সমাস চাকরির পরীক্ষার জন্য কমন-Most Important সমাস চাকরির

সমাস চাকরির পরীক্ষার জন্য কমন-Most Important সমাস চাকরির

সমাস কাকে বলে? কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।

দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস কথাটির অর্থ সংক্ষেপণ বা একাধিক পদের একপদীকরণ। অর্থের দিক থেকে মিল আছে এমন দুই বা ততোধিক শব্দ মিলে একটি শব্দ হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়।

ভাষাতত্ত্ববিদগণ নানাভাবে সমাস এর সংজ্ঞায়ন করেছেন-
পরস্পর সম্পর্কিত দুই বা তার বেশি শব্দ একসঙ্গে মিলে সমাস হয়।
পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদের সামষ্টিক রূপ সমাস ।
যেমন- বটের তলা= বটতলা; একদিকে চোখ যার= একচোখা; সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ ইত্যাদি।

সমাস ছয় প্রকার :
১. দ্বন্দ্ব সমাস
২.
 দ্বিগু সমাস
৩.
 কর্মধারয় সমাস
৪.
 তৎপুরুষ সমাস
৫.
 অব্যয়ীভাব সমাস
৬.
 বহৃব্রীহি সমাস।

দ্বন্দ্ব সমাস: যে সমাসে দুই বা ততোধিক পদের মিলন হয় এবং সমস্যমান পদের অর্থ প্রধান থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: মা ও বাবা = মা-বাবা; দা ও কুমড়া= দা-কুমড়া; জন্ম ও মৃত্যু= জন্ম-মৃত্যু।

দ্বিগু সমাস: যে সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ সমাহার বা মিলন অর্থে থাকে এবং তারপর বিশেষ্য পদের সঙ্গে মিলে যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। যেমন: চৌ রাস্তার সমাহার = চৌরাস্তা; তিন মাথার সমাহার= তেমাথা; সপ্ত অহের সমাহার= সপ্তাহ।

কর্মধারয় সমাস: যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান থাকে তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: যিনি দাদা তিনি সাহেব= দাদা-সাহেব; মহান যে নবী = মহানবী; সিংহ চিহ্নিত আসন= সিংহাসন।

তৎপুরুষ সমাস: পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসের পরপদের অর্থ প্রধান থাকে তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন: মধু দিয়ে মাখা= মধুমাখা; মেঘ থেকে মুক্ত= মেঘমুক্ত।

অব্যয়ীভাব সমাস: যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্ধ প্রধান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন: কূলের সমীপে= উপকূল; গ্রহের ক্ষুদ্র= উপগ্রহ; মরণ পর্যন্ত= আমরণ।

বহুব্রীহি সমাস: যে সমাসে পর্বপদ বা পরপদের কোন অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: আশিতে বিষ যার= আশীবিষ; নীল কণ্ঠ যার= নীলকণ্ঠ; ঘরের দিকে মুখ যার= ঘরমুখো ।

2016 – 2024 সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন

#‎কৌশলটি নিম্নরূপ:—

ও–এবং–আর মিলে যদি হয় “দ্বন্দ্ব“,

সমাহারে “দ্বিগু” হলে নয় সেটা মন্দ |

যে–যিনি–যেটি–যেটা– তিনি “কর্মধারায়“,

যে–যার শেষে থাকলে তারে বহুব্রীহি কয় |

অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে “অব্যয়ী” মেলে,

বিভক্তি লোপ পেলে তাকে “তৎপুরুষ” বলে |

                                                      সমাসের উদাহরহন

                                          এগুলো থেকে ১মার্ক নিশ্চিত কমন পাবেন।

১. ব্যাসবাক্যের অপর নাম কী?

উত্তর: বিগ্রহ বাক্য

২. ‘প্রগতি’ কোন সমাসের উদাহরণ?

উত্তর: প্রাদি সমাস

৩. ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কী?

উত্তর: বহু ধান

৪. ‘কাজলকালো’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

উত্তর: কাজলের ন্যায় কালো

৫. “জীবননাশের আশঙ্কায় যে বীমা = জীবনবীমা” কোন

কর্মধারয় সমাস?

উত্তর: মধ্যপদলোপী

৬. কয়টি সমাসের সাথে ‘অলুক’ কথাটি যুক্ত আছে?

উত্তর: ৩

৭. ‘জলচর’ কোন তৎপুরুষ সমাস?

উত্তর : উপপদ তৎপুরুষ

৮. ‘উপনদী’ সমস্তপদের ‘উপ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর: ক্ষুদ্র

৯. ‘রূপক কর্মধারয়’ – এর সমস্তপদ কোনটি?

উত্তর: বিষাদসিন্ধু

১০. ‘পঙ্কজ’ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ?

উত্তর: উপপদ তৎপুরুষ

১১. কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত?

উত্তর: তেপান্তর

১২. সমাস কত প্রকার?

উত্তর: ছয় প্রকার

১৩. ‘চিরসুখী’ – এর ব্যাসবাক্য কোনটি?

উত্তর: চিরকাল ব্যাপিয়া সুখী

১৪. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?

উত্তর: পরপদ

১৫. অর্থ প্রাধান্যের দিক থেকে কর্মধারয় – এর বিপরীত

সমাস কোনটি?

উত্তর: বহুব্রীহি

১৬. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

উত্তর: কাজলকালো

১৭. নীল যে পদ্ম

উত্তর: কর্মধারয় সমাস

১৯. ‘চাঁদমুখ’ – এর ব্যাসবাক্য কোনটি?

উত্তর: চাঁদের ন্যায় মুখ

২০. দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?

উত্তর: বিশেষ্য

২১. ‘আশীবিষ’ – কোন সমাস?

উত্তর: ব্যাধিকরণ বহুব্রীহি

২২. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?

উত্তর: অরুণরাঙা

২৩. সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?

উত্তর: সংস্কৃত

২৪. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?

উত্তর: পলান্ন

২৫. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

উত্তর: দ্বীপ

২৬. কোনটিতে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা

কল্পনা করা হয়?

উত্তর: রূপক কর্মধারয়

২৭. কোন উদাহরণটি অলুক তৎপুরুষ সমাসের?

উত্তর: গায়ে পড়া

২৮. ‘ফুলকুমারী’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

উত্তর: ফুলের ন্যায় কুমারী

২৯. ‘কমলাক্ষ’ – এর সঠিক ব্যাসবাক্য হলো-

উত্তর: কমলের ন্যায় অক্ষি যার

৩০. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’ কোন সমাস?

উত্তর: কর্মধারয় সমাস

৩১. তৃতীয়া তৎপুরুষ সমাসের ‘সমস্তপদ’ কোনটি?

উত্তর: মনগড়া

৩২. রূপক কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে কোনটি থাকে?

উত্তর: ন্যায়

৩৩. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্ধ সমাস?

উত্তর: সমার্থে

৩৪. সমাস সাধিত পদ কোনটি?

উত্তর: দম্পতি

৩৫. ‘পঞ্চনদ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

উত্তর: পঞ্চ নদীর সমাহার

৩৬. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের

অন্তর্ভুক্ত করেছেন?

উত্তর: কর্মধারয়

৩৮. ‘চন্দ্রমুখ’ – শব্দের ব্যাসবাক্য কোনটি?

উত্তর: মুখ চন্দ্রের ন্যায়

৩৯. ‘মন মাঝি’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

উত্তর: মনরূপ মাঝি

৪০. বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি

বিশেষণ না হয় তবে তাকে কী বলে?

উত্তর: ব্যধিকরণ বহুব্রীহি

৪১. কোনটি খাঁটি বাংলা কর্মধারয় সমাসের উদাহরণ?

উত্তর: নরাধম

৪২. দিল্লীশ্বর কিসের উদাহরণ?

উত্তর: তৎপুরুষ

৪৩. পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে কোন

সমাস গঠিত হয়?

উত্তর: উপমিত কর্মধারয়

৪৪. সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে

সমাস হয় তাকে কোন কর্মধারয় বলে?

উত্তর: উপমান কর্মধারয়

৪৫. তৎপুরুষ সমাস কয় প্রকার?

উত্তর: নয়

৪৬. কোনটি সমার্থক দ্বন্ধ সমাস?

উত্তর: কাগজ-পত্র

৪৭. ‘বিশ্ববিখ্যাত’ সমস্তপদটি কোন সমাস নির্দেশ করে?

উত্তর: সপ্তমী তৎপুরুষ

৪৮. কর্মধারয় সমাস নয় কোনটি?

উত্তর: মধুমাখা

৪৯. পূর্বপদের প্রাধান্য থাকে কোন সমাসে?

উত্তর: অব্যয়ীভাব সমাসে

৫০. যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের

প্রাধান্য থাকে তাকে কী বলে?

উত্তর: দ্বন্ধ সমাস

৫১. কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়?

উত্তর: পঞ্চ নদীর সমাহার

৫২. ‘হংসডিম্ব’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

উত্তর: হংস ও ডিম্ব

৫৩. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?

উত্তর: করপল্লব

৫৪. ‘ঈষৎ’ অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?

উত্তর: আরক্তিম

৫৫. ‘অন্তরীপ’ কোন বহুব্রীহি সমাসের সমস্ত পদ?

উত্তর: নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

৫৬. ‘উদ্বেল’ কী অর্থে অব্যয়ীভাব সমাস?

উত্তর: অতিক্রম অর্থে৭৭. ‘প্রতিদ্বন্ধী’ অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?

উত্তর: প্রত্যুত্তর

৭৮. উপপদ তৎপুরুষ সমাস কোনটি?

উত্তর: পকেটমার

৭৯. ‘বিষাদসিন্ধু’ সমস্তপদটির ব্যাসবাক্য কোনটি?

উত্তর: বিষাদ রূপ সিন্ধু

৮০. উপমান কর্মধারয় সমাসের সমস্তপদ কোনটি?

উত্তর: পান্নাসবুজ

৮১. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস কোনটি?

উত্তর: একঘরে

৮২. ‘জায়া’ শব্দের স্থলে বহুব্রীহি সমাসে কোনটি ব্যবহৃত

হয়?

উত্তর: জানি

৮৩. অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান?

উত্তর: পূর্বপ

৮৬. ‘মনগড়া’ কোন সমাস?

উত্তর: তৎপুরুষ

৮৭.

খাতা-পত্র কোন অর্থে দ্বন্ধ সমাস?

উত্তর: সমার্থক

৮৮. নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?

উত্তর: শতাব্দী

৮৯. ‘বালিকা বিদ্যালয়’ কোন সমাস?

উত্তর: চতুর্থী তৎপুরুষ

৯০. সাধারণত চ্যুত, জাত, ভীত, গৃহীত অর্থে যে সমাস

হয়তার নাম –�

উত্তর: পঞ্চমী তৎপুরুষ  ৫৮. ‘বিদ্যাহীন’ শব্দটি কোন ধরনের সমাস হবে?

উত্তর: তৃতীয়া তৎপুরুষ

৫৯. কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ?

উত্তর: অভাব

৬০. সত্য বলে যে = সত্যবাদী – এটি কোন সমাসের অন্তর্গত?

উত্তর: উপপদ তৎপুরুষ

৬১. নিচের কোনটি ‘বিপরীতার্থক দ্বন্ধ’?

উত্তর: জমা-খরচ

৬২. উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসে কোন তৎপুরুষ

সমাস হয়?

উত্তর: ৩য়া

৬৪. ‘হাট-বাজার’ কোন সমাস?

উত্তর: দ্বন্ধ

৬৬. পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, যূথ প্রভৃতি কোন সমাসে

আছে?

উত্তর: ষষ্ঠী তৎপুরুষ

৬৭. ‘রাজপথ’ – এর ব্যাসবাক্য কোনটি?

উত্তর: পথের রাজা

৬৮. ‘চিরকাল ব্যাপীয়া সুখী = চিরসুখী’ =- এটি কোন

সমাসের উদাহরণ?

উত্তর: মধ্যপদলোপী কর্মধারয়

৬৯. ‘বিরানব্বই’ কোন সমাসের উদাহরণ?

উত্তর: নিত্য

৭১. ‘তুষারশুভ্র’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

উত্তর: তুষারের ন্যায় শুভ্র

৭২. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

উত্তর: পরপদ

৭৩. নিচের কোন সমস্ত পদটি দ্বিগু সমাস?

উত্তর: তেমাথা

৭৪. দ্বন্ধ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বুঝাতে

ব্যাসবাক্যে কয়টি অব্যয়পদ ব্যবহৃত হয়?

উত্তর: তিনটি

৭৫. কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নয়?

উত্তর: তুষারশুভ্র

৭৬. খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ কোনটি?

উত্তর: মাছিমারা

৯৪. সমাস শব্দের অর্থ কী?

৯১. ‘মাদক দ্বারা আসক্ত = মাদকাসক্ত’ – এটি কোন সমাস?

উত্তর: তৎপুরুষ

৯২. “মহৎমন যার” – এর সঠিক সমাসবদ্ধ পদ কোনটি?

উত্তর: মহৎমনা

৯৩. ‘যথাযোগ্য’ – শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস

হয়েছে?

উত্তর: অনিতক্রম্যতা

উত্তর: সংক্ষেপ, মিলন ও একপদীকরণ

৯৫. কোনটি নিত্য সমাসের উদাহরণ?

উত্তর: গ্রমান্তর

চাকরির জন্য গুরুত্বপূর্ণ সমাস, বিগত নিয়োগ পরীক্ষায় কমন সমাস

৯৬. যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে

বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং

পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন

সমাস বলে?

উত্তর: কর্মধারয় সমাস

৯৭. কোনটি নিত্য সমাসের সমস্তপদ?

উত্তর: দেশান্তর

৯৮. ‘জনৈক’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

উত্তর: জন যে এক

৯৯. ‘স্মৃতিসৌধ’ – কোন সমাসের সমস্তপদ?

উত্তর: কর্মধারয়

১০০. ‘মুখচন্দ্র’ এর ব্যাসবাক্য কোনটি?

উত্তর: মুখ চন্দ্রের ন্যায়।

১. ‘হাসাহাসি’ কোন সমাস?

ক) ব্যতিহার বহুব্রীহি

খ) ব্যধিকরণ বহুব্রীহি

গ) নঞ্ বহুব্রীহি

ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি

সঠিক উত্তর: (ক)

২. ‘প্রগতি’ কোন সমাসের উদাহরণ?

ক) নিত্য সমাস

খ) অব্যয়ীভাব সমাস

গ) অলুক সমাস

ঘ) প্রাদি সমাস

সঠিক উত্তর: (ঘ)

৩. কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস?

ক) শ্রমলব্ধ

খ) জলমগ্ন

গ) ছাত্রবৃন্দ

ঘ) ঋণমুক্ত

সঠিক উত্তর: (ক)

৪. ‘কাজলকালো’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) কাজলের ন্যায় কালো

খ) কাজল রূপ কালো

গ) কাজল ও কালো

ঘ) কালো যে কাজল

সঠিক উত্তর: (ক)

৫. “জীবননাশের আশঙ্কায় যে বীমা = জীবনবীমা” কোন কর্মধারয় সমাস?

ক) উপমান

খ) উপমিত

গ) রূপক

ঘ) মধ্যপদলোপী

সঠিক উত্তর: (ঘ)

৬. কয়টি সমাসের সাথে ‘অলুক’ কথাটি যুক্ত আছে?

ক) ৩

খ) ২

গ) ৪

ঘ) ৬

সঠিক উত্তর: (ক)

৭. ‘জলচর’ কোন তৎপুরুষ সমাস?

ক) সপ্তমী

খ) পঞ্চমী

গ) উপপদ

ঘ) তৃতীয়া

সঠিক উত্তর: (ক)

৮. ‘উপনদী’ সমস্তপদের ‘উপ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) ক্ষুদ্র

খ) অভাব

গ) সামীপ্য

ঘ) সাদৃশ্য

সঠিক উত্তর: (ক)

৯. ‘রূপক কর্মধারয়’ – এর সমস্তপদ কোনটি?

ক) মহাপুরুষ

খ) ঘনশ্যাম

গ) বিষাদসিন্ধু

ঘ) তুষারশুভ্র

সঠিক উত্তর: (গ)

১০. ‘পঙ্কজ’ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ?

ক) অলুক

খ) উপপদ

গ) সপ্তমী

ঘ) দ্বিতীয়া

সঠিক উত্তর: (ক)

১১. কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত?

ক) দেশান্তর

খ) গ্রামান্তর

গ) তেপান্তর

ঘ) লোকান্তর

সঠিক উত্তর: (গ)

১২. সমাস কত প্রকার?

ক) সাত প্রকার

খ) ছয় প্রকার

গ) পাঁচ প্রকার

ঘ) তিন প্রকার

সঠিক উত্তর: (খ)

১৩. ‘চিরসুখী’ – এর ব্যাসবাক্য কোনটি?

ক) চিরকাল ব্যাপিয়া সুখী

খ) চিরকাল ব্যাপিয়া সুখ

গ) চিরদিনের জন্য সুখী

ঘ) চিরদিন ধরে সুখী

সঠিক উত্তর: (ক)

১৪. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?

ক) পূর্বপদ

খ) উভয়পদ

গ) অন্যপদ

ঘ) পরপদ

সঠিক উত্তর: (ঘ)

১৫. অর্থ প্রাধান্যের দিক থেকে কর্মধারয় – এর বিপরীত সমাস কোনটি?

ক) তৎপুরুষ

খ) দ্বন্ধ

গ) অব্যয়ীভাব

ঘ) বহুব্রীহি

সঠিক উত্তর: (গ)

১৬. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক) মুখচন্দ্র

খ) ক্রোধানল

গ) কাজলকালো

ঘ) চিরসুখী

সঠিক উত্তর: (গ)

১৭. দ্বন্ধ সমাসের বিপরীত অর্থ প্রাধান্য সমাস কোনটি?

ক) কর্মধারয় সমাস

খ) বহুব্রীহি সমাস

গ) দ্বিগু সমাস

ঘ) তৎপুরুষ সমাস

সঠিক উত্তর: (খ)

১৮. ‘কানে কানে যে কথা = কানাকানি’ – এটি কোন সমাসের উদাহরণ?

ক) অব্যয়ীভাব

খ) সপ্তমী তৎপুরুষ

গ) অলুক বহুব্রীহি

ঘ) ব্যতিহার বহুব্রীতি

সঠিক উত্তর: (ঘ)

১৯. ‘চাঁদমুখ’ – এর ব্যাসবাক্য কোনটি?

ক) চাঁদ মুখ যার

খ) চাঁদের ন্যায় মুখ

গ) মুখের ন্যায় চাঁদ

ঘ) চাঁদ যে মুখ

সঠিক উত্তর: (খ)

২০. দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?

ক) বিশেষ্য

খ) বিশেষণ

গ) সর্বনাম

ঘ) কৃদন্ত

সঠিক উত্তর: (ক)

২১. ‘আশীবিষ’ – কোন সমাস?

ক) সমানাধিকরণ বহুব্রীহি

খ) ব্যতিহার বহুব্রীহি

গ) নঞ্ বহুব্রীহি

ঘ) ব্যাধিকরণ বহুব্রীহি

সঠিক উত্তর: (ঘ)

২২. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) সিংহাসন

খ) অরুণরাঙা

গ) বিষাদসিন্ধু

ঘ) মুখচন্দ্র

সঠিক উত্তর: (খ)

২৩. সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?

ক) হিন্দি

খ) সংস্কৃত

গ) প্রাকৃত

ঘ) ফারসি

সঠিক উত্তর: (খ)

২৪. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?

ক) পলান্ন

খ) ঘনশ্যাম

গ) নরাধম

ঘ) খেচর

সঠিক উত্তর: (ক)

২৫. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

ক) দ্বিপ

খ) দীপ

গ) দ্বীপ

ঘ) দিপ

সঠিক উত্তর: (গ)

২৬. কোনটিতে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়?

ক) উপমান কর্মধারয়

খ) উপমিত কর্মধারয়

গ) রূপক কর্মধারয়

ঘ) মধ্যপদলোপী কর্মধারয়

সঠিক উত্তর: (গ)

২৭. কোন উদাহরণটি অলুক তৎপুরুষ সমাসের?

ক) গায়ে পড়া

খ) চা-বাগান

গ) খাঁচা ছাড়া

ঘ) মাল গুদাম

সঠিক উত্তর: (ক)

২৮. ‘ফুলকুমারী’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) ফুলের ন্যায় কুমারী

খ) কুমারী ফুলের ন্যায়

গ) ফুলের ন্যায় সুন্দর কুমারী

ঘ) ফুলের কুমারী

সঠিক উত্তর: (ক)

২৯. ‘কমলাক্ষ’ – এর সঠিক ব্যাসবাক্য হলো-

ক) কমল অক্ষির ন্যায়

খ) কমল অক্ষের ন্যায়

গ) কমলের ন্যায় অক্ষি যার

ঘ) কমলের ন্যায় অক্ষ যার

সঠিক উত্তর: (গ)

৩০. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’ কোন সমাস?

ক) দ্বিগু সমাস

খ) প্রাদি সমাস

গ) বহুব্রীহি সমাস

ঘ) কর্মধারয় সমাস

সঠিক উত্তর: (ঘ)

৩১. তৃতীয়া তৎপুরুষ সমাসের ‘সমস্তপদ’ কোনটি?

ক) গা-ঢাকা

খ) তালকানা

গ) মনগড়া

ঘ) দেশসেবা

সঠিক উত্তর: (গ)

৩২. রূপক কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে কোনটি থাকে?

ক) ও

খ) এ

গ) ই

ঘ) ন্যায়

সঠিক উত্তর: (ঘ)

৩৩. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্ধ সমাস?

ক) মিলনার্থে

খ) বিরোধার্থে

গ) বিপরীতার্থে

ঘ) সমার্থে

সঠিক উত্তর: (ঘ)

৩৪. সমাস সাধিত পদ কোনটি?

ক) চাষী

খ) বোনাই

গ) মানব

ঘ) দম্পতি

সঠিক উত্তর: (ঘ)

৩৫. ‘পঞ্চনদ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) পঞ্চ ও নদ

খ) পঞ্চ নামক নদ

গ) পঞ্চ নদের সমাহার

ঘ) পঞ্চ নদীর সমাহার

সঠিক উত্তর: (ঘ)

৩৬. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন?

ক) তৎপুরুষ

খ) দ্বন্ধ

গ) কর্মধারয়

ঘ) অব্যয়ীভাব

সঠিক উত্তর: (গ)

৩৭. ‘মহারাজ’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) রাজা যে মহৎ

খ) মহান যে রাজা

গ) মহতের রাজা

ঘ) মহা যে রাজা

সঠিক উত্তর: (খ)

৩৮. ‘চন্দ্রমুখ’ – শব্দের ব্যাসবাক্য কোনটি?

ক) চন্দ্রের ন্যায় মুখ

খ) চন্দ্র রূপ মুখ

গ) মুখ চন্দ্রের ন্যায়

ঘ) মুখ ও চন্দ্র

সঠিক উত্তর: (গ)

৩৯. ‘মন মাঝি’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) মন যে মাঝি

খ) মন মাঝির ন্যায়

গ) মনরূপ মাঝি

ঘ) মন ও মাঝি

সঠিক উত্তর: (গ)

৪০. বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয় তবে তাকে কী বলে?

ক) সমানাধিকরণ বহুব্রীহি

খ) ব্যধিকরণ বহুব্রীহি

গ) ব্যাতিহার বহুব্রীহি

ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি

সঠিক উত্তর: (খ)

৪১. কোনটি খাঁটি বাংলা কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) সিংহাসন

খ) মনমাঝি

গ) নরাধম

ঘ) অনল

সঠিক উত্তর: (গ)

৪২. দিল্লীশ্বর কিসের উদাহরণ?

ক) কর্মধারয়

খ) তৎপুরুষ

গ) অলুকদ্বন্ধ

ঘ) দ্বন্ধ

সঠিক উত্তর: (খ)

৪৩. পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয়?

ক) তৎপুরুষ

খ) উপপদ তৎপুরুষ

গ) উপমিত কর্মধারয়

ঘ) উপমান কর্মধারয়

সঠিক উত্তর: (খ)

৪৪. সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে কোন কর্মধারয় বলে?

ক) সাধারণ কর্মধারয়

খ) রূপক কর্মধারয়

গ) উপমিত কর্মধারয়

ঘ) উপমান কর্মধারয়

সঠিক উত্তর: (ঘ)

৪৫. তৎপুরুষ সমাস কয় প্রকার?

ক) আট

খ) নয়

গ) দশ

ঘ) এগার

সঠিক উত্তর: (খ)

৪৬. কোনটি সমার্থক দ্বন্ধ সমাস?

ক) দুধে-ভাতে

খ) কাগজ-পত্র

গ) ভাই-বোন

ঘ) জমা-খরচ

সঠিক উত্তর: (খ)

৪৭. ‘বিশ্ববিখ্যাত’ সমস্তপদটি কোন সমাস নির্দেশ করে?

ক) মধ্যপদলোপী বহুব্রীহি

খ) সপ্তমী তৎপুরুষ

গ) চতুর্থী তৎপুরুষ

ঘ) উপমান কর্মধারয়

সঠিক উত্তর: (খ)

৪৮. কর্মধারয় সমাস নয় কোনটি?

ক) কদাচার

খ) মহারাজ

গ) মুখচন্দ্র

ঘ) মধুমাখা

সঠিক উত্তর: (ঘ)

৪৯. পূর্বপদের প্রাধান্য থাকে কোন সমাসে?

ক) দ্বন্ধ সমাসে

খ) বহুব্রীহি সমাসে

গ) কর্মধারয় সমাসে

ঘ) অব্যয়ীভাব সমাসে

সঠিক উত্তর: (ঘ)

৫০. যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কী বলে?

ক) দ্বন্ধ সমাস

খ) কর্মধারয়সমাস

গ) দ্বিগু সমাস

ঘ) বহুব্রীহি সমাস

সঠিক উত্তর: (ক)

৫১. কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়?

ক) দ্বিগু সমাস

খ) অব্যয়ীভাব সমাস

গ) পঞ্চ নদের সমাহার

ঘ) পঞ্চ নদীর সমাহার

সঠিক উত্তর: (ঘ)

৫২. ‘হংসডিম্ব’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) হংসের ডিম্ব

খ) হংস ও ডিম্ব

গ) হংস হতে যে ডিম্ব

ঘ) হংসীর ডিম্ব

সঠিক উত্তর: (খ)

৫৩. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) ঘনশ্যাম

খ) স্নেহনীড়

গ) কুসুমকোমল

ঘ) করপল্লব

সঠিক উত্তর: (ঘ)

৫৪. ‘ঈষৎ’ অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?

ক) আগাছা

খ) আজীবন

গ) আগমন

ঘ) আরক্তিম

সঠিক উত্তর: (ঘ)

৫৫. ‘অন্তরীপ’ কোন বহুব্রীহি সমাসের সমস্ত পদ?

ক) প্রত্যয়ান্ত বহুব্রীহি

খ) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

গ) ব্যধিকরণ বহুব্রীহি

ঘ) সমানাধিকরণ বহুব্রীহি

সঠিক উত্তর: (খ)

৫৬. ‘উদ্বেল’ কী অর্থে অব্যয়ীভাব সমাস?

ক) আবেগ অর্থে

খ) অতিক্রম অর্থে

গ) বীপ্সা অর্থে

ঘ) সামীপ্য অর্থে

সঠিক উত্তর: (খ)

৫৭. ব্যাসবাক্যের অপর নাম কী?

ক) পূর্ণ বাক্য

খ) বিগ্রহ বাক্য

গ) বিস্তৃত বাক্য

ঘ) নতুন বাক্য

সঠিক উত্তর: (খ)

৫৮. ‘বিদ্যাহীন’ শব্দটি কোন ধরনের সমাস হবে?

ক) তৃতীয়া তৎপুরুষ

খ) পঞ্চমীতৎপুরুষ

গ) সমানাধিকরণ তৎপুরুষ

ঘ) ব্যাধিকরণ বহুব্রীহি

সঠিক উত্তর: (ক)

৫৯. কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ?

ক) রাজপুত্র

খ) অভাব

গ) রান্নাঘর

ঘ) প্রাণপ্রিয়

সঠিক উত্তর: (খ)

৬০. সত্য বলে যে = সত্যবাদী – এটি কোন সমাসের অন্তর্গত?

ক) উপপদ তৎপুরুষ

খ) প্রত্যয়ান্ত বহুব্রীহি

গ) অলুক তৎপুরুষ

ঘ) দ্বিগু

সঠিক উত্তর: (ক)

৬১. নিচের কোনটি ‘বিপরীতার্থক দ্বন্ধ’?

ক) অহি-নকুল

খ) জমা-খরচ

গ) মাসি-পিসি

ঘ) হাট-বাজার

সঠিক উত্তর: (খ)

৬২. উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসে কোন তৎপুরুষ সমাস হয়?

ক) ৩য়া

খ) ২য়া

গ) ৪র্থী

ঘ) ৫মী

সঠিক উত্তর: (ক)

৬৩. কোনটি নিত্য সমাস?

ক) অনুতাপ

খ) দর্শনমাত্র

গ) উপকূল

ঘ) পীতাম্বর

সঠিক উত্তর: (খ)

৬৪. ‘হাট-বাজার’ কোন সমাস?

ক) তৎপুরুষ

খ) কর্মধারয়

গ) বহুব্রীহি

ঘ) দ্বন্ধ

সঠিক উত্তর: (ঘ)

৬৫. কোনটি দ্বন্ধ সমাস?

ক) বেতাল

খ) মাতা-পিতা

গ) রাতকানা

ঘ) অঘাট

সঠিক উত্তর: (খ)

৬৬. পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, যূথ প্রভৃতি কোন সমাসে আছে?

ক) পঞ্চমী তৎপুরুষ

খ) ষষ্ঠী তৎপুরুষ

গ) তৃতীয়া তৎপুরুষ

ঘ) অলুক তৎপুরুষ

সঠিক উত্তর: (খ)

৬৭. ‘রাজপথ’ – এর ব্যাসবাক্য কোনটি?

ক) রাজার পথ

খ) রাজা নির্মিত পথ

গ) রাজাদের পথ

ঘ) পথের রাজা

সঠিক উত্তর: (ঘ)

৬৮. ‘চিরকাল ব্যাপীয়া সুখী = চিরসুখী’ =- এটি কোন সমাসের উদাহরণ?

ক) মধ্যপদলোপী কর্মধারয়

খ) রূপক কর্মধারয়

গ) দ্বিতীয়া তৎপুরুষ

ঘ) বহুব্রীহি

সঠিক উত্তর: (ক)

৬৯. ‘বিরানব্বই’ কোন সমাসের উদাহরণ?

ক) দ্বিগু

খ) সংখ্যাবাচক বহুব্রীহি

গ) অব্যয়ীভাব

ঘ) নিত্য

সঠিক উত্তর: (ঘ)

৭০. দ্বিগু সমাসের উদাহরণ কোনটি?

ক) সাতসমুদ্র

খ) প্রতিদিন

গ) নীলকন্ঠ

ঘ) মুখেভাত

সঠিক উত্তর: (ক)

৭১. ‘তুষারশুভ্র’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) তুষারের ন্যায় শুভ্র

খ) তুষার শুভ্রের ন্যায়

গ) তুষার ও শুভ্র

ঘ) শুভ্র যে তুষার

সঠিক উত্তর: (ক)

৭২. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

ক) পূর্বপদ

খ) পরপদ

গ) অন্যপদ

ঘ) উভয়পদ

সঠিক উত্তর: (খ)

৭৩. নিচের কোন সমস্ত পদটি দ্বিগু সমাস?

ক) তেপায়া

খ) চৌচালা

গ) তেমাথা

ঘ) চারহাতি

সঠিক উত্তর: (গ)

৭৪. দ্বন্ধ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বুঝাতে ব্যাসবাক্যে কয়টি অব্যয়পদ ব্যবহৃত হয়?

ক) একটি

খ) দুটি

গ) তিনটি

ঘ) চারটি

সঠিক উত্তর: (গ)

৭৫. কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নয়?

ক) বিষাদসিন্ধু

খ) ক্রোধানল

গ) মনমাঝি

ঘ) তুষারশুভ্র

সঠিক উত্তর: (ঘ)

৭৬. খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ কোনটি?

ক) মাছিমারা

খ) সত্যবাদী

গ) পাদান

ঘ) নীরদ

সঠিক উত্তর: (ক)

৭৭. ‘প্রতিদ্বন্ধী’ অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?

ক) প্রতিবাদ

খ) প্রত্যুত্তর

গ) প্রতিচ্ছবি

ঘ) প্রতিদ্বন্ধী

সঠিক উত্তর: (খ)

৭৮. উপপদ তৎপুরুষ সমাস কোনটি?

ক) পকেটমার

খ) গৃহান্তর

গ) প্রভাত

ঘ) আরক্তিম

সঠিক উত্তর: (ক)

৭৯. ‘বিষাদসিন্ধু’ সমস্তপদটির ব্যাসবাক্য কোনটি?

ক) বিষাদ যেন সিন্ধু

খ) বিষাদ রূপ সিন্ধু

গ) বিষাদ যেমন সিন্ধু

ঘ) বিষাদময় সিন্ধু

সঠিক উত্তর: (খ)

৮০. উপমান কর্মধারয় সমাসের সমস্তপদ কোনটি?

ক) পান্নাসবুজ

খ) বীরসিংহ

গ) কালস্রোত

ঘ) রক্তকমল

সঠিক উত্তর: (ক)

৮১. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস কোনটি?

ক) একঘরে

খ) হাতে খড়ি

গ) গায়ে হলুদ

ঘ) মুখে ভাত

সঠিক উত্তর: (ক)

৮২. ‘জায়া’ শব্দের স্থলে বহুব্রীহি সমাসে কোনটি ব্যবহৃত হয়?

ক) দম

খ) জানি

গ) যুবতী

ঘ) পত্নী

সঠিক উত্তর: (খ)

৮৩. অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান?

ক) ভিন্নপদ

খ) উভয় পদ

গ) পরপদ

ঘ) পূর্বপদ

সঠিক উত্তর: (ঘ)

৮৪. নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য?

ক) ধীর বুদ্ধি যার

খ) নীল যে আকাশ

গ) দশ আনন যার

ঘ) লাঠিতে লাঠিতে যে লড়াই

সঠিক উত্তর: (ঘ)

৮৫. ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কী?

ক) বহুমুখী

খ) বহুবৃদ্ধি

গ) বহু ধান

ঘ) বহু ধন

সঠিক উত্তর: (গ)

৮৬. ‘মনগড়া’ কোন সমাস?

ক) বহুব্রীহি

খ) কর্মধারয়

গ) তৎপুরুষ

ঘ) দ্বিগু

সঠিক উত্তর: (গ)

৮৭. খাতা-পত্র কোন অর্থে দ্বন্ধ সমাস?

ক) মিলনার্থক

খ) সমার্থক

গ) বিপরীতার্থক

ঘ) বিরোধার্থক

সঠিক উত্তর: (খ)

৮৮. নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?

ক) উপজেলা

খ) রাজপথ

গ) শতাব্দী

ঘ) চৌচালা

সঠিক উত্তর: (গ)

৮৯. ‘বালিকা বিদ্যালয়’ কোন সমাস?

ক) সাধারণ কর্মধারয়

খ) ষষ্ঠী তৎপুরুষ

গ) ব্যধিকরণ বহুব্রীহি

ঘ) চতুর্থী তৎপুরুষ

সঠিক উত্তর: (ঘ)

৯০. সাধারণত চ্যুত, জাত, ভীত, গৃহীত অর্থে যে সমাস হয়তার নাম -�

ক) খাঁটি বাংলা তৎপুরুষ

খ) চতুর্থী তৎপুরুষ

গ) তৃতীয়া তৎপুরুষ

ঘ) পঞ্চমী তৎপুরুষ

সঠিক উত্তর: (ঘ)

৯১. ‘মাদক দ্বারা আসক্ত = মাদকাসক্ত’ – এটি কোন সমাস?

ক) তৎপুরুষ

খ) দ্বন্ধ

গ) অব্যয়ীবাব

ঘ) বহুব্রীহি

সঠিক উত্তর: (ক)

৯২. “মহৎমন যার” – এর সঠিক সমাসবদ্ধ পদ কোনটি?

ক) মহামনা

খ) মহৎমনা

গ) মহানমনা

ঘ) মহৎমন

সঠিক উত্তর: (খ)

৯৩. ‘যথাযোগ্য’ – শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে?

ক) অনিতক্রম্যতা

খ) বিরোধ

গ) সাদৃশ্য

ঘ) পশ্চাৎ

সঠিক উত্তর: (ক)

৯৪. সমাস শব্দের অর্থ কী?

ক) মিলন, সংক্ষেপ ও বিপরীতকরণ

খ) সংক্ষেপ, মিল ও নির্দিষ্টকরণ

গ) সংক্ষেপ, একপদীকরণ ও পদের ধারণা

ঘ) সংক্ষেপ, মিলন ও একপদীকরণ

সঠিক উত্তর: (ঘ)

৯৫. কোনটি নিত্য সমাসের উদাহরণ?

ক) উপনদী

খ) মনমাঝি

গ) নরপশু

ঘ) গ্রমান্তর

সঠিক উত্তর: (ঘ)

৯৬. যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন সমাস বলে?

ক) দ্বন্ধ সমাস

খ) কর্মধারয় সমাস

গ) তৎপুরুষ সমাস

ঘ) বহুব্রীহি সমাস

সঠিক উত্তর: (খ)

৯৭. কোনটি নিত্য সমাসের সমস্তপদ?

ক) দেশান্তর

খ) সেতার

গ) বেতার

ঘ) সহোদর

সঠিক উত্তর: (ক)

৯৮. ‘জনৈক’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) এক যে জন

খ) জন যে এক

গ) এক এবং জন

ঘ) এক জন পর্যন্ত

সঠিক উত্তর: (খ)

৯৯. ‘স্মৃতিসৌধ’ – কোন সমাসের সমস্তপদ?

ক) কর্মধারয়

খ) দ্বন্ধ

গ) দ্বিগু

ঘ) নিত্য

সঠিক উত্তর: (ক)

চাকরির পরীক্ষার জন্য কমন সমাস,চাকরির জন্য সমাস

১০০. ‘মুখচন্দ্র’ এর ব্যাসবাক্য কোনটি?

ক) মুখ চন্দ্রের ন্যায়

খ) চন্দ্র মুখের ন্যায়

গ) চন্দ্রের ন্যায় মুখ

ঘ) মুখের ন্যায় চন্দ্র

সঠিক উত্তর: (ক)

১০১. দ্বিগু সমাসের উদাহরণ –

ক) তিন কালের সমাহার – ত্রিকাল

খ) দু’দিকে অপ যার = দ্বীপ

গ) একদিকে চোখ যার = একচোখা

ঘ) অক্ষির অগোচরে = পরোক্ষ

সঠিক উত্তর: (ক)

১০২. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?

ক) সমস্যমান পদ

খ) ব্যাসবাক্য

গ) সমাসবাক্য

ঘ) নতুন বাক্য

সঠিক উত্তর: (ক)

১০৩. নিত্য সমাসের উদাহরণ কোনটি?

ক) উপনদী

খ) মনমাঝি

গ) নরপশু

ঘ) গ্রামান্তর

সঠিক উত্তর: (ঘ)

১০৪. ‘দা-কুমড়া’ কোন দ্বন্ধ সমাসের উদাহরণ?

ক) বিপরীতার্থক দ্বন্ধ

খ) মিলনার্থক দ্বন্ধ

গ) বিরোধার্থক দ্বন্ধ

ঘ) সমার্থক দ্বন্ধ

সঠিক উত্তর: (গ)

১০৫. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?

ক) গৃহস্থ

খ) ছা-পোষা

গ) উপকূল

ঘ) প্রগতি

সঠিক উত্তর: (ঘ)

১০৬. কোনটি ব্যধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক) কোলাকুলি

খ) ঊনপাঁজুরে

গ) হাতেখড়ি

ঘ) কথাসর্বস্ব

সঠিক উত্তর: (ঘ)

১০৭. ‘জনৈক’ কোন সমাসের উদাহরণ?

ক) কর্মধারয়

খ) বহুব্রীহি

গ) অলুক দ্বন্ধ

ঘ) নঞ্ বহুব্রীহি

সঠিক উত্তর: (ক)

১০৮. কুলার আকৃতিবিশিষ্ট কান যে রমণীর = কুলাকানী – কোন সমাস?

ক) মধ্যপদলোপী বহুব্রীহি

খ) দ্বন্ধ সমাস

গ) মধ্যপদলোপী কর্মধারয়

ঘ) নিত্য সমাস

সঠিক উত্তর: (ক)

১০৯. ‘গজনীর রাজা = গজনীরাজ’ এটি কোন সমাসের উদাহরণ?

ক) পঞ্চমী তৎপুরুষ সমাস

খ) ষষ্ঠী তৎপুরুষ সমাস

গ) উপপদ তৎপুরুষ সমাস

ঘ) বহুব্রীহি সমাস

সঠিক উত্তর: (ঘ)

১১০. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কেন বহুব্রীহি সমাস হয়?

ক) ব্যধিকরণ

খ) সমানাধিকরণ

গ) প্রত্যয়ান্ত

ঘ) মধ্যপদলোপী

সঠিক উত্তর: (খ)

১১১. ‘গাছপাকা’ কোন সমাস?

ক) ষষ্ঠী তৎপুরুষ

খ) সপ্তমী তৎপুরুষ

গ) চতুর্থী তৎপুরুষ

ঘ) পঞ্চমী তৎপুরুষ

সঠিক উত্তর: (খ)

১১২. ‘অহি-নকুল’ কোন শ্রেণির দ্বন্ধ সমাসের উদাহরণ?

ক) বিরোধার্থক

খ) বিপরীতার্থক

গ) সমার্থক

ঘ) মিলনার্থক

সঠিক উত্তর: (ক)

১১৩. কোনটি প্রাদি ও অব্যয়ীভাব এই উভয় সমাসই হয়?

ক) পরিভ্রমণ

খ) প্রভাব

গ) অতিমানব

ঘ) উদ্বেল

সঠিক উত্তর: (ঘ)

১১৪. ‘বেসুর’ কোন সমাস?

ক) অব্যয়ীভাব

খ) কর্মধারয়

গ) বহুব্রীহি

ঘ) তৎপুরু৯ষ

সঠিক উত্তর: (গ)

১১৫. পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয়?

ক) অব্যয়ীভাব

খ) তৎপুরুষ

গ) কর্মধারয়

ঘ) দ্বিগু

সঠিক উত্তর: (খ)

১১৬. ‘অভাব’ অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?

ক) নির্ভাবনা

খ) উচ্ছৃঙ্খল

গ) অনুক্ষণ

ঘ) প্রতিপক্ষ

সঠিক উত্তর: (ক)

১১৭. ‘উপশহর’ কোন সমাসের উদাহরণ?

ক) বহুব্রীহি

খ) প্রাদি

গ) অব্যয়ীভাব

ঘ) নিত্য সমাস

সঠিক উত্তর: (গ)

১১৮. সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?

ক) ব্যাসবাক্য

খ) বিগ্রহবাক্য

গ) সমস্যমান পদ

ঘ) সমস্তপদ

সঠিক উত্তর: (ঘ)

১১৯. ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি সমাস হয়?

ক) সমানাধিকরণ বহুব্রীহি

খ) ব্যতিহার বহুব্রীহি

গ) ব্যধিকরণ বহুব্রীহি

ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি

সঠিক উত্তর: (খ)

১২০. ‘দশানন’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) দশ ও আনন

খ) দশ সংখ্যক আনন

গ) দশ আননের সমাহার

ঘ) দশ আনন আছে যার

সঠিক উত্তর: (ঘ)

১২১. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয়, তাকে কী বলে?

ক) দ্বন্ধ

খ) বহুব্রীহি

গ) তৎপুরুষ

ঘ) কর্মধারয়

সঠিক উত্তর: (ঘ)

১২২. ‘স্মৃতিসৌধ’ কোন কর্মধারয় সমাস?

ক) মধ্যপদলোপী কর্মধারয়

খ) উপমান কর্মধারয়

গ) রূপক কর্মধারয়

ঘ) উপমিত কর্মধারয়

সঠিক উত্তর: (ক)

১২৩. সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে?

ক) কারক

খ) ধাতু

গ) প্রকৃতি

ঘ) সন্ধি

সঠিক উত্তর: (ঘ)

১২৪. ব্যাপ্তি অর্থে কোন সমাস হয়?

ক) ২য়া তৎপুরুষ

খ) তৃতীয়া তৎপুরুষ

গ) ৫মী তৎপুরুষ

ঘ) ৬ষ্ঠী তৎপুরুষ

সঠিক উত্তর: (ক)

১২৫. ‘মেহেদীরাঙা’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) রাঙা যে মেহেদী

খ) মেহেদী যে রাঙা

গ) মেহেদী ও রাঙা

ঘ) মেহেদী রূপ রাঙা

সঠিক উত্তর: (ঘ)

১২৬. ‘পকেটমার’ কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?

ক) অলুক তৎপুরুষ

খ) উপপদ তৎপুরুষ

গ) সপ্তমী তৎপুরুষ

ঘ) তৃতীয়া তৎপুরুষ

সঠিক উত্তর: (খ)

১২৭. ‘সামীপ্যে’ অর্থে কোথায় অব্যয়ীভাব সমাস হয়েছে?

ক) উপকূল

খ) আগত

গ) গরমিল

ঘ) উপদ্বীপ

সঠিক উত্তর: (ক)

১২৮. সমপ্তপদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কী?

ক) সরলবাক্য

খ) মিশ্রবাক্য

গ) ব্যাসবাক্য

ঘ) জটিলবাক্য

সঠিক উত্তর: (গ)

১২৯. উপমান কর্মধারয় সমাস কোনটি?

ক) মুখচন্দ্র

খ) ক্রোধানল

গ) তুষারশুভ্র

ঘ) মনমাঝি

সঠিক উত্তর: (গ)

১৩০. কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে?

ক) উপমান কর্মধারয়

খ) উপমিত কর্মধারয়

গ) রূপক কর্মধারয়

ঘ) মধ্যপদলোপী কর্মধারয়

সঠিক উত্তর: (ক)

১৩১. ‘বিপদাপন্ন’ সমস্তপদটি কোন সমাসের উদাহরণ?

ক) অলুক দ্বন্ধ

খ) দ্বিতীয়া তৎপুরুষ

গ) তৃতীয়া তৎপুরুষ

ঘ) চতুর্থী তৎপুরুষ

সঠিক উত্তর: (খ)

১৩২. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?

ক) আমৃত্যু

খ) দর্শনমাত্র

গ) জীবন্মৃত

ঘ) সফল

সঠিক উত্তর: (ক)

১৩৩. ‘সমাস’ শব্দের অর্থ কী?

ক) বিশ্লেষণ

খ) সংক্ষেপণ

গ) সংযোজন

ঘ) সংশ্লেষণ

সঠিক উত্তর: (খ)

১৩৪. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) শিশু সাহিত্য

খ) সাহিত্য সভা

গ) অরুণ রাঙ্গা

ঘ) সকাল সন্ধ্যা

সঠিক উত্তর: (খ)

১৩৫. ‘সুকাজ’ শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ?

ক) হিন্দি

খ) তৎসম

গ) আরবি

ঘ) খাঁটি বাংলা

সঠিক উত্তর: (ঘ)

১৩৬. ‘অকেজো’ সমস্তপদটি কোন সমাসেরউদাহরণ?

ক) নঞ্ তৎপুরুষ

খ) নঞ্ বহুব্রীহি

গ) প্রত্যয়ান্ত বহুব্রীহি

ঘ) সবগুলো সঠিক

সঠিক উত্তর: (ঘ)

১৩৭. ‘মহাকীর্ত’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) মহান যে কীর্তি

খ) মহা যে কীর্তি

গ) মহতী যে কীর্তি

ঘ) মহা কীর্তি যার

সঠিক উত্তর: (গ)

১৩৮. বহুব্রীহি সমাসের নিষ্পন্ন পদটি কোন পদ প্রধান?

ক) পূর্বপদ

খ) অন্যপদ

গ) পরপদ

ঘ) উভয়পদ

সঠিক উত্তর: (খ)

১৩৯. বহুব্রীহি কত প্রকার?

ক) ৮

খ) ৯

গ) ৬

ঘ) ৭

সঠিক উত্তর: (ক)

১৪০. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তার নাম কী?

ক) অলুক তৎপুরুষ

খ) উপপদ তৎপুরুষ

গ) নিত্য সমাস

ঘ) নঞ্ তৎপুরুষ

সঠিক উত্তর: (খ)

১৪১. কোন সমাসে ‘সমাহার’ ব্যাসবাক্য থাকে?

ক) দ্বন্ধ

খ) প্রাদি

গ) নিত্য

ঘ) দ্বিগু

সঠিক উত্তর: (ঘ)

১৪২. ‘পদ্ম নাভিতে যার = পদ্মনাভ’ – এটি কোন সমাস?

ক) কর্মধারয়

খ) তৎপুরুষ

গ) বহুব্রীহি

ঘ) দ্বিগু

সঠিক উত্তর: (গ)

১৪৩. জমা-খরচ কোন শব্দযোগে দ্বন্ধ সমাস?

ক) সমার্থক

খ) বিরোধার্থক

গ) বিপরীতার্থক

ঘ) মিলনার্থক

সঠিক উত্তর: (গ)

১৪৪. ‘জমা-খরচ’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) জমার খরচ

খ) জমাকে খরচ

গ) জমা ও খরচ

ঘ) জমা হতে খরচ

সঠিক উত্তর: (গ)

১৪৫. ‘মহানবি’ শব্দটি কোন সমাস?

ক) তৎপুরুষ

খ) অব্যয়ীভাব

গ) বহুব্রীহি

ঘ) কর্মধারয়

সঠিক উত্তর: (ঘ)

১৪৬. ‘ছাগদুগ্ধ’ এ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) ছাগের দুগ্ধ

খ) ছাগ ও দুগ্ধ

গ) ছাগী হতে দুগ্ধ

ঘ) ছাগীর দুগ্ধ

সঠিক উত্তর: (ঘ)

১৪৭. উপমান কর্মধারয় সমাস কাকে বলে?

ক) দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান বস্তুর মিল থাকলে

খ) অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর মিল থাকলে

গ) সাধারণ গুণের উল্লেখ থাকলে

ঘ) দুটি বিশেষ পদের একটিকে বুঝায়

সঠিক উত্তর: (ক)

দ্বন্দ্ব সমাস:
মরাবাঁচা —- মরা ও বাঁচা — দ্বন্দ্ব
দা — কুমড়া —- দা ও কুমড়া — দ্বন্দ্ব
সৈন্য সামন্ত —- সৈন্য ও সামন্ত — দ্বন্দ্ব
রক্তমাংস —- রক্ত ও মাংস — দ্বন্দ্ব
ভরণপোষণ —- ভোরণ ও পোষণকারী —দ্বন্দ্ব
জনমানব —- জন ও মানব — দ্বন্দ্ব
সাত সতের —- সাত ও সতের — দ্বন্দ্ব
দুধভাত —- দুধ ও ভাত — দ্বন্দ্ব
সাপে–নেউলে —- সাপে ও নেউলে — দ্বন্দ্ব
দম্পতি —- জায়া ও পতি — দ্বন্দ্ব
লেনদেন —- লেন ও দেন — দ্বন্দ্ব
হিতাহিত —- হিত ও অহিত — দ্বন্দ্ব
অত্যাচারঅবিচার —- অত্যাচার ও অবিচার — দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব সমাস:
হাতে পায়ে —- হাতে ও পায়ে — অলুক দ্বন্দ্ব
দুধেভাতে —– দুধে ও ভাতে — অলুক দ্বন্দ্ব
বনেবাদারে —- বনে ওবাদারে — অলুক দ্বন্দ্ব
জন্ম মৃত্যু —- জন্ম ও মৃত্যু — অলুক দ্বন্দ্ব
কর্মধারয় সমাস:
মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
সিংহাসন —সিংহ চিহ্নিত আসন — মধ্যপদলোপী কর্মধারয়
হাঁটুজল — হাঁটু পরিমান জল — মধ্যপদলোপী কর্মধারয়
পানাপুকুর — পানা ভরা পুকুর — মধ্যপদলোপী কর্মধারয়
বিরানব্বই — নব্বই অধিক দুই — মধ্যপদলোপী কর্মধারয়
শিক্ষামন্ত্রী — শিক্ষা বিষয়ক মন্ত্রী — মধ্যপদলোপী কর্মধারয়
পলান্ন — পল মিশ্রিত অন্ন — মধ্যপদলোপী কর্মধারয়
মমতারস — মমতা মিশ্রিত রস — মধ্যপদলোপী কর্মধারয়
ধর্মঘট — ধর্ম রক্ষার্থে ঘট — মধ্যপদলোপী কর্মধারয়
আয়কর — আয়ের উপর কর — মধ্যপদলোপী কর্মধারয়
সন্ধ্যা প্রদীপ — সন্ধ্যা কাল জ্বালানো প্রদীপ — মধ্যপদলোপী কর্মধারয়
জয় পতাকা — জয় সূচক পতাকা — মধ্যপদলোপী কর্মধারয়
জ্যোৎস্নারাত — জ্যোৎস্না শোভিত রাত — মধ্যপদলোপী কর্মধারয়
ডাকবাক্স — ডাক ফেলার বাক্স — মধ্যপদলোপী কর্মধারয়
উপমান কর্মধারয় সমাস:
কুসুমকোমল —- কুসুমের মতো কমল — উপমান কর্মধারয়
বজ্রকন্ঠ —- বজ্রের ন্যায় কন্ঠ — উপমান কর্মধারয়
শশব্যস্ত —- শশকের ন্যায় ব্যস্ত — উপমান কর্মধারয়
কচুকাটা —- কচুর মতো কাটা — উপমান কর্মধারয়
কাজলকালো —- কাজলের মতো কালো — উপমান কর্মধারয়
তুষারশীতল —- তুষারের ন্যায় শীতল — উপমান কর্মধারয়
পদ্ম আঁখি —- পদ্মের ন্যায় আঁখি — উপমান কর্মধারয়
বাহুলতা —- বাহু লতার ন্যায় — উপমান কর্মধারয়
চাঁদমুখ —- চাঁদের ন্যায় মুখ — উপমান কর্মধারয়
রক্তকোমল —- রক্তের ন্যায় কোমল — উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয় সমাস:
ফুলকুমারী —- কুমারী ফুলের ন্যায় — উপমিত কর্মধারয়
মনবিহঙ্গ —- মন বিহঙ্গের ন্যায় — উপমিত কর্মধারয়
বাহুলতা —- বাহু লতার ন্যায় — উপমিত কর্মধারয়
মুখচন্দ্র —- মুখ চন্দ্রের ন্যায় — উপমিত কর্মধারয়
করপল্লব —- কর পল্লবের ন্যায় —। উপমিত কর্মধারয়
চরণকমল —- চরণ কমলের ন্যায় — উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয় সমাস:
মোহনিদ্রা —- মোহ রূপ নিদ্রা — রূপক কর্মধারয়
মনমাঝি —- মন রূপ মাঝি — রূপক কর্মধারয়
যৌবনসূর্য —- যৌবন রূপ সূর্য — রূপক কর্মধারয়
অলসতন্দ্রা —- অলস রূপ তন্দ্রা — রূপক কর্মধারয়
জীবন নদী —- জীবন রূপ নদী — রূপক কর্মধারয়
বিষাদসিন্ধু —- বিষাদ রূপ সিন্ধু — রূপক কর্মধারয়
দিলদরিয়া —- দিল রূপ দরিয়া — রূপক কর্মধারয়
জীবন প্রদীপ —- জীবন রূপ প্রদীপ — রূপক কর্মধারয়
পরাণ পাখি —- পরাণ রূপ পাখি — রূপক কর্মধারয়
তৎপুরুষ সমাস:
দ্বিতীয়া তৎপুরুষ সমাস:
দুঃখপ্রাপ্ত —- দুঃখকে প্রাপ্ত — দ্বিতীয়া তৎপুরুষ
মাছধরা —- মাছকে ধরা — দ্বিতীয়া তৎপুরুষ
আমকুড়ানো —- আমকে কুড়ানো — দ্বিতীয়া তৎপুরুষ
চিরসুখী —- চিরকাল ব্যাপী সুখি — দ্বিতীয়া তৎপুরুষ
দেশভঙ্গ —- দেশকে ভঙ্গ — দ্বিতীয়া তৎপুরুষ
নবীনবরণ —- নবীনকে বরণ — দ্বিতীয়া তৎপুরুষ
বিস্ময়াপন্ন —- বিস্ময়কে আপন্ন — দ্বিতীয়া তৎপুরুষ
পৃষ্ঠপ্রদর্শন —- পৃষ্ঠকে প্রদর্শন — দ্বিতীয়া তৎপুরুষ
অতিথিসৎকার —- অতিথিকে সৎকার — দ্বিতীয়া তৎপুরুষ
প্রাণবোধ —- প্রানকে বোধ — দ্বিতীয়া তৎপুরুষ
রথচালন —- রথকে চালনী — দ্বিতীয়া তৎপুরুষ
তৃতীয়া তৎপুরুষ সমাস:
বাকবিতণ্ডা —- বাক দ্বারা বিতন্ডা — তৃতীয়া তৎপুরুষ
ছায়াশীতল —- ছায়া দ্বারা শীতল — তৃতীয়া তৎপুরুষ
মধুমাথা —- মধু দিয়ে মাখা — তৃতীয়া তৎপুরুষ
মেঘলুপ্ত —- মেঘ দ্বারা লুপ্ত — তৃতীয়া তৎপুরুষ
শ্রমলব্ধ —- শ্রম দ্বারা লব্ধ — তৃতীয়া তৎপুরুষ
জনাকীর্ণ —- জন দ্বারা আকীর্ণ — তৃতীয়া তৎপুরুষ
মনগড়া —- মন দ্বারা গড়া — তৃতীয়া তৎপুরুষ
ঢেঁকিছাটা —- ঢেকি দ্বারা ছাটা — তৃতীয়া তৎপুরুষ
জ্ঞানশূন্য —- জ্ঞান দ্বারা শূন্য — তৃতীয়া তৎপুরুষ
পদদলিত —- পদ দ্বারা দলিল — তৃতীয়া তৎপুরুষ
অঙ্গুলিসংকেত —- অঙ্গুলি দ্বারা সংকেত — তৃতীয়া তৎপুরুষ
ন্যায়সঙ্গত —- ন্যায় দ্বারা সঙ্গত — তৃতীয়া তৎপুরুষ
জলসেচন —- জল দ্বারা সেচন — তৃতীয়া তৎপুরুষ
তমসাচ্ছন্ন —- তমসা দ্বারা আচ্ছন্ন — তৃতীয়া তৎপুরুষ
যুক্তিসঙ্গত —- যুক্তি দ্বারা সঙ্গত — তৃতীয়া তৎপুরুষ
শোকার্ত —- শোক দ্বারা আর্ত — তৃতীয়া তৎপুরুষ
রাজদত্ত —- রাজা কর্তৃক দত্ত — তৃতীয়া তৎপুরুষ
চতুর্থী তৎপুরুষ সমাস:
বিয়েপাগল —- বিয়ের জন্য পাগল — চতুর্থী তৎপুরুষ
জয়মুকুট —- জয়ের নিমিত্তে মুকুট — চতুর্থী তৎপুরুষ
তপোবন —- তপের নিমিত্তে বন — চতুর্থী তৎপুরুষ
আয়কর —- আয়ের উপর কর — চতুর্থী তৎপুরুষ
হজ্জ্বযাত্রা —- হজ্জ্বের জন্য যাত্রা — চতুর্থী তৎপুরুষ
জীবনবীমা —- জীবনের জন্য বিমা — চতুর্থী তৎপুরুষ
ধর্মকার্য —- ধর্মের নিমিত্তে কার্য — চতুর্থী তৎপুরুষ
পঞ্চমী তৎপুরুষ সমাস:
পদচ্যুতি —- পদ থেকে চ্যুতি — পঞ্চমী তৎপুরুষ
জন্মান্ধ —- জন্ম থেকে অন্ধ — পঞ্চমী তৎপুরুষ
প্রাণ প্রিয় —- প্রাণের চেয়ে প্রিয় — পঞ্চমী তৎপুরুষ
দেশত্যাগ —- দেশ থেকে ত্যাগ — পঞ্চমী তৎপুরুষ
মুখভ্রাষ্ট —- মুখ থেকে ভ্রাষ্ট — পঞ্চমী তৎপুরুষ
যুদ্ধ বিরতি —- যুদ্ধ থেকে বিরতি — পঞ্চমী তৎপুরুষ
দেশপলাতক —- দেশ থেকে পলাতক — পঞ্চমী তৎপুরুষ
ষষ্ঠী তৎপুরুষ সমাস:
রাজপথ —- পথের রাজা — ষষ্ঠী তৎপুরুষ
পুষ্পসৌরভ —- পুষ্পের সৌরভ — ষষ্ঠী তৎপুরুষ
ঝরনাধারা —- ঝরনার ধারা — ষষ্ঠী তৎপুরুষ
কলঙ্করেখা —- কলঙ্কের রেখা — ষষ্ঠী তৎপুরুষ
রাজহংস —- হংসের রাজা — ষষ্ঠী তৎপুরুষ
গৃহকর্ত্রী —- গৃহের কর্ত্রী — ষষ্ঠী তৎপুরুষ
গল্পপ্রেমিক —- গল্পের প্রেমিক — ষষ্ঠী তৎপুরুষ
পাষাণ স্তুপ —- পাষানের স্তুপ — ষষ্ঠী তৎপুরুষ
বিধি লিপি —- বিধির লিপি — ষষ্ঠী তৎপুরুষ
বজ্রসম —- বজ্রের সম — ষষ্ঠী তৎপুরুষ
গণতন্ত্র —- গনের নিয়ন্ত্রিত তন্ত্র — ষষ্ঠী তৎপুরুষর
মৃগশিশু —- মৃগীর শিশু — ষষ্ঠী তৎপুরুষ
প্রাণভয় —- প্রানের ভয় — ষষ্ঠী তৎপুরুষ
চাবাগান —- চায়ের বাগান — ষষ্ঠী তৎপুরুষ
বনমধ্যে —- বনের মধ্যে — ষষ্ঠী তৎপুরুষ
রাজনীতি —- রাজার নীতি — ষষ্ঠী তৎপুরুষ
খেয়াঘাট —- খেয়ার ঘাট — ষষ্ঠী তৎপুরুষ
মামাবাড়ি —- মামার বাড়ি — ষষ্ঠী তৎপুরুষ
সপ্তমী তৎপুরুষ সমাস:
অকাল বার্ধক্য —- অকালে বার্ধক্য — সপ্তমী তৎপুরুষ
বনভোজন —- বনে ভোজন — সপ্তমী তৎপুরুষ
সলিল সমাধি —- সলিলে সমাধি — সপ্তমী তৎপুরুষ
গাছ পাকা —- গাছে পাকা — সপ্তমী তৎপুরুষ
রথারোহণ —- রথে আরোহন —সপ্তমী তৎপুরুষ
নঞ তৎপুরুষ সমাস:
অনেক —- ন- এক — নঞ তৎপুরুষ
অনাচার —- নেই আচার — নঞ তৎপুরুষ
অক্ষত —- নয় ক্ষত — নঞ তৎপুরুষ
অনতিবৃহৎ —- নয় অতি বৃহৎ — নঞ তৎপুরুষ
অবিশ্বাস্য — নয় বিশ্বাস্য — নঞতৎপুরুষ
অকাতর —- ন কাতর — নঞ তৎপুরুষ
অনৈক্য —- ন ঐক্য — নঞ তৎপুরুষ
অনাসক্ত —- নয় আসক্ত — নঞ তৎপুরুষ
অনাশ্রিত —- নয় আশ্রিত — নঞ তৎপুরুষ
নামঞ্জুর —- নয় মঞ্জুর — নঞ তৎপুরুষ
অস্থির —- নয় স্থির — নঞ তৎপুরুষ

চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমাস, নিয়োগ পরিক্ষা আসা গুরুত্বপূর্ণ সমাস এক সাথে


উপপদ তৎপুরুষ সমাস:
মধুকর —- মধু করে যে — উপপদ তৎপুরুষ
গৃহস্থ —- গৃহে থাকে যে —উপপদ তৎপুরুষ
বাজিকর —- বাজি করে যে — উপপদ তৎপুরুষ
ইন্দ্রজিৎ —- ইন্দ্রকে জয় করেছে যে —উপপদ তৎপুরুষ
পকেটমার —- পকেট মারে যে —উপপদ তৎপুরুষ
তিমিরবিদারী —- তিমির বিদীর্ণ করে যে —উপপদ তৎপুরুষ
পঙ্কজ —- পঙ্কে জন্মে যা —উপপদ তৎপুরুষ
প্রিয়ংবদা —- প্রিয় কথা বলে যে নারী —উপপদ তৎপুরুষ
ক্ষীণজীবী —- ক্ষীণভাবে বাঁচে যে —উপপদ তৎপুরুষ
মৃত্যুঞ্জয় —- মৃত্যুকে জয় করেছে যে —উপপদ তৎপুরুষ
বস্তুহারা —- বস্তু হারিয়েছে যে —উপপদ তৎপুরুষ
মনোহারিণী —- মন হরণ করে যে নারী — উপপদ তৎপুরুষ।
জাদুকর —- জাদু করে যে — উপপদ তৎপুরুষ
সত্যবাদী —- সত্য কথা বলে যে — উপপদ তৎপুরুষ
নিত্য সমাস:
দেশান্তর —- অন্য দেশ —- নিত্য সমাস
বাক্যান্তর —- অন্য বাক্য — নিত্য সমাস
রূপান্তর —- অন্য রূপ — নিত্য সমাস
গৃহান্তর —- অন্য গৃহ — নিত্য সমাস
গ্রামান্তর —- অন্য গ্রাম —নিত্য সমাস
কালান্তর —- অন্যকাল —নিত্য সমাস
আমরা —- আমি,তুমি ও সে — নিত্য সমাস
দ্বীপান্তর —- অন্য দ্বীপ — নিত্য সমাস
তন্মাত্র —- কেবল মাত্র/তা — নিত্য সমাস
অন্যন্তর —- অন্য জায়গায় — নিত্য সমাস
মাথাপিছু —- প্রতি মাথা —নিত্য সমাস
হস্তান্তর —- অন্য হস্ত — নিত্য সমাস
বহুব্রীহি সমাস:
মহাত্মা —- মহৎ আত্মা যার — বহুব্রীহি
পাঁচগজ —- পাঁচ গজ পরিমাণ যার — বহুব্রীহি
মন্দভাগ্য —- মন্দ ভাগ্য যার — বহুব্রীহি
একরোখা —- এক দিকে রোখ যার — বহুব্রীহি
সুশীল —- সু-শীল যার — বহুব্রীহি
প্রাণচঞ্চল —- চঞ্চল যে প্রাণ — বহুব্রীহি
সতীর্থ —- সমান তীর্থ যাদের — বহুব্রীহি
কমবখত —- কম বখত যার — বহুব্রীহি
দশানন —- দশ আনন যার — বহুব্রীহি
উণানভ —- ঊণা নাভিতে যার — বহুব্রীহি
সদর্প —- দর্পের সহিত বর্তমান — বহুব্রীহি
অল্পপ্রাণ —- অল্প প্রান যার — বহুব্রীহি
বীণাপাণি —- বীণা পানিতে যার — বহুব্রীহি
বিমনা —- বিচলিত মন যার — বহুব্রীহি
সহোদর —- সমান উদর যার — বহুব্রীহি
দোভাষী —- দুই ভাষা জ্ঞান যার — বহুব্রীহি
নদীমাতৃক —- নদী মাতা যার — বহুব্রীহি
চন্দ্রচূড় —- চন্দ্র চূড়ায় যার — বহুব্রীহি
তিমিরকুন্তলা —- তিমিরের ন্যায় কুন্তল যার — বহুব্রীহি
সুহৃদয় —- সুন্দর হৃদয় যার — বহুব্রীহি
চতুর্দশপদী —- চতুর্দশ পদ যার — বহুব্রীহি
বিপত্নীক —- বিগত পত্নী যার — বহুব্রীহি
নঞ বহুব্রীহি সমাস:
অনাশ্রিত —- নেই আশ্রয় যার — নঞ বহুব্রীহি
অনিবার্য —- নিবারন করা যায় না যা — নঞ বহুব্রীহি
নিরর্থক —- নেই অর্থ যাতে — নঞ বহুব্রীহি
বেহিসাবি —- নেই হিসাব যার — নঞ বহুব্রীহি
বিশ্রী —- শ্রী নেই যার — নঞ বহুব্রীহি
বেতার —- নেই তার যার — নঞ বহুব্রীহি
বেওয়ারিশ —- নেই ওয়ারিশ যার — নঞ বহুব্রীহি
অনসূয়া —- নেই অসূয়া যার — নঞ বহুব্রীহি
বেহায়া —- নেই হায়া যার — নঞ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি সমাস:
হাসাহাসি —- হাসতে হাসতে যে ক্রিয়া — ব্যতিহার বহুব্রীহি
হাতাহাতি —- হাতে হাতে যে দ্বন্দ্ব — ব্যতিহার বহুব্রীহি
কানাকানি —- কানে কানে যে কথা — ব্যতিহার বহুব্রীহি
কোলাকুলি —- কোলে কোলে যে মিলন — ব্যতিহার বহুব্রীহি
গলাগলি —- গলায় গলায় যে মিল — ব্যতিহার বহুব্রীহি
রক্তারক্তি —- রক্তে রক্তে যে যুদ্ধ — ব্যতিহার বহুব্রীহি
দ্বিগু সমাস:
শতাব্দী —- শত অব্দের সমাহার —দ্বিগু সমাস
তেপান্তর —- তে প্রান্তর সমাহার — দ্বিগু সমাস
সপ্তর্ষি —- সপ্ত ঋষির সমাহার — দ্বিগু সমাস
সেতার —- সে তারের সমাহার — দ্বিগু সমাস
চতুর্ভুজ —- চতুঃ ভূজের সমাহার — দ্বিগু সমাস
সপ্তাহ —- সপ্ত অহের সমাহার — দ্বিগু সমাস
পশুরী —- পাঁচ সেরের সমাহার — দ্বিগু সমাস
ত্রিলোক —- ত্রি লোকের সমাহার — দ্বিগু সমাস
পঞ্চবটী —- পঞ্চ বটের সমাহার — দ্বিগু সমাস
ত্রিফলা —- ত্রি ফলার সমাহার — দ্বিগু সমাস
চৌরাস্তা —- চৌ রাস্তার সমাহার — দ্বিগু সমাস
ষড়ভুজ —- ষড় ভুজের সমাহার — দ্বিগু সমাস
অব্যয়ীভাব সমাস:
হাভাত —- ভাতের অভাব —অব্যয়ীভাব সমাস
উচ্ছাস —- শ্বাসকে অতিক্রান্ত —অব্যয়ীভাব সমাস
যথাসাধ্য —- সাধ্যকে অতিক্রম না করা —অব্যয়ীভাব সমাস
আকর্ণ —- কর্ণ পর্যন্ত —অব্যয়ীভাব সমাস
যথারীতি —- রীতিকে অতিক্রম না করা —অব্যয়ীভাব সমাস
উপজেলা —- জেলার ক্ষুদ্র —অব্যয়ীভাব সমাস
আলুনি —- নুনের অভাব — অব্যয়ীভাব সমাস
আমূল —- মূল পর্যন্ত — অব্যয়ীভাব সমাস
উদ্বেল —- বেলাকে অতিক্রান্ত — অব্যয়ীভাব সমাস
আপাদমস্তক —- পা হতে মাথা পর্যন্ত —অব্যয়ীভাব সমাস
দুর্ভিক্ষ —- ভিক্ষার অভাব —অব্যয়ীভাব সমাস
অতিমাত্র —- মাত্রাকে অতিক্রম —অব্যয়ীভাব সমাস
হরতাল —- তালের অভাব —অব্যয়ীভাব সমাস
যথাবিধি —- বিধিকে অতিক্রম না করা —অব্যয়ীভাব সমাস
অনুগমন —- গমনের পশ্চাৎ —অব্যয়ীভাব সমাস
প্রতিদান —- দানের বিপরীত —অব্যয়ীভাব সমাস
উপকন্ঠ —- কন্ঠের সমীপে —অব্যয়ীভাব সমাস
প্রতিচ্ছবি —- সদৃশ সদৃশ —অব্যয়ীভাব সমাস
প্রতিক্ষণ —- ক্ষণ ক্ষণ —অব্যয়ীভাব সমাস
বেওয়ারিশ —- ওয়ারিশের অভাব —অব্যয়ীভাব সমাস
গরমিল —- মিলের অভাব —অব্যয়ীভাব সমাস প্রতিক্ষণ —- ক্ষণ ক্ষণ —অব্যয়ীভাব সমাস
বেওয়ারিশ —- ওয়ারিশের অভাব —অব্যয়ীভাব সমাস
গরমিল —- মিলের অভাব —অব্যয়ীভাব সমাস প্রতিক্ষণ —- ক্ষণ ক্ষণ —অব্যয়ীভাব সমাস
বেওয়ারিশ —- ওয়ারিশের অভাব —অব্যয়ীভাব সমাস
গরমিল —- মিলের অভাব —অব্যয়ীভাব সমাস।

আরো ও সাজেশন:-

০১. কর্মধারয় সমাস কোনটি? খাদ্য অধিদপ্তরে নিয়ােগ পরীক্ষা (ম্প্রেম্যান)-২২) ক. মুখচন্দ্র

খ. মধুমাখা গ. কদাচার

ঘ. মহারাজ

উত্তর: গ,ঘ দুইটাই হবে। 

০২. সমাস’ ভাষাকে (টিবিএল ও এএসপি কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল টেকনােলজিস্ট (ল্যাব)-২২ 

ক. বিস্তৃত করে

খ. সংক্ষেপ করে গ. অর্থবােধক করে

ঘ. ভাষা রূপ ক্ষুন্ন করে

ঘ. ভাষা রূপ ক্ষুন্ন করে

উত্তরঃ খ

উত্তর: খ

০৩. “আমরা” এর সঠিক ব্যাস বাক্য কোনটি? (টিবিএল ও এএসপি কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল টেকনােলজিস্ট)

(ল্যাব)-২২) ক. আমি, সে ও তুমি

খ. আমি, তুমি ও সে গ. সে, তুমি ও আমি ঘ. তুমি, সে ও আমি

উত্তর: খ

০৪. দিন দিন = প্রতিদিন কোন সমাস? টিবিএল ও এএসপি কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর , মেডিকেল টেকনােলজিস্ট (ল্যাব)

খ. দ্বন্দ্ব

ক. অব্যয়ী ভাব। গ. দ্বিগু

ঘ. বহুব্রীহি

উত্তর: ক

০৫. কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস? কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ), অডিটর-২২ ক) রাজপুত্র।

খ) বিয়েপাগল গ) ছাত্রাবাস

ঘ) মৃগশিশু

উত্তরঃ ক

০৬. নীচের কোনটি অব্যয়ীভাব সমাস? কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ), অডিটর-২২) ক) একচোখা

খ) দোনলা। গ) সামীপ্য

ঘ) উনপাজুরে

উত্তরঃ গ

০৭. মধ্যপদলােপী বহুব্রীহি সমাসের উদাহরণ (সমন্বিত ৯ ব্যাংক (জেনারেল অফিসার)-২২) 

ক. গায়েপড়া

খ. কানেখাটো গ. হাতেখড়ি

ঘ. সেতার

উত্তর: গ

০৮. ব্যাধিকরণ বহুব্রীহি সমাস কোনটি? খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১)। ক. সুশ্রী

খ. নিরুপায় গ. সহােদর

ঘ. কথাসর্বস্ব

উত্তর: ঘ

০৯. কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১)।

ক. বাগদত্তা (বাক দ্বারা দত্তা) খ. জীবনবীমা (জীবন রক্ষার বীমা) গ. গমনাগমন (গমন ও আগমন) ঘ. নদীমাতৃক (নদী মাতা যার)।

উত্তর: ক

১২. অরুণরাঙা’ শব্দটি কোন সমাস? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর; উপ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-২১)। 

ক. কর্মধারয়

খ. দ্বন্দ্ব গ. তৎপুরুষ ঘ. অব্যয়ীভাব

উত্তর: ক

১৩. সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটির নাম- {মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়ােগ পরীক্ষা (অফিস সহকারী-কামকম্পিউটার অপারেটর/ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর)-২১} ক) সমস্ত পদ

খ) সমস্যমান পদ গ) পূর্ব পদ ঘ) উত্তর পদ

উত্তর: ক

১৪. ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস (জুনিয়র শিক্ষক)-২১) ক. বিস্ময় দ্বারা আপন্ন

খ. বিস্ময়ে আপন্ন গ, বিস্ময়কে দ্বারা আপন্ন। ঘ. বিস্ময়ে যে আপন্ন

উত্তর:— ব্যাখ্যা: সঠিক উত্তর: বিস্ময়কে আপন্ন।

১৫. মৃগশিশু’ শব্দটির ব্যাস বাক্য কোনটি? জিনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১) ক. মৃগের শিশু

খ. শিশুরূপ মৃগ গ. মৃগীর শিশু

ঘ. শিশুর যে মৃগ

উত্তর: ক

খুবই গুরুত্বপূর্ণ নিয়ােগ পরীক্ষার সমাস

১৬, ‘অনুচিত কোন সমাস? (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ক্যাশিয়ার/ স্টোর কিপার)-২১। ক. বহুব্রীহি

খ. তৎপুরুষ গ. কর্মধারয়

ঘ. দ্বিগু

উত্তরঃ খ

১৭. সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক)-২১ ক. সমস্যমান পদ

খ. সমস্তপদ গ. পূর্বপদ।

ঘ. উত্তলন।

উত্তরঃ খ

১৮. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ডাটা এন্ট্রি অপারেটর)-২১) (ক) হাতেখড়ি

(খ) আপাদমস্তক (গ) চতুরঙ্গ

(ঘ) স্মৃতিসৌধ

উত্তর: ক

১৯. কৃতবিদ্য’ শব্দের ব্যাসবাক্য কোনটি? বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে অডিটর পদে নিয়ােগ পরীক্ষা-২১) ক. কৃত যে বিদ্যা

খ. কৃত বিদ্যা যার গ. কৃত যে বিদ্যা ঘ. কৃত হয়েছে যার বিদ্যা

উত্তর: খ

২০. রাজমিস্ত্রী’ শব্দের ব্যাসবাক্য (এনএসআই (ফিল্ড অফিসার)-২১)। ক. রাজার মিস্ত্রী

খ. রাজ যে মিস্ত্রী গ. মিস্ত্রীর রাজা।

ঘ. মিস্ত্রী যার রাজা

উত্তর: গ

২১. কাজল-কালাে’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (উচ্চমান সহকারী/ উচ্চমান সহকারী (বেঞ্চ সহকারী)/ড্রাফটসম্যান)-২১)] । ক. কালাে যে কাজল

খ. কাজল রূপ কালাে গ. কাজল ও কালাে ঘ. কাজলের ন্যায় কালাে

উত্তর: ঘ

২২. ‘বিস্ময়াপন’ পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর , প্রদর্শক (সকল বিষয়)-২১) ক. বিস্ময় দ্বারা আপন্ন।

খ. বিস্ময়কে আপন্ন গ. বিস্ময়ে আপন্ন। ঘ. বিস্ময়ে যে আপন্ন

উত্তর: খ

২৩. ‘নিরুৎসাহ’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? কারিগরি শিক্ষা অধিদপ্তর (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১) ক. নাই উৎসাহ

খ. উৎসাহের অভাব গ. উৎসাহ নাই যার ঘ. নঞ উৎসাহ

উত্তর: খ

২৪. কোনটি ‘রাজপথ’ শব্দের ব্যাসবাক্য? বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (বিসিক) এর প্রমোশন

অফিসার/এক্সটেনশন অফিসার/অন্যান্য পদ-২১) ক. পথের রাজা।

খ. রাজার পথ গ. রাজাদের পথ ঘ. রাজার নির্মিত পথ

উত্তর: ক

২৫. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক)-২১) (ক) সংস্কৃত

(খ) বাংলা (গ) উর্দু

(ঘ) ফার্সি

উত্তর: ক

২৬. “প্রাণভয়” কোন সমাস? খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক)-২১) ক) উপমান কর্মধারয়

খ) মধ্যপদলােপী কর্মধারয় গ) ৬ষ্ঠী তৎপুরুষ

ঘ) অনুক দন্দ্ব।

উত্তর: খ

২৭. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া – সহকারী পরিচালক – ২১)। ক. চাঁদমুখ

খ. শশব্যস্ত গ. হাতেঘড়ি ঘ. বিষাদসিন্ধু

উত্তরঃ ক

২৮. নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (কম্পিউটার অপারেটর)-২১] ক. পূর্বাহ্ন

খ. বাকপটু গ. রাজপুত্র ঘ. জলদ।

উত্তর: ঘ

২৯. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে নিয়ােগ পরীক্ষা (পরিসংখ্যান

সহকারী)-২১)। ক. দ্বন্দ্ব সমাসে

খ. দ্বিগু সমাসে গ. নিত্য সমাসে ঘ. বহুব্রিহী সমাসে

উত্তর: ক

ব্যাখ্যাঃ দ্বন্দ্ব সমাস (দ্বন্দ্ব সমাসের প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রাধান্য থাকে। যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।

৩০. বিরানব্বই কোন সমাস? খাদ্য অধিদপ্তর নিয়ােগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১) (ক) প্রাদি-সমাস

(খ) নিত্য সমাস (গ) অলুক তৎপুরুষ (ঘ) অব্যয়ীভাব

উত্তর: খ

নিয়ােগ পরীক্ষার সমাস ২০২১ঃ

৩১. বর্ণচোরা কোন ধরনের সমাস? খাদ্য অধিদপ্তর নিয়ােগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১ (ক) অলুক তৎপুরুষ

(খ) নঞ তৎপুরুষ। (গ) ষষ্ঠী তৎপুরুষ। (ঘ) উপপদ তৎপুরুষ

উত্তর: ঘ

৩২. খাসমহল কোন সমাস? জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১। ক. কর্মধারয়

খ. তৎপুরুষ গ. অব্যয়ীভাব

ঘ. বহুব্রীহি

উত্তর: ক

৩৩. তরুল্লাঙ্গা কোন সমাস নিষ্পন্ন পদ? জিনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১) ক. উপমিত কর্মধারয়

খ. রূপক কর্মধারয় গ. অলুক তৎপুরুষ

ঘ. উপমান কর্মধারয়

উত্তর:

৩৪. নাতিশীতােষ্ণ কোন সমাসের উদাহরণ? জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১) ক. দ্বিতীয়া তৎপুরুষ

খ. নঞ তৎপুরুষ গ. উপপদ তৎপুরুষ

ঘ. অলুক তৎপুরুষ

উত্তর: খ

৩৫. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে নিয়ােগ পরীক্ষা (জুনিয়র পরিসংখ্যান সহকারী)-২১ ক) অনুগমন

খ) সাহিত্য সভা গ) পীতাম্বর ঘ) রাতকানা ।

উত্তর: গ 

ব্যাখ্যাঃ পীতাম্বর (পীত অম্বর যাহার = পীতাম্বর (অর্থ শ্রীকৃষ্ণ)]

৩৬. ‘সমাস’ শব্দের অর্থ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়ােগ পরীক্ষা (স্টোরম্যান/ডেসপ্যাচ রাইডার/ ট্রাফিক

হ্যান্ড)-২১) (ক) সংশ্লেষণ

(খ) বিশ্লেষণ (গ) সংক্ষেপণ (ঘ) সংযােজন

উত্তর: গ

৩৭. সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কোনটি? [The Security Printing Corporation BD Limited (General

Officer)-21] ক) চতুর্ভুজ

খ) চৌরাস্তা গ) ত্রিফলা

ঘ) অষ্টধাতু 

ব্যাখ্যা: সঠিক উত্তর নেই। অপশনে বর্ণিত সবগুলাে দ্বিগু সমাসের উদাহরণ।

৩৮. আঁধার কৃষ্ণ কোন কর্মধারয় সমাস? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক)-২১]

ক) মধ্যপদলােপী কর্মধারয় খ) উপমান কর্মধারয় গ) উপমিত কর্মধারয়

ঘ) রূপক কর্মধারয়

উত্তর: খ

৩৯. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক)-২১ ক) তেপায়া

খ) দেখাদেখি গ) জীবম্মত

ঘ) দোটানা

উত্তর: ঘ

৪০. ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস? (৪৩তম বিসিএস)। ক. কর্মধারয়।

খ. বহুব্রীহি গ. অব্যয়ীভাব ঘ. তৎপুরুষ

( উত্তর: ক ব্যাখ্যাঃ যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ হয়, তাকে মধ্যপদলােপী কর্মধারয় সমাস বলে। যথা: চিকিৎসা বিষয়ক শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র; সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা; সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।

৪১. ভাই বােন’ কোন সমাস বাংলাদেশ টেলিভিশন (অফিস সহকারী) নিয়ােগ পরীক্ষা-২১) ক) দ্বন্দ্ব সমাস

খ) কর্মধারায় গ) তৎপুরুষ

ঘ) বহুব্রীহি

উত্তর: ক

৪২. সংবাদপত্র’ কোন সমাসের উদাহরণ? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অফিসার)-২১)

ক. মধ্যপদলােপী কর্মধারয় খ. অব্যয়ীভাব গ. কর্মধারয়

ঘ. বহুব্রীহি

উত্তর: ক

৪৩. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (উচ্চমান সহকারী/ ল্যাবরেটরী সহকারী )-২১] ক. জনশ্রুতি

| খ. অনমনীয় গ. খাসমহল ঘ. তপােবন

উত্তর:ক,খ

৪৪. বিভক্তি লােপ পায় কোন সমাসে? এনএসআই (ফিল্ড অফিসার)-২১)। ক. অলুক সমাসে।

খ. বহুবীহি সমাসে গ, কর্মধারয় সমাসে

ঘ. তৎপুরুষ সমাসে

উত্তর: ঘ

৪৫. কানে-কলম’ কোন সমাসের উদাহরণ? এনএসআই (সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা এবং সহকারী প্রেগ্রামার)

ক. উপপদ তৎপুরুষ গ. প্রত্যয়ান্ত বহুব্রীহি

খ. অলুক দ্বন্দ্ব ঘ. অলুক বহুব্রীহি

উত্তর: ঘ

২০২১ সালের নিয়ােগ পরীক্ষার সমাস

৪৬. চৌরাস্তা কোন সমাসের উদাহরণ? এনএসআই (সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা এবং সহকারী প্রেগ্রামার)-২১ ক. দ্বিগু কর্মধারয়।

খ. সংখ্যাবাচক বহুব্রীহি গ. অলুক বহুব্রীহি ঘ. সমানাধিকরণ বহুব্রীহি

উত্তরঃ ক

৪৭. ‘প্রভাত’ কোন সমাস? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) হিসাব সহকার)-২১) ক. কর্মধারয় সমাস

খ. তৎপুরুষ সমাস গ. প্রাদি সমাস ঘ. রুপক কর্মধারয় সমাস।

উত্তর: গ

৪৮. রক্তের ন্যায় লাল = রক্তলাল’ এটি কোন সমাস? বািংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরােড্রাম

কর্মকর্তা (এটিএম)/উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)/অন্যান্য)-

২১ ক. উপমান কর্মধারয়

খ. উপমিত কর্মধারয় গ. মধ্যপদলােপী কর্মধারয় । ঘ. দ্বিগু

উত্তর: ক

৪৯. নিচের কোনটি নঞ তৎপুরুষ সমাসের উদাহরণ? (এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১) ক. নৃতত্ত্ব

খ. আলুনি গ. নাকে খত

ঘ. দায়ে ঠেকা

৫০. একাধিক পদের এক পদীকরণের নাম— (এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১/

খ. সমাস গ. কারক

ঘ. বাগধারা

ক, সন্ধি

উত্তরঃ খ

৫০. নীচের কোনটি নিত্য সমাস: BPSC এর সিনিয়র ইন্ট্রাক্টর (TTC)-২১

ক. রাজপুত্র

খ. গৃহান্তর গ. সস্ত্রীক

ঘ. গায়েহলুদ

উত্তর: খ

৫২. সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? (এনএসআই (ওয়াচার কনস্টেবল/ ফিল্ড স্টাফ)-২১] ক. পূর্বপদ

খ. উত্তর পদ গ. পরপদ ঘ. দক্ষিণ পদ

উত্তর: ক

৫৩. ‘জিন-পরি’ সমাসটি কোন শব্দযােগে সাধিত হয়? এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান , রেডিও টেকনিশিয়ান,

ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১) ক. মিলনার্থক

খ. বিপরীতার্থক গ. সমার্থক ঘ. বিরােধার্থক

উত্তরঃ ক

৫৪. মহারাজ কোন সমাসের উদাহরণ? (এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১)

খ. কর্মধারয় গ. তৎপুরুষ ঘ. বহুব্রীহি

উত্তর: খ

৫৫. ‘চালাক-চতুর কোন সমাস? এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক)-২১ ক. দ্বন্দ্ব

খ. কর্মধারয় গ. তৎপুরুষ

ঘ. বহুব্রীহি

উত্তর: খ

৫৬. সুগন্ধি কি ধরনের সমাস? (এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক)-২১) ক. তৎপুরুষ

খ. দ্বন্দ্ব গ. বহুব্রীহি

ঘ. কর্মধারয়

উত্তর: গ

৫৭. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (প্রকিউরমেন্ট অফিসার/ ইন্সপেক্টর)-২১) ক. আমিছাড়া

খ. গাছপাকা গ. ধানক্ষেত ঘ. গরুগাড়ি

উত্তর: ঘ

৫৮. ‘আনন্দাশ্রু’ শব্দটি কোন সমাস? (জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১] ক. রূপক

খ. ষষ্ঠী তৎপুরুষ গ. উপমিত

ঘ. উপমান

উত্তর: ক

৫৯. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১] ক. হিন্দি

খ. বাংলা গ. সংস্কৃতি

ঘ. ফারসি

উত্তর: গ

৬০. হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস? কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম কম্পিউটার

অপারেটর)-২১) ক. বিপরীতার্থে

খ. মিলনার্থে গ. বিরােধার্থে ঘ. সমার্থে

উত্তরঃ ঘ

৬১. বহুব্রীহি সমাস কয় প্রকার? কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস সহায়ক)-২১) ক. ‘আট প্রকার

খ. ছয় প্রকার গ. দশ প্রকার ঘ. তিন প্রকার

উত্তর: ক

৬২. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? রেলপথ মন্ত্রণালয় (কম্পিউটার অপারেটর)-২১ ক. মুখচন্দ্র

খ. ক্রোধানল গ. তুষারশুভ্র

ঘ. মনমাঝি

উত্তর: গ

৬৩. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে? কারিগরি শিক্ষা অধিদপ্তর (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক)

২১) ক. অব্যয়ীভাব

খ. বহুব্রীহি গ. দ্বন্দ্ব ঘ. কর্মধারয়

উত্তর: ঘ

৬৪. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? (বিটিআরসি রিক্রুটম্যান্ট টেষ্ট (সহকারী পরিচালক)-২১)

ক. অর্ধটাকা খ. সােনার তরী গ. অকাতর ঘ. মনােরথ

উত্তর: খ ব্যাখ্যা পূর্বপদের বিভক্তি লােপ না পেয়ে তৎপুরুষ সমাস হলে তাকে অনুক তৎপুরুষ সমাস। বলে। অলুক’ শব্দের অর্থ অ-লােপ, অর্থাৎ লােপ না হওয়া। যেমনঃ সােনার তরী=সােনার তরী; চিনির বলদ= চিনির বলদ; তেলে ভাজা= তেলেভাজা; খেলার মাঠ = খেলার মাঠ ইত্যাদি।

৬৫. ‘কানাকানি’ কোন সমাসের উদাহরণ? ঢািকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি পরীক্ষা (বিজ্ঞান ইউনিট)- ২১) ক. কর্মধারয়

খ. বহুব্রীহি গ. দ্বন্দ্ব ঘ. দ্বিগু

উত্তর: খ

২০২২ সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ােগ পরীক্ষার সমাস

৬৬. ‘অরুণরাঙা’ যে কর্মধারয় সমাসের উদাহরণ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি পরীক্ষা (কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট)- ২১। ক. রূপক

খ. মধ্যপদলােপী গ. উপমান ঘ. উপমিত

উত্তর: গ।

৬৭. আইন-আদালত এটি কোন সমাস? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১ ক. তৎপুরুষ

খ. বহুবীহি গ. নিত্য ঘ. দ্বন্দ্ব।

উত্তরঃ ঘ

৬৮. ‘প্রতিদিন’ শব্দটি কোন সমাস সাধিত? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১ ক. কর্মধারয়

খ. নিত্য গ. দ্বিগু ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ ঘ

৬৯. অরুণরাঙা’ কোন সমাস? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১) ক. ণ তৎপুরুষ

খ. রূপক কর্মধারয়। গ. উপমান কর্মধারয়

উত্তর: গ

৭০. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-বিজ্ঞান (গ্রুপ-১)-২০-২১) ক. দক্ষিণপদ

খ. উত্তরপদ গ. পূর্বপদ

ঘ. পশ্চিমপদ

উত্তর: খ

৭১. ‘প্রাণের চেয়ে প্রিয় কোন সমাস? রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-বিজ্ঞান (গ্রুপ-১)-২০-২১ ক. পঞ্চমী তৎপুরুষ

খ. কর্মধারয় গ. দ্বিগু

ঘ. অব্যয়ীভাব

উত্তর: ক

৭২. সমাসবদ্ধ দীর্ঘ শব্দটিকে বলা হয়- রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-ইউনিট (গ্রুপ-১)-২০-২১) ক. বিগ্রহ বাক্য

খ. সমস্ত পদ গ. সমস্যমান পদ

ঘ. পূর্বপদ

উত্তর: খ

৭৩. দেবদত্ত কোন সমাস? রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানবিক বিভাগ, ইউনিট-4 (গ্রুপ-২) প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা

২০২০-২০২১)। (ক) চতুর্থী তৎপুরুষ

(খ) প্রাদি তৎপুরুষ (গ) তৃতীয়া তৎপুরুষ (ঘ) পঞ্চমী তৎপুরুষ

উত্তরঃ ক

৭৪. রক্তকমল’ শব্দটি কোন সমাস? রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানবিক বিভাগ, ইউনিট-(গ্রুপ-২) প্রথম বর্ষ (সম্মান) ভর্তি

পরীক্ষা ২০২০-২০২১ (ক) দ্বিগু

(খ) অব্যয়ীভাব (গ) কর্মধারয় (ঘ) তৎপুরুষ

উত্তর: গ

৭৫. সুগন্ধি কোন সমাস? রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানবিক বিভাগ, ইউনিট- (গ্রুপ-২) প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২০

২০২১)। (ক) বহুব্রীহি

(খ) দ্বন্দ্ব (গ) তৎপুরুষ (ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ ক

৭৬. নিচের কোনটি দ্বিগু সমাস? রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ ইউন্টি-বি (গ্রুপ-১)-২০-২১ ক. আপদমস্তক

খ. রুইকাতলা। গ. একরােখা ঘ. সেতার

উত্তর: ঘ

৭৭. নাতিদীর্ঘ কোন্ সমাস? রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট-বি, অ-বানিজ্য শাখা (গ্রুপ-২) ভর্তি পরীক্ষা ২০২০-২১] (ক) উপপদ তৎপুরুষ

(খ) উপমান কর্মধারয় (গ) উপমিত কর্মধারয় (ঘ) নঞ তৎপুরুষ

উত্তর: ঘ

৭৮. রূপক কর্মধারয় সমাসের উদাহরণ- [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষা -ইউনিট-এ (বিজ্ঞান

শাখা)-২১) (A) কুসুমকোমল

(B) পদ্মাসন (C) তেপান্তর (D) জ্ঞানবৃক্ষ

উত্তর: D

৭৯. ‘আমরা’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষা ইউনিট-B (মানবিক শাখা)-২১) ক. তুমি, আমি ও সে

খ. আমি, তুমি ও সে গ. সে, আমি ও তুমি ঘ. তুমি, সে ও আমি

উত্তর: ক ব্যাখ্যা: নিত্য সমাস

যে নিয়ােগ পরীক্ষার সমাস কাজে লাগেঃ

৮০. দুধেভাতে কোন সমাসের উদাহরণ? [GST চচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষা -ইউনিট-C (বাণিজ্য

(A) অলুক দ্বন্দ্ব (C) অলুক তৎপুরুষ

(B) মধ্যপদলাপী কর্মধারয় (D) অব্যয়ীভাব

Ans. A

৮১. মধ্যপদলােপী বহুব্রীহি সমাসের উদাহরণ সমন্বিত ৯ ব্যাংক (জেনারেল অফিসার)-২১) ক. গায়েপড়া

খ. কানেখাটো গ. হাতেখড়ি

ঘ. সেতার

উত্তর: গ

৮২. নিচের যেটি বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত নয়- সমন্বিত ৭ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)-২১)। ক. অন্তরীপ

খ. দ্বীপ গ. অপয়া ঘ. অনুতাপ

উত্তরঃ ঘ

৮৩. নিচের যেটি মধ্যপদলােপী কর্মধারয় সমাসের উদাহরণ? প্রবাসী কল্যাণ ব্যাংক (জেনারেল অফিসার)-২১) ক. মৌমাছি

খ. ভ্রাতৃস্নেহ গ. স্বর্ণসৌধ ঘ. দ্রুতগামী

উত্তরঃ ক

৮৪. কোনটি ‘পরপদ’ প্রধান সমাস? বাংলাদেশ ব্যাংক (সহকারী পরিচালক)-২১) ক. কর্মধারয়

খ. অব্যয়ীভাব গ. দ্বন্দ্ব

ঘ. বহুব্রীহি

উত্তর: ক

৮৫. ‘আশীবষি’ কোন বহুবীহি সমাসরে উদাহরণ? বাংলাদেশ ব্যাংক (সহকারী পরিচালক)-২১ ক. ব্যাধিকরণ বহুব্রীহি

খ. সমানাধকিরণ বহুব্রীহি গ. ব্যতিহার বহুবীহি

ঘ. প্রত্যয়ান্ত বহুব্রীহি

উত্তরঃ ক

৮৬. অল্পপ্রাণ’ যে সমাসের উদাহরণ – সিমন্বিত ৭ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)-২১) ক. দ্বন্দ্ব।

খ. তৎপুরুষ গ. উপপদ তৎপুরুষ

ঘ. বহুব্রীহি

উত্তর: ঘ

৮৭. ‘গোঁফ খেজুরে’ কোন সমাস? প্রবাসী কল্যাণ ব্যাংক (সিনিয়র অফিসার)-২১) a. ব্যতিহার বহুব্রীহি।

  1. ব্যাধিকরন বহুব্রীহি c. দ্বিগু d. মধ্যপদলােপী বহুব্রীহি

উত্তর: খ ব্যাখ্যা সমস্যমান পদের দুটিই বিশেষ্য হলে ব্যাধিকরণ হয়। যেমনঃ গােফে খেজুর যার = গোঁফ খেজুরে, বীণা পানিতে যার = বীণাপানি।

৮৮. দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ হল— (সমন্বিত ৬ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (সহকারী প্রােগ্রামার)-২১) ক. বুদ্ধ

খ. জোড়া গ. সমােচ্চারিত

ঘ. যুক্ত

উত্তর: খ

৮৯. স্মৃতিসৌধ’ কোন সমাস? রূপালী ব্যাংক লিমিটেড (সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার)-২১) ক) তৎপুরুষ

খ) বহুব্রীহি গ) অব্যয়ীভাব

ঘ) কর্মধারয়

উত্তরঃ ঘ

৯০. “দুঃখকে প্রাপ্ত” এটি কোন সমাস? গ্লোবাল ইসলামী ব্যাংক (প্রবেশনারী অফিসার)-২১) ক) দ্বিগু

খ) বহুব্রীহি গ) তৎপুরুষ

ঘ) কর্মধারায়

উত্তর: গ

৯১. শশাঙ্ক’- শব্দের ব্যাস বাক্য কি হবে? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (প্ৰবেশনারী অফিসার)-২১। ক. শশের অঙ্ক

খ. অঙ্কের শশ গ. অঙ্কে শশ যার ঘ. শশ অঙ্ক যার।

উত্তর: ঘ ব্যাখ্যাঃ বহুব্রীহি অর্থ- বহু ধান আছে যার। যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনাে পদকে বােঝায়, তাই বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়। যেমন- শশ (খরগােশ) অঃ (সংখ্যা, আঙ্গুল) যার = শশাঙ্ক। (এখানে ‘শশ’ কিংবা ‘অঙ্ক’ কোনােটিরই অর্থের প্রাধান্য নেই, চাঁদকে বুঝাচ্ছে)। শশাঙ্ক ব্যাধিকরণ বহুব্রীহি সমাস।

৯২. নিচের কোনটি দ্বিগু সমাস? এনআরবিসি ব্যাংক (প্রবেশনারী অফিসার)-২১ ক. আপাদমস্তক

খ. রুই কাতলা। গ, একরােখা।

ঘ. সেতার

ব্যাখ্যাঃ পদ থেকে মস্তক পর্যন্ত = আপাদমস্তক (অব্যয়ীভাব সমাস); রুই ও কাতলা = রুইকাতলা (দ্বন্দ্ব সমাস); এক দিকে রােখ যার = একরােখা (প্রত্যয়ান্ত বহুব্রীহি)। সে (তিন) তার (যে যন্ত্রের) = সেতার (সংখ্যাবাচক বহুব্রীহি);

৯৩. কোনটি মধ্যপদলােপী কর্মধারয় সমাসের উদাহরণ? এনআরবিসি ব্যাংক (প্ৰবেশনারী অফিসার)-২১] ক. গায়েহলুদ

খ. চালকুমড়া। গ. দুয়ানি ঘ. ছায়াছবি

উত্তর: খ ব্যাখ্যা বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থ-ই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান। ব্যাসবাক্যের মাঝের পদ লােপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলােপী কর্মধারয় সমাস। যেমন- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন; চালে জন্মায় যে কুমড়া = চালকুমড়া। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়েহলুদ (মধ্যপদলােপী বহুব্রীহি); ছবি ছায়ার ন্যায় = ছায়াছবি (উপমিত কর্মধারয়); ছয় আনা পরিমাণ যার = ছয়ানি (সংখ্যাবাচক বহুব্রীহি)।

৯৪. ‘মনমাঝি’ কোন সমাসের উদাহরণ? তথ্য ও যােগাযােগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রােগ্রামার – ২০২০ ক. দ্বিগু

খ. বহুব্রীহি গ. রূপক কর্মধারয় | ঘ. নিত্যসমাস

উত্তর: গ ব্যাখ্যাঃ উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাসকে বলে রূপক কর্মধারয় সমাস। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে। সমস্যমান পদে ‘প’ অথবা ‘ই’ যােগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন- জীবন রূপ প্রদীপ = জীবনপ্রদীপ; মন রূপ মাঝি = মনমাঝি।

৯৫.‘মৌমাছি’ কোন সমাস? বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী পরিচালক/ পরিদর্শক নিয়ােগ পরীক্ষা-২০২০ ক. কর্মধারয় সমাস।

খ. বহুব্রীহি সমাস গ. দ্বিগু সমাস। ঘ. অব্যয়ীভাব সমাস।

উত্তর: ক ব্যাখ্যা বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান। ব্যাসবাক্যের মাঝের পদ লােপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলােপী কর্মধারয় সমাস। যেমন – হাসি মাখা মুখ = হাসিমুখ; মৌ সংগ্রহকারী মাছি = মৌমাছি; সিংহ চিহ্নিত আসন = সিংহাসন; সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা।

নিয়োগ প্রাপ্ত প্রতিষ্ঠন সম্পকে জ্ঞান

১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক

Professor Primary Assistant Teacher book লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

ইংরেজি

ইংরেজি ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Parts of Speech প্রশ্ন ও উত্তর লিংক Abbreviations or
Elaboration Terms
প্রশ্ন ও উত্তর লিংক
Articleপ্রশ্ন ও উত্তর লিংক One word Substitutionsপ্রশ্ন ও উত্তর লিংক
Appropriate Preposition প্রশ্ন ও উত্তর লিংক English literatureপ্রশ্ন ও উত্তর লিংক
Prepositionপ্রশ্ন ও উত্তর লিংক Sentence Correctionপ্রশ্ন ও উত্তর লিংক
Right forms of verbপ্রশ্ন ও উত্তর লিংক Translation /Vocabularyপ্রশ্ন ও উত্তর লিংক
Voice প্রশ্ন ও উত্তর লিংক Spellingপ্রশ্ন ও উত্তর লিংক
Narrationপ্রশ্ন ও উত্তর লিংক Synonym-Antonymপ্রশ্ন ও উত্তর লিংক
Phrase and Idioms প্রশ্ন ও উত্তর লিংক Word Meaningপ্রশ্ন ও উত্তর লিংক
prefix and suffixপ্রশ্ন ও উত্তর লিংক প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

বাংলা

বিগত ৩০ বছরে বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়োগ পরীক্ষায় আষার সকল MCQ নৈবিত্তিক প্রশ্ন সমাধান এক সাথে, নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
সন্ধিপ্রশ্ন ও উত্তর লিংক শেখ হাসিনাপ্রশ্ন ও উত্তর লিংক
বিপরীত শব্দপ্রশ্ন ও উত্তর লিংক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানপ্রশ্ন ও উত্তর লিংক
সমার্থক শব্দপ্রশ্ন ও উত্তর লিংক জাতীর ৪ নেতাপ্রশ্ন ও উত্তর লিংক
শুদ্ধ বানানপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন চুক্তি
বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত
প্রশ্ন ও উত্তর লিংক
এককথায় প্রকাশপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধ সেক্টরপ্রশ্ন ও উত্তর লিংক
তৎসম অর্ধতৎসম তদ্ভব
বিদেশী ও দেশি শব্দ
প্রশ্ন ও উত্তর লিংক রােহিঙ্গা সমস্যাপ্রশ্ন ও উত্তর লিংক
উপসর্গপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের জনপদপ্রশ্ন ও উত্তর লিংক
সমাসপ্রশ্ন ও উত্তর লিংক সংবিধানপ্রশ্ন ও উত্তর লিংক
বাগধারা, প্রবাদ ও প্রবচনপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধপ্রশ্ন ও উত্তর লিংক
কারক-বিভক্তিপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের ভৌগলিকপ্রশ্ন ও উত্তর লিংক
যুক্ত বর্ণেরপ্রশ্ন ও উত্তর লিংক কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যুপ্রশ্ন ও উত্তর লিংক
ধ্বনি, বর্ণপ্রশ্ন ও উত্তর লিংক উপন্যাস/রচনাসমগ্রপ্রশ্ন ও উত্তর লিংক
বাক্য (সরল, জটিল, যৌগিক) প্রশ্ন ও উত্তর লিংক ভাষা আন্দোলপ্রশ্ন ও উত্তর লিংক
পদ নির্ণয়প্রশ্ন ও উত্তর লিংক বিখ্যাত স্থানপ্রশ্ন ও উত্তর লিংক
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব প্রশ্ন ও উত্তর লিংকস্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের চলচ্চিত্র প্রশ্ন ও উত্তর লিংকবাংলাদেশের কৃষ্টি
ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন
প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক