degree 3rd year geography and environment 5th paper special short suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন,ডিগ্রি ৩য় বর্ষ ভূগোল ও পরিবেশ ৫ম পত্র স্পেশাল সাজেশন, বি.এস.সি ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ভূগোল ও পরিবেশ ৫ম পত্র

Advertisement

ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের, ডিগ্রি ৩য় বর্ষ ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন

degree 3rd year geography and environment 5th paper special short suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন,ডিগ্রি ৩য় বর্ষ ভূগোল ও পরিবেশ ৫ম পত্র স্পেশাল সাজেশন, বি.এস.সি ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ভূগোল ও পরিবেশ ৫ম পত্র

ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূগোল[ Regional Geography of South Asia] সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের
Subject Code: 133201

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. দক্ষিণ এশিয়ার নিরক্ষরেখার কোন দিকে অবস্থিত?
উত্তর: দক্ষিণ এশিয়ার উত্তর দিকে অবস্থিত।

২. দক্ষিণ এশিয়াকে পূর্ব-পশ্চিমে সমভাবে বিভক্তকারী রেখার নাম কি?
উত্তর: দক্ষিণ এশিয়াকে পূর্ব-পশ্চিমে সমভাবে বিভক্তকারী রেখার নাম হল 80° পূর্ব দ্রাঘিমা রেখা।

৩. ডুরান্ড লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
উত্তর: ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তান দেশের মধ্যে অবস্থিত।

৪. ছিট মহল কি?
উত্তর: ছিট মহল হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অন্য কোন রাষ্ট্রের একটি ছোট এলাকা যেখানে প্রতিবেশী রাষ্ট্রের আইনগত অধিকার থাকে না।

৫. ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য লেখ।
উত্তর: ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য 73015 (ভূগোল 9- 10)

Advertisement

৬. দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশের নাম কি?
উত্তর: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশের নাম ভারত।

৭. শিক্ষার হারে শীর্ষস্থানীয় দক্ষিণ এশিয়ার দুটি দেশের নাম লেখ।
উত্তর: শিক্ষার হারে শীর্ষস্থানীয় দক্ষিণ এশিয়ার দুটি দেশের নাম হল মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

৮. দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাজ্যের নাম মালদ্বীপ।

৯. আফগানিস্তানের প্রধান রপ্তানি দ্রব্য নাম লেখ।
উত্তর: আফগানিস্তানের প্রধান প্রধান রপ্তানি দ্রব্য নাম আফিম।

১০. পামির গ্রন্থি থেকে দক্ষিণ-পশ্চিমে প্রলম্বিত পর্বত শ্রেণীর নাম লেখ।
উত্তর: পামির গ্রন্থি থেকে দক্ষিণ-পশ্চিমে প্রলম্বিত পর্বত শ্রেণীর নাম হল সুলেমান পর্বত শ্রেণী ও হিন্দুকুশ পর্বতশ্রেণী।

১১. এডমস হিল কোন দেশ অবস্থিত?
উত্তর: এডমস হিল শ্রীলংকায় অবস্থিত।

১২. দক্ষিণ এশিয়ায় কোন মরুভূমি অবস্থিত?
উত্তর: দক্ষিণ এশিয়ায় থর মরুভূমি অবস্থিত।

১৩. দক্ষিণ এশিয়ার কোন কোন দেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
উত্তর: দক্ষিণ এশিয়ার ভারত ও বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।

১৪. দক্ষিণ এশিয়ার দুটি আন্তর্জাতিক নদীর নাম লেখ।
উত্তর: দক্ষিণ এশিয়ার দুটি আন্তর্জাতিক নদীর নাম হল সিন্ধু ও গঙ্গা।

১৫. দক্ষিণ এশিয়ার কোন দেশে নদী নাই?
উত্তর: দক্ষিণ এশিয়ার আফগানিস্তানের নাই।

১৬. যৌথ নদী কমিশন কবে গঠিত হয়?
উত্তর: যৌথ নদী কমিশন 1972 সালে গঠিত হয়।

১৭. পুশব্যাক কি?
উত্তর: কোন দেশে অন্য দেশের লোক অবৈধভাবে বসবাস করলে তাদের ফেরত পাঠানো পুশব্যাক।

১৮. আদমশুমারি কি?
উত্তর: কোন নির্দিষ্ট সময়ে কোন একটি দেশ বাসস্থানের লিঙ্গভেদে জনসংখ্যার জন্ম, মৃত্যু, স্থানান্তর, বৃদ্ধির হার, বয়স কাঠামো, বন্টন প্রভৃতির সঠিক হিসাব ও বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ করাই হল আদমশুমারি।

১৯. দক্ষিণ এশিয়ার ধান উৎপাদনে সর্বপ্রথম দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ এশিয়ার ধান উৎপাদনে সর্বপ্রধান দেশ ভারত।

২০. দক্ষিণ এশিয়ার কোন কোন দেশের সবচেয়ে বেশির ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল?
উত্তর: দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে বেশির ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল।

২১. ভারতের কার্পাস বয়ন শিল্পের সর্বাপেক্ষা প্রসিদ্ধ কেন্দ্র কোনটি?
উত্তর: ভারতের কার্পাস বয়ন শিল্পের সর্বাপেক্ষা প্রসিদ্ধ কেন্দ্র তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটর।

২২. ট্রানজিট কি?
উত্তর: এক বা একাধিক দেশকে তার ভূখণ্ডের মধ্যে দিয়ে সড়ক, রেল, নৌ ও বিমান পথে বাণিজ্য সামগ্রী যাতায়াতের সুবিধা প্রদানই ট্রানজিট।

২৩. দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম লেখ ।
উত্তর: দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম হল বঙ্গোপসাগর।

Advertisement 2

২৪. পাকিস্তানের গ্রান্ড ট্রাঙ্ক রোডের দুই শেষ প্রান্তের স্থান দুটির নাম কি?
উত্তর: পাকিস্তানের গ্রান্ড ট্রাঙ্ক রোডের দুই শেষ প্রান্তের স্থান দুটির নাম হলো করাচি ও লাহোর।

২৫. দক্ষিণ এশিয়ায় কোন দেশে রেলপথ নেই।
উত্তর: দক্ষিণ এশিয়ায় মালদ্বীপে রেলপথ নেই।

২৬. সার্ক কি?
উত্তর: শারকো হলো দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা।

২৭. সার্ক কখন কোথায় গঠিত হয়েছিল?
উত্তর: সার্ক 1985 সালের 8 ডিসেম্বর, ঢাকায় গঠিত হয়েছিল।

২৮. সার্ক দেশগুলোর নাম লেখ।
উত্তর: সার্কভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ, ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ ও আফগানিস্তান।

২৯. সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
উত্তর: সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র আফগানিস্তান।

৩০. অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?
উত্তর: যখন একটি দেশের দুটি অঞ্চলের মধ্যে পণ্যের বিনিময় হয় তখন তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. দক্ষিণ এশিয়ার ভৌগলিক গুরুত্ব লেখ।
২. ভারতের আর্থসামাজিক অবস্থা উল্লেখ কর।
৩. দক্ষিণ এশিয়ার চারটি প্রধান গিরিখাতের নাম ও দৈর্ঘ্য লেখ।
৪. দক্ষিণ এশিয়ার হিমালয়ের গিরিপথ লেখ।
৫. দক্ষিণ এশিয়ার জলবায়ুর জলবায়ুর সম্পর্কে লেখ।

৬. দক্ষিণ এশিয়ার তৈল সম্পদের বিবরণ দাও।
৭. দক্ষিণ এশিয়ার প্রধান খনিজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৮. দক্ষিণ এশিয়ার জনমিতিক বৈশিষ্ট্য লেখ।
৯. দক্ষিণ এশিয়ার দেশসমূহের জনসংখ্যা বৃদ্ধি হারের বিবরণ দাও।
১০. দক্ষিণ এশিয়ার উচ্চ জন্ম হারের কারণগুলো লেখ।
১১. উদাহরণসহ পুশইন পুশব্যাক ব্যাখ্যা কর।

১২. দক্ষিণ এশিয়ার চা উৎপাদনের বিবরণ দাও।
১৩. শিল্পের স্থানীয়করণ বলতে কি বুঝ?
১৪. দক্ষিণ এশিয়ার লৌহ ও ইস্পাত শিল্পের ব্যবহার উল্লেখ কর।
১৫. দক্ষিণ এশিয়ার নদী পথের গুরুত্ব উল্লেখ কর।

১৬. বাণিজ্যের ভারসাম্য বলতে কি বুঝ?
১৭. সার্কভুক্ত দেশসমূহের মাঝে বিরাজিত সমস্যা সমূহের তালিকা তৈরি কর।
১৮. সার্কের মূলনীতি সমূহ বর্ণনা কর।
১৯. সার্ক বাণিজ্য বৃদ্ধির অন্তরায়গুলো উল্লেখ কর।
২০. ভারতের আন্তঃনদী সংযোগ বর্ণনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি

১. দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক পটভূমি বর্ণনা কর।
২. দক্ষিণ এশিয়ার সমভূমি সমূহের বিবরণ দাও।
৩. প্রাকৃতিক পরিবেশের বর্ণনা কর।
৪. দক্ষিণ এশিয়ার জলবায়ু বর্ণনা দাও।
৫. দক্ষিণ এশিয়ার প্রধান নদ-নদীর বর্ণনা দাও।

৬. দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক উদ্ভিজ্জের বর্ণনা দাও।
৭. দক্ষিণ এশিয়ার কৃষি পদ্ধতি বর্ণনা কর।
৮. দক্ষিণ এশিয়ার চাষের উৎপাদন ও বন্টন আলোচনা কর।
৯. দক্ষিণ এশিয়ার একটি দেশের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও।
১০. দক্ষিণ এশিয়ার লৌহ ও ইস্পাত শিল্পের গুরুত্ব আলোচনা কর।

১১. দক্ষিণ এশিয়ায় সড়ক অথবা রেলপথের বিবরণ দাও।
১২. দক্ষিণ এশিয়ার দেশসমূহের যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে এশিয়ান হাইওয়ের গুরুত্ব বর্ণনা কর।
১৩. দক্ষিণ এশিয়ার বিমান পথে বিবরণ দাও।
১৪. দক্ষিণ এশিয়ার বৈদেশিক বাণিজ্যের বিবরণ দাও।
১৫. অবাধ বাণিজ্য বলতে কী বুঝ?

Advertisement 4

১৬. দক্ষিণ এশিয়ার অবাধ বাণিজ্যের বাধাসমূহ আলোচনা কর।
১৭. দক্ষিণ এশিয়ার অর্থনীতির বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা কর।
১৮. সার্কের গঠন ও কার্যক্রম আলোচনা কর।
১৯. আঞ্চলিক সহযোগিতার সম্প্রসারণে ভাষার ভূমিকা মূল্যায়ন কর।
২০. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সমস্যাসমূহ উল্লেখ কর। এবং সমাধানের উপায় আলোচনা করো।
২১. সার্কের সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ কর।

BA/BSS/BSC ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন 2024

Advertisement 2

বিষয়সুপার সাজেশন
ইংরেজি
Subject Code: 121101
সুপার সাজেশন লিংক
রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 131901সুপার সাজেশন লিংক
রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 131903
সুপার সাজেশন লিংক
সমাজবিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 13200
1
সুপার সাজেশন লিংক
সমাজবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 132003
সুপার সাজেশন লিংক
সমাজকর্ম ৫ম পত্র
Subject Code: 132101
সুপার সাজেশন লিংক
সমাজকর্ম ৬ষ্ঠ পত্র
Subject Code: 132103
সুপার সাজেশন লিংক
ইতিহাস ৫ম পত্র
Subject Code: 131501
সুপার সাজেশন লিংক
ইতিহাস ৬ষ্ঠ পত্র
Subject Code: 131503
সুপার সাজেশন লিংক
ইসলামের ইতিহাস ৫ম পত্র
Subject Code: 131601
সুপার সাজেশন লিংক
ইসলামের ইতিহাস ৬ষ্ঠ পত্র
Subject Code: 131603
সুপার সাজেশন লিংক
দর্শন ৫ম পত্র
Subject Code: 131701
সুপার সাজেশন লিংক
দর্শন ৬ষ্ঠ পত্র
Subject Code: 131703
সুপার সাজেশন লিংক
ভূগোল ও পরিবেশ ৫ম পত্র
Subject Code: 133201
সুপার সাজেশন লিংক
ভূগোল ও পরিবেশ ৬ষ্ঠ পত্র
Subject Code: 133203
সুপার সাজেশন লিংক
মনোবিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 133401
সুপার সাজেশন লিংক
মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 133403
সুপার সাজেশন লিংক
ইসলামিক স্টাডিজ ৫ম পত্র
Subject Code: 131801
সুপার সাজেশন লিংক
ইসলামিক স্টাডিজ ৬ষ্ঠ পত্র
Subject Code: 131803
সুপার সাজেশন লিংক
অর্থনীতি ৫ম পত্র
Subject Code: 132201
সুপার সাজেশন লিংক
অর্থনীতি ৬ষ্ঠ পত্র
Subject Code: 132205
সুপার সাজেশন লিংক
ব্যবস্থাপনা ৫ম পত্র
Subject Code: 132601
সুপার সাজেশন লিংক
ব্যবস্থাপনা ৬ষ্ঠ পত্র
Subject Code: 132603
সুপার সাজেশন লিংক
হিসাববিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 132501
সুপার সাজেশন লিংক
হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 132503
সুপার সাজেশন লিংক
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র
Subject Code: 132401
সুপার সাজেশন লিংক
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৬ষ্ঠ পত্র
Subject Code: 132403
সুপার সাজেশন লিংক
মার্কেটিং ৫ম পত্র
Subject Code: 132301
সুপার সাজেশন লিংক
মার্কেটিং ৬ষ্ঠ পত্র
Subject Code: 132303
সুপার সাজেশন লিংক
প্রাণিবিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 133101
সুপার সাজেশন লিংক
প্রাণিবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 13310
3
সুপার সাজেশন লিংক
রসায়ন ৫ম পত্র
Subject Code: 132801
সুপার সাজেশন লিংক
রসায়ন ৬ষ্ঠ পত্র
Subject Code: 13280
3
সুপার সাজেশন লিংক
উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 133001
সুপার সাজেশন লিংক
উদ্ভিদবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 13300
3
সুপার সাজেশন লিংক
পদার্থবিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 132701
সুপার সাজেশন লিংক
পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 13270
3
সুপার সাজেশন লিংক
গণিত ৫ম পত্র
Subject Code: 13370
1
সুপার সাজেশন লিংক
গণিত ৬ষ্ঠ পত্র
Subject Code: 133703
সুপার সাজেশন লিংক

BA/BSS/BSC ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন 2024

Advertisement 5

Advertisement 3

Leave a Comment