“কাঁদতে না পারার ব্যথায় কাঁদি”

Google Adsense Ads

“কাঁদতে না পারার ব্যথায় কাঁদি”

শ্যামল বণিক অঞ্জন

সত্য লিখতে গেলে থামি
সত্য বলতে গেলে ঘামি।

অন্যায়টা দেখলে পরে
চুপিসারে ঢুকি ঘরে!

মুখে রাখি কুলুপ এঁটে
কি হবে আর এসব ঘেঁটে?

ন্যায়নীতিহীন কাণ্ড দেখে
পর্দাতে চোখ রাখি ঢেকে।

আদর্শটা দিয়ে বলি
চোরের সাথেও মিশে চলি!

শক্তিমানের করে পূজো
মেরুদণ্ড আজ যে কুঁজো।

কোমড়টা তাই হয়না সোজা
ঘাড়ে শত দায়ের বোঝা।

মেজাজ হৃদয় সুঁতোয় বাঁধি
কাঁদতে না পারার ব্যথায় কাঁদি

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment