GPL থিম ভালো ও খারাপ দিক,GPL সম্পূন ব্যাখ্যা করা

GPL থিম কি?, GPL থিম ভালো ও খারাপ দিক,GPL সম্পূন ব্যাখ্যা করা

ওয়ার্ডপ্রেস জিপিএল হল একটি ওপেন সোর্স সফটওয়্যার লাইসেন্স যা সিএমএস এবং এর ডেরিভেটিভ কাজের জন্য আইনী সুরক্ষা প্রদান করে, যেমন থিম এবং প্লাগইন। একজন শেষ ব্যবহারকারী বিনামূল্যে জিপিএল-লাইসেন্সযুক্ত সফ্টওয়্যার অনুলিপি, সংশোধন এবং পুনরায় বিতরণ করতে পারেন, তবে এটি একই লাইসেন্স শর্তের অধীনে পড়বে। GPL থিম ভালো ও খারাপ দিক

মূলত GNU অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়েছে, GPL-এর লক্ষ্য হল মালিকানা ডিজিটাল পণ্যের বিরুদ্ধে লড়াই করা। এটি সফ্টওয়্যার ব্যবহারকারীদের চারটি স্বাধীনতার নিশ্চয়তা দেয়:

  • যেকোন উদ্দেশ্যে GPL- লাইসেন্সকৃত সফটওয়্যার চালানোর স্বাধীনতা।
  • সফটওয়্যারের সোর্স কোড অধ্যয়ন এবং পরিবর্তন করার স্বাধীনতা।
  • সম্প্রদায়ের উপকার করার জন্য সফ্টওয়্যারটি পুনরায় বিতরণ করার স্বাধীনতা।
  • একই লাইসেন্সিংয়ের অধীনে সফ্টওয়্যারটির পরিবর্তিত সংস্করণগুলি ভাগ করার স্বাধীনতা।  

ওয়ার্ডপ্রেস তার সোর্স কোডকে GPL-এর অধীনে লাইসেন্স দেয় কারণ এটি প্ল্যাটফর্মের ওপেন-সোর্স প্রকৃতির জন্য উপযুক্ত। বিনামূল্যের সফ্টওয়্যার লাইসেন্স সাইটের মালিক এবং ডেভেলপারদের ওয়ার্ডপ্রেস কোডে বিনামূল্যে অ্যাক্সেস দেয়, তাদের নতুন বৈশিষ্ট্য তৈরি করতে এবং CMS উন্নত করার জন্য পরামর্শ দেওয়ার অনুমতি দেয়।

তদনুসারে, সমস্ত ডেরিভেটিভ কাজ স্বয়ংক্রিয়ভাবে একই ওয়ার্ডপ্রেস লাইসেন্সিং শর্তাবলীর উত্তরাধিকারী হয়। ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ডিরেক্টরিতে তাদের কাজ প্রকাশ করার সময় প্লাগইন এবং থিম বিকাশকারীদের অবশ্যই GPL-এর চারটি স্বাধীনতার নিশ্চয়তা দিতে হবে। 

GPL-এর সাথে, WordPress একটি সহযোগী সম্প্রদায় তৈরি করে যা CMS উন্নত করার জন্য জ্ঞান ভাগাভাগি করতে উৎসাহিত করে। সংক্ষেপে, WordPress বিনামূল্যে রয়ে গেছে আজ পর্যন্ত প্রধানত GPL এর কারণে।

আপনার কি ধরনের GPL license থিম GPL থিম কি

নাল বা জিপিএল থিম বোঝার জন্য দেখতে হবে সে সেই থিমটি ইউজ করছি সেটি তার সর্বশেষ ভার্সনে আছে কি না। প্রিমিয়াম থিম কোন আপডেট আসলে সেটী সাথে সাথেই পেয়ে থাকে। কিন্তু নাল বা জিপিএল থিম এর ক্ষেত্রে সেটি ঘটে না। এ ব্যাপারে আরো জানতে আমাদের আর্টিকেল পড়ুন ।

জিপিএল থিম কি, ওয়ার্ড প্রেস লাইসেন্স এবং জি পি এল GPL থিম ভালো ও খারাপ দিক

‘থিম’ হল একটি লিখিত বস্তুর মূলভাব বা কেন্দ্রীয় ধারণা। লেখক কখনো ‘থিম’ লেখেন না, ‘থিম’ ধরে নিতে হয় বা বুঝে নিতে। একটি লেখা না পড়ে সেটির থিম কী বলা সম্ভব নয়।

অন্যদিকে, ‘বিষয়’ হল একটি লিখিত বস্তু (যেমন আর্টকেল, প্রবন্ধ ইত্যাদি) কী নিয়ে আলোচনা করবে, সেটাই। সাধারণত কোনো একাডেমিক লেখার শুরুতেই ‘বিষয়’ লেখা থাকে।

জিপিএল এবং প্রিমিয়াম থিমের মধ্যে কীভাবে পার্থক্য

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। অনেকের কাছ থেকে প্রশ্ন পাচ্ছি GPL/ Premium ও Crack বা Null কি? এগুলোর মধ্যে পার্থক্য কি? তো তাই আজকের হাজির হলাম এসব নিয়ে কথা বলার জন্য।

অনেকেই জানেন না থিম/ প্লাগিন টাকা দিয়ে কেনারও প্রয়োজন পড়ে। বিশেষ করে যারা ওয়ার্ডপ্রেসে নতুন নতুন এসে পড়েছেন। তার মনে করেন ফ্রিতে বোধায় সব থিম, প্লাগিন পাওয়া যায়। কিন্তু আসলে এমনটা না। ভালো মানের থিম টাকা দিয়ে কিনতে হয় এবং এসব থিমে রেগুলার আপডেট পাওয়া যায়।

যাই হোক পোস্টের মূল বিষয়ে আসা যাক। চলুন GPL, Premium, Null or Crack কি তা জেনে নেওয়া যাক।

GPL থিম কি?, GPL থিম ভালো ও খারাপ দিক,GPL সম্পূন ব্যাখ্যা করা। #BloggingBD

GPL থিম ভালো ও খারাপ দিক

GPL নামটা আমরা অনেক শুনেছি থিম বা প্লাগিন ডাউনলোড করার সময়। কিন্তু এই জিপিএল আসলে কি? GPL এর পূর্ণরূপ General Public License সম্পূর্ণ GNU General Public License। অর্থাৎ GPL হলো এক ধরনের লাইসেন্স।

এটা এমন এক ধরনের লাইসেন্স যেটা ব্যবহারকারীদের পূর্ণ স্বাধীনতা দেয়। ধরুন আপনি একটি জিপিএল থিম ডাউনলোড করলেন এখন আপনি চাইলে সেই থিমের কোর ফাংশন ইচ্ছা মতো ইডিট করে ব্যবহার করতে পারবেন। অন্যান্য যেকোন সফটওয়্যারের ক্ষেত্রেও এক।

জিপিএল থিম অরিজিনাল অথরের কাছ থেকে ডাউনলোড করা হয়ে থেকে। জিপিএল থিমে কোন প্রকার মোডিফিকেশ করার প্রয়োজন হয় না তা ব্যবহার করার জন্য। জিপিএল থিম যখন আপনি ইন্সটল করবেন তখন আপনাকে লাইসেন্স কি দেওয়াটা বাধ্যতামূলক হবে না। লাইসেন্স কি ছাড়াও ব্যবহার করতে পারবেন তবে অটো আপডেট পাবেন না।

Premium GPL থিম ভালো ও খারাপ দিক

একটা কথা বলে রাখি, “সব জিপিএল থিম প্রিমিয়াম থিম হতে পারে কিন্তু সব প্রিমিয়াম থিম জিপিএল নাও হতে পারে।”। একটু ঘোর প্যাঁচানো কথা। তবে ভালোভাবে চিন্তা করলে বুঝতে পারবেন।

প্রিমিয়াম থিম ব্যবহার করতে হলে লাইসেন্স কি অবশ্যই দরকারি। লাইসেন্স কি ছাড়া প্রিমিয়াম থিম কখনো ব্যবহার করতে পারবেন না। লাইসেন্স কি দিয়ে এই থিম একটিভ করে নেওয়া বাধ্যতামূলক। যা জিপিএলের বিপরীত।

Null বা Crack

প্রিমিয়াম থিমগুলোকে ক্রাক করা হয় লাইসেন্স কি বাইপাস করানোর জন্য। এজন্য নাল বা ক্রাক থিমগুলোকে অনেক মোডিফাই করানো হয় লাইসেন্স কি বাইপাস করানোর জন্য।

নাল বা ক্রাক থিম ভাইরাস/ ম্যালওয়্যার থাকতে পারে।

নোটঃ আমি কিন্তু পোস্টে আপনাদের বোঝানোর সুবিধার্থে পোস্টটি “থিম” দিয়ে বিবরণ করেছি। প্লাগিন বা অন্যান্য সফটওয়ার বা ছবির ক্ষেত্রেও বিষয় কিন্তু এক।

জিপিএল ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন ডাউনলোড,

GPL এর মূল স্বাধীনতা 

ওয়ার্ড প্রেস সম্প্রদায়ের বিস্তারেত পিছনে মূল চাবি কাঠী হচ্ছে এই বিষয়ক জ্ঞানের অকপট আদান প্রদান, এই নীতিমালার প্রাণ ভোমরাকে বাঁচিয়ে রাখতে জি পি এল লাইসেন্স সব চাইতে ভাল উপায়। জি পি এল লাইসেন্স সফটওয়ার এর মেধা স্বত্ব আইন তথা নির্মাতার অধিকার সংক্রান্ত একটি বিল বা নীতিমালা। এটি ব্যাবহারকারী এবং নির্মাতার পারস্পরিক স্বার্থ রক্ষায় চার ধরনের স্বাধীনতার সুযোগ তৈরি করেছে।

১। যে কোন কারণে এই প্রোগ্রাম বা থিম ব্যাবহারের পূর্ণ স্বাধীনতা

২।  প্রোগ্রামটি কিংবা থিমটি কিভাবে কাজ করছে তার বিষয়ে নিখুঁত অনুসন্ধান / গবেষণা, এবং এর যে কোন ধরনের পরিবর্তন পরিবর্ধনের স্বাধীনতা

৩। বন্ধু , আত্মীয় স্বজন বা সতীর্থদের মাঝে বিতরনের স্বাধীনতা

৪। এর যে কোন ধরনের পরিবর্তন পরিবর্ধনের পর এটি ওয়ার্ডপ্রেস সম্প্রদায়ের জন্যে এবং সংশ্লিষ্ট যে কারো কাছে বিতরণ ও এর মাধ্যমে লাভবান হওয়ার পূর্ণ স্বাধীনতা

সফটওয়ার এর  ক্ষেত্রে ফ্রি বলতে আসলে কি বুঝায়?

ফ্রি কথাটি সফটওয়্যার এর ক্ষেত্রে এর স্বাধীনতা কে বুঝায় এর মুল্যকে নয়। ফ্রি সফটওয়্যার ফাঊণ্ডেশণ বলতে পছন্দ করে “free as in speech, not as in beer” । ফ্রি সফটওয়্যার হল এমন সফটওয়্যার যার ব্যবহার কারি এটিকে যে কোন উদ্দেশ্যে, যে কোন ভাবে ব্যাবহার করতে পারেন, এর মানে এই নয় যে এর কোন মুল্য নাই( এই কথা ওয়ার্ড প্রেস ডিরেক্টরির ফ্রি থিম গুলির ক্ষেত্রে ও একই)।

ফ্রি সফটওয়্যার এর সাথে একটি মূল্য ট্যাগ থাকতে পারে – অন্য কথায়, আপনি একটি GPL  থিম তৈরি করে তা কারো কাছে  $ 50 এ বিক্রি করতে পারবেন , তবুও  এটি ফ্রি সফটওয়্যার হিসেবেই গন্য হবে। কেন? ব্যবহারকারী  এটি ব্যাবহার, পরিবর্তন, পরিবরধন ও বিতরনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থাকেন।

সকলের জন্যে ফ্রি রাখুন

GPL এর স্বাধীনতা শুধু মাত্র মূল সফটওয়্যার এর জন্যেই নয় বরং সফ্টওয়্যার থেকে উদ্ভূত কাজ ও এই লাইসেন্স এর আওতায় পড়বে, এতে কোন রকমের বাড়তি নিয়ম নীতি বা বাধা থাকবে না ।

এই অর্থে, GPL ফ্রি / বিনামূল্যে সফটওয়্যার থেকে প্রাপ্ত কোন সুবিধা যাতে কোন দিন বন্ধ হয়ে না যায় তা নিশ্চিত করে এবং ভবিস্বতে উক্ত সফটওয়্যার এর উপর গবেষণা, পরিক্ষা নিরিক্ষার পূর্ণ স্বাধীনতা ও নিশ্চিত করে।

GPL এর অধীনে আমার নিজের কি লাইসেন্স নিতে হবে 

যদি আপনার থিম বিতরণ করার কোন পরিকল্পনা না থাকে, তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য GPL এর লাইসেন্স গ্রহণ করা প্রয়োজন হবে না । GPL লাইসেন্স শুধুমাত্র বিতরণের জন্যে নির্ধারিত সফটওয়্যার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি আপনার সফটওয়্যার বিতরণ না করেন – উদাহরন সরূপ, ধরুন আপনি নিজের থিম একান্ত নিজস্ব সাইটে বা শুধু নিজস্ব কম্পপিউটারে ব্যাবহার করছেন, সেক্ষেত্রে আপনি GPL এর লাইসেন্স গ্রহণ করা প্রয়োজন হবে না।

আপনি যদি WordPress.org এর ফ্রী থিম সংগ্রহস্থলে আপনার সৃষ্ট থিম জমা দিতে চান, তবে অবশ্যই সংশ্লিষ্ট থিমের CSS এবং ইমেজ ফাইল এর সাথে 100% GPL এর লাইসেন্স সহ জমা দিতে হবে। কেননা GPL এর স্বাধীনতা ওয়ার্ড প্রেস এর অন্তরের কথা, তাই আমরা 100% GPL এর-সামঞ্জস্যপূর্ণ লাইসেন্স সহ থিম বিতরণে ডেভেলপারদের উৎসাহিত করি।

দ্রষ্টব্য: স্বাধীনতা ওয়ার্ডপ্রেস থিম উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনি আপনার থিম বিতরণ করতে ইচ্ছুক হন , তবে তা পরিপূর্ণ GPL লাইসেন্সের সাথে বিতরন করাই উচিত, এতে আপনি থিমটি উন্নয়নের সময় যে স্বাধীনতা উপভোগ করেছিলেন তা এর ব্যাবহার কারীর জন্যেও বজায় থাকবে।

https://zeroshopbd.com/

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment