জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর ৭ম শ্রেণি – বিজ্ঞান,অধ্যায়:৭ম শক্তির ব্যবহার

জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর ৭ম শ্রেণি – বিজ্ঞান,অধ্যায়: ৭ম শক্তির ব্যবহার

১।        শক্তির প্রধান উৎস কী?

            উত্তর : শক্তির প্রধান উৎস সূর্য।

২।         ক্ষমতা কী?

            উত্তর : কাজ করার হারকে ক্ষমতা বলে।

৩।        কাজের একক কী?

            উত্তর : কাজের একক জুল।

৪।        তাপশক্তি কী?

            উত্তর : শক্তির যে রূপ আমাদের গরম বা ঠাণ্ডার অনুভূতি জাগায় তাই তাপশক্তি।

৫।        কাজ কী?

            উত্তর : কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে স্থান পরিবর্তন করাই হলো কাজ।

৬।        অনুনাদের সময় শব্দশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

            উত্তর : অনুনাদের সময় শব্দশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

৭।        শক্তি কী?

            উত্তর : কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই শক্তি।

৮।       নবায়নযোগ্য শক্তি কী?

            উত্তর : যে শক্তির উৎস অফুরন্ত অর্থাৎ বারবার ব্যবহার করা যায় তাই নবায়নযোগ্য শক্তি।

৯।        রাসায়নিক শক্তি কী?

            উত্তর : খাদ্য বা জ্বালানিতে যে শক্তি জমা থাকে তা-ই রাসায়নিক শক্তি।

১০।      শক্তির একক কী?

            উত্তর : শক্তির একক জুল।

১১।      বায়োগ্যাস কী?

            উত্তর : গরু, ছাগল, ঘোড়া ও মহিষের বিষ্ঠার সঙ্গে কিছু গাছপালা ও লতাপাতা মিশিয়ে পচিয়ে যে গ্যাস উৎপন্ন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তাই বায়োগ্যাস।

১২।      শক্তির সংরক্ষণশীলতা কী?

            উত্তর : শক্তি অবিনশ্বর অর্থাৎ শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। রূপান্তরের আগে ও পরে মোট শক্তির পরিমাণ সমান থাকে। এটাই হলো শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা।

১৩।      ক্ষমতার একক কী?

            উত্তর : ক্ষমতার একক জুল/সেকেন্ড বা ওয়াট।

১৪।      বিজ্ঞানের ভাষায় কাজ কী?

            উত্তর : বিজ্ঞানের ভাষায় কাজ হলো বল ও বস্তু কর্তৃক বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফল।

১৫। কাজের সঙ্গে সম্পর্কিত বিষয় দুটি কী?

            উত্তর : কাজের সঙ্গে সম্পর্কিত বিষয় দুটি হলো বল ও সরণ।

১৬। শক্তির রূপান্তর কী?

            উত্তর : শক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তনই শক্তির রূপান্তর।

১৭।      গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে?

            উত্তর : অনবায়নযোগ্য জ্বালানির দহনে কার্বন ডাই-অক্সাইড বাতাসে ছড়িয়ে পড়ে। ফলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়। একে গ্লোবাল ওয়ার্মিং বলে।

১৮। জীবাশ্ম জ্বালানি কী?

            উত্তর : শক্তির অতি পরিচিত উৎস কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসই জীবাশ্ম জ্বালানি।

১৯। অনবায়নযোগ্য শক্তি কাকে বলে?

            উত্তর : যে শক্তিকে একবার ব্যবহার করলে পুনরায় ব্যবহারের উপযোগিতা হারায় তাকে নবায়নযোগ্য শক্তি বলে।

Leave a Comment