ডিগ্রী বাংলা জাতীয় ভাষা সাজেশন

ডিগ্রী বাংলা জাতীয় ভাষা সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC ডিগ্রী ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বাংলা জাতীয় ভাষা সাজেশন ডিগ্রী ২য় বর্ষের
 Bangla Suggestion Degree 2nd year
Subject Code: 131003
2024 এর ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

PDF Download বাংলা জাতীয় ভাষা ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন, বাংলা জাতীয় ভাষা ডিগ্রী ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, বাংলা জাতীয় ভাষা সাজেশন ডিগ্রী ২য় বর্ষের, ডিগ্রী ২য় বর্ষ বাংলা জাতীয় ভাষা সাজেশন

ডিগ্রী ২য় বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

বাংলা জাতীয় ভাষা ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. ‘চৈতি হাওয়া’ কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকতো?
উত্তর: ‘চৈতি হাওয়া’ কবিতায় বউ কথা কও পাখি হিজল শাখায় বসে ডাকতো।

২. ‘চৈতি হাওয়া’ কবিতায় কবি কার খোঁপায় ফুল গুঁজে দিতেন?
উত্তর: ‘চৈতি হাওয়া’ কবিতায় কবি প্রিয়ার খোঁপায় ফুল গুঁজে দিতেন।

৩. ‘বনলতা সেন’ কবিতার কবি কত বছর ধরে পথ হাঁটছেন?
উত্তর: ‘বনলতা সেন’ কবিতার কবি হাজার বছর ধরে পথ হাঁটছেন।

৪. ‘বনলতা সেন’ কবিতায় শ্রাবস্তীর পরিচয় দাও?
উত্তর: ‘বনলতা সেন’ কবিতায় শ্রাবস্তীর প্রাচীন ভারতের সমৃদ্ধশালী নগরী বিশেষ যার সৌন্দর্যকে উপমিত করা হয়েছে?

৫. ডাহুকের সুরে কীসের ইঙ্গিত থাকে?
উত্তর: ডাহুকের সুরে শৃঙ্খল মুক্তির ইঙ্গিত থাকে।

৬. ‘ডাহুক’ কবিতায় ডাহুকের ডাককে কবি কীসের সাথে তুলনা করেছেন?
উত্তর: ‘ডাহুক’ কবিতায় ডাহুকের ডাককে কবি আত্মমুক্তির প্রেরণার সাথে তুলনা করেছেন।

৭. ‘বার বার ফিরে আসে’ কবিতাটি সামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘বার বার ফিরে আসে’ কবিতাটি সামসুর রহমানের ‘দুঃসময়ের মুখোমুখি’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

৮. ‘সভতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশংসার বিষয় নয় বলে কোন বিষয়কে বুঝিয়েছেন?
উত্তর: ‘সভতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ পরনির্ভরতাকে প্রশংসার নয় বলে বিষয়কে বুঝিয়েছেন।

৯. ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধ অবলম্বনে কোন জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে?
উত্তর: ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধ অবলম্বনে সমগ্র সমাজ জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে।

১০. ‘বাংলার জাগরণ’ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কীসের সাথে তুলনা করা হয়েছে?
উত্তর: ‘বাংলার জাগরণ’ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে প্রভাত।

১১. ‘রাজবন্দীর জবানবন্দী’ কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেন।
উত্তর: ‘রাজবন্দীর জবানবন্দী’ কবি কাজী নজরুল ইসলাম কারাগারে বসে রচনা করেন।

১২. কে নীজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়?
উত্তর: সংস্কৃতিবান মানুষের স্বর্গ নিজেউ সৃষ্টি করে নেয়।

১৩. ‘সংস্কৃতি- কথা’ প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে?
উত্তর: ‘সংস্কৃতি- কথা’ প্রবন্ধে বৈরাগীরা নারী ও সংস্কৃতিকে পর ভাবে।

১৪. ‘পুঁই মাচা’ ছোটগল্পে ক্ষেন্তির মায়ের নাম কী?
উত্তর: ‘পুঁই মাচা’ ছোটগল্পে ক্ষেন্তির মায়ের নাম অন্নপূর্ণা।

১৫. ‘প্রাগৈতিহাসিক’ ছোট গল্পের নায়ক কে?
উত্তর: ‘প্রাগৈতিহাসিক’ ছোট গল্পের নায়ক ভিখু।

১৬. ‘পথ জানা নাই’ ছোটগল্পে বর্ণিত গ্রামের নাম কী?
উত্তর: ‘পথ জানা নাই’ ছোটগল্পে বর্ণিত গ্রামের নাম মাউলতলা।

১৭. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের গল্পকারের নাম কী?
উত্তর: ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের গল্পকারের নাম হাসান আজিজুল হক।

১৮. আত্মজা শব্দের অর্থ কী?
উত্তর: আত্মজা শব্দের অর্থ কন্যা, দুহিতা, মেয়ে।

১৯. ‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ কী?
উত্তর: ‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ চিহ্ন বা স্মারক।

২০. ‘আঁই ন যায়্যুম’- আঞ্চলিক ভাষারীতির বাক্যটির প্রমিত বাংলা রুপ রেখ।
উত্তর: আমি যাব না।

২১. নিম্নের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধরূপ লেখ: শশীশেখর, পৈত্রিক, অনুষরন, গীতাঞ্জলী, বুদ্ধিজীবি, আবিস্কার, আকাংখা, প্রাণীবিদ্যা, ইতিমধ্যে, দারিদ্রতা।
উত্তর: শশিশেখর, পৈতৃক, অনুসরন, গীতাঞ্জলি, বুদ্ধিজীবী, আবিষ্কার, আকাক্সক্ষা, প্রাণিবিদ্যা, ইতিমধ্য, দরিদ্রতা।

২২. নিম্নের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধরূপ লেখ: দূরাকাঙ্খা, দেবাশীষ, ভৌগলিক, শান্তনা, শিরোñেদ, দূরুহ, পূর্বাহ্ন, বিদূষী, সখ্যতা, শর্বশান্ত।
উত্তর: দূরাকাক্সক্ষা, দেবাশিস, ভৌগোলিক, সান্ত¡না, শিরñেদ, দুরূহ, পূর্বাহ্ণ, বিদুষী, সখ্য, সর্বস্বান্ত।

২৩. নিম্নের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধরূপ লেখ: দুরাকাংখা, পুস্পাঞ্জলী, দূরাবস্তা, সম্বর্ধণা, উপরোক্ত, দারিদ্র্যতা, পুরুস্কার, ঐক্যতান, ভূবণ।
উত্তর: দুরাকাঙ্ক্ষা, পুষ্পাঞ্জলি, দুরবস্তা, সংবর্ধনা, উপরিউক্ত, দরিদ্রতা, পুরস্কার, ঐকতান, ভুবন।

২৪. শুদ্ধ বানান লেখ:
উত্তর: আকাক্সক্ষা, শাশ্বত।

২৫. ষ-ত্ববিধি কাকে বলে?
উত্তর: বাংলা বানানে ‘ষ’ ব্যবহারের নিয়মকে ষত্ব বিধি বলে।

ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন বাংলা জাতীয় ভাষা সাজেশন 2024

  • আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত কিসের ছদ্মনাম ভুলেছেন।
  • ঐকতান শব্দের অর্থ কী?
  • ” বার বার ফিরে আসে কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  • টেকচাঁদি বাঙালা কি?
  • চৈতি হাওয়ায় কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন?
  • আঙ্গিক বিচারে ‘ সোনালি কাবিন-৫’ কোন ধরনের কবিতা ?
  • বনলতা সেন কবিতায় কবি কত বছর ধরে হাঁটছেন?
  • ক্ষনপ্রভা শব্দের অর্থ কী?
  • ডাহুকের সুরে কিসের ইঙ্গিত করে?
  • ‘রাজবন্দীদর জবানবন্দি’ প্রবন্ধে লেখককে কোন অভিযোগ অভিযুক্ত করা হয়েছে?
  • একরাত্রি গল্পের নায়িকার নাম কি?
  • একরাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছিলেন?
  • বাংলা নবজাগরণ প্রবন্ধে কাকে মানবপ্রেমিক ও স্বদেশপ্রেমিক বলা হয়েছে?
  • প্রকৃত যৌবন বলতে লেখক কি বুঝিয়েছেন?
  • ক্ষেন্তি কোন রোগে মৃত্যুবরন করেছে?
  • কলিমন কি?
  • গরুচন্ডলী দোষ কি?
  • কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে?
  • শুদ্ধ বানান লেখ: আকাংখা, শ্বাশত ।
  • ষ- ত্ব বিধান কাকে বলে?
  • ণ- ত্ব বিধান কাকে বলে?


১। ক্ষণপ্রভা শব্দের অর্থ কি?
উত্তর:  বিজলি
২। আত্নবিলাপ শব্দের অর্থ ক?
উত্তর: একান্ত ব্যক্তিক অনুভূতিজাত ক্রন্দন।
৩। ধীবর কিসের লোভে অতল জলে ডুবে?
উত্তর:  মুক্তা ফলের
৪। ঐকতান কবিতাটি কোন কাব্যগ্রন্থ অন্তগত?
উত্তর:  জন্মদিনে /ফারাবি
৫। চৈতি হাওয়া কবিতার প্রতীকী অর্থ কি?
উত্তর:  বিরহের যন্ত্রনা
৬। উচাটন শব্দের অর্থ কি?
উত্তর:  উন্মাতাল
৭। বনলতা সেন কবিতা থেকে দুইটি জনপদের নাম লিখ?
উত্তর:  বিদিশা ও শ্রাবন্তী
৮। মানস প্রিয়া কে?
উত্তর:  বনলতা সেন
৯। কবি ফররুখ আহমদ ডাহুকের ডাকে কি শুনতে পান?
উত্তর:  মুক্তির বানী
১০। নিষাদ শব্দের অর্থ কি?
উত্তর:  ব্যাধ, মৎসজীবী
১১। নীলোৎপল অর্থ কি?
উত্তর:  নীল পদ্ম
১২। বারবার ফিরে আসে কোন কাব্যগ্রন্থ অন্তগত ?
উত্তর:  দুঃসময়ের মুখোমুখি
১৩। নিষাদ কি কোনদিন পক্ষিণীর গোত্র ভূল করে? এটি কোন কবিতার চরণ?
উত্তর:  সোনালী কাবিন ৫
১৪। টেকচাদী বাংগালা কি?
উত্তর:  বাঙলার প্রচলিত ভাষা
১৫। বাংলার স্কট বলা হয় কাকে?
উত্তর:  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৬। টেকচাদ কোন ভাষায় শিক্ষিত?
উত্তর: ইংরেজি ভাষায়
১৭। এক তেলে চাকাও ঘোরে আর এক তেলে মনও ফেরে কে বলেছেন?
উত্তর:  হরপ্রসাদ শাস্ত্রী
১৮। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ কথাটি কে বলেছেন?এবং উক্তিটি কোন প্রবন্ধের?
উত্তর:  রবিন্দ্রনাথ ঠাকুরের। সভ্যতার সংকট
১৯। বার্ধক্য কি?উত্তর: পুরাতন কে আঁকড়ে থাকাই
২০। শিখা পত্রিকার মুলমন্ত্র কি ছিল?
উত্তর:  জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে
আড়ষ্ট , মুক্তি সেখানে অসম্ভব ।
২১। ডিরোজি কোন স্কুলের শিক্ষক?
উত্তর:  হিন্দু কলেজের
২২। যতমত তত পথ কথাটি কে বলেছেন/ এর প্রবতকে?
উত্তর:  রামকৃষ্ণ পরমহংস
২৩। বিবেকানন্দ কার শিষ্য ছিলেন?
উত্তর:  রামকৃষ্ণ পরমহংস
২৪। রাজবন্দী জবান বন্দি প্রবব্ধ টি কোথায় প্রকাশিত হয়?
উত্তর:  ধুমকেতু পত্রিকায়
২৫। বহুভঙ্গিম অর্থ কি?
উত্তর:  বহু প্রকার অভিব্যক্তি আছে এমন।
২৬। ধর্মকে কারা কালচার বলে পালন করে?
উত্তর:  সাধারন লোকেরা।
২৭। বাংলার নবজাগরণ প্রভাত নক্ষত্র কে?
উত্তর:  রাজা রামমোহন রায়
২৮। রাজবন্দী জবানবন্দি তে লেখক কে
কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে?
উত্তর:  লেখক কে রাজদ্রোহের অভিযোগে
অভিযুক্ত করা হয়।
২৯। একরাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছেন?
উত্তর:  কালেক্টর সাহেব
৩০। গল্পের নায়িকার নাম কি?
উত্তর:  সুরবালা
৩১। একরাত্রি গল্পের কাহিনী কোন পুরুষ বর্ণিত হয়েছে?
উত্তর:  উত্তম পুরুষ
৩২। অন্নপূর্ণা কে?
উত্তর:  সহায় হরির স্ত্রীর।
৩৩। সহায়হরির বড় মেয়ের নাম কি?
উত্তর:  ক্ষেন্তি
৩৪। এমদাদের প্রথমে কোন আন্দোলনে
যোগদান করে?
উত্তর:  অসহযোগ ও খেলাফত আন্দোলন
৩৫। খোদা যাকে শাফা না দেন তাকে কে ভাল করিতে পারে কথাটি কার?
উত্তর:  পীর সাহেবের।
৩৬। ভিখু ডাকাতির পর কার কাছে আশ্রয়ার্থী হয়েছিল?
উত্তর:  পেহ্লাদ বাগদীর কাছে
৩৭। সাঙ্গাৎ শব্দের অর্থ কি?
উত্তর:  বন্ধু, মিতা
৩৮। নয়নচারা গল্পের কোন নদীর কথা বলা হয়েছে?
উত্তর:  ময়ূরাক্ষী নদী

৩৯। নয়নচারা গল্পে আমু কে?
উত্তর:  নয়ন চারা গল্পের বান ভাসী মানুষ ।
৪১। নয়ন চারা গল্পের অসহায় ছিন্নমূল মানুষের প্রতিনিধি কে?
উত্তর:  আমু
৪০। গহুরালীর গ্রামের নাম কি?
উত্তর:  মাউলতলা
৪১। সুহাস পেশায় কী?
উত্তর:  নাপিত
৪২। হলুদ রঙ ঝুলছে কথাটির অর্থ কি /
উত্তর:  দোকানে ঝোলানো ক কড়ি কলা
৪৩। এটা নতুন জিবনের রাস্তা মুলত উক্তিটি কার?
উত্তর:  গহুরালি র
৪৪। ভিখু কাকে হত্যা করেন?
উত্তর:  বসির কে
৪৫। ক্ষেন্তি কি রোগে মৃত্যু বরণ করে
উত্তর:  বসন্ত রোগে
৪৬। কলিমন কে
উত্তর:  রজবের স্ত্রী
৪৭। শুদ্ধ বানান লিখ?
উচ্ছ্বাস, সাক্ষরতা,মনমোহন, পীপীলিকা, দৈন্যতা, প্রাণীবিদ্যা, উজ্জল, প্রবাহমাণ। বই দেখো
৪৮। বাংলা ভাষার চলিত গদ্যরীতি প্রবর্তক কে?উত্তর:  প্রমথ চৌধুরী
৪৯। খাটি গরুর দুধ কথাটির শুদ্ধরুপ লিখ?
উত্তর:  গরুর খাটি দুধ
৫০। খাটি সুন্দর বনের মধু কথাটির শুদ্ধরুপ লিখ?
উত্তর:  সুন্দরবনের খাটি মধু

আরো ও সাজেশন:-

Bangla Suggestion PDF 2024

খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন

১. ‘আত্মবিলাপ’ কবিতায় কবির মর্মবেদনার স্বরূপ নির্ণয় করো।
২. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’ কবিতায় তরুণ কবিদের প্রতি দায়িত্ব অর্পণ করেছেন তা সংক্ষেপে আলোচনা করো।
৩. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’ কবিতার মূলভাব লেখ।
৪. ‘ঐকতান’ কবিতায় কবি কেন মাটির কাছাকাছি কান পেতে আছেন?
৫. ‘সব পাখি ঘরে আসে… বনলতা সেন’ – ব্যাখ্যা কর।

৬. ‘বারবার ফিরে আসে’ কবিতায় রক্তাপ্লুত শার্ট কোথায় কোথায় ফিরে আসে? সংক্ষেপে লেখ।
৭. শামসুর রাহমানের ‘বারবার ফিরে আসে’ কবিতাটির প্রেক্ষাপট বর্ণনা কর।
৮. ‘তবে কি আমার বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে?” – ব্যাখ্যা কর।
৯. ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ মানব সভ্যতার কোন সংকটের দিকে গুরুত্ব দিয়েছেন?

১০. ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব।’ – ব্যাখ্যা কর।
১১. ‘আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তারা আদেশ পালন করেছি।’ – ব্যাখ্যা কর।
১২. ধার্মিক আর কালচার্ড মানুষের মাঝে পার্থক্য সংক্ষেপে আলোচনা কর।
১৩. ‘সুরবালা আমার কিনা হইতে পারিত’ – ব্যাখ্যা কর।
১৪. এমদাদের সংক্ষিপ্ত পরিচয় দাও।

১৫. ‘তোমরা নিতান্ত মূর্খ, এই ভণ্ডের চালাকি বুঝতে পারতেছ না।’ – বিষয়টি বিশ্লেষণ কর।
১৬. ‘প্রাগৈতিহাসিক’ গল্প অবলম্বনে পাঁচী চরিত্র আলোচনা কর।
১৭. ‘পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনদিন পাবেও না।’ – উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
১৮. ‘দাম চড়িল সব জিনিসের কমল কেবল জীবনের।’ – ব্যাখ্যা কর।

১৯. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটি এক বৃদ্ধের জীবনের মর্মান্তিক পরিণতি। – আলোচনা কর।
২০. সাধু ও চলিত রীতির পার্থক্য লিখ।
২১. বিদেশি শব্দ ব্যবহারের চারটি নিয়ম লেখ।

২২. ণ-ত্ব বিধানের যে কোন চারটি নিয়ম লেখ।
২৩. Books are man’s Best companions in life… Nothing but give us much.
২৪. Knowledge is faster than an ocean. The more… ocean of knowledge.
২৫. Truthfulness is the greatest of all virtue in a….. world to peace and happiness.

Bangla Degree 2nd Year Suggestion PDF 2024, Degree 2nd Year Bangla Suggestion 2024

  • রবীন্দ্রনাথ ঠাকুর ঐকতান কবিতায় তরুন কবিদের প্রতি যে দায়িত্ব অর্পণ করছেন তা সংক্ষেপে আলোচনা কর?
  • মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতা অবলম্বনে কবির মর্মবেদনার স্বরূপ আলোচনা কর?
  • আত্মবিলাপ কবিতা অবলম্বনে মাইকেল মধুসূদন দত্তের আশাহত হ্নদয়ের পরিচয় দাও?
  • ” বার বার ফিরে আসে” রক্তাপ্লুত শার্ট কোথায় কোথায় ফিরে আসে সংক্ষেপে আলোচনা কর?
  • কাজী নজরুল ইসলামের ” চৈতি হাওয়া কবিতায় কিভাবে বিরহক্লিষ্ট প্রেমিক হ্নদয়ের চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লিখ?
  • “যৌবনে দাও রাজটিকা ” প্রবন্ধ অবলম্বনে ” দেহের যৌবন ” ও মনের যৌবনের পার্থক্য লিখ?
  • “বিষয় অনুসারেই রচনার ভাষায় উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত ” বলতে লেখক কি বুঝিয়েছেন তা আলোচনা কর?
  • ধার্মিক আর কালচার্ড মানুষের মধ্যে পার্থক্য আলোচনা কর?
  • ” নয়নচারা গায়ে কি মায়ের বাড়ি ” কে ,কাকে এবং কেন একথা বলেছেন?
  • মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব ” – ব্যাখা কর?
  • অভাব অনটন হলেও অন্নপূর্ণা একজন মমতাময়ী নারী উক্তিটির সত্যতা বিচার কর?
  • বাংলা একাডেমীর প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখ ?
  • এছাড়াও বাংলায় অনুবাদ লিখ আসবে।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ডিগ্রী ২য় বর্ষের বাংলা জাতীয় ভাষা স্পেশাল সাজেশন 2024, বাংলা জাতীয় ভাষা চূড়ান্ত সাজেশন,বাংলা জাতীয় ভাষা চূড়ান্ত সাজেশন 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. ‘চৈতী হাওয়া’ কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানুষের পরিচয় দাও।
২. কবি কাজী নজরুল ইসলামের ‘চৈতী হাওয়া’ কবিতার কোভিদ ফুটে উঠেছে উক্তিটি বিশ্লেষণ কর।
৩. কবির ক্লান্ত পথিক সত্ত্বা কীভাবে শান্তি লাভ করেছিল? ‘বনলতা সেন’ কবিতা অবলম্বনে বর্ণনা কর।
৪. ‘বনলতা সেন’ কবিতা নারীর চিরায়ত সৌন্দর্যের মহিমা গান – এ উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
৫. ডাহুক কবিতার মূল বিষয়বস্তু আলোচনা কর।

৬. শামসুর রহমানের বারবার ফিরে আসা কবিতায় কবির মর্মবেদনার স্বরূপ উদঘাটন কর।
৭. সনেট কী? সনেট হিসেবে ‘সোনালী কাবিন: ৫’ কবিতার সার্থকতা মূল্যায়ন কর।
৮. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা-চিন্তার বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
৯. ‘তৈল’ প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা কর।
১০. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সভ্যতার সংকট’ প্রবন্ধের মূল বক্তব্য লেখ।

১১. পাশ্চাত্য সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের মোহভঙ্গের কারণ ‘সভ্যতার সংকট’ প্রবন্ধ অবলম্বনে বিশ্লেষণ কর।
১২. কাজী আবদুল ওদুদের ‘বাংলার জাগরণ’ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ কর।
১৩. বাংলার জাগরণ এ রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর।
১৪. ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বদেশপ্রেমের যে ছবি ফুটে উঠেছে তা বিশ্লেষণ কর।
১৫. -ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম’ – উক্তিটির আলোকে ধর্ম ও সংস্কৃতির পার্থক্য নির্দেশ করে এ সম্পর্কে প্রবন্ধকারের বক্তব্য বিশ্লেষণ কর।

১৬. রবীন্দ্রনাথের ‘একরাত্রি’ গল্পের নামকরণের সার্থকতা বিশ্লেষণ কর।
১৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একরাত্রি’ গল্প অবলম্বনে প্রেমের স্বরূপ আলোচনা কর।
১৮. ‘পুঁই মাচা’ গল্পটি অবলম্বনে ক্ষেন্তির চরিত্র বিশ্লেষণ কর।
১৯. ‘হুযুর কেবলা’ গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ কর।
২০. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’ গল্পটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ কর।

২১. ‘ভিখু প্রবলভাবে সংগ্রামশীল ও অস্তিত্ববাদী’ – মন্তব্য বিশ্লেষণ কর।
২২. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের ভিখু চরিত্র আলোচনা কর।
২৩. ‘নয়নচারা’ গল্পে নগরজীবনের যে স্বার্থান্ধ বিকৃত রূপ নয়নচারা গ্রাম নিবাসী আমুর চোখে ধরা পড়েছে, তা নিজের ভাষায় লেখ।
২৪. ‘পথ জানা নাই’ ছোটগল্পে শামসুদ্দীন আবুল কালাম নগর সভ্যতার যে নগ্ন চিত্র তুলে ধরেছেন তা বর্ণনা কর।
২৫. রানা প্লাজা ট্রাজেডির বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র লেখ।

২৬. তোমার বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখ।
২৭. তোমাদের কলেজে নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র লেখ।
১৮. কলেজ থেকে শিক্ষা সফরের অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদন পত্র লেখ।
১৯. কোন শিল্পপ্রতিষ্ঠানে ম্যানেজার পদের জন্য নিজের যোগ্যতার বিবরণ দিয়ে একটি আবেদন পত্র রচনা কর।

২০. তোমাদের কলেজে একজন বরেণ্য মুক্তিযোদ্ধার আগমন উপলক্ষে একটি মানপত্র রচনা কর।
২১. দৃষ্টান্তসহ সাধু ও চলিত ভাষার পার্থক্য লেখ।
অথবা, সংজ্ঞা ও উদাহরণসহ সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য আলোচনা কর।
২২. চলিত ভাষারীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 বাংলা জাতীয় ভাষা ডিগ্রী ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, চূড়ান্ত সাজেশন ডিগ্রী ২য় বর্ষের বাংলা জাতীয় ভাষা 2024

  • রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূল বক্তব্য লিখ?
  • কবি কাজী নজরুল ইসলামের চৈতি হাওয়া কবিতায় বিরহক্লিষ্ট প্রেমিক কবির পরিচয় ফুটে উঠেছে উক্তিটি ব্যাখা কর?
  • ডাহুক কবিতার মূল বিষয়বস্তু আলোচনা কর?
  • কবির ক্লান্ত পথিক সত্ত্বা কিভাবে শান্তি লাভ করেছিল বনলতা সেন কবিতা অবলম্বনে তা বর্ণনা কর?
  • বাংলার নবজাগরণের রাজা রাম মোহন রায়ের অবদান আলোচনা কর?
  • রবীন্দ্রনাথের একরাত্রি গল্পের নামকরণের স্বার্থকতা আলোচনা কর?
  • নয়নচারা গল্প অবলম্বনে আমুর চরিত্র বর্ণনা কর?
  • বাংলা একডেমী প্রনীত বাংলা বানানের দশটি নিয়ম লিখ?
  • উদাহরণ সহ সাধু ও চলিত ভাষার পার্থক্য লিখ?
  • তোমার কলেজে বাংলা নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে পত্রের লিখ?
  • একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে শূণ্য পদে নিয়োগ প্রাপ্তির জন্য আবেদন লিখ?

Degree 2nd year Common Suggestion 2024

আবেদন পত্র লিখ : 

  1. শিক্ষাসফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন । 
  2. তােমার এলাকায় বিদ্যুৎ সংযােগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন । 

সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন

  1. ইভটিজিং থেকে পরিত্রাণের জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পত্রিকায় একটি আবেদন পত্র লিখ । 
  2.  সড়ক দুর্ঘটনা রােধের ব্যাপারে তােমার পরামর্শ সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন । 
  3. ঢাকা শহরে যানজট নিরসনের উপায় নির্দেশ করে সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন । 

ব্যক্তিগত পত্র :

  1.  তােমার কলেজে স্বাধীনতা দিবস / একুশে ফেব্রুয়ারি নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট আবেদন লিখ । 
  2. ছাত্র – রাজনীতির কুফল সম্পর্কে সচেতন করে তােমার বন্ধুর কাছে একটি পত্র লিখ । 
  3.  তােমার এলাকায় ভয়াবহ বন্যার ক্ষয় – ক্ষতি সম্পর্কে তােমার প্রবাসী বন্ধুর নিকট পত্র লিখ । 

নিম্নলিখিত শব্দগুলাে বানানের নিয়মসহ শুদ্ধ লিখ :

 ষা , ঐকতান , আকাংখা , শ্বাশত , স্বাক্ষরতা , দূরাবস্ত । এছাড়াও বিগত সাল পড়েন ১৭,১৮,১৯ সাল । 

অনুবাদঃ

  •  A garden is not source beauty only ……. 
  •  Man is the ratchet of his own life ….. 
  • Truthfulness is the greatest of ……… and nobody trusts him . 
  • poverty is the great problem in our country …. 
  •  literacy is the great problem of our country … 
  • Books are men’s best companions in life ….. 
  • No person can be happy without friends …  
  • Youth is the best time of the life … 
  •  A newspaper is a store house of knowledge … 
  • Honesty is the best policy ……. 
  • Smoking is very harmful …… 
  • Rabindranath Tagore won the novel prize ….

এ ছাড়া বিগত সালের গুলো চর্চা করেন।

আজকের সাজেশান্স: বাংলা জাতীয় ভাষা সাজেশন ডিগ্রী ২য় বর্ষের 2024, ডিগ্রী ২য় বর্ষ বাংলা জাতীয় ভাষা সাজেশন 2024

BA/BSS/BBA ডিগ্রী ২য় বর্ষের সাজেশন 2024

বিষয়সুপার সাজেশন
বাংলা জাতীয় ভাষা (Bangla)
Subject Code: 131003
সুপার সাজেশন লিংক
রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র (Political Science 3rd Paper)
Subject Code: 121901
সুপার সাজেশন লিংক
রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র (Political Science 4th Paper)
Subject Code: 121903
সুপার সাজেশন লিংক
সমাজবিজ্ঞান ৩য় পত্র (Sociology 3rd paper)
Subject Code: 122001
সুপার সাজেশন লিংক
সমাজবিজ্ঞান ৪র্থ পত্র (Sociology 4th paper )
Subject Code: 122003
সুপার সাজেশন লিংক
সমাজকর্ম ৩য় পত্র (Social work 3rd paper)
Subject Code: 122101
সুপার সাজেশন লিংক
সমাজকর্ম ৪র্থ পত্র ( Social work 4th paper)
Subject Code: 122103
সুপার সাজেশন লিংক
ইতিহাস ৩য় পত্র ( History 3rd paper )
Subject Code: 121501
সুপার সাজেশন লিংক
ইতিহাস ৪র্থ পত্র (History 4th paper )
Subject Code: 121503
সুপার সাজেশন লিংক
ইসলামের ইতিহাস ৩য় পত্র (History of Islam 3rd paper)
Subject Code: 121601
সুপার সাজেশন লিংক
ইসলামের ইতিহাস ৪র্থ পত্র (History of Islam 4th paper)
Subject Code: 121603
সুপার সাজেশন লিংক
দর্শন ৩য় পত্র ( Philosophy 3rd paper)
Subject Code: 121701
সুপার সাজেশন লিংক
দর্শন ৪র্থ পত্র ( Philosophy 4th paper )
Subject Code: 121703
সুপার সাজেশন লিংক
ভূগোল ও পরিবেশ ৩য় পত্র (Geography 3rd Paper)
Subject Code: 123201
সুপার সাজেশন লিংক
ভূগোল ৪র্থ পত্র (Geography 4th paper)
Subject Code: 123203
সুপার সাজেশন লিংক
মনোবিজ্ঞান ৩য় পত্র (Psychology 3rd paper )
Subject Code: 123401
সুপার সাজেশন লিংক
মনোবিজ্ঞান ৪র্থ পত্র (Psychology 4th paper )
Subject Code: 123403
সুপার সাজেশন লিংক
ইসলামিক স্টাডিজ ৩য় পত্র ( Islamic Studies 3rd Paper)
Subject Code: 121801
সুপার সাজেশন লিংক
ইসলামিক স্টাডিজ ৪র্থ পত্র (Islamic Studies 4th Paper )
Subject Code: 121803
সুপার সাজেশন লিংক
অর্থনীতি ৩য় পত্র (Economics 3rd paper )
Subject Code: 122201
সুপার সাজেশন লিংক
অর্থনীতি ৪র্থ পত্র (Economics 4th paper )
Subject Code: 122203
সুপার সাজেশন লিংক
ব্যবস্থাপনা ৩য় পত্র ( Management 3rd paper )
Subject Code: 122601
সুপার সাজেশন লিংক
ব্যবস্থাপনা ৪র্থ পত্র ( Management 4th paper)
Subject Code: 122603
সুপার সাজেশন লিংক
হিসাববিজ্ঞান ৩য় পত্র (Accounting 3rd Paper)
Subject Code: 122501
সুপার সাজেশন লিংক
হিসাববিজ্ঞান ৪র্থ পত্র (Accounting 4th Paper )
Subject Code: 122503
সুপার সাজেশন লিংক
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৩য় পত্র
(Finance and Banking 3rd Paper )
Subject Code: 122401
সুপার সাজেশন লিংক
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৪র্থ পত্র
(Finance and Banking 4th Paper)
Subject Code: 122403
সুপার সাজেশন লিংক
মার্কেটিং ৩য় পত্র (Marketing 3rd paper )
Subject Code: 122301
সুপার সাজেশন লিংক
মার্কেটিং ৪র্থ পত্র (Marketing 4th paper )
Subject Code: 122303
সুপার সাজেশন লিংক
প্রাণিবিজ্ঞান ৩য় পত্র ( Zoology 3rd paper )
Subject Code: 123101
সুপার সাজেশন লিংক
প্রাণিবিজ্ঞান ৪র্থ পত্র (Zoology 4th paper )
Subject Code: 123101
সুপার সাজেশন লিংক
রসায়ন ৩য় পত্র (Chemistry 3rd paper)
Subject Code: 122801
সুপার সাজেশন লিংক
রসায়ন ৪র্থ পত্র (Chemistry 4th paper)
Subject Code: 122803
সুপার সাজেশন লিংক
উদ্ভিদবিজ্ঞান ৩য় পত্র (Botany 3rd paper )
Subject Code: 123001
সুপার সাজেশন লিংক
উদ্ভিদবিজ্ঞান ৪র্থ পত্র (Botany 4th paper )
Subject Code: 123003
সুপার সাজেশন লিংক
পদার্থবিজ্ঞান ৩য় পত্র ( Physics 3rd paper )
Subject Code: 122701
সুপার সাজেশন লিংক
পদার্থ বিজ্ঞান ৪র্থ পত্র ( Physics 4th paper)
Subject Code: 122703
সুপার সাজেশন লিংক
গণিত ৩য় পত্র (Math 3rd paper)
Subject Code: 123701
সুপার সাজেশন লিংক
গণিত ৪র্থ পত্র ( Math 4th paper)
Subject Code: 123703
সুপার সাজেশন লিংক

Leave a Comment