কবি জসিম উদ্দিন থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান, কবি জসিম উদ্দিন জীবনী A to Z সহ সকল প্রশ্ন সমাধান,কবি জসিম উদ্দিন এর জানা ও অজানা সকল তথ্য

Advertisement

কবি জসিমউদ্দীনের পরিচিতি ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )। Biography of Josim Uddin.

১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জসীমউদ্দিন জন্মগ্রহণ করেন তার নানার বাড়িতে। তার পিতা মৌলানা আনছার উদ্দিন মোল্লার বাসাও একই এলাকার গোবিন্তপুরে। কবির মাতার নাম আমিনা খাতুন ওরফে রাঙাছুট।

জসীমউদ্দিন সহ কবিরা মোট চার ভাই বোন। কবির বড় ভাইয়ের নাম আলহাজ্ব মফিজ উদ্দিন মোল্লা, তার সেজো ভাইয়ের নাম নুরুউদ্দীন আহম্মদ এবং একমাত্র ছোট বোনের নাম নুরুননাহার সাজু।

কবি জসিমউদ্দীন একাধারে কবি, লেখক, ঔপন্যাসিক ও গীতিকার। 

জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয় কেন? কারণ কবি জসীমউদ্দিন তার কবিতায় পল্লীর জনজীবনের চিত্র তুলে ধরেন। তাই কবি জসীমউদ্দিন কে ‘ পল্লী কবি ‘ বলা হয়।

কবি জসীমউদ্দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে তিনি দীর্ঘ দিন সরকারের প্রচার বিভাগে কাজ করেছেন।

কবি জসীমউদ্দিনের সাহিত্যকর্ম :

পল্লী কবি জসীমউদ্দিন তার কবিতায় পল্লী বা গ্রামবাংলার জনজীবন ও প্রকৃতির রুপ সহজ ও সাবলীল ভাষায় সকলের বোধগম্য ভাবে তুলে ধরেন।

জসীমউদ্দিন তার ছাত্র জীবনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় রচনা করেন ‘ কবর ‘ কবিতা যা প্রবেশিকা শ্রেণীর বাংলা সংকলনে স্থান পায়।

Advertisement

কবি জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ গুলো হচ্ছে :

  • নকশী কাঁথার মাঠ ( ১৯২৯ )।
  • রাখালী ( ১৯২৭)।
  • সকিনা ( ১৯৬৯ )।
  • মহরম।
  • সুচয়ী ( ১৯৬১)।
  • ধানখেত ( ১৯৩৩)।
  • দুমুখো চাঁদ পাহাড়ি ( ১৯৮৭ )।
  • মাটির কান্না ( ১৯৫১ )।
  • বালুচর ( ১৯৩০ )।
  • মা যে জননী কান্দে ( ১৯৬৩ )।
  • হাসু ( ১৯৩৮)।
  • রুপবতি ( ১৯৪৬ )।
  • পদ্মা নদীর দেশে ( ১৯৬৯ )।
  • ভয়াবহ সেই দিনগুলিতে ( ১৯৬২ )।
  • হলুদ বরণী ( ১৯৬৬ )।
  • এক পয়সার বাঁশী ( ১৯৫৬ )।
  • জলে লেখন ( ১৯৬৯ )।
  • কাফনের মিছিল ( ১৯৮৮ ) ।
  • সোজন বাধিয়ার ঘাট ( ১৯৩৪ )।
  • রঙিলা নায়ের মাঝি ( ১৯৩৫)। 

কবি জসীমউদ্দিন কাব্যগ্রন্থ ছাড়াও আরো রচনা করেন স্মৃতিকথা, ভ্রমণকাহিনী, নাটক, উপন্যাস ও সঙ্গীত।

কবি জসিমউদ্দীনের লেখা স্মৃতিকথা :

  • ঠাকুর বাড়ির আঙ্গিনায় ( ১৯৬১ ) ।
  • জীবন কথা ( ১৯৬৪ )।
  • স্মরণের সরণী বাহি ( ১৯৭৮ )।
  • স্মৃতিপট ( ১৯৬৪ )।
  • যাদের দেখেছি ( ১৯৫১ )।

কবি জসিমউদ্দীনের লেখা নাটক :

  • আসমান সিংহ ( ১৯৮৬ )।
  • পল্লীবধূ ( ১৯৫৬ )।
  • পদ্মাপার ( ১৯৫০ )।
  • মধুমালা ( ১৯৫১ )।
  • বেদের মেয়ে ( ১৯৫১ )।
  • ওগো পুস্পধনু ( ১৯৬৮ )।
  • গ্রামের মেয়ে ( ১৯৫৯ )।

কবি জসিমউদ্দীনের লেখা ভ্রমণকাহিনী : 

কবি জসিমউদ্দীন বেশ কিছু ভ্রমণকাহিনী রচনা করেছেন। উল্লেখযোগ্য ভ্রমণকাহিনী গুলো হচ্ছে :

  • হলদে পরির দেশে ( ১৯৬৭ )।
  • জার্মানীর শহরে বন্দরে ( ১৯৭৫ )।
  • যে দেশে মানুষ বড় ( ১৯৬৮ )।
  • চলে মুসাফির ( ১৯৫২ )।

কবি জসিমউদ্দীনের লেখা সঙ্গীত গুলো হচ্ছে :

কবি জসিমউদ্দীন তার জীবদ্দশায় অসংখ্য গান রচনা করেছেন।

  • জারি গান ( ১৯৬৮ )। 
  • মুর্শিদী গান ( ১৯৭৭ )।

কবি জসিমউদ্দীনের উল্লেখযোগ্য কিছু গান, যেই গান গুলো বহুল জনপ্রিয়তা পেয়েছে। সেই গান গুলোর শিরোনাম নিচে দেওয়া হলো।

কবি জসিম উদ্দীনের গান : 

  • প্রানো শখি রে ঐ শুনে কদম্ব তলে।
  • নদীর কূল নাই কিনার নাই।
  • আমার সোনার ময়না পাখি।
  • আমার গলার হার খুলে নে।
  • আমার হার কালা করলাম রে।
  • আমায় ভাসাইলি রে।
  • আমায় এতো রাতে।
  • কেমন তোমার মাতা পিতা।
  • ও বন্ধু রঙিলা।
  • রঙিলা নায়ের মাঝি।
  • নিশিতে যাইও ফুলবনে ও ভোমরা।
  • ও বাজান চল যাই মাঠে লাঙল বাইতে।
  • ও আমার দরদি আগে জানলে।
  • বাঁশরি আমার হারাই গিয়াছে।
  • আমার বন্ধু বিনুধিয়া।
  • বাদল বাঁশি ওরে বন্ধু।
  • গাঙ্গের কূলরে গেলো ভাঙিয়া।
  • ও তুই যারে আঘাত হানলিরে মনে।
  • ও আমার গহীন গানের নায়া।
  • বালু চরের মেয়া।

কবি জসীমউদ্দিন শিশুদের জন্যও লেখালেখি করেন। শিশুদের জন্য কবি জসীমউদ্দিনের উল্লেখযোগ্য রচনা হলো ‘ ডালিম কুমার ( ১৯৮৬ )’।
আরও লিখেছেন, ” বাঙালির হাসির গল্প; ১ম খন্ড ( ১৯৬০ ), ২য় খন্ড ( ১৯৬৪ ) “।

কবি জসিমউদ্দীন উপন্যাস লিখেছেন, ‘ বোবা কান্না ( ১৯৬৪ )। 

কবি জসীমউদ্দিন যেসব পুরস্কারে ভূষিত হয়েছেন :

  • প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮)। 
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১৯৭৪ সালে কবি জসীমউদ্দিন প্রত্যাখ্যান করেন।
  • একুশে পদক ( ১৯৭৬ )।
  • স্বাধিনতা পুরস্কার ( ১৯৭৮, মরণোত্তর )। 
  • ডি. লিট ডিগ্রি লাভ করেন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে।

কবি জসীমউদ্দিনের জীবনাবসান ঘটে ১৪ মার্চ ১৯৭৬ সালে ঢাকায়। 

প্রশ্ন ১: নিচের কোনটি জসীম উদ্দিনের রচনা নয়? [পোষ্টমাস্টার জেনারেল (পূর্বাঞ্চল, চট্টগ্রাম) এর কার্যালয়ের অধীন পোষ্টাল অপারেটর ২০১৬]
উত্তর: পদ্মার পলিদ্বীপ।

প্রশ্ন ২: “নকশী কাঁথার মাঠ” কাব্যের নায়িকার নাম কী? [সাধারন পুলের আওতায় বিভিন্ন মন্ত্রনালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬]
উত্তর: সাজু।

প্রশ্ন ৩: “নকশী কাঁথার মাঠ” কোন জাতীয় কাব্য? [মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধনে উপজেলা মহিরা বিষয়ক কর্মকর্তা ২০১৬]
উত্তর: কাহিনী কাব্য।

প্রশ্ন ৪: পল্লীকবি জসীম উদ্দিন কত সালে মারা যান? [সাধারন পুলের আওতায় বিভিন্ন মন্ত্রনালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬]
উত্তর: ১৯৭৬।

প্রশ্ন ৫: জসীম উদ্দিন রচিত ‘নিমন্ত্রন’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? [শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের উপ-সহকারী প্রকৌশলী(সিভিল) ২০১৫]
উত্তর: ধানক্ষেত।

প্রশ্ন ৬: কোনটি জসীম উদ্দিনের নাটক? [বাংলাদেশ রেলওয়ে সহকারী কমাডেন্টঃ ০৭]
উত্তর: বেদের মেয়ে।

প্রশ্ন ৭: কোনটি জসীম উদ্দিনের কাব্য নয়? [সহকারী রাজস্ব কমকর্তা পদে নিয়োগ পরীক্ষা ২০১৫]
উত্তর: মাটির মায়া।

প্রশ্ন ৮: আসমানীদের দেখতে কোথায় যেতে হবে? [বন অধিদপ্তরের বন প্রহরী/জুনিয়ার ওয়াইল্ডর লাইভ স্কাউট ২০১৫]
উত্তর: রসুলপুর।

প্রশ্ন ৯: ছাত্র অবস্থায় রচিত কোন কবির কবিতা কলিকাতার পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত হয়েছিল? [জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা (মুক্তিযুদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্টী]
উত্তর: জসীম উদ্দিন।

প্রশ্ন ১০: জসীম উদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটির নাম কী? [সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার ২০১৩]
উত্তর: রাখালী।

প্রশ্ন ১১: নিচের কোনটি কবি জসীম উদ্দিনের রচনা নয়? [দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ২০১৩]
উত্তর: এক মুঠো।

Advertisement 2

প্রশ্ন ১২: কবি জসীম উদ্দিনের জীবনকাল কোনটি? [১৪তম বিসিএস/শ্রম অধিদপ্তরে শ্রম অফিসারঃ ৯৪]
উত্তর: ১৯০৩-১৯৭৬।

প্রশ্ন ১৩: পল্লীকবি জসীম উদ্দিন জন্মগ্রহন করেন কোথায়? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ে উপসহকারী পরিচালক (শ্রম): ০১]
উত্তর: ফরিদপুর।

প্রশ্ন ১৪: জসীম উদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? [২৪তম বিসিএস/প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাঃ ০৪]
উত্তর: রাখালী।

প্রশ্ন ১৫: কবি জসীম উদ্দিনের রচিত কাব্য কোনটি? [সমবায় অধিদপ্তরে দ্বিতীয় শ্রেনীর গেজেটেড অফিসারঃ ৯৭]
উত্তর: রাখালী।

প্রশ্ন ১৭: ‘কবর’ কবিতার লেখক কে? [গনপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী ২০১৬]
উত্তর: জসীম উদ্দিন।

প্রশ্ন ১৮: কোনটি জসীম উদ্দিনের ভ্রমনকাহিনী? [নৌপরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশু বিষয়ক, তথ্য, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশল ২০১৩]
উত্তর: যে দেশে মানুষ বড়।

প্রশ্ন ১৯: জসীম উদ্দিনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? [২৫তম বিসিএস/৮ম বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ২০১২/বাংলাদেশ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ০৬]
উত্তর: কল্লোল।

প্রশ্ন ২০: কবি জসীম উদ্দিনের ‘কবর’ কবিতার বিষয়বস্তু হল- [তথ্য মন্ত্রনালয়ের অধীনে তথ্য অফিসারঃ ০৫]
উত্তর: প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারন।

প্রশ্ন ২১: ‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত? [প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার্সোনাল অফিসার: ০৪]
উত্তর: মাত্রাবৃত্ত।

প্রশ্ন ২২: ‘কবর’ কবিতায় কতটি পঙক্তি রয়েছে? [কারা তত্ত্বাবধায়ক]
উত্তর: ১১৮টি।

প্রশ্ন ২৩: ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা? [২৪তম বিসিএস]
উত্তর: কাব্য।

প্রশ্ন ২৪: জসীম উদ্দিনের কাব্য কোনটি? [ নৌপরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশু বিষয়ক, তথ্য, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশল ২০১৩]
উত্তর: মা যে জননী কান্দে।

প্রশ্ন ২৫: জসীম উদ্দিনের শ্রেষ্ট কাহিনীকাব্য কোনটি? [মাধ্যমিক স্কুল সহকারী প্রধানশিক্ষক: ০৩]
উত্তর: নকশী কাঁথার মাঠ।

প্রশ্ন ২৬: ‘নকশী কাঁথা’ কোন কবির কাব্যকে আশ্রয় করে বিশ্বব্যাপি পরিচয় পেয়েছে? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবারকল্যান পরিদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী- ২০১৩]
উত্তর: জসীম উদ্দিন।

প্রশ্ন ২৭: ‘নকশী কাঁথার মাঠ’ বইয়ের লেখক কে? [সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম গবেষনা কর্মকর্তা ২০১৫]
উত্তর: কবি জসীম উদ্দিন।

প্রশ্ন ২৮: “The field of embroidered quilt” কাব্যটি কবি জসীম উদ্দিনের কোন কাব্যের ইংরেজী অনুবাদ? [বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক ০৬]
উত্তর: নকশী কাঁথার মাঠ।

প্রশ্ন ২৯: জসীম উদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে? [সংস্থাপন মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তাঃ ০৭]
উত্তর: নকশী কাঁথার মাঠ।

প্রশ্ন ৩০: ‘সুজন বাদিয়ার ঘাট’ এর রচয়িতা কে? [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স- এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর- ২০১৪]
উত্তর: জসীম উদ্দিন।

Advertisement 4

** জসীমউদদীনের বিখ্যাত কাব্যগ্রনথগুলো কি কি? উঃ রঙ্গিলা নায়ের মাঝি , হাসু, রুপবতী, সকিনা, রাখালীকে, বালুচরের, সুজন বাদিয়ার ঘাটে , মাটির কান্না , নকশী কাঁথার মাঠের ও এক পয়সার বাঁশি।

**উপরের কাব্যগ্রন্থগুলো ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ
রঙ্গিলা নায়ের মাঝি, হাসু, রুপবতী, সকিনা ও রাখালীকে নিয়ে বালুচরের ধানক্ষেতের মধ্য দিয়ে সুজন বাদিয়ার ঘাটে গিয়ে এক পয়সার বাঁশি কিনে ফিরে আসার সময় নকশী কাঁথার মাঠের, মাটির কান্না দেখল।

আরো যা যা পড়তে পারেন

১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক

Professor Primary Assistant Teacher book লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

ইংরেজি

ইংরেজি ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Parts of Speech প্রশ্ন ও উত্তর লিংক Abbreviations or
Elaboration Terms
প্রশ্ন ও উত্তর লিংক
Articleপ্রশ্ন ও উত্তর লিংক One word Substitutionsপ্রশ্ন ও উত্তর লিংক
Appropriate Preposition প্রশ্ন ও উত্তর লিংক English literatureপ্রশ্ন ও উত্তর লিংক
Prepositionপ্রশ্ন ও উত্তর লিংক Sentence Correctionপ্রশ্ন ও উত্তর লিংক
Right forms of verbপ্রশ্ন ও উত্তর লিংক Translation /Vocabularyপ্রশ্ন ও উত্তর লিংক
Voice প্রশ্ন ও উত্তর লিংক Spellingপ্রশ্ন ও উত্তর লিংক
Narrationপ্রশ্ন ও উত্তর লিংক Synonym-Antonymপ্রশ্ন ও উত্তর লিংক
Phrase and Idioms প্রশ্ন ও উত্তর লিংক Word Meaningপ্রশ্ন ও উত্তর লিংক
prefix and suffixপ্রশ্ন ও উত্তর লিংক প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

বাংলা

বিগত ৩০ বছরে বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়োগ পরীক্ষায় আষার সকল MCQ নৈবিত্তিক প্রশ্ন সমাধান এক সাথে, নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
সন্ধিপ্রশ্ন ও উত্তর লিংক শেখ হাসিনাপ্রশ্ন ও উত্তর লিংক
বিপরীত শব্দপ্রশ্ন ও উত্তর লিংক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানপ্রশ্ন ও উত্তর লিংক
সমার্থক শব্দপ্রশ্ন ও উত্তর লিংক জাতীর ৪ নেতাপ্রশ্ন ও উত্তর লিংক
শুদ্ধ বানানপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন চুক্তি
বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত
প্রশ্ন ও উত্তর লিংক
এককথায় প্রকাশপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধ সেক্টরপ্রশ্ন ও উত্তর লিংক
তৎসম অর্ধতৎসম তদ্ভব
বিদেশী ও দেশি শব্দ
প্রশ্ন ও উত্তর লিংক রােহিঙ্গা সমস্যাপ্রশ্ন ও উত্তর লিংক
উপসর্গপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের জনপদপ্রশ্ন ও উত্তর লিংক
সমাসপ্রশ্ন ও উত্তর লিংক সংবিধানপ্রশ্ন ও উত্তর লিংক
বাগধারা, প্রবাদ ও প্রবচনপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধপ্রশ্ন ও উত্তর লিংক
কারক-বিভক্তিপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের ভৌগলিকপ্রশ্ন ও উত্তর লিংক
যুক্ত বর্ণেরপ্রশ্ন ও উত্তর লিংক কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যুপ্রশ্ন ও উত্তর লিংক
ধ্বনি, বর্ণপ্রশ্ন ও উত্তর লিংক উপন্যাস/রচনাসমগ্রপ্রশ্ন ও উত্তর লিংক
বাক্য (সরল, জটিল, যৌগিক) প্রশ্ন ও উত্তর লিংক ভাষা আন্দোলপ্রশ্ন ও উত্তর লিংক
পদ নির্ণয়প্রশ্ন ও উত্তর লিংক বিখ্যাত স্থানপ্রশ্ন ও উত্তর লিংক
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব প্রশ্ন ও উত্তর লিংকস্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের চলচ্চিত্র প্রশ্ন ও উত্তর লিংকবাংলাদেশের কৃষ্টি
ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন
প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

Advertisement 2

গণিত

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) প্রশ্ন ও উত্তর লিংক বীজগাণিতিক মান নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফাপ্রশ্ন ও উত্তর লিংক উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
ল.সা.গু, গ.সা.গু প্রশ্ন ও উত্তর লিংক ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র প্রশ্ন ও উত্তর লিংক
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য)প্রশ্ন ও উত্তর লিংক আয়তক্ষেত্রের বেসিক
সূত্রের অংকসমূহ, সরলরেখা
প্রশ্ন ও উত্তর লিংক
অনুপাত:সমানুপাত প্রশ্ন ও উত্তর লিংক গাছের উচ্চতা/
মিনারের উচ্চতা
প্রশ্ন ও উত্তর লিংক
সংখ্যা পদ্ধতি প্রশ্ন ও উত্তর লিংক
মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি
প্রশ্ন ও উত্তর লিংক
বিগত সালে প্রশ্ন প্রশ্ন ও উত্তর লিংক পরিমাপ ও পরিমান প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

কম্পিউটার

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তরপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের তথ্য

যোগাযোগ প্রযুক্তি
প্রশ্ন ও উত্তর লিংক
কম্পিউটার প্রশ্ন ও উত্তর লিংক সেটেলাইট-১প্রশ্ন ও উত্তর লিংক
LAN, WAN
কম্পিউটার নেটওয়ার্ক
প্রশ্ন ও উত্তর লিংক কম্পিউটার সংক্ষিপ্ত
শব্দের পূর্ণরুপ
প্রশ্ন ও উত্তর লিংক
গুগলপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীডপ্রশ্ন ও উত্তর লিংক
৩জি,৪জি, ৫ জি প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

General Knowledge (GK) সাধারণ জ্ঞান বিজ্ঞান 

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি প্রশ্ন ও উত্তর লিংক পুরস্কার ও সম্মাননাপ্রশ্ন ও উত্তর লিংক
গভর্নর জেনারেল ও
ভাইসরয়দের তালিকা
প্রশ্ন ও উত্তর লিংক খেলাধুলাপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলার শাসন আমল প্রশ্ন ও উত্তর লিংক জিন-কোষপ্রশ্ন ও উত্তর লিংক
ভূপ্রকৃতি ও জলবায়ুপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন রোগব্যাধিপ্রশ্ন ও উত্তর লিংক
বিখ্যাত উক্তিপ্রশ্ন ও উত্তর লিংক পরিমাপক যন্ত্রপ্রশ্ন ও উত্তর লিংক
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলীপ্রশ্ন ও উত্তর লিংক রসায়নপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নামপ্রশ্ন ও উত্তর লিংক ভূগোলপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবসপ্রশ্ন ও উত্তর লিংক পদার্থ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী প্রশ্ন ও উত্তর লিংক জীববিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের মুদ্রা নামপ্রশ্ন ও উত্তর লিংক গাণিতিক পরিমাপের এককপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের আলােচিত ঘটনাবলীপ্রশ্ন ও উত্তর লিংকসাধারণ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
সাম্প্রতিক সোস্যাল মিডিয়াপ্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক আন্তর্জাতিক বিষয়াবলী
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
সমাধান / উত্তর লিংক
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
Paragraph & Composition উত্তর লিংক ভাবসম্প্রসারণ, রচনা উত্তর লিংক
আবেদন পত্র/ Application form উত্তর লিংক প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা উত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

চাকুরি

Advertisement 5

    Advertisement 3

    Leave a Comment