৮ম শ্রেণীর বিষয়: কৃষি শিক্ষা ।। ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্টর উত্তর

শ্রেণি: ৮ম, বিষয়: কৃষি শিক্ষা, ৬ষ্ঠ এসাইনমেন্ট

এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:

পঞ্চম অধ্যায়: (কৃষিজ উৎপাদন)

পাঠ-৯: মিশ্র (মাছ) চাষের জন্য পুকুর প্রস্তুতি

ষষ্ট অধ্যায়: (বনায়ন)

পাঠ- ২: নার্সারি তৈরির কৌশল

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

সৃজনশীল প্রশ্ন: ১

সখিপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের শতক জমির পুকুরে রুই, কাতলা, সিলভার কার্প কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়ােজনীয় চুন, সার প্রয়ােগ করে পুকুর প্রস্তুত করেন

) মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়ােগ করেছিলেন? নির্ণয় কর

) মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন কর

পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর

মূল্যায়ন নির্দেশক:

ক) • পাঠ্যপুস্তকের আলােকে ধারণা প্রদান।

সঠিক ধারণা সাপেক্ষে সারের পরিমাণ নির্ণয়

খ) • বিষয়বস্তুর ধারণা প্রদান

পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলােকে ব্যাখ্যা প্রদান বিষয়বস্তুর ধারণা ও উদ্দীপকের আলােকে সংশ্লেষণ/বিশ্লেষণ/সিদ্ধান্ত গ্রহণ

২। • বিষয়বস্তু সম্পর্কে ধারণা

ধারণা সুবিধাজনক কেন? তার ব্যাখ্যা প্রদান

উত্তর দেখুন:

) মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়ােগ করেছিলেন? নির্ণয় কর

উত্তর: মিনারা বেগম পুকুরে যে পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন, তা নির্ণয় করা হলো-

আমরা জানি,

পুকুরের মাছ ছাড়ার পূর্বে পুকুর প্রস্তুত করতে শতক প্রতি ইউরিয়া সার প্রয়োজন ১০০-১৫০ গ্রাম।

অর্থাৎ,

১ শতক জমিতে ইউরিয়া সার প্রয়োজন = ১০০-১৫০ গ্রাম

৫ শতক জমিতে ইউরিয়া সার প্রয়োজন = (১০০-১৫০)×৫ গ্রাম

= ৫০০-৭৫০ গ্রাম।

যেহেতু মিনারা বেগম এর পুকুরের জমির পরিমাণ ৫ শতক, সেহেতু তিনি তার পুকুরে ৫০০ থেকে ৭০০ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন।

) মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন কর:

উত্তর: সখিপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের ৫ শতক জমির পুকুরে রুই, কাতল, সিলভার কার্প ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন।

মিনারা বেগমের গৃহীত উদ্যোগটি খুবই প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

উদ্দীপকে মিনারা বেগম যে পদ্ধতিতে মাছ চাষ করেছেন, তা হলো মিশ্র মাছ চাষ পদ্ধতি। মিনারা বেগম যে মাছগুলো চাষ করার জন্য বেছে নিয়েছেন, সে মাছগুলো পুকুরে বিভিন্ন স্তরের খাবার খেয়ে বেঁচে থাকে।

এই মাছ চাষ করার জন্য প্রথমেই তিনি পুকুর প্রস্তুত করেন। পুকুর প্রস্তুত করার জন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নেন।

তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন, সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন।

উপরোক্ত মাছগুলো পুকুরে চাষের সুবিধা গুলো নিচে দেয়া হল-

১. এরা জলাশয় এর বিভিন্ন স্তরের খাবার খায় যেমন- কাতলা পুকুরের উপর স্তরে, রুই মধ্যস্তরে  এবং মৃগেল নিচের স্তরের খাবার খায়।

২. এরা রাক্ষসের স্বভাবের নয়।

৩. রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো।

৪. দ্রুত বর্ধনশীল।

৫. চাষের জন্য সহজেই হ্যাচারিতে পোনা পাওয়া যায়।

৬. স্বল্পমূল্যের সম্পূরক খাবার খেয়ে বেড়ে ওঠে।

৭. খেতে সুস্বাদু ও বাজারে চাহিদা আছে।

মিশ্র চাষের অনেক সুবিধা রয়েছে যেমন

→ মাছ পুকুরের বিভিন্ন স্তরে থাকে ও খাবার খায় বলে পুকুরের সকল জায়গা ও খাবারের সদ্ব্যবহার হয়

→ কোন স্তরের খাবার জমা হয়ে নষ্ট হয় না। ফলে পুকুরের পরিবেশ ভালো থাকে

→ মিশ্র চাষে মাছের রোগবালাই কম হয়

→ সর্বোপরি উৎপাদন বৃদ্ধি পায়

উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, মিনারা বেগম এর  উক্ত উদ্যোগটি সফল ভাবে পরিচালনা করতে পারলে তিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি, এলাকার অনেকের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবেন।

ফলে তার এলাকার বেকারত্বের হার হ্রাসের পাশাপাশি জাতীয় পর্যায়ে বেকারত্ব হ্রাস পেতে সহযোগিতা করবে।

অন্যদিকে, তিনি যে মাছ চাষ করবেন সে মাছ বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবেন; যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।

এছাড়া চাষকৃত মাছ মিনারা বেগম এর এলাকার মাছের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে দেশের মানুষের চাহিদা পূরণ করতে অবদান রাখবে।

পরিশেষে বলা যায়, মিনারা বেগম এর মাছ চাষের উদ্যোগের ফলে জাতীয় অর্থনীতি বেগবান হওয়ার পাশাপাশি দেশের বেকারত্বের হার হ্রাস পাবে। অতএব উদ্যোগটি তাৎপর্যপূর্ণ।

পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর

যে নার্সারিতে পলিব্যাগে চারা উৎপাদন করা হয় তাকে পলিব্যাগ নার্সারি বলা হয়।

বিভিন্ন ধরনের ফল ও বনজ গাছের চারা উৎপাদনের জন্য সরাসরি অথবা অঙ্কুরিত বীজ বপন করা যায়।

পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদনের অনেক সুবিধা থাকায় বেশিরভাগ ফলজ ও বনজ চারা উৎপাদন করা হয়।

পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদন করার প্রধান সুবিধা গুলো হলো-

১. যে কোন মাপের এবং ঘনত্বের তৈরি করা যায়।

২. মজবুত ও দীর্ঘস্থায়ী।

৩. হালকা ও সহজে পরিবহনযোগ্য।

৪. উৎপাদিত চারা পরিচর্যা করা সহজ এবং মৃত্যু হার কম।

৫. পলিব্যাগে চারা পরিবহনের  চারার কোনো ক্ষতি হয় না।

৬. পলিব্যাগে চারা রোপণ করা সহজ।

৭. সহজে পরিবহনযোগ্য বলে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে চারা রক্ষা করা যায়।

৮. চারা বিতরণ ও বিপণন করতে সুবিধা হয়।

বাংলা নিউজ এক্সপ্রেস পাঠকদের জন্য উত্তর:

শিক্ষার সব খবর সবার আগে জানতে বাংলা নিউজ এক্সপ্রেস এর সাথেই থাকুন। 

বাংলা নিউজ এক্সপ্রেস এর কোনো পোষ্ট/Post কপি করলে তাই নিচে আমাদের লিংক দেওয়ার অনুরোদ করা হলো।

#আরো_দেখুন

৯ম শ্রেণীর সব বিষয়, ৬ষ্ঠ  সপ্তাহের অ্যাসাইনমেন্টর উত্তর লিংক:

৮ম শ্রেণীর সব বিষয়, ৬ষ্ঠ  সপ্তাহের অ্যাসাইনমেন্টর উত্তর লিংক:

৭ম শ্রেণীর সব বিষয়, ৬ষ্ঠ  সপ্তাহের অ্যাসাইনমেন্টর উত্তর লিংক:

মাদ্রাসা ও দাখিল বোর্ডের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ

ভোকেশনাল ৯ম শ্রেণি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং । ৪র্থ সাপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

কম্পিউটার অ্যাপ্লিকেশন ১। ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

#মাধ্যমিকের_ও_মাদ্রাসা_বোর্ডের_এর_৫ম_সপ্তাহের_সকল_বিষয়_উত্তর

মাধ্যমিকের_ও_মাদ্রাসা_বোর্ডের_এর_৫ম_সপ্তাহের_সকল_বিষয়_উত্তর

৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্টর উত্তর:

More Assignment Answer Links==>>Click

৯ম শ্রেণীর সব ৫ম এসাইনমেন্ট উত্তর লিংক:

৮ম শ্রেণীর সব বিষয়,  ৫ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর লিংক:

৭ম শ্রেণীর সব ৫ম এসাইনমেন্ট উত্তর লিংক:

৬ষ্ঠ শ্রেণীর সব ৫ম এসাইনমেন্ট উত্তর লিংক:

#মাদ্রাসা বোর্ডের , ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্টর উত্তর

মাদ্রাসা বোর্ডের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

 ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন PDF Download Now

সব এ্যাসাইনমেন্টর উত্তর লিংক 

৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন:

৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন:

More Assignment Answer Links==>>Click

মাধ্যমিকের বোর্ডের এর ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর এক সাথে 

More Assignment Answer Links==>>Click

ষষ্ঠ শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট সব উত্তর সহ PDF ডাউনলোড

৭ম শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট সব উত্তর সহ PDF ডাউনলোড

৮ম শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট সব উত্তর সহ PDF ডাউনলোড

৪র্থ  সপ্তাহের ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট সব উত্তর এক সাথে 

মাদ্রাসা বোর্ডের এর ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর এক সাথে 

More Assignment Answer Links==>>Click

সব এ্যাসাইনমেন্টর উত্তর লিংক 

More Assignment Ans Links==>>Click

৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন:

More Assignment Links==>>Click

বাংলা নিউজ এক্সপ্রেস পাঠকদের জন্য উত্তর:

শিক্ষার সব খবর সবার আগে জানতে বাংলা নিউজ এক্সপ্রেস এর সাথেই থাকুন। 

বাংলা নিউজ এক্সপ্রেস এর কোনো পোষ্ট/Post কপি করলে তাই নিচে আমাদের লিংক দেওয়ার অনুরোদ করা হলো।

এ্যাসাইনমেন্টর সাজেশন উত্তর  ভাই আমাদের শিক্ষরা আমাদের সাইডে ও ইউটিউবে দেন তো তাই

subscribe our channel:   Rakib Study

https://www.youtube.com/channel/UCc_Fuinzyd2QsNnLaBxPlTQ

৮ম শ্রেণীর বিষয়: কৃষি শিক্ষা ।। ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্টর উত্তর ,

অ্যাসাইনমেন্টর ৬ষ্ঠ সপ্তাহের উত্তর কৃষি শিক্ষা,  

 #৮ম_শ্রেণীর_গণিত_কৃষি_শিক্ষা,  

৮ম শ্রেণীর বিষয়: কৃষি শিক্ষা উত্তর ৬ষ্ঠ অ্যাসাইনমেন্টর উত্তর , 

#৬ষ্ঠ _এসাইনমেন্ট_উত্তর_অষ্টম_শ্রেণীর_কৃষি_শিক্ষা_সমাধান,

৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন PDF Download Now কৃষি শিক্ষা,

শ্রেণি: ৮ম বিষয়: কৃষি শিক্ষা ৬ষ্ঠ এসাইনমেন্ট,

উত্তর লিংক কৃষি শিক্ষা ৬ষ্ঠ এসাইনমেন্ট,

Class 8, Subject: Agricultural Assignment Solution, 6th Week Assignment Answer, 

এ্যাসাইনমেন্টর ৭ম কৃষি শিক্ষা,  

 #কৃষি_শিক্ষা_উত্তর_৭ম_শ্রেণীর,

কৃষি শিক্ষা ৮ম শ্রেণীর সমাধান ৬ষ্ঠ অ্যাসাইনমেন্টর উত্তর , 

#অষ্টম_শ্রেণীর_কৃষি_শিক্ষা_সমাধান ৬ষ্ঠ _এসাইনমেন্ট_উত্তর,

কৃষি শিক্ষা ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন PDF Download Now,

কৃষি শিক্ষা শ্রেণি: ৮ম ৬ষ্ঠ এসাইনমেন্ট,

কৃষি শিক্ষা ৬ষ্ঠ এসাইনমেন্ট উত্তর লিংক,

Agricultural_Class_8_Assignment_Solution_6th_Week_Assignment_Answer,

#Agricultural_Class_8_Assignment_Solution_6th_Week_Assignment_Answer 

Leave a Comment