Honors 3rd Year International Economics-1 Suggestion

Advertisement

Honors 3rd Year International Economics-1 Suggestion 2024

Honors 3rd Year International Economics-1 Suggestion, International Economics-1 Suggestion PDF, short suggestion Honors 3rd year International Economics-1, International Economics-1 suggestion Honors 3rd year, Suggestion Honors 3rd year International Economics-1

অনার্স ৩য় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি -১ সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
আন্তর্জাতিক অর্থনীতি -১ (International Economics-1) সুপার সাজেশন
Department of : Economics & Other Department
Subject Code: 232209
2024 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

আন্তর্জাতিক অর্থনীতি -১ অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি -১, অনার্স ৩য় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি -১ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন আন্তর্জাতিক অর্থনীতি -১ সাজেশন,

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

International Economics-1 Suggestion PDF 2024

অর্থনীতি ১ pdf
বিষয় কোড : ২৩২২০৯

ক-বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. প্রযুক্তির ধারণা দাও।
উত্তর : প্রযুক্তি বলতে দ্রব্য ও সেবা উৎপাদনের নির্দিষ্ট লক্ষ্যে বিভিন্ন সম্পদের সহজিকরণ প্রক্রিয়াকে বুঝানো হয়।

২. প্রযুক্তিগত বিকাশ কাকে বলে?
উত্তর : নতুন নতুন উদ্ভাবন দ্বারা উৎপাদনের সব পদ্ধতির দক্ষতা পূর্বের তুলনায় বৃদ্ধি পেতে পারে। আবার যুগের পরিবর্তনের প্রেক্ষিতে কোন কোন প্রযুক্তি অদক্ষ বলে চিহ্নিত হতে পারে এবং উৎপাদন অপেক্ষক থেকে বাদ পড়ে নতুন প্রযুক্তি স্থান করে নিতে পারে। এসব প্রযুক্তিগত পরিবর্তন দ্বারা প্রযুক্তির বিকাশ নির্দেশিত হয়।

৩. বাণিজ্য হার কী?
উত্তর : রপ্তানির মূল্যসূচক ও আমদানি মূল্যসূচক এ দুয়ের অনুপাতকে বাণিজ্য হার বলে।

৪. প্রযুক্তিগত উন্নতি বলতে কী বুঝায়?
উত্তর : প্রযুক্তিগত উন্নতি বলতে এমন অবস্থা বুঝায় যখন শ্রম ও মূলধন সাপেক্ষে সময় ব্যবধানে উৎপাদন বৃদ্ধি পায়।

Advertisement

৫. প্রযুক্তিগত উন্নয়ন কত প্রকার ও কী কী?
উত্তর : প্রযুক্তিগত উন্নয়ন তিন ধরনের যথা— ক. নিরপেক্ষ প্রযুক্তিগত উন্নয়ন। খ. শ্রম সাশ্রয়ী প্রযুক্তিগত উন্নয়ন ও গ. মূলধন সাশ্রয়ী প্রযুক্তিগত উন্নয়ন।

৬. দুর্দশাপন্ন প্রবৃদ্ধি কী?
উত্তর : ক্ষতিকর দ্রব্য উৎপাদন না হয়েও কোনো দ্রব্যের দিকে পক্ষপাতযুক্ত প্রবৃদ্ধি হওয়ার কারণে বিবেচ্য দেশের বাণিজ্য শর্ত প্রতিকূলে ধাবিত হলে সেই অবস্থাকে দুর্দশাপন্ন প্রবৃদ্ধি বলে।

৭. ব্যাকওয়াশ/পশ্চাৎ বিশিষ্ট প্রভাবের জনক কে?
উত্তর : ব্যাকওয়াশ/পশ্চাৎ বিশিষ্ট প্রভাবের জনক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ গুণার মিরডাল ।

৮. প্রেবিশ – সিঙ্গার সন্দর্ভ এর মূল বক্তব্য কী?
উত্তর : R. Prebish এবং H. Singer নামে দুইজন অর্থনীতিবিদ উপযুক্ত তথ্যের ভিত্তিতে মতামত দেন অনুন্নত উন্নয়নশীল দেশের বাণিজ্য শর্তে দীর্ঘমেয়াদি অবনতি অবস্থা পরিলক্ষিত হবে।

৯. ব্যাকওয়াশ প্রভাব (Back Wasg effect) কী?
উত্তর : রপ্তানি বাণিজ্যের সুবিধা থেকে উন্নয়নশীল দেশগুলো বঞ্চিত হওয়ার প্রভাবকে বাণিজ্য প্রেক্ষিত ব্যাকওয়াশ ইফেক্ট বলা হয়।

১০. ব্যাকওয়াশ ইফেক্টের বিপরীত প্রতিক্রিয়ার নাম কী?
উত্তর : ব্যাকওয়াশ ইফেক্টের বিপরীত প্রতিক্রিয়ার নাম স্প্রেড ইফেক্ট।

১১. স্প্রেড ইফেক্টের কথা কে উল্লেখ করেন?
উত্তর : স্প্রেড ইফেক্টের কথা উল্লেখ করেন গুণার মিরডাল।

১২. শ্রম সাশ্রয়ী/বাঁচানো কৌশলগত/প্রযুক্তিগত উন্নতি কী?
উত্তর : শ্রমের তুলনায় মূলধনের নিয়োগ বৃদ্ধি করলে তাকে শ্রম সাশ্রয়ী উৎপাদন কৌশল বলে।

১৩. শ্রম বিভাগ কী?
উত্তর : শ্রম বিভাগ হলো কোনো দ্রব্য উৎপাদনের জন্য যে বিভিন্ন ধাপ থাকে সেই ধাপে ধাপে নির্দিষ্টভাবে শ্রমিক নিয়োগের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা পরিচালনা করাকে শ্রম বিভাগ বলে।

১৪. নিরপেক্ষ প্রযুক্তিগত উন্নতি কী?
উত্তর : হিকসের মতে মূলধন ও শ্রমের অনুপাত দেয় অবস্থায় মূলধন ও শ্রমের প্রান্তিক উৎপাদনের পরিমাণ স্থির থাকলে তাকে নিরপেক্ষ প্রযুক্তিগত উন্নতি বলা হবে।

১৫. হতাশাব্যাঞ্জক প্রবৃদ্ধি তত্ত্ব কে প্রদান করেছেন?
উত্তর : ভারতীয় অর্থনীতিবিদ জগদীশ ভগবতী ‘হতাশাব্যাঞ্জক প্রবৃদ্ধি’ প্রদান করেন।

১৬. বাণিজ্য শর্ত উন্নয়নের অন্যতম হাতিয়ার দুটি কী?
উত্তর : বাণিজ্য শর্ত উন্নয়নের অন্যতম হাতিয়ার- ক. শুষ্ক ও কোটা আরোপ ও খ. আন্তর্জাতিক কার্টেল।

১৭. বাণিজ্য ভারসাম্য কী?
উত্তর : বাণিজ্য ভারসাম্য বলতে দেশের আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের সমতাকে বুঝায়।

১৮. লিওনটিফ প্যারাডক্স কী?
উত্তর : লিওনটিক তার গবেষণার মাধ্যমে দেখাতে চেয়েছেন মূলধন সমৃদ্ধ দেশও মূলধন নিবিড় দ্রব্য উৎপাদন না করে শ্রম নিবিড় দ্রব্য রপ্তানিতে উৎসাহী হতে পারে। হেকসার-ওলিন তত্ত্বের সাথে এ অসামঞ্জস্যতাকে লিওনটিফ প্যারাডক্স বলে।

১৯. অর্পিত উপাদান বলতে কী বুঝায়?
উত্তর : হেকসার ওলিনের মতে কোনো দেশের প্রকৃতি প্রদত্ত সম্পদকেই বলা হয় অর্পিত উপাদান।

২০. বাণিজ্যিক লাভ কী?
উত্তর : আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দেশের উৎপাদন ও ভোগ পূর্বাপেক্ষা বাড়লে বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। এবং সর্বোপরি জাতীয় আয় ও জীবনযাত্রার মান বাড়লে যে উন্নয়ন সৃষ্টি হয় তাকে বাণিজ্যিক লাভ বলে।

২১. হ্যাবারলার প্রদত্ত সুযোগ ব্যয় তত্ত্বের মূল কথা কী?
উত্তর : হ্যাবারলার প্রদত্ত সুযোগ ব্যয় তত্ত্বের মূল কথা হলো যে দেশে যে দ্রব্য উৎপাদনের সুযোগ ব্যয় আপেক্ষিকভাবে কম, সেই দেশ সেই দ্রব্য উৎপাদনের বিশিষ্ট হবে এবং তা যে রপ্তানি করবে। বিনিময়ে অধিক সুযোগ ব্যয়সম্পন্ন দ্রব্যটি অপর দেশ থেকে আমদানি করবে।

আরো ও সাজেশন:-

Advertisement 2

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

International Economics-1 Honors 3rd Year Suggestion PDF 2024

২২. সুযোগ ব্যয় তত্ত্বের মূল সমস্যা কী?
উত্তর : হ্যাবারলার তার তত্ত্বে কী কারণে দুটি দেশের মধ্যে সুযোগ ব্যয়ের পার্থক্য দেখা দেয় তা, তিনি ব্যাখ্যা করেননি এটিই সুযোগ বায় তত্ত্বের মূল সমস্যা।

২৩. লিন্ডারের গবেষণা সন্দর্ভের মূলভিত্তি কী?
উত্তর : সদৃশ পছন্দের অনুসিদ্ধান্ত হলো লিন্ডারের গবেষণা সন্দর্ভের মূলভিত্তি।

Advertisement 2

২৪. লিন্ডার তত্ত্বের মূল বক্তব্য লেখ।
উত্তর : যে দেশের অভ্যন্তরীণ বাজার বড় ও সক্রিয়, সে দেশে উক্ত দ্রব্যের উৎপাদনের আয়তন বড় হবে, মাত্রাগত সুবিধা লাভ করবে এবং দ্রব্যটি বিদেশে রপ্তানি করবে এটাই তার তত্ত্বের মূল কথা বা বক্তব্য।

২৫. লিন্ডারের তত্ত্ব কোন গ্রন্থে প্রকাশিত হয়?
উত্তর : S. B. Linder লিখিত An Essay on Trade and Transformation গ্রন্থে 1961 সালে লিন্ডারের তত্ত্ব প্রকাশ পায়।

২৬. স্থির মাত্রাগত উৎপাদন কাকে বলে?
উত্তর : স্থির মাত্রাগত উৎপাদন বলতে বুঝানো হয় যেকোনো শিল্পে উপকরণগুলো দ্বিগুণ করা হলে যদি উক্ত শিল্পের উৎপাদনও দ্বিগুণ হয় তাহলে তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলা হবে।

২৭. মাত্রাগত অর্থনৈতিক সুবিধা কাকে বলে?
উত্তর : মাত্রাগত অর্থনৈতিক সুবিধা বলতে বুঝানো হয় যে উৎপাদন ক্ষেত্রের আয়তন বা যাত্রা যত বেশি হবে, তার উৎপাদন দক্ষতার সাথে পরিচালিত হবে।

২৮. মাত্রাগত সুবিধা কয় প্রকার ও কী কী?
উত্তর : মাত্রাগত সুবিধা দুই প্রকার যথা : ক. বহিঃস্থ মাত্রাগত সুবিধা এবং খ. অভ্যন্তরীণ মাত্রাগত সুবিধা।

২৯. রাষ্ট্রীয় বাণিজ্য কাকে বলে?
উত্তর : বাণিজ্যের ওপর রাষ্ট্রের পূর্ণনিয়ন্ত্রণ থাকলে তথা একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা থাকলে তাকে রাষ্ট্রীয় বাণিজ্য বলা হয়। লিপ্ত দুদেশের মধ্যে পরস্পরের উৎপন্ন দ্রব্যের প্রতি চাহিদাকে পারস্পরিক চাহিদা বলা হয়।

৩০. মাত্রাগত ব্যয় সুবিধা কী?
উত্তর : বিভিন্ন উপকরণ বৃদ্ধির অনুপাতের চেয়ে উৎপাদন বৃদ্ধির অনুপাত বেশি হারে বাড়লে তখন তাকে মাত্রাগত ব্যয় সুবিধা বলে।

Honors 3rd Year International Economics-1 Suggestion 2024

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১. পশ্চাৎমুখী প্রভাব কী? উদাহরণ দাও।
২. সমন্বিত বাজার থেকে বাণিজ্যিক লাভ ব্যাখ্যা কর।
অথবা, সমন্বিত বাজার থেকে বাণিজ্যিক লাভ বর্ণনা কর।
৩. একচেটিয়া বাজার ব্যবস্থা আলোচনা কর।
অথবা, একচেটিয়া বাজার ব্যবস্থা বর্ণনা কর।

৪. আন্তঃশিল্প বাণিজ্য ও অন্তঃশিল্প বাণিজ্যের মধ্যে পার্থক্যসমূহ কী?
৫. বিভিন্ন দেশের মধ্যে কেন আন্তঃশিল্প বাণিজ্যের পরিমাণ বাড়ছে?
৬. আন্তর্জাতিক বাণিজ্যে একচেটিয়া প্রতিযোগিতামূলক মডেলের অনুমিত শর্তসমূহ লেখ।
৭. উপকরণ মূল্যের সমতা তত্ত্বের মূল বক্তব্য কী?
৮. মূলধন ও শ্রম সাশ্রয়ী প্রযুক্তিগত প্রবৃদ্ধির পার্থক্য লেখ।
৯. মোট পণ্য বিনিময় বাণিজ্য হার ও নিট পণ্য বিনিময় বাণিজ্য হারের মধ্যে পার্থক্য লেখ।
১০. প্রবৃদ্ধি অর্জনের পথে বাণিজ্য হার ও জাতীয় আয়ের সম্পর্ক লেখ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১১. উপকরণ মূল্যের সমতা তত্ত্বের মূল বক্তব্য কী?
১২. প্রোবিস-সিংগার থিসিসের মূল বক্তব্য কী?
১৩. তুলনামূলক ব্যয় সুবিধা বলতে কী বুঝ?
১৪. বাণিজ্যক লাভের উপাদানসমূহ কী?
১৫. এডাম স্মিথের পরম ব্যয় সুবিধা তত্ত্বটির মূল বক্তব্য কী?

১৬. লিওনটিফ প্যারাডক্স কী?
১৭. হেকসার-অলিন তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ লেখ।
১৮. দেখায় যে, হেবারলারের সুযোগ ব্যয় তত্ত্ব কী কী রিকার্ডোর তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের চেয়ে উন্নত।
১৯. অফার রেখার বৈশিষ্ট্য কী কী?
২০. সুযোগ ব্যয় বলতে কী বুঝ? চিত্রের সাহায্যে ব্যাখ্যা দাও।

Honors International Economics-1 Suggestion 2024

গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন

১. আন্তর্জাতিক বাণিজ্যে একচেটিয়ামূলক প্রতিযোগিতা মডেলের ভারসাম্য নির্ধারণ কর।
২. বাণিজ্য লাভ কী কী বিষয়ের ওপর নির্ভর করে?
৩. ক্রমবর্ধমান ব্যয় সুবিধা অবস্থায় বিশ্ববাণিজ্য আলোচনা কর।
অথবা, ক্রমবর্ধমান ব্যয় সুবিধা অবস্থায় বিশ্ববাণিজ্য বর্ণনা কর।

৪. মাত্রাগত ব্যয় সুবিধা দ্বারা কীভাবে পণ্যের বাজার কাঠামো প্রভাবিত হতে পারে ব্যাখ্যা কর।
অথবা, মাত্রাগত ব্যয় সুবিধা দ্বারা কীভাবে পণ্যের বাজার কাঠামো প্রভাবিত হতে পারে বর্ণনা কর।
৫. মাত্রাগত ব্যয় সুবিধা কী?
৬. মাত্রাগত ব্যয় সুবিধার কারণে কীভাবে আন্তর্জাতিক বাণিজ্যের সূত্রপাত হয়?
৭. ঊনবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির নির্ধারকসমূহ লেখ।

৮. প্রেবিশ-সিঙ্গার অনুসিদ্ধান্তের সমালোচনা তুলে ধর।
৯. বাণিজ্য শর্ত সবসময় প্রাথমিক পণ্য উৎপাদনকারী দেশসমূহের বিপক্ষে ধাবিত হয়। — যুক্তি সহকারে ব্যাখ্যা কর।
১০. একটি ছোট দেশের ওপর অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রভাব আলোচনা কর।
১১. একটি বড় দেশের ওপর অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রভাব আলোচনা কর।
১২. আন্তর্জাতিক বাণিজ্যে উপকরণ দামের ক্ষমতা তত্ত্বটি ব্যাখ্যা কর। এটি কতটুকু বাস্তবসম্মত?
১৩. অর্থনৈতিক প্রবৃদ্ধির বাণিজ্য কী?

১৪. বিগত কয়েক বছরে বাংলাদেশে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে মানব সম্পদ ও অবকাঠামোগত খাতের ভূমিকা আলোচনা কর।
১৬. বাণিজ্যে লিপ্ত দুটি দেশের অফার রেখা কীভাবে পাওয়া যায় তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
১৭. অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও।

Advertisement 4

১৮. হেকসার-অলিন বাণিজ্য তত্ত্বটি ব্যাখ্যা কর। এ তত্ত্ব কতটুকু বাস্তবসম্মত?
১৯. আন্তর্জাতিক বাণিজ্যের পরম ব্যয় সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা কর।
২০. শুল্ক ও আয় বণ্টন সম্পর্কিত স্টপলার-স্যামুয়েলসন তত্ত্বটি আলোচনা কর।

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি -১ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ আন্তর্জাতিক অর্থনীতি -১ সাজেশন

Honors 3rd year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি -১ স্পেশাল সাজেশন 2024,Honors International Economics-1 Suggestion 2024

Advertisement 5

Advertisement 3

Leave a Comment