Advertisement
প্রশ্ন : দেশের ১৩তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।
প্রশ্ন : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোন নদীর ওপর নির্মিত?
উত্তর : কচা নদী ।
প্রশ্ন : ঘুমধুম ও তুম সীমান্ত বাংলাদেশের কোথায় অবস্থিত?
উত্তর : নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।
প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর : ১৯ নভেম্বর ২০২২। সমাবর্তনে প্রধান বক্তা নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল ।
প্রশ্ন : সম্প্রতি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল থেকে বাংলা টেক্সট রূপান্তরের প্রোটোটাইপ সফটওয়্যার তৈরি করে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
প্রশ্ন : বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বর্তমানে কতটি প্রকল্প চলমান?
উত্তর : ৫৫টি।
প্রশ্ন : মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে কবে?
উত্তর : ১৬ ডিসেম্বর ২০২২।
Advertisement
প্রশ্ন : সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রম শুরু হয় কবে?
উত্তর : ১৫ সেপ্টেম্বর ২০২২।
প্রশ্ন: ১৫ সেপ্টেম্বর ২০২২ বাংলাদেশ ব্যাংক প্রচলিত বৈদেশিক মুদ্রার পাশাপাশি নতুন কোন মুদ্রায় আমদানি দায় পরিশোধ করার অনুমতি দেয়?
উত্তর : চীনা মুদ্রা ইউয়ান ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ১৪ সেপ্টেম্বর ২০২২
প্রশ্ন : জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতি কে?
উত্তর : প্রধানমন্ত্রী।
প্রশ্ন: ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের কতটি দেশ বা অঞ্চলে পণ্য রপ্তানি হয়?
উত্তর : ২০৩টি — এর মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে ৯১টির সঙ্গে। আর অনুকূলে ১১২টির সঙ্গে।
প্রশ্ন : বাংলাদেশের কোন চলচ্চিত্রটি ৪৪তম পুরস্কার সিলভার সেন্ট জর্জ চলচ্চিত্র মস্কো আন্তর্জাতিক উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড লাভ করে?
উত্তর : আদিম; পরিচালক যুবরাজ শামীম।
প্রশ্ন : বর্তমানে দেশে কতটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে?
উত্তর : ১১১টি। নার্সিং ইনস্টিটিউট ৩৫০টি।
আরো ও সাজেশন:-
আন্তর্জাতিক
প্রশ্ন : সাইবার হামলার অভিযোগে ৭ সেপ্টেম্বর ২০২২ কোন দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়?
উত্তর : আলবেনিয়া ।
প্রশ্ন : যুক্তরাজ্যের প্রথম নারী উপপ্রধানমন্ত্রী কে?
উত্তর : থেরেসে কফে ।
প্রশ্ন: ১৯ সেপ্টেম্বর ২০২২ আফ্রিকা মহাদেশের ২৫তম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বিলুপ্ত করে কোন দেশ?
উত্তর : নিরক্ষীয় গিনি ।
প্রশ্ন : দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই শহর হাইফা ও তেল আবিবে হামলা চালানোর জন্য ইরানের তৈরি করা ড্রোনের নাম কী?
উত্তর : আরাশ-২।
প্রশ্ন : যুক্তরাজ্যের পরিবর্তিত জাতীয় সংগীতের শিরোনাম কী?
উত্তর : God Save the King ( ঈশ্বর, রাজাকে রক্ষা করুন)।
প্রশ্ন : যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলার রাজকীয় মর্যাদা কী?
উত্তর : কুইন কনসর্ট ।
প্রশ্ন : বিশ্বে কোন দেশ প্রথম মুখ দিয়ে শ্বাস (ইনহেলার) নেওয়ার করোনা টিকা আবিষ্কার করে?
উত্তর : চীন ।
প্রশ্ন : সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা কে?
উত্তর : মিখাইল গর্বাচেভ।
প্রশ্ন : ‘গ্লাস্তনস্ত’ (Glasnost) ও ‘পেরেস্ত্রোইকা (Perestroika) নীতির প্রবর্তক কে?
উত্তর : মিখাইল গর্বাচেভ।
Advertisement 2
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ৫ নভেম্বর ২০২৪।
প্রশ্ন : বর্তমানে বিশ্বের দীর্ঘতম ক্ষমতাসীন শাসক কে?
উত্তর : ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
প্রশ্ন : জাতিসংঘের মানবাধিকারবিষয়ক নতুন হাইকমিশনার কে?
উত্তর : ভলকার তুর্ক (অস্ট্রিয়া)।
প্রশ্ন : জাতিসংঘের বর্তমান পুলিশ প্রধান কে?
উত্তর : লুইস লিবেরিও কারিলহো।
প্রশ্ন : বর্তমানে ইতালির আইন সভার মোট সদস্য কত?
উত্তর : ৬০০; নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ ৪০০ ও উচ্চকক্ষ ২০০ (পূর্বে ছিল ৯৪৫; নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ ৬৩০ ও উচ্চকক্ষ ৩১৫)।
প্রশ্ন : ২০২২ সালের US Open এর পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন কে কে?
উত্তর : পুরুষ : কার্লোস আলকারাজ (স্পেন) ও নারী : ইগা সিওনতেক (পোল্যান্ড)।
প্রশ্ন : ২০২২ সালে ICC’র ‘আগস্ট মাসের সেরা ক্রিকেটার’ নির্বাচিত হন কে কে?
উত্তর : পুরুষ : সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) ও নারী : তাহলিয়া ম্যাক্সা (অস্ট্রেলিয়া)।
প্রশ্ন : RTGS’র পূর্ণরূপ কী?
উত্তর : Real Time Gross Settlement |
Advertisement 2
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক |
আবেদন পত্র | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
চিঠি ও ইমেল | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক |
Paragraph | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
Application | উত্তর লিংক | উত্তর লিংক | |
Essay | উত্তর লিংক | Letter | উত্তর লিংক |
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২
প্রশ্ন : বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তর : ৫,৪৭২ মার্কিন ডলার ।
প্রশ্ন : বাংলাদেশের গড় আয়ু কত?
উত্তর : ৭২.৪ বছর।
প্রশ্ন: সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : মালদ্বীপ (৭৯.৯ বছর)।
প্রশ্ন : সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : আফগানিস্তান (৬২.০ বছর)।
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
Advertisement 5
- ভিপিএন কী, ভিপিএন ব্যবহারের অসুবিধা ও সুবিধা
Advertisement 5
- বিশ্বের সবচেয়ে বিখ্যাত মহিলা, বিশ্বের সেরা ১০ বিখ্যাত মহিলা
- সর্বকালের সেরা অ্যানিমে, এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেগুলি কী কী?
Advertisement 3