ডিগ্রি ১ম বর্ষ দর্শন ১ম পত্র স্পেশাল সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] দর্শনের সমস্যা (Problems of Philosophy) সুপার সাজেশন দর্শন ১ম পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের Philosophy 1st paper Suggestion Degree 1st year Subject Code: 111701 |
ডিগ্রি ১ম বর্ষ দর্শন ১ম পত্র স্পেশাল সাজেশন
ডিগ্রী ১ম বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
ডিগ্রি ১ম বর্ষ: দর্শন ১ম পত্র – দর্শনের সমস্যাবলি (উত্তরসহ)
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তর: দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ তত্ত্বদর্শন তথা জগজ্জীবনের স্বরূপ উপলব্ধি।
২. “Metaphysics” এর বাংলা অর্থ কী?
উত্তর: “Metaphysics” এর বাংলা অর্থ পরাতত্ত্ব বা অধিবিদ্যা।
৩. “Ontology” এর বাংলা অর্থ কী?
উত্তর: “Ontology” এর বাংলা অর্থ সত্তাসম্পর্কীয় বিজ্ঞান।
৪. সত্তা সম্পর্কিত মতবাদগুলো কী কী ?
উত্তর: সত্তা সম্পর্কিত মতবাদগুলো হলো- ১. ভাববাদ, ২. বস্তুবাদ, ৩. একত্ববাদ, ৩. দ্বৈতবাদ ও ৫. বহুত্ববাদ।
৫. স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা কে?
উত্তর: স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা ফরাসি দার্শনিক হেনরি বার্গসোঁ
৬ জ্ঞেয় বস্তুর প্রকৃতি সংক্রান্ত মতবাদ দুটির নাম লেখ।
উত্তর: জ্ঞেয় বস্তুর প্রকৃতি সংক্রান্ত মতবাদ দুটির নাম- ১. ভাববাদ, ২. বাস্তববাদ।
৭. “ধর্ম হলো অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস।” উক্তিটি কার?
উত্তর: “ধর্ম হলো অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস।” উক্তিটি ই. বি. টেইলারের।
৮. ডেকার্ট কোন ধরনের দার্শনিক?
উত্তর: ডেকার্ট বুদ্ধিবাদী দার্শনিক।
৯. দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখ?
উত্তর: দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম হলো ডেকার্ট ও স্পিনোজা।
১০. “সব কিছুই ঈশ্বর; ঈশ্বরই সবকিছু”- উক্তিটি কার?
উত্তর: “সব কিছুই ঈশ্বর; ঈশ্বরই সবকিছু”- উক্তিটি স্পিনোজার।
১১. ডেকার্টকে কি সংশয়বাদী দার্শনিক বলা যায়?
উত্তর: হ্যাঁ, ডেকার্ট পদ্ধতিগত সংশয়বাদী দার্শনিক।
দর্শন ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
১২. ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তক কে?
উত্তর: ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তক রেনে ডেকার্ট।
১৩. ডেকার্টের মতে ধারণা কত প্রকার ও কী কী?
উত্তর: ডেকার্টের মতে ধারণা তিন প্রকার।
১৪. সহজাত ধারণা কী?
উত্তর: জন্মের সময় যেসব ধারনা ঈশ্বর আমাদের মনের মধ্যে গেঁথে দেন সেসব ধারণাকে সহজাত ধারণা বলে।
১৫. চিৎপরমাণুবাধের প্রবক্তা কে?
উত্তর: চিৎপরমাণুবাধের প্রবক্তা লাইবনিজ।
১৬. লক কোন ধরনের দার্শনিক?
উত্তর: লক অবিজ্ঞবাদী দার্শনিক।
১৭. লকের মতে জন্মের আমাদের মন কীসের মতো থাকে?
উত্তর: লকের মতে জন্মের আমাদের মন সাদা কাগজের মতো থাকে।
১৮. দুজন অবিজ্ঞবাদী দার্শনিকের নাম লেখ?
উত্তর: দুজন অবিজ্ঞবাদী দার্শনিকের নাম হল- জন লক ও ডেভিড হিউম।
১৯. বার্কলে কোন ধরনের দার্শনিক?
উত্তর: বর্কালে অবিজ্ঞতাবাদী ও আত্মগত ও ভাববাদী দার্শনিক।
২০. “A Treatise of Human Nature” গ্রন্থটির লেখক কে?
উত্তর: “A Treatise of Human Nature” গ্রন্থটির লেখক ডেভিড হিউম।
২১. “অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর।” এটি কার উক্তিটি?
উত্তর: “অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর।” উক্তিটি জর্জ বিশপ বার্কলির।
২২. কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন?
উত্তর: কান্ট জার্মান দেশের দার্শনিক ছিলেন?
২৩. দুজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখ?
উত্তর: দুজন প্রয়োগবাদী দার্শনিকের নাম হলেন উইলিয়াম জেমস ও জন ডিউঈ।
২৪. স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা কে?
উত্তর: স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা হেনরি বার্গসোঁ।
২৫. সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা কে?
উত্তর: সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা হলেন দার্শনিক হেনরি বার্গসোঁ।
২৬. একজন দ্বৈতবাদী দার্শনিকের নাম লেখ?
উত্তর: একজন দ্বৈতবাদী দার্শনিকের নাম হল রেনে ডেকার্ট।
২৭. নির্বিচারবাদ কী?
উত্তর: যে মতবাদ জ্ঞানের সীমা, উৎপত্তি, বৈধতা, শর্ত প্রভৃতিসম্পর্কে কোনো প্রশ্ন না করে বিচারবিযুক্তভাবে তা গ্রহণ করে তাই নির্বিচারবাদ।
২৮. ‘পূর্বপ্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ’ মতবাদটির প্রবক্তা কে?
উত্তর: পূর্বপ্রতিষ্ঠিত বা পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদের প্রবর্তকদার্শনিক লাইবনিজ।
৩০. একজন সর্বেশ্বরবাদী দার্শনিকের নাম লেখ?
উত্তর: সত্যতা সম্পর্কিত মতবাদগুলো হল- ১. অনুরূপতাবাদ, ২. সংগতিবাদ, ৩. স্বতঃপ্রতীতিবাদ ও ৪. প্রয়োগবাদ।
ডিগ্রী ১ম বর্ষের দর্শন ১ম পত্র বা দর্শনের সমস্যা পরীক্ষার সাজেশন 2024
#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত):
১। “আমি চিন্তা করি, সুতরাং আমি আছি” – উক্তিটি কার?
উঃ ডেকার্টের।
২। একজন সংশয়বাদী দার্শনিকের নাম লিখ।
উঃ বৃটিশ দার্শনিক হিউম।
৩। দুইজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লিখ।
উঃ ডেকার্ট ও স্পিনোজা।
৪। একজন সর্বেশ্বরবাদী দার্শনিকের নাম লিখ।
উঃ স্পিনোজা।
৫। একজন দৈতবাদী দার্শনিকের নাম লিখ।
উঃ রেনে ডেকার্ট।
অথবা, ডেকার্ত কোন ধরনের দার্শনিক?
উঃ দ্বৈতবাদী।
৬। লক কোন ধরনের দার্শনিক?
উঃ অভিজ্ঞতাবাদী।
৭। লকের মতে, গুণ কত প্রকার ও কি কি?
উঃ দুই প্রকার। যথা : মুখ্যগুণ ও গৌণগুণ।
৮। কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন?
উঃ জার্মান দার্শনিক।
৯। বার্কলী কোন ধরনের দার্শনিক?
উঃ আত্মগত ভাববাদী।
অথবা, বার্কলীর ভাববাদের নাম কি?
উঃ আত্মগত ভাববাদ।
১০। সজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা কে?
উঃ হেনরী বার্গসোঁ।
১১। সমান্তরালবাদের প্রবক্তা কে?
উঃ দার্শনিক স্পিনোজা।
১২। সজ্ঞাবাদের প্রথম প্রবক্তা কে?
উঃ হেনরী বার্গসোঁ।
১৩। “পূর্বপ্রতিষ্ঠিত শৃংখলাবাদ” মতবাদটির প্রবক্তা কে?
উঃ দার্শনিক লাইবনিজ।
১৪। লকের মতে জন্মের সময় আমাদের মন কিসের মত থাকে?
উঃ সাদা কাগজের মত থাকে।
১৫। আত্মার অমরত্ব সম্পর্কিত দুটি মতবাদের নাম লিখ।
উঃ তত্ত্ববিষয়ক নৈতিক যুক্তি ও ধর্মীয় যুক্তি।
১৬। “দর্শন” কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ গ্রিক দার্শনিক পিথাগোরাস।
১৭। দার্শনিক আলোচনার পদ্ধতি কি কি?
উঃ নির্বিচারবাদ, সংশয়বাদ, বিচারবাদ।
১৮। সত্য সম্পর্কিত মতবাদগুলো কি কি?
উঃ স্বঃপ্রতীতিবাদ, অনুরূপবাদ, সঙ্গতিবাদ, প্রয়োগবাদ।
১৯। “A Treatise of Human Nature” গ্রন্থটির লেখক কে?
উঃ ডেভিড হিউস।
২০। “A Critique of pure reason” গ্রন্থটির লেখক কে?
উঃ কান্ট।
২১। “Philos” And “Sophia” শব্দের অর্থ কি?
উঃ Philos – অনুরাগ বা ভালোবাসা এবং Sophia – জ্ঞান।
২২। “বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না” – উক্তিটি ।
উঃ জন লক।
২৩। “Ontology” এর বাংলা অর্থ কি?
উঃ তত্ত্ববিদ্যা।
২৪। “Metaphphysics” এর বাংলা অর্থ কি?
উঃ অধিবিদ্যা।
২৫। লক এর বিখ্যাত গ্রন্থের নাম কি?
উঃ Essays Concerning Human Understanding.
PDF Download দর্শন ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন 2024
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. দর্শন পাঠের গুরুত্ব ব্যাখ্যা কর।
২. দর্শন কীভাবে জীবনের সাথে সম্পর্কিত?
৩. জন লোক কীভাবে ডেকার্টের সহজাত ধারনা খন্ডন করেন?
৪. দর্শন কীভাবে ধর্মের সাথে সম্পর্কিত?
৫. লক কীভাবে মুখ্য ও গৌন গুণের পার্থক্য করেন?
৬. কান্টের জ্ঞানবিষয়ক মতামত ব্যাখ্যা কর।
৭. সংশয়বাদ কী?
৮. কান্ট কীভাবে অবিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয়সাধন করেন?
৯. প্রয়োগবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও।
১০. সৃষ্টিবাদ ও বিবর্তনবাদের মধ্যে পার্থক্য কর।
১১. যান্ত্রিক ও উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১২. সংক্ষেপে একত্ববাদ ব্যাখ্যা কর।
১৩. জড়বাদ কী?
১৪. ভাববাদ কী?
১৫. দেহ- মন সম্পর্কিত হিসেবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ব্যাখ্যা কর।
১৬. স্বতঃমূল্য ও পরতঃমূল্য কী?
১৭. স্বতঃমূল্য ও পরতঃমূল্য মধ্যে পার্থক্য কী?
১৮. মূল্য আত্মগত না বস্তুগত? ব্যাখ্যা কর।
১৯. ইচ্ছার স্বাধীনতা বলতে কী বুঝায়?
২০. ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতামত হিসেবে আত্মনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা কর।
দর্শন ১ম পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষ, ডিগ্রী ১ম বর্ষ দর্শন ১ম পত্র সাজেশন
#খ_বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন ডিগ্রি ১ম বর্ষ দর্শন ১ম পত্র স্পেশাল সাজেশন
১। দর্শন কিভাবে বিজ্ঞানের সাথে সম্পর্কিত? ১০০%
অথবা, দর্শন কিভাবে জীবনের সাথে সম্পর্কিত?
২। ভাববাদ ও বাস্তববাদের মধ্যে পার্থক্য কর। ১০০%
৩। জন লক কিভাবে ডেকার্টের সহজাত ধারণা খণ্ডন করেন? ১০০%
৪। ইচ্ছার স্বাধীনতা ও সহজাত ধারণা বলতে কি বুঝ? ১০০%
অথবা, সহজাত ধারণার বিপক্ষে তিনটি যুক্তি দাও।
৫। প্রয়োগবাদ কি? প্রয়োগবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
৬। দর্শনের পদ্ধতি হিসেবে নির্বিচারবাদ আলোচনা কর। ১০০%
৭। যান্ত্রিক ও উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের মধ্যে পার্থক্য কর। ৯৯%
৮। একত্ববাদ কি? সংক্ষেপে একত্ববাদ আলোচনা কর। ৯৯%
৯। ভাববাদ কি? বার্কলীয় আত্মগত ভাববাদ ব্যাখ্যা কর। ৯৯%
১০। বিবর্তনবাদ কি? যান্ত্রিক বিবর্তনবাদ ব্যাখ্যা কর। ৯৯%
১১। জড়বাদ ও সৃষ্টবাদ কাকে বলে? ৯৮%
2024 ডিগ্রী ১ম বর্ষের দর্শন ১ম পত্র পরীক্ষার সাজেশন, 2024 ডিগ্রী প্রথম বর্ষ দর্শন ১ম পত্র সাজেশন
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি ও উত্তর সংকেত
১. দর্শন কী? দর্শনের পরিধি আলোচনা কর।
২. দর্শনের পদ্ধতি হিসেবে সংশায়বাদ ব্যাখ্যা কর।
৩. দর্শনের বিরুদ্ধে আনীত আপত্তিগুলো দার্শনিকগণ কীভাবে খণ্ডন করেন?
৪. দর্শন কীভাবে বিজ্ঞানের সাথে সম্পর্কিত ব্যাখ্যা কর।
৫. দর্শনের সংজ্ঞা দাও। দর্শনের সাথে ধর্ম কীভাবে সম্পর্কিত?
৬. ভাববাদ কী? বার্কলির আত্মগত ভাববাদ ব্যাখ্যা কর।
৭. জ্ঞানের উৎপত্তিবিষয়ক মতবাদ হিসেবে বিচারবাদ আলোচনা কর।
৮. জ্ঞানের উৎপত্তিবিষয়ক মতবাদ হিসেবে অবিজ্ঞতাবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
৯. বার্গসোঁর স্বজ্ঞাবাদ আলোচনা কর।
১০. দেশ ও কাল বলতে কী বুঝায়? দেশ ও কাল বিষয়ীগত না বিষয়গত? আলোচনা কর।
১১. দেশ ও কালের স্বরূপ ব্যাখ্যা কর।
১২. প্রাণের স্বরূপ সম্পর্কীয় মতবাদ হিসেবেপ্রাণবাদ ব্যাখ্যা কর।
১৩. ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যেকোনো দুটি যুক্তি ব্যাখ্যা কর।
১৪. বিবর্তন কী? সৃজনমূলক বিবর্তনবাদ আলোচনা কর।
১৫. সমালোচনামূলক উন্মেষমূলক বিবর্তনবাদের আলোচনা কর।
১৬. সত্যতাসম্পর্কীয় অনুরূপতাবাদ ব্যাখ্যা কর।
১৭. অমঙ্গলসম্পর্কীয় মতবাদসমূহ ব্যাখ্যা কর।
১৮. মূল্য কাকে বলে? স্বতঃমূল্য ও পরতঃমূল্য ব্যাখ্যা ও পরক্ষিা কর।
১৯. সত্তাবিষয়ক মতবাদ হিসেবে একত্ববাদ ও দ্বৈতবাদ ব্যাখ্যা কর।
২০. ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে অনিয়ন্ত্রণবাদ ও স্বনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ_বিভাগ : রচনামূলক প্রশ্ন
১। দর্শনের সংজ্ঞা দাও। দর্শন কিভাবে ধর্মের সাথে সম্পর্কিত? ১০০%
২। মূল্য কি? মূল্য আত্মাগত না বস্তুগত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ১০০%
৩। বিবর্তন কি? সৃজনমূলক বিবর্তনবাদ আলোচনা কর। ১০০%
৪। আত্মার অমরত্ব কি? আত্মার অমরত্ব বিষয়ক যে কোনো দুটি যুক্তি আলোচনা কর। ১০০%
৫। জ্ঞানের উতপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাববাদ আলোচনা কর।১০০%
৬। দেশ ও কাল কি? দেশ – কাল বিষয়গত না বিষয়ীগত? আলোচনা কর। ১০০%
2024 ডিগ্রী প্রথম বর্ষ দর্শন ১ম পত্র সাজেশন
৭। প্রাণের স্বরূপ সম্পর্কীয় মতবাদ হিসেবে প্রাণবাদ ব্যাখ্যা কর।৯৯%
৮। সত্যতা কাকে বলে? সত্যতা সম্পর্কিত মতবাদ হিসাবে প্রয়োগবাদ ব্যাখ্যা কর। ৯৯%
৯। অমঙ্গল কাকে বলে? অমঙ্গল সম্পর্কীয় মতবাদসমূহ ব্যাখ্যা কর। ৯৯%
১০। বাস্তববাদ কাকে বলে? বাস্তববাদ কত প্রকার? বাস্তববাদের বিভিন্ন রূপ আলোচনা কর। ৯৯%
১১। ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক যে কোনো দুটি যুক্তি আলোচনা কর। ৯৯%
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এরPhilosophy 1st paper Degree 1st Year Suggestion PDF 2024, Degree 1st Year Philosophy 1st paper Suggestion 2024
Degree 1st year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: ডিগ্রি ১ম বর্ষ দর্শন ১ম পত্র স্পেশাল সাজেশন 2024, দর্শন ১ম পত্র চূড়ান্ত সাজেশন,দর্শন ১ম পত্র চূড়ান্ত সাজেশন 2024