Google Adsense Ads
আর্থিক বিবরণী বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর, আর্থিক বিশ্লেষণের প্রধান কৌশল কী কী?, আর্থিক বিবরণী বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ
যে কোন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য আর্থিক বিবরণী বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এজন্য বিভিন্ন কৌশল বা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে।
একজন আর্থিক বিশ্লেষক আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য বিভিন্ন কৌশলের মধ্য হতে সর্বাপেক্ষা উপযোগী কৌশলটি সহজেই চিহ্নিত করতে পারেন।
আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য যে সকল কৌশল ব্যবহৃত হয় তার মধ্যে উল্লেখযোগ্য কৌশলসমূহ হচ্ছে :
(ক) তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ (Comparative financial statement analysis)
(খ) ঝোঁক বিশ্লেষণ (Trend analysis) (গ) অনুপাত বিশ্লেষণ (Ratio analysis)
(ঘ) সাধারণ আকারের বিবরণী বিশ্লেষণ (Common size statement analysis)
(ঙ) বিশেষায়িত বিশ্লেষণ (Specialized Analysis)
নিম্নে কৌশলসমূহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হল :
(ক) তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ (Comparative financial statement analysis) : তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ কৌশলের মাধ্যমে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের এক বছরের আর্থিক বিবরণীর সাথে অন্য বছরের আর্থিক বিবরণীর তুলনা করা হয় এবং আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত বিভিন্ন হিসাবের পরিবর্তন চিহ্নিত করা হয় । এই বিশ্লেষণের মাধ্যমে যে সকল বিষয়ের পরিবর্তন চিহ্নিত করা হয় তা পরবর্তীতে ঐ পরিবর্তনের কারণ চিহ্নিত করে এর প্রতিকারের উপায় নিরূপণ করতে সাহায্য করে।
(খ) ঝোঁক বিশ্লেষণ (Trend analysis) : তুলনামূলক আর্থিক বিবরণীর মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমের এক বছর থেকে অন্য বছরের পরিবর্তন বিশ্লেষণ করা হয়। কিন্তু যখন তিন বা ততোধিক বছরের উপাত্ত দিয়ে তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয় তখন বিশ্লেষণটি জটিল হয়ে পড়ে। এই জটিলতা অবসানের জন্য তিন বা ততোধিক বছরের আর্থিক বিশ্লেষণে ঝোঁক বিশ্লেষণ (Trend analysis) পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে কোন একটি বছরকে ভিত্তি বছর ধরে পরবর্তী বছরগুলোর পরিবর্তন বিশ্লেষণ করা হয় ঝোঁক বিশ্লেষণের তিনটি পদ্ধতি আছে। যথা
আরো ও সাজেশন:-
আর্থিক বিশ্লেষণের প্রধান কৌশল কী কী?
১. ঝোঁকের শতকরা হিসাব করে এবং তুলনা করে।
২. ঝোঁক অনুপাতের হিসাব করে এবং তুলনা করে।
৩. রেখাচিত্র উপস্থাপনের মাধ্যমে।
(গ) সাধারণ আকারের বিবরণী বিশ্লেষণ (Common size statement analysis) : সাধারণ আকারের বিবরণী বিশ্লেষণ (Common size statement analysis) এ আর্থিক বিবরণীকে শতকরা হারের মাধ্যমে প্রকাশ করা হয়। এক্ষেত্রে আর্থিক বিবরণীর (আয় বিবরণী ও উদ্বৃত্তপত্র) উপাদানগুলোকে মোট সম্পত্তি, মোট দায় ও নীট বিক্রয় ইত্যাদিতে বিভক্ত করা হয় এবং শতকরা হারের ভিত্তিতে দেখানো হয়। যেমন মোট সম্পত্তিকে ১০০% হিসেবে দেখানো হয় এবং এর ভিত্তিতে প্রতিটি সম্পত্তি মোট সম্পত্তির কত অংশ তা দেখানো হয়। একইভাবে নীট বিক্রয়কে ১০০% হিসেবে দেখানো হয় এবং এর ভিত্তিতে সংশ্লিষ্ট অন্যান্য উপাদানগুলোকে শতকরা হারে দেখানো হয়। সাধারণ আকারের বিবরণী বিশ্লেষণ (Common size statement analysis) কে আবার শতকরা বিশ্লেষণ (Percentage analysis) ও বলা হয় ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
(ঘ) অনুপাত বিশ্লেষণ (Ratio analysis) : আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশলসমূহের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, বহুল ব্যবহৃত ও ফলপ্রসূ পদ্ধতি হচ্ছে অনুপাত বিশ্লেষণ (Ratio analysis)। যার মাধ্যমে আর্থিক বিবরণীর উপাদান সমূহের মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয়।
(ঙ) বিশেষায়িত বিশ্লেষণ (Specialized analysis) : আর্থিক বিবরণী বিশ্লেষণের উপরোক্ত কৌশলসমূহ ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে আরো কিছু কৌশল ব্যবহার করা হয়ে থাকে। এগুলো হলো :
১. নগদ প্রবাহ বিশ্লেষণ (Cash flow analysis)
২. তহবিল প্রবাহ বিশ্লেষণ (Fund flow analysis)
৩. নীট কার্যকরী মূলধন বিশ্লেষণ (Working capital analysis)
৪. সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ (Break-even analysis)
৫. মোট লাভের পরিবর্তন বিবরণী (Statement of changes in financial position)
উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে পরিশেষে বলা যায় যে, ব্যবসায়িক দক্ষতা পরিমাপ করার জন্য আর্থিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আর্থিক বিশ্লেষকদের উপরোক্ত কৌশলসমূহ প্রয়োগ করতে হয়। যদিও আর্থিক বিশ্লেষণের জন্য একাধিক কৌশল রয়েছে তথাপি যে কৌশলটি সর্বাপেক্ষা ফলপ্রসূ তা হলো বিশ্লেষণ। মূলত অনুপাত বিশ্লেষণের মাধ্যমেই ব্যবসায়িক কর্মদক্ষতার প্রায় সকল দিক উদ্ভাবন করা সম্ভব।
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক | Paragraph | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক | CV | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক | Dialog/সংলাপ | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
Google Adsense Ads
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- ব্যবসার সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়,কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝGoogle Adsense Ads ব্যবসার সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়,কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝ ব্যবসার সামাজিক দায়িত্ব (Social Responsibility of …
- সরকারের সিএসআর কি বুঝGoogle Adsense Ads সরকারের সিএসআর কি বুঝ সরকারের সি আর এস (CRS) বলতে সাধারণত Common Reporting Standard বোঝানো হয়। এটি …
- সিএসআর CSR নীতি প্রণয়ন বলতে কি বুঝGoogle Adsense Ads সিএসআর CSR নীতি প্রণয়ন বলতে কি বুঝ সি এস আর (CSR) নীতি প্রণয়ন বলতে একটি প্রতিষ্ঠান বা …
- সরকারের”সি এস আর” বা CSR কিGoogle Adsense Ads সরকারের”সি এস আর” বা CSR কি “সি এস আর” বা CSR হলো Corporate Social Responsibility, যা একটি …
- ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়া আলোচনা করGoogle Adsense Ads ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়া আলোচনা কর ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়া একটি প্রতিষ্ঠান বা সংস্থা তাদের সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত, মূল্যায়ন, …
- দালালি হিসেবে ধরণসমূহ আলোচনা কর, দালালি হিসেবে প্রকারভেদ ব্যাখ্যা করGoogle Adsense Ads দালালি হিসেবে ধরণসমূহ আলোচনা কর, দালালি হিসেবে প্রকারভেদ ব্যাখ্যা কর দালালি (Brokerage) হলো একটি মধ্যস্থতাকারী সেবা যেখানে …
- ব্যবসায়িক ঋণের শ্রেণীবিভাগ সমূহ আলোচনা করGoogle Adsense Ads ব্যবসায়িক ঋণের শ্রেণীবিভাগ সমূহ আলোচনা কর ব্যবসায়িক ঋণ (Business Loan) হলো একটি ব্যবসা পরিচালনা, সম্প্রসারণ, বা আর্থিক …
- ব্যবসায়িক ঝুঁকির শ্রেণীবিভাগ সমূহ আলোচনা করGoogle Adsense Ads ব্যবসায়িক ঝুঁকির শ্রেণীবিভাগ সমূহ আলোচনা কর ব্যবসায়ী ঝুঁকি (Business Risk) হলো একটি প্রতিষ্ঠানের আর্থিক লাভ এবং কার্যক্রমে …
Google Adsense Ads