বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনার্স ৪র্থ বর্ষ সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্পেশাল সাজেশন, বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং চূড়ান্ত সাজেশন,বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং চূড়ান্ত সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাজেশন ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Biotechnology and Genetic Engineering) সুপার সাজেশন ২০২৪
Department of : Zoology & Other Department
Subject Code: 243015
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাজেশন,বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অনার্স ৪র্থ বর্ষের বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৪

অধ্যায় ১: জৈবপ্রযুক্তি
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

  • জৈবপ্রযুক্তি কি? 
  • জেনেটিক ফুড বলতে কি বুঝ? 
  • GMO এর পূর্নরূপ কি? 
  • দুটি GMO এর উদাহরণ দাও। 
  • GMF কি? 
  • GMF এর দুটি সুবিধা লেখ। 
  • কে সর্বপ্রথম জৈব প্রযুক্তি শব্দটি প্রবর্তন করেন? 
  • জৈব প্রযুক্তি কিসের সমন্বয়ে গঠিত? 
  • জৈব প্রযুক্তির উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো কি কি? 
  • বাংলাদেশে কয়েকটি জৈব প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠানের নাম লিখেছেন। 
  • গোল্ডেন রাইস কে আবিষ্কার করেন? 
  • গোল্ডেন রাইস কি? 
  • গোল্ডেন রাইসে কি কি জিন সংযোজন করা হয়েছে? 
  • BARRI এর পূর্নরূপ কি? 
  • BINA এর পূর্নরূপ কি? 

সংক্ষিপ্ত প্রশ্ন

  • জৈব প্রযুক্তি বলতে কি বুঝ? 
  • জৈব প্রযুক্তির বিশ্বজনীন গুরুত্ব লিখ। 
  • GMO ফুডের ক্ষতিকর দিক ও সুবিধাগুলো লিখ। 

রচনামূলক প্রশ্ন

  • সংক্ষেপে জৈব প্রযুক্তির পরিসর লিখ। 
  • বাংলাদেশের জৈব প্রযুক্তির সম্ভাবনা ও প্রয়োগ সম্পর্কে আলোচনা করা। 
  • জৈব প্রযুক্তির অপব্যবহার এবং তা রোধে সতর্কতা সম্পর্কে আলোচনা করা। 
  • জৈব প্রযুক্তির সাফল্য সমূহ বর্ননা কর। 

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৪

অধ্যায় ২ রিকম্বিনেট DNA প্রযুক্তি
অতি সংখিপ্ত প্রশ্ন

  • জিন ক্লোনিং কি? 
  • ভেক্টর বা বাহক কি? 
  • ক্লোনিং ভেক্টর বা ক্লোনিং বাহক কি? 
  • জিন ক্লোনিংয়ে ব্যাবহৃত কয়েকটি ভেক্টরের নাম লিখ। 
  • এবং জিন ক্লোনিংয়ে ব্যবহৃত একটি ভেক্টরের নাম লিখ। 
  • জিন ক্লোনিংয়ে ব্যবহৃত একটি plasmid এর নাম লিখ। 
  • একটি প্রাকৃতিক প্লাজমিডের নাম লিখ। 
  • DNA Fingerprint কে আবিষ্কার করেন? 
  • জিন ব্যাংক কি?
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকোশল কি? 
  • রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কি? 
  • কিসের উপর নির্ভর করে রিকম্বিনেন্ট পৃথক করা হয়? 
  • রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি বা টেকনোলজি কাকে বলে? 
  • জৈব প্রযুক্তি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? 
  • r DNA প্রযুক্তি কি? 
  • RDNA প্রযুক্তিতে ব্যবহৃত এনজাইম গুলি কি কি? 
  • বায়োলজিক্যাল সিজার বলা হয় কোন এনজাইম কে? 
  • জৈবিক কাচি কি? 
  • সংকর ডিএনএ কি? 
  • rDNA প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন কয়েকটি ট্রান্সজেনিক উদ্ভিদের নাম লিখ। 
  • টার্গেট জিন কি? 
  • Markers কি? 
  • rDNA প্রযুক্তি কয়টি ধাপে সম্পন্ন হয়? 
  • rDNA প্রকোশল কে  প্রবর্তন করেন? 
  • ট্রান্সজেনিক উদ্ভিদ কি? 
  • জেনেটিক বা জিন স্থানান্তর কি? 
  • জিন স্থানান্তরের প্রক্রিয়াগুলো কি কি? 
  • সুপার রাইস কে উদ্ভাবন করেন? 
  • রেস্ট্রিকশন এনজাইম কি? 
  • ইন্টারফেরন কি? 
  • কয়েকটি রেস্ট্রিকশন এনজাইমের নাম লিখ। 
  • রেস্ট্রিকশন এনজাইম কি কাজে ব্যবহৃত হয়? 
  • ICGEB এর পূর্নরূপ কি? 
  • ICGEB এর কাজ কি? 

সংক্ষিপ্ত প্রশ্ন

  • rDNA প্রযুক্তি বলতে কি বুঝ? 
  • rDNA প্রযুক্তিতে ব্যবহৃত এনজাইম গুলোর নাম লিখ। 
  • রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম সম্পর্কে লিখ। 
  • জিন ক্লোনিংয়ে ব্যবহৃত ভেক্টর সমূহ সম্পর্কে লিখ। 
  • জিন প্রকৌশলের উপকরণসমূহের তালিকা দাও। 
  • রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কি? এর ব্যবহার আলোচনা করা। 
  • ICGEB কি? এব ICGEB এর গঠন ও কার্যাবলী সম্পর্কে লিখ। 
  • ICGEB এর উদ্দেশ্যসমূহ আলোচনা করা।

PDF Download বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৪

রচনামূলক প্রশ্ন

  • rDNA প্রযুক্তির ধাপসমূহ চিত্রসহ বর্ননা কর। 
  • শস্য উন্নয়নে জিন ক্লোনিংয়ের ব্যবহার ও গুরুত্ব আলোচনা কর। 
  • জিন ক্লোনিং বাহক সম্পর্কে আলোচনা কর। 
  • একটি কাঙ্ক্ষিত জিনকে ক্লোনিং করার পদ্ধতি বর্ননা কর। 
  • অথবা জিন ক্লোনিং কি? জিন ক্লোনিংয়ের মাধ্যমে জেনেটিক ট্রান্সফরমেশন প্রক্রিয়ার মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন কৌশল বর্ননা। 
  • অথবা  জিন ক্লোনিং বর্ননা কর। 
  • অথবা একটি কাঙ্ক্ষিত জিনকে ক্লোনিং করার পদ্ধতি বর্ননা কর। 
  • টীকা : rDNA প্রযুক্তি, ট্রান্সজেনিক উদ্ভিদ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, ক্লোনিং ভেক্টর, rDNA প্রযুক্তির গুরুত্ব। 
  • রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কি? মানব কল্যাণে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ ও গুরুত্ব আলোচনা কর। 
  • অথবা rDNA প্রযুক্তির গুরুত্ব আলোচনা কর। 

অধ্যায় ০৩ আণবিক মার্কার (Molecular Markers)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

  • মলিকুলার মার্কার কী?
  • বায়োমলিকুল কী?
  • PCR কাকে বলে?
  • PCR এর পূর্ণরূপ কি?
  • RFLP কি?
  • RFLP এর পূর্ণরূপ কি?
  • PCR কে আবিষ্কার করেন?
  • VNTR এর পূর্ণরূপ কি?
  • RAPD -এর পূর্ণনাম লিখ।
  • লিংকার কী?
  • PCR এর কার্যপদ্ধতি কয়টি ও কি কি?
  • কোন কোন ক্ষেত্রে PCR প্রয়োগ করা হয়?
  • DNA লাইগেজ কি?
  • DNA সিকুয়েলিং বলতে কি বুঝ?
  • রেস্ট্রিকশন মানচিত্র কি?
  • DNA পলিমারেজ কি?
  • প্রোমোটার কাকে বলে?
  • DNA মডিফাইং এনজাইম কি?
  • Biological gem এবং Biological কাচি বলা হয় কোন এনজাইমকে?
  • rDNA কি?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

  • PCR-এর শর্তগুলো লেখ।
  • Molecular Marker -এর বৈশিষ্ট্যগুলো লেখ ।
  • DNA লাইগেজ সম্পর্কে ব্যাখ্যা কর।
  • মলিকুলার মার্কারের প্রকারভেদ আলোচনা কর।
  • RELP এর ব্যবহার আলোচনা কর।
  • মলিকুলার মার্কারের কার্য উল্লেখ কর।
  • অথবা, মলিকুলার মার্কার -এর কার্যসমূহ লিখ।
  • RELP এবং RAPD এর মধ্যে পার্থক্য লিখ।
  • অথবা RELP এবং RAPD এর মধ্যে বৈসাদৃশ্য উল্লেখ কর।
  • মলিকুলার মার্কারের প্রয়োগ লিখ।

গ-বিভাগ ঃ রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions);

  • PCR কি? PCR পদ্ধতির বিভিন্ন ধাপ বর্ণনা কর।
  • অথবা, PCR কি? PCR পদ্ধতির বিভিন্ন ধাপ বর্ণনা কর।
  • অথবা, প্রয়োজনীয় চিত্রসহ পলিমারেজ চেইন রিয়েকশন (PCR) এর পদ্ধতি বর্ণনা কর।
  • PCR-এর গুরুত্বপূর্ণ প্রয়োগসমূহ আলোচনা কর।
  • অথবা, PCR-এর গুরুত্বপূর্ণ প্রয়োগসমূহ উল্লেখ কর।
  • RFLP কী? এর বিস্তারিত আলোচনা কর ।
  • অথবা, RELP সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও।
  • RAPD কী? এর বিস্তারিত আলোচনা কর।
  • অথবা, RAPD সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও।
  • DNA পলিমারেজ সম্পর্কে আলোচনা কর।
  • DNA সিকুয়েন্সিং এর বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।
  • PCR এর সুবিধা-অসুবিধাসমূহ লিখ।

অধ্যায় ০৪ উদ্ভিদ কলা আবাদ(Plant Tissue Culture)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

  • কালচার মিডিয়াম কি?
  • অথবা, আবাদ মাধ্যম কি?
  • অথবা, আবাদ মাধ্যমের সংজ্ঞা দাও।
  • টিস্যু কালচার (Tissue Culture) কি?
  • টিস্যু কালচারের জনক কে?
  • ট্রান্সজেনিক উদ্ভিদ কি?
  • ক্যালাস-এর সংজ্ঞা দাও।
  • অথবা ক্যালাস কি?
  • Single Cell Culture (SCC)?
  • অথবা, এককোষী আবাদ কি?
  • Embryo culture (জণ আবাদ) কি?
  • এক্সপ্ল্যান্ট কি?
  • Invitro culture কি?
  • অথবা, ইনভিটো কালচার কি?
  • এমব্রায়োজেনেসিস (Embryogenesis) বলতে কি বুঝ?
  • পরোক্ষ এমব্রায়োজেনেসিস কি?
  • এন্ড্রোজেনিক ভ্রুণ কি?
  • প্রত্যক্ষ এন্ড্রোজেনেসিস?
  • সোমাটিক এমব্রায়ো এর সংজ্ঞা দাও।
  • কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম কি?
  • MS medium-এর পূর্ণরূপ কি?
  • পরাগরেণু আবাদ কী?
  • পরাগধানী কত তাপমাত্রার আবাদ করা হয়?
  • প্রোটোপ্লাস্ট কালচার কি?
  • Recalcitrant seed কাকে বলে?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) ;

  • সোমাটিক এমব্রায়োজেনেসিস সম্পর্কে লিখ।
  • উদ্ভিদের কলা আবাদের গুরুত্ব  সম্ভাবনা লেখ।
  • Invitro culture এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রক্রিয়া বলতে কি বুঝ?
  • সোমাটিক এব্রায়োজেনেসিস এর গুরুত্ব লিখ।
  • কালচার মিডিয়া কী? একটি কালচার মিডিয়ার উপাদানগুলো উল্লেখ কর।
  • অথবা, কালচার মিডিয়ার উপাদানসমূহ উল্লেখ কর।
  • অথবা, বিভিন্ন ধরনের আবাদ মাধ্যমের উপাদানসমূহের বর্ণনা দাও।
  • Ms-মিডিয়ামের উপাদানগুলো উল্লেখ কর।
  • উদ্ভিদ টিস্যু কালচারের গুরুত্ব উল্লেখ কর।
  • অথবা, উদ্ভিদ টিস্যু কালচারের গুরুত্ব বর্ণনা কর।
  • অথবা, উদ্ভিদ টিস্যু কালচারের গুরুত্ব আলোচনা কর।
  • উদ্ভিদ প্রজননে পরাগধানী আবাদের গুরুত্ব লিখ।
  • অথবা, উদ্ভিদ প্রজননে পরাগধানী আবাদের গুরুত্ব বর্ণনা কর।
  • অথবা, পরাগধানী আবাদের গুরুত্ব লিখ।

গ-বিভাগ :

  • : রচনামূলক প্রশ্নাবলি Broad Questions) ;
  • টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ লিখ।
  • অথবা, টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ বর্ণনা কর ।
  • অথবা, কোষ-কলা আবাদের ধাপসমূহ লিখ।
  • সোমাটিক এব্রায়োজেনেসিস প্রক্রিয়া বর্ণনা কর।
  • Invitro আবাদ মাধ্যমে কিভাবে রোগমুক্ত উদ্ভিদ উৎপাদন সম্ভব তার একটি উদাহরণ দাও।
  • Protoplast culture কি? Protoplast culture প্রক্রিয়া বর্ণনা কর।
  • অথবা, প্রোটোপ্লাস্ট কালচার বলতে কি বুঝ? প্রোটোপ্লাস্ট কালচারের কলা-কৌশল ব্যাখ্যা কর।
  • অথবা, প্রোটোপ্লাস্ট কি? Protoplast culture প্রক্রিয়া বর্ণনা কর।
  • পরাগধানী আবাদের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের ধাপগুলো বর্ণনা কর।
  • অথবা, পরাগধানী আবাদ কী? পরাগধানী আবাদের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ প্রাপ্তির ধাপগুলো বর্ণনা কর।
  • অথবা, মাইক্রোপ্রোপাগেশন-এর সংজ্ঞা দাও। হ্যাপয়েড উদ্ভিদের উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
  • অথবা, হ্যাপয়েড উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
  • রোগমুক্ত উদ্ভিদ তৈরির প্রক্রিয়া বর্ণনা কর।
  • অথবা, রোগমুক্ত উদ্ভিদ তৈরির প্রক্রিয়া বর্ণনা কর।

অধ্যায় ০৫ উদ্ভিদ কলা আবাদের কৌশল প্রয়োগ (Application of Tissue Culture Techniques)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

  • টিস্যু কালচার (Tissue Culture) কি?
  • ট্রান্সজেনিক উদ্ভিদ কী?
  • ক্যালাস কি?
  • Single Cell Culture (SCC) for
  • Embryo culture বা ভ্রুণ আবাদ কি?
  • এক্সপ্লান্ট কি?
  • Invitro culture কি?
  • অথবা, ইনভিটো আবাদ কি?
  • মেরিস্টেম (Meristem) কী?
  • মেরিস্টেম কালচার (Meristem Culture) কি?
  • মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে?
  • অথবা, মাইক্রোপ্রোপাগেশন (Micro propagation) কি?
  • টোটিপোটেলি বলতে কি বুঝ?
  • হ্যাপ্লয়েড উদ্ভিদ কাকে বলে?
  • ইন্টারফেরণের সংজ্ঞা দাও।
  • ইন্টারফেরন আবিষ্কার করেন কে?
  • নোভল ইন্টারফেরণ কিভাবে উৎপাদন সম্ভব?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

  • মাইক্রোপ্রোপাগেশন-এর সংজ্ঞা দাও।
  • Micro propagation -এর সুবিধা-অসুবিধাগুলো বর্ণনা কর।
  • সোমাক্রোনাল ভেরিয়েশন সম্পর্ক লেখ।
  • আবাদ মাধ্যমে ব্যবহৃত বৃদ্ধি নিয়ন্ত্রকসমূহের নাম লেখ ।
  • বাংলাদেশে টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ লিখ ।
  • সোমাক্লোনাল ভেরিয়েশন-এর সুবিধা ও অসুবিধাগুলি লিখ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) ;

  • হ্যাপ্লয়েড উদ্ভিদ কাকে বলে? হ্যাপ্লয়েড উদ্ভিদের উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
  • টিস্যু কালচার-এর বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
  • টিস্যু কালচার কি? এবং টিস্যু কালচারের সুবিধা-অসুবিধা লিখ ।
  • ভ্রুণ আবাদের বর্ণনা দাও।
  • অথবা, বাংলাদেশে জ্বণ কালচার (Embryo culture) -এর বর্ণনা দাও।
  • মেরিস্টেম কালচার কী? কিভাবে এর মাধ্যমে রোগমুক্তি উদ্ভিদ উৎপাদন করা যায়?
  • একটি কালচার নিডিয়া তৈরির পদ্ধতি উপাদানসহ বর্ণনা কর।
  • কোষ-ক আবাদে ব্যবহৃত উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রকের শ্রেণিবিন্যাসসহ কার্যাবলী বর্ণনা কর।
  • ১৭। টীকা লিখ : (ক) মাইক্রো প্রোপাগেশন;

অধ্যায় ০৬ উদ্ভিদ জেনেটিক প্রকৌশল (Plant Genetic Engineering)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে?
  • অথবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি?
  • অথবা, জিন প্রকৌশল কি?
  • জিন কী?
  • জিন ক্লোনিং কি?
  • DNA এর অবিকল কপি সৃষ্টি করাকে জিন ক্লোনিং বলে।
  • ট্রান্সজেনিক উদ্ভিদ কি?
  • জেনেটিক স্থানান্তর কি?
  • অথবা, জিন স্থানান্তর কি?
  • জিন স্থানান্তরের প্রক্রিয়াগুলো কি কি?
  • প্লাজমিড কী?
  • জিনের এককগুলো কি কি?
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত একটি বাহকের নাম লিখ।
  • প্রকৌশলে ব্যবহৃত এনজাইমগুলো কি কি?
  • একটি প্রাকৃতিক জমিডের উদাহরণ দাও।
  • rDNA টেকনোলজি কী?
  • সিস্ট্রোন (Cistron) কাকে বলে?
  • রেকন (Recon) কাকে বলে?
  • Bacteriophage vector কী?
  • অথবা, ব্যাকটেরিওফাজ কাকে বলে?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) ;

  • জিন স্থানান্তর পদ্ধতি কী? এর সুবিধা-অসুবিধা লিখ।
  • অথবা, জিন ট্রান্সফরমেশন কি? এর সুবিধা-অসুবিধা উল্লেখ কর।
  • জিনের প্রকৃতি ও ধারণা সম্পর্কে লিখ।
  • জিন প্রকৌশলে ব্যবহৃত উপকরণ এবং এনজাইমসমূহের নাম ও কাজ লিখ।
  • Agrobacterium এবং Biolistic কাকে বলে? এর সুবিধা-অসুবিধা লিখ।
  • Agrobacterium এবং Biolistic জিন স্থানান্তরের মধ্যে পার্থক্য লিখ।
  • প্লাজমিড-এর বৈশিষ্ট্য লিখ
  • অথবা, একটি আদর্শ ভেক্টরের বৈশিষ্ট্য লিখ।, প্লাজমিড-এর বৈশিষ্ট্য লিখ।
  • অথবা, প্লাজমিড কি? Ti-প্লাজমিড এর বৈশিষ্ট্যগুলো লিখ।
  • জিন প্রকৌশলে ব্যবহৃত এনজাইমসমূহের বিবরণ দাও।
  • অথবা, জিন প্রকৌশলে ব্যবহৃত এনজাইমসমূহের লিখ।
  • অথবা, জিন প্রকৌশলে ব্যবহৃত এনজাইসমূহ সম্পর্কে আলোচনা কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর পরিসর বর্ণনা কর।
  • Agrobacterium এবং Biolistic পদ্ধতির মাধ্যমে জিন স্থানান্তর প্রক্রিয়া বর্ণনা কর।
  • Agrobacterium এর প্লাজমিড থেকে T-DNA কিভাবে উদ্ভিদকোষে স্থানান্তরিত হয় তা বর্ণনা ।
  • অথবা, পরোক্ষ জিন স্থানান্তর পদ্ধতি কী? Agrobacterium এর প্লাজমিড থেকে T-DNA কিভাবে উদ্ভিদ কোষে স্থানান্তরিত হয় বর্ণনা কর।
  • অথবা, ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
  • জেনেটিক রিসোর্স কী? উদ্ভিদের জেনেটিক রিসোর্স সংরক্ষণের আণবিক পদ্ধতি বর্ণনা কর।
  • অথবা, জেনেটিক রিসোর্স কী? উদ্ভিদের জেনেটিক রিসোর্স সংরক্ষণের আণবিক পদ্ধতি লিখ।

অধ্যায় ০৭ বায়োগ্যাস প্রযুক্তি (Biogas Technology)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

  • Biogas কি?
  • অথবা, বায়োগ্যাস কি?
  • Biogas technology for?
  • Biogas এর দুটি ব্যবহার লেখ।
  • বায়োগ্যাসে কী কী উপাদান থাকে?
  • বায়োগ্যাস উৎপাদনে ব্যবহৃত মডেল দুটির নাম
  • বায়োগ্যাসের উৎস কী কী?
  • এক কেজি গোবর থেকে প্রতি বছর কি পরিমাণ গ্যাস উৎপাদন করা যায়?
  • স্থির ডোম মডেলের অংশ কয়টি?
  • হাইড্রোলিক চেম্বার কী?
  • বায়োগ্যাস তৈরিতে গোবর ও পানির অনুপাত কত?ঙবায়োগ্যাস প্ল্যান্টে কতদিন গ্যাস পাওয়া যায়?
  • বায়োগ্যাস প্ল্যান্টে উৎপন্ন গ্যাসে রেসিডিউ কেমন?
  • BCSIR-এর পূর্ণরূপ কী?
  • জ্বালানি কাকে বলে?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) ;

  • বায়োগ্যাস কী? বায়োগ্যাসের উত্স  উপাদানগুলো কি কি?
  • Biogas তৈরির ত্রুটিসমূহ বর্ণনা কর।
  • অথবা, Biogas তৈরির অসুবিধাসমূহ লিখ।
  • বায়োগ্যাস ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো
  • স্থির ডোম ও ভাসমান ডোম মডেলের মধ্যে পার্থক্য লিখ।
  • অথবা, স্থির ডোম ও ভাসমান ডোম মডেলের মধ্যে তুলনা কর।

রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions);

  • বায়োগ্যাস কী? এর উৎসসমূহ বর্ণনা কর।
  • বাংলাদেশে বায়োগ্যাসের উৎপাদন ও সম্ভাবনা সম্পর্কে লিখ।
  • বায়োগ্যাস কি? বায়োগ্যাস উৎপাদনের স্থির ডোম মডেল চিত্রসহ বর্ণনা কর।
  • অথবা, বায়োগ্যাস কী?
  • Biogas তৈরির একটি পদ্ধতির সচিত্র বর্ণনা কর।
  • অথবা, বায়োগ্যাস উৎপাদনে স্থির ডোম মডেল চিত্রসহ বর্ণনা কর।
  • বায়োগ্যাসের ব্যবহারসমূহ উল্লেখ কর।
  • অথবা, বায়োগ্যাসের ব্যবহার লিখ।
চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ২০২৪

অধ্যায় ০৮ বর্জ্য পানি ব্যাবস্থাপনায় জৈবপ্রযুক্তি (Wastewater Treatment Biotechnology)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):

  • বায়বীয় শোধন কি?
  • অবায়বীয় শোধন কী?
  • বর্জ্যের দুটি রাসায়নিক উপাদানের নাম লিখ।
  • শিল্প বর্জ্য কি?
  • শিল্প বর্জ্যের দুটি উৎসের নাম লেখ।
  • Bioremediation ?
  • বায়োসেন্সর কী?
  • দূষণ কী?
  • ইনসিনারেশন (Incineration) কী?
  • বর্জ্য শোধন কী?
  • Energy waste কী?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions);

  • বর্জ্য পানি শোধন কি?
  • বর্জ্য পানি কি? এবং বর্জ্য পানির বৈশিষ্ট্যগুলি লিখ।
  • শিল্পবর্জ্যের উৎস সম্পর্কে লেখ।
  • অবায়বীয় শোধন বলতে কি বুঝ।
  • বর্জ্য পানি ব্যাবস্থাপনার প্রকারভেদ লিখ ।
  • শিল্প বর্জ্যের জৈব পরিশোধন সম্পর্কে লিখ।

গ-বিভাগ : চামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

  • বর্জ্য পানি কী? বর্জ্য পানির উৎসগুলো উল্লেখ কর
  • পানির বিভিন্ন ধরনের শোধন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।
  • শিল্প বর্জ্যের জৈবিক শোধনের জন্য একটি বায়বীয় পদ্ধতির বর্ণনা দাও।
  •  শিল্প বর্জ্যের জৈবিক শোধনে সক্রিয় কর্দম পদ্ধতি বর্ণনা কর
  • অথবা, বজ পানি শোধনে সক্রিয় কাদা পদ্ধতি বর্ণনা কর।
  • অথবা, বর্জ্য পানি শোধনে Activated sludge পদ্ধতি বর্ণনা কর।
  • জৈব বর্জ্য কী? জৈব বর্জ্যের বৈশিষ্ট্য লিখ।
  • অথবা, জৈব বর্জ্য কী? জৈব বর্জ্যের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর ।
  • টীকা লিখ : (খ) শিল্প বর্জ্যের জৈব পরিশোধন;

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অধ্যায় ০৯ জীবাণুসার (Biofertilizer)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

  • Biofertilizer (জীবাণুসার) কি?
  • YEMA এর পূর্ণরূপ কি?
  • জীবাণু সার হিসেবে ব্যবহৃত দুটি অণুজীবের নাম লেখ।
  • একটি জীবাণু সারের উদাহরণ দাও।
  • জৈব সার কি?
  • অজৈব সার কি?
  • কয়েকটি জৈব সারের নাম লিখ।
  • কয়েকটি জীবাণুসারের নাম লিখ?
  • সবুজ সার কি?
  • অথবা, সবুজ সার কাকে বলে?
  • সবুজ সারের উৎপাদনে কয়েকটি উদ্ভিদের নাম লিখ?
  • কম্পােস্ট সার কি?
  • অণুজীব সার কি?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

  • জীবাণুসার কি? বায়োফার্টিলাইজার বা জীবাণুসারের বৈশিষ্ট্য লেখ.
  • জীবাণুসারের সুবিধাসমূহ লিখ।
  • অথবা, জীবাণুসারের উপকারিতা লিখ ।
  • জৈব সার কী? এর বৈশিষ্ট্যগুলো লিখ।
  • জৈব সারের ব্যবহার লিখ।
  • অথবা, জৈব সারের ব্যবহার সম্পর্কে লেখ।
  • রাসায়নিক সার ও জীবাণু সারের মধ্যে পার্থক্য

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):

  • জীবাণুসারেঃ সারের উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
  • অথবা, বায়োফার্টিলাইজার বা জীবাণুসারের উৎপাদন পদ্ধতি বর্ণনা কর।
  • মায়োফার্টিলাইজার বা জীবাণুসার কী? বায়োফার্টিলাইজার বা জীবাণুসারের শ্রেণিবিন্যাস কর।
  • বায়োফার্টিলাইজার বা জীবাণুসারের অপকারিতা লেখ।
  • অথবা, বায়োফার্টিলাইজার বা জীবাণুসারের অসুবিধা বর্ণনা কর।
  • অথবা, জীবাণু সার কি? বায়োফার্টিলাইজার বা জীবাণু সারের গুরুত্ব লেখ।
  • জীবাণু সারের প্রস্তুত প্রণালি বর্ণনা কর।
  • BGA, Rhizobium ও Azolla জীবাণু সারের প্রস্তুতপ্রণালি বর্ণনা কর।
  • টীকা লিখ : (গ) কালচার মিডিয়াম;
  • বায়ো ফার্টিলাইজারের গুরুত্ব লিখ।

অধ্যায় ১০ একক কোষ প্রোটিন বা আমিষ Single Cell Protein (SCP)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

  • SCP ৰা একক কোষ বা এককোষী প্রোটিন বা আমিষ কাকে বলে।
  • SCP-এর পূর্ণনাম কি?
  • sCP উৎপাদনে ব্যবহৃত একটি শৈবালের নাম লেখ।
  • একক কোষ বা এককোষী প্রোটিন বা আমিষ হিসেবে ব্যবহৃত হয় এমন একটি ব্যাকটেরিয়া ও একটি শৈবালের নাম লিখ।
  • sCP উৎপাদনে একটি ছত্রাকের নাম লেখ।
  • একটি sCP এর উদাহরণ দাও।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions);

  • এককোষী আমিষ বলতে কি বুঝ?
  • একক কোষ বা এককোষী প্রোটিন বা আমিষ উৎপাদনে ব্যবহৃত কতিপয় অণুজীবের নাম লিখ।
  • একক কোষ বা এককোষী প্রোটিন বা আমিষ উৎপাদনে অণুজীবের বৈশিষ্ট্য লিখ।
  • অথবা, একক কোষ প্রোটিন বা এককোষী আমিষ কি? এর প্রকারভেদ লিখ।
  • sCP-এর গুরুত্ব লিখ।
  • অথবা, SCP কি? SCP এর প্রকারভেদ ও গুরুত্ব আলোচনা কর।
  • অথবা, এককোষী প্রোটিন বা আমিষের (SCP) গুরুত্ব লেখ ।
  • অথবা, এককোষী প্রোটিন এর গুরুত্ব লিখ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি Broad Questions) ;

  • একক কোষ বা এককোষী প্রোটিন বা আমিষ কি? উহার সাথে সংশ্লিষ্ট অণুজীবের বর্ণনা দাও।
  • একক কোষ বা এককোষী প্রোটিন বা আমিষ হিসেবে Spirulina-র গুরুত্ব আলোচনা কর।
  • Yeast কোষ থেকে কিভাবে SCP প্রস্তুত করা হয়?
  • অথবা, Yeast-হতে একক কোষ বা এককোষী প্রোটিন বা আমিষ উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
  • একাকোষী প্রোটিন তৈরির পদ্ধতি বর্ণনা কর। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • অথবা, এককোষী প্রোটিন তৈরির পদ্ধতি আলোচনা কর।
  • অথবা, এককোষী প্রোটিন বা আমিষ তৈরির পদ্ধতি ব্যাখ্যা কর।

অধ্যায় ১১ জীবন নিরাপত্তার নিয়ম ও নীতিমালা (Biosafety Guidelines and Regulations)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

  • জীব নিরাপত্তা (Biosafety) বলতে কি বুঝ?
  • অথবা, Biosafety guideline কী?
  • জীব নিরাপত্তা পদ্ধতি বলতে কী বুঝ?
  • PMF কি?
  • IPR-এর পূর্ণরূপ কী
  • NBF-এর পূর্ণরূপ লিখ।
  • WIPO-এর পূর্ণরূপ লিখ।
  • MTA-এর পূর্ণরূপ কি?
  • ট্রেডমার্ক কি?
  • Irangiable Property কি?
  • গ্রন্থস্বত্ব বলতে কি বুঝ?
  • অথবা, Copy right কী?

সংক্ষিপ্ত প্রশ্ন

  • GATT কি?
  • জৈব নিরাপত্তার প্রয়োজনীয়তা কি?
  • বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার রক্ষার উপায়সমূহ সংক্ষেপে বর্ণনা কর।
  • জননিরাপত্তার উল্লেখযোগ্য  দিকগুলো কি কি?

রচনামূলক

  • বাংলাদেশের প্রেক্ষিতে Biosafety Guidelines -এর বিভিন্ন দিক বর্ণনা কর।
  • জৈব প্রযুক্তির ক্ষেত্রে জীব নিরাপত্তার আলোচ্য বিষয় সমূহ আলোচনা কর।
  • নিচের সংস্থাগুলোর গঠন ও কাজ উল্লেখ করঃ
  • WIPO ; GATT; TRIP
  • টীকা লিখঃ Biosafety Guidelines; IRP
  • IRP-এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
  • Biosafety Guidelines উদ্দেশ্য লিখ।
  • IPR কী? IPR-এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
  • বায়োফসি গাইডলাইনের উদ্দেশ্যসমূহ লিখ।

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাজেশন

Honors 4th year Common Suggestion 2024

আজকের সাজেশস: Honors 4th Year Biotechnology and Genetic Engineering Suggestion 2024, Biotechnology and Genetic Engineering Honors 4th Year Suggestion PDF 2024

PDF Download বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাজেশন, বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment