তােমার পরিচিত একজন সফল শিলোদ্যোক্তার সাথে আলােচনা করে ব্যবসায় স্থাপন ও পরিচালনা সংক্রান্ত সমস্যা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর

তােমার পরিচিত একজন সফল শিলোদ্যোক্তার সাথে আলােচনা করে ব্যবসায় স্থাপন ও পরিচালনা সংক্রান্ত সমস্যা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর

উত্তর:

যে কোনো ব্যবসায়ও কোনো একজন ব্যাক্তি বা কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টার ফসল। একটি ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন ও সফলভাবে পরিচালনাই ব্যবসায় উদ্যোগ। বিশদভাবে বলতে গেলে, ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সস্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসায় পরিচালনা করা।

আমিনুলের কাহিনী-
জনাব আমিনুল ছোটবেলা থেকেই ভাবতেন নতুন কিছু করার। স্থানীয় কলেজ থেকে ডিগ্রি পাস করে তিনি তার পারিবারিক কাপড়ের ব্যবসায় মনোনিবেশ করেন। কিন্ত এ ব্যবসায়ে তিনি সন্তুষ্ট থাকতে পারলেন না।তিনি তার বাড়ির কাছে মহাসড়ক সংলগ্ন বাজারে প্রতিদিন যেতেন। একদিন তিনি উপলব্দি করলেন যে, বাজারটি মহাসড়কের পাশে হওয়ায় এখানে প্রায়ই যানবাহনগুলো ছো্ট-খাটো মেরামতের জন্য যাত্রা ‍বিরতি করে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)] 

আমিনুল মেরামতের চাহিদা অনুধাবন করে নিজের জমানো অর্থ এবং কিছু অর্থ ধার করে মূলধন গঠন করে একটি ওয়ার্কশপ স্থাপন করেন। কিন্ত যানবাহন মেরামত করার দক্ষতা তার না থাকায় স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এ বিষয়ে তিন মাসের প্রশিক্ষণ নেন।প্রথম দিকে ব্যবসায় থেকে তেমন আর্ন হয়নি। কিন্ত কঠোর পরিশ্রম, দক্ষ সেবা ও সততার জন্য ধীরে ধীরে তার ব্যবসায়ের সাথেই একটি প্রেট্রোল পাম্প স্থাপনের চিন্তা ভাবনা করছেন।


জনাব আমিনুল ইসলাম তার ইচ্ছা পূরণের জন্য ঝুঁকি নিয়েছেন এবং দৃঢ় মনোবল নিয়ে পরিশ্রম করেছেন।এই কর্ম প্রচেষ্টাই তার ব্যবসায় উদ্যোগ।

যে ব্যাক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসায় স্থাপন করেন ও সফলভাবে ব্যবসায় পরিচালনা করেন, তিনি ব্যবসায় উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা।ব্যবসায় উদ্যোগ(Entrepreneurship)এবং ব্যবসায় উদ্যোক্তা(Enterpreneur)শব্দ দু্টি একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ‍

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)] 

যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহন করেন তিনিই ব্যবসায় উদ্যোক্তা। আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড, জাপানের ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাটসুসিটা কোম্পানির প্রতিষ্ঠাতা কনোকে ম্যাটসুসিটা পৃথিবী বিখ্যাত শিল্পোদ্যোক্তা ছিলেন।

বাংলাদেশের স্বনামধন্য শিল্পোদ্যোক্তা হলেন জহুরুল ইসলাম,রণদা প্রসাদ সাহা, জনাব আলী, স্যামসন এইচ চৌধুরী প্রমুখ। বস্তুত সকল শিল্প প্রতিষ্ঠানের মালিকই উদ্যোক্তা। দেশ-বিদেশের সকল ব্যবসায় উদ্যোক্তার জীবনী পাঠ করে দেখা যায় যে, তাদের অনেকেই প্রথম জীবনে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে শুরু করেছিলেন। দৃঢ় মনোবল, কঠোর অধ্যাবসায় ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে ধীরে ধীরে তারা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছেন।

বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশসকল ক্ষেত্রে অনুকূল নয়। বেশ কিছু বাধার কারণে এখনো উদ্যোগ উন্নয়ন কাঙ্খিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। নিম্নে বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধাগুলো বিশ্লেষণ করা হলো

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)] 

সুষ্ঠু পরিকল্পনার অভাব :

উদ্যোগ উন্নয়নের জন্য নিয়মাতান্ত্রিক উপায়ে ও পর্যায়ক্রমে বাস্তবায়ন সম্ভব এমন পরিকল্পনা খুব প্রয়োজন। কিন্তু দু:খজনক হলেও সত্যি যে, আমাদের দেশে এ রকম ব্যাপক সুপরিকল্পনার অভাব রয়েছে।

চাকরির প্রতি অধিক আগ্রহ :

প্রাচীনকাল থেকে এ দেশের মানুষ কৃষির উপর নির্ভ্র শীল। ফলে শিল্প ও ব্যবসা বাণিজ্যের উপর তাদের আগ্রহ অপেক্ষাকৃত কম। প্রচলিত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদেরকে চাকরির প্রতি অধিকভাবে আগ্রহী করে তোলে। ব্যবসায় উদ্যোগ উন্নয়নে এটি অন্যতম একটি বাধা।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)] 

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা :

আমাদের দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা মুখস্থনির্ভ্র ও তাত্ত্বিক শিক্ষাক্রমের উপর প্রতিষ্ঠিত। দীর্ঘ দিন যাবত এ ব্যবস্থা চলে আসছে। পৃথক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রচলিত থাকলেও মেধাবী শিক্ষার্থীদের এদিকে আগ্রহ কম। অন্যদিকে সাধারণ শিক্ষা ব্যবস্থায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্ত না থাকায় অনেক শিক্ষার্থী এ সম্পর্কে ভালোভাবে জানতেও পারে না। ফলে ব্যবসায় উদ্যোগ গ্রহণের অভ্যাস গড়ে উঠেনি।

প্রচার-প্রচারণার অভাব :

যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে প্রচার ও বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ্ ভূমিকা পালন করে। ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সরকারি ও বেসরকারি বিভিন্নমুখী পদক্ষেপ এ সম্পর্কে যথেষ্ট ও কার্য্কর প্রচার না থাকায় গ্রাম ও শহরের অনেক মেধাবী তরুণ-তরুণী, বেকার যুব শক্তি এ সম্পর্কে জানতে পারছে না। ফলে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন কর্ম্ সূচি সার্থ্কতা লাভ করছে না।

প্রয়োজনীয় অর্থ্ সংস্থানের অভাব :

অনেকেই আছেন যারা উদ্যোগ গ্রহণে আগ্রহী কিন্তু প্রয়োজনীয় মূলধন ও অর্থের অভাবে এগিয়ে আসতে পারছেন না। অর্থ্ সংস্থানের অপর্যাপ্ততা ব্যবসায় উদ্যোগ গ্রহণে অন্যতম বাধা।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)] 

প্রশিক্ষণের অভাব :

উদ্যোক্তা হওয়া অনেকটা জন্মগত হলেও প্রশিক্ষণের মাধ্যমে অনেক উদ্যোক্তা সৃষ্টি করা যায়। কিন্তু আমাদের দেশে উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অভাব ররয়েছে।

রাজনৈতিক অস্থিরতা :

রাজনৈতিক অস্থিরতা যে কোনো দেশের অর্থনৈতিক ও প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে অন্যতম বাধা। রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় ও ব্যবসায় কর্ম্ কান্ড ব্যাহত হয়। ফলে সম্ভাবনাময় উদ্যোক্তাগণ নতুন কিছু করতে আগ্রহ হারিয়ে ফেলে।

বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায় (Way to Overcome the Obstacles to Entrepreneurship Development in Bangladesh)

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)] 

বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান বাধাসমূহ দূরীকরণে নিম্নলিখিত পদক্ষেপ সমূহ গ্রহণ করা যেতে পারে –

কার্য কর ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।

ব্যাপক প্রশিক্ষণ কর্ম্ সূচি গ্রহণ করতে হবে।

দেশব্যাপী ব্যাপক প্রচার-প্রচারণার ব্যবস্থা করতে হবে।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার বাড়াতে হবে।

উদ্যোক্তাদের বিনিয়োগ-পরামর্শ্ প্রদানের ব্যবস্থা করতে হবে।

প্রয়োজনীয় অর্থ্ সংস্থানের ব্যবস্থা করতে হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম শিল্পোদ্যোগ উন্নয়ন এটি ব্যাপকভাবে অন্তভুর্ক্ত করতে হবে।

রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)] 

Assignment

1 thought on “তােমার পরিচিত একজন সফল শিলোদ্যোক্তার সাথে আলােচনা করে ব্যবসায় স্থাপন ও পরিচালনা সংক্রান্ত সমস্যা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর”

Leave a Comment