নিয়োগ পরিক্ষার জন্য ১০০% কমন দ্বিরুক্ত শব্দ এক সাথে, যেকোন চাকরির পরীক্ষায় বার বার আসা কিছু গুরুত্বপূর্ণ দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ ব্যাংক বিসিএস সরকারি চাকরির জন্য কমন উপযোগী গুরুত্বপূর্ণ

দ্বিরুক্ত শব্দকে ভাঙলে পাওয়া যায় ‘দ্বি+উক্ত’। অর্থাৎ, যা দুইবার বলা হয়েছে বা দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোন কোন শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুবার ব্যবহার করলে অন্য সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরণের শব্দের পরপর দুবার ব্যবহৃত হয়ে কোন বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন – আমার জ্বর জ্বর লাগছে।

দ্বিরুক্ত শব্দের প্রকারভেদ / শ্রেণীবিভাগ

দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার। যথাঃ

  • শব্দের দ্বিরুক্তি
  • পদের দ্বিরুক্তি ও
  • অনুকার দ্বিরুক্তি

শব্দের দ্বিরুক্তি

  • একই শব্দ অবিকৃতভাবে দুবার ব্যবহৃত হয়ে দ্বিরুক্ত শব্দ গঠন করতে পারে। যেমন – ফোঁটা ফোঁটা পানি, বড় বড় বাড়ি ইত্যাদি।
  • একই শব্দের সঙ্গে সমার্থক আর একটি শব্দ যোগ করে ব্যবহৃত হয়। যেমন – বলা- কওয়া, লালন-পালন ইত্যাদি।
  • দ্বিরুক্ত শব্দ – জোড়ার দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয়। যেমন – মিট-মাট, ফিট- ফাট ইত্যাদি।
  • সমার্থক শব্দযোগে হতে পারে। যেমন – টাকা -পয়সা, বলা-কওয়া ইত্যাদি।
  • বিপরীতার্থক শব্দ যোগে। লেন-দেন, দেনা-পাওনা ইত্যাদি।

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

দ্বিরুক্ত শব্দ
শব্দের দ্বিরুক্তি
পদের দ্বিরুক্তি/ পদাত্মক দ্বিরুক্তি
বিশিষ্টার্থক বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ
 
দ্বিরুক্ত শব্দকে ভাঙলে পাওয়া যায় ‘দ্বি+উক্ত’। অর্থাৎ, যা দুইবার বলা হয়েছে।
 
বাংলা ভাষায় অনেক শব্দ বা পদ দুইবার ব্যবহৃত হয়ে অন্য একটি বিশেষ অর্থ প্রকাশ করে। কোন শব্দ বা পদ পরপর দুইবার ব্যবহৃত হয়ে কোন বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন- ‘আমার জ্বর জ্বর লাগছে।’ এখানে ‘জ্বর জ্বর’ দ্বিরুক্ত শব্দটি ঠিক ‘জ্বর’ অর্থ প্রকাশ করছে না। জ্বরের ভাব প্রকাশ করছে।
 
দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার- শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি ও অনুকার দ্বিরুক্তি।
 
(ক) শব্দের দ্বিরুক্তি
 
১. একই শব্দ অবিকৃতভাবে দুইবার ব্যবহৃত হয়ে দ্বিরুক্ত শব্দ গঠন করতে পারে। যেমন- ভাল ভাল বই, ফোঁটা ফোঁটা জল, বড় বড় বাড়ি, ইত্যাদি।
২.  সহচর শব্দযোগে দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। দুটি সম্পর্কিত শব্দকে সহচর শব্দ বলা যায়। যেমন, ‘কাপড়-চোপড়’ সহচর শব্দযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ। ‘কাপড়’ অর্থ গা ঢাকার জন্য যেসব পরা হয়। আর কাপড়ের সঙ্গে অনুষঙ্গ হিসেবে যেগুলো পরা হয় সেগুলোই ‘চোপড়’। অর্থাৎ, এই দুটি শব্দ পরস্পর সম্পর্কিত। তাই এই দুটি শব্দ সহচর শব্দ। এরকম- লালন-পালন, খোঁজ-খবর, ইত্যাদি।
৩. একই শব্দ দুইবার ব্যবহৃত হয়ে পরেরবার একটু পরিবর্তিত হয়ে দ্বিরুক্ত শব্দ হতে পারে। যেমন- মিট-মাট, ফিট-ফাট, বকা-ঝকা, তোড়-জোড়, গল্প-সল্প, রকম-সকম, ইত্যাদি।
৪. সমার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ হতে পারে। যেমন- ধন-দৌলত, বলা-কওয়া, টাকা-পয়সা, ইত্যাদি।
৫. বিপরীতার্থক শব্দযোগেও দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। যেমন- লেন-দেন, দেনা-পাওনা, ধনী-গরিব, আসা-যাওয়া, ইত্যাদি।
 
(খ) পদের দ্বিরুক্তি/ পদাত্মক দ্বিরুক্তি
 
পদ বা বিভক্তিযুক্ত শব্দ দুইবার ব্যবহৃত হয়ে কোন বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে পদের দ্বিরুক্তি বা পদাত্মক দ্বিরুক্তি বলে।
 
পদাত্মক দ্বিরুক্তি নিম্নোক্তভাবে গঠিত হতে পারে-
 
১. একই পদ অবিকৃতভাবে পরপর দুইবার ব্যবহৃত হয়ে। যেমন- ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে। দেশে দেশে ধন্য ধন্য পড়ে গেলো। মনে মনে আমিও এ কথাই ভাবছিলাম।
২. দ্বিতীয় পদ কিছুটা পরিবর্তিত হয়ে। তবে এক্ষেত্রেও পদ-বিভক্তি অপরিবর্তিত থাকে। অর্থাৎ, মূল শব্দ কিছুটা পরিবর্তিত হয়, কিন্তু বিভক্তি অপরিবর্তিত থাকে। যেমন- আমরা হাতে-নাতে চোরটাকে ধরেছি। 
৩. সহচর, সমার্থক বা বিপরীতার্থক শব্দ একই বিভক্তি যুক্ত হয়ে পরপর ব্যবহৃত হয়ে দ্বিরুক্ত শব্দ গঠন করতে পারে। যেমন- আমার সমত্মান যেন থাকে দুধে-ভাতে। দেশে বিদেশে বইটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী, আর পথে-প্রবাসে লিখেছেন মুহম্মদ এনামুল হক।
 
পদাত্মক দ্বিরুক্তির প্রয়োগ
 
বিশেষ্য পদের দ্বিরুক্তি
(উল্লেখ্য, বিশেষ্য পদের দ্বিরুক্তি হলে সেগুলো বিশেষণ পদের মত কাজ/ আচরণ করে। অর্থাৎ, বিশেষ্য পদের দ্বিরুক্তি হলে সেগুলো বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়।)
 
১. আধিক্য বোঝাতে                          : রাশি রাশি ধন, ধামা ধামা ধান
২. সামান্য বোঝাতে                           : আমার জ্বর জ্বর লাগছে। কবি কবি ভাব।
৩. পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে  : তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। ওরা বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছে।
৪. ক্রিয়া বিশেষণ                              : ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়।
৫. অনুরূপ কিছু বোঝাতে                     : তার সঙ্গী সাথী কেউ নেই।
৬. আগ্রহ বোঝাতে                             : ও দাদা দাদা বলে ডাকছে।
 
বিশেষণ পদের দ্বিরুক্তি
 
১. আধিক্য বোঝাতে               : ভাল ভাল আম। ছোট ছোট ডাল।
২. তীব্রতা বা সঠিকতা বোঝাতে : গরম গরম জিলাপী। নরম নরম হাত।
৩. সামান্যতা বোঝাতে            : উড়ু উড়ু ভাব। কাল কাল চেহারা।
 
সর্বনাম পদের দ্বিরুক্তি
 
১. বহুবচন বা আধিক্য বোঝাতে : সে সে লোক কোথায় গেল? কে কে এল? কেউ কেউ বলে।
 
ক্রিয়াপদের/ ক্রিয়াবাচক পদের দ্বিরুক্তি
 
১. বিশেষণ রূপে                 : রোগীর তো যায় যায় অবস্থা। তোমার নেই নেই ভাব আর গেল না।
২. স্বল্পকাল স্থায়ী বোঝাতে      : দেখতে দেখতে আকাশ কাল হয়ে এল।
৩. ক্রিয়া বিশেষণ               : দেখে দেখে যাও। ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে?
৪. পৌনঃপুনিকতা বোঝাতে    : ডেকে ডেকে হয়রান হয়ে গেছি।
 
অব্যয় পদের দ্বিরুক্তি
 
১. ভাবের গভীরতা বোঝাতে    : সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি এত খারাপ!
২. পৌনঃপুনিকতা বোঝাতে      : বার বার সে কামান গর্জে উঠল।
৩. অনুভূতি বা ভাব বোঝাতে   : ভয়ে গা ছম ছম করছে। ফোঁড়াটা টন টন করছে।
৪. বিশেষণ বোঝাতে              : পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।
৫. ধ্বনিব্যঞ্জনা                     : ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
 
বিশিষ্টার্থক বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ
 
সতর্কতা বোঝাতে               : ছেলেটিকে চোখে চোখে রেখো।
ভাবের প্রগাঢ়তা বোঝাতে      : ভুলগুলো তুই আনরে বাছা বাছা।
কালের বিসত্মার বোঝাতে      : থেকে থেকে শিশুটি কাঁদছে।
আধিক্য বোঝাতে                 : লোকটা হাড়ে হাড়ে শয়তান।
                                     : খাঁচার ফাঁকে ফাঁকে, পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়।

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

ক) শব্দের দ্বিরুক্তি : 

১) একই শব্দ দুইবার ব্যবহার করা হয় এবং শব্দ দুইটি অবিকৃত থাকে । যথা : – ভালো ভালো ফল ,  ফোঁটা ফোঁটা পানি , বড় বড় বই ইত্যাদি । 

২) একই শব্দের সঙ্গে সমার্থক আর একটি শব্দ যোগ করে ব্যবহার হয় । যথা : – ধন-দেীলত, খেলা-ধুলা , লালন-পালন , বলা-কওয়া, খোঁজ-খবর ইত্যাদি । 

৩) দ্বিরুক্ত শব্দ – জোড়ার দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয় । যেমন: – মিট-মাট, ফিট-ফাট, বকা-ঝকা, তোড়-জোড়, গল্প-স্বল্প , রকম-সকম ইত্যাদি । 

৪) সমার্থক ও বিপরীতার্থক শব্দ যোগে । যেমন: – লেন-দেন, দেনা-পাওনা , টাকা-পয়সা, ধনী-গরীব, আসা-যাওয়া ইত্যাদি । 

খ) পদের দ্বিরুক্তি : 

১) দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয় , শব্দদুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে । যেমন : – ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে । দেশে দেশে ধন্য ধন্য করতে লাগলো । মনে মনে আমিও এ কথাই ভেবেছি । 

২) দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে , কিন্তু পদ-বিভক্তি অবিকৃত থাকে । যেমন: – চোর হাতে নাতে ধরা পড়েছে । আমার সন্তান যেন থাকে দুধে ভাতে । 

পদের দ্বিরুক্তির প্রয়োগ : 

ক) বিশেষ্য শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার : 

১) আধিক্য বোঝাতে                           : রাশি রাশি ধন , ধামা ধামা ধান ; 

২) সামান্য বুঝাতে                              : আমি আজ জ্বর জ্বর বোধ করছি। দেখেছ তার কবি কবি ভাব। 

৩) পরস্পরতা বা ধারাবাহিকতা বুঝাতে : তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ । তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছে । 

৪) ক্রিয়া বিশেষণ                               : ধীরে ধীরে যায় , ফিরে ফিরে চায় । 

৫) অনুরূপ কিছু বোঝাতে                  : তার সঙ্গী সাথী কেউ নেই । 

৬) আগ্রহ বুঝাতে                              : ও দাদা দাদা বলে কাঁদছে । 

খ) বিশেষণ শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার: 

১) আধিক্য বোঝোতে                   : ভালো ভালো আম নিয়ে এসো । ছোট ছোট ডাল কেটে ফেল । 

২) তীব্রতা বা  সঠিকতা বোঝাতে   : গরম গরম জিলাপি , নরম নরম হাত । 

৩) সামান্যতা বোঝাতে                 : উড়ু উড়ু ভাব; কালো কালো চেহারা ; 

গ) সর্বনাম শব্দ : 

বহুবচন বা আধিক্য বোঝাতে :  সে সে লোক গেল কোথায় ? কে কে এলো ? কেউ কেউ বলে । 

ঘ) ক্রিয়াবাচক শব্দ : 

১) বিশেষন রুপে               : এদিকে রোগীর তো যায় যায় অবস্থা । তোমার নেই নেই ভাব গেল না । 

২) স্বল্পকাল স্থায়ী বোঝাতে  : দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো । 

৩) ক্রিয়া বিশেষন              : দেখে দেখে যেও । ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে ? 

৪) পেীন:পুনিকতা বোঝাতে: ডেকে ডেকে হয়রান হয়েছি । 

ঙ) অব্যয়ের দ্বিরুক্তি : 

১) ভাবের গভীরতা বোঝাতে  : তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল। ছি,ছি ,তুমি কি করেছ ? 

২) পেীন:পুনিকতা বোঝাতে  : বার বার সে কামান গর্জে উঠল । 

৩) অনুভূতি বা ভাব  বোঝাতে : ভয়ে গা ছম ছম করছে । ফোঁড়াটা টন টন করছে । 

৪) বিশেষণ বোঝাতে              : পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির । 

৫) ধ্বনিব্যঞ্জনা                     : ঝিরি ঝিরি করে বাতাস বইছে । বৃষ্টি পড়ে টাপুর টুপুর । 

যুগ্মরীতিতে দ্বিরুক্ত শব্দের গঠন : 

একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি । যুগ্মরীতিতে দ্বিরুক্ত গঠনের কয়েকটি নিয়ম রয়েছে । যেমন :- 

 ১) শব্দের আদি স্বরের পরিবর্তন করে                        : চুপচাপ, মিটমাট, জারিজুরি, 

 ২) শব্দের অন্ত্যস্বরের পরিবর্তন করে                         : মারামারি, হাতাহাতি, সরাসরি, জেদাজেদি । 

 ৩) দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন : ছটফট, নিশপিশ, ভাতটাত । 

 ৪) সমার্থক বা একার্থক সহচর শব্দ যোগে                  : চালচলন, রীতিনীতি , বনজঙ্গল , ভয়ডর । 

 ৫) ভিন্নার্থক শব্দ যোগে                                             :ডালভাত ,তালা চাবি,  পথঘাট,  অলিগলি । 

৬) বিপরীতার্থক শব্দ যোগে                                        : ছোট-বড় , আসা-যাওয়া ,জম্ম-মৃত্যু , আদান-প্রদান । 

পদাত্মক দ্বিরুক্তি : 

বিভক্তি যুক্ত পদের দুইবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলা হয় । এগুলো দুই রকমে গঠিত হয় । যেমন: – 

১) একই পদের অবিকৃত অবস্থায় দুইবার ব্যবহার । যথা : – ভয়ে ভয়ে এগিয়ে গেলাম । হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ । 

২) যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত পদের ব্যবহার । যথা : – হাতে-হাতে , আকাশে-বাতাসে , কাপড়-চোপড়, দলে-বলে ইত্যাদি। 

বিশিষ্টার্থক বাগধারায় দ্বিরুক্তি শব্দের প্রয়োগ : 

ছেলেটিকে চোখে চোখে রেখো । ( সতর্কতা ) 

ফুলগুলো তুই আনরে বাছা বাছা । ( ভাবের প্রগাঢ়তা ) 

থেকে থেকে শিশুটি কাঁদছে । ( কালের বিস্তার ) 

লোকটা হাড়ে হাড়ে শয়তান । ( আধিক্য ) 

খাঁচার ফাঁকে ফাঁকে , পরশে মুখে মুখে , নিরবের চোখে চোখে যায়  । 

ধ্বন্যাত্মক দ্বিরুক্তি : 

কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ বলে । এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি । ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য  ইত্যাদি বোঝায় । ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয় । যেমন : – 

১) মানুষের ধ্বনির অনুকার : ভেউ ভেউ – মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি । এরূপ – ট্যা ট্যা, হি হি ইত্যাদি । 

2) জীবজন্তুর ধ্বনির অনুকার :  ঘেউ ঘেউ ( কুকুরের ধ্বনি )। এরূপ- মিউ মিউ ( বিড়ালের ডাক ) , কুহু কুহু ( কোকিলের ডাক ) , কা কা ( কাকের ডাক ) ইত্যাদি । 

৩) বস্তুর ধ্বনির অনুকার : ঘচাঘচ ( ধান কাটার শব্দ ) । এরূপ – মড়মড় ( গাছ ভেঙ্গে পড়ার শব্দ ) ঝমঝম ( বৃষ্টি পড়ার শব্দ ) , হু হু ( বাতাস প্রবাহের শব্দ ) ইত্যাদি । 

৪) অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার : ঝিকিমিকি ( ঔজ্জ্বল্য ) । এরুপ- ঠা ঠা ( রোদের তীব্রতা ) , কুট কুট ( শরীরে কামড় লাগার মত অনুভূতি ) । অনুরূপভাবে – মিন মিন , পিট পিট , ঝি ঝি ইত্যাদি । 

ধ্বন্যাত্মক দ্বিরুক্তি গঠন : 

১) একই ( ধ্বন্যাত্মক ) শব্দের অবিকৃত প্রয়োগ : ধব ধব , ঝন ঝন , পট পট । 

২) প্রথম শব্দটির শেষে আ যোগ করে             : গপাগপ, টপাটপ, পটাপট । 

৩) দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে              : ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি । 

৪) যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ : কিচির মিচির ( পাখি বা বানরের শব্দ ) , টাপুর টুপুর ( বৃষ্টি পতনের শব্দ ) , হাপুস হুপুস ( গোগ্রাসে কিছু খাওয়ার শব্দ ) 

৫আনি-প্রত্যয় যোগেও বিশেষ্য দ্বিরুক্ত গঠিত শব্দ : পাখিটার ছটফটানি দেখলে কষ্ট হয় । তোমার বকবকানি আর ভালো লাগে না । 

বিভিন্ন পদরুপে ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দের ব্যবহার: 

১) বিশেষ্য : বৃষ্টির ঝমঝমানি আমাদেরকে অস্থির করে তোলে । 

২) বিশেষন : “ নামিল নভে বাদল ছলছল বেদনায় । 

৩) ক্রিয়া : কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ । 

৪) ক্রিয়া বিশেষন: “চিকচিক করে বালি কোথা নাহি কাদা “ । 

১) দ্বিরুক্ত অর্থ কি ? 

ক) দুইবার উক্ত 

খ) দুইবার ব্যাপ্ত 

গ) অনুক্ত শব্দ 

ঘ) জোড়া শব্দ 

উত্তর : ক 

২) দ্বিরুক্তির আরেক নাম কি ? 

ক) দ্বিতীয় উক্তি 

খ) অনুক্ত শব্দ 

গ) শব্দ দ্বৈত 

ঘ) শব্দযুগল 

৩) দ্বিরুক্ত শব্দ গুলো কোন ধরনের অর্থ প্রকাশ করে ? 

ক) কালনিরপেক্ষ 

খ) বিপরীতার্থক 

গ) নিরর্থক 

ঘ) বিশেষ বা সম্প্রসারিত 

উত্তর : ঘ 

৪) “ আমার জ্বর জ্বর লাগছে “ – কোন শব্দের উদাহরণ ? 

ক) দ্বিরুক্ত শব্দ 

খ) দেশি শব্দ 

গ) তদ্ভব শব্দ 

ঘ) তৎসম শব্দ 

উত্তর : ক 

৫) দ্বিরুক্ত শব্দ কয় প্রকার ? 

ক) দুই

খ) তিন 

গ) চার 

ঘ) পাঁচ 

উত্তর : খ 

৬)  “ সমার্থক “ শব্দ যোগে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে? 

ক) ভালোমন্দ 

খ) তোড়জোড় 

গ) ধন-দেীলত 

ঘ) আমির-ফমির 

উত্তর : গ 

৭) কোনটি বিপরীতার্থক দ্বিরুক্ত শব্দ ? 

ক) ভালভাল 

খ) দেনা-পাওনা 

গ) মনে মনে 

ঘ) মিটির মিটির 

উত্তর : খ 

৮) আধিক্য বোঝাতে বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার কোনটি ? 

ক) রাশি রাশি ধান 

খ) কাল কাল মেঘ 

গ) ঝির ঝির বাতাস 

ঘ) উডু উডু মন 

উত্তর: ক 

৯) “ রাশি রাশি ধান “ কোন অর্থে দ্বিরুক্ত? 

ক) আধিক্য অর্থে 

খ) সামান্য অর্থে 

গ) তীব্রতা অর্থে

ঘ) ধারাবাহিক  অর্থে 

উত্তর : ক 

১০) “ আমি আজ জ্বর জ্বর বোধ করছি “ – এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী অর্থ বুঝানো হয়েছে ? 

ক) সামান্য 

খ) আধিক্য 

গ) আতিশয্য 

ঘ) ধারাবাহিকতা 

উত্তর : ক 

১১) “ দেখেছে “ তার কবি কবি ভাব “ । – এ বাক্যে কী বুঝাতে দ্বিরুক্তি ব্যবহার হয়েছে ? 

অথবা, “ মাহমুদের কবি কবি ভাব “ – এখানে “ কবি কবি “ কোন অর্থে দ্বিরুক্ত হয়েছে ? 

ক) আধিক্য বোঝাতে 

খ) আগ্রহ বোঝাতে 

গ) সঠিকতা বোঝাতে 

ঘ) সামান্যতা বোঝাতে 

উত্তর : ক 

১২) আধিক্য অর্থে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে ? 

ক) জ্বর জ্বর 

খ) শীত শীত 

গ) ধামা ধামা 

ঘ) টক টক 

১৩) “ রাশি “ শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায় ? 

ক) সামান্য 

খ) আধিক্য 

গ) শূন্য 

ঘ) আতিশয্য 

উত্তর : খ 

১৪) দ্বিরুক্ত নির্ণয়ে কোনটি ঠিক ? 

ক) “ বার বার সেই কামান গর্জন” – ভাবের গভীরতা 

খ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির- ধ্বনির ব্যঞ্জনা 

গ) কাদা কাদা মাঠ- সামান্য 

ঘ) লোকটি হাড়ে হাড়ে শয়তান – সতর্কতা 

উত্তর : গ 

১৫) দ্বিরুক্তি নির্ণয়ে কোনটি সঠিক ? 

ক) বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তুলছে – ভাবের গভীরতা 

খ) নামিল নভে বাদল ছলছল বেদনায় – বিশেষ্য 

গ) চিকচিক করে বালি কোথায় নাহি কাদা – ক্রিয়া 

ঘ) থেকে থেকে শিশুটি কাঁদছে – কালের বিস্তর 

উত্তর :ঘ 

১৬) “ তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছে “ – “ বাড়ি বাড়ি “ কোন অর্থ প্রকাশ করেছে ? 

ক) আগ্রহ 

খ) সামান্যতা 

গ) ভাবের গভীরতা 

ঘ) ধারাবাহিকতা 

উত্তর : ঘ 

১৭) “ কবি কবি ভাব , কিন্তু ছন্দের অভাব “ – এ বাক্যে “ কবি কবি “ কী অর্থে ব্যবহার হয়েছে ? 

ক) ভালো অর্থে 

খ) কবির মত অর্থে 

গ) উপহাস অর্থে 

ঘ) পুনরাবৃত্তি অর্থে 

উত্তর : গ 

১৮) “ লাল লাল ফুল “ – বাক্যে কী অর্থে দ্বিরুক্ত হয়েছে ? 

ক) শূন্য 

খ) একবচন 

গ) বহুবচন 

ঘ) ঈষৎ 

উত্তর: গ 

১৯) “ ছোট ছোট ডাল কেটে ফেলো “ – বাক্যে কোন অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে ? 

ক) আধিক্য 

খ) সামান্যতা 

গ) তীব্রতা 

ঘ) বিশেষ্য 

উত্তর : ক 

২০) নুসরাত গরম গরম হালিম পছন্দ করে – এখানে ” গরম গরম “ কী অর্থে দ্বিরুক্তির হয়েছে ? 

ক) আধিক্য 

খ) সামান্যতা 

গ) তীব্রতা 

ঘ) কল্পনা 

উত্তর : গ 

২১) সামান্যতা বুজাতে বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে ? 

ক) কালো কালো চেহারা 

খ) কবি কবি ভাব 

গ) রাশি রাশি ধন

ঘ) গরম গরম জিলাপি 

উত্তর: ক 

২২) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির – কোন অর্থে দ্বিরুক্তি? 

ক) ভাবের গভীরতা

খ) বিশেষণ বুঝাতে

গ) ধ্বনি ব্যঞ্জনা

ঘ) সামান্যতা

উত্তর: খ 

২৩) কোন বাক্যে ক্রিয়া বিশেষণের দ্বিরুক্ত হয়েছে? 

ক) কালো কালো চেহারা 

খ) তোমার নেই নেই ভাব গেল না 

গ) ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে 

ঘ)  ফোড়াটা টনটন করছে 

উত্তর : গ 

২৪) কোন শব্দটিতে ক্রিয়াপদের দ্বিরুক্ত ঘটেছে? 

ক) কাকে কাকে 

খ) যার যার 

গ) কেমন কেমন 

ঘ) হেসে হেসে 

উত্তর : ঘ 

২৫) কোন বাক্যে ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তি রূপে ব্যবহার হয়েছে ? 

ক) বৃষ্টি পড়ে টাপুর টুপুর 

খ) শিশুটি ধীরে ধীরে যায় 

গ) ডেকে ডেকে হয়রান হয়েছি 

ঘ) চিকমিক করে বালি 

উত্তর : গ 

২৬) পেীন:পুনিকতা বুঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি ? 

ক) ছোট ছোট ডাল কেটে ফেলো 

খ) ঝির ঝির বাতাস বইছে 

গ) ধীরে ধীরে যাও 

ঘ) ডেকে ডেকে হয়রান হয়েছি 

উত্তর :ঘ 

২৭) নিচের কোনটি কিয়া বাচক শব্দের দ্বিরুক্তি ? 

ক) বৃষ্টি পড়ে টাপুর টুপুর 

খ) ঝির ঝির বাতাস বইছে 

গ) ধীরে ধীরে যাও 

ঘ) ডেকে ডেকে হয়রান হয়েছি 

উত্তর : ঘ 

২৮) “ বার বার সে কামান গর্জে উঠল “ –  এ বাক্যের দ্বিরুক্ত শব্দটি কোন অর্থে প্রকাশ করেছে ? 

ক) ক্রিয়া বিশেষণ 

খ) তীব্রতা 

গ) আধিক্য 

ঘ) পেীন:পুনিকতা 

উত্তর: ঘ 

২৯) বিশেষণ বুঝাতে অব্যয় শব্দের দ্বিরুক্তি হয়েছে কোন বাক্যটিতে ? 

অথবা, কোন বাক্যে অব্যয়ের দ্বিরুক্তি হয়েছে ? 

ক) আমি জ্বর জ্বর বোধ করছি 

খ) ভালো ভালো আম নিয়ে এসো 

গ) দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো 

ঘ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির 

উত্তর : ঘ 

৩০) ভাবের গভীরতা বুঝাতে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে কোনটিতে ? 

ক) ছি ছি, তুমি কি করেছ? 

খ)ঝির ঝির করে বাতাস বইছে 

গ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির 

ঘ) বারবার কামান গর্জে উঠল 

উত্তর : ক 

৩১) ধ্বনি ব্যঞ্জনা বুঝাতে কোন দ্বিরুক্তির ব্যবহার হয়েছে ? 

ক) ডেকে ডেকে হয়রান হয়েছি 

খ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির 

গ) বৃষ্টি পড়ে টাপুর টুপুর 

ঘ) গা ছমছম করছে 

উত্তর : গ 

৩২) কোন দ্বিরূক্তটি অব্যয়বাচক ? 

ক) উড়ু উড়ু 

খ) কেউ কেউ 

গ) নেই নেই 

ঘ) মিটির মিটির 

উত্তর: ঘ 

৩৩) কোনটি  অনুকার অব্যয়ের দ্বিরুক্ত ? 

ক) যায় যায় 

খ) কে কে 

গ) উঁচায় নিচায় 

ঘ) ঢং ঢং 

উত্তর: ঘ 

৩৪) তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল- এখানে  “ হায় হায় “ অব্যয়ের দ্বিরুক্ততে কোনটি বোঝানো হয়েছে ? 

ক) ভাবের গভীরতা

খ) অনুভূতি

গ) আধিক্য

ঘ) সামান্যতা

উত্তর: ক 

৩৫) অনুভূমিকজাত ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ কোনটি? 

ক) ঝিম ঝিম 

খ) টুপটাপ 

গ) মিউ মিউ 

ঘ) সাঁ সাঁ 

উত্তর: ক 

৩৬) ঝিরঝির করে বাতাস বইছে – এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থে প্রকাশ করছে ? 

ক) ভাবের গভীরতা 

খ) সাম্যানতা 

গ) পেীন:পুনিকতা 

ঘ) ধ্বনিব্যঞ্জনা 

উত্তর: ঘ 

৩৭) কোন দ্বিরুক্তিটি সঠিক তথ্য প্রকাশ করেছে? 

ক) আবার আবার সেই কামান গর্জন – ভাবের গভীরতা 

খ) কাঁদা কাঁদা মাঠ – পেীন:পুনিকতা 

গ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির – বিশেষণ বোঝাতে 

ঘ) লোকটি হাড়ে হাড়ে বদমাশ – সতর্কতা 

উত্তর : গ 

৩৮) “ বৃষ্টি পড়ে টাপুর টুপুর “ – এ বাক্যে “ টাপুর টুপুর “ কোন পদ ? 

ক) বিশেষ্য 

খ) অব্যয় 

গ) ক্রিয়া

ঘ) সর্বনাম

উত্তর: খ 

৩৯) কোনটি যুগ্মরীতির দ্বিরূক্ত ? 

ক) গরম গরম 

খ) ঝমঝম 

গ) মিটির মিটির 

ঘ) টুপটাপ 

উত্তর : ঘ 

৪০) কোনটি ভিন্নার্থক শব্দ যোগে দ্বিরুক্ত শব্দ ? 

ক) জন্ম-মৃত্যু 

খ) বন জঙ্গল 

গ) হাতাহাতি 

ঘ) ডালভাত 

উত্তর : ঘ 

৪১) যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দের উদাহরণ কোনটি ? 

ক) বাছাবাছা 

খ) জেদাজেদী 

গ) কুহুকুহু 

ঘ) রাশিরাশি 

উত্তর : খ 

৪২) কোন দ্বিরুক্তিটি অন্তস্বরের পরিবর্তন করে গঠিত হয়েছে? 

অথবা, শব্দের অন্তস্বরের পরিবর্তন করে দ্বিরুক্তি গঠিত হয়েছে কোন শব্দে ? 

ক) মারামারি / সরাসরি 

খ) মিটমাট 

গ) ডর-ভয় 

ঘ) জারিজুরি 

উত্তর : ক 

৪৩) শব্দের অন্তস্বরের পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কোনটি ? 

ক) নিশপিশ 

খ) জেদাজেদি 

গ) জারিজুরি 

ঘ) চুপচাপ 

উত্তর : খ 

৪৪) দ্বিরুক্তি গঠনের সময় আদিস্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে ? 

ক) মারামারি 

খ) ছটফট 

গ) চুপচাপ 

ঘ) চাল-চলন 

উত্তর : গ 

৪৫) “ ডাল ভাত “ কেমন অর্থের শব্দ যোগে দ্বিরুক্ত হয়েছে ? 

অথবা, “ ডাল ভাত “ – কোন অর্থে দ্বিরুক্ত ? 

ক) সমার্থক

খ)   মিলনার্থক 

গ) বিপরীতার্থক 

ঘ) ভিন্নার্থক 

উত্তর : ঘ 

৪৬) যুগ্মরীতিতে দ্বিরুক্ত গঠনের ক্ষেত্রে শব্দের আদিস্বর পরিবর্তন হয়েছে কোন গুলোতে ? 

ক) ডালভাত, তালাচাবি , অলিগলি 

খ) চুপচাপ , মিটমাট , জারিজুরি 

গ) মারামারি , হাতাহাতি , সরাসরি 

ঘ) চালচলন, রীতিনীতি, বন জঙ্গল 

উত্তর : খ 

৪৭) দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে ? 

ক) ছটফট 

খ) ফিটফাট 

গ) সরাসরি 

ঘ) খটাখট 

উত্তর : ক 

৪৮) বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহার কে বলা হয়- 

ক) ধ্বন্যাত্মক দ্বিরূক্ত 

খ) অনুকার দ্বিরুক্ত 

গ) পদাত্মক দ্বিরুক্ত 

ঘ) বাক্যের দ্বিরুক্ত 

উত্তর : গ 

৪৯) ভিন্নার্থক শব্দ যোগে কোন দ্বিরুক্ত শব্দটি গঠিত হয়েছে ? 

ক) চাল-চলন 

খ) ছটফট 

গ) বন জঙ্গল 

ঘ) কোনোটিই নয় 

উত্তর :ঘ 

৫০) যুগ্মরীতিতে দ্বিরুক্ত পদ গঠিত হয়েছে কোনটিতে ? 

ক) হাতে-হাতে 

খ) ভয়ে ভয়ে 

গ) রীতি-নীতি 

ঘ) চাল-চলন 

উত্তর : গ 

৫১) কোনটি পদাত্মক দ্বিরুক্তর উদাহরন ? 

ক) দিন দিন 

খ) রোজ রোজ 

গ) হাতে হাতে 

ঘ) শুনশান 

উত্তর : গ 

৫২) “ ডেকে ডেকে হয়রান হয়েছি  “ – কোন পদের দ্বিরুক্তি ? 

ক) হেসে হেসে 

খ) কাকে কাকে 

গ) ভাইয়ে ভাইয়ে 

ঘ) ভালোয় ভালোয় 

উত্তর : গ 

৫৩) বিশিষ্টার্থক  বাগধারার দ্বিরুক্ত শব্দের ব্যবহার হয়েছে কোন বাক্যে ? 

ক) ভয়ে গা ছমছম করছে 

খ) মেয়েটিকে চোখে চোখে রেখো 

গ) ভালো ভালো আম এনো 

ঘ) বৃষ্টি পড়ে টাপুর টুপুর 

উত্তর : খ 

৫৪) “ লোকটা হারে হারে বদমাশ “ – এখানে “ হাড়ে হাড়ে “ দ্বিরুক্ত শব্দটি কি অর্থ প্রকাশ করেছে ? 

অথবা , “ লোকটা হাড়ে হাড়ে শয়তান “ – কী অর্থে বাক্যটিতে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ রয়েছে ? 

ক) ভাবের প্রগাঢ়তা 

খ) আধিক্য 

গ) কালের বিস্তার 

ঘ) সতর্কতা

উত্তর : খ 

৫৫) কোন দ্বিরুক্তিটিতে আধিক্য বোঝায় ? 

ক) ছেলেটিকে চোখে চোখে রেখো 

খ) থেকে থেকে শিশুটি কাঁদছে 

গ) লোকটি হাড়ে হাড়ে শিক্ষা পেয়েছে 

ঘ) কোনোটিই নয় 

উত্তর : গ 

৫৬) দুটি বস্তুর ধ্বনির অনুকার ? 

অথবা, ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনটি ? 

ক) ঠা ঠা 

খ) ট্যা ট্যা 

গ) হু হু 

ঘ) হি হি 

উত্তর : গ 

৫৭) কোন দ্বিরুক্তিটি ধ্বনাত্মক 

ক) শন্ শন্ / মিউমিউ 

খ) শীতশীত 

গ) পড়োপড়ো 

ঘ) হাতে-নাতে 

উত্তর : ক 

৫৮) নিচের কোনটি ধ্বনাত্মক দ্বিরুক্তি শব্দ ? 

ক)  ঝনঝন / ঘেউ ঘেউ 

খ) চুপচাপ 

গ) ধীরে ধীরে 

ঘ) হাতে-নাতে 

উত্তর : ক 

৫৯) কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ ? 

ক) ঝিকিমিকি 

খ) মারামারি 

গ) ছটফট 

ঘ) চালচলন 

উত্তর : ক 

৬০) কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ ? 

ক) হাটে হাটে 

খ) টপাটপ 

গ) উড়ু উড়ু 

ঘ) বার বার  

উত্তর : খ 

৬১) কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ ? 

ক) খেলাধুলা 

খ) রাশি রাশি 

গ) নরম নরম 

ঘ) হাপুস হুপুস 

উত্তর : ঘ 

৬২) “ চিকচিক করে বালি কোথা নাই কাদা “ – এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ? 

অথবা , চিকচিক করে বালি কোথা নাই কাদা –  এ বাক্যের দ্বিরুক্ত শব্দ “  চিক চিক “  কোন ধরনের পদ ? 

ক) বিশেষ্যের বিশেষণ 

খ) অব্যয় এর বিশেষণ 

গ) বিশেষণের বিশেষণ 

ঘ) ক্রিয়া বিশেষণ 

উত্তর : ঘ 

৬৩) “ কলকলিয়ে উঠল সেখায় নারীর প্রতিবাদ “ – এখানে  ধ্বন্যাত্মক দ্বিরুক্তটি  কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ? 

ক) বিশেষ্য

খ)  বিশেষণ 

গ)  ক্রিয়া 

ঘ)  ক্রিয়া বিশেষণ

উত্তর: গ  

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক

Professor Primary Assistant Teacher book লিংক

ইংরেজি

ইংরেজি ব্যাকরণ

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Parts of Speech বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Article বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Appropriate Preposition  বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Preposition বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Right forms of verb বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Voice বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Narration বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Phrase and Idioms বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
prefix and suffix বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Word Meaning বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Synonym-Antonym বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Spelling বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Translation /Vocabulary বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Sentence Correction বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
English literature বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
One word Substitutions বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহবিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

চাকুরি

    Leave a Comment