অনার্স ৩য় বর্ষের আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) সাজেশন

চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে), অনার্স ৩য় বর্ষের ১০০% কমন আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) সাজেশন

অনার্স ৩য় বর্ষের আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) (History of Modern Europe (Since 1789) ) সুপার সাজেশন
Department of : Islamic History and Culture & Other Department
Subject Code: 231607
২০২৪ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৩য় বর্ষের আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) সাজেশন,আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে), অনার্স ৩য় বর্ষের আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) সাজেশন,

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) অনার্স ৩য় বর্ষ সাজেশন 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. ফরাসি বিপ্লবের মূল উপজীব্য কি?
উত্তর: ফরাসি বিপ্লবের মূল উপজীব্য স্বাধীনতা ও ভ্রাতৃত্বরোধ।

২. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উত্তর: ফরাসি বিপ্লবের সময় ষোড়শ লুই ফ্রান্সের রাজা ছিলেন

৩. টেইলি কি?
উত্তর: টেইলি হল ফ্রান্সে প্রচলিত ভূমির কর।

৪. মাদাম রোলা কে ছিলেন?
উত্তর: মাদাম রোলা ছিলেন গিরোন্ডিস দলের নেতা।

৫. নেপোলিয়ন কোড কি?
উত্তর: আইন সংস্কারের অংশ হিসেবে নেপোলিয়ন বোনাপার্ট যে কোড বা বিধি প্রণয়ন করেন তাই নেপোলিয়ন কোড।

৬. ট্রাফালগারের যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর: ট্রাফালগারের যুদ্ধ ১৮০৫ সালে সংঘটিত হয়।

৭. কোথায় নেপোলিয়ন বোনাপার্ট কে নির্বাসিত করা হয়েছিল?
উত্তর: সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসিত করা হয়েছিল।

৮. কোন সময়কালকে মেটারনিক যুগ বলা হয়?
উত্তর: ১৮১৫ থেকে ৪৮ সাল পর্যন্ত সময়কে মেটারনিকের অধিপত্যের যুগকে ইউরোপের ইতিহাসে মেটারনিক যুগ বলা হয়।

৯. পবিত্র চুক্তি কি?
উত্তর: খ্রিস্ট ধর্মের একটি মূলনীতির ভিত্তিতে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার নেতৃবর্গের সাথে যে চুক্তি সম্পাদন করেন তাই পবিত্র চুক্তি।

১০. The Spirit of Laws গ্রন্থের লেখক কে?
উত্তর: The Spirit of Laws গ্রন্থের লেখক মন্টেস্কু।

১১. জুলাই বিপ্লব কখন সংঘটিত হয়?
উত্তর: জুলাই বিপ্লব ১৮৩০ সংঘটিত হয়।

১২. ফেব্রুয়ারি বিপ্লব কখন সংঘটিত হয়?
উত্তর: ফেব্রুয়ারি বিপ্লব ১৮৪৮ সংঘটিত হয়।

১৩. ভিল্লাফ্রাঙ্কার চুক্তি কত সালে সম্পাদিত হয়?
উত্তর: ভিল্লাফ্রাঙ্কার চুক্তি ১৮৬০ সালে সম্পাদিত হয়।

১৪. ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা যোসেফ ম্যাজিনি।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

১৫. রাইন প্রজাতন্ত্র কী?
উত্তর: জার্মানির ৩৯ টি রাষ্ট্র নিয়ে নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক গঠিত একটি রাষ্ট্রসঙঘ হলো কনফেডারেশন অব দি রাইন।

১৬. Blood and Iron Policy প্রবর্তন করেন কে?
উত্তর: Blood and Iron Policy প্রবর্তন করেন অটোভন বিসমার্ক।

১৭.কাইজার কী?
উত্তর: কাইজার হলো জার্মান সম্রাটের উপাধি

১৮. কোন সময়কালকে বিসমার্কের যুগ বলা হয়?
উত্তর: ১৮৭১ থোকে ১৮৯০ পর্যন্ত সময়কালকে বিসমার্কের যুগ বলা হয়।

১৯. The Lady with the Lamp বলা হয় কাকে?
উত্তর: The Lady with the Lamp বলা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে।

২০. কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়?
উত্তর: মহান পিটার বা প্রথম পিটারকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়।

২১. রাশিয়ার ‘বলশেভিক পার্টি’ কখন গঠিত হয়?
উত্তর: রাশিয়ার ‘বলশেভিক পার্টি’ ১৯০৩ গঠিত হয়।

২২. বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর: বার্লিন চুক্তি ১৮৭৮সালের ১৩ জুলাই স্বাক্ষরিত হয়।

২৩. ইউরোপীয় সভ্যতার শেষ সন্তান বলা হয় কোন দেশকে?
উত্তর: ইউরোপীয় সভ্যতার শেষ সন্তান বলা হয় রাশিয়াকে।

২৪. ভার্সাই নগরী কোন দেশে অবস্থিত?
উত্তর: ভার্সাই নগরী ফ্রান্সে দেশে অবস্থিত।

২৫. লীগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: লীগ অব নেশনস ১৯১৯ সালের ২৮ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।

২৬. প্রাভাদা কী?
উত্তর: প্রাভাদা হলেঅ যোসেফ স্ট্যালিন পরিচালিত বলশেভিক দলের পত্রিকা।

২৭. ‘Axis Power’ এর অর্থ কী?
উত্তর: ‘Axis Power’ এর অর্থ অক্ষশক্তি।

২৮. হিটলারের দলের নাম কী ছিল?
উত্তর: হিটলারের দলের নাম ছিল নাৎসি।

২৯. ‘রাইখস্ট্যাগ’ কী?
উত্তর: হিটলারের সময়কাল জার্মানির পার্লামেন্ট নাম ‘রাইখস্ট্যাগ’।

৩০. ভেটো শব্দের অর্থ কী?
উত্তর: ভেটো শব্দের অর্থ আমি মানি না।

PDF Download আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2024

খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি

১. আলোকিত স্বৈরতন্ত্র বলতে কী বুঝ?
২. বুর্জোয়া শ্রেণি সম্পর্কে ধারনা দাও।
৩. স্টেটস জেনারেল কী?
৪. ত্রাসের রাজত্ব বলতে কী বুঝ?

৫. মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বুঝ?
৬. ভিনেয়া সম্মেলনের ন্যায্য অধিকার নীতি বলতে কী বুঝ?
৭. ইউরোপীয় কনসার্ট বলতে কী বুঝ?
৮. পবিত্র চুক্তি কী?
৯. ১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে সংক্ষেপে লেখ।

১০. তৃতীয় নেপোলিয়নের পতনের কারণ কী ছিল?
১১. যোসেফ ম্যাজিনি কে ছিলেন?
১২. স্লেজভিগ-হলস্টিন সমস্যা বলতে কী বুঝ?
১৩. প্রাচ্য সমস্যা কী?
১৪. সংক্ষেপে ক্রিমিয়ার যুদ্ধের তাৎপর্য আলোচনা কর।
১৫. প্রথম বলকান যুদ্ধকে প্রথম বিশ।বযুদ্ধের মহড়া বলা হয় কেন?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১৬. ত্রিশক্তি বলতে কী বুঝ?
১৭. লীগ অব নেশনসের ব্যর্থতার কারণগুলো লেখ।
১৮. ১৯০৫ সালের রক্তাক্ত রবিবারের ঘটনার বিবরণ দাও।
১৯. জার্মানিতে নাৎসিবাদের উন্থান সম্পর্কে আলেঅচনা কর।
২০. জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে আলোচনা কর।

2024 আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. ফরাসি বিপ্লবের প্রধান কারণগুলো আলোচনা কর।
২. ১৭৮৯ খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
৩. স্টেটস জেনারেল কী? ফরাসি বিপ্লবে স্টেটস জেনারেলের ভূমিকা নির্ণয় কর।
৪. ফরাসি বিপ্লবের জন্য ফ্রান্সের রাজতন্ত্র কতদূর দায়ী ছিল।

৫. নেপোলিয়ন বোনাপার্টের মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বুঝায়?
৬. মেটারনিক যুগ বলতে কী বুঝায়? মেটারনিক পদ্ধতি কতটা সফলতা লাভ করেছিল?
৭. ১৮১৫ সালের ভিয়েনা কংগ্রেসের মূলনীতিগুলেঅ পর্যালোচনা কর।
৮. ইউরোপীয় কনসার্ট বলতে কী বুঝায়?
৯. ১৮৩০ সালের জুলাই বিপ্লবের কারণগুলো বিষ্লেষণ কর এবং এর গুরুত্ব নিরূপণ কর।
১০. ১৮৪৮ সালের ফেব্রুয়ারি াবপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) সাজেশন

১১. ইতালি একত্রীকরণে কাউন্ট ক্যাভুর ও যোসেফ গ্যারিবল্ডির অবদান মূল্যায়ন কর।
১২. অটোভন বিসমার্কের অবদান উল্লেখপূর্বক জার্মানির একত্রীকরণে অটোভন বিসমার্কের অবদান সংক্ষেপে লেখ।
১৩. ক্রিমিয়ার যুদ্ধের কারণসমূহ আলোচনা কর। ইউরোপের ইতিহাসে এর প্রভাব আলোচনা কর।
১৪. বার্লিন চুক্তির প্রধান ধারাগুলো কী ছিল? ইহা বিভাবে প্রাচ্য সমস্যার সমাধান করেছিল?
১৫. ১৯১৯ সালের ভার্সাই সন্ধি সম্পর্কে আলোচনা কর।

১৬. সেভার্স সন্ধি বলতে কী বুঝায়?
১৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার মূল কারণগুলো পরীক্ষা কর। এ যুদ্ধের জন্য হিটলার কতটুকু দায়ী?
১৮. ১৯৩৩ সাল হতে ১৯৩৯ সাল পর্যন্ত এডলফ হিটলারের বদেশিক নীতি আলোচনা কর।
১৯. ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে বিস্তারিত লেখ।
২০. জাতিসংঘ গঠনের প্রেক্ষাপটে উল্লেখপুর্বক এর লক্ষ, উদ্দেশ্য ও মূলনীতি বর্ণনা কর।

Honors 3rd year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) স্পেশাল সাজেশন 2024,Honors History of Modern Europe (Since 1789)  Suggestion 2024

PDF Download আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) সাজেশন, আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে) অনার্স ৩য় বর্ষ সাজেশন,

Leave a Comment