Advertisement
চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের গ্রামীণ সমাজবিজ্ঞান, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন গ্রামীণ সমাজবিজ্ঞান সাজেশন
অনার্স ৩য় বর্ষের গ্রামীণ সমাজবিজ্ঞান সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] গ্রামীণ সমাজবিজ্ঞান (Rural Sociology) সুপার সাজেশন Department of : Sociology & Other Department Subject Code: 232003 |
২০২৪ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
গ্রামীণ সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের গ্রামীণ সমাজবিজ্ঞান, অনার্স ৩য় বর্ষের গ্রামীণ সমাজবিজ্ঞান ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন গ্রামীণ সমাজবিজ্ঞান সাজেশন
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
গ্রামীণ সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন 2024
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. কৃষক সমাজ কি?
উত্তর: গ্রামীণ কৃষি ও কৃষিকাজ বিষয়ক সামাজিক সম্পর্ক নির্ভর হচ্ছে কৃষক সমাজ।
২. ইরফান হাবিবের মতে মুঘল ভারতের কৃষি কাঠামোতে কয়টি শ্রেণি বিদ্যমান ছিল?
উত্তর: ইরফান হাবিব এর মতে মুঘল ভারতের কৃষি কাঠামোতে চারটি শ্রেণি বিদ্যমান ছিল।
৩. ১৯৫০ সালের ভূমিসংস্কারের মূলমন্ত্র কী ছিল?
উত্তর: ১৯৫০ সালের ভূমিসংস্কারের মূলমন্ত্র ছিল লাঙ্গল যার, জমি তার।
৪. গ্রামীণ এলিট কি?
উত্তর: গ্রামীণ ক্ষমতা কাঠামো সর্বোচ্চ স্তরে যাদের অবস্থান, যারা অন্যদের ওপর নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার করতে পারে তারাই গ্রামীণ এলিট।
Advertisement
৫. ‘সালিশ’ শব্দটি কোথা হতে এসেছে?
উত্তর: ‘সালিশ’ শব্দটি ‘আরবি’ ছালাছা শব্দ হতে এসেছে।
৬. গ্রামীণ সমাজ কী?
উত্তর: গ্রামীণ পরিবেশে পরিসরে মানুষের সংঘবদ্ধ জীবন যাপনের অভিব্যক্তিকেই গ্রামীণ সমাজ বলে।
৭. সাংস্কৃতিক ব্যাপ্তি বলতে কী বুঝ?
উত্তর: সংস্কৃতির কোন উপাদান যদি উৎপত্তিস্থল থেকে অন্য স্থান, সম্প্রদায়, সমাজ বা জাতির মধ্যে ছড়িয়ে পড়ে জনপ্রিয়তার সাথে টিকে থাকে তবে তাকে সাংস্কৃতিক ব্যাপ্তি বলে।
৮. কে, কত সালে ‘চিরস্থায়ী বন্দোবস্তো’ প্রবর্তন করেন?
উত্তর: লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ খ্রিস্টাব্দে ‘চিরস্থায়ী বন্দোবস্তো’ প্রবর্তন করেন।
৯. নীলবিদ্রোহ কী?
উত্তর: বাংলায় ইংরেজদের জোরপূর্বক নীলচাষের বিরুদ্ধে কৃষক শ্রেণীর বিদ্রোহই নীলবিদ্রোহ।
১০. ‘The Awkward Class’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Awkward Class’ গ্রন্থের লেখক হলেন থিওডর শানিন।
১১. কখন নাচোলের কৃষক বিদ্রোহ সংঘটিত হয়?
উত্তর: ১৯৪৯-৫০ সালে নাচোলের কৃষক বিদ্রোহ সংঘটিত হয়।
১২. সবুজ বিপ্লবের জনক কে?
উত্তর: নরমান বড়লাটকে সবুজ বিপ্লবের বা কৃষি বিপ্লবের জনক বলা হয়।
১৩. Push factor কী?
উত্তর: গ্রামীণ দরিদ্র কাজের অভাব বা অন্যান্য আর্থিক ও সামাজিক সংকট গ্রামীণ জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে শহর বা নগরের দিকে ধাবিত করেছে যা Push factor বলে পরিচিত।
১৪. আভ্যন্তরীণ স্থানান্তর কত প্রকার?
উত্তর: আভ্যন্তরীণ স্থানান্তর চার প্রকার।
১৫. DFID এর পূর্ণরূপ কী?
উত্তর: DFID এর পূর্ণরূপ হচ্ছে department for international development.
১৬. পল্টি খামার কী?
উত্তর: পল্টি খামার হচ্ছে এক ধরনের কপিজ কার্যক্রম যেখানে মাংস ও ডিমের বাণিজ্যিক উৎপাদনের জন্য মুরগি হাঁস চাষ করা হয়।
১৭. কোন মডেলকে গ্রামীণ উন্নয়নের পথিকৃৎ বলা হয়?
উত্তর: কুমিল্লা মডেল কে গ্রামীণ উন্নয়নের পথিকৃৎ বলা হয়।
১৮. IRDP এর পূর্ণরূপ কী?
উত্তর: IRDP এর পূর্ণরূপ হল- Integrated rural development project.
১৯. BLAST এর পূর্ণরূপ কী?
উত্তর: BLAST এর পূর্ণরূপ হল- Bangladesh Legal Aid and Services Trust.
২০. ‘গ্রামীণ পরিবেশে জীবন ব্যবস্থার সামাজিক অধ্যায়নই গ্রামীণ সমাজবিজ্ঞান।’- সংজ্ঞাটি কে দিয়েছেন?
উত্তর: ‘গ্রামীণ পরিবেশে জীবন ব্যবস্থার সামাজিক অধ্যায়নই গ্রামীণ সমাজবিজ্ঞান।’- সংজ্ঞাটি বিশিষ্ট গ্রামীণ সমাজতান্ত্রিক ডি. স্যান্ডারসনের।
২১. নেলসন প্রদত্ত গ্রামীণ সমাজবিজ্ঞান এর সংজ্ঞাটি লেখ।
উত্তর: নেলসন প্রদত্ত গ্রামীণ সমাজবিজ্ঞান এর সংজ্ঞাটি হল: “পারস্পারিক সম্পর্কের ভিত্তিতে গ্রামীণ পরিবেশে বসবাসকারী বিভিন্ন দল বা গোষ্ঠীর বর্ণনা ও বিশ্লেষণে গ্রামীণ সমাজবিজ্ঞান”
২২. কৃষক সমাজের নৈতিক অর্থনীতি ধারণার প্রবর্তক কে?
উত্তর: কৃষক সমাজের নৈতিক অর্থনীতি ধারণার প্রবর্তক জেমস সি. স্কট।
Advertisement 2
২৩. যৌতুক কী?
উত্তর: যৌতুক একটি সামাজিক প্রথা যেখানে বিয়ের সময় কনে সম্পদ বা সম্পত্তি নিয়ে আসে বা তাকে দিয়ে দেওয়া হয় অথবা বিয়েতে প্রাপ্তির ধনই হচ্ছে যৌতুক।
২৪. ‘কুলাক আবর্তন’ তত্ত্বটি প্রদান করেন কে?
উত্তর: ‘কুলাক আবর্তন’ তথ্যটি প্রদান করেন-আর্থার সেলসিনজার।
২৫. ‘কৃষক সমাজ’ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ‘কৃষক সমাজ’ প্রত্যয়টি সর্বপ্রথম চায়ানভ ব্যবহার করেন।
২৬. থনার্র কৃষক সমাজের কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন?
উত্তর: থনার্র কৃষক সমাজের পাঁচটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন।
২৭. বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ কত?
উত্তর: বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ০.০৪ হেক্টরের ও কম।
২৮. Household বা ‘খানা’ কাকে বলে?
উত্তর: ‘খানা’ একটি প্রাথমিক গোষ্ঠী, যার সদস্যরা একই চুলায় রান্না করে খায়।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
গ্রামীণ সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. কৃষক সমাজ কি?
২. কৃষক সমাজ ও কৃষি সমাজের মধ্যে পার্থক্য আলোচনা কর।
৩. গ্রামীণ বসতির বৈশিষ্ট্য উল্লেখ কর।
৪. গ্রামীণ পরিবারের বৈশিষ্ট্য সমূহ লেখ।
৫. কৃষি বহির্ভূত কাজের স্বরূপ ব্যাখ্যা কর।
৬. সমবায় কৃষি খামার কী?
৭. কৃষি কাঠামো কী?
৮. বাংলাদেশ ভূমি খণ্ডীকরণের কারণগুলো ব্যাখ্যা কর।
৯. গ্রামীণ শ্রেণী কাঠামোর মূল উপাদানগুলো ব্যাখ্যা কর।
১০. গ্রামীণ সমাজের সালিশের প্রকৃতি বর্ণনা কর।
১১. উপসংস্কৃতি কী?
১২. গ্রামীণ সংস্কৃতি বলতে কী বুঝায়?
১৩. নাচোলের কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা কর।
PDF Download গ্রামীণ সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2024
১৪. ঔপনিবেশিক যুগে বাংলায় কৃষকবিদ্রোহের কারণ ব্যাখ্যা কর।
১৫. নব উদ্ভাবন কী
১৬. গ্রামীণ সামাজিক পরিবর্তনের উপাদানগুলি উল্লেখ কর।
১৭. বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্যের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা কর।
১৮. গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণসমূহ কী?
১৯. বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্য লেখ।
২০. গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের গুরুত্ব লেখ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. গ্রামীণ সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর।
২. বাংলাদেশের গ্রামীণ সমাজবিজ্ঞান অধ্যয়নের প্রয়োজনীয়তা পর্যালোচনা কর।
৩. গ্রামীণ বসতির প্রকৃতি আলোচনা কর।
৪. সাম্প্রতিক বাংলাদেশ বিবাহ পরিবারের পরিবর্তনশীল রূপ আলোচনা কর।
Advertisement 2
৫. “অকৃষি পেশা গ্রামীণ শ্রেণীকরণে নতুন বৈচিত্র এনেছে।”- উক্তিটি ব্যাখ্যা কর।
৬. গ্রামীণ সমাজের কৃষি কার্যক্রমের পরিবর্তনের ধারা আলোচনা কর।
৭. বাংলাদেশ সরকারের গৃহীত ভূমিসংস্কার নীতি বিভিন্ন দিক আলোচনা কর।
৮. বাংলাদেশ ভূমি সংস্কারের গুরুত্ব বিশ্লেষণ কর।
৯. ও বাংলাদেশ ভূমি সংস্কারের ত্রুটিগুলো আলোচনা কর।
১০. গ্রামীণ দক্ষতা কাঠামোর উপাদানসমূহ ব্যাখ্যা কর।
১১. বাংলাদেশের গ্রামের নেতৃত্তের পরিবর্তনশীল ধারা সম্পর্কে আলোচনা কর।
১২. বাংলাদেশের গ্রামীণ সমাজে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ক্ষমতা কাঠামোর প্রকৃতি আলোচনা কর।
১৩. কৃষক সংস্কৃতির প্রকৃতি বিশ্লেষণ কর।
১৪. গ্রামীণ যোগাযোগ ও সংস্কৃতির ক্ষেত্রে নবধারার প্রভাব বিশ্লেষণ কর।
১৫. তেভাগা আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা কর।
১৬. কৃষিভিত্তিক সমাজ এ সবুজ বিপ্লবের আর্থসামাজিক প্রভাব আলোচনা কর।
১৭. বাংলাদেশ কৃষিতে সবুজ বিপ্লবের বিস্তারের প্রধান অন্তরায় সমূহ আলোচনা কর।
১৮. বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চূড়ান্ত ও আপেক্ষিক দারিদ্র্য মূল্যায়ন কর।
১৯. গ্রামীণ দারিদ্র্য বিমোচনে সম্প্রসারিত অ-খামার ভিত্তিক কাজের ভূমিকা আলোচনা কর।
২০. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর লক্ষ্য উদ্দেশ্যসমূহ আলোচনা করে।
২১. বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এনজিওর ভূমিকা মূল্যায়ন কর।
Advertisement 4
2024 গ্রামীণ সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
ক বিভাগ গ্রামীণ সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন
- গ্রামীণ পরিবেশে জীবন সামাজিক অধ্যয়নই সমাজবিজ্ঞান সংজ্ঞাটি কে দিয়েছেন
- লেনসন প্রদও গ্রামীণ সমাজবিজ্ঞানের সংজ্ঞাটি লেখ
- কৃষক সমাজে নৈতিক অর্থনীতি ধারণার প্রবর্তক কে
- Household কাকে বলে
- যৌতুক কী
- কুলাক আবর্তন তত্বটি প্রদান করেন কে
- কৃষক সমাজ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন
- থার্নার কৃষক সমাজের কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন
- বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ কত
- কৃষক সমাজ কী
- ইরফান হাবিবের মতে মুঘল ভারতের কৃষি কাঠামোতে কয়টি শ্রেণি বিদ্যমান
- 1950 সালের ভূমিসংস্কারের মূলমন্ত্র কী ছিল
- গ্রামীণ এলিট কী
- The Awkward Class গ্রন্হের লেখক কে
- সালিশ শব্দটি কোথা হতে এসেছে
- গ্রামীণ সমাজ কী
- সাংস্কৃতিক ব্যাপ্তি বলতে কী বুঝ
- কে কত সালে চিরস্হায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন
- নীলবিদ্রোহ কী কখন নাচোলের কৃষক বিদ্রোহ সংঘটিত হয়
- সবুজ বিপ্লব কী
- সবুজ বিপ্লবের জনক কে
- push factor কী
- অভ্যন্তরীণ স্হানান্তর কত প্রকার
- DFID এর পূর্ণরুপ কী৷
- পোল্টি খামার কী৷
- কোন মডেলকে গ্রামীণ উন্নয়নের পথিকৃৎ বলা হয়
- IRDP এর পূর্ণরুপ কী
- BLAST এর পূর্ণরুপ কী
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের গ্রামীণ সমাজবিজ্ঞান পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ গ্রামীণ সমাজবিজ্ঞান সাজেশন
খ বিভাগ গ্রামীণ সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন
- কৃষক সমাজ কী
- কৃষক সমাজ ওকৃষি সমাজের মধ্যে পার্থক্য আলোচনা কর
- গ্রামীণ বসতির বৈশিষ্ট্য উল্লেখ কর
- গ্রামীণ পারিবারের বৈশিষ্ট্যসমূহ লেখ
- কৃষি বহির্ভূত কাজের স্বরুপ ব্যাখ্যা কর
- সমবায় কৃষি খামার কী
- কৃষি কাঠামো কী
- বাংলাদেশে ভূমি খন্ডীকরণের কারণগুলো ব্যাখ্যা কর
- গ্রামীণ শ্রেণি কাঠামোর মূল উপাদানগুলো বর্ণনা কর
- গ্রামীণ সমাজে সালিশের প্রকৃতি বর্ণনা কর
- উপসংস্কৃতি কী
- গ্রামীণ সংস্কৃতি বলতে কী বুঝায়
- নাচোলের কৃষক আন্দোলনের সম্পর্কে আলোচনা কর
- ঔপনিবেশিক যুগে বাংলায় কৃষকবিদ্রোহের কারণ ব্যাখ্যা কর
- নব উদ্ভাবক কী
- গ্রামীণ সামাজিক পরিবর্তনের উপাদানগুলো উল্লেখ কর
- বাংলাদেশে গ্রামীণ দারিদ্রোর প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা কর
- গ্রাম থেকে শহরে স্হানান্তরের কারণসমূহ কী
- বাংলাদেশে পল্লি উন্নয়ন কর্মসুচির ৷উদ্দেশ্য লেখ
- গ্রামীণ উন্নয়নে স্হানীয় সরকারের গুরুত্ব লেখ
Honors 3rd year Common Suggestion 2024
গ বিভাগ গ্রামীণ সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন
- গ্রামীণ সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর
- বাংলাদেশের গ্রামীণ সমাজবিজ্ঞান অধ্যয়নের প্রয়োজনীয়তা পর্যালোচনা কর
- গ্রামীণ বসতির প্রকৃতি আলোচনা কর
- সাম্প্রতিক বাংলাদেশে বিবাহ ও পরিবারের পরিবর্তনশীল রুপ আলোচনা কর
- অকৃষিজ পেশা গ্রামীণ শ্রেণিকরণে নতুন বৈচিএ্য এনেছে ৷উক্তিটি ব্যাখ্যা কর
- গ্রামীণ সমাজের কৃষি কার্যক্রমের পরিবর্তনের ধারা আলোচনা কর
- বাংলাদেশ সরকার গৃহীত ভূমিসংস্কার নীতির বিভিন্ন দিক আলোচনা কর
- বাংলাদেশে ভূমি সংস্কারের গুরুত্ব বিশ্লেষন কর
- বাংলাদেশে ভূমি সংস্কারের এুটিগুলো আলোচনা কর
- গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ ব্যাখ্যা কর
- বাংলাদেশে গ্রামীণ সমাজে আনুষ্ঠানিক ও অনাষ্ঠনিক ক্ষমতা কাঠামোর প্রকৃতি আলোচনা কর
- কৃষক সংস্কৃতির প্রকৃতি বিশ্লেষণ কর
- গ্রামীণ যোগাযোগ ও সংস্কৃতির ক্ষেএে নবধারাপ প্রভাব বিশ্লেষণ কর
- তেভাগা আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা কর
- কৃষিভিওিক সমাজে সবুজ বিপ্লবের আর্থসামাজিক প্রভাব আলোচনা কর
- বাংলাদেশের কৃষিতে সবুজ বিপ্লবের বিস্তারের প্রধান অন্তরায়সমুহ আলোচনা কর
- বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চূড়ান্ত ও আপেক্ষিক দারিদ্র মূল্যায়ম কর
- গ্রামীণ দারিদ্র বিমোচনে সাম্প্রাসারিত অ খামারভিওিক কাজের ভূমিকা আলোচনা কর
- বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা কর
- বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এনজিওর ভূমিকা মূল্যায়ন কর
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের গ্রামীণ সমাজবিজ্ঞান স্পেশাল সাজেশন 2024,Honors Rural Sociology Suggestion 2024
অনার্স ৩য় বর্ষের গ্রামীণ সমাজবিজ্ঞান পরীক্ষার সাজেশন, অনার্স তৃতীয় বর্ষ গ্রামীণ সমাজবিজ্ঞান সাজেশন,অনার্স ৩য় বর্ষের গ্রামীণ সমাজবিজ্ঞান স্পেশাল সাজেশন, গ্রামীণ সমাজবিজ্ঞান চূড়ান্ত সাজেশন,গ্রামীণ সমাজবিজ্ঞান চূড়ান্ত সাজেশন
Advertisement 5
Advertisement 3