Advertisement
ডাটা প্রসেসিং কী? ম্যানুয়্যাল ডাটা প্রসেসিং চেয়ে কম্পিউটার ডাটা প্রসেসিং অধিকতর সহজ ও সময়ােপযােগী এর স্বপক্ষে তােমার মতামত ব্যক্ত কর।
উত্তর:
ডাটা কে ব্যবহার যােগ্য ইনফর্মেশন বা তথ্যে পরিণত করাকে ডাটা প্রসেসিং বলা হয়।
ম্যানুয়াল ডাটা প্রসেসিং: কম্পিউটারবিহীন ব্যবস্থাপনায় কোন ধরনের অত্যাধুনিক গণকযন্ত্র। ছাড়া শুধু হাতে-কলমে উপাত্ত প্রক্রিয়াকরণ কে ম্যানুয়াল ডাটা। প্রসেসিং বলা হয়। সাধারণত মানুষ হাতে-কলমে লগটেবিল বা ফাংশন সহায়তায় উপাত্ত প্রক্রিয়া করে থাকে।যার কারণে এতে অনেক সময় দরকার হয় এবং কাজটি দ্রুত সম্পন্ন হয় না। আর প্রসেসিং প্রক্রিয়া তুলনামূলকভাবে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যায়। অপরদিকে এটি হাতে-কলমে লেখার ফলে এর স্থায়িত্ব বেশি দিন থাকে না।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
কম্পিউটার ডাটা প্রসেসিং: প্রয়ােজনীয় ডাটা কম্পিউটার ইনপুট করে প্রসেস প্রক্রিয়াকরণ করা হলে তাকে কম্পিউটার ভিত্তিক বা কম্পিউটার ডাটা প্রসেসিং বলা হয়। কম্পিউটারের সহায়তায় ডাটা প্রসেসিং অনেক দ্রুততর এবং সময়-সাশ্রয়ী। কম্পিউটারের সহায়তায় উপাত্ত প্রক্রিয়াকরণ তুলনামূলকভাবে নির্ভুল হয়ে থাকে। অপরদিকে কম্পিউটার দিয়ে ডাটা ইনপুট করে রাখলে তার যুগের পর যুগ সংরক্ষিত থাকে।
সুতরাং, উপরে উল্লেখিত তথ্যমতে আমার মনে হয় ম্যানুয়াল ডাটা প্রসেসিং এরচেয়ে কম্পিউটার ডাটা প্রসেসিং অধিক সুবিধাজনক।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
H.S.C
Advertisement 5
Advertisement 2
Advertisement
- এইচএসসি বিএম মানব সম্পদ ব্যবস্থাপনা (২৬১৮) এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
- এইচএসসি বিএম কম্পিউটার প্রোগ্রামিং এ্যাসাইনমেন্ট উত্তর 2021
- BM Business Enterprise Assignment Answer 2021
- তােমার জানা একটি শিল্প প্রতিষ্ঠান শুরু হতে ক্রমাগত আর্থিক লােকসানে পড়ে রুগ্ন শিল্পে রুূপান্তরিত হয়েছে, এর ব্যর্থতার কারণ উৎঘাটন কর ও ব্যবসায় সফলতার উপায়সুপারিশ কর।
- ব্যবসাকে পেশা হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণের পূর্বে। নিজস্ব গুণাবলি ও দূর্বলতা যাচাইয়ের কী কী পদক্ষেপ নিতে হবে বলে তুমি মনে কর।
- তােমার পরিচিত একজন সফল শিলোদ্যোক্তার সাথে আলােচনা করে ব্যবসায় স্থাপন ও পরিচালনা সংক্রান্ত সমস্যা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর
- চাকরির বিকল্প হিসাবে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যৌথভাবে কয়েকজন বন্ধু মিলে উদ্যোগি হয়ে একটি দুগ্ধ খামার প্রতিষ্ঠাকল্পে খামার পরিচালনা ও বাজারজাতকরণে আয়, ব্যয় ও মুনাফার হিসাব দেখিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত কর।
- সম্প্রতি তুমি পােশাক উৎপাদনকারী ও রপ্তানীকারী একজন লাভজনক শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছ, এ পরিদর্শনের উপর বাস্তব অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠ।, নকে আরও দক্ষতার সাথে পরিচালনা করার প্রয়ােজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন প্রস্তুত কর।
- একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যের ফরমায়েশদানে কী পদ্ধতি প্রয়ােগ করে কাঁচামাল সংগ্রহের মূলধনী ব্যয় ও পণ্যের যােগান যথাযথ রাখবে?,পন্য উৎপাদনে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণের জন্য তুমি কী কী পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করবে?
- তুমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে কিভাবে ব্যবসায়িক ঋণ পেতে পার?, ব্যবসায়িক ঋণ পাওয়ার ক্ষেত্রে ব্যাংক কী কী বিষয় বিবেচনা করবে?
Advertisement 2
Advertisement 3
1 thought on “ডাটা প্রসেসিং কী? ম্যানুয়্যাল ডাটা প্রসেসিং চেয়ে কম্পিউটার ডাটা প্রসেসিং অধিকতর সহজ ও সময়ােপযােগী এর স্বপক্ষে তােমার মতামত ব্যক্ত কর।”