Advertisement
মার্কেটিং ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের, ডিগ্রি ৩য় বর্ষ মার্কেটিং ৫ম পত্র সাজেশন
ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] মার্কেটিং ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের বাজারজাতকরণের আইনগত দিক [ Legal Aspects of Marketing] সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের Subject Code: 132301 |
ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
মার্কেটিং ৫ম পত্র সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. আইনগত পরিবেশ কি?
উত্তর : আইনগত পরিবেশ হচ্ছে দেশের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রবর্তিত বিভিন্ন ধরনের নিয়মকানুন রীতিনীতির সমষ্টি যা সাধারণভাবে সবাইকে মেনে চলতে হয়।
২. সম্মতি কি?
উত্তর : কোন কিছু করা বা না করার জন্য এক পক্ষের প্রস্তাবে অন্য পক্ষের রাজি থাকাকে সম্মতি বলে।
৩. ক্রেতা সাবধান নীতি কি?
উত্তর : ক্রেতা সাবধান নীতিটির মূল কথা হল কোন পণ্য বা দ্রব্য ক্রয়ের সময় ক্রেতা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবে। দ্রব্যটির গুনাগুন, বৈশিষ্ট্য এবং দোষ ত্রুটি ভালো করে পরীক্ষা করে নিবে।
৪. বিনিময় বিল বলতে কি বুঝ?
উত্তর : বিনিময় বিল হল একপ্রকার আর্থিক হস্তান্তরযোগ্য দলিল যাতে কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিমিত্তে শর্তহীন নির্দেশ প্রদান করে।
৫. কিস্তিবন্দি ক্রয় কি?
উত্তর : কিস্তিতে ক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করবে এবং পণ্যের দখল পেলে সেই সাথে তার মালিকানা স্বত্বলাভ করবে এই মর্মে ক্রয় চুক্তি সম্পাদিত হলে তাকে কিস্তিবন্দিতে ক্রয় বলে।
৬. কৃষি পণ্য কি?
উত্তর : যে সকল পণ্য কৃষিজাত, উদ্যানজাত, ও পশুজাত তাদেরকে আমরা সাধারণত কৃষি পণ্য বলি।
৭. বাজার মাশুল কি?
উত্তর : কৃষিপণ্যের ক্রয়- বিক্রয় এবং মধ্যস্থতার সম্পর্কিত বিষয়ে সেবার বিনিময় আদায়কৃত অর্থকে বাজার মাশুল বলা হয়।
৮. আমার বলতে কি বুঝায়?
উত্তর : যে কোন পণ্য বা পশু সম্পদ উৎপাদন বা লালন- পালন প্রক্রিয়ার অন্তর্গত কোন উঠান, প্রাঙ্গণ ছাওনি বা গৃহ কে খামার বলে।
৯. মৎস্য কি জাতীয় শিল্পের অন্তর্গত?
উত্তর : হ্যাঁ, মৎস্য জাতীয় শিল্পের অন্তর্গত।
১০. প্রতারণামূলক মার্ক কি?
উত্তর : ট্রেডমার্ক আইনের ২ (২০) ধারায় বলা হয়েছে যে, ‘প্রতারণামূলক সাদৃশ্য মার্ক’ অর্থ এমন কোন মার্ক যা দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে এবং যা এ আইনের অধীন নিরঞ্জিত অন্য কোন মার্কের সাথে সাদৃশ্যমূলক।
১১. কপিরাইট কি?
উত্তর : কপিরাইট বলতে এক শ্রেণীর পণ্যের জন্য নকশা রেজিস্ট্রেশন করা হয়। যাতে নিবন্ধনকারী নকশাটি ব্যবহারে একচ্ছত্র আধিপত্য থাকবে।
১২. ভোক্তা অধিকার কি?
উত্তর : ভক্তাদের স্বার্থ রক্ষায় নিরাপত্তা, তথ্য পাওয়া, পণ্য বাছাই ,চাহিদা, ক্ষতিপূরণ, স্বাস্থ্যকর পরিবেশ ও ক্রেতার শিক্ষা লাভের অধিকারকে ভোক্তা অধিকার বলে।
১৩. ব্যবসায় আইন কি?
উত্তর : বাণিজ্যক লেনদেনসমূহ সৃষ্টভাবে পরিচালনা করার জন্য যে নিয়ম-নীতি মান্য করতে হয় তাকে ব্যবসায় আইন বলে।
১৪. বাংলাদেশে কত সালের চুক্তি আইন প্রচলিত?
উত্তর : বাংলাদেশের চুক্তি আইন ১৯৭২ সালে প্রণীত হয়।
১৫. প্রস্তাবের সংজ্ঞা দাও।
উত্তর : চুক্তিতে আবদ্ধ হওয়ার উদ্দেশ্যে কোন ব্যক্তি কর্তৃক অপর কোন ব্যক্তির নিকট কিছু করা না করার ইচ্ছে প্রকাশকে বুঝায়।
১৬. হস্তান্তর যোগ্য দলিল কাকে বলে?
উত্তর : হস্তান্তরযোগ্য দলিল হচ্ছে একটি লিখিত দলিল যা আইন স্বীকৃত ব্যবসায় রীতি অনুযায়ী বিনিময় হস্তান্তরযোগ্য।
১৭. বাধ্যতামূলক বিক্রয় কি?
উত্তর : সরকার কর্তৃক ক্ষমতা কোন স্থানীয় কর্তৃপক্ষ কোন খাদ্য দ্রব্য প্রস্তুত কোন দ্রব্য বা উপাদান অবশ্যই বিক্রয়ের জন্য উপস্থাপন করা নির্দেশ প্রদানকে বাধ্যতামূলক বিক্রয় বলে।
১৮. বিশুদ্ধ খাদ্য আদালতের রায়ের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করা হয় যায়?
উত্তর : বিশুদ্ধ খাদ্য আদালতের রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করা যায়।
১৯. প্রাটেন্ট কি?
উত্তর : নতুন কোন বস্তু আবিষ্কার বা পূরণের কোন কিছুর সংস্কারের উপর উক্ত পণ্য বা বস্তুর প্রতি আবিষ্কারকের একচ্ছত্র অধিকারী হল প্রাটেন্ট।
২০. গৌণ শর্ত কি?
উত্তর : যে শর্ত চুক্তির মূল উদ্দেশ্যের পক্ষে আনু সংগীত যা ভঙ্গ করলেই খেসারত দাবি করার অধিকার জন্মে না তাকে গৌণ শর্ত বলে।
২১. কার্ডের কি?
উত্তর : কার্ডের অর্থ কোন ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠীর প্রকাশ্য বা প্রচ্ছন্ন চুক্তির মাধ্যমে কোন পণ্য বা সেবার বাজারে ব্যবসা প্রতিষ্ঠার জন্য পণ্যের উৎপাদন, পরিবেশন, বিক্রয়, মূল্য বা লেনদেন অথবা কোন প্রকার সেবা সীমিতকরণ, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বা নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করা।
২২. প্রজ্ঞাপিত বাজার কি?
উত্তর : কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইনের ৩ (১) ধারা মতে প্রজ্ঞাপিত বাজার হিসেবে ঘোষিত যেকোনো বাজার কে প্রভাবিত বাজার বলে।
২৩. মিথ্যা প্রচারণা কী?
উত্তর : কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো বিজ্ঞাপন প্রকাশ করবে না যা কোনো খাদ্যে বস্তুকে মিথ্যাভাবে বর্ণনা করে। আর এটাই মিথ্যা প্রচারণা।
২৪. রেফারেন্স মানে কি?
উত্তর : এটি ওজন বা পরিমাপের একটি মানদন্ড যার মাধ্যমে যেকোনো আনুষাঙ্গিক মান যাচাই করা হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. প্রতারণামূলক কাজের বিপক্ষে আইনগুলো আলোচনা কর।
২. ‘বিনা প্রতিদানে চুক্তি হয় না’- এ নিয়মের ব্যতিক্রম সমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৩. অঙ্গীকার ও চেকের মধ্যে পার্থক্য দেখাও।
৪. মূর্খ শর্ত ও গৌণ শর্তের মধ্যে পার্থক্য কি?
৫. হাট বা বাজারের বৈশিষ্ট্য বর্ণনা কর।
৬. ব্রাটেন্ট প্রদানে বিরোধীতা সংক্রান্ত আইনের বিধান আলোচনা কর।
৭. একজন পরিদর্শকের ওজন ও পরিমাপ পরিদর্শন ও যাচাইয়ের ক্ষমতা আলোচনা কর।
৮. দোকানও প্রতিষ্ঠান আইন অনুযায়ী পায়খানা, প্রস্রাবখানা, প্রক্ষালন ও খাবার পানির ব্যবস্থা এবং খাদ্য গ্রহণ সংক্রান্ত বিধান আলোচনা কর।
৯. চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য কি?
১০. পণ্য বিক্রয় আইন অনুযায়ী পণ্য বিনষ্ট হওয়ার ফলাফল বর্ণনা কর।
১১. সীল বা স্টাম্প জাল করার শাস্তি আলোচনা কর।
১২. তদন্ত সম্পর্কে আইনের বিধানগুলো লেখ।
১৩. আইনগত পরিবেশ সম্পর্কে জানার গুরুত্ব আলোচনা কর।
১৪. কখন মুখ্য শর্ত গৌণ শর্তে পরিণত হয়।
১৫. প্যাটেন্টের মেয়াদ সংক্রান্ত বিধান উরেুল্লখ কর।
১৬. কমিশন প্রতিষ্ঠায় সংক্রান্ত বিধান আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. বাজারজাতকরণ সিদ্ধান্ত গ্রহণে আইনের প্রভাব আলোচনা কর।
২. “সকল চুক্তি সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয়:”- ব্যাখ্যা কর।
৩. একজন মূর্খ ব্যক্তির প্রতি প্রতিনিধির কর্তব্য বর্ণনা কর।
৪. ডাম্পিং কি? সাম্প্রতিক সময় সংগঠিত ডাম্পিংয়ের কয়টি ঘটনা উরেুল্লখ কর।
৫. ‘কোনো পণ্য বিক্রেতা পণ্য তার নিজ অপেক্ষাকৃতাকে কোন উত্তম স্বত্ব দিতে পারে না’ -এই নিয়মের ব্যতিক্রম সমূহ লিখ।
৬. ডেইরি পণ্য বিতরণের পাঁচটি সমস্যা বর্ণনা কর।
৭. ট্রেডমার্ক নিবন্ধন পদ্ধতি আলোচনা কর।
৮. প্রতিযোগিতা বিরোধী চুক্তি সংক্রান্ত আইনের বিধানসমূহ আলোচনা কর।
৯. চুক্তিভঙ্গ বলতে কি বুঝ? চুক্তিভঙ্গের প্রতিকারসমূহ আলোচনা কর।
১০. বিনিময় বিল কি? কী কি উপায়ে বিনিময় বিল উপস্থাপন করা যায়।
১১. অপরিশোধিত বিক্রেতাকে অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ আলোচনা কর।
১২. সরকার কর্তৃক হাট ও বাজার অধিগ্রহণ ও ক্ষতিপূরণ নির্ধারণ ক্ষমতা সম্পর্কে আলোচনা কর।
১৩. বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী নাবালকের চুক্তি সম্পর্কিত আইনের বিধানসমূহ আলোচনা কর।
১৪. কোন কোন অবস্থায় অপরিশোধিত বিক্রেতা পূর্ণবিক্রয়ের অধিকার লাভ করে? ব্যাখ্যা কর।
১৫. কৃষি পণ্য নিয়ন্ত্রণ আইনের ধারণা ধারাগুলো লঙ্ঘনের ফলে দন্ডের বিধানগুলো আলোচনা কর।
১৬. জনস্বার্থ বিরোধী চুক্তিসমূহ আলোচনা কর।
Advertisement
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর মার্কেটিং ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের
Degree 3rd Year Common Suggestion 2024
পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন
#বিষয়ঃ_মার্কেটিং_পঞ্চম_পত্র
১। চুক্তি কি? চুক্তি আইন কি? বাতিলযোগ্য চুক্তি কি? বাজিধরার চুক্তি কি? জনস্বার্থ বিরোধী চুক্তি কি?
২। ব্যবসায়িক আইন কি? আইনগত পরিবেশ কি?
৩। প্যাটেন্ট কি? প্যাটেন্ট প্রত্যাহার কি? কার্টেল কি?
৪। ট্রেডমার্ক কি? প্রজ্ঞাপিত বাজার কি?
৫। কপিরাইট কি? বিনিময় বিল কি?
৬। মনোপোল কি? বাজার মাশুল কি?
৭। প্রতিদান কি? সম্মতি কি? প্রতিশ্রুতি কি?
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৮। স্বাধীন স্বায় কি? স্বীকৃতি কি?
৯। গৌণ শর্ত কি? কৃষি পণ্য কি?
১০। পণ্য কি? অত্যাবশ্যকীয় পণ্য কি?
১১। নাবালক কে? নাবালকের চুক্তি কি?
১২। পূর্ণরূপ লিখ : MRP,
১৩। অঙ্গীকার পত্র কি? খামার কি?
১৪। দাগকাটা চেক কি? রানিবিডি কে?
১৫। অধিগ্রহণ কি? আসাদবিডি কে?
Advertisement 2
১৬। শেয়ার কি? শেয়ার ওয়ারেন্ট কি?
১৭। কিস্তিবন্দী ক্রয় কি? বাধ্যতামূলক বিক্রিয় কি?
১৮। পৃষ্ঠাঙ্কন কি? রেমিটেন্স মান কি?
১৯। বাংলাদেশে কত সালের চুক্তি আইন প্রচলিত?
২০। মিথ্যা প্রচারণা কি? প্রচারপত্র কি?
২১। মতস কি জাতীয় শিল্পের অন্তর্গত?
খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। চুক্তি কি? চুক্তির অপরিহার্য উপাদানগুলো আলোচনা কর।
২। চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতি বর্ণনা কর।
৩। বেতন ও মজুরি এর মধ্যে পার্থক্য দেখাও।
৪। মুখ্য শর্ত ও গৌণ শর্ত এর মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, কখন মুখ্য শর্ত গৌণ শর্তে রুপান্তরিত হয়?
৫। বিক্রয় চুক্তি ও ভাড়া ক্রয় চুক্তির মধ্যে পার্থক্য কি?
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৬। মিথ্যা বর্ণনার সংজ্ঞাসহ এর প্রভাব ব্যাখ্যা কর।
৭। “বিনা প্রতিদানে চুক্তি হয় না” – এ নিয়মের ব্যতিক্রমসমূহ আলোচনা কর। ।।
৮। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভোক্তা অধিকার সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
৯। বাতিল ও বাতিল যোগ্য চুক্তির মধ্যে পার্থক্য কি?
Advertisement 4
১০। “প্রতিদান পর্যাপ্ত না হলেও চলে ” ব্যাখ্যা কর।
১১। মৌনতা কি প্রতারণা হতে পারে —-যদি হয় তবে কখন?
১২। প্রতারণার অপরিহার্য উপাদানগুলো কি?
১৩। ক্রেতা সাবধান নীতির ব্যতিক্রমসমূহ বর্ণনা কর।
১৪। উপ প্রতিনিধি ও সহ প্রতিনিধির মধ্যে পার্থক্য কি?
১৫। কখন একজন জামিনদার দায় থেকে মুক্তি পায়?
** বিনিময় বিল কি? কি কি উপায়ে বিনিময় বিল উপস্থাপন করা যায়?
** প্রতিনিধির সংজ্ঞা দাও। কে প্রতিনিধি নিযুক্ত করেন??
গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১।
ক) প্রস্তাব কি? কিভাবে প্রস্তাব প্রত্যাহার করা যায়? উদাহরণসহ বর্ণনা কর।
খ) প্রস্তাবের সংজ্ঞা দাও। বৈধ প্রস্তাবের আইনগত নিয়মাবলি বর্ণনা কর।
২।
ক) “সকল চুক্তিই সম্মতি, কিন্তু সকল সম্মতি চুক্তি নয় ” ব্যাখ্যা কর।
খ) চুক্তি আইন, ১৯৭২ অনুযায়ী মিথ্যা বর্ণনা বলতে কি বুঝ?
৩।
ক) উপচুক্তি কি? উপচুক্তি সংক্রান্ত আইনের বিধান ব্যাখ্যা কর।
খ) ক্ষতিপূরণ ও জামিনদার চুক্তির মধ্যে পার্থক্য আলোচনা কর।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৪।
ক) পণ্য বিক্রয় চুক্তি কি? পণ্য বিক্রয় চুক্তির অপরিহার্য উপাদানসমূহ বর্ণনা কর।
খ) অপরিশোধিত বিক্রেতা কে? অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ আলোচনা কর।
৫।
Advertisement 2
ক) শ্রমিক সংঘের সংজ্ঞা দাও। শিল্প আইন অনুযায়ী শ্রমিক সংঘের নিবন্ধন প্রক্রিয়া আলোচনা কর।
খ) মানদণ্ডহীন বাটখারা এবং পরিমাণ ব্যবহারের শাস্তি সংক্রান্ত আইনের বিধানসমূহ আলোচনা কর।
৬।
ক) প্যাটেন্ট বলতে কি বুঝ? প্যাটেন্টের উদ্দেশ্যাবলি আলোচনা কর।
খ) প্যাটেন্ট প্রদানে বিরোধিতা সংক্রান্ত আইনের বিধান আলোচনা কর।
৭।
ক) জাতীয় ঔষধ নীতি কি? জাতীয় ঔষধ নীতির লক্ষ্য ও উপাদানসমূহ আলোচনা কর।
খ) কৃষি পণ্য নিয়ন্ত্রণ আইনের ধারাগুলো লঙ্ঘনের ফলে দন্ডের বিধানগুলো আলোচনা কর।
৮।
ক) জাতীয় খাদ্য নিরাপত্তা কি? জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা পরিষদ গঠন এবং কার্যাবলি বর্ণনা কর।
খ) ভেজাল খাদ্য কি? ভেজাল প্রমাণিত খাদ্যদ্রব্য জব্দকরণের ক্ষমতা ব্যাখ্যা কর।
৯।
ক) গচ্ছিত প্রদান কি? গচ্ছিত দাতার অধিকারসমূহ আলোচনা কর।
খ) গচ্ছিত দাতার ও গচ্ছিত গ্রহীতার দায়িত্ব ও কর্তব্য বর্ণনা কর।
১০।
ক) প্রতিনিধি কে? প্রতিনিধির অধিকারসমূহ আলোচনা কর।
খ) প্রতিনিধির প্রতি মুখ্য ব্যক্তির কর্তব্যসমূহ উল্লেখ কর।
১১।
ক) হাটবাজার স্থাপনের জন্য লাইসেন্স গ্রহণ সংক্রান্ত আইনের বিধানগুলো আলোচনা কর।
খ) সরকার কর্তৃক হাট ও বাজার অধিগ্রহণ ও ক্ষতিপূরণ নির্ধারণ ক্ষমতা সম্পর্কে আলোচনা কর।
১২।
ক) মিথ্যা বর্ণনা কি? মিথ্যা বর্ণনার প্রকারভেদ বা শ্রেণিবিভাগ আলোচনা কর।
খ) বলপ্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর মার্কেটিং ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের
Degree 3rd Year Common Suggestion 2024
BA/BSS/BSC ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন 2024
বিষয় | সুপার সাজেশন |
---|---|
ইংরেজি Subject Code: 121101 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 131901 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 131903 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 132001 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 132003 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৫ম পত্র Subject Code: 132101 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৬ষ্ঠ পত্র Subject Code: 132103 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৫ম পত্র Subject Code: 131501 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৬ষ্ঠ পত্র Subject Code: 131503 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৫ম পত্র Subject Code: 131601 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৬ষ্ঠ পত্র Subject Code: 131603 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৫ম পত্র Subject Code: 131701 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৬ষ্ঠ পত্র Subject Code: 131703 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ও পরিবেশ ৫ম পত্র Subject Code: 133201 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ও পরিবেশ ৬ষ্ঠ পত্র Subject Code: 133203 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 133401 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 133403 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৫ম পত্র Subject Code: 131801 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৬ষ্ঠ পত্র Subject Code: 131803 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৫ম পত্র Subject Code: 132201 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৬ষ্ঠ পত্র Subject Code: 132205 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৫ম পত্র Subject Code: 132601 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৬ষ্ঠ পত্র Subject Code: 132603 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৫ম পত্র Subject Code: 132501 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 132503 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র Subject Code: 132401 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৬ষ্ঠ পত্র Subject Code: 132403 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৫ম পত্র Subject Code: 132301 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৬ষ্ঠ পত্র Subject Code: 132303 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 133101 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 133103 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৫ম পত্র Subject Code: 132801 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৬ষ্ঠ পত্র Subject Code: 132803 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 133001 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 133003 | সুপার সাজেশন লিংক |
পদার্থবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 132701 | সুপার সাজেশন লিংক |
পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 132703 | সুপার সাজেশন লিংক |
গণিত ৫ম পত্র Subject Code: 133701 | সুপার সাজেশন লিংক |
গণিত ৬ষ্ঠ পত্র Subject Code: 133703 | সুপার সাজেশন লিংক |
BA/BSS/BSC ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন 2024
Advertisement 5
Advertisement 3