অনার্স ৪র্থ বর্ষের বাংলা কবিতা -৩ সাজেশন, honors 4th year bengali poetry-3 special short suggestions, অনার্স ৪র্থ বর্ষের বাংলা কবিতা -৩ ১০০% কমন সাজেশন, honors 4th year suggestions

অনার্স ৪র্থ বর্ষের বাংলা কবিতা ৩ স্পেশাল সাজেশন, বাংলা কবিতা ৩ চূড়ান্ত সাজেশন,বাংলা কবিতা ৩ চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বাংলা কবিতা -৩ সাজেশন, honors 4th year bengali poetry-3 special short suggestions, অনার্স ৪র্থ বর্ষের বাংলা কবিতা -৩ ১০০% কমন সাজেশন, honors 4th year suggestions

অনার্স ৪র্থ বর্ষের বাংলা কবিতা ৩ সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বাংলা কবিতা ৩ (Bangla Poetry 3) সুপার সাজেশন
Department of : Bangla & Other Department
Subject Code: 241013
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

বাংলা কবিতা ৩ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বাংলা কবিতা ৩, অনার্স ৪র্থ বর্ষের বাংলা কবিতা ৩ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন বাংলা কবিতা ৩ সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

বাংলা কবিতা ৩ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. সাত সাগরের মাঝি কাব্যের প্রথম প্রকাশকাল কত?
উত্তর : সাত সাগরের মাঝি কাব্যের প্রথম প্রকাশকাল ১৯৪৪ সালে।

২. কবি ফররুখ আহমদ তার সাত সাগরের মাঝি কাব্যটি কার নামে উৎসর্গ করেছেন?
উত্তর : কবি ফররুখ আহমদ তার সাত সাগরের মাঝি কাব্যটি পাকিস্তানি কবি ও দার্শনিক মহাকবি আল্লামা ইকবালের অমর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত।

৩. ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থে প্রধানত কোন চেতনার প্রকাশ ঘটেছে?
উত্তর : ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থে প্রধানত ইসলামি ঐতিহ্য চেতনার প্রকাশ ঘটেছে।

৪. ফররুখ আহমদের কবিতায় প্রধানত কোন চেতনার প্রকাশ ঘটেছে?
উত্তর : ফররুখ আহমদের কবিতায় প্রধানত, ইসলামি ঐতিহ্যচেতনা, বিশেষত মুসলিম জাগরণ এবং আরব ইরানের ঐতিহ্যের প্রকাশ ঘটেছে।

৫. সাত সাগরের মাঝি কাব্যে কোন কবিতাটি উদ্বোধনমূলক কবিতা?
উত্তর : সাত সাগরের মাঝি কাব্যে সিন্দাবাদ কবিতাটি উদ্বোধনমূলক কবিতা।

৬. ‘সিন্দাবাদ’ কবিতায় কতগুলো দ্বীপের কথা বলা হয়েছে?
উত্তর : ‘সিন্দাবাদ’ কবিতায় হাজার দ্বীপের কথা বলা হয়েছে।

৭. ডাহুক কী ধরনের কবিতা?
উত্তর : ডাহুক প্রতীকাশ্রয়ী কবিতা।

৮. ফররুখ আহমদ স্বর্ণ-ঈগল কবিতাটি আঙ্গিক বিচারে কোন ধরনের?
উত্তর : স্বর্ণ-ঈগল কবিতাটি আঙ্গিক বিচারে সনেট জাতীয় কবিতা।

৯. সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের স্বর্ণ-ঈগল কবিতায় কবি কাকে স্বর্ণ ঈগল বলেছেন?
উত্তর : সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের স্বর্ণ-ঈগল কবিতায় কবি মুসলিম জাতিকে স্বর্ণ ঈগল বলেছেন।

১০. নারঙ্গীবনে কী কাঁপছে?
উত্তর : নারঙ্গীবনে সবুজ পাতা কাঁপছে।

১১. আহসান হাবীবের রাত্রিশেষ কাব্যের কবিতাগুলোকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে?
উত্তর : আহসান হাবীবের রাত্রিশেষ কাব্যের কবিতাগুলোকে চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে।

১২. আহসান হাবীবের রাত্রিশেষ কাব্যগ্রন্থের প্রথম কবিতার শিরোনাম কী?
উত্তর : আহসান হাবীবের রাত্রিশেষ কাব্যগ্রন্থের প্রথম কবিতার শিরোনাম দিনগুলি।

১৩. কাশ্মিরী মেয়েটি কবিতায় ফরিদের ছোট ছেলের নাম কী?
উত্তর : কাশ্মিরী মেয়েটি কবিতায় ফরিদের ছোট ছেলের নাম আমজাদ।

১৪. আহসান হাবীবের এ অধ্যায় কবিতায় চৈত্রে কী আলগা হয়েছে?
উত্তর : আহসান হাবীবের এ অধ্যায় কবিতায় চৈত্রে মাধবীলতার বাঁধন আলগা হয়েছে।

১৫. আহসান হাবীব রচিত রেণকোট কবিতায় কয়টি বর্ষা পেরোনের কথা বলা হয়েছে?
উত্তর : আহসান হাবীব রচিত রেণকোট কবিতায় পঁচিশটি বর্ষা পেরোনের কথা বলা হয়েছে।

১৬. আহসান হাবীবের হাসি কবিতায় তার হাসিকে কীসের মতো ঘুরে বেড়াতে দেখেছেন?
উত্তর : আহসান হাবীবের হাসি কবিতায় তার হাসিকে মুষিকের মতো ঘুরে বেড়াতে দেখেছেন।

১৭. ‘দুর্বহ পাপের বোঝা দিনে দিনে লঘু করিবার প্রতিজ্ঞা আমার।’ -‘রাত্রিশেষ’ কাব্যের কোন কবিতায় কবি এ প্রতিজ্ঞা করেছেন?
উত্তর : ‘দুর্বহ পাপের বোঝা দিনে দিনে লঘু করিবার প্রতিজ্ঞা আমার।’ — ‘রাত্রিশেষ’ কাব্যের ‘স্বাক্ষর’ কবিতায় কবি এ প্রতিজ্ঞা করেছেন।

১৮. বন্দী শিবির থেকে কাব্যের প্রথম কবিতার শিরোনাম কী?
উত্তর : বন্দী শিবির থেকে কাব্যের প্রথম কবিতার শিরোনাম তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা।

১৯. শামসুর রাহমানের বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থটি কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর : শামসুর রাহমানের বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থটি ১৯৭২ সালে প্রথম প্রকাশিত হয়।

২০. রিকয়েললেস রাইফেল খই ফোটায় কোন কবিতায়?
উত্তর : রিকয়েললেস রাইফেল খই ফোটায় তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায়।

২১. জলপাই রঙের জিপের দিকে কে বারংবার তেড়ে যায়?
উত্তর : জলপাই রঙের জিপের দিকে পথের কুকুর বারংবার তেড়ে যায়।

২২. শামসুর রাহমানের তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় সগীর আলীর বাড়ি কোথায়?
উত্তর : শামসুর রাহমানের তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় সগীর আলীর বাড়ি শাহবাজপুরে।

২৩. রৌদ্র করোটিতে শব্দের আভিধানিক অর্থ লেখ।
উত্তর : রৌদ্র করোটিতে শব্দের আভিধানিক অর্থ সূর্যের আলোর উদ্ভাসিত।

২৪. স্বাধীনতা তুমি কবিতায় কবি স্বাধীনতাকে রবি ঠাকুরের কোন সৃষ্টিশীলতার সাথে তুলনা করেছেন?
উত্তর : কবি স্বাধীনতাকে রবি ঠাকুরের অজর কবিতা ও অবিনাশী গানের সাথে তুলনা করেছেন।

২৫. মধুস্মৃতি কবিতাটি কার স্মরণে রচিত?
উত্তর : মধুস্মৃতি কবিতাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মধুদার স্মরণে রচিত।

২৬. মধুস্মৃতি কবিতায় কবি কাকে স্মরণ করেছেন?
উত্তর : মধুস্মৃতি কবিতায় কবি একাত্তরের শহিদ মধুদাকে স্মরণ করেছেন।

২৭. রক্তাক্ত প্রান্তরে কবিতাটি কাকে নিয়ে রচিত?
অথবা, ‘রক্তাক্ত প্রান্তরে’ কবিতাটি কার স্মরণে রচিত হয়েছে?
উত্তর : রক্তাক্ত প্রান্তরে কবিতাটি মুনির চৌধুরীকে নিয়ে রচিত।

২৮. হাসান হাফিজুর রহমানের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর : হাসান হাফিজুর রহমানের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম বিমুখ প্রান্তর।

২৯. হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’ কত খণ্ডে প্রকাশিত হয়েছে?
উত্তর : হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’ ১৬ খণ্ডে প্রকাশিত হয়েছে।

৩০. হাসান হাফিজুর রহমান সম্পাদিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থটির নাম কী?
উত্তর : হাসান হাফিজুর রহমান সম্পাদিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থটির নাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র।

৩১. ‘একুশে ফেব্রুয়ারি’ কবিতা সংকলনটি কে সম্পাদনা করেছেন?
উত্তর : ‘একুশে ফেব্রুয়ারি’ কবিতা সংকলনটি সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান।

৩২. শোকার্ত তরবারী কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা কতটি?
উত্তর : শোকার্ত তরবারী কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা ১৯টি।

৩৩. ‘শোকার্ত তরবারী’ কবিতায় কবি কীসে উন্মাদ হন?
উত্তর : ‘শোকার্ত তরবারী’ কবিতায় কবি ঘ্রাণ শক্তিতে উন্মাদ হন।

৩৪. হাসান হাফিজুর রহমানের শুধু ডাক দিও কবিতায় যৌবনকে ডাক দিলে কী হবে?
উত্তর : হাসান হাফিজুর রহমানের শুধু ডাক দিও কবিতায় যৌবনকে ডাক দিলে উত্থিত আনন্দে আপ্লুত হয়ে ভিজতে হবে।

৩৫. ‘তুমি অবিনাশ’ কবিতায় মাথার উপর সূর্যটি কেমন?
উত্তর : ‘তুমি অবিনাশ’ কবিতায় মাথার উপর সূর্যটি গ্যাস ভর্তি এবং কালো রংয়ের।

৩৬. তুমি অবিনাশ কবিতায় কীসের মুখে সব শাস্ত্র ভেসে গেছে?
উত্তর : তুমি অবিনাশ কবিতায় অস্ত্রের মুখে সব শাস্ত্র ভেসে গেছে।

৩৭. ‘আমাদের উচ্চতার মাপে’ কবিতা অনুসারে ইদানিং মানুষ কীসের চেয়ে অনেক বড়?
উত্তর : ‘আমাদের উচ্চতার মাপে’ কবিতা অনুসারে ইদানিং মানুষ মানুষের চেয়ে অনেক বড়।

৩৮. আহসান হাবীবের দিনগুলি কবিতায় কবির দিনগুলো কীসের প্রতীক?
উত্তর : আহসান হাবীবের দিনগুলি কবিতায় কবির দিনগুলো শ্বাপদ-বিজয়ী অরণ্যেতে শর-খাওয়া এক হরিণ- শিশুর আর্তনাদের প্রতীক।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

বাংলা কবিতা ৩ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. ‘ডাহুক’ কবিতা অবলম্বনে কবির মানস প্রবণতা বিশ্লেষণ কর।
২. ‘ডাহুকের ডাক জাগরণী গান’ কীভাবে? আলোচনা কর।
৩. স্বর্ণ-ঈগল কবিতায় কবি ফররুখ আহমদ কাকে এবং কেন স্বর্ণ ঈগল বলেছেন? বুঝিয়ে দাও।
৪. ফররুখ আহমদের ‘লাশ’ কবিতার সারমর্ম লেখ।
অথবা, ‘লাশ’ কবিতার সারমর্ম লেখ।

৫. ফররুখ আহমদের ‘তুফান’ কবিতার মর্মকথা আলোচনা কর।
৬. আহসান হাবীবের দিনের সুর’ কবিতার মূল বক্তব্য লেখ।
৭. আহসান হাবীবের ‘বাইশে শ্রাবণ’ কবিতার মূল প্রতিপাদ্য বিশ্লেষণ কর।
৮. আহসান হাবীবের ‘মৃত্যু’ কবিতা অবলম্বনে মৃত্যুর স্বরূপ আলোচনা কর।
৯. ‘রাত্রিশেষ’ কাব্যের ‘হে বাঁশরী অসি হও’ কবিতায় কবি কেন বাঁশরীকে অসি হতে বলেছেন?

১০. ‘গেরিলা’ কবিতায় শামসুর রাহমান গ্রামীণ মানুষের যে ধারণা ব্যক্ত করেছেন, তা আলোচনা কর।
১১. ‘গেরিলা’ কবিতায় বিস্তৃত গেরিলাদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
১২. ‘তুমি তো আমার ভাই, হে নতুন, সন্তান আমার।’ – কথাটি বুঝিয়ে দাও।
১৩. শামসুর রাহমানের ‘বন্দী শিবির থেকে’ কবিতার মূলভাব আলোচনা কর।
১৪. ‘আপনি নিজেই আজ কী দুঃসহ বিষণ্ণ সংবাদ।’ – উক্তিটি ব্যাখ্যা কর।

১৫. হাসান হাফিজুর রহমানের ‘শোকার্ত তরবারী’ কাব্যগ্রন্থের ‘মা নেই : তবু’ — কবিতায় মৃত মায়ের সম্পর্কে ছেলের অনুভূতি সংক্ষেপে লেখ।
১৬. হাসান হাফিজুর রহমানের ‘আগুন থেকে দূরে’ কবিতার মূল বক্তব্য সংক্ষেপে লেখ।
১৭. বএ-কালটার সবটাই বুঝি বস্ত্রহরণের লাঞ্ছনায় বাঁধা পড়ে গেছে।’ – ব্যাখ্যা কর।
১৮. ‘পরাজয়ে আমি মুহুর্মুহু
পিষে যাই। চিরকাল এমন কি পিষে যাবো?’ – ব্যাখ্যা কর।
১৯. হাসান হাফিজুর রহমানের ‘তুমি অনিবাশ’ কবিতায় কবির হাঁটু ভেঙে আসছে কেন? ব্যাখ্যা কর।

PDF Download বাংলা কবিতা ৩ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. ‘সাত সাগরের মাঝি’ কাব্যের নামকরণের সার্থকতা বর্ণনা কর।
২. ফররুখ আহমদের ‘সাত সাগরের মাঝি’ কাব্যের শিল্পমূল্য আলোচনা কর।
৩. ফররুখ আহমদের ‘সাত সাগরের মাঝি’ কাব্যে মুসলিম পুনর্জাগরণের স্বপ্নে বিভোর কবিচিত্তের যে ব্যাকুল জিজ্ঞাসা উচ্চারিত তার স্বরূপ বিশ্লেষণ কর।
অথবা, ফররুখ আহমদের ‘সাত সাগরের মাঝি’ কাব্যে মুসলিম পুনর্জাগরণের স্বপ্নে বিভোর কবিচিত্তের যে ব্যাকুল জিজ্ঞাসা উচ্চারিত হয়েছে, তার পরিচয় দাও।

৪. রূপক কবিতা কাকে বলে? রূপক কবিতা হিসেবে ‘ডাহুক’ এর সার্থকতা বিচার কর।
৫. ‘ডাহুক’ কবিতায় কবি মানবজীবনের যে বেদনার রূপ ফুটিয়ে তুলেছেন তা বর্ণনা কর।
অথবা, ‘ডাহুক’ কবিতায় কবি মানবজীবনের যে বেদনার রূপ ফুটিয়ে তুলেছেন তার পরিচয় দাও।
৬. ফররুখ আহমদের ‘পাঞ্জেরী’ কবিতার মূলভাব আলোচনা কর।
অথবা, ফররুখ আহমদের ‘পাঞ্জেরী’ কবিতার মূল বক্তব্য লেখ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৭. আহসান হাবীবের ‘রাত্রিশেষ’ কাব্যের বিষয়বস্তু, ছন্দ ও অলঙ্কারের ব্যবহার মূল্যায়ন কর।
অথবা, আহসান হাবীরে ‘রাত্রিশেষ’ কাব্যের শিল্পমূল্য আলোচনা কর।
৮. কবি আহসান হাবীবের কবি মানসের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৯. সমাজচেতনা ও মানবতার প্রতি দায়বদ্ধতা আহসান হাবীবের কবিতায় সতত লক্ষ করা যায়- ‘রাত্রিশেষ’ কাব্য অবলম্বনে আলোচনা কর।
১০. ‘বন্দী শিবির থেকে’ কাব্য অবলম্বনে শামসুর রাহমানের স্বাধীনতা ও সমাজচেতনার পরিচয় দাও।
১১. ‘ভাষা, শব্দ ও চিত্রকল্প ব্যবহারে কবির নাগরিক বৈদগ্ধ্যের প্রকাশ ঘটেছে।’ — ‘বন্দী শিবির থেকে’ কাব্য অনুসরণে উক্তিটির তাৎপর্য আলোচনা কর।

১২. ‘বন্দী শিবির থেকে’ কাব্যের আলোকে শামসুর রাহমানের শিল্পীসত্তার পরিচয় দাও।
১৩. বন্দী শিবির থেকে কাব্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং তা লাভ করার পথে যে মর্মন্তদ বেদনাঘন অভিজ্ঞতার প্রকাশ ঘটেছে, তার পরিচয় দাও।
১৪. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ফুটে ওঠা মুক্তিযুদ্ধের ছবি তুলে ধর।
অথবা, ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চিত্র ফুটে উঠেছে তা বিস্তারিত বর্ণনা কর।

১৫. শামসুর রাহমানের ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের বিষয়ভাবনা আলোচনা কর।
১৬. ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের শিল্প সফলতা সম্পর্কে আলোচনা কর।
১৭. হাসান হাফিজুর রহমানের কবিসত্তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৮. ‘হাসান হাফিজুর রহমানের কবিতায় সমকালীন সমাজ ও জীবন শিল্পরূপ লাভ করেছে।’ – আলোচনা কর।
১৯. ‘হাসান হাফিজুর রহমান মার্কসবাদী দর্শনের প্রতিভূ।’ – কবির ‘শোকার্ত তরবারী’ কাব্যগ্রন্থ অবলম্বনে মন্তব্যটির যাথার্থতা তুলে ধর।
২০. হাসান হাফিজুর রহমানের ‘শোকার্ত তরবারী’ কাব্যের নামকরণের সার্থকতা লেখ।

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বাংলা কবিতা ৩ 2024

অধ্যায় 1

ক বিভাগ 

  • সাত সাগরের মাঝি কাব্যে কোন কবিতাটি উদ্ভোধনমূলক কবিতা
  • ফররুখ আহমদ তাঁর সাত সাগরের মাঝি কাব্যটি কার নামে উৎসর্গ করেছেন
  • সাত সাগরের মাঝি কাব্যের প্রথম প্রকাশকাল কত

খ বিভাগ 

  • ডাহুক কবিতা অবলম্বনে কবির মানস প্রবণতা বিশ্লেষণ কর
  • সাত সাগরের মাঝি কাব্যে রাত পোহাবার কত দেরি পান্জেরীল কথাটি বারবার কেন এসেছে 
  • সাত সাগরের মাঝি কবিতাকে কেন রুপক কবিতা বলা হয়
  • রুপক কবিতা বলতে কি বুঝ? পান্জেরী কোন অর্থে রুপক কবিতা
  • ফররুক আহমদের লাশ কবিতাক সারমর্ম লিখ
  • ডাহুকের ডাক জাগরণী গান কিভাবে আলোচনা কর

গ বিভাগ 

  • সাত সাগরের মাঝি কাব্যের নামকরণের সার্থকতা বর্ণনা কর
  • ডাহুক কবিতায় কবি মানব জীবনের যে বেদনার রুপ ফুটিয়ে তুলেছেন তা বর্ণনা কর
  • ফররুক আহমদেপ সাত সাগরের মাঝি কাব্যে মুসলিম পুনর্জারণের স্বপ্নে বিভোর কবিচিওের যে ব্যাকুল জিজ্ঞাসা উচ্চারিত তার স্বরুপ বিশ্লেষণ কর
  • ফখরুক আহমদের সাত সাগরের মাঝি কাব্যের শিল্পমূল্য আলোচনা কর

অধ্যায় 2

ক বিভাগ 

  • রাশিশেষ কাব্যের প্লথম কবিতার শিরোনাম কী
  • আহসান হাবীবের এই অধ্যায় কবিতায় চৈএে কী আলগা হয়েছে
  • আহসান হাবীবের দিনগুলি কবিতায় কবির দিনগুলো কীসের প্রতীক
  • আহসান হাবীব রচিত রেইনকোর্ট কবিতায় কয়টি বর্ষা  পেরোনোর কথা বলা হয়েছে 
  • আহসান হাবীবের হাসি কবিতায় তার হাসিকে কীসের মতো ঘূরে বেড়াতে দেখেছেন
  • নারঙ্গী বনে কি কাঁপসে ৷

খ বিভাগ 

  • এই দিন এই মৃওিকা কবিতার মূল বক্তব্য লেখ
  • রাএিশেষ কাব্যের হে বাঁশরী অসি হও কবিতায় কবি কেন বাঁশরীকে অসি হতে বলেছেন
  • আহসান হাবীবের দিনের সূর কবিতার মূল বক্তব্য লেখ
  • আহসান হাবীবের মৃত্যু কবিতা অবলম্বনে মৃত্যুর স্বরুপ আলোচনা কর

গ বিভাগ

  • আহসান হাবীব সমকাল স্পর্শী এবং জীবনমুখি কবি মন্তব্যটি বিচার কর
  • সমাজচেতনা ও মানবতার প্রতি দায়বদ্ধতা আহসান হাবীবের কবিতায় সতত লক্ষ করা যায় রাএিমষ কাব্য অবলম্বনে  আলোচনা কর 

অধ্যায় 3

ক বিভাগ 

  • শামসূর রাহমানের জন্ম মৃত্যু সাল কোনটি
  • শামসূর রাহমানের বন্দী শিবির থেকে প্রথম কোথা কখন প্রকাশিত হয়
  • বন্দী শিবির থেকে কাব্যের প্রথম কবিতার শিরোনাম কী
  • স্বাধীনতার জন্য কে দানবের মত চিৎকার করতে করতে আসে
  • শামসুর রাহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় সগীর  আলীর বাড়ি কোথায় 
  • মধু স্মৃতি কবিতাটি কার স্মরণে রচিত 
  • মধুস্মৃতি কবিতায় কবি কাকে স্মরণ করেছেন 
  • স্বাধীনতার জন্য কার কপাল ভেঙে ছিল
  • হিটলারের নব্য অবতার বলতে কাকে বোঝানো হয়েছে

খ বিভাগ 

  • মনের মতন সব কবিতা লেখার অধিকার ওরা করেছে হরণ ব্যাখ্যা কর
  • শামসূর রাহমান তাঁর উদ্বাস্ত কবিতায় নিজেকে উদ্বাস্ত মনে করেছেন কেন
  • গেরিলা কবিতায় বিধৃত গেরিলাদের সংক্ষিপ্ত পরিচয় দাও
  • আপনি নিজেই আজ কী দুঃসহ বিষণ্ন সংবাদ৷ উক্তিটি ব্যাখ্যা কর

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের বাংলা কবিতা ৩ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ বাংলা কবিতা ৩ সাজেশন

গ বিভাগ 

  • বন্দী শিবির থেকে কাব্যের কবিতা গুচ্ছ একজন সন্ত্রস্ত ব্যথিত কবির অভিজ্ঞতা ও ভাবনাবেদনাসার মন্তব্যের স্বপক্ষে বক্তব্য উপস্হাপন কর
  • ভাষা শব্দ ও চিএকল্প ব্যবহারে কবির নাগরিক বৈদগ্ধের প্রকাশ ঘটেছে বন্দী শিবির কাব্য অনুসরণে উক্তিটির তাৎপর্য আলোচনা কর 
  • বন্দী শিবির থেকে কাব্য আবলম্বনে কবি শামসুর রাহমানের স্বাধীনতা ও সমাজ চেতনার পরিচয় দাও,
  • শামসুর রাহমানের বন্দী থেকে কাব্যের রক্তাক্ত প্রান্তরে কবিতার নামকরণের তাৎপর্য বিশ্লেষণ কর
  • তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় ফুটে উঠা মুক্তি যুদ্ধের ছবি তুলে ধর
  • বন্দী শিবির থেকে কাব্যগ্রন্হের শিল্প সফলতা সম্পর্কে আলোচনা কর

অধ্যায় 4

ক বিভাগ 

  • হাসান হাফিজুর রহমানের শোকার্ত তরবারি কাব্যের প্রকাশকাল কত
  • শোকার্ত তরবারি কাব্যগ্রন্হে কবিতার সংখ্যা কতটি
  • হাসান হাফিজুর রহমান সম্পাদিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্হটির নাম কী
  • হাসান হাফজুর রহমানের শুধু ডাক দিও না কবিতায় যৌবনকে ডাক দিলে কি হয় 
  • শোকার্ত তরবারি কবিতায় অনেক শ্যামলিকা কীসে ধোয়া হয়ে গেছে
  • তুমি অবিনাশ কবিতা অবলম্বনে কীসের মুখে সব শাস্ত্র ভেসে গেছে

খ বিভাগ 

  • হাসান হাফিজুর রহমান কী অর্থে যন্ত্রণাদণ্ধ কবি আলোচনা কর
  • হাসান হাফিজুর রহমানের আগুন থেকে দূর কবিতার মূল বক্তব্য সংক্ষেপে লেখ

গ বিভাগ 

  • হাসান হাফিজুর রহমানের শোকার্ত তরবারি কাব্যের নামকরণের সার্থকতা লেখ
  • হাসান হাফিজুর রহমানের কবিসওার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর

Honors 4th year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের বাংলা কবিতা ৩ স্পেশাল সাজেশন 2024,Honors Bangla Poetry 3 Suggestion 2024

PDF Download বাংলা কবিতা ৩ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, বাংলা কবিতা ৩ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, বাংলা কবিতা ৩ সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ বাংলা কবিতা ৩ সাজেশন, বাংলা কবিতা ৩ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

Leave a Comment