প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভা প্রস্তুতি,ভাইভা পরীক্ষার ভেতর বাহির,৯৯% ইন্টারভিউতে এই প্রশ্ন করা হয়, ভাইভা প্রস্তুতি – যে কথা কেউ বলবেনা ,প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভা প্রশ্ন যেমন হয়,প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা প্রশ্ন ও পরামর্শ

ভাইভার নম্বর বণ্টন : 
সরকারি প্রাইমারি শিক্ষক নিয়োগের ভাইভা হয় ২০ নম্বরের ওপর। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় ১০ নম্বর এবং ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ১০ নম্বর।

বিজ্ঞাপনপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৩.০০ বা তার চেয়ে বেশি থাকলে ৪ নম্বর, জিপিএ ২.০০ থেকে ৩.০০-এর মধ্যে থাকলে ৩ নম্বর, জিপিএ ১.০০ থেকে ২.০০-এর মধ্যে থাকলে ২ নম্বর দেওয়া হবে। স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৩.০০ বা তার চেয়ে বেশি থাকলে ২ নম্বর, সিজিপিএ ২.২৫ থেকে ৩.০০-এর মধ্যে থাকলে ১ নম্বর।

ভাইভা বোর্ড যেমন হয় : 
ভাইভা বোর্ডে সাধারণত তিন-চারজন থাকেন। তাঁদের মধ্যে জেলা প্রশাসক (ডিসি), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) ও এক্সটার্নাল থাকেন। ভাইভা সাধারণত তিন থেকে পাঁচ মিনিটের ব্যাপ্তি হয়ে থাকে। তবে মাঝেমধ্যে ব্যক্তিভেদে এর চেয়ে কমবেশি সময়ও হয়ে থাকে। ভালো একাডেমিক ফলাফল থাকলে শিক্ষাগত যোগ্যতায় ১০-এর মধ্যে ১০ পাওয়া যায়। এ ছাড়া গান, কবিতা আবৃত্তি বা অন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে আরো ৩ থেকে ৫ নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাইভায় প্রার্থী আত্মবিশ্বাস নিয়ে স্মার্টলি উত্তর দিচ্ছেন কি না, সেটাও মূল্যায়ন করা হয়।

মৌলিক কিছু প্রশ্ন : 
আপনার পরিচয় দিন/Introduce yourself, আপনার নামের অর্থ কী? নিজের সম্পর্কে পাঁচ মিনিট ইংরেজিতে বলুন? আপনার বংশীয় পদবির অর্থ কী? (ভাইভার তারিখে) আজ আপনার বয়স কত হলো? আপনার নামের সঙ্গে মিল আছে—এমন কোনো বিখ্যাত ব্যক্তির নাম বলুন, আপনার কয়েকটি ভালো গুণ আর কয়েকটি খারাপ দিকের কথা বলুন, অবসর সময়ে কী কী করেন? আপনার প্রিয় কবি কে? কেন তিনি আপনার প্রিয় কবি? গানের আপনার প্রিয় শিল্পী কে?

সম্প্রতি পড়া কয়েকটি বইয়ের নাম বলুন, মুক্তিযুদ্ধভিত্তিক কী কী বই পড়েছেন? কোন কলেজ/বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? আপনার কলেজ/বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? আপনার কলেজ/বিশ্ববিদ্যালয়ের উপাচার্য/অধ্যক্ষের নাম কী? সিজিপিএর ফুল মিনিং কী? জিপিএ ও সিজিপিএর মধ্যে পার্থক্য কী? আপনার অনার্সের সিজিপিএ কত? কোন সাবজেক্টে অনার্স করেছেন? আপনার পঠিত সাবজেক্টের জনক কে? আপনি কোন বিশ্ববিদ্যালয়ের কোন আবাসিক হলে থাকতেন? আপনার হলের নাম যে ব্যক্তির নামে তাঁর সম্পর্কে কিছু জানেন? অনার্সে পঠিত সাবজেক্টের কয়েকজন বিখ্যাত তাত্ত্বিকের নাম বলুন। সকাল থেকে এখন পর্যন্ত কী কী করেছেন? তা ইংরেজিতে বলুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে দুই মিনিট ইংরেজিতে বলুন, বাংলাদেশ সম্পর্কে দুই মিনিট ইংরেজিতে বক্তব্য দিন, আপনার জেলার কিছু ঐতিহাসিক স্থানের নাম বলতে পারবেন? বিশ্ববিদ্যালয় বা কলেজের প্রতিষ্ঠাতা কে ও তিনি কী ছিলেন?

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক জিজ্ঞাসা :
বাংলাদেশ নামকরণ কে করেন এবং কিভাবে করেন? কে, কখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন? বঙ্গবন্ধুর জন্মদিন কবে? বঙ্গবন্ধুর মা ও বাবার নাম কী? ঘোষক ও পাঠকের মধ্যে পার্থক্য কী? ১৯৬৬-এর ছয় দফা কে উত্থাপন করেন? দফা ছয়টি কী কী ছিল? মহান মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কী ছিল? মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেমন ছিল? মুক্তিযুদ্ধে চীনের ভূমিকা কী ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খলিফা হিসেবে কারা পরিচিত? বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বলতে পারবেন? রাজনীতির কবি উপাধি কে, কবে প্রদান করেন? জাতির জনককে কারা, কেন হত্যা করে? স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে কিছু জানো? মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান কেন আম্রকাননে হয়? মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের মধ্যে পার্থক্য বলুন, মুক্তিযুদ্ধ কি জনযুদ্ধ ছিল? মুক্তিযুদ্ধের চেতনা কী? মুক্তিযুদ্ধে আপনার এলাকার সেক্টর কমান্ডার কে ছিলেন? আপনার জেলা মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টরের অধীনে ছিল? সেক্টর কমান্ডার কে ছিলেন? সাতজন বীরশ্রেষ্ঠের নাম বলুন পদবিসহ, আপনার জেলার কয়েকজন বীর মুক্তিযোদ্ধার নাম বলুন, আপনার জেলার মুক্তিযুদ্ধের সময়কার গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলুন, মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে শিশুদের মধ্যে ব্যক্ত করবেন? বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে কোন দুটি দেশ ভ্রমণ করেন? আপনার উপজেলার দুজন মুক্তিযোদ্ধার নাম বলুন।

বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্কিত প্রশ্ন : 
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া ১০টি মেগাপ্রজেক্টের নাম বলুন, বর্তমান সরকারের পাঁচটি বড় অর্জনের কথা বলুন, বর্তমান সময়ের দেশে-বিদেশে সবচেয়ে আলোচিত তিনটি ঘটনার নাম বলুন, পদ্মা বিভাগে কয়টি জেলা ও কী কী? মেঘনা বিভাগে কয়টি জেলা ও কী কী? দেশে বিভাগের সংখ্যা কয়টি? এসডিজি কী? এসডিজি কতটি? এসডিজির মেয়াদকাল কত? নোবেল পুরস্কার কার নামে দেওয়া হয়? এ বছর অর্থনীতে কে নোবেল পেয়েছেন? প্রভৃতি।

প্রাথমিক শিক্ষা সম্পর্কিত :
প্রাথমিক শিক্ষকদের দীর্ঘমেয়াদি ট্রেনিংয়ের নাম কী? প্রাথমিক শিক্ষার বিভাগীয় প্রধান কে? প্রথম কত সালে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ শুরু হয়? দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে? পিটিআইয়ের প্রধান কে? প্রাথমিকের ডিজির নাম কী? পূর্ণরূপ বলুন (MOPME, NAPE, DPEd, URC, BANBEIS, NCTB, IPEMIS), আপনার লিখিত পরীক্ষা কেমন হয়েছে, কত নম্বর পাওয়ার আশা করছেন? আপনার অনার্সে পঠিত বিষয় প্রাইমারি শিক্ষক হিসেবে কি কাজে লাগবে? কেন শিক্ষক হতে চান? একজন শিক্ষকের কী কী গুণ থাকা দরকার? সিনেমা, নাটক দেখেন? যদি স্কুলে হেড টিচার না থাকেন, তখন স্কুলের বাচ্চারা মারামারি করলে আপনি কী করবেন? পঞ্চম শ্রেণিতে কয়টি বিষয় পড়ানো হয়—সেগুলোর নাম বলেন, ছাত্র-ছাত্রীদের পড়াতে পারবেন? এর আগে কোথাও ক্লাস নিয়েছেন? বাচ্চাদের যুক্তবর্ণ কিভাবে শেখাবেন? চাকরি দিলে আপনি করবেন? কেন করবেন? বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে প্রাইমারির শিক্ষক হতে চান কেন? বিসিএস দিচ্ছেন না? গান বা কবিতা আবৃত্তি করতে পারবেন? জাতীয় সংগীত গেয়ে শোনাতে পারবেন? একটা ছড়া শোনান, ছড়ায় কী অর্থ থাকতে হয়? অর্থ নেই এমন একটি ছড়া আমাদের শোনান প্রভৃতি।

জানতে হবে আরো কিছু :
ট্রান্সলেশন জিজ্ঞেস করে থাকেন। ট্রান্সলেশনের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে Tense, proverb, important rules আরো একবার ঝালাই করে নেওয়া যেতে পারে। বিখ্যাত কবি-সাহিত্যিকদের সম্পর্কেও বিভিন্ন প্রশ্ন হতে পারে। দেশাত্মবোধক গানের গীতিকার ও সুরকারের নাম জানতে চাওয়া হয়। কোনো প্রার্থীকে (প্রাসঙ্গিকভাবে) গানও গাইতে বলা হয়েছে, এমন নজিরও আছে। এ ছাড়া নিজের পঠিত বিষয়ের মৌলিক বিষয়বস্তু সম্পর্কেও প্রস্তুতি নিয়ে যাবেন।

Real Viva for প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ PDF ফাইল 2022, রিয়েল ভাইভা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ গাইড pdf download 2022,ভাইভা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2022, Real Viva for Primary Assistant Teacher Recruitment PDF File 2022

Real%20Viva%20for%20Primary 01
Real%20Viva%20for%20Primary 02
Real%20Viva%20for%20Primary 03
Real%20Viva%20for%20Primary 04

বাকি অংশ দেওয়া আছে পিডিএফ এর

শিক্ষক নিয়োগে প্রাইমারি ভাইভার পূর্ব প্রস্তুতি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা অন্যান্য চাকরির ভাইভা থেকে অনেকটা আলাদা। প্রার্থীর নিজ জেলা ও উপজেলা থেকে সাধারণত প্রশ্ন করা হয়। এখানে মূলত সহজ প্রশ্নই করা হয়, তার পরও অনেকে পারেন না। কেউ কেউ উত্তর জানা থাকলেও ঘাবড়ে যান, ঠিকঠাক বলতে পারেন না। প্রাইমারি ভাইভার পূর্ব প্রস্তুতি

যদি সত্যিই কোনো প্রশ্নের উত্তর না জানেন, তাহলে হাসিমুখেই বলে দিন, ‘দুঃখিত স্যার। ’ মানসিক বল আর আত্মবিশ্বাসের পাশাপাশি ভাইভায় ভালো করার সাধারণ কিছু বিষয় আছে।

ভাইভা বোর্ড

সাধারণত ডিসির নেতৃত্বে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) ও জেলার সরকারি কলেজের একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপককে নিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি ভাইভা বোর্ড গঠন করা হয়। বোর্ডে এর চেয়ে বেশি সদস্যও থাকতে পারেন।

ড্রেস কোড

ভাইভা বোর্ডে আপনার পোশাক, অ্যাপিয়ারেন্স, এক্সপ্রেশন, এটিকেট, ম্যানার—এ বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। প্রার্থীর এসব বিষয় বোর্ডের সদস্যরা খেয়াল করেন। তাই ভাইভার সময় নিজের জন্য উপযুক্ত পোশাক নির্বাচন করুন।

ছেলেদের ড্রেস

শার্ট : সাদা ফুলশার্ট। সাদার ওপর যেকোনো স্ট্রাইপ হলেও চলবে। অন্য রঙের মানানসই শার্টও পরতে পারেন। পকেটে একটি কলম রাখবেন।

প্যান্ট : কালো রঙের ফরমাল প্যান্ট পরুন।

হাতঘড়ি, বেল্ট ও জুতা : চামড়ার ফিতার ফরমাল হাতঘড়ি, জুতা ও প্যান্টের সঙ্গে ম্যাচ করে কালো রঙের চামড়ার বেল্ট পরুন। কালো রঙের, রাবারের সোলযুক্ত ফরমাল শু পরিধান করবেন। টাই পরার প্রয়োজন নেই। যাঁরা পাঞ্জাবি-পাজামা পরতে চান, সাদা রঙের পরতে পারেন। ভাইভার পাঁচ-ছয় দিন আগে চুল কাটিয়ে নিন। ভাইভার দু-এক দিন আগে নখ ছোট করে নিন। ভাইভার আগের দিন বা ভাইভার দিন সকালে শেভ করে নিন। প্রাইমারি ভাইভার পূর্ব প্রস্তুতি

মেয়েদের ড্রেস

মার্জিত রঙের শাড়ি পরিধান করতে পারেন। তবে শাড়ি যেন অতিমাত্রায় কারুকাজের চকমকে না হয়, সেই দিকটা খেয়াল রাখুন। চাইলে সালোয়ার-কামিজও পরতে পারেন। তবে তা যেন মার্জিত রং ও ডিজাইনের হয়। অর্থাৎ শাড়ি কিংবা সালোয়ার-কামিজ যা-ই পরেন, যেন ম্যাচ হয়। স্বাভাবিক মাপের কানের দুল এবং চেন পরতে পারেন। চুল বেণি করে রাখবেন। পায়ের জুতা শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে ম্যাচ করাতে পারলে ভালো হয়। তবে হাই হিল না পরাই ভালো। হালকা মেকআপ এবং মার্জিত রঙের হালকা লিপস্টিক দিতে পারেন। সঙ্গে কালো কালির কলম রাখুন। প্রাইমারি ভাইভার পূর্ব প্রস্তুতি

ভাইভার জন্য যা যা পড়বেন বা জেনে রাখবেন

১. আপনার এবং আপনার মা-বাবার নামের অর্থ কী?

২. আপনার নামের সঙ্গে সম্পৃক্ত বিখ্যাত ব্যক্তির নাম।

৩. আপনার বংশপরিচয় বা নামের সঙ্গে পদবি থাকলে সে সম্পর্কিত কিছু তথ্য।

৪. আপনার গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা ইত্যাদির নাম, আদি নাম ও নামকরণের ইতিহাস জেনে রাখুন।

৫. আপনার জেলা বিখ্যাত কেন? জেলার বিখ্যাত স্থান, নদীর নাম, পণ্য, ঐতিহ্য ইত্যাদি জেনে রাখুন।

৬. আপনার জেলার শিল্প-সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তি ও তাঁদের সৃষ্টিকর্ম ও অবদান।

৭. আপনি যে প্রতিষ্ঠান থেকে অনার্স/মাস্টার্স করেছেন, ওই প্রতিষ্ঠানের পুরো নাম, প্রতিষ্ঠাকাল, বর্তমান ভিসি বা প্রিন্সিপালের নাম জেনে নেবেন।

৮. ভাইভার দিনের ইংরেজি, বাংলা ও আরবি তারিখ জেনে যাবেন। বিশেষ দিবস হলে সে সম্পর্কে জেনে যাবেন।

৯. ছোট ছোট ট্রান্সলেশন জিজ্ঞেস করতে পারে। তাই সেগুলো চর্চা করুন।

১০. সাম্প্রতিক বিষয়াবলি এবং বাংলা সাহিত্যের বিখ্যাত কয়েকজন কবি সম্পর্কে ধারণা রাখতে পারেন।

১১. নিজের সম্পর্কে বলতে বলা এখন বেশির ভাগ ইন্টারভিউ বোর্ডের একটা কমন প্রশ্ন। তাই বাংলা ও ইংরেজিতে নিজের সম্পর্কে বলার প্র্যাকটিস করুন।

১২. যে বিষয়ে অনার্স-মাস্টার্স করেছেন, বিষয়ের ওপর স্বচ্ছ ধারণা নিয়ে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হোন।

১৩. মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে বিশদ ধারণা গ্রহণ করুন।

১৪. প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের সফলতা ও অর্জন সম্পর্কে বিস্তারিত ধারণা গ্রহণ করুন।

১৫. প্রাথমিক শিক্ষা সম্পর্কিত কিছু তথ্য—শিক্ষার হার, কতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে, বই দিবস, উপবৃত্তি, মন্ত্রী ও সচিবের নাম ইত্যাদি।

১৬. ভিশন ২০২১, ভিশন ২০৪১, মুজিববর্ষ, মেগাপ্রজেক্টস্, এসডিজি, এমডিজি ইত্যাদি দেখতে পারেন।

সহায়ক বই

১. প্রফেসরস্ প্রাথমিক শিক্ষক ভাইভা সহায়িকা।

২. বিসিএস শর্টকাট (সম্পূর্ণ সিরিজ) ও অ্যাশিউর্যান্স বিসিএস ভাইভা সহায়িকা (মুক্তিযুদ্ধ)।

৩. অনার্স-মাস্টার্সের মেজর সাবজেক্টের বেসিক বই।

৪. ইন্টারনেট।

৫. দৈনিক পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি।

পরীক্ষার দিনের প্রস্তুতি

১. নির্ধারিত সময়ের বেশ আগেই প্রস্তুতি সেরে ফেলতে হবে।

২. যেসব কাগজপত্র বোর্ডের সামনে পেশ করতে হবে সেগুলো, প্রবেশপত্র, সব সার্টিফিকেটের মূল কপি এবং অন্যান্য কাগজপত্র আগেই গুছিয়ে নিতে হবে।

৩. পরিপাটি হয়ে বোর্ডে উপস্থিত হবেন।

৪. নির্দিষ্ট সময়ের অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত স্থানে পৌঁছবেন।

৫. আপনার সিরিয়াল পরে থাকলে যাঁদের ভাইভা হয়ে যাবে, তাঁদের কাছ থেকে ধারণা নিতে পারেন। কোনো বিষয়বস্তু না জানা থাকলে ভাইভার আগ মুহূর্তে বই ঘাঁটাঘাঁটি করবেন না। কারণ আপনার কাছে ওই প্রশ্ন না-ও জানতে চাইতে পারে। তবে অন্য কেউ পারলে তাঁর কাছ থেকে সংক্ষেপে জেনে নিতে পারেন। প্রাইমারি ভাইভার পূর্ব প্রস্তুতি

ভাইভা বোর্ডে করণীয়

১. ভেতরে ঢোকার অনুমতি নিয়ে একটু সামনে গিয়ে যাঁর যাঁর ধর্মীয় রীতিতে অভিবাদন জানাবেন। তারপর চেয়ারের পাশে দাঁড়াবেন। বসতে বললে ধন্যবাদ দিয়ে বসবেন। খেয়াল রাখবেন—চেয়ারে যেন শব্দ না হয়।

২. যিনি প্রশ্ন করবেন, তাঁর দিকে তাকিয়ে চোখে চোখ রেখে তাঁর প্রশ্নের উত্তর দেবেন। কথা বলার সময় অপ্রয়োজনীয় হাত-পা নাড়াবেন না।

৩. উত্তর দেওয়ার ক্ষেত্রে অল্প কথায় এবং সঠিক পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করুন। অপ্রাসঙ্গিকতা পরিহার করুন।

৪. কথা বলার সময় আঞ্চলিকতা পরিহার করবেন।

৫. ঘাবড়াবেন না, রাগবেন না, তর্ক করবেন না, বেয়াদবি করবেন না।

৬. জানা না থাকলে হাসিমুখে ‘দুঃখিত স্যার’ অথবা ‘জানা নেই স্যার’ বলুন।

৭. নাচ, গান, আবৃত্তি, অভিনয়—এগুলোতে আপনার দক্ষতা না থাকলে বিনয়ের সঙ্গে বলুন, ‘পারি না স্যার। ’ তবে আপনি পারেন—এমন কোনো কিছুর কথাও বিনয়ের সঙ্গেই বলবেন।

৮. আপনার ভাইভা শেষ হলে আপনাকে চলে যাওয়ার অনুমতি দিলে উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে চলে আসবেন।

ওপরে বর্ণিত পড়াশোনার পরিধি যাঁদের কাছে পীড়াদায়ক মনে হচ্ছে, তাঁদের উদ্দেশে আমার পরামর্শ—যাঁর যাঁর সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করুন। কারণ আপনি পারবেন না এমন প্রশ্ন খুব কমই জিজ্ঞেস করা হবে। তবে ভাইভায় ভালো করলে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে—এটা একটা ব্যাপার যেহেতু, সেহেতু নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটু পরিশ্রম করে পড়ালেখা করাই ভালো। প্রাইমারি ভাইভার পূর্ব প্রস্তুতি

প্রাইমারী ভাইভার নম্বর বণ্টন

ভাইভায় ২০ নম্বর। লিখিত পরীক্ষায় ছিল ৮০। ভাইভায় পাস করলে মোট ১০০ নম্বরের মধ্যে আপনি কত পেলেন, তার আলোকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। ভাইভার ২০ নম্বরের বণ্টন—

* ভাইভা বোর্ডে নিজেকে ঠিকভাবে উপস্থাপনের জন্য ৫ নম্বর।

* একাডেমিক ফলাফলের ওপর ৫ নম্বর।

* আপনার জ্ঞান (নিজের মেজর সাবজেক্ট ও অন্যান্য বিষয়) যাচাই ৫ নম্বর।

* সহশিক্ষা কার্যক্রমে (নাচ, গান, অভিনয়, কবিতা আবৃত্তি, খেলাধুলা, স্কাউটিং ইত্যাদি) ৫ নম্বর।

উল্লিখিত নম্বর বণ্টনে কিছুটা ব্যতিক্রমও ঘটতে পারে। প্রাইমারি ভাইভার পূর্ব প্রস্তুতি

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

আর যা যা পড়তে পারেন নিয়োগ পরিক্ষার জন্য

নিয়োগ সহায়িকা গাইড বই pdf download, Free Job guide books pdf

সাধারণ জ্ঞান থেকে নিয়োগ পরিক্ষায় আসা প্রশ্ন সমাধান

কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড / Current Affairs PDF Download

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

ইংরেজি

ইংরেজি ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Parts of Speech প্রশ্ন ও উত্তর লিংক Abbreviations or
Elaboration Terms
প্রশ্ন ও উত্তর লিংক
Articleপ্রশ্ন ও উত্তর লিংক One word Substitutionsপ্রশ্ন ও উত্তর লিংক
Appropriate Preposition প্রশ্ন ও উত্তর লিংক English literatureপ্রশ্ন ও উত্তর লিংক
Prepositionপ্রশ্ন ও উত্তর লিংক Sentence Correctionপ্রশ্ন ও উত্তর লিংক
Right forms of verbপ্রশ্ন ও উত্তর লিংক Translation /Vocabularyপ্রশ্ন ও উত্তর লিংক
Voice প্রশ্ন ও উত্তর লিংক Spellingপ্রশ্ন ও উত্তর লিংক
Narrationপ্রশ্ন ও উত্তর লিংক Synonym-Antonymপ্রশ্ন ও উত্তর লিংক
Phrase and Idioms প্রশ্ন ও উত্তর লিংক Word Meaningপ্রশ্ন ও উত্তর লিংক
prefix and suffixপ্রশ্ন ও উত্তর লিংক প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

বাংলা

বিগত ৩০ বছরে বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়োগ পরীক্ষায় আষার সকল MCQ নৈবিত্তিক প্রশ্ন সমাধান এক সাথে, নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
সন্ধিপ্রশ্ন ও উত্তর লিংক শেখ হাসিনাপ্রশ্ন ও উত্তর লিংক
বিপরীত শব্দপ্রশ্ন ও উত্তর লিংক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানপ্রশ্ন ও উত্তর লিংক
সমার্থক শব্দপ্রশ্ন ও উত্তর লিংক জাতীর ৪ নেতাপ্রশ্ন ও উত্তর লিংক
শুদ্ধ বানানপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন চুক্তি
বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত
প্রশ্ন ও উত্তর লিংক
এককথায় প্রকাশপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধ সেক্টরপ্রশ্ন ও উত্তর লিংক
তৎসম অর্ধতৎসম তদ্ভব
বিদেশী ও দেশি শব্দ
প্রশ্ন ও উত্তর লিংক রােহিঙ্গা সমস্যাপ্রশ্ন ও উত্তর লিংক
উপসর্গপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের জনপদপ্রশ্ন ও উত্তর লিংক
সমাসপ্রশ্ন ও উত্তর লিংক সংবিধানপ্রশ্ন ও উত্তর লিংক
বাগধারা, প্রবাদ ও প্রবচনপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধপ্রশ্ন ও উত্তর লিংক
কারক-বিভক্তিপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের ভৌগলিকপ্রশ্ন ও উত্তর লিংক
যুক্ত বর্ণেরপ্রশ্ন ও উত্তর লিংক কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যুপ্রশ্ন ও উত্তর লিংক
ধ্বনি, বর্ণপ্রশ্ন ও উত্তর লিংক উপন্যাস/রচনাসমগ্রপ্রশ্ন ও উত্তর লিংক
বাক্য (সরল, জটিল, যৌগিক) প্রশ্ন ও উত্তর লিংক ভাষা আন্দোলপ্রশ্ন ও উত্তর লিংক
পদ নির্ণয়প্রশ্ন ও উত্তর লিংক বিখ্যাত স্থানপ্রশ্ন ও উত্তর লিংক
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব প্রশ্ন ও উত্তর লিংকস্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের চলচ্চিত্র প্রশ্ন ও উত্তর লিংকবাংলাদেশের কৃষ্টি
ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন
প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

গণিত

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) প্রশ্ন ও উত্তর লিংক বীজগাণিতিক মান নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফাপ্রশ্ন ও উত্তর লিংক উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
ল.সা.গু, গ.সা.গু প্রশ্ন ও উত্তর লিংক ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র প্রশ্ন ও উত্তর লিংক
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য)প্রশ্ন ও উত্তর লিংক আয়তক্ষেত্রের বেসিক
সূত্রের অংকসমূহ, সরলরেখা
প্রশ্ন ও উত্তর লিংক
অনুপাত:সমানুপাত প্রশ্ন ও উত্তর লিংক গাছের উচ্চতা/
মিনারের উচ্চতা
প্রশ্ন ও উত্তর লিংক
সংখ্যা পদ্ধতি প্রশ্ন ও উত্তর লিংক
মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি
প্রশ্ন ও উত্তর লিংক
বিগত সালে প্রশ্ন প্রশ্ন ও উত্তর লিংক পরিমাপ ও পরিমান প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

কম্পিউটার

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তরপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের তথ্য

যোগাযোগ প্রযুক্তি
প্রশ্ন ও উত্তর লিংক
কম্পিউটার প্রশ্ন ও উত্তর লিংক সেটেলাইট-১প্রশ্ন ও উত্তর লিংক
LAN, WAN
কম্পিউটার নেটওয়ার্ক
প্রশ্ন ও উত্তর লিংক কম্পিউটার সংক্ষিপ্ত
শব্দের পূর্ণরুপ
প্রশ্ন ও উত্তর লিংক
গুগলপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীডপ্রশ্ন ও উত্তর লিংক
৩জি,৪জি, ৫ জি প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

General Knowledge (GK) সাধারণ জ্ঞান বিজ্ঞান 

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি প্রশ্ন ও উত্তর লিংক পুরস্কার ও সম্মাননাপ্রশ্ন ও উত্তর লিংক
গভর্নর জেনারেল ও
ভাইসরয়দের তালিকা
প্রশ্ন ও উত্তর লিংক খেলাধুলাপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলার শাসন আমল প্রশ্ন ও উত্তর লিংক জিন-কোষপ্রশ্ন ও উত্তর লিংক
ভূপ্রকৃতি ও জলবায়ুপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন রোগব্যাধিপ্রশ্ন ও উত্তর লিংক
বিখ্যাত উক্তিপ্রশ্ন ও উত্তর লিংক পরিমাপক যন্ত্রপ্রশ্ন ও উত্তর লিংক
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলীপ্রশ্ন ও উত্তর লিংক রসায়নপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নামপ্রশ্ন ও উত্তর লিংক ভূগোলপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবসপ্রশ্ন ও উত্তর লিংক পদার্থ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী প্রশ্ন ও উত্তর লিংক জীববিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের মুদ্রা নামপ্রশ্ন ও উত্তর লিংক গাণিতিক পরিমাপের এককপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের আলােচিত ঘটনাবলীপ্রশ্ন ও উত্তর লিংকসাধারণ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
সাম্প্রতিক সোস্যাল মিডিয়াপ্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক আন্তর্জাতিক বিষয়াবলী
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
সমাধান / উত্তর লিংক
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
Paragraph & Composition উত্তর লিংক ভাবসম্প্রসারণ, রচনা উত্তর লিংক
আবেদন পত্র/ Application form উত্তর লিংক প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা উত্তর লিংক

Free Job guide books pdf

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

চাকুরি

    Leave a Comment