সহকারী জজ (বিজেএস) নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত সাজেশন,BJS MCQ Suggestions

সহকারী জজ (বিজেএস) নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত সাজেশন ২০২৫, Assistant Judge of Bangladesh Judicial Service (BJS) Job Examination MCQ and Written Suggestions 2025

,BJS MCQ Suggestions 2025, বিজেএস এর নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত সাজেশন ২০২৫,

পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৫ শ বিজেএস) পরীক্ষার মাধ্যমে এবার নিয়োগ পাবেন ১০০ জন। ইতিমধ্যে আবেদন শেষ হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার দিনগণনা শুরু করেছেন পরীক্ষার্থীরা। শেষ সময়ের জন্য অপক্ষো না করে প্রিলি পাস করতে এখনই ভালোভবে প্রস্তুতি নিতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রাকযোগ্যতা হিসেবে সব প্রার্থীকেই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


সহকারী জজ নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রস্তুুত ২০২৫, যা যা পড়তে হবে সহকারী জজ জব পেতে , সহকারী জজ প্রশ্ন সমাধান২০২৫, কেমন প্রশ্ন হবে সহকারী জজ নিয়োগ পরিক্ষার ২০২৫,

আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের ১০০ নম্বরের প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এটি প্রিলিমিনারি পরীক্ষা নামে পরিচিত। এ পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ থাকবে। প্রতিটি এমসিকিউয়ের মান ১ নম্বর। তবে প্রতিটি এমসিকিউয়ের ভুল উত্তরের জন্যে ০.২৫ নম্বর কাটা হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৫০। সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা এবং আইন বিষয়ের ওপর প্রশ্ন করা হয়। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রার্থীর লিখিত বা মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করা হবে না। এ পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ‘তথ্য, নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস’ বইয়ের প্রথম অধ্যায়ের ১৩ নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা আছে। সেটা দেখে নিতে পারলে প্রস্তুতি সুন্দর হবে।

পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রথমে একটা দিনকে ভাগ করে নিন। রুটিনমাফিক পড়ুন। কখন ঘুমাবেন, কখন খাবেন ও কখন পড়বেন, তা নির্দিষ্ট করে নিন। রিভিশনের জন্য সময় হাতে রেখে বাকি দিনগুলোয় আইন বিষয় ও সাধারণ বিষয় পড়ার জন্য ভাগ করে নিন।

11

একটি আইনকে কয় দিনে শেষ করবেন, তা ঠিক করে নিলে পড়ায় গতি আসে। খেয়াল রাখতে হবে যেন নিয়মিত পড়া হয়। এক দিন ১৮ ঘণ্টা পড়ে বাকি দিন কম পড়ার চেয়ে প্রতিদিন পড়াটা বেশি কাজে আসে।

আগের বছরের প্রশ্নগুলোর সমাধান প্রস্তুতির শুরুতেই করতে হবে। সেসব প্রশ্ন দেখে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে নির্দিষ্ট করে রাখতে হবে। ছোট আইনগুলো আগে পড়া দরকার। বড় আইন যেমন দেওয়ানি কার্যবিধি ১৯০৮ বা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ শেষ করতে যে সময় লাগে, ওই একই সময়ে ছোট ছোট আইন যেমন ঐচ্ছিক আইন, ভূমি আইন ও পারিবারিক আইন শেষ করা যায়। এতে মানসিক চাপ কমে। বিজেএস পরীক্ষায় প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার মধ্যে খুব কম সময় থাকে বলে আইনগুলো আগে থেকে পড়া থাকলে সুবিধা পাওয়া যায়।

প্রিলিতে সাধারণ বিষয়াবলি থেকে আইনের তুলনায় কম প্রশ্ন আসে। দিনের একটি অংশ সাধারণ বিষয়গুলো পড়ার জন্য রাখা উচিত। প্রতিদিন গণিত চর্চা করতে হবে। বাংলা, বিজ্ঞান ও বাংলাদেশ বিষয়াবলির জন্য ৮ম-১০ম শ্রেণির পাঠ্যবই খুব গুরুত্বপূর্ণ। গণিতের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অনুশীলন করতে হবে। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের জন্য দৈনিক পত্রিকা ও চাকরির প্রস্তুতি সহায়ক চলতি ঘটনা পড়তে হবে। এ ছাড়া আগের বছরের প্রশ্নপত্রগুলোর সমাধান ও ব্যাখ্যাগুলোয় চোখ বোলাতে হবে।

পরীক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশ যে সমস্যার কথা বলে, তা হলো মনে রাখতে না পারা। এত বেশি আইন, ধারা ও তথ্য মনে না রাখতে পারাটাই স্বাভাবিক। তাই ভালো প্রস্তুতির জন্য নিয়মিত বারবার পড়তে হবে। যত বেশি রিভিশন দেবেন, তত মনে থাকবে। তাই একটি আইন বা যেকোনো বিষয় শেষ করে তা সম্পূর্ণ ভুলে যাওয়ার আগে রিভিশন দেওয়া উচিত। অবশ্য অনেকে সব পড়া শেষ করে রিভিশন দেয়। আইন বা সাধারণ বিষয়—সবকিছুর ক্ষেত্রে রিভিশনের জন্য সময় রাখতে হবে।

কার্যকর প্রস্তুতির জন্য নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। এতে কেমন প্রস্তুতি নিচ্ছেন, তা বোঝা যায়। কিন্তু মডেল টেস্টে কম নম্বর পেলে হতাশ হওয়া যাবে না। মানসিক চাপমুক্ত থাকতে হবে। শুধু পড়লেই হবে না, পর্যাপ্ত ঘুমাতেও হবে। ঘুমের কথাটা এখানে অবান্তর মনে হলেও একটি সুন্দর প্রস্তুতির জন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রয়েছে। পরীক্ষার হলে এক ঘণ্টার সদ্ব্যবহার করুন। মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। সবার জন্য শুভকামনা।

11

জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামের আইনসমূহের বিষয়ভিত্তিক সাজেশন ২০২৫–


জুডিশিয়ারির সিলেবাসের ধারাবাহিকতা অনুসারে এখানে সবগুলো আইন দেওয়া হয়েছে। আগে যে কয়েকটা বাকি ছিল সেগুলোসহ কমপ্লিট করা হয়েছে।
এর বাইরে শেষের দিকে সিলেবাসের বাইরে কয়েকটা গুরুত্বপূর্ণ আইন দেওয়া হয়েছে যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে….
ফৌজদারী কার্যবিধি::-
ফৌজদারী কার্যবিধি প্রিলির জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানের কোশ্চেনগুলো একটু টাফ হয়। কোশ্চেনগুলো সেকশন অনুযায়ী আসে কম। ভিতর থেকে আসে বেশি। তাই এটা একবার পড়ে কাভার করার চিন্তা করা বোকামি। অন্তত একবার হলেও রিভিশন দেওয়া উচিৎ।
ফৌজদারী কার্যবিধির গুরুত্বপূর্ন ধারাসমূহ:-
4,4A,6,10,11,12, 22,25,29B,29C,31,32,33,33A,35,52,54,59,60,61,87,88,89,90,94,95,96,99A,99B,99c, 100,106,107,127,132A,133,144,145,146,147,148, প্রসিডিউরাল স্টেজগুলোর সাথে রিলেটেড নিচের সেকশনগুলো থেকে প্রায় সময়ই কোশ্চেন আসে। তাই এগুলো একটু বেশি ভাল করে দেখা উচিৎ। তাই আলাদা করে দেওয়া….. 154,155,156,157, 160161162,163,164165,167,170,172,173,174,176, 179,180, 190,191,192,193,196,196A,196B,197,200, 202,203,204,205C, 205CC,205D, 221, 225,227,232,233,234,237, 239, (241-244), 245, 247,248,249, 250,260,262,(265A-265L)* এরপর— 337,338,339B,339C,340, 342,344,345,346, 349,352,353,364,367,374,375,377,382,399,401,402,403,(404-414),417,417A,431,435,436,439,439A,442A,491,492,494,496,497,498,502,503,504,506,509,509A,512, 525A-528, 529,530,533,535,537, 539,539B,556,561,561A,565।
আর ফৌজদারী কার্যবিধির বই হিসেবে আনসার আলী খানের বইটা বেশ সাজানো ও তথ্যবহুল। আমার ১০/১২ টা বইয়ের মধ্যে এটাই বেস্ট মনে হয়েছে। যদিও এটা বাজারে কম পাওয়া যায়।
Penal Code:
পেনাল কোডে এখানে দেওয়া প্রতিটি সেকশনই খুব গুরুত্বপূর্ণ। আমি এর মধ্য থেকে কিছু সেকশন যা গুরুত্বপূর্ণ এবং আসার মতো সেগুলো হাইলাইট করতে চেয়েছি- এর বেশি না….
গুরুত্বপূর্ণ ধারাসমূহ::— ১,২,৩,৪,৩৪,৫৩,৫৩ক,৫৫,৫৭,৬৫,৬৭
,৭০,৭৪,৭৫,৭৭,৮০,৮২,৮৩,৯২,৯৩,৯৬,৯৭,১০০,১০৩,১০৭,১০৮, ১০৯,১১৫,১২০ক,১২০খ,১২১,১২৩ক,১২৪,১২৪ক,১২৬,১২৭,১৪১,১৪২,১৪৩,১৪৫,১৪৬,১৪৭,১৪৮,১৪৯,১৫৩ক,১৫৩খ,১৫৯,১৬০,১৭২,১৭৩,১৭৪,১৭৭,১৮২,১৮৬,১৯৩,১৯৪,১৯৫,২০৩,২০৫,২১১,২১৯,২৩১,২৩২,২৬৮,২৯৫,২৯৫ক,২৯৮,
২৯৯
,৩০০,৩০১,৩০২
,৩০৩,৩০৪,৩০৪ক,৩০৪খ,৩০৫,৩০৭
,৩০৮,৩০৯,৩১০,৩১১,৩১৯,৩২০,৩২৩,৩২৫,৩২৬ক,৩৩০,৩৩১,৩৩২,৩৩৪,৩৩৫,৩৩৯,৩৪০,৩৪১,৩৪২,৩৪৩,৩৪৪,৩৪৫, ৩৪৯,৩৫০,৩৫১,৩৫২,৩৫৩,৩৫৮,৩৫৯,৩৬০,৩৬১, ৩৬২,৩৬৩,৩৬৪,৩৬৪ক,৩৭৪,৩৭৫,৩৭৬,৩৭৭,৩৭৮,৩৭৯,৩৮৩,৩৮৪,৩৯০,৩৯১,৩৯২,৩৯৫,৩৯৬,৩৯৯,৪০০,৪০১,৪০৩,৪০৪,৪০৫,৪০৬,৪০৮,৪০৯,৪১০,৪১২,৪১৫,৪১৭,৪২০,৪২৫,৪২৬,৪৪১,৪৪২,৪৪৫,৪৪৬,৪৪৭,৪৪৮,৪৫৩,৪৫৬,৪৬৩,৪৬৫,৪৬৬,৪৭০,৪৯৭,৪৯৯,৫০০,৫০১,৫০২,৫০৩,৫০৬৫০৭,৫১০,৫১১* Special Power Act,1974:: গুরুত্বপূর্ণ ধারাসমূহ- 2,3,8,9,10,11,12,15,16,19,20,23,24,25,25A,25B,25C,26,27,28,30,34A, Schedule . Arms Act,1878:: গুরুত্বপূর্ণ ধারাসমূহ- 5,6,10,13,141519,19A,20,20A,22,30B,32,33. আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার) আইন,২০০২:: গুরুত্বপূর্ণ ধারাসমূহ- 2,4,6,8. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,১৯৯০:: গুরুত্বপূর্ণ ধারাসমূহ- 4,9,101112,13,14,19(প্রশ্ন আসলে এই সেকশন থেকে আসার সম্ভাবনা খুব বেশি),20,21,22,24,26,27,28,35A,42A,46,47,49,1st Schedule . Negotiable Instruments Act,1881:: এ আইনে পড়তে চাইলে, পড়ার অনেক আছে। তবে আসার মতো কয়েকটা মার্ক করছি। যাদের কাছে পড়ার টাইম আছে, তারা পড়তে পারেন… গুরুত্বপূর্ণ ধারাসমূহ– 4,5,6,913,22, 138(এই সেকশন রিলেটেড কোশ্চেন আসার সম্ভাবনা খুব খুব বেশি),138A,141. দেওয়ানী কার্যবিধি : সেকশন- ১,২,৯,১০,১১,১৩,১৫,১৬,১৯,২২,২৩,২৪,২৬,৩০,৩১,৩২,৩৫,৩৫ক,৩৫খ,৩৮,৪২,৪৬,৫১,৫৪,৫৮,৫৯,৬০,৭৫,৭৯,৮০,৮৬ক,৮৮,৮৯ক,৮৯খ,৮৯গ,৯১,৯২,৯৫,৯৬,৯৭,১০৪,১০৭,১০৯,১১৩,১১৪,১১৫,১২২,১২৩,১৩৫,১৩৫ক,১৩৯,১৪৪,১৫১,১৫২।
Order-1: রুল- ১,৩,৯,১০, Order-2:রুল-৪ Order-5: রুল-১
,৪,৯,১৭,২০, Order-6: রুল- ২,১৫,১৬,১৭,১৮
Order-7: রুল- ১
,১০,১১,
Order-8: রুল-১,৬,
Order-9: রুল- ৩
,৬,৮,১৩, Order-11: রুল-১,১২,২০
Order-13: রুল- ৮
Order-14: রুল- ১,৮

Order-15: রুল- ১,
Order-17: রুল-১, Order-18: রুল-১, ১৯,২০,
Order-20:রুল- ১,৫,
Order-21: রুল- ১,১৮,১৯,২২
,৩১,৩২,৩৫,৫৩,৫৪,৮২,৮৪,৮৫,৯২,
Order-23: রুল- ১,৩
,
Order-26: রুল-১,৪,৯,১৯, Order-27: রুল- ১, Order-27A: রুল- ১,২,৩, Order-32: রুল- ১,৩,১৪* Order-33: রুল- ১,৫,৯, Order-35: রুল-১৪
Order- 36: রুল- ১
Order-38: রুল-১
,৫,১২, Order-39: রুল- ১,২,৬, Order-40: রুল- ১,৪ Order-41: রুল- ৫,১২ক,১৯,২০,২২,
Order-43: রুল- ১ এর গুরুত্বপূর্ণ কয়েকটা
Order-44: রুল-১
Order-45: রুল- ২,
Order-46: রুল- ১,
Order- 47: রুল-১,৪,
Order-50: রুল- ১
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭:
গুরুত্বপূর্ণ ধারা সমূহ: ৫,৬,৮
,৯,১০,১১,১২,১৪,২১,২২,২৩,২৪,৩১,৩৫,৩৭,৩৯,৪২,৪৩,৪৪,৫২,৫৩,৫৪,৫৬৫৭.
তামাদি আইন/লিমিটেশন::
ধারা- ৩,৫
,৬,৭,৮,১১,১৪,১৮,১৯,২১,২৬,২৭,২৮,২৯
১ম তফশিল-
অনুচ্ছেদ – ২,৩,১০,১২,১৮,৬৪ক,৯১,১০৪,১১০,১১৩,১১৪,১১৬,১২০,১৪২,১৪৭,১৪৮, ১৫০,১৫১,১৫২,১৫২,১৫৩,১৫৪,১৫৫,১৫৬,১৫৭,১৬১,১৬২,১৭০,১৭৩,১৭৯,১৮২,১৮৩।
The Civil courts Act,1887::
গুরুত্বপূর্ণ ধারাসমূহ- 3,9,18,19,20
,21,25,38. The Court Fees Act,1870:: গুরুত্বপূর্ণ ধারাসমূহ– 7(3),7(4),7(6),7(10),17,25,35A,Schedule -1(B),Schedule -2(গুরুত্বপূর্ণ কয়েকটা দেখলে হবে)**
Suits Valuation Act,1887::
এই আইনটা Court fees Act ছাড়া পড়া সম্ভব না। Court fees Act এরসাথে মিলিয়েই পড়তে হবে…
গুরুত্বপূর্ণ ধারাসমূহ- 3,4,8,9,11… সংবিধান: সংবিধানে কম বা বেশি গুরুত্বপূর্ণ বলে কিছু নেই আসলে। প্রশ্নকর্তা ধরে নিবে আইনের ছাত্র হিসেবে প্রত্যেকজন এটা পড়েছে… এখানে যেগুলো তেমন গুরুত্বপূর্ণ না বলে আপনার কাছে মনে হবে, সেটাই গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো…. আর ২য় ও ৩য় ভাগের অনুচ্ছেদের অধীনে উপ-অনুচ্ছেদ সমূহ খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে… বিচার বিভাগ পার্টটাও খুব গুরুত্বপূর্ণ….. কিছু গুরুত্বপূর্ণ বলে হয়তো মার্ক করে দিচ্ছি, তবুও আবার বলছি সংবিধানের সবকিছুই গুরুত্বপূর্ণ… অনুচ্ছেদসমূহ: প্রস্তাবনার শেষ প্যারাটা, ১,২,৩,৪ক,৭,৭ক,৭খ, ২য় ও ৩য় ভাগের নিচের অনুচ্ছেদ সমূহের উপ-অনুচ্ছদসমূহ খুব ভাল করে খেয়াল করে পড়বেন– ৮,৯,১০,১১,১২(অনুচ্ছেদ ১২ও ৪১এর পার্থক্য লিখে শিখবেন),১৫,১৬,১৭,১৮(২),১৮ক,১৯,২১,২২,২৩ক,২৪,২৫,২৬,২৭,২৮,২৯,৩১,৩২,৩৩,৩৪,৩৫,৩৬,৩৭,৩৮,৩৯,৪০,৪১,৪২,৪৩,৪৪,৪৫,৪৭(এই অনুচ্ছেদটা কেন সংযুক্তি করা হয়েছে সেটা পড়বেন)… ৪৮,৪৯,৫১,৫২,৫৩,৫৪,৫৫,৫৬,৫৭,৫৮,৫৯,৬০,৬১,৬৩,৬৪,৬৫,৬৬,৬৭,৬৯,৭০,৭১,৭২,৭৩,৭৩ক(কার অধিকার নাই সেটা দেখবেন),৭৪,৭৫,৭৬,৭৭,৭৮,৭৯,৮০৮১,৮৩,৮৪,৮৭,৮৮,৯১,৯৩,৯৪,৯৫,৯৬,৯৭,৯৯,১০২,১০৩,১০৪,১০৫,১০৬,১০৭,১০৮,১০৯,১১০,১১১,১১৬ক,১১৭,১১৮,১২১,১২২,১২৩,১২৬,১২৭,১২৯,১৩৩,১৩৪,১৩৭,১৩৮,১৩৯,১৪১ক,১৪১খ,১৪১গ,১৪২,১৪৩,১৪৫ক,১৪৬,১৪৭,১৫৩, ৩য় তফশিল,৫ম তফসিল, ৬ তফসিল,৭ম তফসিল
সংবিধান সংশোধনীগুলো ভাল করে দেখবেন। সংশোধনের সাল ও কারন কী জানতে হবে। বিশেষ করে ১ম, ২য়, ৪র্থ, ৮ম, ১২তম, ১৫তম, ১৬তম…
সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মামলাগুলোর রায়ের সাল, রায়ের কারন এবং রায়প্রদানকারী প্রধান বিচারপতি কে ছিলেন….. এগুলো দেখতে হবে ভাল করে।
৫ম সংশোধনী বাতিলকরন মামলা- Italian marble works Ltd. vs BD(2010)
৭ম সংশোধনী বাতিলকরন মামলা- Siddique Ahmed and others vs Bangladesh(2011)
৮ম সংশোধনী সংক্রান্ত মামলা- Anwar Hosaai chy case
১৩তম সংশোধনী বাতিলকরন মামলা- Abdul Mannan khan and others vs Bangladesh (2011)
১৬তম সংশোধনী সংক্রান্ত মামলা- Adv. Assaduzzan Siddiqui and others vs Bangladesh (2017)
এছাড়া অবশ্যই মাসদার হোসেন মামলা, বঙ্গবন্ধু হত্যা মামলা
* এ দুটোর খুটিনাটি দেখে যাবেন…,
এছাড়া ব্লাস্টের রিমান্ড সংক্রান্ত মামলাটা পারলে একটু দেখে দেখে।
Evidence Act,1872::
গুরুত্বপূর্ণ ধারাসমূহ- 1,5,6(doctrine of res gestae),8(absconsion বা পলায়নপরতা),9(T.I Parade),10(conspiracy),11(alibi),17,18,19,20,24,25,26,27,28,29,30,31,32,35,40,41,44,45,47,52,53,54,55,56,57,58,60,61,62,63,64,65,66,74,75,76,79-90(কোনটা কোন Presumption সেটা জানলে হবে),101,102,102,103,105,107,108,112,115,116,117,118,119,120,121,122,123,124,125,126,127,128,129,132+147,133,134,137,138,139,140,141,142,143,145,146,149,150,151,154,155,159,165,167.
General Clauses Act,1897::
3(2a),3(3a),3(10),3(15),3(24),324a),3(28),5,6,9,10,11,26. মুসলিম আইন:: ১. ইজমা, কিয়াস, Istihsan,Istislah, Istidlal,Ijtihad, Mujtahid– এগুলোর অর্থ এবং কী)
২.Valid,Void এবং Irregular marriage কখন কখন হয়) ৩.তালাকের বিভিন্ন ধরন)** ৪. পিতৃত্ব ও স্বীকৃতির শর্তগুলো)* ৫.হিজানত, Guardianship of Marriage, ৬.হেবা, কার কার বরাবর দান অবৈধ,Hiba-bil-iwaz
,Hiba-bil-shart-il-iwaz, Musha, Marz-ul-Maut.
৭.Will,Will এর শর্ত, কখন Will বাতিল হয়ে যায়
৮. Pre-emption এর প্রকারভেদ,
৯. উত্তারাধিকারের সাধারন নীতিসমূহ, কে কে উত্তারাধিকার থেকে বাদ যায়, Heirs এর প্রকারভেদ, Quranic Heirs রা কে কত অংশ পায় এটার চার্টটা(এখান থেকেই কোশ্চেন আসে প্রায়সময়), Quranic share এর নারী কয়জন ও পুরুষ কয়জন,Doctrine of Radd ও Doctrine of Aul কী, উমরিয়াতিন রুল, Pulpit case, মুশতারাকা রুল বা হিমারিয়া রুল বা Donkey case.
হিন্দু আইন::
হিন্দু আইন থেকে প্রিলিতে খুব কোশ্চেন আসে। ১/২টা।
১. হিন্দু আইন কাদের ক্ষেত্রে প্রযোজ্য, হিন্দু আইনের উৎস,ফ্যাকটাম ভ্যালেট নীতি, মিতাক্ষরা ও দায়ভাগ মতবাদ* ও এদের মধ্যে প্রকারভেদ, মিতাক্ষরার বিভিন্ন উপমতবাদসূহ। ২. স্ত্রীধন ও এর বিভিন্ন ধরন, স্ত্রীধনের শ্রেণীবিভাগ, নারী বা মহিলার সম্পত্তি, দায়ভাগা অনুযায়ী স্ত্রীধন, ৩.বিবাহের প্রকারভেদ, বর্ণ ব্যবস্হা, বিবাহের নিষিদ্ধ পর্যায়।
৪. দত্তক গ্রহনের ক্ষমতা
, এক পুত্রের দত্তক গ্রহন
৫. ভরণ পোষনের দাবিদার কে কে
৬. উত্তারাধিকারের সাধারন নীতিসমূহ, উত্তারাধিকার থেকে বাদ পড়ার কারন, দায়ভাগে উত্তারাধিকারের ক্রম, সপিন্ড কারা, নারী সপিন্ড কয়জন, Family Courts Ordinance,1985:: এখানে সব ধারা পড়তে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা সমূহ:: ১,৪,৫,৬,৮(জবাব দাখিলের সময়টা),১০,১১,১৩,১৪,১৬(কোন ডিক্রী কিভাবে বলবৎ হয় আর সৃয়টা),১৬ক,১৭(কখন আপীল হয় না সেটা ভাল করে দেখতে হবে),১৮ এর শাস্তিটা, ১৯ এর শাস্তিটা,২০,২২,২৪.
Muslim Family Laws ordinance, 1981::
গুরুত্বপূর্ণ ধারাসমূহ- 2(a),3,4,67,8,9,
Dowry Prohibition Act,1980::
গুরুত্বপূর্ণ ধারাসমূহ- 2(Explanation-1 টা ভাল করে দেখবেন),3,4,7,8. পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন,২০১০:– গুরুত্বপূর্ণ ধারাসমূহ- ২,৩,১০,১১,১৩,১৪,১৫,১৬,১৭,১৯,২০,২১,২২,২৪,২৮,২৯,৩০,৩১,৩২ Guardian and Wards Act,1980:: এটা তেমন পড়তে হবে না। গুরুত্বপূর্ণ ধারাসমূহ: ১৯,২১,৪৪,৪৫,৪৭ ভূমি আইন: State Acquisition and Tenancy Act,1950:: গুরুত্বপূর্ণ ধারাসমূহ: ২(২৩),১৭,২০,৭৫ক,৮৬,৮৭,৯৬,৯৭,১৪৩,১৪৪,১৪৫ক,১৪৫খ,১৪৫গ,১৪৭,১৪৮,১৫১ক,১৫১গ। Non-Agricultural Tenancy Act,1949:: গুরুত্বপূর্ণ ধারাসমূহ: ২(৪),৩,৪,৬,২৪,৬৪,৬৫,৬৬। এছাড়া ভূমি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় যা এক্সামে প্রায় আসে— C.S খতিয়ান, S.A খতিয়ান, R.S খতিয়ান, B.S খতিয়ান- এগুলো কোন আইনের অধীনে ও কখন শুরু হয় এটা জানতে হবে… দিয়ারা জরীপ কী, খাজনা মওকূপের সীমা(২৫বিঘা), একজন ব্যক্তির জমি রাখার সীমা, ভুমি সংস্কার অধ্যাদেশের বর্গা ও বর্গাদারের জমি নেওয়ার সীমা(১৫বিঘা), বেনামী ট্রান্সজেকশন, কোন কোন জমিগুলো খাস জমি। ভূমি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ শব্দ.. যেমন- পর্চা, DCR, কবুলিয়ত, পাট্টা, সিকস্তি, পয়স্তি ইত্যাদি… সম্পত্তি হস্তান্তর আইন-১৮৮২:: গুরুত্বপূর্ণ ধারাসমূহ: ১,৫,৬,৭,৯,১০,১১,১২,১৩,১৪,১৮,১৯,২১,২৫,২৬,৩৫,৩৯,৪১,৪৩,৪৪,৪৮,৫২,৫৩,৫৩ক,৫৩খ,৫৩গ,৫৩ঘ,৫৩ঙ,৫৪,৫৪ক,৫৬,৫৮,৬০,৬৭,৬৯,৮১,৯১,৯২,১০০,১০৫,১০৬,১০৭,১১১,১১২,১১৬,১১৭,১১৮,১২২,১২৩,১২৪,১২৬,১২৭,১২৮,১৩০*
Registration Act,1908::
গুরুত্বপূর্ণ ধারাসমূহ- 17,17A,17B,18,23,24,25,26,27,32,40,47,48,51,72,77,78A,80F,81,82,82A. The Small Cause Courts Act,1887:: গুরুত্বপূর্ণ ধারাসমূহ- 15,23,24,25,27A,27B,28,28A. বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন,১৯৯১:: গুরুত্বপূর্ণ ধারাসমূহ- 3,6,10,11,15,23,26,27,28,29,30,33,
শিশু আইন,২০১৩::
গুরুত্বপূর্ণ ধারাসমূহ- 2(2),2(3),4,5,13,15,16,17
,20,23,31,32,33,34,41,43,44,48,70,7173,77,79,80,84,89. নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০:: গুরুত্বপূর্ণ ধারাসমূহ- 2(f),2(j),4,7,8,9,9A,10,11,12,13(1)(d),17,18,19,20,26,28,29,31. Environment Conservation Act-1995:: গুরুত্বপূর্ণ ধারাসমূহ:: ৫, এ সেকশন গুলোর শাস্তি কী সেটা দরকার। ১৫ ধারা পড়লেও হয়ে যাবে- ৬,৬ক,৬খ,৬গ,৬ঘ,৬ঙ,৭, এগুলোর ১৫ধারায় উল্লেখিত শাস্তি এবং সেকশনের ভিতরেও একটু পড়তে হবে- ৯,১২ এরপর– ১৪,১৫,১৭**
Environment Court Act-2010::
গুরুত্বপূর্ণ ধারাসমূহ– ৪,৫,৬,৭,৮,৯,১০,১২,১৪,১৮,১৯,২০,
আইনগত সহায়তা প্রদান আইন,২০০০::
গুরুত্বপূর্ণ ধারাসমূহ-6
,8A,9– (এই তিন সেকশনের অধীনে চেয়ারম্যান কে ও প্রতি কয় মাসে মিটিং হয় এটুকু জানলে হবে),১৫. আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০১৪:: গুরুত্বপূর্ণ ধারা- ২**
দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪::
গুরুত্বপূর্ণ ধারা- 5,6,7,8,২৬,27,28.
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬:
ধারা: ৫৪(সেকশনের নাম ও শুধু শাস্তিটা), ৫৬(সেকশনের নাম ও শুধু শাস্তিটা),৫৭,৬৬,৬৮,৭৩,৭৪,৮২,৮৩,৮৪..
এখানে তেমন বেশি পড়ার দরকার নেই। কোর্টের জাজ কে, সময়, আপীল, কোন কোর্ট…. আর শাস্তিগুলো শুধু….
এর বাইরে পড়ার দরকার নেই।
অর্থঋণ আদালত আইন,২০০৩::
গুরুত্বপূর্ণ ধারাসমূহ- ২(ক)
,২(খ),৪,৫,১০,১১,১৬,১৭,১৮,১৯,২২,২৫,২৮,৩৩,৩৪,৪১
,৪২,৪৩,৪৬,৪৭,৪৯। মানিলন্ডারিং প্রতিরোধ আইন,২০১২:- গুরুত্বপূর্ণ ধারাসমূহ:- ২,৪,৯,১০,২২,২৩,২৪ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২:- গুরুত্বপূর্ণ ধারাসমূহ:- ৩,৫,৬,৭,১১,১৯,২১,২৪,৩১,৪২,৪৩ The Criminal Law Amendment Act,1958:: গুরুত্বপূর্ণ ধারাসমূহ- 3,4(5),5,5A,10,11.
সিলেবাসের বাইরে কিছু গুরুত্বপূর্ণ আইন::
দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২:
ধারা-৪: ট্রাইব্যুনালের জজ কে হবেন?- জেলা জজ পদমর্যাদার
ধারা-৬: কোন কোন ধরনের মামলার বিচার করবে?
উত্তর: ১.হত্যা,২.ধর্ষন ৩. আগ্নেয়াস্ত্র ৪.মাদকদ্রব্য, ৫. বিস্ফোরক দ্রব্য—- এসব সংক্রান্ত মামলা সেশন বা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ট্রান্সফার করা যেতে পারে
ধারা-৯,
ধারা-১০:- মামলা নিষ্পত্তির মেয়াদ— ৯০দিন->৩০দিন->১৫দিন
ধারা-১৪: আপীল– রায়ের ৩০দিনের মধ্যে হাইকোর্টে
ধারা-১৫:
বাল্য বিবাহ নিরোধ আইন,২০১৭::
গুরুত্বপূর্ণ ধারাসমূহ-২(১),২(৩), ৭,৮,১৮
,১৯. পিতা মাতার ভরণপোষন আইন,২০১৩:: গুরুত্বপূর্ণ ধারাসমূহ-৪,৫,৭
*.
এছাড়া International Crimes Tribunal Act,1973 টা একটু দেখে গেলে ভাল হয়।

নিয়োগ প্রাপ্ত প্রতিষ্ঠন সম্পকে জ্ঞান

যা যা পড়তে হবে

১ম থেকে সকল বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

ইংরেজি

ইংরেজি ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Parts of Speech প্রশ্ন ও উত্তর লিংক
Articleপ্রশ্ন ও উত্তর লিংক
Appropriate Preposition প্রশ্ন ও উত্তর লিংক
Prepositionপ্রশ্ন ও উত্তর লিংক
Right forms of verbপ্রশ্ন ও উত্তর লিংক
Voice প্রশ্ন ও উত্তর লিংক
Narrationপ্রশ্ন ও উত্তর লিংক
Phrase and Idioms প্রশ্ন ও উত্তর লিংক
prefix and suffixপ্রশ্ন ও উত্তর লিংক
11
প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Abbreviations or
Elaboration Terms
প্রশ্ন ও উত্তর লিংক
One word Substitutionsপ্রশ্ন ও উত্তর লিংক
English literatureপ্রশ্ন ও উত্তর লিংক
Sentence Correctionপ্রশ্ন ও উত্তর লিংক
Translation /Vocabularyপ্রশ্ন ও উত্তর লিংক
Spellingপ্রশ্ন ও উত্তর লিংক
Synonym-Antonymপ্রশ্ন ও উত্তর লিংক
Word Meaningপ্রশ্ন ও উত্তর লিংক
প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ প্রশ্ন ও উত্তর লিংক

বিগত ৩০ বছরের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ বিষয় চাকরির প্রশ্ন সমাধান

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

বাংলা

বিগত ৩০ বছরে বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়োগ পরীক্ষায় আষার সকল MCQ নৈবিত্তিক প্রশ্ন সমাধান এক সাথে, নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
সন্ধিপ্রশ্ন ও উত্তর লিংক
বিপরীত শব্দপ্রশ্ন ও উত্তর লিংক
সমার্থক শব্দপ্রশ্ন ও উত্তর লিংক
শুদ্ধ বানানপ্রশ্ন ও উত্তর লিংক
এককথায় প্রকাশপ্রশ্ন ও উত্তর লিংক
তৎসম অর্ধতৎসম তদ্ভব
বিদেশী ও দেশি শব্দ
প্রশ্ন ও উত্তর লিংক
উপসর্গপ্রশ্ন ও উত্তর লিংক
সমাসপ্রশ্ন ও উত্তর লিংক
বাগধারা, প্রবাদ ও প্রবচনপ্রশ্ন ও উত্তর লিংক
কারক-বিভক্তিপ্রশ্ন ও উত্তর লিংক
যুক্ত বর্ণেরপ্রশ্ন ও উত্তর লিংক
ধ্বনি, বর্ণপ্রশ্ন ও উত্তর লিংক
বাক্য (সরল, জটিল, যৌগিক) প্রশ্ন ও উত্তর লিংক
পদ নির্ণয়প্রশ্ন ও উত্তর লিংক
পারিভাষিক শব্দপ্রশ্ন ও উত্তর লিংক
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব প্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের চলচ্চিত্র প্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার সম্পর্কে সাধারণ জ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
শেখ হাসিনাপ্রশ্ন ও উত্তর লিংক
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানপ্রশ্ন ও উত্তর লিংক
জাতীর ৪ নেতাপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন চুক্তি
বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত
প্রশ্ন ও উত্তর লিংক
মুক্তিযুদ্ধ সেক্টরপ্রশ্ন ও উত্তর লিংক
রােহিঙ্গা সমস্যাপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের জনপদপ্রশ্ন ও উত্তর লিংক
সংবিধানপ্রশ্ন ও উত্তর লিংক
মুক্তিযুদ্ধপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের ভৌগলিকপ্রশ্ন ও উত্তর লিংক
কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যুপ্রশ্ন ও উত্তর লিংক
উপন্যাস/রচনাসমগ্রপ্রশ্ন ও উত্তর লিংক
ভাষা আন্দোলপ্রশ্ন ও উত্তর লিংক
বিখ্যাত স্থানপ্রশ্ন ও উত্তর লিংক
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের কৃষ্টি
ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন
প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

গণিত

গণিত

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) প্রশ্ন ও উত্তর লিংক
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফাপ্রশ্ন ও উত্তর লিংক
ল.সা.গু, গ.সা.গু প্রশ্ন ও উত্তর লিংক
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য)প্রশ্ন ও উত্তর লিংক
অনুপাত:সমানুপাত প্রশ্ন ও উত্তর লিংক
সংখ্যা পদ্ধতি প্রশ্ন ও উত্তর লিংক
বিগত সালে প্রশ্ন প্রশ্ন ও উত্তর লিংক
11
প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
বীজগাণিতিক মান নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র প্রশ্ন ও উত্তর লিংক
আয়তক্ষেত্রের বেসিক
সূত্রের অংকসমূহ, সরলরেখা
প্রশ্ন ও উত্তর লিংক
গাছের উচ্চতা/
মিনারের উচ্চতা
প্রশ্ন ও উত্তর লিংক

মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি
প্রশ্ন ও উত্তর লিংক
পরিমাপ ও পরিমান প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

কম্পিউটার

কম্পিউটার

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তরপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের তথ্য

যোগাযোগ প্রযুক্তি
প্রশ্ন ও উত্তর লিংক
কম্পিউটার প্রশ্ন ও উত্তর লিংক সেটেলাইট-১প্রশ্ন ও উত্তর লিংক
LAN, WAN
কম্পিউটার নেটওয়ার্ক
প্রশ্ন ও উত্তর লিংক কম্পিউটার সংক্ষিপ্ত
শব্দের পূর্ণরুপ
প্রশ্ন ও উত্তর লিংক
গুগলপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীডপ্রশ্ন ও উত্তর লিংক
৩জি,৪জি, ৫ জি প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

General Knowledge (GK) সাধারণ জ্ঞান বিজ্ঞান 

General Knowledge (GK) সাধারণ জ্ঞান বিজ্ঞান 

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি প্রশ্ন ও উত্তর লিংক
গভর্নর জেনারেল ও
ভাইসরয়দের তালিকা
প্রশ্ন ও উত্তর লিংক
বাংলার শাসন আমল প্রশ্ন ও উত্তর লিংক
ভূপ্রকৃতি ও জলবায়ুপ্রশ্ন ও উত্তর লিংক
বিখ্যাত উক্তিপ্রশ্ন ও উত্তর লিংক
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলীপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নামপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবসপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী প্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের মুদ্রা নামপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের আলােচিত ঘটনাবলীপ্রশ্ন ও উত্তর লিংক
সাম্প্রতিক সোস্যাল মিডিয়াপ্রশ্ন ও উত্তর লিংক
প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
পুরস্কার ও সম্মাননাপ্রশ্ন ও উত্তর লিংক
খেলাধুলাপ্রশ্ন ও উত্তর লিংক
জিন-কোষপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন রোগব্যাধিপ্রশ্ন ও উত্তর লিংক
পরিমাপক যন্ত্রপ্রশ্ন ও উত্তর লিংক
রসায়নপ্রশ্ন ও উত্তর লিংক
ভূগোলপ্রশ্ন ও উত্তর লিংক
পদার্থ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
জীববিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
গাণিতিক পরিমাপের এককপ্রশ্ন ও উত্তর লিংক
সাধারণ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার এর জানা ও অজানা সকল তথ্যপ্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
আন্তর্জাতিক বিষয়াবলী
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
সমাধান / উত্তর লিংক
বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক

রচনা ,প্রবন্ধ উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র ও Application* উত্তর লিংক অনুচ্ছেদ রচনা উত্তর লিংক
চিঠি Letter* উত্তর লিংক প্রতিবেদন* উত্তর লিংক
ইমেলEmail* উত্তর লিংক সারাংশ ও সারমর্ম* উত্তর লিংক
Paragraphউত্তর লিংক Compositionউত্তর লিংক
CV*উত্তর লিংক Seen, Unseen*উত্তর লিংক
Essayউত্তর লিংক Completing Story*উত্তর লিংক
Dialog/সংলাপ*উত্তর লিংক Short Stories/Poems/খুদেগল্প*উত্তর লিংক
অনুবাদ*উত্তর লিংক Sentence Writing*উত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

Leave a Comment