Google Adsense Ads
শ্রেণি: ১১শ/hsc/ উন্মুক্ত-2021 বিষয়: সমাজবিজ্ঞান (প্রথম পত্র) এসাইনমেন্টেরের উত্তর 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 01 বিষয় কোডঃ 1859 |
বিভাগ: মানবিক শাখা |
এসাইনমেন্ট শিরোনামঃ সমাজবিজ্ঞানের সংজ্ঞা উল্লেখপূর্বক এর বিষয়বস্তু ও পরিধি নিরূপণ করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
সমাজবিজ্ঞানের সংজ্ঞা: সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব মানুষের সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনা শাস্ত্র। এতে সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। সমাজ বিষয়ক গবেষণা অতীত কাল থেকেই প্রচলিত ছিল।
সমাজবিজ্ঞান হলো সমাজ এবং সমাজস্থ মানুষের সামাজিক সম্পর্কের বৈজ্ঞানিক বিশ্লেষণ ও পর্যালোচনা। সমাজবিজ্ঞান একটি নতুন বিজ্ঞান। ১৮৩৯ সালে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁত ‘Sociology’নামে এ শাস্ত্রের প্রবর্তন করেন। ইংরেজি Sociology শব্দটি ল্যাটিন Socious (সমাজ) এবং গ্রিক খড়মড়ং (জ্ঞান) শব্দ থেকে উদ্ভুত। শব্দগত অথে Sociology বা সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত জ্ঞান। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন। এখানে কয়েকজন সমাজবিজ্ঞানীর সংজ্ঞা প্রদান করা হলো:
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সমাজবিজ্ঞানের পরিধি
সমাজের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণই সমাজবিজ্ঞানের উদ্দেশ্য। সে অর্থে বলা যায় যে, পুরো সমাজই সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত। তাই সহজেই অনুমান করা যায় যে, সমাজবিজ্ঞানের পরিধি কত ব্যাপক ও বিস্তৃত। অধিকাংশ সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু নিম্নলিখিত বিষয়গুলোর আলোকে বর্ণনা করেছেন
১. সামাজিক প্রতিষ্ঠান : সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তি ও দলের মধ্যে সামাজিক মূল্যবোধ নির্ধারিত হয়। কিভাবে মানুষের সমাজে নানাবিধ প্রতিষ্ঠানের বিকাশ ঘটেছে এবং কিভাবে এসবের ভেতর পরিবর্তন এসেছে এগুলোর বিচার বিশ্লেষণ করে সমাজবিজ্ঞান।
২. সামাজিক পরিবর্তন : সমাজ গতিশীল তাই প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সমাজ কাঠামোর পরিবর্তনের ফলে সমাজের রূপান্তর একটি চিরন্তন সত্য। পরিবর্তিত সমাজব্যবস্থায় মানুষের আচার-আচরণ, রীতি-নীতি, সম্পর্ক, মূল্যবোধ প্রভৃতি বিষয়ের আলোচনা করাই সমাজবিজ্ঞানের কাজ।
৩. সামাজিক কর্মকাণ্ড : সমাজবিজ্ঞানের পরিধির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সামাজিক কর্মকাণ্ড। সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজস্থ মানুষের নানাবিধ দিক বিচার-বিশ্লেষণ করা হয়।
৪. সামাজিক নিয়ন্ত্রণ : সমাজকে সুসংবদ্ধ ও সুশৃঙ্খল রীতি-নীতি ও আচার অনুষ্ঠানের মাধ্যমে পরিচালনা করাকে সামাজিক নিয়ন্ত্রণ বলে। সমাজবিজ্ঞানীদের মতে, সমাজবিজ্ঞানের বিষয়বস্তু কতগুলো আচার-অনুষ্ঠান ও মূল্যবোধের দ্বারা নির্ধারিত হয়ে থাকে।
৫. সামাজিক ধারণা : সামাজিক ধারণাসমূহ নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। মরিস জিন্সবার্গের মতে, মানুষের ক্রিয়া-প্রতিক্রিয়া এবং এর ফলাফল সম্পর্কিত আলোচনাই হল সমাজবিজ্ঞানের বিষয়বস্তু।
৬. সামাজিক আদর্শ : সমাজবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু হিসেবে সামাজিক আদর্শের ভূমিকা রয়েছে। কারণ সামাজিক আদর্শ ছাড়া কোনো জাতি কাক্সিক্ষত উন্নতি করতে পারে না।
৭. সমাজের সামগ্রিক বিষয়ে আলোচনা : মানুষের কার্যকলাপ এবং মানুষের সাংগঠনিক প্রতিভা, সংস্কৃতি, মূল্যবোধ প্রভৃতি বিষয়গুলো সমাজবিজ্ঞানের পরিধিকে অনেক বেশি বিস্তৃত করে তুলেছে।
৮. সামাজিক সমস্যা : নৈতিকতার প্রশ্নে সমাজবিজ্ঞান নিরপেক্ষ ভূমিকা পালন করে। কাজেই সমাজবিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতিতে সামাজিক সমস্যার বিশ্লেষণ করতে চায়। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত অধ্যয়নের একটি তাত্ত্বিক বিজ্ঞান, যার পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। সমাজ জীবনের এমন কোনো দিক নেই যা সমাজবিজ্ঞানের আওতায় আসে না। তাই বলা যায়, সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় তথা সমগ্র মানবিক সম্পর্ক সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত।
সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়
সমাজে যত প্রকার সামাজিক ঘটনা আছে, অর্থাৎ সমাজে যা কিছু ঘটছে, সবই সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তুর অর্ন্তর্ভুক্ত। সমাজে মানুষের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে দল। আবার কতকগুলো কার্যপ্রণালী এবং প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ আপন প্রয়োজন মিটিয়ে থাকে। সমাজের এসব কিছুই সমাজবিজ্ঞানের বিষয়বস্তু। সমাজের বিভিন্ন দিক পঠন-পাঠন এবং গবেষণার জন্য সমাজবিজ্ঞানের অনেকগুলো শাখা বিকশিত হয়েছে। এসব শাখা-প্রশাখা সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হিসেবে পরিগণিত। এখানে সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হিসেবে কতকগুলো শাখার উল্লেখ করা হল:
১. সমাজবিজ্ঞানে তত্ত্ব :- এ শাখাটি সমাজ পরিচালনার নিয়ম-রীতি, সমাজ পরিবর্তনের পেছনে কোন সামাজিক ও বুদ্ধিবৃত্তিক শক্তিসমূহ কাজ করে সে সম্পর্কিত বিভিন্ন সমাজবিজ্ঞানীদের তত্ত্ব ও প্রত্যয়সমূহ সম্পর্কে বিচার-বিশ্লেষণ করে।
২. সামাজিক ইতিহাস :- এ শাখা সমাজের উৎপত্তি ও ঐতিহাসিক বিকাশ তথা আদিম সমাজ থেকে বর্তমান সমাজ পর্যন্ত মানুষের জীবনযাত্রা সম্পর্কে অধ্যয়ন, অনুসন্ধান ও গবেষণা করে থাকে।
৩. পরিবারের সমাজবিজ্ঞান :- এ শাখায় পরিবারের উৎপত্তি, বিকাশ, পরিবর্তনশীল প্রেক্ষাপট, পরিবারের কার্যাবলী এবং পরিবারের নানাবিধ সমস্যা সম্পর্কে আলোচনা করে।
৪. সামাজিক জনবিজ্ঞান:- এ শাখায় জনসংখ্যাতত্ত্ব, জনসংখ্যার কাঠামো যেমন জন্মশীলতা, মৃত্যুশীলতা, জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি, সমাজ জীবনের উপর এর প্রভাব যেমন বিবাহ, স্থানান্তর, সামাজিক গতিশীলতা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করে।
৫. গ্রামীণ এবং নগর সমাজবিজ্ঞান :- সমাজবিজ্ঞানের এ শাখায় যথাক্রমে গ্রামীণ সমাজ জীবনের প্রকৃতি এবং নগর সমাজের নানাবিধ দিক নিয়ে অধ্যয়ন করা হয়।
৬. ধর্মের সমাজবিজ্ঞান :- এ শাখায় ধর্মের উৎপত্তি, ধর্মীয় আচার অনুষ্ঠান, বিশ্বাস, প্রথা ও লোকাচারসহ, ধর্মের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
৭. শিক্ষার সমাজবিজ্ঞান :- সমাজবিজ্ঞানের এ শাখাটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, শিক্ষার্থীদের সামাজিকীকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্ক বিষয়ে পঠন-পাঠন এবং গবেষণা করে থাকে ।
৮. সাংস্কৃতিক সমাজবিজ্ঞান :- এ শাখায় সংস্কৃতির সংজ্ঞা, ধরন, সংস্কৃতির উদ্ভব, ক্রমবিকাশ, সাংস্কৃতিক পার্থক্য, সাংস্কৃতিকরণ, সংস্কৃতির বিস্তার, আত্তীকরণ, সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব সম্পর্কে বিচারবিশ্লেষণ করা হয়।
৯. রাজনৈতিক সমাজবিজ্ঞান:- এ শাখাটি রাষ্ট্রের রাজনৈতিক বিষয়াদির সাথে সমাজের বিভিন্ন শ্রেণি, গোষ্ঠী তথা নাগরিকের সম্পর্ক নিরূপণ করে। এটি বিশেষ করে সামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃত্ব, ক্ষমতা ও কর্তৃত্বের রাজনৈতিক সংস্কৃতি, প্রেসার গ্র”প, প্রভৃতি ব্যাখ্যা করে।
১০. সামাজিক মনোবিজ্ঞান :- এ শাখায় সামাজিক প্রেক্ষাপটে ব্যক্তির মনোভাব, ব্যক্তিত্ব, নেতৃত্ব, শিক্ষণ ও সামাজিকীকরণ সম্পর্কে বিচার-বিশ্লেষণ করা হয়।
১১. উন্নয়নের সমাজবিজ্ঞান :- এ শাখায় উৎপাদন, বন্টন, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামাজিক ও মানবিক উন্নয়নের যোগসূত্র বিশ্লেষণ করা হয়। তাছাড়া উন্নয়নের সমাজবিজ্ঞান উন্নয়নঅনুন্নয়নের নানাবিধ মডেল, তত্ত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করে।
১২. অপরাধবিজ্ঞান :- সমাজবিজ্ঞানের এ শাখাটি সমাজের অপরাধ, এর ধরন, কারণ, প্রভাব সম্পর্কে ব্যাখ্যা-বিশ্লেষণ করে।
১৩. চিকিৎসা সম্পর্কিত সমাজবিজ্ঞান: – এ শাখায় মানুষের চিকিৎসার উপর ভিত্তি করে যেসব প্রতিষ্ঠানসমূহ গড়ে উঠেছে তার সামাজিক বৈশিষ্ট্য, প্রেক্ষিত ও তাৎপর্য আলোচনা করা হয়। এছাড়া রোগ-ব্যাধি,
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
Google Adsense Ads
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন
- Degree Economics 4th paper Final Suggestion
- ডিগ্রি ২য় বর্ষের অর্থনীতি ৩য় পত্র স্পেশাল সাজেশন
- Economics 3rd paper Degree 2nd Year Suggestion
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
Google Adsense Ads