হামিদা পারভিন শম্পা এর ” ভালোবাসার জিঞ্জির “

Google Adsense Ads

” ভালোবাসার জিঞ্জির “
হামিদা পারভিন শম্পা
~~~~

গোলাপ বুকে শিশিরকণা
মুগ্ধতা তোমারি স্বরে
দেখোনি চেয়ে আঁখির কোন
ঘন বর্ষার ঘিরে।

রুদ্ধ করে গাইবো যে গান
তুমি আমার ভালবাসা
কি করে ভাঙি শেষ উপাখ্যান
ছিল যা গোপন আশা।

যদি তুমি আমার হবে
জিঞ্জির কেন তবে
ভালোবাসার এক ফাঁলি চাঁদ
উঠেছে গগণে সবে।

বকুল ফুলের মালা গেঁথে
ছুটে চলা বিলাসী ঘর
কে পেরেছে কবে রুদ্ধদ্বারে
খুঁজিয়া আপন পর?

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment