হিসাবরক্ষণে এমন কিছু ভুল আছে, যেগুলো রেওয়ামিল তৈরির মাধ্যমে উদ্ঘাটন করা সম্ভব হয়না উক্ত ভুলগুলো উদাহরণসহ বিশ্লেষণ করুন।, ssc উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ৯ম শ্রেণির হিসাববিজ্ঞান ৭ম অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১

হিসাবরক্ষণে এমন কিছু ভুল আছে, যেগুলো রেওয়ামিল তৈরির মাধ্যমে উদ্ঘাটন করা সম্ভব হয়না উক্ত ভুলগুলো উদাহরণসহ বিশ্লেষণ করুন।, ssc উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ৯ম শ্রেণির হিসাববিজ্ঞান ৭ম অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১

শিক্ষা Assignment এসএসসি ডিগ্রি ও উন্মুক্ত পরীক্ষা প্রস্তুতি

Google Adsense Ads

শ্রেণি: ৯ম/ ssc/ উন্মুক্ত-2021 বিষয়: হিসাববিজ্ঞান এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 07 বিষয় কোডঃ 1664
বিভাগ: ব্যবসায় শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ হিসাবরক্ষণে এমন কিছু ভুল আছে, যেগুলো রেওয়ামিল তৈরির মাধ্যমে উদ্ঘাটন করা সম্ভব হয়না। উক্ত ভুলগুলো উদাহরণসহ বিশ্লেষণ করুন।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। আমরা জানি রেওয়ামিলের উভয় দিকের যোগফল সমান হলে রেওয়ামিল সঠিক। কিন্তু উভয়দিকের যোগফল মিলে গেলেও রেওয়ামিলে ভুল থাকতে পারে। হিসাবরক্ষণের ক্ষেত্রে কিছু ভুল আছে যা রেওয়ামিল মিলে গেলেও সেগুলো ধরা পড়ে না।

যে সব ভুল রেওয়ামিলে ধরা পড়ে না :

রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট পার্শ্বের যোগফল মিলে গেলেও নিশ্চিতভাবে বলা যায় না যে কোথাও কোন ভুল নেই। কারণ এমন কিছু ভুল আছে রেওয়ামিলে উভয় দিকের যোগফল মিলে গেলেও ধরা পড়ে না। এই ধরণের ভুলকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথা :

১. করণিক ভুল : যে সব ভুল হিসাবরক্ষক বা অন্য কোন কর্মচারীর অসাবধানতার জন্য ঘটে থাকে তাকে করণিক ভুল বলে। করণিক ভুলকে আবার চারভাগে ভাগ করা যায় যথাক. বাদ পড়ার ভুল : লেনদেন সংঘটিত হওয়ার পরে যদি উক্ত লেনদেনটি জাবেদায় লেখা না হয়। সেক্ষেত্রে উক্ত লেনদেনটি খতিয়ানের ও কোন হিসাবে লেখা হবে না। এ ধরণের ভুলকে বাদ পড়ার ভুল বলে। এর ফলে রেওয়ামিলের যোগফল মিলে গেলেও হিসাবে ভুল থেকে যাবে। ধরা যাক রাজনের নিকট থেকে ৫,০০০ টাকার পণ্য ক্রয় করে ক্রয় বহিতে লিখা হল না যার ফলে এ লেনদেনটি খতিয়ানেও লিখা হবে না। কিন্তু রেওয়ামিল মিলে যাবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

খ. লিখার ভুল : হিসাবের প্রাথমিক বইতে কোন লেনদেনের টাকার অংক কম অথবা বেশী লেখা হলে তা খতিয়ানে সেই পরিমাণ টাকার অংকেই খতিয়ান হিসাবে লিপিবদ্ধ করা হবে। ফলে রেওয়ামিল মিলে যাবে কিন্তু হিসাবে ভুল থেকে যাবে। যেমন- নগদে ৫,০০০ টাকা পণ্য বিক্রয় করে ৫,০০০০ টাকা লেখা হল। তাহলে নগদান হিসাব ও বিক্রয় হিসাবে ৪৫,০০০ টাকা করে বেশি লেখা হবে। এক্ষেত্রে রেওয়ামিল মিলে গেলেও হিসাবে ভুল থেকে যাবে।

গ. বেদাখিলার ভুল : হিসাবের প্রাথমিক বই হতে খতিয়ানে স্থানান্তরের সময় একটি হিসাবের স্থলে অন্য একটি হিসাবে সঠিক টাকার পরিমাণ লেখাকে বেদাখিলার ভুল বলে। যেমন- মানিকের নিকট হতে ২৫,০০০ টাকা পাওয়ার পর ডেবিট দিকে সঠিক নগদান হিসাব লেখা হয়েছে। কিন্তু ক্রেডিট দিকে মানিকের পরিবর্তে রতন এর হিসাবে ক্রেডিট করা হয়েছে। এক্ষেত্রেও রেওয়ামিল মিলে যাবে।

ঘ. পরিপূরক ভুল : যখন একটি ভুল দ্বারা অপর কোন এক বা একাধিক ভুল পূরণ হয়ে যায় তখন তাকে পরিপূরক ভুল বলে। যেমন- জহিরের হিসাবে ৫,০০০ টাকা ডেবিট হওয়ার পরিবর্তে ৫০০ টাকা ডেবিট হলো। আবার আসিফের হিসাবে ৫,০০০ টাকা ক্রেডিট হওয়ার পরিবর্তে ৫০০ টাকা ক্রেডিট হলো। এক্ষেত্রে উভয় দিকে (৫,০০০ – ৫০০) = ৪,৫০০ টাকা কম দেখানোর ফলে ও রেওয়ামিল মিলে যাবে।

২. নীতিগত ভুল : হিসাববিজ্ঞান নীতির উপযুক্ত জ্ঞানের অভাবে হিসাবরক্ষক যে ভুল করে থাকে তাকে নীতিগত ভুল বলে। যেমন- নগদ ১০,০০০ টাকায় আসবাবপত্র ক্রয় করা হল। উক্ত লেনদেনকে লিখবার সময় আসবাবপত্রের পরিবর্তে ক্রয় হিসাবকে ডেবিট করা হল। এতে মূলধনী ব্যয়কে মুনাফাজাতীয় ব্যয়রূপে দেখানো হল। এক্ষেত্রে যেহেতু টাকার অংকে কোন ভুল হয়নি সেক্ষেত্রে রেওয়ামিল মিলবে কিন্তু হিসাবে ভুল থেকে যাবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

Google Adsense Ads

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *