৭ম শ্রেণির : বিজ্ঞান ১ম অধ্যায় নিম্নশ্রেণীর জীব জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

১।   শৈবাল কী?

     উত্তর : সমাঙ্গবর্গের ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদই শৈবাল।

২।   ভাইরাস কী?

     উত্তর : ভাইরাস হলো আমিষ আবরণ ও নিউক্লিক এসিড দ্বারা গঠিত এক প্রকার ইলেকট্রন আণুবীক্ষণিক সরলতম অকোষীয় জীব।

৩।   আদিকোষ কী?

     উত্তর : যেসব কোষের সুগঠিত কেন্দ্রিকা নেই তাদের আদিকোষ বলে।

৪।   ইউক্যারিওটা কী?

     উত্তর : সুগঠিত নিউক্লিয়াসযুক্ত অণুজীবই হচ্ছে ইউক্যারিওটা।

৫।   কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান?

     উত্তর : বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান।

৬।   ব্যাসিলাস কী?

     উত্তর : ব্যাসিলাস হলো দণ্ডাকার ব্যাকটেরিয়া।

৭।   ক্ষণপদ কী?

     উত্তর : অ্যামিবার দেহ থেকে আঙুলের মতো তৈরি অভিক্ষেপই ক্ষণপদ।

৮।   ব্যাকটেরিয়া কী?

     উত্তর : ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষী আণুবীক্ষণিক জীব।

৯।   অণুজীব কী?

     উত্তর : যেসব জীব অতিক্ষুদ্র অর্থাৎ যাদের সাধারণত খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয় তারাই অণুজীব।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১০। প্রকৃত কোষ কী?

     উত্তর : যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরই প্রকৃত কোষ বলে।

১১। সিস্ট কী?

     উত্তর : প্রোটিস্টা রাজ্যভুক্ত এককোষী অণুজীব অ্যান্টামিবা কখনো কখনো প্রতিকূল পরিবেশে গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে। এ অবস্থাকে সিস্ট বলে।

১২। ছোঁয়াচে রোগ কাকে বলে?

     উত্তর : যে রোগের সংস্পর্শে নীরোগ প্রাণী ও উদ্ভিদ রোগে আক্রান্ত হয় সে রোগকে ছোঁয়াচে রোগ বলে।

১৩। স্পোরোলেশন কী?

     উত্তর : যে পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে তাই স্পোরোলেশন।

১৪। ছত্রাক কী?

     উত্তর : ছত্রাক হলো সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ।

১৫। স্পাইরোগাইরা কী?

     উত্তর : স্পাইরোগাইরা হলো এক ধরনের শৈবাল। এদের বেশির ভাগ জলাশয়ে পাওয়া যায়।

১৬। অকোষীয় জীব কাকে বলে?

     উত্তর : যেসব অণুজীব অতিক্ষুদ্র, সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাদের অকোষীয় জীব বলে।

১৭। কক্কাস ব্যাকটেরিয়া কী?

     উত্তর : যেসব ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার তারা কক্কাস ব্যাকটেরিয়া।

১৮। অ্যান্টামিবা কী?

     উত্তর : অ্যান্টামিবা হলো সারকোমাস্টিগোফোরা পর্বের অন্তর্গত এককোষী অণুজীব।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • ১১ম -১২ম শ্রেণীর এইচএসসি ও আলিম এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ১০ম শ্রেণীর এসএসসি ও দাখিল এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ ,৭ম,৮ম ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক

Leave a Comment