নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। সিটি কর্পোরেশনের সদস্যদেরকে মেয়র, কাউন্সিলর, প্রশাসকি প্রভৃতি বলা হয়। সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রধানকে মেয়র বলা হয়। মেয়রকে বিভিন্ন কাজে সাহায্য করেন এলাকা-ভিত্তিক নির্বাচিত কাউন্সিলরগণ। বাংলাদেশের নির্বাচন আইন দ্বারা অযোগ্য নয় এরূপ ব্যক্তি মেয়র ও সদস্য হতে পারেন। বর্তমান আইনানুসারে সিটি কর্পোরেশনের মেয়াদ বা কার্যকাল ৫ বছর। সিটি কর্পোরেশনের আয়তনের ভিত্তিতে কাউন্সিলরদের সংখ্যা কম বেশি হতে পারে।
সিটি করপোরেশন বাংলাদেশের মহানগরগুলোর স্বায়ত্তশাসন ব্যবস্থার একক। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০ নম্বর আইন) অনুসারে বর্তমানে সিটি করপোরেশন গঠনের জন্য আটটি শর্ত পূরণ করতে হয়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
যেমন—বিদ্যমান পৌর এলাকার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৩০০০ জন, স্থানীয় আয়ের উৎস বার্ষিক পাঁচ কোটি টাকা, প্রস্তাবিত এলাকায় শিল্পপ্রতিষ্ঠান এবং বাণিজ্যিকভাবে পৌর এলাকাটি গুরুত্বপূর্ণ হতে হয়, ভৌত অবকাঠামোগত সুবিধা যা ভবিষ্যতে সম্প্রসারণ করা যাবে, বিদ্যমান পৌরসভার বার্ষিক আয় ন্যূনতম ১০ কোটি টাকা, আয়তন কমপক্ষে ২৫ বর্গকিলোমিটার এবং সিটি করপোরেশন প্রতিষ্ঠার বিষয়ে অনুকূল জনমত থাকতে হয়।
আগে ঢাকা সিটি করপোরেশন নামের একটি সিটি করপোরেশন ছিল। ২০১১ সালের ২৯ নভেম্বর স্থানীয় সরকার সিটি করপোরেশন (সংশোধনী) বিল-২০১১ পাসের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নামের দুটি সিটি করপোরেশন হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। এ ছাড়া ঢাকা বিভাগে গাজীপুর সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নামের আরো দুটি সিটি করপোরেশন গঠিত হয়েছে।
বর্তমানে ঢাকা বিভাগ ছাড়াও বাকি বিভাগগুলোতে মোট আটটি সিটি করপোরেশন আছে। সেগুলো হলো—
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সিটি করপোরেশন ও কুমিল্লা সিটি করপোরেশন, রাজশাহী বিভাগের রাজশাহী সিটি করপোরেশন, খুলনা বিভাগের খুলনা সিটি করপোরেশন, সিলেট বিভাগের সিলেট সিটি করপোরেশন, বরিশাল বিভাগের বরিশাল সিটি করপোরেশন, রংপুর বিভাগের রংপুর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সিটি করপোরেশন।
সরাসরি নাগরিকদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি মেয়র, যিনি সিটি করপোরেশনের প্রধান। অনেকেই মেয়রকে নগরপিতা বলে থাকেন। তাঁকে সহযোগিতা করার জন্য রয়েছে সরাসরি নাগরিকদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি তথা কাউন্সিলর। প্রতিটি ওয়ার্ড থেকে একজন কাউন্সিলর নির্বাচিত হন এবং প্রতি তিন ওয়ার্ড থেকে একজন মহিলা কাউন্সিলর নির্বাচিত হন।
বর্তমান আইনানুসারে সিটি করপোরেশনের মেয়াদ বা কার্যকাল পাঁচ বছর। সিটি করপোরেশনের আয়তনের ভিত্তিতে কাউন্সিলরদের সংখ্যা কমবেশি হতে পারে। সিটি করপোরেশন মূলত পুরো শহরের দেখভালের জন্য কাজ করে থাকে।
বাংলাদেশের সিটি কর্পোরেশন সমূহের তালিকা
১.কুমিল্লা সিটি কর্পোরেশন
২. খুলনা সিটি কর্পোরেশন
৩. গাজীপুর সিটি কর্পোরেশন
৪.চট্টগ্রাম সিটি কর্পোরেশন
৫.ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
৬.ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
৭. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
৮. বরিশাল সিটি কর্পোরেশন
৯.ময়মনসিংহ সিটি কর্পোরেশন
১০. রাজশাহী সিটি কর্পোরেশন
১১.রংপুর সিটি কর্পোরেশন
১২.সিলেট সিটি কর্পোরেশন
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- বৃষ্টির আবহাওয়ায় আমার মোটরসাইকেলের যত্ন
- বাচ্চা নিতে কতবার সহবাস করতে হয়,বাচ্চা নেওয়ার জন্য কতবার সহবাস করতে হয়?
- কিভাবে মরিচা থেকে আপনার মোটরসাইকেলকে রক্ষা করবেন?, বাইকে মরিচা কিভাবে দূর করা যায় ?
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper