১) আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম বিসিএস )
২) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার। (২২ তম বিসিএস )
৩) এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম বিসিএস)
৪) কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য লৌহ (১০তম বিসিএস)
৫) কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন (২০তম বিসিএস)।
৬) কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে (১৬তম বিসিএস)।
৭) কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনে (২৭তম বিসিএস)।
৮) ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে চুম্বক ক্ষেত্র হিসাবে (২৩তম বিসিএস)।
৯) ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম ডলি (১৯তম বিসিএস)।
১০) গ্যালিলিও’ হলো পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম বিসিএস )
১১) গ্লিসারিন দ্রবীভূত হয় না পানিতে (২৮তম বিসিএস)।
১২) চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না, কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই (১৬তম বিসিএস)।
১৩) জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে (১০তম বিসিএস)।
১৪) জোয়ার ভাটার তেজকটাল হয় অমাবস্যায় (১৮তম বিসিএস)।
১৫) টুথপেষ্টের প্রধান উপাদান সাবান ও পাউডার। (১৭ তম বিসিএস )
১৬) ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি সিলিকন চিপ (১৫তম বিসিএস)।
১৭) তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয় দস্তা (জিঙ্ক) (২৩তম বিসিএস)।
১৮) দিনরাত্রি সর্বত্র সমান নিরক্ষরেখায়। (২৮ তম বিসিএস)
১৯) পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণ। (১৩ তম বিসিএস)
২০) পিসি কালচার’ বলতে বুঝায় মৎস্য চাষ (২৩তম বিসিএস)।
২১) বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। (২৭ তম বিসিএস )
২২) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর ৫ জুন (৩০তম বিসিএস)।
২৩) বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি টাংষ্টেন। (২৯ তম বিসিএস)
২৪) ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ। (২২ তম BCS)
২৫) মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান ভাইকিং (১৩তম বিসিএস)।
২৬) মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। (১০ তম বিসিএস )
২৭) মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর মেলানিন (২৭তম বিসিএস)।
২৮) মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ১৮ ইঞ্চি (প্রায়) (২৮তম বিসিএস)।
২৯) যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্য গ্রহণ। (২৩ তম বিসিএস )
৩০) যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন ‘K’ (২৬তম বিসিএস)।
৩১) যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে দর্পণ। (২৩ তম বিসিএস )
৩২) যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন (২০তম বিসিএস)।
৩৩) রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয় গামা রশ্মি। (২৪ তম বিসিএস )
৩৪) রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা (২৮তম বিসিএস)।
৩৫) শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিও মিটার (২৬তম বিসিএস)।
৩৬) সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন। (১০ তম বিসিএস)
৩৭) সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা ফ্যাদোমিটার। (২০ তম বিসিএস )
৩৮) সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় সবুজ আলোতে (২৬তম বিসিএস)।
৩৯) সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয় অবতল (১৩তম বিসিএস)।
৪০) CNG -এর অর্থ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস (২৫তম বিসিএস)।
৪১) অ্যাসিড আবিস্কার হয় কবে ? ১৯৮১ সালে
৪২) অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ? লাল করে
৪৩) আকাশ নীল দেখায় কেন ? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি
৪৪) আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ? মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে
৪৫) আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ?
উত্তরঃ টারটারিক অ্যাসিড
৪৬) আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ?
উত্তরঃ চার্লস ব্যাবেজ
৪৭) আপেলে কোন অ্যাসিড থাকে ?
উত্তরঃ সালিক অ্যাসিড
৪৮) আমলকিতে কোন অ্যাসিড থাকে ?
উত্তরঃ অক্সালিক অ্যাসিড
৪৯) আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ?
উত্তরঃ পেপসিন
৫০) আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?
উত্তরঃ সিলভারের
৫১) আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
উত্তরঃ কঠিন অবস্থায়
৫২) আলকাতরা কী থেকে তৈরী হয় ?
উত্তরঃ কয়লা
৫৩) আলোর গতির আবিস্কারক কে ?
উত্তরঃ এ মাইকেলসন
৫৪) ইউরোসিল কোথায় থাকে?
উত্তরঃ RNA তে।
৫৫) ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?
উত্তরঃ অগ্নাশয়ে
৫৬) ইন্টারফেরন কি?
উত্তরঃ ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
৫৭) ইলেকট্রন কে আবিস্কার করেন ?
উত্তরঃ জন থম্পসন
৫৮) ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ?
উত্তরঃ কার্বন
৫৯) ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?
উত্তরঃ ০.১৫ – ১.৫ %
৬০) উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উত্তরঃ মাংশ
৬১) উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ?
উত্তরঃ গ্রাফাইট
৬২) ‘উড স্পিরিট ‘ কী ?
উত্তরঃ মিথাইল এলকোহল
৬৩) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
উত্তরঃ ট্যাকমিটার
৬৪) উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ?
উত্তরঃ থিও ফ্রাসটাস
৬৫) উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ?
উত্তরঃ Cycas
৬৬) উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ?
উত্তরঃ ফুল
৬৭) একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ?
উত্তরঃ ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড
৬৮) এটম বোমা কে আবিস্কার করেন ?
উত্তরঃ অটোহ্যান
৬৯) এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ?
উত্তরঃ আমাশয়
৭০) এ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া ?
উত্তরঃ ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি
৭১) কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ?
উত্তরঃ ক্যালসিয়াম অক্রলিক
৭২) কচু শাকে কি বেশি থাকে ?
উত্তরঃ লৌহ
৭৩) কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?
উত্তরঃ পরিবহন পদ্ধতিতে
৭৪) কফিতে কোন উপাদান থাকে ?
উত্তরঃ ক্যাফেইন
৭৫) কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
উত্তরঃ এসকরবিক অ্যাসিড
৭৬) কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা ?
উত্তরঃ বাড়ে
৭৭) কম্পিউটার কে আবিস্কার করেন ?
উত্তরঃ হাওয়ার্ড এইকিন
৭৮) কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?
উত্তরঃ ৩ টি
৭৯) কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ?
উত্তরঃ করপিক্রিন
৮০) কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ?
উত্তরঃ বালি
৮১) কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?
উত্তরঃ ইন্টারফেরণ প্রয়োগ
৮২) কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?
উত্তরঃ সিনকোনা
৮৩) কে প্রথম রোবট আবিস্কার করেন ?
উত্তরঃ উইলিয়াম গে ওয়ালটার
৮৪) কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন ?
উত্তরঃ বেটসন ( ১৯০৮ সালে।
৮৫) কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তরঃ ত্বকের
৮৬) কোন অধাতু বিত্দুত অপরিবাহী ?
উত্তরঃ গ্রাফাইট
৮৭) কোন উদ্ভিদ আমিষ ?
উত্তরঃ ডাল
৮৮) কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?
উত্তরঃ লাইগেজ।
৮৯) কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?
উত্তরঃ এবি গ্রুপ কে
৯০) কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?
উত্তরঃ ও গ্রুপ
৯১) কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ?
উত্তরঃ গরুর
৯২) কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
উত্তরঃ শুশুক
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
৯৩) কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?
উত্তরঃ তামা
৯৪) কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?
উত্তরঃ পুরুষ
৯৫) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
উত্তরঃ কঠিন মাধ্যমে
৯৬) কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তরঃ ব্রোমিন
৯৭) কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তরঃ পারদ
৯৮) কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?
উত্তরঃ কালো
৯৯) কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?
উত্তরঃ প্লাটিপাস
১০০) কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?
উত্তরঃ পরমানুর প্রোটন সংখ্যা
১০১) কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ?
উত্তরঃ নিউক্লিয়াস
১০২) ক্যালকুলাস কে আবিস্কার করেন ?
উত্তরঃ নিউটন
১০৩) ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে?
উত্তরঃ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , লৌহ
১০৪) ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার ?
উত্তরঃ ২ প্রকার। ১. হিস্টোন ২. নন-হিস্টোন
১০৫) ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ?
উত্তরঃ ডলি
১০৬) ক্লোনিং কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার জিন , সেল, জীব ক্লোনিং
১০৭) ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
উত্তরঃ গ্যাসীয় অবস্থায়
১০৮) ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ?
উত্তরঃ ভিটামিন-কে
১০৯) ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে ?
উত্তরঃ নীল করে
১১০) খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ?
উত্তরঃ শুটকি মাছে
১১২) খাবার লবনের রাসায়নিক নাম কী ?
উত্তরঃ সোডিয়াম ক্লোরাইড
১১৩) গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?
উত্তরঃ আয়োডিনের অভাবে
১১৪) গ্যাভানাইজিং কী ?
উত্তরঃ লোহার উপর দস্তার প্রলেপ
১১) গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো ?
উত্তরঃ সাদা
১১৫) চাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন ?
উত্তরঃ বাতাস নেই বলে
১১৬) চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ?
উত্তরঃ অ্যাপোলো -১১
১১৭) চাদের বুকে কে প্রথম অবতরণ করে ?
উত্তরঃ নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন
১১৮) চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ?
উত্তরঃ ২১ জুলাই , ১৯৬৯ সালে
১১৯) চায়ের পাতায় কোন উপাদান থাকে ?
উত্তরঃ থিন
১২০) চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ?
উত্তরঃ মেরু বিন্দুতে
১২১) জীনের রাসায়নিক গঠন কী ?
উত্তরঃডি এন এ
১২২) জীব RNA কোষে কয় প্রকার?
উত্তরঃ ৩ প্রকার rRNA, mRNA, tRNA.
১২৩) জীব জগতের বৈচিত্রের নিয়ন্ত্রককে?
উত্তরঃ জীন
১২৪) জীব দেহের শক্তির উত্স কী ?
উত্তরঃ খাদ্য
১২৫) জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী কিংবা উদ্ভিদকে কি বলে ?
উত্তরঃ ট্রান্সজেনিক প্রানী
১২৬) জীব প্রযুক্তির উদাহরণ কোন গুলো ?
উত্তরঃ অনুজীব বিজ্ঞান, টিস্যু কালচার , জিন প্রকৌশল
১২৭) জীব বিজ্ঞানের জনক কে ?
উত্তরঃ এরিস্টটল
১২৮) জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ?
উত্তরঃ ব্যাবহৃত হয় ফরমালিন
১২৯) জীবাণু বিদ্যার জনক কে ?
উত্তরঃ ভন লিউয়েন হুক .
১৩০) জীবের বংশ গতির একক কোনটি ?
উত্তরঃ জিন
১৩১) জুভেনাইল গ্লুকোমা অক্ষিগোলোকের
উত্তরঃ কাঠিন্য
১৩২) টুথপেস্টের প্রধান উপাদান কী ?
উত্তরঃ সাবান ও পাউডার
১৩৩) টেলিভিশন কে আবিস্কার করেন ?
উত্তরঃ জন এল বেয়ার্ড
১৩৪) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী ?
উত্তরঃ সোডিয়াম মনো গ্লুটামেট
১৩৫) ট্রান্সজেনিক প্রানী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোর দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহোরণ করার প্রক্রিয়াকে কি বলে?
উত্তরঃ মলিকুলার ফার্মিং
১৩৬) ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয় ?
উত্তরঃ ভিটামিন -বি -২
১৩৭) ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ?
উত্তরঃ ইনসুলিন
১৩৮) ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা- সন্তান কত ভাগ মিল পাওয়া যায় ?
উত্তরঃ ৯৯.৯%
১৩৯) ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ?
উত্তরঃ কঠিন কার্বন ডাই অক্সাইড কে
১৪০) তবকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে ?
উত্তরঃ কেঁচো .
১৪১) তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্নতা ?
উত্তরঃ কমে
১৪২) তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?
উত্তরঃ পরিচলন পদ্ধতিতে
১৪৩) তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে ?
উত্তরঃ নিকোটিন
১৪৪) তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ?
উত্তরঃ ব্রোঞ্জ
১৪৫) তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয় ?
উত্তরঃ পিতল
১৪৬) তেঁতুলে কোন অ্যাসিড থাকে ?
উত্তরঃ টারটারিক অ্যাসিড
১৪৭) থাইমিন কোথায় থাকে?
উত্তরঃ ডিএনএ ।
১৪৮) দই কি ?
উত্তরঃ দুধের জমাট বাঁধা ব্যাকটেরিয়া
১৪৯) দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে ?
উত্তরঃ টেসটেস্টোরেন হরমোন
১৫০) দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ ?
উত্তরঃ কনস
১৫১) দুধে কোন অ্যাসিড থাকে ?
উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড
১৫২) দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ?
উত্তরঃ ল্যাকটোমিটার
১৫৩) দুধের প্রোটিনের নাম কী ?
উত্তরঃ কেজিন
১৫৪) দুধের শর্করাকে কী বলে ?
উত্তরঃ ল্যাকটোজ
১৫৫) দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ?
উত্তরঃ বেগুনী
১৫৬) দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ?
উত্তরঃ লাল
১৫৭) নবায়নযোগ্য শক্তির উত্স কোথায় ?
উত্তরঃ ফুয়েল সেল
১৫৮) নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে ?
উত্তরঃ ধমনীর মাধ্যমে
১৫৯) নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ?
উত্তরঃ নারীর
১৬০) নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তরঃ ১৯৫৮ সালে
১৬১) নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ যুক্তরাষ্টের ফ্লোরিডায়
১৬২) নিউট্রন আবিস্কার করেন কে ?
উত্তরঃ চ্যোডইউক
১৬৩) নিউমোনিয়া রোগ হয় কোথায় ?
উত্তরঃ ফুসফুসে
১৬৪) নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উত্তরঃ ডাল
১৬৫) পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ?
উত্তরঃ নিউট্রন
১৬৬) পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ?
উত্তরঃ প্রোটন ও নিউট্রন
১৬৭) পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উত্তরঃ ইলেকট্রন
১৬৮) পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উত্তরঃ প্রোটন
১৬৯) পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ?
উত্তরঃ ইলেকট্রন
১৭০) পারমানবিক বোমা কে আবিস্কার করেন ?
উত্তরঃ ওপেন হেমার
১৭১) পাহাড়ে ওঠা কষ্টকর কেন ?
উত্তরঃ অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য
১৭২) পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম ?
উত্তরঃ Yক্রোমোজম
১৭৩) পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ?
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : [email protected]
উত্তরঃ নিউরন
১৭৪) পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ?
উত্তরঃ ১০৯ টি
১৭৫) পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন ?
উত্তরঃ শূন্য
১৭৬) পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি ?
উত্তরঃ বামন চিকা
১৭৭) পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ?
উত্তরঃ সুইফট বার্ড
১৭৮) পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ?
উত্তরঃ উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)
১৭৯) পেনিসিলিন কে আবিস্কার করেন ?
উত্তরঃ আলেকজান্ডার ফ্লেমিং
১৮০) পেসমেকার কে আবিস্কার করেন ?
উত্তরঃ জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী , ১৯৫৮ সালে
১৮১) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি ?
উত্তরঃ ৭০ টি
১৮২) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি ?
উত্তরঃ ৯২ টি
১৮৩) প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত ?
উত্তরঃ ৫০ টি
১৮৪) প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি ?
উত্তরঃ হীরা
১৮৫) প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ?
উত্তরঃ ৭২ বার
১৮৬) প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে ?
উত্তরঃ লেডী এ্যাডো অগাস্টা
১৮৭) প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী ?
উত্তরঃ মিথেন
১৮৮) প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ?
উত্তরঃ কেঁচো .
১৮৯) প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়া
১৯০) প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন ?
উত্তরঃ ভিটামিন-ই
১৯১) প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ কী ?
উত্তরঃ উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি
১৯২) প্রোটন কণিকা আবিস্কার করেন কে ?
উত্তরঃ রাদারফোর্ড
১৯৩) প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী ?
উত্তরঃ দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন
১৯৪) ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ?
উত্তরঃ ৯৮.৪ ডিগ্রী
১৯৫) ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ?
উত্তরঃ মাছ
১৯৬) বংশ গতিবিদ্যার জনক কে ?
উত্তরঃ মেন্ডেল
১৯৭) বংশগতির ভৌত ভিত্তি কে?
উত্তরঃ ক্রোমোজোম
১৯৮) বট গাছের আঠায় কোন এমজাইম থাকে?
উত্তরঃ ফাইসিন যা কৃমিরোগে ব্যবহৃত হয়
১৯৯) বাংঙের হৃতপিন্ডের প্রকোষ্ট কয়টি ?
উত্তরঃ ৩ টি
২০০) বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে ?
উত্তরঃ রাজ কাঁকড়া
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৯-১০ শ্রেণির সাধারণ বিজ্ঞান বই থেকে নেওয়া বাছাই করা সকল MCQ একসাথে পিডিএফ ডাউনলোড
সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণি : প্রথম অধ্যায়ের গুরত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর
০১। প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন – ৫০%।
০২। খাদ্যের উপাদান – ৬টি।
০৩। আমিষের গঠনের একক – অ্যামাইনো এসিড।
০৪। মানবদেহে কয়ধরনের অ্যামাইনো এসিড রয়েছে – ২০ ধরনের।
০৫। মানুষের প্রধান খাদ্য – শর্করা।
০৬। পানিতে দ্রবনীয় ভিটামিন – B,C।
০৭। ঢেকি ছাটা চাল ও আটার ভিটামিন থাকে – থায়ামিন।
০৮। দৈনিক পানি পান করা উচিত – ২-৩ লিটার।
০৯। ব্রাইন বলা হয় – লবনের দ্রবনকে।
১০। পুষ্টির ইংরেজী শব্দ – Nutrition।
১১। কোষ গঠনে সাহায্য ও নিয়ন্ত্রন করে – ভিটামিন ই ও লাইসিন।
১২। কার্বোহাইড্রেট C:H:O এর অনুপাত – ১:২:১।
১৩। খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত – শর্করা।
১৪। FRUIT SUGAR বলা হয় – ফ্রুকটোজকে।
১৫। অামিষের শতকরা নাইট্রোজেন পরিমান – ১৬%
১৬। অামিষের মৌলিক উপাদান কয়টি – ৪টি
১৭। ইলিশের প্রোটিন অাছে – ২০
১৮। মাছ থেকে কতভাগ প্রোটিন অাসে – ৮০ ভাগ।
১৯। অামিষের অভাবে হয় – ম্যারাসমাস রোগ।
২০। মহিষের দুধে শক্তির পরিমান – ১১৭ ক্যালরী।
২১। শক্তি উৎপাদক খাদ্য – শর্করা।
২২। ভিটামিন এভাবে রোগ – রাতকানা জেরপথ্যালমিয়া।
২৩। খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় – ২০ ধরনের।
২৪। ভিটামিন বি – ২০ প্রকার।
২৫। প্রাপ্ত বয়স্ক লোকের লৌহের প্রয়োজন – ৯গ্রাম।
২৬। খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক – কিলোক্যালরী।
২৭। Quetelet Index বলা হয় – BMI।
২৮। BMI- Body Mass index
২৯। দেহের চর্বি পরিমান নিদের্শক – BMI।
৩০। BMI- ওজন/(উচ্চতা)^২।
৩১। BMIএর অপর নাম – QLI।
৩২। বোরহানিতে পাওয়া যায় – ল্যাকটিক এসিড।
৩৩। ভিনেগার কী – অ্যাসেটিক এসিডের ৫% দ্রবন।
৩৪। তামাকে কোন পদার্থ থাকে – নিকোটিন, ক্যাফেইন।
৩৫। ধূমপান করার উপাদানটি নাম – Nicotina।
৩৬। সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় – আফ্রিকায়।
৩৭। পরিপোষক ইংরেজী শব্দ – Nurtrients।
৩৮। উৎপত্তিগত আমিষ – ২ প্রকার।
৩৯। মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম – ২ভাগ।
৪০। মানবদেহে ওজনের মোট পানি – ৬০ থেকে ৭৫ভাগ।
৪১। মানবদেহে ফসফরাসের প্রয়োজন – ৫গ্রাম।
৪২। এসিডোমিস হয় – পানির অভাবে।
৪৩। মানুষের মৃত্যু হয় – ১০% পানির অভাবে।
৪৪। মানবদেহের বৃদ্ধির সময়সীমা – ২০ থেকে ২৪ বছর।
৪৫। পুষ্টি – ৪ প্রকার।
৪৬। এইডসের ভাইরাসের নাম – HIV।
৪৭। এ পযর্ন্ত অ্যামোইনো এসিডের সন্ধান পাওয়া গেছে – ২০ ধরনের।
৪৮। খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় – ২০।
৪৯। স্নেহ – ২ প্রকার।
৫০। বিজ্ঞান শব্দের অর্থ – বিশেষ জ্ঞান।
৫১। স্নেহে দ্রবনীয় – ভিটামিন A,D,E,K।
৫২। ফল পাকানোর জন্য দায়ী – ক্যালসিয়াম কার্বোইড।
৫৩। HIV অাক্রমন করে – রক্তে শ্বেতকনিকায় লিম্ফোসাইটকে।
৫৪। আমাশয় – ২ প্রকার।এমিবিক ও ব্যাসিলারি।
৫৫। ভাইরাস – প্রকৃত পরজীবী।
৫৬। ভাইরাসকে বলা হয় – অকোষীয় জীব।
৫৭। ছত্রাকে বলা হয় – মৃতজীবী জীব।
৫৮। অনুজীবকে বলা হয় -আদিজীব।
৫৯। প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান – বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক।
৬০। ধূমপানের উপাদানটির বিজ্ঞানিক নাম – Nicotiana Tabacum
সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণি : দ্বিতীয় অধ্যায়ের গুরত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর
০১। পানির ঘনত্ব নির্ভরশীল – তাপমাত্রা উপর।
০২। ভূ-পৃষ্টের মোট পানির শতকরা মিঠাপানি – ১ ভাগ।
০৩। পানির ঘনত্ব সবচেয়ে বেশি – ৪ ডিগ্রী সে:।
০৪। বিশুদ্ধ পানির ধর্ম – স্বাদহীন,বর্ণহীন,গন্ধহীন।
০৫। কোন জলীয় দ্রবণ এসিডীয় হলে এর pH – ৬.৫।
০৬। বিশুদ্ধ পানির pH – ৭।
০৭। শুধু পানিতে জন্মায় – সিংগারা।
০৮। ওষুধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় – পাতন প্রক্রিয়ায়।
০৯। এসিডের পরিমান বাড়লে pH এর মান – কমে।
১০। ব্লিচিং পাউডারের সংকেত – Ca(OC1)C1।
১১। আমেরিকায় উত্তর ওহাইও অঙ্গরাজ্যের মরা হ্রদটি নাম – এরি।
১২। রামসায় চুক্তি হয় – ১৯৭১ সালে।
১৩। রামসায় কনভেনশন সংশোধন হয় – ১৯৮২ সালে।
১৪। গঙ্গা পানি বন্টন চুক্তি হয় – ১৯৭৭ সালে।
১৫। বুড়িগঙ্গা নদীর সাথে তুলনা করা হয় – এরি হ্রদের সাথে।
১৬। পানির স্ফুটনাঙ্ক – ৯৯.৯৮ ডিগ্রী সে:।
১৭। সমুদ্রের পানিকে বলে – Marine Water।
১৮। পানির অনুতে আছে – ২টি হাইড্রোজেন।
১৯। পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি – ৯০ ভাগ।
২০। পানির দ্রবীভূত অক্সিজেন মাত্রা ঠিক থাকে – সালোকসংশ্লেষনের মাধ্যমে।
২১। নদনদীর পানি – ক্ষারীয়।
২২। একলিটার বিশুদ্ধ পানির pH – ৭।
২৩। ত্বক ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে – পারদ/U।
২৪। রক্ত শূন্যতা হয় – সীসার অভাবে।
২৫। রামসায় চুক্তিতে বাংলাদেশ সম্মতি জ্ঞাপন ও স্বাক্ষর করে – ১৯৭৩ সালে।
২৬। লোনা পানির ইংরেজী শব্দ – Saline Water।
২৭। নাব্যতা হ্রাসকালে ভূমিকা আছে – তেল।
২৮। pH কমলে প্রাণীদেহে হতে নিগৃত হয় – Ca।
২৯। ইলিশ মিঠা পানিতে আসে – প্রজনেন জন্য।
৩০। ইলিশ ডিম নষ্ট করে – লবণাক্ত পানিতে।
৩১। ভূ-গর্ভস্থ শতকরা লবণাক্ত পানির পরিমান – ৯৭ ভাগ।
৩২। বন্যার সময় পানি বিশুদ্ধকরন করার জন্য ব্যবহার করা হয় – সোডিয়াম হাইপোক্লোরাইড।
৩৩। পানির মধ্যে ধূলিকনা পৃথক করার প্রক্রিয়া – পরিস্রাবন।
৩৪। খাওয়ার পানির জন্য সহজলভ্য প্রক্রিয়া – স্ফুটন।
৩৫। কঠিন বর্জ্য পঁচতে সময় লাগে – ১ থেকে ২ দিন।
৩৬। সম্প্রতি তেজস্ক্রিয়া ঘটেছে – জাপানের ফুকুশিমা।
৩৭। মানুষ বিকলাঙ্গ হয় – পারদের অভাবে।
৩৮। এরি হ্রদকে মরা হ্রদ ঘোষণা করা হয় – ১৯৬০ সালে।
৩৯। প্রাণীশূন্য নদীকে বলে – Dead Lake।
৪০। ETP – Effluent Treatment Plant।
৪১। ঢাকা শহরে প্রতিনিয়ত কঠিন পদার্থ উৎপন্ন হয় – ৫০০ মে: টন।
৪২। বাংলাদেশ ভারত হতে গঙ্গা পানির ন্যায্য হিসাবে পাওয়ার চুক্তি হয় – ১৯৯৬ সালে।
৪৩। ভারত সরকার গঙ্গা পানির গতিপথ পরিবর্তন করে – ১৯৭৫ সালে।
৪৪। মানুষের মৌলিক অধিকার – ৫টি।(আমরা জানি, মৌলিক অধিকার ৬টি।কিন্তু ৯ম শ্রেনীর বইয়ে ৫ টি।আবার ৩য় শ্রেনীর বইয়ে ৬টি)।
৪৫। রামসার কনভেনশন সংশোধন হয় – ২ বার।
৪৬। অম্লীয় পানির pH – ৪।
৪৭। বরফের গলনাঙ্ক – ০ ডিগ্রী সে:।
৪৮। ১ কিউসেক পানির ভর – ১০০০ কেজি।
৪৯। পানির অনুর আকৃতি – কৌণিক।
৫০। পানি একটি – উভধর্মী পদার্থ।
সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণি : তৃতীয় অধ্যায়ের গুরত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর
০১। রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে – প্লীহাতে।
০২। অনুচক্রিকার গড় আয়ু – ৫ থেকে ১০ দিন।
লোহিত রক্ত কণিকায় গড় আয়ু – ১২০ দিন।
শ্বেতকণিকার গড় আয়ু – ১-১৫ দিন।
০৩। লোহিত কণিকার আকৃতি – চ্যাপ্টা।
০৪। সর্বজন দাতা গ্রুপ – O+ গ্রুপ।
০৫। রক্তে অ্যান্টিজেন নেই – O+ গ্রুপে।
০৬। হৃৎপিন্ডের আকৃতি – ত্রিকোণাকার।
০৭। রক্তে কিসের পরিমান বেশি থাকা শরীরে জন্য উপকারি – HDL।
০৮। রক্তে কোলেস্টেরল স্বাভাবিক পরিমান – ১০০-২০০mg/dl।
০৯। মানুষের স্বাভাবিক রক্তচাপ -১২০/৮০ mmHg।
১০। মানুষের মোট ওজন শতকরা – ৮% রক্ত।
১১। ধমনির রক্তের pH – ৭.৪।
১২। পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমান – ৫-৬ লিটার।
১৩। রক্ত গঠিত – যোজক টিস্যু।
১৪। রক্তের প্রধান উপাদান – লৌহ।
১৫। রক্তের প্রধান উপাদান – ২টি।
১৬। রক্তে রেচন পদার্থ – ইউরিয়া।
১৭। রক্ত লাল দেখায় – হিমোগ্লোবিন থাকায়।
১৮। দেহের প্রহরী – শ্বেতকণা।
১৯। রক্তে লিম্ফোসাইটের পরিমান – ২০-৪৫%।
২০। হিমোগ্লোবিন থাকে না – শ্বেতকণিকায়।
২১। রক্তে অ্যান্টিজেন থাকে – ২টি।
২২। AB গ্রুপে রক্তের মানুষ – ৩%।
২৩। হৃৎপিন্ড বেষ্টনকারী পদার্থের নাম – পেরিকার্ডিয়াম (২ স্তর)।
২৪। নিলয়ের অপর নাম – ভেন্টিকল।
২৫। একটি হৃৎস্পন্দনের সময় লাগে ০.৮ সেকেন্ড।
২৬। হৃৎপিন্ড প্রসারণকে বলা হয় – ডায়াস্টোল।
২৭। প্রতিমিনিটে হার্টবিটকে বলে – ডাব।
২৮। কার্ডিয়াক চক্রের ধাপ – ৪টি।
২৯। LDL এর পূর্ণরুপ -Low Density Lipoprotein।
৩০। সমগ্র রক্তে -৫৫% রক্তরস, ৪৫% রক্তকণিকা।
৩১। রক্তের তরল অংশকে বলে – প্লাজমা।
৩২। রক্ত কণিকা – ৩ প্রকার।
৩৩। রক্ত রসের -১০% জৈব ও অজৈব।
৩৪। রক্তরস আলাদা করলে রক্তের রং হবে – হালকা হলুদ।
৩৫। প্লেটলেট অর্থ – অণুচক্রিকা।
৩৬। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয় – পারপুরা।
৩৭। মানুষের রক্তের A গ্রুপ শতকরা – ৪২%।
৩৮। মানুষের রক্তের B গ্রুপ শতকরা – ৯%।
৩৯। মানুষের রক্তের AB গ্রুপ শতকরা – ৩%।
৪০। মানুষের রক্তের O+ গ্রুপ শতকরা – ৪৬%।
৪১। RBC – Red Blood cell।
৪২। রেসাস ফ্যাক্টরের সংকেত – Rh।
৪৩। রক্তের গ্রুপ নির্ণয় করে – ডা. কার্ল ল্যান্ডস্টেইনার (১৯০০ সালে)।
৪৪। Rh ফ্যাক্টরের নামকরন করা হয় – বানর দ্বারা।
৪৫। হৃৎপিন্ডের অবস্থান – দুই ফুসফুসের মাঝে।
৪৬। হৃৎপিন্ডের ওজন – ৩০০ গ্রাম।
৪৭। হৃৎপিন্ডের সংকোচনকে বলা হয় – সিস্টোল।
৪৮। মানুষের হৃৎপিন্ড প্রকোষ্ঠ – ৪ ভাগে।
৪৯। রক্তে গ্লুকোজের মাত্রা – ৮০ থেকে ১২০ গ্রাম/ডেসি.লিটার।
৫০। HDL এর পূর্ণরুপ -High Density লিপপ্রতেইন
সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণি : চতুর্থ
অধ্যায়ের গুরত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর
০১। বয়:সন্ধিকালের সময়কাল – ১১ হতে ১৯ বছর।
০২। টেস্টটিউবের প্রথম সফলতা পায় -ড.প্যাট্রিক স্টেপটো ও ড. রবার্ট এডওয়ার্ডের, ইংল্যান্ড।
১৯৭৮ সালে ২৫ জুলাই ১১.৫৭ মিনিটে লুইস জয় ব্রাউন নামের এক বেবি।
০৩। শৈশবকাল বলা হয় – ৫ বছর পর্যন্ত।
০৪। মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী – ২টি।
০৫। ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী – টেস্টোস্টেরন।
মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী – ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন।
০৬। প্রথম টেস্টিটিউব বেবি উদ্ভাবন করন – পেট্রুসি(১৯৫৯ সালে,ইটালিতে)।
০৭। লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা – ১ জোড়া।
০৮। স্ত্রী লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা – XX।
পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা -XY।
০৯। মানব কোষে ক্রোমোজোম সংখ্যা – ২৩ জোড়া।
১০। পৃথিবীর উৎপত্তি ও জীনের উৎপত্তি ঘটনা প্রবাহকে বলে – রাসায়নিক বিবর্তন।
১১। সর্বপ্রথম জীনের উৎপত্তি – সমুদ্রের পানিতে।
১২। সংযোগকারী জীব বলা হয় – প্লাটিপাস (সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণির মধ্যে)।
১৩। বয়:সন্ধিকালে কোন হরমোন প্রভাব নেই – ইনসুলিন।
১৪। বয়:সন্ধিকালে পরিবর্তনের জন্য দায়ী – হরমোন।
১৫। বয়:সন্ধিকালে পরিবর্তন প্রধানত – ৩ প্রকার।
১৬। সর্বপ্রথম জন্ম নেয়া টেস্টিটিউব বেবি বাঁচে – ২৯ দিন।(জন্ম প্রক্রিয়া সম্পন্ন করে ইটালির বিজ্ঞানী ড.পেট্রুসি,১৯৫৯ সালে।)
১৭। বাংলাদেশের জন্ম নেয়া প্রথম ৩টি টেস্টিটিউব বেবির নাম – হিরা,মনি ও মুক্তা (২০০১ সালে)।
১৮। মানুষের অটোসোম – ৪৪ টি।
১৯। জীবাশ্ম আবিষ্কার করে – জেনোফেন।
২০। নিউক্লিক এসিড সৃষ্টিতে ভূমিকা রয়েছে – অতি বেগুনি রশ্মি।
২১। পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসপিন্ড ছিল – ৪৫০ কোটি বছর।
২২। সর্বপ্রথম কে “ইভোলিউশন” শব্দটি ব্যবহার করেন – হার্বাট স্পেনসার।
২৩। প্রাণ সৃষ্টিতে শুরুতে সর্বপ্রথম যৌগটি তৈরি হয় – অ্যামাইনো এসিড।
২৪। সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে বলে – জৈব বিবর্তন।
২৫। অসম্পূর্ণ বিভক্ত নিলয় থাকে – সরীসৃপের।
২৬। উভচরের (ব্যাঙ) হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা – ৩।
পাখির হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা – ৪।
২৭। মানবদেহে লুপ্তপ্রায় অঙ্গটি – ককসিস।
২৮। “বায়োলজি” শব্দের প্রতিষ্ঠাতা” – ল্যামার্ক।
২৯। বংশগতির মতবাদ দেন – মেন্ডেল।
বংশগতির বিদ্যার জনক – গ্রেগর জোহান মেন্ডেল।
৩০। মানবদেহে নিষ্কিয় অঙ্গটি – অ্যাপেন্ডিক্স।
৩১। “Origin of species by meanse of natural selection” বইটির লেখক – চালর্স ডারউইন (১৮৫৯ সালে)।
(জন্ম -১৮০৯ সালে, ইংল্যান্ড সাসবেরি এবং
মৃত্যু-১৮৮২ সালে)।
৩২। স্যামন মাছ প্রজননের ঋতুতে ডিম পাড়ে – ৩ কোটি।
৩৩। “ফিলোসোফিক জুওলজিক” বইটির লেখক – ল্যামার্ক (১৮০৯ সালে)।
৩৪। “প্রাকৃতিক নির্বাচনে দায় প্রজাতির উদ্ভব” – গ্রন্থেরটি লেখক – চালর্স ডারউইন।
৩৫। ভাইরাস সৃষ্টি হয় – প্রোটোজোয়া থেকে।
৩৬। জৈব বিবর্তনের জনক – চার্লস ডারউইন।
৩৭। পৃথিবীর উদ্ভিদ প্রজাতির সংখ্যা – প্রায় ৪ লাখ।
৩৮। তিমি সাতাঁরে জন্য ব্যবহার করে – ফ্লিপার।
৩৯। “অনটোজেনি রিপিটস ফাইলোজেনি” কার ভাষ্য – হেকেল।
৪০। একটি সরিষা গাছ হতে বছরে বীজ জন্মায় – ৭,৩০,০০০।
এক জোড়া হাতির থেকে উদ্ভূত সবগুলো হাতি বেঁচে থাকলে ৭৫০ বছরে হাতির সংখ্যা হবে ১ কোটি ৯০ লাখ।
সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণি : পঞ্চম
অধ্যায়ের গুরত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর
০১। গাড়ির দুইপাশে ও পিছনে হতে কয়টি দর্পণ ব্যবহার হয় – ৩টি।
০২। চাঁদ দিগন্তে দিকে লাল দেখায় কেন – বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য।
০৩। +2D লেন্সটির ফোকাস দূরত্ব – ০.৫ মি।
-2D লেন্সটির ফোকাস দূরত্ব – ৫০ সে.মি।
০৪। লেন্সের ক্ষমতা এস. আই একক – রেডিয়ান/মিটার।
০৫। শিশুর স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব – ৫ সেমি।
০৬। চোখের কোন অংশে উল্টো প্রতিবিম্ব গঠিত হয় – রেটিনা।
০৭। বয়স্ক মানুষের স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব – ২৫ সেমি।
০৮। অাবছা আলোয় সংবেদনশীল হয় – রড।
০৯। রড অনুভূতি ও রঙের পার্থক্য নির্ধারণে সাহায্য করে – কোণ।
১০। আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলে – আপতন কোণ।
১১। সংকট কোনের ক্ষেত্রে প্রতিসরণ কোণ – ৯০ ডিগ্রী।
১২। ঘন মাধ্যমে আলোর বেগ – কমে যায়।
১৩। উভয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ ও কেন্দ্র – ২টি।
১৪। উভয় লেন্সের আলোক কেন্দ্র – ১টি।
১৫। অবতল লেন্সের অপর নাম – অপসারী লেন্স।
১৬। আলো এক প্রকার – শক্তি।
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণি : ষষ্ঠ
অধ্যায়ের গুরত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর
০১। প্রাকৃতিক পলিমার – রাবার।
০২। ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি হয় -পি ভি সি পাইপ।
০৩। কৃত্রিম পলিমার – পলিথিন।
০৪। প্যারাসুটের কাপড় তৈরিতে ব্যবহার – নাইলন।
০৫। আলফা কী – পশম।
০৬। প্লাষ্টিক শব্দের অর্থ – সহজে ছাঁচযোগ্য।
০৭। পলিথিনের সংকেত – [-CH2-CH2-]n
০৮। পলিমারের ক্ষুদ্র অনুকে বলে – মনোমার।
০৯। পলিমার শব্দটি – গ্রীক।
১০। গ্রীক শব্দ “মেরোস” এর অর্থ – অংশ।
১১। মানুষের চুলে আর নখে থাকে – কেরাটিন প্রোটিন।
১২। তন্তুর রানী – রেশম।
১৩। চেল্লার অপর নাম – পিল।
১৪। জন্মদিনে ব্যবহারিত বেলুনে দ্রবীভূত হয় – বেনজিন।
১৫। রাবার সাধারণত কোন ধরনের হয় – হালকা বাদামি।
১৬। “পলি” অর্থ – অনেক।
১৭। উৎস অনুযায়ী পলিমার – ২ ভাগে ভাগ করা যায়।
১৮। আমরা যে পলিথিন ব্যবহার করি তা – “ইথিলিন” নামক মনোমার হতে তৈরি পলিমার।
১৯। তন্তু – ২ প্রকার।
২০। প্রায় ৪০ জাতের মেষ হতে পশম তৈরি হয় – ২০০ প্রকার।
সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণি : সপ্তম
অধ্যায়ের গুরত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর
০১। ভিনেগারের সংকেত – (CH3COOH)।
০২। শক্তিশালী এসিড – সালফিউরিক এসিড,নাইট্রিক এসিড,হাইড্রোক্লোরিক এসিড।
০৩। এসিড নীল লিটমাসকে কোন রং এ পরিবর্তন করে – লাল।
০৪। লাল লিটমাস কাগজকে ক্ষারের মধ্যে ডুবালে কোন রং হবে – নীল।
০৫। হিস্টামিনকে অকার্যকর করে – ভিনেগার।
০৬। ভিনেগারের অপর নাম – এসিটিক এসিড,সিরকা।
০৭। টেস্টিংসল্ট যে নামে পরিচিতি – মনোসোডিয়াম গ্লুটামেট।
০৮। জৈব এসিড – (CH3COOH)।
০৯। অম্লীয় দ্রবণের জন্য সঠিক – pH<7।
১০। আমাদের ধমনির রক্তের pH -7.4।
১১। ক্ষারক – (NaOH)।
NaOH (সোডিয়াম হাইড্রোক্সাইড) ক্ষারক। তেমনি ১২ নাম্বার Ca(OH)2(ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড) ও ক্ষারক। যে সকল যৌগে OH( হাইড্রোক্সাইড) থাকে তার সব ই ক্ষারক।
যেমন: Al(OH)3 (এলুমিনিয়াম হাইড্রোঅক্সাইড)।Mg(OH)2 (ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড)।
১২। স্লাক লাইম – [Ca(OH)2]।
১৩। পিঁপড়া কামরে নি:সৃত হয় – ফরমিক।
১৪। মৌমাছি হুল ফুটালে ব্যবহার করা হয় – জিংক কার্বোনেট (ZnCO3)।
১৫। চামড়া ট্যানিং করতে ব্যবহার হয় – খাবারের লবন।
১৬। জীবানুনাশক হিসেবে ব্যবহার হয় – (CuSO4)।
১৭। অ্যামোনিয়া নাইট্রেট তৈরি হয় – HNO3 থেকে।
১৮। NaCl+HCl= NaOH(লবন)+H2O( পানি)
১৯। কাপড় কাচার সোডার সাথে থাকে – ১০ অনু পানি।
২০। আইপিএস এর অত্যাবশ্যকীয় উপাদান – সালফিউরিক এসিড (H2SO4)।
২১। ভিনেগার সংকেতে থাকে – ৪টি হাইড্রোজেন।
২২। বেকিং সোডার সংকেতে হাইড্রোজেন পরমানুর সংখ্যা – ১টি।
২৩। মানব দেহের জন্য ক্ষতিকারক এসিড – হাইড্রোক্লোরিক।
২৪। নির্দেশক হলো – রাসায়নিক পদার্থ।
২৫। নির্দেশক – ৪ ধরনের।
২৬। রক্তে pH এর মান কতটুকু পরিবর্তিত হলে মৃত্যু হতে পারে – 0.4।
২৭। এসিডের পরিমান বাড়লে, pH এর মান – কমে।
২৮। পাকস্থলী pH কত কম বা বেশি হলে বদহজম সৃষ্টি হয় – 0.5।
২৯। শিশুদের ত্বকের pH এর মান – 7।
৩০। আমাদের পাকস্থলীর খাদ্য হজমের জন্য দরকারি pH – 2।
৩১। ক্যালমিনের মূল উপাদান – (ZnCO3)।
৩২। টুথপেস্টের pH সাধারণত – ৯ হতে ১১ মধ্যে হয়।
৩৩। অ্যান্টাসিড হলো – ক্ষার।
৩৪। প্রশমন কিক্রিয়ার মান হয় – ৭।
৩৫। কপার সালফেটকে বলা হয় – তুঁত।
৩৬। অ্যামোনিয়াম নাইট্রেট – সার।
৩৭। দইয়ে ও বোরহানিতে থাকে – ল্যাকটিক এসিড।
৩৮। বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি – মৃতুদন্ড (১৯৯৫ সালের আইন)।
৩৯। জবা ফুলের রং এসিডের মধ্যে উৎপন্ন করে – লাল রং।
৪০। জবা ফুলের রং ক্ষারকের মধ্যে উৎপন্ন করে – নীল রং।
৪১। আমাদের জিহ্বার লালায় কার্যকরী pH – 6.6।
৪২। নিরপেক্ষ জলীয় দ্রবণ pH এর মান – 7।
৪৩। আমাদের ত্বকের pH এর মান – 4-6।
৪৪। টেস্টিং সল্ট ব্যবহার করা হয় – খাবার স্বাদ বৃদ্ধির জন্য।
৪৫। কাপড় কাঁচার মূল উপাদান – সোডিয়াম স্টিয়ারেট।
৪৬। দূর্বল এসিড – এসিটিক এসিড, সাইট্রিক এসিড, অক্সালিক এসিড।
৪৭। শক্তিশালী এসিড – সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড।
৪৮। চিনির রাসায়নিক নাম -সুক্রোজ।
৪৯। ব্লিচিং পাউডার-Ca(OCl)Cl
ফিটকিরি-K2SO4.Al2(SO4)3.24H2O
এই দুইটি রাসায়নিক পদার্থ পানি বিশুদ্ধ করনে ব্যবহার করা হয়।
৫০।নির্দেশক হলো অই সকল রাসায়নিক পদার্থ যারা নিজেদের রঙ পরিবর্তনের মাধ্যমে কোনো পদার্থ এসিড, ক্ষারক না নিরপেক্ষ তা নির্দেশ করে। যেমন: লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফ্যানফথেলিন।
সংকেতসমূহ (১-৩০):
০১।এসিটিক এসিড – (CH3COOH)।
০২।সাইট্রিক এসিড – (C6H8O7)।
০৩।অক্সালিক এসিড – (HOOC-COOH)।
০৪।সালফিউরিক এসিড – (H2SO4)।
০৫।নাইট্রিক এসিড – (HNO3)।
০৬।হাইড্রোক্লোরিক এসিড – (HCl)।
০৭।কার্বোনিক এসিড – (H2CO3)।
০৮।তুতের – (CoSO4.5H2O)।
০৯।অ্যামোনিয়াম নাইট্রেট এসিড – (NH4NO3)।
১০।অ্যামোনিয়াম সালফেট এসিড – ((NH4)2SO4)।
১১।অ্যামোনিয়াম ফসফেট – ((NH4)3PO4)।
১২।পটাসিয়াম স্টেয়ারেট এসিড – (Cl7H35COOKa)।
১৩।ফসফরিক এসিড – (H3PO4)।
১৪।জিংক কার্বোনেট এসিড – (ZnCO3)।
১৫।চুনাপাথর – (CaCO3)।
১৬।ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এসিড – (Mg(OH)2)।
১৭।অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এসিড – (Al(OH)3)।
১৮।খাবার সোডা – (NaHCO3)।
১৯।ক্যালসিয়াম কার্বোনেট এসিড – (CaCO3)।
২০।সিলভার সালফেট – (Ag2SO4)।
২১।মারকিউরিক সালফেট এসিড – (HgSO4)।
২২।মারকিউরিক ক্লোরাইড এসিড – (AgCl)।
২৩।সোডিয়াম ক্লোরাইড – (NaCl)।
২৪।সোডিয়াম স্টেয়ারেট এসিড – (Cl7H35COONa)।
২৫।সোডিয়াম কার্বোনেট এসিড – (Na2CO3)।
২৬।কপার সালফেট এসিড – (CuSO4)।
২৭।পটাসিয়াম নাইট্রেট এসিড – (KNO3)।
২৮।ম্যাগনেটাইট – (Fe3O4)
২৯।কোয়ার্টজ – (SiO2)
৩০।জিপসাম – (CaSO4.2H2O)।
উল্লেখ্য, জিপসামের 2 ও তুতের মাঝখানের 5 বাদে সবসংখ্যাগুলো একটু নিচে হবে।
সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণি : অষ্টম
অধ্যায়ের গুরত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর
০১। হিউমাস তৈরি হয় – মৃত গাছপালা আর প্রাণীর দেহাবশেষ থেকে।মাটিতে বিদ্যমান কালচের রংয়ের জৈব পদার্থ।
০২। মাটিতে বিদ্যমান পানির পরিমান – ২৫%।
০৩। মাটিতে pH কত হলে গম উৎপাদনের পরিমান সবচেয়ে বেশি হয় – ৫-৬।
০৪। কোন মাটির কণা সবচেয়ে বড় হয় – বালু মাটির।
০৫। মাটির গঠন অনুযায়ী জৈব পদার্থের শতকরা পরিমান – ৫%।অজৈব – ৪৫%,বায়বীয় ২৫%,পানি ২৫%।
০৬। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি – পলি মাটির।
০৭। মাটির বৈশিষ্ট্য উপর ভিত্তি করে মাটি – ৪ প্রকার।
০৮। চেরনোবিল দুর্ঘটনার কারন ছিল – তৈজস্ক্রিয় পদার্থ।
০৯। সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরির কাঁচামাল – জিপসাম।
১০। সবচেয়ে নরম খনিজ – ট্যালক।
১১। ফসল চাষাবাদের জন্য খুবই উপযোগী – দো-আঁশ মাটি।
১২। প্রকৃৃতিতে খনিজ পদার্থ পাওয়া গেছে – ২৫০০ ধরনের।
১৩। সিএনজি এর মূল উপাদান – মিথেন গ্যাস।
১৪। পেট্রোলিয়াম ব্যবহার হয় – আলকাতরা তৈরিতে।
১৫। কয়লায় কার্বনের পরিমান – অ্যানথ্রাসাইট-৯৫%, বিটুমিনাস-৫০ থেকে ৮০%, লিগনাইট – ৫০%।
১৬। সবচেয়ে পুরোনো কয়লা – অ্যানথ্রাসাইট।
১৭। ইউরিয়ার সারের কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার – ২১ ভাগ।
১৮। বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার – ৫১ ভাগ।
১৯। শিল্প কারখানায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার – ২২ ভাগ।
২০। বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার – ১ ভাগ।
২১। বাসা বাড়িতে রান্নার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার – ১১ ভাগ।
২২। মাটির কোন স্তরে উদ্ভিদ ও প্রানীর পচন শুরু হয় – হরাইজোন A।
২৩। সবচেয়ে কঠিন খনিজ – হীরা।
২৪। কোয়ার্টজের অপর নাম – সিলিকন ড্রাই অক্সাইড (SiO2)।
২৫। কার্বনের রুপভেদ – ২টি।
২৬। পেট্রোলিয়ামকে পরিশোধনের জন্য আংশিক পাতন প্রক্রিয়ার তাপমাত্রা ব্যবহার হয় – ৪০০ ডিগ্রি সেলসিয়াস
২৭। মাটিতে বিদ্যমান বায়বীয় পদার্থের পরিমান – ২৫%।
২৮। মাটির নিরপেক্ষ হলে এর pH মান – ৭।
২৯। মাটির pH এর মান কত হলে জব উৎপাদন সর্বোচ্চ হয় – ৮।
৩০। মাটিতে চুন যোগ করা হয় – pH বাড়াতে।
৩১। ধাতব মুদ্রা তৈরিতে ব্যবহার হয় – Ag।
৩২। ট্যালকম পাউডারে ব্যবহার হয় – Talc।
৩৩। আমাদের দেশে জ্বালানী হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার হচ্ছে – ২০০৩ সাল হতে।
৩৪। কয়লা ৩ প্রকার – অ্যানথ্রাসাইট,ল
িগনাইট, বিটুমিনাস।
৩৫। কয়লা উত্তোলনের পদ্ধতি – ২ টি।
৩৬। প্রাকৃতিক গ্যাসের শতকরা সিস্টেম লস হয় – ৫ ভাগ।
৩৭। ওয়াটার প্রুফ দ্রব্য প্রস্তুতে ব্যবহার হয় – বিটুমিন।
৩৮। CNG অর্থ – Compressed Natural Gas।
৩৯। মাটির ২য় স্তর – হরাইজোন বি / সাবসয়েল।
৪০। মাটির ৩য় স্তর – হরাইজোন সি।
মাটির ৪র্থ স্তর – হরাইজোন ডি।
সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণি : নবম
অধ্যায়ের গুরত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর
০১। অ্যানথাক্স রোগ হয় – গবাদিপশুর।
০২। জলবায়ু পরিবর্তনের কারনে বাংলাদেশের জীববৈচিত্র্য ধ্বংস হয় যাবে – ৩০%।
০৩। সামুদ্রিক প্রবালে জীবনযাপনের উপযোগী তাপমাত্রা – ২২-২৮ ডিগ্রি সেলসিয়াস।
০৪। সমুদ্রের পানি ২ মিটার বাড়লে বাংলাদেশের যে পরিমান এলাকা পানির নিচে যাবে – ১/১০ অংশ।
০৫। জলবায়ু পরিবর্তনের প্রধান কারন – উষ্ণতা বৃদ্ধি।
০৬। ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে পারে – ১.১-৬.৪০ ডিগ্রি সেলসিয়াস।
০৭। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সাইক্লোণ আঘাত হানে – ১৯৯১ সালে (২২৫ কি.মি/ঘণ্টায়)।
০৮। টর্নেডো শব্দটি এসেছে – স্প্যানিশ ভাষা হতে (দৈর্ঘ্য – ৫-৩০ কি.মি)।
০৯। ভূমিকম্পের মাত্রা পরিমাপক যন্ত্রের নাম – রিখটার স্কেল।
১০। খাদ্য ঘাটতির কারনে প্রতিবছর খাদ্য আমদানি করতে হয় – ২ মিলিয়ন মেট্রিক টন।
১১। যে রাসায়নিক দ্রব্য বাতাশে ছড়িয়ে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমানো যায় – সিলভার আয়োডাই (AgI)।
১২। সুনামি – জাপানি শব্দ।
১৩। সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা প্রয়োজন – ২৮ ডিগ্রি সেলসিয়াস।
১৪। আমেরিকাতে ঘূর্ণিঝড়কে বলে – হারিকেন।
দূরপ্রাচ্যের দেশগুলো ঘূর্ণিঝড়কে বলে – টাইফুন।
১৫। বাতাশে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে – ৪০-৫০ সেকেন্ড।
১৬। গত ১০০ বছরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে – ০.৭ ডিগ্রি সেলসিয়াস।
১৭। ভূমিকম্পের ফলে বাংলাদেশের যে নদীর গতিপথ পরিবর্তন হয় – ব্রহ্মপুত্র।
১৮। জীবানু জন্মানোর সহায়ক তাপমাত্রা – ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
১৯। সমুদ্রের পানির উচ্চতা ৪৫ সে.মি বাড়লে সুন্দরবন তলিয়ে যাবে – ৭৫%।
২০। ২০১০ সেন্টমার্টিন দ্বীপের প্রবাল বিলীন হয়ে যায় – ৭০ ভাগ।
২১। বাংলাদেশের নদীর মধ্যে ভারত,নেপাল,ভুটানে উৎপত্তি লাভ করছে – ৫৮ টি।
২২। বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন – সুন্দরবন।
২৩। বেশি প্রবাল পাওয়া যায় – সেন্টমার্টিনে।
২৪। ২০৫০ সালে লবণাক্ততার পরিমান হবে – ১৬%।
২৫। IPCC- Intergovernmental Panel on Climate Change.
২৬। জলবায়ু প্রভাব সম্পর্কিত IPCC সংস্থার মূল্যায়ন রিপোর্টির নাম – AR4।
২৭। বিশ্বের জনসংখ্যা – ৬.৬ বিলিয়ন।
২৮। কত সালের বন্যায় মানুষের দুভির্ক্ষ দেখা দেয় – ১৯৭৪ সালের।
২৯। El-nino শব্দটি সম্পর্কিত – খরার সাথে।
৩০। বাংলাদেশে ভয়াবহ খরা হয় – ১৯৭৮-৭৯ সালে।
৩১। খরার অন্যতম কারন – গভীর নলকূপ স্থাপন করা।
৩২। “সিডর” শব্দের অর্থ – চোখ।
বাংলাদেশে আঘাত হানে -২০০৭ সালে।
৩৩। “Tornado” শব্দের অর্থ – বজ্রঝড়।
“Kyklos” শব্দের অর্থ – সাপের কুন্ডলী।
৩৪। সুনামীকে পৃথিবীর কত নম্বর প্রাকৃতিক দূর্যোগ বলা হয় – ৩য়।
৩৫। বাংলাদেশ সুনামীতে ক্ষতিগ্রস্ত হন – ১৯৬২ সালে ২ এপ্রিল।
৩৬। pH এর মান কত হলে মাছের বেশিরভাগ ডিম নষ্ট হয়ে যায় – ৫ এর কম।
৩৭। পানিতে এসিড থাকলে pH এর মান হয় – ৭ এর কম।
৩৮। “Disaster” শব্দের অর্থ – দুর্যোগ।
৩৯। বাংলাদেশের নদীগুলোর মধ্যে ভারতে জন্ম প্রায় – ৫৫ টি নদীর।
৪০। রিখটার স্কেলে ১ মাত্রা বাড়া মানে ভূমিকম্পের শক্তি – ৩০ গুণ বেড়ে যাওয়া।
সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণি : দশম
অধ্যায়ের গুরত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর
০১। কোনটি ভেক্টর রাশি – বল, ত্বরণ।
০২। চলন্ত বাস থেমে গেলে বাসের যাত্রীরা সামনে ঝুঁকে যায় কেন – গতির জড়তার কারনে।
০৩। নিউটনের প্রথম সূত্র হতে কোন বিষয়ে ধারণা পাওয়া যায় – জড়তা ও বল।
০৪। নিউটনের ২য় সূত্র ক্ষেত্রে প্রযোজ্য – বল=ভর*ত্বরণ।
০৫। শক্তিশালী নিউক্লিয় বল দূর্বল নিউক্লিয় বলের তুলনায় কতগুন বেশি -১০^১২।
০৬। বলের একক – নিউটন।
গতিবিষয়ে সূত্র প্রদান করে – নিউটন।
০৭। স্যুটকেসের নিচে চাকা লাগনো হয় কেন – ঘর্ষণ কমাতে।
ঘর্ষণ কমাতে ব্যবহান হয় – লুব্রিকেন্ট।
০৮। গাছ হতে নিচে ফল পড়ে – মাধ্যাকর্ষণ বলের কারনে।
০৯। বেগের পরিবর্তন হারকে বলে – ত্বরণ।
১০। নিউটনের কোন সূত্র ব্যবহার করে রকেট চলে – ৩য়।
১১। চৌম্বক বল কয়টি ধর্ম প্রদর্শন করে – ২টি।
১২। শক্তিশালী নিউক্লিয় বলের পাল্লা কেমন – অতিক্ষুদ্র।
১৩। পৃথিবীর ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে – অভিকর্ষ।
১৪। লেপটন ও হাউন হচ্ছে -মৌল কনিকা।
১৫। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে – ইলেকট্রন।
১৬। নিউটনের গতিসূত্র প্রকাশ হয় – ১৬৮৭।
১৭। নিউটন কয়টি বিষয়ে উপর সম্পর্ক স্থাপন করে – ৪টি।
মৌলিক বল – ৪টি।
১৮। জড়তা – ২ প্রকার।
১৯। হাঁটতে গেলে উচু নিচু জায়গায় হোঁচট খাই কেন – স্থিতি জড়তার জন্য।
২০। সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনকে বলে – গতি।
২১। ঝুরঝুর বালিতে হাঁটা যায় না কেন – বল প্রয়োগ হয় না তাই।
২২। যে বলের কারনে রকেট জ্বালানী নির্গত হওয়ার বিপরীত দিকে চলে – ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারনে।
২৩। ক্রিকেট বল ব্যাটের ওপর কোন বল ক্রিয়া করে – প্রতিক্রিয়া বল।
২৪। পদার্থের নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে বলে – জড়তা।
পদার্থের জড়তা পরিমাপ হচ্ছে – ভর।
২৫। প্যারাসুট নিয়ে প্লেন থেকে ঝাঁপিয়ে পড়লে কোন ঘর্ষণের কারনে নিচে নামতে পারে – প্রবাহী ঘর্ষণ।
২৬। ঘর্ষণ বল কয়টি বিষয়ে নির্ভর করে – ২টি।
২৭। তেল বা গ্রিজ তলগুলোকে কী করে – মসৃণ।
২৮। গাড়ির টায়ারে সুতোর ব্যবহার হয় – সড়ক আঁকরে ধরার জন্য।
২৯। কিসের কারনে আমরা বই খাতা ধরে রাখতে পারি – ঘর্ষণের কারনে।
৩০। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কেন- মাধ্যাকর্ষণ বলের জন্য।
৩১। যে পদার্থ চুম্বকে আকর্ষণ করে তাকে -চুম্বক পদার্থ বলে।
৩২। সকল পদার্থ – পরমানু দিয়ে গঠিত।
৩৩। যা বস্তুর অবস্থান পরিবর্তন করতে চায় – বল।
৩৪। মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় তড়িৎ চৌম্বক বল কতগুণ বেশি শক্তিশালী – ১০^২০ গুন।
৩৫। নিউটনের প্রথম সূত্র – বাইরে থেকে কোন বল প্রয়োগ না করে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে।
৩৬। নিউটনের ২য় সূত্র – বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক।
৩৭। নিউটনের ৩য় সূত্র – প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে।
৩৮। ভরের একক – কেজি।
৩৯। রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য দায়ী – তাড়িৎ চৌম্বক বল।
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
ইংরেজি
বাংলা
বাংলা ব্যাকরণ
গণিত
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- কাস্টম হাউস পানগাঁও (bch) এর সিপাহী পদের লিখিত পরীক্ষার full প্রশ্ন সমাধানের pdf ২০২৩,bch Sepoy post question solution pdf 2023,কাস্টম হাউস পানগাঁও প্রশ্ন সমাধান ২০২৩
- ৩০তম বিসিএস প্রশ্ন সমাধান, ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান, ৩০তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সল্যুশন, ৩০তম বিসিএস প্রিলিমিনারি (BCS) সকল সেট প্রশ্ন সমাধান
- 29th BCS Preliminary Question Solution, 29th BCS Question Answers PDF Download,29th BCS MCQ Questions Solution,29th BCS Question Solution
- চাকরির খবর ২২ সেপ্টেম্বর, সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ২২ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার, Saptahik Chakrir Khabor Potrika 22 September 2023
- ২২ সেপ্টেম্বর ২০২৩ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা পিডিএফ, ২২ সেপ্টেম্বর সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ২০২৩ ইং
- Saptahik Chakrir Dak 22 September 2023, চাকরির ডাক ২২ সেপ্টেম্বর ২০২৩, ২২ সেপ্টেম্বর সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২০২৩ ইং