১। দুটি অসমান ভেক্টরের লব্ধি কি শূন্য হতে পারে—ব্যাখ্যা করো।
উত্তর : দুটি অসমান ভেক্টরের লব্ধির মান কখনো শূন্য হতে পারে না। কারণ দুটি অসমান ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান হলো ভেক্টরদ্বয়ের মানের বিয়োগফলের সমান, যা কখনো শূন্য হতে পারে না।
২। দুটি ভেক্টর কখন সমান্তরাল হয়? বিশ্লেষণ করো।
উত্তর : মান শূন্য নয় এমন দুটি ভেক্টরের ক্রস গুণন শূন্য হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হয়।
৩। দুটি ভেক্টর কখন পরস্পর লম্ব হয়? বিশ্লেষণ করো।
উত্তর : মান শূন্য নয় এমন দুটি ভেক্টরের ডট গুণন শূন্য হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হয়।
৪। গাড়ির টায়ারের বাইরের দিক খাঁজযুক্ত করে তৈরি করা হয় কেন?
উত্তর : খাঁজ গাড়িকে যথাযথভাবে চালনা করার জন্য প্রয়োজনীয় ঘর্ষণ বল লাভ করতে সহায়তা করে। টায়ারের খাঁজ থাকার ফলে টায়ার রাস্তাকে ভালোভাবে আঁকড়ে ধরে। এতে গাড়িটি স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল অবস্থায় অথবা গতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে পারে। খাঁজ না থাকলে টায়ার পিছলে যেত। তাই গাড়ির সঠিক গতির জন্য এবং যথাযথভাবে চালনা করার জন্য টায়ারের বাইরের দিক খাঁজযুক্ত করে তৈরি করা হয়।
৫। খোলা অবস্থায় বায়ুপূর্ণ বেলুন ছেড়ে দিলে খোলা মুখের বিপরীত দিকে ছুটতে থাকে কেন?
উত্তর : বেলুন চেপে ধরে খোলা মুখ দিয়ে বায়ু বের করার সময় বায়ুর ওপর একটি বল প্রয়োগ করা হয়। ফলে খোলা মুখ দিয়ে বায়ু সজোরে বেরিয়ে আসে। নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে এ সময় বায়ুও বেলুনের ওপর একটি বিপরীতমুখী বল প্রয়োগ করে। তাই বায়ুপূর্ণ বেলুনের মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে খোলা মুখের বিপরীত দিকে ছুটতে থাকে।
৬। শক্ত মাটির চেয়ে বালুকাময় নরম মাটিতে হাঁটা কষ্টকর কেন?
উত্তর : বালুকাময় নরম মাটির ওপর পা যথেষ্ট বল প্রয়োগ করতে পারে না। ফলে পায়ের ওপর নরম মাটির প্রতিক্রিয়া বল এবং সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ কম হয়। এ জন্য বালুকাময় নরম মাটিতে হাঁটা কষ্টকর।
৭। একজন দৌড়বিদ দৌড়ের শুরুতে সামনের দিকে ঝুঁকে থাকে কেন? ব্যাখ্যা করো।
উত্তর : ভূমির প্রতিক্রিয়া বল ভূমির সঙ্গে কম কোণ উৎপন্ন করে। ফলে ভূমির প্রতিক্রিয়া বল এর অনুভূমিক উপাংশ বেশি হয় বিধায় দৌড়বিদ সামনের দিকে বেশি বল অনুভব করে এবং গতিশীল হয়। তাই দৌড়বিদ দৌড়ের শুরুতে সামনের দিকে ঝুঁকে থাকে।
৮। ভর ও জড়তার ভ্রামকের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।
উত্তর : ভর ও জড়তার ভ্রামকের মধ্যে পার্থক্য হলো ভর বস্তুর রৈখিক গতির পরিবর্তনে বাধার সৃষ্টি করে, অপরপক্ষে জড়তার ভ্রামক বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তনে বাধার সৃষ্টি করে।
৯। একজন নৃত্যশিল্পী নাচতে গিয়ে ঘূর্ণনের সময় দুই হাত ভাঁজ করে নেয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর : যেহেতু হাত ভাঁজ করলে ব্যাসার্ধ কমে যায়। তাই জড়তার ভ্রামক কমে যায়। জড়তার ভ্রামক কমে গেলে কৌণিক বেগ বেড়ে যায়। সে জন্য নৃত্যশিল্পী কম শক্তিতে বেশি কৌণিক বেগে ঘুরতে পারেন। তাই তিনি ঘূর্ণনের সময় হাত ভাঁজ করে নেন।
১০। বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর কেন্দ্রমুখী বল ব্যাসার্ধের পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয়—ব্যাখ্যা করো।
উত্তর : বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর কেন্দ্রমুখী বল ব্যাসার্ধের পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয়। কারণ কেন্দ্রমুখী বল ব্যাসার্ধের সমানুপাতিক। সে জন্য কেন্দ্রমুখী বল বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধিতে বৃদ্ধি পায় এবং ব্যাসার্ধ হ্রাসে হ্রাস পায়।
১১। বক্রপথে যানবাহন চলার জন্য বাঁকের মুখে রাস্তায় ব্যাংকিংয়ের প্রয়োজন হয় কেন?
উত্তর : অনুভূমিক রাস্তা বা রেললাইনের মোড় বা বাঁক নিতে হলে বাঁকের স্থলে রাস্তার বাঁকের ভেতরের দিকে নিচু এবং বাইরের দিকে উঁচু করে রাস্তা ঢালু করা থাকে। একে রাস্তার ব্যাংকিং বলে।
এখন চলন্ত গাড়ি বা যানবাহনকে বক্রপথে বাঁক নেওয়ার সময় বাঁকের কেন্দ্রের দিকে হেলে থাকতে হয়। কারণ বক্রপথে চলার সময় একটি কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়, যা সমতল রাস্তার চেয়ে অপেক্ষাকৃত কম থাকে। ফলে গতিশীল গাড়ি বা যানবাহন কেন্দ্রের বাইরে উল্টে পড়ে। তাই প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল জোগান দেওয়ার জন্য এবং গতি জড়তাকে প্রশমিত করে বক্রপথে গাড়ি বা যানবাহনকে ঘোরানোর জন্য বক্রপথে ব্যাংকিং তথা রাস্তার বাঁকে ভেতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত উঁচু করে তৈরি করার প্রয়োজন হয়।
১২। বল ও সরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে কি না—ব্যাখ্যা করো।
উত্তর : পারে, যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ সমকোণ হয়। কারণ তখন কাজ W = Frcos900 = 0 (শূন্য) হয়।
১৩। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, কিন্তু কোনো কাজ করছে না। কেন?
উত্তর : সূর্য ও পৃথিবীর মধ্যকার মহাকর্ষ বলের সঙ্গে পৃথিবীর সরণ লম্বিক হয়; অর্থাৎ q = 900 হয়। ফলে মহাকর্ষ বলের দিকে পৃথিবীর সরণের অনুভূমিক উপাংশের মান হয় rcos900। তাই সে ক্ষেত্রে কাজ, W = Frcos900 = 0 (শূন্য) হয়।
১৪। ঢিল মারলে জানালার কাচ টুকরা টুকরা হয়ে যায়; কিন্তু বন্দুক দ্বারা গুলি করলে একটি ছোট গর্ত হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর : ঢিলের বেগের চেয়ে বন্দুকের গুলির বেগ অনেক বেশি। তাই কাচের সঙ্গে ঢিলের সংঘর্ষকাল, গুলির সংঘর্ষকাল অপেক্ষা অনেক বেশি। ফলে ঢিলের গতিশক্তি সমগ্র কাচে ছড়িয়ে পড়ে। এ কারণে কাচটি টুকরা টুকরা হয়ে যায়। পক্ষান্তরে গুলির সংঘর্ষকাল অনেক কম হওয়ায় গুলির গতিশক্তি শুধু সংঘর্ষের স্থানে সীমাবদ্ধ থাকে। ফলে কাচে গুলির পরিমাপ অনুযায়ী ছোট গর্ত হয়।
১৫। কোনো বস্তুর শক্তি থাকলে ভরবেগ না-ও থাকতে পারে; কিন্তু ভরবেগ থাকলে অবশ্যই শক্তি থাকবে—ব্যাখ্যা করো।
উত্তর : ভূ-পৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত কোনো স্থির বস্তুর স্থিতিশক্তি তথা শক্তি থাকে; কিন্তু সেখানে বেগ না থাকায় ভরবেগ থাকে না। আবার কোনো বস্তুর ভরবেগ থাকলে অবশ্যই বেগ থাকবে। আর বেগ থাকলে অবশ্যই বস্তুর গতিশক্তি তথা শক্তি থাকবে।
১৬। অভিকর্ষীয় বল অথবা, মহাকর্ষ বল সংরক্ষণশীল বল—ব্যাখ্যা করো।
উত্তর : (ক) অভিকর্ষ বল (বা মহাকর্ষ বল) দ্বারা কৃতকাজ আদি ও কোষ শেষ অবস্থানের ওপর নির্ভর করে; কিন্তু গতি পথের ওপর নয়। (খ) এই বল দ্বারা কৃতকাজ পুনরুদ্ধার করা যায়।
(গ) এই বল দ্বারা পূর্ণচক্র পরিভ্রমণে মোট কাজ শূন্য হয়। এসব কারণে অভিকর্ষ বল (বা মহাকর্ষ বল) সংরক্ষণশীল বল; কিন্তু অসংরক্ষণশীল বল নয়।
১৭। ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল—ব্যাখ্যা করো।
উত্তর : ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ আদি ও শেষ অবস্থানের ওপর নির্ভর করে না; বরং গতিপথের ওপর নির্ভর করে। ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ পুনরুদ্ধার করা সম্ভব নয়। এসব কারণে ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল কিন্তু সংরক্ষণশীল বল নয়।
১৮। সেকেন্ড দোলক মানেই সরল দোলক; কিন্তু সরল দোলক মানেই সেকেন্ড দোলক নয়—ব্যাখ্যা করো।
উত্তর : সেকেন্ড দোলক এক প্রকার দোলক, যার দোলনকাল শুধু দুই সেকেন্ড। কিন্তু সব সরল দোলকের দোলনকাল দুই সেকেন্ড নয়। যেসব সরল দোলকের দোলনকাল শুধু দুই সেকেন্ড হয়, সেই সব সরল দোলককে শুধু সেকেন্ড দোলক বলা হয়।
১৯। একটি দোলন ঘড়ি শীতকালে দ্রুত এবং গ্রীষ্মকালে ধীরে চলে কেন?
উত্তর : শীতকালে দোলক ঘড়ির সরু তারে দৈর্ঘ্য কমে যায় এবং গ্রীষ্মকালে সরু তারের দৈর্ঘ্য বেড়ে যায়। সুতরাং শীতকালে দোলক ঘড়ির দোলনকাল কমে যায় এবং ঘড়ি দ্রুত চলে। গ্রীষ্মকালে দোলক ঘড়ির দোলনকাল বেড়ে যায় এবং ঘড়ি ধীরে চলে।
২০। সব পর্যাবৃত্ত গতি সরল দোলন গতি নয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর : সব পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি হয় না। যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণা পর্যায়কালের অর্ধেক সময় তার গতিপথের একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গমন করে ওই পর্যায়বৃত্ত গতি হবে স্পন্দন গতি বা দোল গতি। আর এই স্পন্দন গতি বা দোল গতিসম্পন্ন কণার গতি যদি তার গতিপথের যেকোনো মুহূর্তে ত্বরণ সাম্যাবস্থা হতে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয় শুধু সেই ধরনের স্পন্দন গতি বা দোল গতিসম্পন্ন পর্যাবৃত্ত গতি হবে সরল দোল গতি। এ ছাড়া অন্য সব পর্যাবৃত্ত গতি সরল দোলন গতি নয়।
২১। দোলায়ওমান দোলনার শিশুর পাশে আরো একটি শিশু, একই অবস্থানে পাশাপাশি বসলে দোলনার পর্যায়কালের পরিবর্তন হবে কি না—ব্যাখ্যা করো।
উত্তর : হবে না; কারণ সরল দোলন গতিসম্পন্ন দোলনার পর্যায়কাল তার ওজন বা ভরের ওপর নির্ভর করে না।
২২। সরল দোল গতির ক্ষেত্রে সাম্যাবস্থানে ববের বেগ সর্বনিম্ন কি না—ব্যাখ্যা দাও।
উত্তর : সাম্যাবস্থানে ববের বেগ সর্বনিম্ন হয় না; বরং সর্বোচ্চ হয়। কারণ সাম্যাবস্থানে x = 0 হয়, তখন ববের বেগ, যা সর্বোচ্চ মান নির্দেশ করে।
২৩। গরমের দিনে একই তাপমাত্রায় কক্সবাজার অপেক্ষা দিনাজপুরে অধিক স্বস্তিবোধ হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর : কক্সবাজার সমুদ্র উপকূলবর্তী এলাকা বলে এই এলাকার বায়ুর আপেক্ষিক আর্দ্রতার মান বেশি; আর দিনাজপুর সমুদ্র উপকূল থেকে অনেক দূরে বলে এই এলাকায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হয়। ফলে শরীরের ঘাম দ্রুত শুকিয়ে যায় এবং আমাদের স্বস্তিবোধ হয়।
যে কোনো জব এর জন্য গুরুপূন
১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
ইংরেজি
ইংরেজি ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
Parts of Speech | প্রশ্ন ও উত্তর লিংক | Abbreviations or Elaboration Terms | প্রশ্ন ও উত্তর লিংক |
Article | প্রশ্ন ও উত্তর লিংক | One word Substitutions | প্রশ্ন ও উত্তর লিংক |
Appropriate Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | English literature | প্রশ্ন ও উত্তর লিংক |
Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | Sentence Correction | প্রশ্ন ও উত্তর লিংক |
Right forms of verb | প্রশ্ন ও উত্তর লিংক | Translation /Vocabulary | প্রশ্ন ও উত্তর লিংক |
Voice | প্রশ্ন ও উত্তর লিংক | Spelling | প্রশ্ন ও উত্তর লিংক |
Narration | প্রশ্ন ও উত্তর লিংক | Synonym-Antonym | প্রশ্ন ও উত্তর লিংক |
Phrase and Idioms | প্রশ্ন ও উত্তর লিংক | Word Meaning | প্রশ্ন ও উত্তর লিংক |
prefix and suffix | প্রশ্ন ও উত্তর লিংক | প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
বাংলা
বাংলা ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
সন্ধি | প্রশ্ন ও উত্তর লিংক | শেখ হাসিনা | প্রশ্ন ও উত্তর লিংক |
বিপরীত শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান | প্রশ্ন ও উত্তর লিংক |
সমার্থক শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | জাতীর ৪ নেতা | প্রশ্ন ও উত্তর লিংক |
শুদ্ধ বানান | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন চুক্তি বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত | প্রশ্ন ও উত্তর লিংক |
এককথায় প্রকাশ | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ সেক্টর | প্রশ্ন ও উত্তর লিংক |
তৎসম অর্ধতৎসম তদ্ভব বিদেশী ও দেশি শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | রােহিঙ্গা সমস্যা | প্রশ্ন ও উত্তর লিংক |
উপসর্গ | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের জনপদ | প্রশ্ন ও উত্তর লিংক |
সমাস | প্রশ্ন ও উত্তর লিংক | সংবিধান | প্রশ্ন ও উত্তর লিংক |
বাগধারা, প্রবাদ ও প্রবচন | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ | প্রশ্ন ও উত্তর লিংক |
কারক-বিভক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের ভৌগলিক | প্রশ্ন ও উত্তর লিংক |
যুক্ত বর্ণের | প্রশ্ন ও উত্তর লিংক | কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যু | প্রশ্ন ও উত্তর লিংক |
ধ্বনি, বর্ণ | প্রশ্ন ও উত্তর লিংক | উপন্যাস/রচনাসমগ্র | প্রশ্ন ও উত্তর লিংক |
বাক্য (সরল, জটিল, যৌগিক) | প্রশ্ন ও উত্তর লিংক | ভাষা আন্দোল | প্রশ্ন ও উত্তর লিংক |
পদ নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক | বিখ্যাত স্থান | প্রশ্ন ও উত্তর লিংক |
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব | প্রশ্ন ও উত্তর লিংক | স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের চলচ্চিত্র | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
গণিত
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) | প্রশ্ন ও উত্তর লিংক | বীজগাণিতিক মান নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা | প্রশ্ন ও উত্তর লিংক | উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
ল.সা.গু, গ.সা.গু | প্রশ্ন ও উত্তর লিংক | ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য) | প্রশ্ন ও উত্তর লিংক | আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংকসমূহ, সরলরেখা | প্রশ্ন ও উত্তর লিংক |
অনুপাত:সমানুপাত | প্রশ্ন ও উত্তর লিংক | গাছের উচ্চতা/ মিনারের উচ্চতা | প্রশ্ন ও উত্তর লিংক |
সংখ্যা পদ্ধতি | প্রশ্ন ও উত্তর লিংক | মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিগত সালে প্রশ্ন | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপ ও পরিমান | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
কম্পিউটার
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তর | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | প্রশ্ন ও উত্তর লিংক |
কম্পিউটার | প্রশ্ন ও উত্তর লিংক | সেটেলাইট-১ | প্রশ্ন ও উত্তর লিংক |
LAN, WAN কম্পিউটার নেটওয়ার্ক | প্রশ্ন ও উত্তর লিংক | কম্পিউটার সংক্ষিপ্ত শব্দের পূর্ণরুপ | প্রশ্ন ও উত্তর লিংক |
গুগল | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীড | প্রশ্ন ও উত্তর লিংক |
৩জি,৪জি, ৫ জি | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
General Knowledge (GK) সাধারণ জ্ঞান ও বিজ্ঞান
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি | প্রশ্ন ও উত্তর লিংক | পুরস্কার ও সম্মাননা | প্রশ্ন ও উত্তর লিংক |
গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা | প্রশ্ন ও উত্তর লিংক | খেলাধুলা | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলার শাসন আমল | প্রশ্ন ও উত্তর লিংক | জিন-কোষ | প্রশ্ন ও উত্তর লিংক |
ভূপ্রকৃতি ও জলবায়ু | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন রোগব্যাধি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিখ্যাত উক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপক যন্ত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | রসায়ন | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নাম | প্রশ্ন ও উত্তর লিংক | ভূগোল | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবস | প্রশ্ন ও উত্তর লিংক | পদার্থ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী | প্রশ্ন ও উত্তর লিংক | জীববিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের মুদ্রা নাম | প্রশ্ন ও উত্তর লিংক | গাণিতিক পরিমাপের একক | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের আলােচিত ঘটনাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | সাধারণ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
সাম্প্রতিক সোস্যাল মিডিয়া | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | |
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন