

প্রথম ছোট গল্প >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ভিখারিনী
প্রথম উপন্যাস >>>>>>>>>>>>>>>>>>>>>>>>> করুণা
কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উত্সর্গ করেন> ‘চার অধ্যায়
রবীন্দ্রনাথ নাইট উপাধি পান > ১৯১৫ সালে ।ত্যাগ করেন > ১৯১৯ সালৈ।
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন> >> মহাত্ম গান্ধী
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন> >> বহ্মবান্ধব উপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন> >> ক্ষিতিমোহন সেন।
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন>চীনা কবি চি-সি-লিজন।
শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয় > ২৪মার্চ, ২০০৪সালে।
বাংলা ছোটগল্পের জনক বলা > রবীন্দ্রনাথ ঠাকুরকে।

রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে > ব্রাজিল
রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র করেছে >>>>>>>>>>>>>> চীন ।
বাংলাদেশ রবীন্দ্রনাথ কে নিয়ে ডাক টিকিট প্রকাশ করে> ৫০তম মৃত্যুবার্ষিকীতে, ৭আগস্ট, ১৯৯১সালে।

১/ রবীন্দ্রনাথ এর প্রথম রচনা সংকলন ——–চয়নিকা
২/ রবীন্দ্রনাথ এর রাজর্ষি উপন্যাস কোন পত্রিকায় পকাশ হয় ?———বালক পত্রিকা
৩/ রবীন্দ্রনাথ এর “উৎসর্গ” কি ?——১ টি কাব্য গ্রন্থ
৪/ গীতাঞ্জলী কয়টি গানের সংকলন?- —– (১৫৭ ) টি
৫/ রবীন্দ্রনাথ এর কোন উপন্যাসটি ছোট গল্পধর্মী ? ———////নষ্টনীড়////
৬। রবীন্দ্রনাথ এর কোন গল্পটি উপ্পনাসধরমি ? ——–“চতুরঙ্গ”
৭/ “চার অধ্যায়” কোণ ধরনের উপন্যাস ? ——রাজনৈতিক
৮/ রবীন্দ্রনাথ এর কোন নাটকের প্রথম নাম ছিল পথ ? ——- “মুক্তধারা “

৯/ “কালান্তর” রবীন্দ্রনাথ এর কি ? —–ভারত বর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্দের সংকলন
১০/ রবীন্দ্রনাথ এর সর্বশেষ গদ্যরচনা কোনটি ?———–সভ্যতার সঙ্কট।
১১/ রবীন্দ্রনাথ এর বিজ্ঞান বিষয়ক গ্রন্ত ? ——–বিশ্ব পরিচয়
১২/ রবীন্দ্রনাথ এর চিরকুমার সভা কি ?? ——১ টি কৌতুক নাটক ।
১৩/ রবীন্দ্রনাথ এর আত্মজীবনী কোনটি ? —— “জীবনস্মৃতি “।
১৪/ রবীন্দ্রনাথ এর নটির পূজা নাটকটি কন ধর্মের কাহিনী ? —–বুদ্ধ ধর্ম
১৫/ “ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ “ এটা কোন গদ্যরচনা এর লাইন ———–[সভ্যতার সংকট] ১৬/ ছিন্নপত্র কাঁকে লেখা চিঠি এর সমাহার —–ভাতিজি ইন্দিরা দেবী
১৭/ “পঞ্চভূত”” রবীন্দ্রনাথ এর কি ? —–প্রবন্ধ গ্রন্থ
১৮/ “সে”রবীন্দ্রনাথ এর কি ? —–গল্প গ্রন্থ
১৯/ রবীন্দ্রনাথ ৪ টি পত্রিকা সম্পাদনা করেন —–সাধনা+ভারতি+বঙ্গদর্শন + তত্ত্ববোধনী
২০/ মারা যাওয়ার পরে প্রকাশিত গ্রন্ত —- শেষ লেখা (১৯৪১) এবং ছড়া (১৯৪১)
২১.নটীর পুজা কার নাটক ?
– রবীন্দ্রনাথের
২২. রবীন্দ্রনাথের নাটক সমূহ
– রক্তকরবী, তাসের দেশ , ডাকঘর, বসন্ত, চণ্ডালিকা , চিরকুমার সভা , বৈকুন্ঠের খাতা, রাজা , অচলায়তন, বিসর্জন , প্রায়শ্চিত্ত ইত্যাদি।
২৩, নষ্টনীড় কি?
– রবীন্দ্রনাথের উপন্যাসধর্মী ছোটগল্প।

কাজী নজরুল ইসলাম থেকে যেহেতু প্রশ্ন আসবেই সুতরাং ভালোকরেই পড়া ভালো। ফুল ডোজ দিলাম । আশা করছি কাজে দেবে। । এক নজরে রিভিশন দিন ।

প্রশ্নঃ কাজী নজরুল কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৪ মে ১৮৯৯) খ্রি:) চুরুলিয়া গ্রাম, আসানসোল, বর্ধমান পশ্চিমবঙ্গ।
প্রশ্নঃ তিনি মৃত্যুবরণ করেন কবে?
উত্তরঃ ২৯ আগষ্ট, ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ।

১। বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনয়ন করা হয় কত সালে?
-১৯৭২সালের ২৪মে
২। নজরুলকে কবে বাংলাদেশের সরকার নাগরিকত্ব প্রদান করে ?
– ১৯৭৬সালের ১৮ই ফেব্রুয়ারী
৩। নজরুল কবে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন ?
– ১৯৪২সালের ১০ ই অক্টোবর ৪৩বছর বয়সে ।
৪। নজরুলকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট উপাধি দেয় ?
– ১৯৭৪সালে
৫। রবীন্দ্রভারতী কবে ডি. লিট উপাধি দেয় ?
-১৯৬৯সালে
৬। ভারত সরকার তাঁকে কবে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন ?
– ১৯৬০
৭। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে থাকে জগত্তারিণী পুরস্কার প্রদান করেন ?
– ১৯৪৫সালে ।

৮। কত সালে নজরুল ২১শে পদক পান ?
– ১৯৭৬সালে‘।
৯। কতসালে তিনি স্বাধীনতা পুরস্কার পান ?
– ১৯৭৭সালে
১০। বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত (২০০৪) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের অবস্থান কত ?
– ৩য়
১১.। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কবে স্বীকৃতি দেওয়া হয় ?
-১৯৭২সালের ২৪মে স্বীকৃতি (সাংবিধানিক স্বীকৃতি এখনও দেওয়া হয়নি।
১২। নজরুল কতবার ঢাকায় আসেনে ?
– ১৩বার । প্রথম ১৯২৬
১৩। নজরুল কত বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন ?
– ৫বার
১৪। নজরুল কোন চলচ্চিত্রে নারদ চরিত্রে অভিনয় করেন ?
– ধ্রুব
১৫। নজরুলের প্রথম

প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
উত্তরঃ ব্যথার দান (প্রকাশ: ফেব্রুয়ারি ১৯২২)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম কী?
উত্তরঃ বাউন্ডেলের আত্মকাহিনী (প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬; সওগাত)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
উত্তরঃ মুক্তি (প্রকাশ: শ্রাবণ ১৩২৬)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত গল্পের নাম কী?
উত্তরঃ বাউন্ডেলের আত্মকাহিনী (প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কী?
উত্তরঃ ব্যথার দান (প্রকাশ: ফেব্রুয়ারি ১৯২২)।

প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তরঃ অগ্নি-বীণা (সেপ্টেম্বর, ১৯২২)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
উত্তরঃ বাঁধনহারা (১৯২৭)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কী?
উত্তরঃ তুর্কমহিলার ঘোমটা খোলা (প্রকাশ: কার্তিক ১৩২৬)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তরঃ যুগবাণী (অক্টোবর ১৯২২)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কী?
উত্তরঃ ঝিলিমিলি (১৩৩৪, নওরোজ)।
প্রশ্নঃ প্রথম প্রকাশিত নাট্য গ্রন্থ কী?
উত্তরঃ ঝিলিমিলি (১৩৩৭)। এই গ্রন্থে মোট তিনটি নাটক আছে।

প্রশ্নঃ নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম কী?
উত্তরঃ বিষের বাঁশী (প্রকাশ: আগষ্ট ১৯২৪/ বাজেয়াপ্ত: ২৪ অক্টোবর ১৯২৪)।

১৫। ভোর হল দোর খোল
খুকু মণি উঠো রে —- পঙক্তিটি কার লেখা ?
– কাজী নজরুল ইসলাম ।
১৬। বাংলা সাহিত্যের মুক্তক ছন্দের প্রবর্তক কে?
– কাজী নজরুল ইসলাম।
১৭। কাজী নজরুলে বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
– ময়মনসিংহের ত্রিশালে
১৮। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?
– বাংলা একাডেমিতে
১৯। বিশ্বকে দেখবো আমি আপন হাতের মুঠায় করে
পঙক্তিটি কার লেখা ?
২০। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে শোকার্ত কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি লিখেছিলেন?
– রবি-হারা
২১। কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ কয়টি?
– ২৩টি
২২। কাজী নজরুল ইসলাম রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?
-নির্ঝর

২৩।ঝিঙেফুল ও সাতভাই চম্পা কি?
– কাজী নজরুলের ছোটদের কাব্যগ্রন্থ
২৪। কাজী নজরুল ইসলাম সম্পাদিত তিনটি পত্রিকার নাম কী?
উত্তরঃ ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫), দৈনিক নবযুগ (১৯৪১)
২৫। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে , মিথ্যাকে , মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে ‘’’– কার কথা?
– –কাজী নজরুল ইসলামের।
২৫।–কাজী নজরুল ইসলামের ৩টি অনুবাদ গ্রন্থ
— কাব্যে আমপারা , রুবাইয়াত্ -ই- হাফিজ, রুবাইয়াত্ -ই- ওমর খৈয়াম।
২৬। ব্যথারদান , রিক্তের বেদন ও শিউলিমালা এগুলো কি?
– গল্পগ্রন্থ
২৭। বিয়ের পর নজরুলের স্ত্রী আশালতা সেন গুপ্তের নাম রাখা হয়
– প্রমীলা
২৮। চল্ চল্ চল্ সঙ্গীতকে কবে বাংলাদেশ পদাতিক বাহিনীর ‘রণসঙ্গীত’ হিসেবে গ্রহণ করা হয় ?
– ১৯৯৬সালে।
২৯। নজরুল প্রতিভা কার লেখা ?
– কাজী আবদুল ওয়াদুদ।
৩০। কাজী নজরুল ইসলাম কবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাত্ করেন ?
– ১৯২১সালের অক্টোম্বর মাসে
৩১। নজরুলের গজলগুলোকে বলা হয়
– নজরুলিয়া । (তিনিই প্রথম বাংলা গজল লেখেন। )
৩২। প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার কে?
– কাজী নজরুল েইসলাম্
৩৩। কাজী নজরুল ইসলাম কোথায় সমাহিত করা হয় ?
– ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে।

৩৪। নজরুল স্মৃতিবিজড়িত কয়েকটি দর্শনীয় স্থান
— ত্রিশাল , ময়মনসিংহ, দৌলতপুর , কুমিল্লা , কার্পাসডাঙা, চুয়াডাঙ্গা ।
৩৫। কাজী নজরুলকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করেছে ?
– কানাডা
৩৬।জীবন বন্দনা কবিতাটি কোন ছন্দে রচিত?
– ৬মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে।
৩৭। ’সঞ্চিতা’ কাব্যগ্রন্থ নজরুল কাকে উত্সর্গ করেন ?
– রবীন্দ্র নাথ ঠাকুরকে
৩৮। অগ্নিবীণা কাব্যগ্রন্থ নজরুল কাকে উত্সর্গ করেন ?
– বারীন্দ্র কুমার ঘোষকে
৩৯।বাঁধন হারা ‘ উপন্যাস নজরুল কাকে উত্সর্গ করেন ?
-নলিনীকান্ত সরকারকে
৪০। বসন্ত গীতিনাট্য নজরুল কাকে উত্সর্গ করেন ?
-রবীন্দ্র নাথ ঠাকুরকে।

প্রশ্নঃ কাজী নজরুলের পিতার নাম কী?
উত্তরঃ কাজী ফকির আহমদ।
/
প্রশ্নঃ নজরুলের প্রাতিষ্ঠানিক শিক্ষার বর্ণনা।
উত্তরঃ দশ বছর বয়সে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারী পরীক্ষায় উত্তীর্ণ (১৯০৯) হন্ এরপর
১৯১৪ সালের ত্রিশালের দরিরামপুর স্কুলে, ১৯১৫ সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ শিয়ারশোল রাজস্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। এই স্কুল থেকে ১৯১৭ সালে দশম শ্রেণী প্রি-টেস্ট পরীক্ষার সময় লেখাপড়া অসমাপ্ত রেখে তিনি সেনাবাহিনীতে যোগ দেন।
/
প্রশ্নঃ বার বছর বয়সে তিনি কোথায় যোগ দেন?
উত্তরঃ লেটোর দলে এবং দলে ‘পালা গান’ রচনা করেন।
প্রশ্নঃ নজরুল বাংলা সাহিত্যে কী নামে পরিচিত?
উত্তরঃ বিদ্রোহী কবি।
প্রশ্নঃ কাজী নজরুল বাংলাদেশের কোন সঙ্গীতের রচয়িতা?
উত্তরঃ রণসঙ্গীত।
প্রশ্নঃ রণসঙ্গীত হিসাবে মূল কবিতাটির কত চরণ গৃহীত?
উত্তরঃ ২১ চরণ।

প্রশ্নঃ রণসঙ্গীত কী শিরোনামে সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ নতুনের গান শিরোনামে ঢাকার শিখা পত্রিকায় ১৯২৮ (১৩৩৫ বঙ্গাব্দে) বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয়।
প্রশ্নঃ কাজী নজরুলের কোন গ্রন্থে এই সঙ্গীত অন্তর্ভুক্ত আছে?
উত্তরঃ সন্ধ্যা কাব্য গ্রন্থে।
প্রশ্নঃ ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তরঃ ‘সাপ্তাহিক বিজলী’র ২২ পৌষ (১৩২৮) সংখ্যায়।
প্রশ্নঃ কাজী নজরুল কোন দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন?
উত্তরঃ ‘সান্ধ্য দৈনিক নবযুগ’ (১৯২০)-এর।
প্রশ্নঃ এই পত্রিকার সঙ্গে আর কোন দুজন রাজনৈতিক নেতা যুক্ত ছিলেন?
উত্তরঃ কমরেড মুজাফফর আহমদ ও
শেরে বাংলা ফজলুল হক।

প্রশ্নঃ কাজী নজরুলের সম্পদনায় কোন
অর্ধসাপ্তাহিক পত্রিকা বের হত?
উত্তরঃ ‘ধূমকেতু’ (১৯২২)।
প্রশ্নঃ ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বাণী ছাপা হয়?
উত্তরঃ ‘আয় চলে আয়, রে ধূমকেতু/আঁধারে বাঁধ অগ্নিসেতু-’।

প্রশ্নঃ কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
উত্তরঃ ধূমকেতু’র পূজা সংখ্যায় (১৯২২) ‘আনন্দময়ীর আগমনে’।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ তাঁর কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন?
উত্তরঃ বসন্ত।
প্রশ্নঃ হুগলি জেলে কর্মকর্তাদের অন্যায় আচরণের বিরুদ্ধে নজরুল অনশন করলে রবীন্দ্রনাথ
নজরুলকে কী লিখে টেলিগ্রাফ পাঠান?
উত্তরঃ Give up hunger strike. Our literature claims you.
প্রশ্নঃ কাজী নজরুল জেল থেকে মুক্তি পান কবে?
উত্তরঃ ১৯২৩-এর ১৫ অক্টোবর।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কংগ্রেসের রাজনীতিতে যোগ দেন কখন?
উত্তরঃ ১৯২৫-এ ফরিদপুর কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে।
প্রশ্নঃ নজরুল সম্পাদিত ‘লাঙ্গল’ পত্রিকার প্রকাশকাল কত?
উত্তরঃ ১৯২৫ সাল।

প্রশ্নঃ কাজী নজরুলকে জাতীয় সংবর্ধনা দেয়া হয় কোথায় এবং কখন?
উত্তরঃ ১৯২৯-এর ১৫ ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে।
প্রশ্নঃ নজরুলের মোট কয়টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়,
কী কী?
উত্তরঃ ৫টি। বিশের বাঁশী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী।
প্রশ্নঃ জেলে বসে লেখা জবানবন্দির নাম কী?
উত্তরঃ রাজবন্দির জবানবন্দি। রচনার তারিখ:
৭/১/১৯২৩
প্রশ্নঃ ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত?
উত্তরঃ সিন্ধু হিন্দোল কাব্যের।
প্রশ্নঃ কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীনা’ কাব্য নিষিদ্ধ হয়?
উত্তরঃ রক্তাম্বরধারিনী মা।
প্রশ্নঃ ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তরঃ অগ্নি-বীণা।
প্রশ্নঃ অগ্নি-বীণা কাকে উৎসর্গ করা হয়?
উত্তরঃ বিপ্লবী বারীন্দ্

রকুমার ঘোষকে।
প্রশ্নঃ অগ্নি-বীণার প্রথম কবিতা কোনটি?
উত্তরঃ প্রলয়োল্লাস।

প্রশ্নঃঅগ্নিবীণাতে কয়টি কবিতা আছে?
– ১২টি
প্রশ্নঃ।সঞ্চিতাতে কয়টি কবিতা আছে?
– ৭৮টি কবিতা
প্রশ্নঃ নজরুলের কোনটি পত্রোপন্যাসের পর্যায়ভুক্ত।
উত্তরঃ বাঁধনহারা।
প্রশ্নঃ কবির বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কী কী?
উত্তরঃ ‘অগ্নি-বীণা’ (১৯২২), বিষের বাঁশি (১৯২৪),
ভাঙার গান (১৯২৪), সাম্যবাদী (১৯২৫),
সর্বহারা (১৯২৬), ফণি-মনসা (১৯২৭), জিঞ্জির
(১৯২৮), সন্ধ্যা (১৯২৯), প্রলয় শিখা (১৯৩০)
ইত্যাদি।
প্রশ্নঃ জীবনী কাব্যগুলো কী কী?
উত্তরঃ ‘চিত্তনামা’ (১৯২৫) ও মরু-ভাস্কর (১৯৫০)।
প্রশ্নঃ চিত্তনামা ও মরু-ভাস্কর কার জীবনভিত্তিক কাব্য?
উত্তরঃ চিত্তনামা : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ: মরু-ভাস্কর: হয়রত মুহম্মদ।
প্রশ্নঃ হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী গ্রন্থ কোনটি?
উত্তরঃ মরু ভাস্কর।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলোর নাম উল্লেখ কর।
উত্তরঃ ‘বাঁধনহারা’ (১৯২৭), মৃত্যুক্ষুধা (১৯৩০) ও কুহেলিকা (১৯৩১)।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থগুলোর নাম কর।
উত্তরঃ ব্যথার দান (১৯২২), রিক্তের বেদন (১৯২৫), শিউলিমালা (১৯৩১)।
প্রশ্নঃ সংগীত বিষয়ক গ্রন্থাবলীর উল্লেখ কর।
উত্তরঃ চোখের চাতক, নজরুল গীতিকা, সুর সাকী, বনগীতি প্রভৃতি।
প্রশ্নঃ বাল্যকাল তিনি কী নামে পরিচিত ছিলেন?
উত্তরঃ দুখু মিয়া।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কী নামে খ্যাত?
উত্তরঃ বিদ্রোহী কবি।
প্রশ্নঃ বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে কত নং বাঙালি পল্টনে যোগ দেন।
উত্তরঃ ৪৯ নং
প্রশ্নঃ আদালতে প্রদত্ত কবি নজরুলের রচনার নাম কী?
উত্তরঃ রাজবন্দীর জবানবন্দি
প্রশ্নঃ ১৯৩৩ সালে প্রকাশিত ‘বিষের বাঁশী’
কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন।
উত্তরঃ মিসেস এম রহমান

প্রশ্নঃ ‘চন্দ্রবিন্দু’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
উত্তরঃ গল্প
প্রশ্নঃ ‘ভাঙ্গার গান’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
উত্তরঃ কাব্যগ্রন্থ।
প্রশ্নঃ নারী কবিতাটি কে লিখেছেন ?
–কাজী নজরুল ইসলাম ।
প্রশ্নঃ আবুল মনসুর আহমদ এর কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভূমিকা রচনা করেছেন?
উত্তরঃ আয়না
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের তিনটি নাটকের নাম করুন।
উত্তরঃ ঝিলমিলি, আলেয়া, পুতুলের বিয়ে ।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতাটি কোনটি?
উত্তরঃ প্রলয়োল্লাস।
প্রশ্নঃ ১৯৩০ সালে কোন কবিতার জন্য নজরুল ইসলাম ৬ মাসের জন্য কারাবরণ করেন?
উত্তরঃ প্রলয় শিখা
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি?
উত্তরঃ শিউলীমালা
প্রশ্নঃ ‘সাম্যবাদী’ কাজী নজরুলের কোন জাতীয় রচনা? কত সালে কোথায় প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ কবিতা, ১৩৩২ বঙ্গাব্দে ১লা পৌষ ‘লাঙ্গল’
পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
প্রশ্নঃ ‘আমি সৈনিক’ রচনাটি কবি নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভূক্ত।
উত্তরঃ দুর্দিনের যাত্রী।

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী এবং কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ অগ্নিবীণা, ১৯২২ সালে প্রকাশিত হয়।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের দুটি অনুবাদ গ্রন্থের নাম করুন।
উত্তরঃ রুবাইয়াৎ-ই-হাফিজ (১৯৩০) ও রুবাইয়াৎ-ই- ওমর খৈয়াম (১৯৬০)।
প্রশ্নঃ এ পর্যন্ত কাজী নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত?
উত্তরঃ ৫১টি
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
উত্তরঃ সঞ্চিতা।
প্রশ্নঃ কাজী নজরুলের ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ লাঙ্গল।
প্রশ্নঃ নজরুল সাহিত্যের লক্ষণীয় বৈশিষ্ট্য কী?
উত্তরঃ সংস্কার ও বন্ধন মুক্তি
প্রশ্নঃ কত সালে কাজী নজরুল ইসলাম আশালতা সেন গুপ্তার সাথে বিবাহ বন্ধনে আবন্ধ
হন?
উত্তরঃ ১৯২৪ সালে
প্রশ্নঃ ১৯২২ সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় কী কী প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে এক
বৎসর কারাবণ করতে হয়?
উত্তরঃ আনন্দময়ীর
আগমনে কবিতা এবং ‘বিদ্রোহীর কৈফিয়াৎ’ প্রকাশের জন্য।
প্রশ্নঃ নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়।
উত্তরঃ বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।
প্রশ্নঃ বাংলা একাডেমী প্রাঙ্গণে দুটি বৃক্ষ আছে। তার একটি রবীন্দ্রনাথের নামে অপরটি কার নামে?
উত্তরঃ কাজী নজরুল ইসলামের নামে।
প্রশ্নঃ ‘যাকে হাত দিয়ে মালা দিতে পার নি’- এই
বিখ্যাত গানের চরণটি নজরুল কাকে উদ্দেশ্য
করে রচনা করেছেন?
উত্তরঃ নার্গিসকে।
প্রশ্নঃ নার্গিসের বাড়ি কোথায়?
উত্তরঃ কুমিল্লা জেলার দৌলতপুরে।

প্রশ্নঃ নজরুল ইসলামের রচনা দুটো ঐতিহ্য একই মিলন মোহনায় এসে মিসেছে। ঐতিহ্য দুটো কী?
উত্তরঃ মুসলিম ঐতিহ্য এবং হিন্দু ঐতিহ্য।
প্রশ্নঃ মুসলিম ও হিন্দু এতিহ্যকে একীভূত করার উদ্দেশ্যে তিনি তাঁর ছেলের নাম কী রাখেন?
উত্তরঃ কৃষ্ণ-মোহাম্মদ
প্রশ্নঃ নজরুল মায়ের মত সম্মান করতো কোন মহিলাকে?
উত্তরঃ বিরজা সুন্দরী নামে কুমিল্লার এক হিন্দু মহিলাকে।
নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।

কাজী নজরুল ইসলাম থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান লিংক

কবি সাহিত্যিকদের ছদ্মনাম লিংক

কবি সাহিত্যিকদের জন্ম ও মৃত্যু থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান লিংক

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী AtoZ সহ সকল প্রশ্ন সমাধান লিংক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনী AtoZ সহ সকল প্রশ্ন সমাধান লিংক

শেখ হাসিনাকে জীবনী AtoZ সহ সকল প্রশ্ন সমাধান লিংক

  1. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?
    (A) ১৯২৩ সনে

(B) ১৯২১ সনে

(C) ১৯১৯ সনে

(D) ১৯২২ সনে ✔

বিসিএস প্রিলিমিনারি বাংলা প্রস্তুতি (কাজী নজরুল ইসলাম-mcq) 1

  1. ‘বাঁধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

(A) নাটক

(B) কবিতা

(C) ভ্রমণ কাহিনী

(D) উপন্যাস✔

  1. কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?

(A) আগমনী

(B) কোরবানী

(C) প্রলয়ােল্লাস✔

(D) বিদ্রোহী

  1. নজরুল কত সালে পদ্মভূষণ পান?

(A) ১৯৫০

(B) ১৯৬৭

(C) ১৯৫৭

(D) ১৯৬০✔

  1. নবযুগ নজরুলের কেমন পত্রিকা?

(A) মাসিক

(B) সাপ্তাহিক

(C) অর্ধসাপ্তাহিক

(D) সান্ধ্য দৈনিক✔

  1. কাজী নজরুল ইসলাম কি কি পুরস্কার পান??

(A) জগত্তারিনি পদক

(B) পদ্মভূষণ

(C) একুশে পদক

(D) সবগুলো✔

  1. চল চল কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত???

(A) সন্ধ্যা✔

(B) সাম্যবাদী

(C) নতুনের গান

(D) নাড়ি

  1. তার সম্পাদিত সাপ্তাহিক পত্রিকার নাম কি?

(A) বিদ্রোহী

(B) ধুমকেতু

(C) লাঙ্গল✔

(D) নবযুগ

  1. কাজী নজরুল ইসলাম কি কি পুরস্কার পান??

(A) জগত্তারিনি পদক

(B) পদ্মভূষণ

(C) একুশে পদক

(D) সবগুলো✔

  1. চল চল কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

(A) সন্ধ্যা✔

(B) সাম্যবাদী

(C) নতুনের গান

(D) নাড়ি

  1. কবি কোন রচনার জন্য ৬ মাস কারাবরন করেন?

(A) অগ্নিবীণা

(B) আনন্দময়ীর আগমনে

(C) প্রলয় শিখা✔

(D) বিদ্রোহী

  1. নির্ঝর কাব্যগ্রন্থে কয়টি কবিতা আছে ?

(A) ২৫

(B) ২৪

(C) ২৮

(D) ২৬✔

  1. নজরুলের প্রকাশিত কাব্য কোনটি ?

(A) নাড়ি

(B) কুলিমজুর

(C) নির্ঝর✔

(D) মানুষ

  1. কাজী নজরুল ইসলাম এর প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি?

(A) বিষের বাঁশি✔

(B) ভাঙ্গার গান

(C) প্রলয় শিখা

(D) যুগবাণী

  1. কাজী নজরুল ইসলাম এর প্রথম প্রকাশিত প্রবন্ধ কি?

(A) ব্যাথার দান

(B) তুরকি মহিলার ঘোমটা খোলা✔

(C) রিক্তের বেদন

(D) অগ্নিবীণা

  1. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?

(A) বাহ্মনযুগে নব মুসলিম ছিলেন বলে

(B) ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে

(C) প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে

(D) প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে✔

  1. কাজী নজরুল ইসলামের “সঞ্চিতা” ইংরেজিতে অনুবাদ করেন-

(A) অধ্যাপক মোস্তফা মুনির✔

(B) অধ্যাপক আবু সাঈদ

(C) W.B. Yeats

(D) কোনটিই নয়

  1. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?

(A) ছায়ানট

(B) চক্রবাক

(C) রুদ্রমঙ্গল

(D) বালুচর✔

  1. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?

(A) রিক্তের বেদন

(B) সর্বহারা

(C) আলেয়া

(D) কুহেলিকা✔

  1. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?

(A) অগ্নিবীণা

(B) দোলনচাঁপা

(C) চক্রবাক

(D) বলাকা✔

  1. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?

(A) বেলা শেষের গান

(B) নিশাস্তিক

(C) হেমন্ত গধুলী

(D) পূবের হাওয়া✔

  1. কোনটি নজরুল রচিত কাব্যগ্রন্থ?

(A) ছায়ানট✔

(B) মৃত্যুক্ষধা

(C) ব্যথার দান

(D) শিউলিমালা

  1. কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে একুশে পদক লাভ করেন?

(A) ১৯৭৬✔

(B) ১৯৭৭

(C) ১৯৭৮

(D) ১৯৭৯

  1. ‘চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোটলোক’-বলেছেন-

(A) সুকান্ত ভট্টাচার্য

(B) কাজী নজরুল ইসলাম✔

(C) গোলাম মোস্তফা

(D) জসীম উদ্দীন

(E) কোনটিই নয়

  1. ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?

(A) দোলনচাঁপা

(B) বিষের বাঁশি

(C) সাম্যবাদী

(D) অগ্নিবীনা✔

  1. কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘মৃত্যক্ষধা’ কাদের পটভূমিতে রচিত?

(A) বিপ্লবীদের

(B) জমিদার শোষকদের

(C) গরিব দুঃখীদের

(D) নিগৃহীত মহিলাদের✔

(E) কোনটিই নয়

  1. নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?

(A) সাপ্তাহিক বিজলীতে✔

(B) মাসিক মোসলেম ভারতে

(C) দৈনিক ছোলটানে

(D) দৈনিক নবযুগে

  1. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?

(A) মুক্তি

(B) বাউণ্ডুলের আত্মকাহিনী✔

(C) হেবা

(D) বিদ্রোহী

  1. কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?

(A) বারীন্দ্রকুমার ঘোষ

(B) রবীন্দ্রনাথ ঠাকুর✔

(C) বীরজাসুন্দরী দেবী

(D) মুজাফফর আহম্মদ

  1. ‘বিদ্রোহী’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থের অন্তর্গত?

(A) অগ্নিবীণা✔

(B) বিষের বাঁশি

(C) দোলনচাঁপা

(D) বাঁধনহারা

  1. কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন?

(A) সঞ্চিতা✔

(B) বিশের বাঁশী

(C) ভাঙ্গার গান

(D) প্রলয় শিখা

  1. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি?

(A) বাউণ্ডেলের আত্মকাহিনী✔

(B) মুক্তি

(C) পদ্ম গোখরা

(D) বিদ্রোহী

  1. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন গ্রন্থটি কাজী নজরুলকে উৎসর্গ করেন?

(A) বলাকা

(B) বসন্ত✔

(C) শেষের কবিতা

(D) গোরা

  1. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা কোনটি?

(A) বসন্ত-প্রয়াণ

(B) ধানকন্যা

(C) শেষ লেখা

(D) ব্যথার দান✔

  1. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?

(A) ছায়ানট

(B) বুলবুল

(C) আলেয়া

(D) কুহেলিকা✔

  1. ‘ঝিঙে ফুল’ কবিতার কবি হচ্ছেন-

(A) নির্মলেন্দু গুণ

(B) গোলাম মোস্তফা

(C) কায়কোবাদ

(D) কাজী নজরুল ইসলাম✔

  1. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি ?

(A) পদ্মরাগ

(B) পদ্মপুরাণ

(C) পদ্মগোখরা✔

(D) পদ্মাবতী

  1. বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে ?

(A) আল মাহমুদ

(B) শামসুর রহমান

(C) রবীন্দ্রনাথ ঠাকুর

(D) কাজী নজরুল ইসলাম✔

  1. কল্লোল যুগের কবি কে ছিলেন?

(A) কাজী নজরুল ইসলাম✔

(B) জীবনানন্দ দাস

(C) শামসুর রহমান

(D) সুকান্ত ভট্টাচার্য

  1. ফনিমনসা কাব্যের রচয়িতা কে?

(A) কাজী নজরুল ইসলাম✔

(B) জীবনানন্দ দাস

(C) শামসুর রহমান

(D) রবীন্দ্রনাথ ঠাকুর

  1. বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

(A) অগ্নিবীণা✔

(B) বিষের বাঁশী

(C) ভাঙ্গার গান

(D) প্রলয় শিখা

  1. মহররম কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

(A) অগ্নিবীণা✔

(B) বিষের বাঁশী

(C) ভাঙ্গার গান

(D) প্রলয় শিখা

  1. দারিদ্র্য কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

(A) অগ্নিবীণা

(B) বিষের বাঁশী

(C) সিন্দু হিন্দোল✔

(D) প্রলয় শিখা

  1. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

(A) মৃত্যুক্ষুধা✔

(B) আলেয়া

(C) ঝিলিমিলি

(D) মধুমালা

  1. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

(A) বাউন্ডুলের আত্মকাহিনী✔

(B) মুক্তি

(C) হেনা

(D) বিদ্রোহী

  1. কাজী নজরুল ইসলামের প্রথম নাটক?

(A) ঝিলিমিলি✔

(B) পুতুলের বিয়ে

(C) আলেয়া

(D) মধুমালা

  1. কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস-

(A) ব্যথার দান

(B) বাঁধনহারা✔

(C) মৃত্যুক্ষুধা

(D) আলেয়া

  1. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?

(A) অগ্নিবীণা

(B) বিষেরবাঁশী

(C) সাম্যবাদী

(D) মৃত্যুক্ষুধা✔

  1. কোন গল্পটি কাজী নজরুল ইসলামের লেখা?

(A) পদ্মগোখারা✔

(B) জোঁক

(C) সমাপ্তি

(D) প্রাগৈতিহাসিক

  1. ঢাকার নবাব পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করছিলেন?

(A) মহররম

(B) বিজয়িনী

(C) খেয়াপারের তরনী✔

(D) আনন্দময়ীর আগমনে

যে কোন চাকরি পরিক্ষার জন্য গুরুত্বপূন

১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক

Professor Primary Assistant Teacher book লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

ইংরেজি

ইংরেজি ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Parts of Speech প্রশ্ন ও উত্তর লিংক Abbreviations or
Elaboration Terms
প্রশ্ন ও উত্তর লিংক
Articleপ্রশ্ন ও উত্তর লিংক One word Substitutionsপ্রশ্ন ও উত্তর লিংক
Appropriate Preposition প্রশ্ন ও উত্তর লিংক English literatureপ্রশ্ন ও উত্তর লিংক
Prepositionপ্রশ্ন ও উত্তর লিংক Sentence Correctionপ্রশ্ন ও উত্তর লিংক
Right forms of verbপ্রশ্ন ও উত্তর লিংক Translation /Vocabularyপ্রশ্ন ও উত্তর লিংক
Voice প্রশ্ন ও উত্তর লিংক Spellingপ্রশ্ন ও উত্তর লিংক
Narrationপ্রশ্ন ও উত্তর লিংক Synonym-Antonymপ্রশ্ন ও উত্তর লিংক
Phrase and Idioms প্রশ্ন ও উত্তর লিংক Word Meaningপ্রশ্ন ও উত্তর লিংক
prefix and suffixপ্রশ্ন ও উত্তর লিংক প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

বাংলা

বিগত ৩০ বছরে বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়োগ পরীক্ষায় আষার সকল MCQ নৈবিত্তিক প্রশ্ন সমাধান এক সাথে, নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
সন্ধিপ্রশ্ন ও উত্তর লিংক শেখ হাসিনাপ্রশ্ন ও উত্তর লিংক
বিপরীত শব্দপ্রশ্ন ও উত্তর লিংক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানপ্রশ্ন ও উত্তর লিংক
সমার্থক শব্দপ্রশ্ন ও উত্তর লিংক জাতীর ৪ নেতাপ্রশ্ন ও উত্তর লিংক
শুদ্ধ বানানপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন চুক্তি
বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত
প্রশ্ন ও উত্তর লিংক
এককথায় প্রকাশপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধ সেক্টরপ্রশ্ন ও উত্তর লিংক
তৎসম অর্ধতৎসম তদ্ভব
বিদেশী ও দেশি শব্দ
প্রশ্ন ও উত্তর লিংক রােহিঙ্গা সমস্যাপ্রশ্ন ও উত্তর লিংক
উপসর্গপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের জনপদপ্রশ্ন ও উত্তর লিংক
সমাসপ্রশ্ন ও উত্তর লিংক সংবিধানপ্রশ্ন ও উত্তর লিংক
বাগধারা, প্রবাদ ও প্রবচনপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধপ্রশ্ন ও উত্তর লিংক
কারক-বিভক্তিপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের ভৌগলিকপ্রশ্ন ও উত্তর লিংক
যুক্ত বর্ণেরপ্রশ্ন ও উত্তর লিংক কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যুপ্রশ্ন ও উত্তর লিংক
ধ্বনি, বর্ণপ্রশ্ন ও উত্তর লিংক উপন্যাস/রচনাসমগ্রপ্রশ্ন ও উত্তর লিংক
বাক্য (সরল, জটিল, যৌগিক) প্রশ্ন ও উত্তর লিংক ভাষা আন্দোলপ্রশ্ন ও উত্তর লিংক
পদ নির্ণয়প্রশ্ন ও উত্তর লিংক বিখ্যাত স্থানপ্রশ্ন ও উত্তর লিংক
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব প্রশ্ন ও উত্তর লিংকস্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের চলচ্চিত্র প্রশ্ন ও উত্তর লিংকবাংলাদেশের কৃষ্টি
ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন
প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

গণিত

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) প্রশ্ন ও উত্তর লিংক বীজগাণিতিক মান নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফাপ্রশ্ন ও উত্তর লিংক উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
ল.সা.গু, গ.সা.গু প্রশ্ন ও উত্তর লিংক ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র প্রশ্ন ও উত্তর লিংক
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য)প্রশ্ন ও উত্তর লিংক আয়তক্ষেত্রের বেসিক
সূত্রের অংকসমূহ, সরলরেখা
প্রশ্ন ও উত্তর লিংক
অনুপাত:সমানুপাত প্রশ্ন ও উত্তর লিংক গাছের উচ্চতা/
মিনারের উচ্চতা
প্রশ্ন ও উত্তর লিংক
সংখ্যা পদ্ধতি প্রশ্ন ও উত্তর লিংক
মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি
প্রশ্ন ও উত্তর লিংক
বিগত সালে প্রশ্ন প্রশ্ন ও উত্তর লিংক পরিমাপ ও পরিমান প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

কম্পিউটার

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তরপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের তথ্য

যোগাযোগ প্রযুক্তি
প্রশ্ন ও উত্তর লিংক
কম্পিউটার প্রশ্ন ও উত্তর লিংক সেটেলাইট-১প্রশ্ন ও উত্তর লিংক
LAN, WAN
কম্পিউটার নেটওয়ার্ক
প্রশ্ন ও উত্তর লিংক কম্পিউটার সংক্ষিপ্ত
শব্দের পূর্ণরুপ
প্রশ্ন ও উত্তর লিংক
গুগলপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীডপ্রশ্ন ও উত্তর লিংক
৩জি,৪জি, ৫ জি প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

General Knowledge (GK) সাধারণ জ্ঞান বিজ্ঞান 

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি প্রশ্ন ও উত্তর লিংক পুরস্কার ও সম্মাননাপ্রশ্ন ও উত্তর লিংক
গভর্নর জেনারেল ও
ভাইসরয়দের তালিকা
প্রশ্ন ও উত্তর লিংক খেলাধুলাপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলার শাসন আমল প্রশ্ন ও উত্তর লিংক জিন-কোষপ্রশ্ন ও উত্তর লিংক
ভূপ্রকৃতি ও জলবায়ুপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন রোগব্যাধিপ্রশ্ন ও উত্তর লিংক
বিখ্যাত উক্তিপ্রশ্ন ও উত্তর লিংক পরিমাপক যন্ত্রপ্রশ্ন ও উত্তর লিংক
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলীপ্রশ্ন ও উত্তর লিংক রসায়নপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নামপ্রশ্ন ও উত্তর লিংক ভূগোলপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবসপ্রশ্ন ও উত্তর লিংক পদার্থ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী প্রশ্ন ও উত্তর লিংক জীববিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের মুদ্রা নামপ্রশ্ন ও উত্তর লিংক গাণিতিক পরিমাপের এককপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের আলােচিত ঘটনাবলীপ্রশ্ন ও উত্তর লিংকসাধারণ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
সাম্প্রতিক সোস্যাল মিডিয়াপ্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক আন্তর্জাতিক বিষয়াবলী
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
সমাধান / উত্তর লিংক
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
Paragraph & Composition উত্তর লিংক ভাবসম্প্রসারণ, রচনা উত্তর লিংক
আবেদন পত্র/ Application form উত্তর লিংক প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা উত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

চাকুরি

    Leave a Comment