ডাটা প্রসেসিং কী? ম্যানুয়্যাল ডাটা প্রসেসিং চেয়ে কম্পিউটার ডাটা প্রসেসিং অধিকতর সহজ ও সময়ােপযােগী এর স্বপক্ষে তােমার মতামত ব্যক্ত কর।

Google Adsense Ads

ডাটা প্রসেসিং কী? ম্যানুয়্যাল ডাটা প্রসেসিং চেয়ে কম্পিউটার ডাটা প্রসেসিং অধিকতর সহজ ও সময়ােপযােগী এর স্বপক্ষে তােমার মতামত ব্যক্ত কর।

উত্তর:

ডাটা কে ব্যবহার যােগ্য ইনফর্মেশন বা তথ্যে পরিণত করাকে ডাটা প্রসেসিং বলা হয়।

ম্যানুয়াল ডাটা প্রসেসিং: কম্পিউটারবিহীন ব্যবস্থাপনায় কোন ধরনের অত্যাধুনিক গণকযন্ত্র। ছাড়া শুধু হাতে-কলমে উপাত্ত প্রক্রিয়াকরণ কে ম্যানুয়াল ডাটা। প্রসেসিং বলা হয়। সাধারণত মানুষ হাতে-কলমে লগটেবিল বা ফাংশন সহায়তায় উপাত্ত প্রক্রিয়া করে থাকে।যার কারণে এতে অনেক সময় দরকার হয় এবং কাজটি দ্রুত সম্পন্ন হয় না। আর প্রসেসিং প্রক্রিয়া তুলনামূলকভাবে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যায়। অপরদিকে এটি হাতে-কলমে লেখার ফলে এর স্থায়িত্ব বেশি দিন থাকে না।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

কম্পিউটার ডাটা প্রসেসিং: প্রয়ােজনীয় ডাটা কম্পিউটার ইনপুট করে প্রসেস প্রক্রিয়াকরণ করা হলে তাকে কম্পিউটার ভিত্তিক বা কম্পিউটার ডাটা প্রসেসিং বলা হয়। কম্পিউটারের সহায়তায় ডাটা প্রসেসিং অনেক দ্রুততর এবং সময়-সাশ্রয়ী। কম্পিউটারের সহায়তায় উপাত্ত প্রক্রিয়াকরণ তুলনামূলকভাবে নির্ভুল হয়ে থাকে। অপরদিকে কম্পিউটার দিয়ে ডাটা ইনপুট করে রাখলে তার যুগের পর যুগ সংরক্ষিত থাকে।

সুতরাং, উপরে উল্লেখিত তথ্যমতে আমার মনে হয় ম্যানুয়াল ডাটা প্রসেসিং এরচেয়ে কম্পিউটার ডাটা প্রসেসিং অধিক সুবিধাজনক।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

H.S.C

Google Adsense Ads

Google Adsense Ads

1 thought on “ডাটা প্রসেসিং কী? ম্যানুয়্যাল ডাটা প্রসেসিং চেয়ে কম্পিউটার ডাটা প্রসেসিং অধিকতর সহজ ও সময়ােপযােগী এর স্বপক্ষে তােমার মতামত ব্যক্ত কর।”

Leave a Comment