৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর 2021

Class: 6 Assignment Answers 3rd Week Assignment

২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর বিষয়: গণিত

 তিনটি সংখ্যা ২৮, ৪৮ ও ৭২

  • (ক) ১ থেকে ৭২ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি সনাক্ত কর।
  • (খ) ৮ ও ১২ সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় কর।
  • (গ) মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় কর।
  • (ঘ) ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির ন্যনতম সাধারণ গুণিতক নির্ণয় কর।
  • (ঙ) দেখাও যে উদ্দীপকের ১ম ও ২য় সংখ্যাদ্বয়ের গুণফল, এদের ল.সা.গু ও গ.সা.গু এর গুণফলের সমান।

উত্তর : লিংক

৬ষ্ঠ শ্রেণির ২০২১ সালের ৩য় এ্যাসাইনমেন্ট উত্তর বিষয়: কৃষি শিক্ষা

ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামের আদর্শ কৃষক আবদুর রহিম নিজ বাড়িতে ২টি গাভী , ১টি ষাঁড় , ২০টি হাঁস ও ২০টি মুরগি পালন করেন । এ ছাড়াও বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের শাকসবজি , ফলমূল এবং পুকুরে নানা ধরনের মাছ চাষ করে থাকেন । তিনি মনে করেন মৌলিক চাহিদাগুলোর অধিকাংশই তার কার্যক্রম থেকে পেয়ে থাকেন । তুমি কী মনে কর মানুষের মৌলিক চাহিদাগুলোর সব কয়টি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব ? যুক্তি দ্বারা তোমার মতামত উপস্থাপন কর।

উত্তর : লিংক

৬ষ্ঠ শ্রেণির ২০২১ সালের ৩য় এ্যাসাইনমেন্ট উত্তর বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান

  1. তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ।
  2. নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কি কি কাজ করে তা উল্লেখ কর।
    শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম

গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস

  • আনুষ্ঠানিক স্থান
  • অনানুষ্ঠানিক স্থান
  • কাজের স্থান

উত্তর : লিংক

Class : 7 Assignment Answers, 3rd Week Assignment Answers

৭ম শ্রেণির ২০২১ সালের ৩য় এ্যাসাইনমেন্ট উত্তর বিষয়: গণিত

১নং প্রশ্নের উত্তর

মনে করি তিন অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা ১৪৪। 

২নং প্রশ্নের উত্তর


সৈন্য দলটিকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানো যায়। তাই ঐ সৈন্য সংখ্যা ৯,১২ ও ২০ দ্বারা বিভাজ্য। এরুপ ক্ষ্রদ্রতম সংখ্যা ৯, ১২, ও ২০ এর ল,সা,গু

উত্তর: লিংক

বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর ৭ম শ্রেণির ২০২১

বর্তমান কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে ও বিদ্যালয়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব হচ্ছেনা। এই পরিস্থিতিতে অবসর সময়ে আনন্দ পাওয়ার জন্য তুমি বাড়ির আঙিনায়/ ছাদে বাগান করার সুযোগ পেলে কী কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিচের ছক ও বিবেচ্যবিষয় অনুসরণ করে একটি ধারণাপত্র তৈরী করো।

বিবেচ্য বিষয়:
১। বাগানে তুমি কি কি গাছ লাগাতে চাও?
২। বাগান করতে তুমি কী কী সম্পদ ব্যবহার করবে?
৩। এ কাজের মাধ্যমে তুমি কীভাবে উপকৃত হবে বলে মনে করছো?
ধাপ করণীয় কাজ
১.পরিকল্পনা
২. সংগঠন
৩. নিয়ন্ত্রণ
৪. মূল্যায়ন

উত্তর: লিংক

২০২১ সালের ৭ম শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর বিষয়: কৃষি শিক্ষা

তাহেরপুর গ্রামের আর্দশ কৃষক রফিক তার বাড়িটি একটি আদর্শ খামারে পরিণত করেছেন । তিনি বাড়ির পাশের জমিতে ধান, গম চাষ করেন । বাড়িতে ফল , শাকসবজি, ভেষজ উদ্ভিদ ও কাষ্ঠল গাছ রোপন করেছেন । পাশাপাশি তিনি পুকুরে মাছ চাষ , হাঁস-মুরগি পালন ও গরু-ছাগল লালন-পালন করেন ।
তোমার দেখা এরূপ একজন কৃষক গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে কীভাবে ভূমিকা পালন করেছেন ।

নিচের প্রশ্নগুলোর আলোকে উত্তর দাও-

পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী ?

তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সহায়তা করতে পারে ?

তোমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বী করতে তিনি কীভাবে সহায়তা করতে পারবেন ?

উত্তর: লিংক

3rd week assignment class: 8

বিষয়: গণিত ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর ৮ম শ্রেণির ২০২১

This image has an empty alt attribute; its file name is 21.PNG

উপরের জ্যামিতিক চিত্রগুলা সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি করা একটি প্যাটার্ন।

প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় কর।

উল্লেখিত প্যাটার্নটি কোন বীজ গণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন কর।

উল্লেখিত প্যাটার্নটির প্রথম ২০টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে- তা নির্ণয় কর।

উত্তর: লিংক

৮ম শ্রেণির ২০২১ সালের ৩য় এ্যাসাইনমেন্ট উত্তর বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান

বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তুমি সারাদিন বাসায় অবস্থান করছো। সময় তালিকা প্রণয়ন করে লেখাপড়া ও অন্যান্য কাজকর্ম করা উচিত। তাই এ পরিস্থিতিতে তোমার দৈনন্দিন কাজকর্ম কিভাবে করছো –

  1. তোমার সারাদিনের কর্মকাণ্ডের জন্য একটি সময় তালিকা প্রণয়ন করো।
  2. সময় তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
  3. সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয় বিবেচনা করেছো?

উত্তর: লিংক

২০২১ সালের ৮ম শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর বিষয়: কৃষি শিক্ষা

রুমির বাবা একজন কৃষি বিজ্ঞানী। তিনি মিষ্টি ও উচ্চ ফলনশীল আমের একটি জাত উদ্ভাবন করেন যা বারি-৪ নামে মাঠ পর্যায়ে সফলভাবে উৎপাদিত হচ্ছে।

গত ১৬ই ডিসেম্বর ২০২০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর এই অবদানের জন্য তাকে রাষ্ট্রপতি পদক প্রদান করে সম্মানিত করেন।

রুমির বাবার এমন সম্মান প্রাপ্তির পিছনে নিম্নলিখিত বিষয়গুলো তার মনে যে আলোড়ন সৃষ্টি করেছে সে ব্যাপারে তোমার সুচিন্তিত মতামত উল্লেখ করো –

ধান, পাট, গম, আখ, চাষযোগ্য কৈ মাছ, মিষ্টি জাতের আম, মাল্টা ইত্যাদি উদ্ভাবনে কাদের নিরলস পরিশ্রম ও গবেষণায় অবদান রয়েছে?

কোন কোন প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমে এসব নতুন জাত উদ্ভাবন করেছেন?

ধান গবেষণা প্রতিষ্ঠান(BRRI) থেকে ধানের কোন কোন জাত উদ্ভাবন করেছেন?

কৃষিবিজ্ঞানীরা ধানছাড়াও অন্যান্য কি কি জাত উদ্ভাবন করেছেন- যা কৃষকেরা মাঠে চাষাবাদ করে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন?

এ সমস্ত কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে মানুষের কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে?

উত্তর: লিংক

Class 9 Assignment Answer 2021 All Subject 3rd Week

গণিত এ্যাসাইনমেন্ট উত্তর ৩য় সপ্তাহের ২০২১

নবম গণিত ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্নঃ

অ্যাসাইনমেন্টঃ ০১

A= x²-2x+1, B=x²-√3x+1, এবং C=x²+10x+16

নিচের সমস্যাগুলো সমাধান করঃ

সমস্যা-১: A=0 হলে, x এর মান নির্ণয় কর।

সমস্যা-২: C রাশিকে দুটি বর্গের অন্তররুপে প্রকাশ করা সম্ভব কী? উত্তরের স্বপক্ষে গাণিতিক যুক্তিসহ উপস্থাপন কর।

সমস্যা-৩: সূত্রের সাহয্যে A² নির্ণয় কর।

সমস্যা-৪: যদি B =0 হয়, তবে x²+1/x² এবং x³+1/x³ এর মান পরস্পর সমান হবে কী? গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন কর।

৯ম শ্রেণি ৩য় সপ্তাহের সমাধান নিদের্শনাঃ

  • সূত্রের ব্যবহার করে x এর মান নির্ণয় করবে।
  • যুক্তি উপস্থাপন করে রাশিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করবে।
  • উল্লিখিত রাশির সাহায্য নিয়ে x²+1/x² এবং x³+1/x³  এর মান নির্ণয় করে নিজস্ব যুক্তি উপস্থাপন করবে।

মূল্যায়ণ রুব্রিক্সঃ ধারাবাহিকতা সঠিক সূত্র ও সমাধানে নির্ভূলতা যুক্তি উপস্থাপন।

উত্তর: লিংক


গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট উত্তর ৩য় সপ্তাহের ২০২১

গৃহ ব্যবস্থাপনার পর্যায়গুলো অনুসরণ করে তোমার কক্ষটিতে কীভাবে আরও আকর্ষণীয় করে তোলা যায় তা নিচের প্রশ্নের আলোকে বিস্তারিত বর্ণনা করো।

  1. কেন তোমার কক্ষটাকে সুন্দর করতে চাও ?
  2. কক্ষটি সুন্দর করতে চাইলে প্রথমে তোমাকে কি করতে হবে এবং কেন ?
  3. এ কাজে তোমাকে কে কে সাহায্য করতে পারবে এবং কিভাবে ?
  4. কক্ষটি সাজানো তোমার পছন্দমত হচ্ছে? না হলে তুমি কি করতে চাও ?
  5. সাজানো গোছানো পরিপাটি কক্ষটিতে বসে এখন তোমার কেমন লাগছে ? তোমার অনুভূতি ব্যাখ্যা করো।

উত্তর: লিংক


কৃষি শিক্ষা এ্যাসাইনমেন্ট উত্তর ৩য় সপ্তাহের ২০২১

তোমার এলাকার প্রধান প্রধান ফসলের নাম উল্লেখ পূবক ফসল সমূহ চাষের কারণ ও সেগুলোর জন্য জমি প্রস্ততির বিবরণ উল্লেখ করে একটি প্রতিবেতন তৈরি কর

উত্তর: লিংক


রসায়ন এ্যাসাইনমেন্ট উত্তর ৩য় সপ্তাহের ২০২১

“প্রত্যেক শিক্ষার্থীর রসায়ন পরীক্ষাগারে বিশেষ সর্তকতা অবলম্বন করা আবশ্যক”। এ বিষয়ে একটি প্রতিবেদন লিখতে হবে।

প্রতিবেদনে অবশ্যই পাঁচ ধরনের রাসায়নিক পদার্থের ঝুঁকির মাত্রা ও সংশ্লিষ্ট সতর্কতামূলক সাংকেতিক চিহ্ন উল্লেখ করে তা থেকে নিরাপদ থাকার উপায় উদাহরণ হিসেবে লিখতে হবে।

উত্তর: লিংক

উচ্চতর গণিত এ্যাসাইনমেন্ট উত্তর ৩য় সপ্তাহের ২০২১

৯ম শ্রেণির উচ্চতর গণিত এ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১
  • (ক) বর্ণিত অন্বয়টি ফাংশন হলে তা কী ধরনের ফাংশন যুক্তিসহ উল্লেখ কর।
  • (খ) (a) এর বিপরীত ফাংশন সম্ভব কিনা তা যুক্তিসহ উপস্থাপন কর।
  • (গ) (b) এর ক্ষেত্রে x ≠ 3 এর জন্য ফাংশনটি এক-এক এবং সার্বিক কিনা তা যুক্তি দিয়ে নিজস্ব মতামত উপস্থাপন কর।

উত্তর: লিংক


অর্থনীতি এ্যাসাইনমেন্ট উত্তর ৩য় সপ্তাহের ২০২১

‘আমাদের দৈনন্দিন জীবনে অর্থনীতির দশটি মৌলিক নীতি কার্যকর ভূমিকা রাখে। উপরােক্ত বিষয়ে অনাধিক ৩০০ শব্দের একটি প্রতিবেদন রচনা কর।

উত্তর: লিংক


চারু ও কারুকলা এ্যাসাইনমেন্ট উত্তর ৩য় সপ্তাহের ২০২১

শিল্পকলা কী? বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য শিল্পকলা চর্চা গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর

উত্তর: লিংক

1 thought on “৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর 2021”

Leave a Comment