Honors 3rd Year Bangla Short Story 1 Suggestion

Honors 3rd Year Bangla Short Story 1 Suggestion 2024

Honors 3rd Year Bangla Short Story 1 Suggestion, Bangla Short Story 1 Suggestion PDF, short suggestion Honors 3rd year Bangla Short Story 1, Bangla Short Story 1 suggestion Honors 3rd year, Suggestion Honors 3rd year Bangla Short Story 1

বাংলা ছোট গল্প ১ অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের বাংলা ছোট গল্প ১, অনার্স ৩য় বর্ষের বাংলা ছোট গল্প ১ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন বাংলা ছোট গল্প ১ সাজেশন

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বাংলা ছোট গল্প ১ (Bangla Short Story 1) সুপার সাজেশন
Department of : Bangla & Other Department
Subject Code: 231005
2024 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

Bangla Short Story 1 Suggestion PDF 2024

ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্পের নাম কি?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্পের নাম ‘ভিখারিণী’।

২. ‘একরাত্রি’ গল্পের নায়কের পিতার পেশা কি?
উত্তর: একরাত্রি গল্পের নায়কের পিতার পেশা চৌধুরী জমিদারের নায়েব।

৩. ‘একরাত্রি’ গল্পের নায়কের কি হওয়ার ইচ্ছা ছিলো?
উত্তর: একরাত্রি গল্পের নায়কের মাৎসিনি গ্যারিবল্ডি হওয়ার ইচ্ছা ছিলো।

৪. নিবারণ শৈলবালাকে কি সম্বোধন করত?
উত্তর: নিবারণ শৈলবালাকে সই বলে সম্বোধন করতো।

৫. চন্দরা জজের কাছে কী আবেদন জানায়?
উত্তর: চন্দনার জজের কাছে তাকে ফাঁসি দেয়ার জন্য আবেদন জানায়।

৬. ‘স্ত্রীর পত্র’ গল্পটি কি আকারে রচিত?
উত্তর: স্ত্রীর পত্র গল্পের পত্রকারে রচিত।

৭. ‘তফাত যাও তফাত যাও’ বলে কে চিৎকার করত?
উত্তর: ‘তফাত যাও তফাত যাও’ বলে পাগলা মেহের আলী চিৎকার করত।

৮. ‘রসকলি’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: রসকলি গল্পটি ১৯২৮ সালে প্রকাশিত হয়।

৯. রসকলি চিহ্নের তাৎপর্য কি?
উত্তর: রাসকলি চিহ্নের তাৎপর্য সম্পর্ক সূত্র।

১০. সাপিনী জোবেদার শরীরে কোথায় দংশন করে?
উত্তর: সাপিনী জমিদার বাঁ পায়ের আংগুলে দংশন করে।

১১. তারিণী মাঝির নৌকা কিসের?
উত্তর: তারিণী মাঝির নৌকা ডোঙ্গা তাল গাছ দিয়ে তৈরি।

১২. ময়ূরাক্ষী নদীর কোন ঘাটে তারিণী মাঝি খেয়া বায়?
উত্তর: ময়ূরাক্ষী নদীর গনগুটিয়া ঘাটে তারিণী মাঝি খেয়া বায়।

১৩. শালতি কি?
উত্তর শালতি হলো লম্বা চিকন নৌকা।

১৪. অগ্রদানী ব্রাহ্মণ কারা?
উত্তর: প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী ব্রাহ্মণরা অগ্রদানী ব্রাহ্মণ।

১৫. ‘মানুষের মন’ গল্পে বৈজ্ঞানিক কে?
উত্তর মানুষের মন গল্পে নরেশ বৈজ্ঞানিক।

১৬. ‘মানুষ’ গল্পে দেবালয় কোথায় অবস্থিত?
উত্তর: ‘মানুষ’ গল্পে তৃণাঞ্চিত শ্যামল গঙ্গার তীরে দেবালয় অবস্থিত।

১৭. কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ?
উত্তর: কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ।

১৮. নিমগাছটার শেষ দশা কী হয়?
উত্তর: আবর্জনার স্তুপের মধ্যে দাঁড়িয়ে নিম গাছটা দাঁড়িয়ে থাকে।

১৯. ‘গণেশ জননী’ গল্পের কথক কিসের চিকিৎসক?
উত্তর: ‘গণেশ জননী’ গল্পের কথক ভেটেনারি সার্জন অর্থাৎ পশুচিকিৎসক।

২০. অর্জুন মণ্ডলের গুরু কে?
উত্তর: অর্জুন মণ্ডলের গুরুস্থানীয় হবার মতো লোক কেউ ছিল না। তাই তিনি নিজেই নিজের গুরু ছিলেন।

২১. ‘পাঠকের মৃত্যু’ গল্পে গল্পকার কোথায় ট্রেনের জন্য অপেক্ষা করেছিল?
উত্তর: ‘পাঠকের’ মৃত্যু গল্পে গল্পকার আসানসোল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল।

২২. মেলার দিঘিটায় এখন আর পদ্ম জন্মে না কেন?
উত্তর: মেলার দিঘিটায় নরমুণ্ড পাওয়ার পর থেকে সেখানে আর পদ্ম জন্মে না।

২৩. সম্মেলনে গিয়ে আরেফের পাশে মানুষের গা থেকে সে কিসের গন্ধ পায়?
উত্তর: সম্মেলনে গিয়ে আরেফের পাশের মানুষের গা থেকে সে মরা মানুষের গন্ধ পায়।

২৪. ‘খাঁচা’ গল্পে কাকে গৃহদেবতা বলা হয়?
উত্তর: ‘খাঁচা’ গল্পের রাজা তক্ষককে গৃহদেবতা বলা হয়।

২৫. ‘বিধবাদের কথা’ গল্পের পটভূমি কোন গ্রামের?
উত্তর: ‘বিধবাদের কথা’ গল্পের পটভূমি নিঝুমপুর গ্রামের।

২৬. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটি হাসান আজিজুল হকের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘আত্মজা ও একটি করবী গাছ’ গ্রন্থের অন্তর্ভুক্ত।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

বাংলা ছোট গল্প ১ অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. ‘চন্দরা বলিল, মরণ!’ বিশ্লেষণ কর।
২. মিন্ময়ীর মানসিক পরিবর্তন কিভাবে ঘটে? সংক্ষেপে লেখ।
৩. বিন্দু শ্বশুরবাড়ি থেকে কেন পালিয়ে আসে? সংক্ষেপে লেখ।
৪. ‘স্ত্রীর পত্র’ গল্পের মৃণাল চরিত্রটির অন্যন্যতা সম্পর্কে লেখ।

৫. ‘রসকলি’ গল্প অবলম্বনে পুলিনের পরিচয় দাও।
৬. ‘জলসাঘর’ গল্পে তুফানের পরিচয় দাও।
৭. রায়বাড়ির জলসাঘরের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর।
৮. জমিদার বিশ্বম্ভর রায় দু’বছর পর প্রাসাদের দ্বিতল থেকে নিচে নেমে কি দেখেন?

৯. ‘নারী ও নাগিনী’ গল্পে জোবেদা কেন, কীভাবে মারা যায়?
১০. ডাইনি বুড়ির দৈনিন্দন কাজের বিবরণ দাও।
১১. ‘মানুষের মন’ গল্প অবলম্বনে পরেশের পরিচয় দাও।
১২. ‘তাজমহল’ গল্প অবলম্বনে ফকির শাহজাহানের বেদনাবিদীর্ণ কাহিনী তুলে ধর।

১৩. হাসপাতলে অর্জুন মন্ডল কিভাবে অপরিহার্য অঙ্গ হয়ে উঠে?
১৪. সহসা একটা বিপর্যয় ঘটে গেল! বুধনী কিভাবে এ বিপর্যয় ঘটে?
১৫. দেশটিতে দুর্ভিক্ষ, তবুও দলে দলে লোক মেলায় যায় কেন?
১৬. ‘জীবন ঘষে আগুন’ গল্পের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

১৭. ‘শকুন’ গল্পের মূলভাব সংক্ষেপে লেখ।
১৮. জবরের মৃত্যু কাহিনী সংক্ষেপে লেখ।

Bangla Short Story 1 Honors 3rd Year Suggestion PDF 2024

গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি

১. ‘গল্পগুচ্ছ’ অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি চেতনা স্বরূপ বিশ্লেষণ করো।
২. ‘সুরবালা আমার কী না হইতে পারিত’ এ উক্তির আলোকে ‘একরাত্রি’ গল্পের প্রেমের স্বরূপ আলোচনা করো।
৩. ‘মধ্যবর্তিনী’ গল্পের নামকরণের সাফল্যতা আলোচনা করো।

৪. ‘কঙ্কাল’ কে কি অতিপ্রাকৃত গল্প বলা যায়? আলোচনা করো।
৫. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর ‘নারী ও নাগিনী’ গল্পের জৈব শক্তি নয় মানবিক হৃদয়াশক্তির এক নতুন স্তর আবিষ্কার করেছেন। আলোচনা করো।
৬. ‘আদিম জীবন পিপাশার সাথে প্রতিদন্ধিতায় দাম্পত্য প্রেম পরাজিত’ – উক্তিটি ‘তারিণী মাঝি’ গল্পের অবলম্বনে আলোচনা করো।

৭. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘অগ্রদানী’ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
৮. ডাইনির গল্প ডাইনি চরিত্রের ট্রাজেডির তুলে ধরো।
৯. মাটি গল্পের বিষয় ও শিল্পরূপ মূল্যায়ন করো।
১০. ‘তাজমহল’ গল্প অবলম্বনে ফকির শাহজাহানের প্রেমের সৌন্দর্য আলোচনা করো।

১১. বাংলা ছোটগল্পে বনফুলের স্বাতন্ত্র্য ব্যাখ্যা করো।
১২. ‘বিধবাদের কথা’ গল্পসমগ্র মুক্তিযুদ্ধকে ধারণ করে। আলোচনা করো।
১৩. হাসান আজিজুল হকের ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে বৃদ্ধের ট্রাজেডি বিশ্লেষণ করো।
১৪. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

খ-বিভাগ (যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দাও)

১. রবীন্দ্রনাথের ছােটগল্প কী গতিধর্মী? মতামত দাও ।

২. রবীন্দ্রনাথের ঠাকুরের একরাত্রি গল্পের নামকরণের সার্থকতা বিচার কর।

৩. একরাত্রি গল্পে বর্ণিত প্রেমের স্বরূপ আলােচনা কর।

৪.চন্দরা বলিল মরণবিশ্লেষণ কর।

৫. স্ত্রীরপত্র গল্পে বিন্দুই কেন্দ্র। কীভাবে?

৬. রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র গল্পে শিল্পমূল্য বিচার ।

৭. বিন্দু শ্বশুর বাড়ি থেকে কেন পালিয়ে আসে? সংক্ষেপে লিখ

৮. রসকলি গল্প অবলম্বনে পুলিনের পরিচয় দাও।

৯. রসকলি গল্পে মঞ্জরীর পরিণতি আলােচনা কর ।

১০. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্প অবলম্বনে মঞ্জরী চরিত্র চিত্রণ কর।

১১. জলসাঘর গল্পের তুফানের পরিচয় দাও।

১২. তারিণী মাঝি গল্পের শিল্পমূল্য নিরূপন কর।

১৩. মাটি গল্পের বিষয় ও শিল্পরূপ মূল্যায়ন কর।

১৪. মানুষের মন গল্প অবলম্বনে পরেশের পরিচয় দাও।

১৫. মানুষ গল্পে বিধৃত প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দাও।

১৬. নিমগাছ অবলম্বনে নিমগাছের উপকারিতা ও উপজীব্য বিষয় লিখ ।

১৭. অর্জুন মণ্ডল কিভাবে পাঠাভ্যাস করতাে?

১৮. পাঠকের মৃত্যুর মনস্তাত্ত্বিক পরিচয় দাও।

১৯. আত্মজা ওকটি করবী গাছ গল্পের নামকরণের সার্থকতা বিচার কর ।

২০. জীবন ঘষে আগুন গল্পে মেলার সংক্ষিপ্ত বর্ণনা দাও।

২১. দেশটিতে দুর্ভিক্ষ তবুও দলে দলে লােক মেলায় যায় কেন?

২২. শকুন গল্পের মূলভাব সংক্ষেপে লিখ।

২৩. খাচাঁ গল্পে কালীপ্রসন্নের শেষ পরিণতি সম্পর্কে লেখ ।

২৪. জবরের মৃত্যুকাহিনী সংক্ষেপে লেখ ।

Honors 3rd Year Bangla Short Story 1 Suggestion 2024

গ-বিভাগ (যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দাও)

১. মধ্যবর্তিনী গল্পের নামকরণের সাফল্য আলােচনা কর ।

২. শাস্তি গল্পে সংকটের উৎস ক্ষুধা ও পুরুষতান্ত্রিক মানসিকতা-মন্তব্যটি ব্যাখ্যা কর।

৩. সমাপ্তি গল্পে মৃন্ময়ী ও প্রকৃতি কিভাবে সমান্তরাল হয়ে উঠেছে আলােচনা কর।

৪. মৃন্ময়ীর মানসিক পরির্তন কিভাবে ঘটে সংক্ষেপে লিখ।

৫. অতিপ্রাকৃত গল্প হিসাবে ক্ষুধিত পাষাণ গল্পের মূল্যায়ন কর।

৬. রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত গল্পের বৈশিষ্ট্য নিদের্শ করে, ক্ষুধিত পাষাণ শিল্পমূল্য আলােচনা কর ।

৭. জলসাগর গল্পের বিষয় ও শিল্পরূপ আলােচনা কর ।

৮. ইরী ও নাগিনী গল্পে কোন প্রত্নস্মৃতি কাজ করেছে? নারী ও নাগিনী গল্পের বিষয়বস্তু ও শিল্পসৌন্দর্য বিচার কর।

৯. আদিম জীবন পিপাসার সাথে প্রতিদ্বন্দ্বিতার দাম্পত্য প্রেম পরাজিত-উক্তিটি তারিণী মাঝি গল্প অবলম্বনে আলােচনা কর।

১০. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অগ্রদানী গল্পের নামকরণের সার্থকতা বিচার কর।

১১. ডাইনি গল্পে বিধৃতি ডাইনি চরিত্রের ট্র্যাজেডির স্বরূপ বিশ্লেষণ কর ।

১২. মানুষের মন গল্পে যুক্তি বিশ্বাস ও ভালােবাসার ফলাফল নির্ণয় কর।

১৩. তাজমহল গল্প অবলম্বনে ফকির শাহজাহানের বেদনাদীর্ণ কাহিনি তুলে ধর

১৪. বাংলা ছােটগল্পে বনফুলের স্বাতন্ত্র্য ব্যাখ্যা কর।

১৫. সহসা একটা বিপর্যয় ঘটিয়া গেল-বুধনী গল্পে কিভাবে এ বিপর্যয় ঘটে?

১৬. ছােটগল্প হিসেবে আত্মজা ও একটি করবী গাছ গল্পটির সাফল্য বিচার কর।

১৭. হাসান আজিজুল হকের আত্মজা ও একটি করবী গাছ গল্পের বৃদ্ধের ট্র্যাজেডি স্বরূপ বর্ণনা কর।

১৮. হাসান আজিজুল হকের জীবন ঘষে আগুন গল্পের পটভূমি রাঢ় অঞ্চল তার স্বরূপ তুলে ধর

১৯, বিধবদের কথা গল্প সমগ্র মুক্তিযুদ্ধকে ধারণ করে। আলােচনা কর।

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের বাংলা ছোট গল্প ১ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ বাংলা ছোট গল্প ১ সাজেশন

Honors 3rd year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের বাংলা ছোট গল্প ১ স্পেশাল সাজেশন 2024,Honors Bangla Short Story 1 Suggestion 2024

Leave a Comment