Honors 3rd Year Banking and Insurance Theories Suggestion

Honors 3rd Year Banking and Insurance Theories Suggestion 2024

Honors 3rd Year Banking and Insurance Theories Suggestion, Banking and Insurance Theories Suggestion PDF, short suggestion Honors 3rd year Banking and Insurance Theories, Banking and Insurance Theories suggestion Honors 3rd year, Suggestion Honors 3rd year Banking and Insurance Theories

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
ব্যাংকিং ও বিমা-তত্ত্ব আইন এবং হিসাব (Banking and Insurance Theories) সুপার সাজেশন
Department of : Accounting & Other Department
Subject Code: 232515
2024 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

ব্যাংকিং ও বিমা-তত্ত্ব আইন এবং হিসাব অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের ব্যাংকিং ও বিমা-তত্ত্ব আইন এবং হিসাব, অনার্স ৩য় বর্ষের ব্যাংকিং ও বিমা-তত্ত্ব আইন এবং হিসাব ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন ব্যাংকিং ও বিমা-তত্ত্ব আইন এবং হিসাব সাজেশন,

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

Banking and Insurance Theories Suggestion PDF 2024

০১. স্ব-বিমা কী?
উত্তর : স্ব-বিমা হলো মানুষের ব্যক্তিগত জীবনকে ঘিরে যেসব ঝুঁকি বিদ্যামান তা দূর করার জন্য যেসব বিমা ব্যবসায়ের আবিষ্কার হয়েছে।

০২. সামগ্রিক ক্ষতি কী?
উত্তর : সামগ্রিক ক্ষতি হলো বিমা গ্রহিতা তার যে সম্পত্তির উপর বিমা চুক্তি করে সে অনুযায়ী তার সম্পূর্ণ ক্ষতি সাধিত হওয়া।

০৩. জীবন বিমা কাকে বলে?
উত্তর : মানুষ তার জীবনের উপর ঝুঁকির নিরাপত্তার গ্রহণের জন্যে যে বিমা গ্রহণ করে তাকে জীবন বিমা বলে।

০৪. পুনঃস্থাপন বিমাপত্র কী?
উত্তর : বিমাপত্রের মেয়াদ শেষ হলে পুনরায় নবায়ন করা হয় তাকে পুনঃস্থাপন বিমাপত্র বলে।

০৫. ভাড়া বা মাশুল বিমা কী?
উত্তর : জাহাজে পরিবাহিত পণ্য বিনষ্ট হলে জাহাজ কোম্পানি ভাড়া আদায় করতে না পারার ঝুঁকি নিরসনে যে বিমাপত্র ইস্যু করে তাকে ভাড়া বা মাশুল বিমা বলে।

৬. ক্রেডিট কার্ড কী?
উত্তর : ক্রেডিট কার্ড হলো পণ্য বা দ্রব্য ক্রয় ও অন্যান্য খরচের বিল পরিশোধে যে কার্ড ব্যবহৃত হয়।

৭. স্মার্ট কার্ড কী?
উত্তর : স্মার্ট কার্ড হলো অগ্রিম পরিশোধিত ডেবিট কার্ড। ডেবিট কার্ড থেকে ইলেকট্রনিকভাবে মক্কেলের হিসাব থেকে নগদ টাকা স্থানান্তরিত হয়।

৮. ভ্রাম্যমাণ নোট কী?
উত্তর : ভ্রাম্যমাণ নোট হলো এমন একটি অর্থব্যবস্থা যা তার গ্রাহককে বিদেশে ভ্রমণকালে নগদ টাকার সুবিধা প্রদানর লক্ষ্যে যে নোট ইস্যু করে।

৯. ইলেকট্রনিক ব্যাংকিং কী?
উত্তর : ইলেকট্রনিক ব্যাংকিং হলো কম্পিউটার, ইলেকট্রনিক, ইলেকট্রমেকানিক্যাল ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের সেবার মানোন্নয়নে ব্যাংক ইলেকট্রনিকভাবে যে সকল কার্যক্রম পরিচালনা করে।

১০. SWIFT এর পূর্ণরূপ কী?
উত্তর : SWIFT এর পূর্ণরূপ হলো “The society for world wide interbank financial telecommunication.”

১১. খোলা বাজার নীতি কী?
উত্তর : যে নীতি ও পদ্ধতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রনের উদ্দেশ্যে স্বত:প্রণোদিত হয়ে প্রত্যক্ষভাবে মুদ্রা বাজারে সিকিউরিটি শেয়ার, ঋণপত্র, সরকারি বণ্ড, বিল ইত্যাদি ক্রয় বিক্রয় কার্যাদি পরিচালনা করে তাই খোলা বাজার নীত।

১২. ব্যাংক হার নীতি কী?
উত্তর : তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ প্রয়োজনীয় অর্থ সংস্থানের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে যে সুদের হারে ঋণ গ্রহণ করে বা প্রথম শ্রেণির বিনিময় বিল বা সিকিউরিটিসমূহ বাট্টা করে তাই ব্যাংক হার।

১৩. স্বর্ণমাণ ধারণা কী?
উত্তর : স্বর্ণমাণ ধারণা হলো যদি কোনো দেশের প্রচলিত ও সর্বজনস্বীকৃত এবং আইনসিদ্ধ মুদ্রা স্বর্ণ দ্বারা তৈরি করা হয় বা এ ধরনের আইনস্বীকৃত কাগজী মুদ্রা প্রচলিত থাকে এবং সে মুদ্রার বিনিময়ে সরকার একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ দিতে সম্মত থাকে।

১৪. BCBS এর পূর্ণরূপ কী?
উত্তর : BCBS এর পূর্ণরূপ হলো : Basel Committee Banking Supervision.

১৫. ACH এর পূর্ণরূপ কী?
উত্তর : ACH এর পূর্ণরূপ হলো Automatic Clearing House.

১৬. CEO কী?
উত্তর : CEO হলো Chief Executive Officer যারা কোম্পানির দৈনিক কার্যক্রম পরিচালনা করে।

১৭. স্ব—তারল্য তত্ত্ব কী?
উত্তর : স্ব–তারল্য হলো এমন একটি তথ্য যা প্রতিটি ব্যাংকের ব্যাংকারগণ তাদের মোট আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ তাদের কাছে নগদ জমা রেখে বাকি অর্থ স্বল্প মেয়াদে তাদের প্রয়োজনে বিনিয়োগ করে থাকে।

১৮. কল মানি হার কী?
উত্তর : কল মানি হলো যে হারে বাণিজ্যিক ব্যাংকসমূহ এক ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে স্বল্প মেয়াদে ঋঋণ গ্রহণ করে।

১৯. কার্যকরী রিজার্ভ কী?
উত্তর : কার্যকরী রিজার্ভ হলো কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সর্বনিম্ন নগদ জমাকৃত পরিমাণ।

২০. তারু ঝুঁকি কী?
উত্তর : ব্যাংক যখন তার গ্রাহকদের প্রতিশ্রুত অর্থ দিতে ব্যর্থ হয়। তখন তাকে তারল্য ঝুঁকি বলে।

২১. তারল্যের নীতি কী?
উত্তর : যে নীতি অনুযায়ী ব্যাংক তার মোট আমানতের যে অংশ বিনিয়োগ না করে জমা রাখতে হয় তাকে তারল্যের নীতি বলে।

২২. কর্পোরেট গভর্নেন্স কী?
উত্তর : কর্পোরেট গর্ভনেন্স হলো আইনের গঠিত কোনো প্রতিষ্ঠানসমূহের পরিচালনা, নিয়ন্ত্রণ বা শাসন প্রক্রিয়া।

২৩. জমাতিরিক্ত ঋণ কী?
উত্তর : জমাতিরিক্ত ঋণ হলো আমানতকারীকে তার আমানতের শর্তানুযায়ী তার জমার অতিরিক্ত উত্তোলনের সুযোগ।

২৪. দ্বৈত বিমা কী?
উত্তর : দ্বৈত বিমা হলো বিমা গ্রহিতা যখন একটি বিষয়বস্তুর উপর একই সময়ে একাধিক বিমা প্রতিষ্ঠানের সাথে আলাদা আলাদা বিমা চুক্তি করে।

২৫. বন্দর ঝুঁকি পলিসি কী?
উত্তর : বন্দরে মাল ওঠা-নামার সুবিধার জন্য জাহাজের বার্জ ও লাইটারসমূহকে বন্দরের নির্দিষ্ট সীমানার মধ্যে কাজ করতে হয়। এসব উপাদান ক্ষয়-ক্ষতির বিপরীতে যেসব বীমাপত্র ইস্যু করা হয় তাকে বন্দর ঝুঁকি পলিসি বলে।

২৬. ব্যাংক ঋণ কী?
উত্তর : একটি ব্যাংক একজন গ্রাহককে শর্ত সাপেক্ষে যে কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে তাকে ব্যাংকের ঋণ বলে।

২৭. অনলাইন ব্যাংকিং কী?
উত্তর : অনলাইন ব্যাংকিং হলো এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে ব্যাংকের সকল শাখা একই নেটের আওতায় আনা হয় এবং গ্রাহক এক শাখায় হিসাব খুলে অন্য শাখা হতে সেবা গ্রহণ করতে পারে।

২৮. সানসি ব্যাংক কী?
উত্তর : সানসি ব্যাংক হলো বিশ্বের সর্বপ্রথম সুসংগঠিত ব্যাংক। যা চীনে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে প্রতিষ্ঠা লাভ করে।

২৯. বিশেষায়িত ব্যাংক কী?
উত্তর : নির্ধারিত কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যে
ব্যাংকসমূহকে একটি সুপরিকল্পিত পথে পরিচালিত করা হয়।

৩০. চেইন ব্যাংকিং কী?
উত্তর : একে অপরের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে এবং পারস্পরিক প্রতিযোগিতা বন্ধ করে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে চেইন ব্যাংকিং বলে।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Banking and Insurance Theories Honors 3rd Year Suggestion PDF 2024

ক বিভাগ

  • ব্যাংক ঋণ কি
  • অনলাইন ব্যাংকিং কি
  • সানসি ব্যাংক কি
  • বিশেষায়িত ব্যাংক কি
  • চেইন ব্যাংকিং কি
  • ক্রেডিট কার্ড কি
  • স্মার্ট কার্ড কী
  •  ভ্রাম্যমাণ নোট কি
  • ইলেকট্রিক ব্যাংকিং কি
  • SWIFT এর পূর্ণরূপ কি
  • খোলাবাজার নীতি কি
  • ব্যাংক হার কি
  • স্বর্ণমান ধারণা কি
  • BCBS এর পূর্ণরূপ কি
  • ACH এর পূর্ণরূপ কি
  • CEO কী
  • স্ব তারল্য তত্ত্ব কি
  • কল মানি হার কি
  • কার্যকরী রিজার্ভ কি
  • তারল্য ঝুঁকি কি
  • তারল্যো নীতি কি
  • কর্পোরেট গভর্নেন্স কি
  • জমাতিরিক্ত ঋণ কি
  • দ্বৈত বীমা কি
  • স্ব বীমা কি
  • সামগ্রিক ক্ষতি কি
  • জীবন বীমা কাকে বলে
  • পুনঃস্থাপন বীমাপত্র কি
  • ভাড়া বা মাশুল বীমা কি
  • বন্দর ঝুঁকি পলিসি কি
  • IDRA এর পূর্নরূপ লেখ
  • বিহিত মুদ্রা কি
  • অবিরাম বীমাপত্র কি
  • সেলামির এর সংজ্ঞা দাও
  • সাময়িক বীমা কী
  • দায় বীমা কি
  • ক্ষতিপূরণ নীতি কি
  • ছাওনি পলিসি কি
  • দাবি কাকে বলে
  • মৃত্যুহার পঞ্জি কি

Honors 3rd Year Banking and Insurance Theories Suggestion 2024

খ বিভাগ

  • ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্য কি
  • ব্যাংক ধার করা অর্থের ধারক ব্যাখ্যা কর
  • বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি বলতে কি বুঝায়
  • বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য গুলি সংক্ষেপে লেখ
  • ব্যাংক ঋণের বিভিন্ন প্রকার জামানত সমূহ কি কি
  • অগ্রিম প্রদান নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আলোচনা কর
  • নোট শুরু মূলনীতি সমূহ আলোচনা কর 
  • নিকাশ ঘর কি
  • বীমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি ব্যাখ্যা কর
  • বীমা চুক্তির অপরিহার্য উপাদান সমূহ বর্ণনা কর
  • আজীবন বীমাপত্র মেয়াদী জীবন বীমা পত্রের মধ্যে পার্থক্য দেখাও
  • বীমা এজেন্ট নিয়োগ কিভাবে সম্পন্ন হয়
  • প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত বিধানাবলি লেখ
  • বীমা করণ এবং নিশ্চয়তা বলতে কি বুঝ
  • from the following information prepare the profit and loss account of ABC bank ltd for the year ended December 31 2013 nu 14

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ বিভাগ

  • একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা আলোচনা কর
  • ব্যাংকের আগাম কি? আগাম মঞ্জুর কালে ব্যাংকের বিবেচ্য বিষয় সমূহ বর্ণনা কর
  • বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি সমূহ আলোচনা কর
  • কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা কর
  • কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কৌশলগুলো আলোচনা কর
  • ব্যাংক-কোম্পানীর পরিচালক অপসারণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আলোচনা কর
  • ব্যাংক-কোম্পানীর সংরক্ষিত নগদ তহবিল সম্পর্কিত আইনের বিধান গুলো বর্ণনা কর
  • ব্যাংক মূলধনের পর্যাপ্ততা পরীক্ষার পদ্ধতি গুলো আলোচনা কর
  • ব্যাংক হিসাব রক্ষণের প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর
  • জমানতি ঋণ জামানতবিহীন ঋণের পার্থক্য আলোচনা কর
  • বীমাযোগ্য স্বার্থের আবশ্যকীয় উপাদানগুলো আলোচনা কর
  • বাংলাদেশ বীমা ব্যবসায় সমস্যা সমূহ আলোচনা কর
  • বীমা কোম্পানী কর্তৃক ঋণ প্রদানের বিধিনিষেধ সমূহ আলোচনা কর
  • নৌ-বীমার আলোকে বিমান শ্রেণীবিভাগ আলোচনা কর
  • বিভিন্ন প্রকার জীবন বীমা সংক্ষিপ্ত বর্ণনা কর
  • নীট একক প্রিমিয়াম বলতে কি বুঝ? নীট একক প্রিমিয়াম নির্ধারণের বিবেচ্য বিষয় সমূহ কি কি
  • সমর্পণ মূল্য কি? সমর্পণ মূল্য নির্ধারণের ভিত্তিসমূহ কি কি
  • লাইফ ইন্সুরেন্স পলিসি সত্য প্রদান ও হস্তান্তর সম্পর্কিত আইনের বিধান বলী আলোচনা কর
  • Form the following information preare income statement of USHA BANK for the year ended December 31.18  nu 18 
  • calculate the net singel premium and net  Annual premium for Five years trem pilicy form Five years term policy form the following information nu 12
  • calculate the net singal premium and net annual premium for 5 years term policy of tk 10.000 at the age of 55 years form the following mortaity table nu 17 
  • calculate the net singal premium and net annual premium for 5 years term policy of tk 10.000 form the following informatiob nu 12.18
  • The general leader balance of CDA Bank Limited on December 31 2014 were as follows after preparing the profit and loss account .you are required to prepare the balance. sheet  of the bank as at December 31 2014  in  pro from nu 15
Honors Banking and Insurance Theories Suggestion 2024

খ- বিভাগ।

০১। ব্যাংক খােলার ক্ষেত্রে মূলধন সম্পর্কিত আইনের বিধানগুলাে কী কী?

০২। জিবন বিমা তহবিল কি? ট্রাইব্যুনাল গঠন পদ্ধতি কি?

৩। ব্যাংক তহবিল সংগ্রহের উৎস্যসমূহ কী কী?

৪। বিমাযােগ্য স্বার্থ বলতে কি বু? কারা বিমাহােগ স্বার্থ সংরক্ষণ করেন?

০৫। নৌ-বিপদ বলতে কি বুঝায়? ৩৬। পুনর্নিমা ও ছৈবির মধ্যে পার্থক্যগুলি কি কি?

০৭। সামগ্রিক ক্ষতি এ আংশিক ক্ষতি মধ্যে পার্থক্য কর।

৮। ব্যাংক খােলার ক্ষেত্রে মূলধন সম্পর্কিত আইনের বিধানগুলাে কী কী? মৃত্যুহার পঞ্জির বৈশিষ্ট্যগুলাে আলােচনা ।

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

৯। ঋণ ও অগ্রিম প্রদানের উপর বাধা-নিষেধসমূহ কি কি?

১০। জামাতি ঋণ ও জামানতবিহীন ঋণের পার্থক্য আলােচনা কর।

১১। বিবােশ্য বহে আবশ্যণীয় উপনিলো কি?

১২। জীবন বিমা ও সাধারণ বিমা কোম্পানির রাজস্ব হিসাবের মধ্যে পার্থক্য সমূহ লিখ।

১৩। ব্যাংক ও ব্যাংকিং এর পার্থক্যগুলাে আলােচনা ।

১৪। ব্যাংক ঋলের বিভিন্ন প্রকার জামাতসমূহ কি কি?

১৫।বিমা চুক্তির অপরিহার্য উপাদান কি কি?

১৬। গুনঃবিমান উদ্দেশ্য আলােচনা কর ।

১৭। নিট প্রিমিয়াম ও মোট প্রিমিয়ামের পার্শ্বল আলোচনা ।

১৮। ৰিমাকরণ এবং নিশচয়তা বলতে কি বুঝ? বিমার বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।

১৯। বাণিজ্যিক ব্যাংকের তারল্য নাতি নলতে কী বুঝায়?

২০। কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশংছল”-ব্যাখ্যা কর।

২১। ঋণ পুনঃতফসিলকরণ বলতে কি বুঝ?

২২। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলতে কি বুঝ?

২৩। আজীবন বিমাপত্র ও মেয়ালি জীবন বিমাপত্রের মধ্যে পার্থক্য দেখাও।

গ- বিভাগ।

১। ব্যাংক খাতে কি বুঝ? ব্যাংকের কার্যাবলি আলােচনা কর।

০২। বাণিজ্যিক রংকে গণ অমন সৃষ্টির কৌশল আলােচনা ।

০৩। বিনার সংজ্ঞা দাও । বিমার শুধু বা প্রয়ােজনীয়তা আলােচনা ।

০৪। জীবনবিক প্রিমিয়াম না কিন্তু নির্মাণ পদ্ধতি বা উপায় আলােচনা কম।

৫। অন্তি অপচয় কী? অগ্নি অঞ্চয়ের বা বিনষ্ট বা অগ্নিজনিত ক্ষতি কারণসহ আলাে ।

০৬।”ফেীয় ব্যাংক সুনাম ব্যাকৰি”-খ্যাখ্যা কষ্ট।

০৭। ব্যাংক ব্যবস্থাপনাঃ কর্পোরেট শাসন বলতে কি বুঝায়? ও এর নির্দেশনা বর্ণনা কর।

০৮। আধুনিক ব্যাংকের উন্নয়নে স্বর্ণকার, ব্যবসায়ী ও মহাজন শ্রেণীর ভূমিকা আলোচনা কর।

৯। বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যগুলো আলােচনা কর। |

১০। কেন্দ্রীয় সাংকের উদ্দেশ্যগুলো আলােচনা কর।

১১। একক ও শাখা ব্যাংকিং এর মধ্যে পার্থক্য আলােচনা কর।

১২। বাণিজ্যিক ব্যাংকের মূলনীতিসমূহ আলোচনা কর।

১৩। সাধারণ আংশিক ক্ষতি ও বিশেষ আংশিক ক্ষতির মধ্যে পার্থক্য দেখাও।

১৪। বাণিজ্যিক ব্যাংক জ্ঞায়ে বলে? ব্যাংক ঋণ মঞ্জুরের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ ব্যাখ্যা কর।

১৫। কেন্দ্রীয় বাকের ঋণ নিবণ বা নৌশলসমূহ বর্ণনা কর।

১৭। শ্ৰীৰামায় প্রিমিয়াম বা কিঞ্জি নিবারণ পদ্ধতি বা উপায় আলোচনা কর।

১৮। প্রিমিয়াম নিয়ে বিষো বিষয়/প্রভাব বিচারকারী উপাদানগুলো আলোচনা ।

১৯। ইলেকট্রনিক ব্যাংকিং এর উদ্দেশ্যসমূহ লিখ।

২০। আধুনিক ব্যাংকের মূলনীতিসমূহ আলােচনা কর।

২১। বাণিজ্যিক ব্যাংক অর্থাঞ্জাবের মধ্যমণি-ব্যাখ্যা কর। কেন্দ্রীয় ব্যাংকের গুণ নিয়ন্ত্রণ পদ্ধতি আলােচনা কর ।

২২। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাংকের ভূমিকা আলোচনা ।

২৩। বাংলাদেশের বিমা ব্যবসায়ের সমস্যা ও সমাধানের উপায়সমূহ বর্ণনা কর।

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের ব্যাংকিং ও বিমা-তত্ত্ব আইন এবং হিসাব পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ ব্যাংকিং ও বিমা-তত্ত্ব আইন এবং হিসাব সাজেশন

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্য কী?
২. ‘ব্যাংক ধার করা অর্থের ধারক’—ব্যাখ্যা কর।
৩. বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি বলতে কী বোঝায়?
৪. বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখ।
৫. ব্যাংক ঋণের বিভিন্ন প্রকার জামানতসমূহ কী কী?

৬. অগ্রিম প্রদান নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আলোচনা কর।
৭. নোট ইস্যুর মূলনীতিসমূহ আলোচনা কর।
৮. নিকাশ ঘর কী?
৯. “বিমাচুক্তি ক্ষতিপূরণের চুক্তি।” ব্যাখ্যা কর।

১০. বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ বর্ণনা কর।
অথবা, বিমা ব্যবসায় সংশ্লিষ্ট মূলনীতিসমূহ আলোচনা কর।
অথবা, বিমা চুক্তির অপরিহার্য উপাদান কী কী?
১১. আজীবন বিমাপত্র ও মেয়াদি জীবন বিমাপত্রের মধ্যে পার্থক্য দেখাও।
১২. বিমা এজেন্ট নিয়োগ কীভাবে সম্পন্ন করা হয়?
১৩. প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত বিধানাবলি লেখ।
১৪. বিমাকরণ এবং নিশ্চয়তা বলতে কী বুঝ?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা আলোচনা কর।
২. ব্যাংকের আগাম কী? আগাম মঞ্জুরকালে ব্যাংকের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর।
৩. বাণিজ্যিক ব্যাংকের মূলনীতিসমূহ আলোচনা কর।
৪. কেন্দ্রীয় ব্যাংক কী? কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলিগুলো আলোচনা কর।
৫. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কৌশলগুলো আলোচনা কর।
অথবা, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা কৌশলসমূহ বর্ণনা কর।

৬. ব্যাংক কোম্পানির পরিচালক অপসারণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আলোচনা কর।
৭. ব্যাংক কোম্পানির সংরক্ষিত নগদ তহবিল সম্পর্কিত আইনের বিধানগুলো বর্ণনা কর।
৮. ব্যাংক মূলধনের পর্যাপ্ততা পরীক্ষার পদ্ধতিগুলো আলোচনা কর।
৯. ব্যাংক হিসাবরক্ষণের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১০. জামানতি ঋণ ও জামানতবিহীন ঋণের পার্থক্য আলোচনা কর।

১১. বিমাযোগ্য স্বার্থের আবশ্যকীয় উপাদানগুলো আলোচনা কর।
১২. বাংলাদেশে বিমা ব্যবসায়ের সমস্যাসমূহ বর্ণনা কর।
১৩. বিমা কোম্পানি কর্তৃক ঋণ প্রদানে বিধি নিষেধসমূহ আলোচনা কর।
১৪. নৌবিমার আলোকে বিমার শ্রেণিবিভাগ আলোচনা কর।

১৫. বিভিন্ন প্রকার জীবন বিমার সংক্ষিপ্ত বর্ণনা কর।
১৬. নীট একক প্রিমিয়াম বলতে কী বুঝ? নীট একক প্রিমিয়াম নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ কী কী?
১৭. সমর্পণ মূল্য কী? সমর্পণ মূল্য নির্ধারণের ভিত্তিসমূহ কী কী?
১৮. লাইফ ইন্স্যুরেন্স পলিসি স্বত্ব প্রদান ও হস্তান্তর সম্পর্কিত আইনের বিধানাবলি আলোচনা কর।

অনার্স ৩য় বর্ষের ব্যাংকিং ও বিমা-তত্ত্ব আইন এবং হিসাব স্পেশাল সাজেশন 2024

AVvXsEjKcDhhdTOIds05HsQyBXPiUrp9nX3naHUOXh2Wak6Uu 8bUD30g1eSk8t8bmxWfeypGXOLAOCB6cB14ERN6L61QghpJ1nZaTJ ofSCIt0wMK61AMPmrXl4 XgN7pZrXKw61 67b5cUQivIcwndfJgjMuIL0mrmjmR1fD0 BKDbQrMqceNBAfc2NPGiPw
AVvXsEi3vjE U9EnaoGY8kW4av0VzltsdTI CU2tPFthRrapmwccs4C2upOj9kx41sAX8n dyiVbNIPJQ7pxjrKbf1YHNCSGwBpQJaQyOA5l1jNzS6MDAIqeq1lvZai1kbb7PXMqorwus8JQrFqDSHBK lyM57JYQo2791y2uN
AVvXsEgaW3K9wPFbLKWQHcue9wcjdRLZzE9SSBc5v4dvEUxVaroLLwaRWPohktFs3IKxIE0QfgTyhqB LhMsV4KEVQpr
AVvXsEjSlNsFCuUNS3lVGPkvD 5Upvp6xKGRlN8jh259oLmhPtNNwuZlBcz8M9jfsJAvkNvQncH6fpOnqVCVgr LbcpivqUM496nb0IM1Ijotu04VuNrjUkUYvwyEZ jh6doy7sq8ncbJRaqP5ZgYIRBziTQggMk54s7WqNMllc9 ghjIGZaWcQz7k7QB9h4Vg
AVvXsEjwg59FBPfG6btT6Jt2WRmmP2 gNCtO snxWWo8YqxtJd0T52BdAWc5qiI1VJ86AqegLNh6Lgm RATQQQVePTQxfxCQ7pA79J2LN d30GZgN7tJajxxNW8SCaq 0rbqZz0e4aPzlOvNx9sUKyOw1Mf6iS facx3jazSF0n6NrbSrXfe9ngoh 8pB9do A
AVvXsEgGGwC06f 6McDWrUuOyG8AEdtW3cfUd URSdsCHXUu23V9gp0LcUgclj2mdaZATZtNY3UA TKEpocitD zJYArX6eVaI B3q5FoTaouTNdgG1hCyoRWw7KjmMTBUE 6GNMiiw35Ul84d2K5GRjNq UBSrY58OSSzD4w5jH beS QS 32eU o mgGkqnA
AVvXsEgnpbJQl49bywO7V4oY75YWCGGsirnEC xecRLnrCKIe YBZDVRx7P wWd7m8UolLcHNFfzT2ESSqTnRy4vfHMqhEWquaigohqnFFfICY2N

Honors 3rd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: Honors Banking and Insurance Theories Suggestion 2024,ব্যাংকিং ও বিমা-তত্ত্ব আইন এবং হিসাব চূড়ান্ত সাজেশন 2024

Leave a Comment