বাংলাদেশি কোম্পানিসমূহের আর্থিক বিবরণী বিশ্লেষণে কি কি সমস্যার সম্মুখীন

বাংলাদেশি কোম্পানিসমূহের আর্থিক বিবরণী বিশ্লেষণে কি কি সমস্যার সম্মুখীন

একটি কারবারি প্রতিষ্ঠান আর্থিক বছরের শেষে কারবারের লাভ-লোকসান এবং আর্থিক অবস্থা প্রকাশের জন্য যে সমস্ত বিবরণী প্রস্তুত করে তাকে কারবারের আর্থিক বিবরণী বলে।
আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য আর্থিক বিবরণী তথা লাভ-লোকসান হিসাব ও স্থিতিপত্রের মাধ্যমে প্রকাশিত তথ্যের নির্ভরযোগ্যতা ও এদের উপস্থাপন পদ্ধতি বিশেষ ভূমিকা পালন করে।
বাংলাদেশি কোম্পানিসমূহ বাংলাদেশে গৃহীত হিসাব মানসমূহ সঠিকভাবে অনুসরণ করে হিসাব প্রস্তুত করে না বিধায় তাদের প্রকাশিত তথ্যের তুলনাযোগ্যতা ও নির্ভরযোগ্যতা উভয়ই কম।
তাছাড়া নিম্নলিখিত সমস্যারও সম্মুখীন হতে হয় :


আরো ও সাজেশন:-

১. বাংলাদেশের কোম্পানিগুলোতে Horizontal Form এ স্থিতিপত্র তৈরি করার ফলে চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পত্তি ও চলতি মূলধন সুনির্দিষ্টভাবে উপস্থাপিত হয় না।
ফলে আর্থিক বিবরণী বিশ্লেষণে সমস্যার সম্মুখীন হতে হয়।

২. বাংলাদেশে গৃহীত হিসাবমানগুলোর যথাযথভাবে প্রয়োগ না করার ফলে আর্থিক বিবরণী বিশ্লেষণের সমস্যা দেখা দেয়।

৩. বাংলাদেশি কোম্পানিগুলোকে বর্তমানে গতানুগতিক আর্থিক বিবরণীর সাথে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হয়। কিন্তু প্রয়োজনীয় তথ্যের অভাব দেখা দেয়।

৪. মূল্যস্তর পরিবর্তনের ফলে বাংলাদেশের কোম্পানিসমূহের অর্থব্যবস্থার দ্রুত পরিবর্তন সাধিত হয়।
বিভিন্ন সম্পত্তি বিভিন্ন দামে সংগ্রহ করা হয়।
ফলে আর্থিক বিবরণী বিশ্লেষণের সমস্যা দেখা দেয়।

৫. বাংলাদেশের কোম্পানিগুলোকে সাধারণত এক বছরের জন্য আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে হয়।
যা ব্যবহারের দিক থেকে এবং মূল্যের দিক থেকে খুবই সীমাবদ্ধ।
এ ধরনের বিশ্লেষণের উপর পুরাপুরি নির্ভর করা যায় না।
কয়েক বছরের পরিব্যাপ্তি করতে পারলে অর্থবহ তুলনা করা সম্ভব হবে

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

বাংলাদেশি কোম্পানিসমূহের আর্থিক বিবরণী বিশ্লেষণে কি কি সমস্যার সম্মুখীন

উপরোক্ত সমস্যাগুলোর প্রেক্ষিতে বাংলাদেশের শেয়ার বাজারের উন্নয়নের কারণে এবং সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের চাহিদা মোতাবেক প্রকাশিত আর্থিক বিবরণীসমূহে তুলনামূলক তথ্যের সমাহার, অনুপাত বিশ্লেষণ ও নগদ প্রবাহ বিবরণী প্রকাশ করা হয়। তাছাড়া ১৯৯৪ সালের কোম্পানি আইনের বিধান অনুসারে বাংলাদেশি কোম্পানিগুলোতে উল্লম্বভাবে (Vertical) স্থিতিপত্র তৈরি করা হয়। ফলে বিভিন্ন তথ্য, যেমন— চলতি সম্পত্তি, চলতি দায়, স্থায়ী সম্পত্তি ইত্যাদি সুবিন্যস্তভাবে উপস্থাপন করা হয়।

আপনার জন্য আমাদের ক্যাটাগরি


প্রশ্ন সমাধান
সাজেশন
চাকরি
ধর্ম
মতামত
শিক্ষা
শিক্ষা সংবাদ
নিয়োগ পরীক্ষা
জানা অজানা
Writing Side
অনার্স ও মাস্টার্স
এইচ এস সি
এসএসসি
ডিগ্রি ও উন্মুক্ত
স্বাস্থ্য
উদ্ভিদ ও প্রাণী
ঔষধি গুন
গোপন সমস্যা
রূপচর্চা
রেসিপি
রোগ প্রতিরোধ
রচনা ,প্রবন্ধউত্তর লিংক ভাবসম্প্রসারণউত্তর লিংক Paragraphউত্তর লিংক
আবেদন পত্র ও Applicationউত্তর লিংক অনুচ্ছেদ রচনাউত্তর লিংক Compositionউত্তর লিংক
চিঠি Letterউত্তর লিংক প্রতিবেদনউত্তর লিংক CVউত্তর লিংক
ইমেলEmailউত্তর লিংক সারাংশ ও সারমর্মউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংকCompleting Storyউত্তর লিংকDialog/সংলাপউত্তর লিংক
অনুবাদউত্তর লিংকShort Stories/Poems/খুদেগল্পউত্তর লিংকSentence Writingউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment