“কাঁদতে না পারার ব্যথায় কাঁদি”
শ্যামল বণিক অঞ্জন
সত্য লিখতে গেলে থামি
সত্য বলতে গেলে ঘামি।
অন্যায়টা দেখলে পরে
চুপিসারে ঢুকি ঘরে!
মুখে রাখি কুলুপ এঁটে
কি হবে আর এসব ঘেঁটে?
ন্যায়নীতিহীন কাণ্ড দেখে
পর্দাতে চোখ রাখি ঢেকে।
আদর্শটা দিয়ে বলি
চোরের সাথেও মিশে চলি!
শক্তিমানের করে পূজো
মেরুদণ্ড আজ যে কুঁজো।
কোমড়টা তাই হয়না সোজা
ঘাড়ে শত দায়ের বোঝা।
মেজাজ হৃদয় সুঁতোয় বাঁধি
কাঁদতে না পারার ব্যথায় কাঁদি
- আদর্শ কোম্পানি সচিবের গুণাবলি
- কোম্পানি সচিব বলতে কি বুঝ ও কোম্পানি সচিবের ভূমিকা আলোচনা কর
- একজন কোম্পানি সচিবের কি কি গুণাবলী থাকা প্রয়োজন বিস্তারিত আলোচনা কর
- কর্পোরেট পরিচালনার পদ্ধতি সমূহ আলোচনা কর
- আধুনিক বিশ্বে কোম্পানি সচিবের গুরুত্ব কত খানি বিস্তারিত আলোচনা কর