২য় ফ্রেডারিক কে ছিলেন, ২য় ফ্রেডারিক কত সালে রাশিয়ার সিংহাসনে আরোহণ করেন, মহান ফ্রেডারিক কত বছর রাজত্ব করেন

২য় ফ্রেডারিক কে ছিলেন, ২য় ফ্রেডারিক কত সালে রাশিয়ার সিংহাসনে আরোহণ করেন, মহান ফ্রেডারিক কত বছর রাজত্ব করেন

দ্বিতীয় ফ্রেডারিক কে ছিলেন?
উত্তর : দ্বিতীয় ফ্রেডারিক ছিলেন প্রাশিয়ার সম্রাট প্রথম ফ্রেডারিক উইলিয়ামের পুত্র ।

দ্বিতীয় ফ্রেডারিক কত সালে রাশিয়ার সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : ১৭৪০ সালে ।

মহান ফ্রেডারিক কত বছর রাজত্ব করেন?
উত্তর : সুদীর্ঘ ৪৬ বছর।

কত সালে ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়?
উত্তর : ১৭৫৬-১৭৬৩ সালে ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়।

দ্বিতীয় ফ্রেডারিকের পিতামহের নাম কি?
উত্তর : দ্বিতীয় ফ্রেডারিকের পিতামহের নাম প্রথম ফ্রেডারিক

কত সাল পর্যন্ত ফ্রেডারিক দি গ্রেট অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন?
উত্তর : ১৭৪১-১৭৪৮ সাল পর্যন্ত ফ্রেডারিক সি গ্রেট অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন।

দ্বিতীয় ফ্রেডারিক জন্মগ্রহণ করেন কোন বংশে?
উত্তর : প্রাশিয়ার হোহেনজলান রাজবংশে জন্মগ্রহণ করেন।

দ্বিতীয় ফ্রেডারিক প্রাশিয়ার সিংহাসনে আরোহণ করেন কত সালে?
উত্তর : দ্বিতীয় ফ্রেডারিক প্রাশিয়ার সিংহাসনে আরোহণ করেন ১৭৪০ সালে ৷

মারিয়া থেরেসা কে ছিলেন?
উত্তর : অস্ট্রিয়ার রানী ছিলেন।

মারিয়া থেরেসার পিতার নাম কি? উত্তর : ষষ্ঠ চার্লস ।


আরো ও সাজেশন:-

মারিয়া থেরেসা জন্মগ্রহণ করেন কবে?
উত্তর : ১৭১৭ সালে।

মারিয়া থেরেসা কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : অস্ট্রিয়ার ভিয়েনা শহরে ।

মারিয়া থেরেসা কোন দেশের রানি ছিলেন?
উত্তর : মারিয়া থেরেসা অস্ট্রিয়ার রানি ছিলেন।

মারিয়া থেরেসার শাসনকাল উল্লেখ কর।
উত্তর : ১৭৪০-১৭৮০ সালে।

কত খ্রিস্টাব্দে মারিয়া থেরেসা মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৭৮০ খ্রিস্টাব্দে মারিয়া থেরেসা মৃত্যুবরণ করেন ।

দ্বিতীয় যোসেফের মাতার নাম কি?
উত্তর : মারিয়া থেরেসা।

দ্বিতীয় যোসেফ কে ছিলেন?
উত্তর : অস্ট্রিয়ার সম্রাট এবং জ্ঞানদীপ্ত স্বৈরশাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন ।

ধর্মীয় সহিষ্ণুতার আইন পাস করে ধর্ম পালনের স্বাধীনতা প্রদান করেন কে?
উত্তর : দ্বিতীয় যোসেফ ।

দ্বিতীয় যোসেফ কত সালে পবিত্র রোমান সম্রাট পদে নির্বাচিত হন?
উত্তর : ১৭৬৫ সালে ।

দ্বিতীয় যোসেফ কোন দেশের রাজা ছিলেন?
উত্তর : অস্ট্রিয়ার রাজা ছিলেন।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ফন্টেইনরো সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৭৮৫ সালে ।

স্পেনের গৃহযুদ্ধের অন্যতম কারণ কি?
উত্তর : ক্ষমতার ভারসাম্যনীতি। –

স্পেনের উত্তরাধিকার যুদ্ধ কার সময়ে হয়?
উত্তর : চতুদশ লুইয়ের সময়ে।

স্পেনের উত্তরাধিকার যুদ্ধ কত বছর হয়েছিল?
উত্তর :১৩ বছর

স্পেনের উত্তরাধিকার যুদ্ধে বেভেরিয়া কোন পক্ষে যোগান করে?
উত্তর : ফ্রান্সে

স্পেনের গৃহযুদ্ধের সময় ব্যাপ্তি লিখ ।
উত্তর : ১৭০১-১৭১৩ সাল পর্যন্ত

দ্বিতীয় চার্লসের পর কে স্পেনের সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : ফ্রান্সের ফিলিপ ডিউক ।

ফিলিপ ডিউক কোন দেশের রাজপুত্র ছিলেন?
উত্তর : ফ্রান্সের।

গ্রান্ড অ্যালিয়েনস এর নেতৃত্ব দেন কে?
উত্তর : জেনারেল ডিউক।

কত খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সম্রাট জোসেফ মৃত্যুবরণ করেন ?
উত্তর : ১৭১১ খ্রিস্টাব্দে।

Leave a Comment