প্রশ্ন-৩২ এর শ্যামল বণিক অঞ্জন

Google Adsense Ads

==== প্রশ্ন-৩২===
% শ্যামল বণিক অঞ্জন %

তুমি ধারোনা ধার
কারো কথার
ভ্রুক্ষেপও নেই একদম,

হৃদয় ভাঙা গড়ার খেলায় তুমি
বড়ই পারঙ্গম।

জটিল তোমার
মনের রাজ্য
চোরাগলির মতো,

ক্লান্ত আমি গোলক ধাঁধায়
ঘুরে অবিরত!

ধূসর মরুসম তোমার
বুকেরই প্রান্তর,

নেই সবুজের
চিহ্ন কোথাও
দেই যেথায় নজর,

মাকড়সার মতো সৃষ্টি
করে মায়াজাল,

ধরছো শিকার
খাচ্ছো গিলে
মারছো চিরকাল!

এভাবে আর কতো লোকের
করবে জীবন নাশ?

করে যাবে অগোচরে
পরের সর্বনাশ?

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment