চাঁদে কি উড়োজাহাজ উড়তে পারবে? আপনার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখান, পানিতে মাছ শিকারের সময় পাখি কেন মাছ বরাবর ডুব না দিয়ে কিছুটা বাঁকা হয়ে ডুব দেয়?,ফল পাকলে মিষ্টি হয় কেন?, Virtual reality কী? ,কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বুঝেন

প্রশ্ন সমাধান: চাঁদে কি উড়োজাহাজ উড়তে পারবে? আপনার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখান, পানিতে মাছ শিকারের সময় পাখি কেন মাছ বরাবর ডুব না দিয়ে কিছুটা বাঁকা হয়ে ডুব দেয়?,ফল পাকলে মিষ্টি হয় কেন?, Virtual reality কী? ,কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বুঝেন

পানিতে মাছ শিকারের সময় পাখি কেন মাছ বরাবর ডুব না দিয়ে কিছুটা বাঁকা হয়ে ডুব দেয়?

উত্তর: আলোর প্রতিসরণের জন্য পানির নিচে থাকা মাছ তার প্রকৃত গভীরতার চেয়ে উপরে মনে হয়। তাই পানিতে মাছ শিকারের সময় পাখি কেন মাছ বরাবর ডুব না দিয়ে কিছুটা বাঁকা হয়ে ডুব দেয় ।

ফল পাকলে মিষ্টি হয় কেন?

উত্তর: মূলত কাঁচা ফলে শ্বেতসার, জৈব এসিড ও ভিটামিন থাকে। ফল পাকতে শুরু করলে শ্বেতসার ধীরে ধীরে ভেঙে যায় এবং সবশেষে নানা ধরনের শর্করায় পরিণত হয়। ফল পাকার সঙ্গে সঙ্গে শ্বেতসার কমতে থাকে এবং শর্করার পরিমাণ বাড়তে শুরু করে। আর কাঁচা ফলের জৈব এসিডও ধীরে ধীরে শর্করায় পরিবর্তিত হয়। পাকা ফলে তাই এসিডের পরিমাণ কমে গিয়ে শর্করার পরিমাণ বেড়ে উঠে । সে কারণে ফল পাকলে খেতে মিষ্টি লাগে


আরো ও সাজেশন:-

Virtual reality কী?

উত্তর: Virtual reality, এমন এক কম্পিউটার প্রোগ্রাম বা কম্পিউটার সিস্টেম যেটার ব্যবহার, এক ধরণের কৃত্রিম পরিবেশ (simulated environment) তৈরি করার জন্য করা হয় এবং, এই ধরণের ভার্চুয়াল জগতে যাওয়ার জন্য, এক ধরণের virtual device ব্যবহার করতে হয় ব্যবহার করা virtual device টিতে এক ধরণের কাল্পনিক দৃশ্য বা পরিস্থিতির তৈরি করে দেওয়া হয়। এবং, যেই ব্যক্তি এই virtual device টি ব্যবহার করেন, সে নিজের দেখা দৃশ্য, জগত বা পরিস্থিতিকে সম্পূর্ণ সত্য বলে মনে করেন। আপনি এমনিতে বুঝতেই পারবেন যেটা দেখছেন সেটা কাল্পনিক। কিন্তু, যখন সেই কাল্পনিক জগত বা দৃশ্যটি দেখবেন, সেটা সম্পূর্ণ আসল বলে মনে হবে। কিন্তু সম্পূর্ণটাই কম্পিউটার প্রযুক্তির (computer technology) ব্যবহার করে করা হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বুঝেন ?

উত্তর: কম্পিউটার নেটওয়ার্ক (ইংরেজি: Computer network) হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে দুই বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীরা ফাইল, প্রিন্টার ও অন্যান্য সম্পদ ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন, একে অপরের কাছে বার্তা পাঠাতে পারেন এবং এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটারে প্রোগ্রাম চালাতে পারেন।

চাঁদে কি উড়োজাহাজ উড়তে পারবে? আপনার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখান ।

উত্তর:না কারন বায়ুশূন্য স্থানে এরোপ্লেন করতে পারেনা কেন প্রধানত দুটি কারণে বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারে না।

যথা: প্রথমত: এরোপ্লেন কে এমনভাবে ডিজাইন করা হয় যাতে এরোপ প্লেনের ডানার উপরিভাগের তুলনায় নিম্নভাগের বায়ুর বেগ কম হয়। ফলে বার্নোলির নীতি মেনে ডানার নিচে ভাগের বায়ুর চাপ বেশি হয় এবং এরোপ্লেন লিফট বা ঊর্ধ্বমুখী উত্তোলনকারী বল পায়। বায়ুশূন্য স্থানে এটি ঘটার সম্ভাবনা না থাকায় এরোপ্লেন উড়তে পারেনা।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment