ভাবসম্প্রসারণ:লোভে পাপ, পাপে মৃত্যু, লোভে পাপ, পাপে মৃত্যু।

Google Adsense Ads

ভাবসম্প্রসারণ:লোভে পাপ, পাপে মৃত্যু

লোভ মানুষের পরম শত্রু। লোভ মানুষকে অন্ধ করে; তার বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

 লোভের বশবর্তী হয়েই মানুষ জীবনের সর্বনাশ ডেকে আনে। মানুষ নিজের ভোগের জন্য যখন কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করে তাকে লোভ বলে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

তখন যা নিজের নয়, যা পাওয়ার অধিকার তার নেই, তা পাওয়ার জন্য মানুষ লোভী হয়ে ওঠে। সে তার ইচ্ছাকে সার্থক করে তুলতে চায়।

লোভের মোহে সে সত্য-মিথ্যা, ভালো-মন্দ সব বিসর্জন দেয়। তার ন্যায়-অন্যায় বোধ লোপ পায়। সে পাপের পথে ধাবিত হয়। লেভ তলস্টয়ের ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের পাখোম শয়তানের কুপ্ররোচনায় ১০০ বিঘা জমি পাওয়ার আশায় দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে মৃত্যুবরণ করে।

আবার কেউ কেউ নিজের স্বার্থের জন্য অন্যের সর্বনাশ করে থাকে। কয়েক বছর আগে সামাজিক গণমাধ্যমের মাধ্যমে জানা যায় যে নারায়ণগঞ্জে র‌্যাবের কয়েকজন অসাধু কর্মকর্তা টাকার লোভে পড়ে সাতজন মানুষকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দিয়েছিল। ফলে এটা জানাজানির পর বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় অপরাধীদের শাস্তি দেওয়া হয়।

 লোভ মানুষকে পশুতে পরিণত করে। ডেকে আনে মৃত্যুর মতো ভয়াবহ পরিণাম। তাই জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে লোভ বর্জন করা উচিত।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment