আমাকে পথ দেখাও, মুহাম্মদ সুফিয়ান তাসদিক

Google Adsense Ads

আমাকে পথ দেখাও
———মুহাম্মদ সুফিয়ান তাসদিক

আকাশ ফেটে বৃষ্টি পড়ার
রিমিঝিম শব্দ শুনি টিনের চালে।

শুনি মাতাল হাওয়ার বজ্রধ্বনি,
শাঁই শাঁই শব্দ তুলে।

দেখি বেহুশ দুনিয়ার মাতলামী,
সুখি মানুষের চঞ্চলতা।

দেখিনা শুধু তোমায়।
শুনি না তোমার
সোহাগি কণ্ঠের ডাক
ভালোবেসে আমায়।

সত্যি-ই আমি অন্ধ ও বধির
সত্যের ব্যপারে।
আমাকে পথ দেখাও প্রভু।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment