কবি কায়কোবাদ থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান, কবি কায়কোবাদ জীবনী A to Z সহ সকল প্রশ্ন সমাধান,কবি কায়কোবাদ এর জানা ও অজানা সকল তথ্য

Advertisement

বাংলা সাহিত্যে যে কয়জন মুসলিম সাহিত্যিক বিশেষ অবদান রেখেছেন, কবি কায়কোবাদ তাদের মধ্যে অন্যতম। তিনি আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবি। মুসলমান কবিদের মধ্যে তিনিই প্রথম সনেট এবং মহাকাব্য রচনা করেন। আসুন আজকের এই পর্ব থেকে জেনে নেই মহাকবি কায়কোবাদ সম্পর্কে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

কবি কায়কোবাদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

কাব্যগ্রন্থ

  • বিরহ বিলাপ (১৮৭০)
  • কুসুম কানন (১৮৭৩)
  • অশ্রুমালা (১৮৯৬)
  • মহাশ্মশান (১৯০৪)
  • শিব-মন্দির বা জীবন্ত সমাধি (১৯২১)
  • অমিয় ধারা (১৯২৩)
  • শ্মশানভষ্ম (১৯২৪)
  • মহররম শরীফ (১৯৩৩)
  • শ্মশান ভসন (১৯৩৮)
  • প্রেমের বাণী (১৯৭০)
  • প্রেম পারিজাত (১৯৭০)

কায়কোবাদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

  • কায়কোবাদ কত সালে জন্মগ্রহণ করেন? 
    • ১৮৫৭ সালে 
  • তার জন্মস্থান কোথায়? 
    • ঢাকার নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া গ্রামে
  • তিনি কত তারিখে মৃত্যুবরণ করেন?
    • জুলাই ২১, ১৯৫১
  • কবি কায়কোবাদের প্রকৃত নাম কী?
    • কাজেম আল কোরেশি
  • বাঙালী মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট রচনা করেন কে?
    • কবি কায়কোবাদ 
  • কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
    • বিরহ বিলাপ 
  • তার বিখ্যাত দুটি কাব্যগ্রন্থ কী কী?
    • অশ্রুমালা (১৮৯৫)
    • মহাশ্মশান (১৯০৫)
  • বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কে?
    • কায়কোবাদ 
  • ‘মহাশ্মশান’ কাব্যটি কোন ঘটনা অবলম্বনে রচিত হয়?
    • পানিপথের তৃতীয় যুদ্ধ 
  • আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
    • কায়কোবাদ
  • তিনি কোন কোন উপাধি লাভ করেন?
    • কাব্যভূষণ
    • বিদ্যাভূষণ 
    • সাহিত্যরত্ন

“কে ওই শুনাল মোরে আযানের ধ্বনি-
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর”
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী,
কি মধুর আযানের ধ্বনি”-

বিখ্যাত ‘আযান’ কবিতার লাইনগুলো শুনলে মনে পড়ে যায় মহাকালের মহাকবি কায়কাবাদের নাম! কবি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার অসামান্য সাহিত্যভাণ্ডারের জন্য কবি বেচে আছেন আমাদের মাঝে।

আধুনিক বাংলা সাহিত্যে কবি কায়কোবাদ খ্যাতিমান কবি হিসেবে দেশে বিদেশে সমানভাবে পরিচিতি লাভ করেছেন। মহাকবি কায়কোবাদ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা পূবপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালের ২১ জুলাই কবি মৃত্যুবরণ করেন। মহাকবি কায়কোবাদের ৬৮তম মৃত্যুবাষির্কী আজ। পোস্টমাস্টারের চাকরি করে তিনি কবিতা লিখে সবাইকে তাক লাগিয়ে দেন। কবি কায়কোবাদ দীর্ঘজীবন লাভ করেন।

কায়কোবাদ কবির সাহিত্যিক নাম হলেও তার প্রকৃত নাম মোহাম্মদ কাযেম আল কোরেশী।

মাত্র ১৩ বছর বয়সে ১৮৭০ সালে কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’ প্রকাশ হলে বাংলা সাহিত্যঙ্গণে আলোড়ন সৃষ্টি হয়। কায়কোবাদ মূলত একজন গীতিকবি। এছাড়া সনেট, মহাকাব্য, কাহিনীকাব্য ও গানেও ছিলেন সমানভাবে পারদর্শী। তাই তৎকালীন সময়ে কবিমহলে ব্যাপক প্রসংশিত হয়েছেন কায়কোবাদ। মুসলমান কবিদের মধ্যে তিনিই প্রথম মহাকবি উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যে কায়কোবাদের অসাধারণ অবদানের জন্য সারাদেশের মানুষের কাছে কবি সমাদৃত হলেও তার জন্মন্থান ঢাকার নবাবগঞ্জ উপজেলার অবহেলিত কবি।

আগলা গ্রামে কবির তেমন কোন স্মৃতি চিহ্ন আর অবশিষ্ট নেই। আর যে স্মৃতিগুলো আছে সেগুলোও নিচিহ্ন হতে বসেছে।

Advertisement

কবির মৃত্যুর পর তার পৈতৃক বাড়ির একটি অংশ বিক্রি করলেও বাদবাকি অংশ বেদখল হয়ে যায়।

কায়কোবাদের ভক্ত অনুরাগীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগলা গ্রামে এসে কোন স্মৃতিচিহ্ন না দেখে বিষ্মিত হন।

বাড়িতে কবির বংশধরেরা না থাকলেও রয়েছে কবির আমলের বেশ কয়েকটি বড় বড় আম গাছ। গাছগুলো দেখলে কবির কথাই মনে পড়ে। ২০০৬ সালে কবির বাড়ির সামনের রাস্তাটি কবির নামে নামকরণ করে একটি ফলক নির্মাণ করা হয়। ফলকটিও কে বা কারা ভেঙে ফেলেছে। ফলে রাস্তাটি যে কায়কোবাদের নামে করা তাও মুছে যাচ্ছে।

১৯৭২ সালে সুবিদ আলী নামের জনৈক ব্যক্তি কবির সম্মনার্থে আগলা গ্রামে প্রতিষ্ঠা করেন কায়কোবাদ বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু বিদ্যালয়ের পাঠাগারে কায়কোবাদের কোন বই নেই। যার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবির সর্ম্পকে জানতে পারছে না।

মাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষক অধন্য রাজবংশী জানান, আমরা মহাকবি গ্রামের জন্মগ্রহণ করেছি বলে নিজেকে গর্ববোধ মনে করি। কিন্তু কবি সর্ম্পকে আমরা তেমন কিছুই জানতে পারছি না। আর সেটা আমাদের লজ্জাজনক ব্যাপার! কবির স্মৃতিকে সংরক্ষণ করতে হলে নবাবগঞ্জে একটি গণগ্রন্থাগার চালু করা দরকার।

কবির বাড়ির পশ্চিমে ১৯৮৩ সালে আগলা মাছপাড়ায় প্রতিষ্ঠিত করা হয় কায়কোবাদ যুব ক্লাব ও গণপাঠাগার। জায়গাটি বরাদ্দ দেন স্থানীয় জনৈক বাবু হরিষচন্দ্র পোদ্দার। গত ১০ বছর ধরে পাঠাগারটির সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এলাকার মাদকসেবীদের আড্ডাস্থানে পরিনত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চৌরাস্তায় কায়কোবাদের নামে গোল চত্বর নির্মাণ করা হলেও সেটি ভেঙে নির্মাণ করা হয়েছে স্বাধীনতা চত্বর। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চত্বরটি পুনস্থাপনের দাবি জানিয়ে আসলেও দীর্ঘ ১০ বছরেও তা বসানোর কোন উদ্যোগ চোখে পড়েনি।

কবি রাজু ইসলাম কায়কোবাদ সর্ম্পকে বলেন, বাংলা সাহিত্যে অনন্য অবদান রেখেছেন এ কবি। তৎকালীন সমাজে তো বটেই এখন পর্যন্ত তার অসাম্প্রদায়িক চেতনা সর্বজনবিদিত। মহাশ্মশান তার জ্বলন্ত উদাহরণ। দেশপ্রেমের জন্য তার তুলনা মেলা ভার। মহাশ্মশান এর পূর্ণ মূল্যায়ণ করেই এর সারাংশ থেকে মুনীর চৌধুরীর লেখা নাটক ‘রক্তাক্ত প্রান্তর’। ধর্মীয় চেতনায় তিনি ছিলেন অপ্রতিরোধ্য। তার আজান কবিতাটি শ্রেষ্ঠ উদাহরণ আমি মনে করি তাকে যথাযথ মূল্যায়নের সময় এখনই।

কায়কোবাদরে নাতি টুটুল আলম কোরেশী বলেন, কবির বাড়িটি দখলমুক্ত করে করির নামে একটি পাঠাগার ও গবেষণাগার নির্মাণ হলে কবির সর্ম্পকে অজানা তথ্য জানা যাবে।

কায়কোবাদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আরশাদ আলী বলেন, কায়কোবাদ নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামের জন্মগ্রহণ করেছিলেন বলেই শতধন্য এই গ্রাম। কবির মৃত্যুর পর অনেক সময় পেরিয়ে গেলেও স্মৃতি সংরক্ষণের জন্য আসেনি কেউ?

তারপরও কবি আমাদের জন্য বাংলা সাহিত্যের যে রত্নভাণ্ডারকে সমৃদ্ধ করে রেখে গেছেন তার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবেন মহাকালের মহাকবি কায়কোবাদ।

অন্য ভাবে লেখা

কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।
কি মধুর আযানের ধ্বনি!
— কায়কোবাদ (কবিতাঃ আযান)

বাংলা সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য “মহাশ্মশান” খ্যাত মহাকবি কায়কোবাদ, প্রকৃত নাম কাজেম আল কোরেশী। তিনি জন্মগ্রহণ করেন ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামে ১৮৫৭ সালে। তার পিতা শাহামত উল্লাহ আল কোরেশী ছিলেন ঢাকা জজ কোর্টের উকিল। মহাকবি কায়কোবাদ মূলত ছিলেন কবি। ১৮৬০ সালে, মাত্র ১৩ বছর বয়সে আমাদের মহাকবি রচনা করেছিলেন তার প্রথম মহাকাব্য “বিরহ বিলাপ”।

মহাকবি কায়কোবাদ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র যা আজও সমানতালে আলো বিলিয়ে চলেছে আপন গরীমায়। শিক্ষাজীবনে তিনি অধ্যয়ন করেন সেন্টগ্রেগরী স্কুলে। পরবর্তীতে, তার পিতার মৃত্যুর পরে, ঢাকা মাদ্রাসায় প্রবেশিকা শ্রেনিতে ভর্তি হলেও পরীক্ষা না দিয়েই পোষ্টমাস্টারের চাকুরি শুরু করেন। 

মহাকবি কায়কোবাদঃ  

আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি।

বাঙালি মুসলিম কবিদের ভিতর প্রথম মহাকাব্য রচয়িতা।

বাঙালি মুসলিম কবিদের ভিতর প্রথম সনেট রচয়িতা।

মহাকবি কায়কোবাদের মহাকাব্যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের রচনা ধারার প্রভাব সুস্পষ্ট। ১৯৩২ সালে “বঙ্গীয় মুসলিম সাহিত্য সন্মেলন” অনুষ্ঠানে মহাকবি অলংকৃত করেন সভাপতির আসন।

Advertisement 2

মহাকবি কায়কোবাদের রচনাবলিঃ

মহাকবির রচনার কথা বলতে গেলেই প্রথম যে নামটি মনে আসে তা হলো “মহাশ্মশান”। এটি বাংলা সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য। দীর্ঘ ১০(দশ) বছর সময় লেগেছিলো এই মহাকাব্য রচনায়।

মহাশ্মশান মহাকাব্যের কাহিনীসূত্রঃ 

ষাট সর্গে রচিত ৮৭০ পৃষ্ঠা ব্যাপী মহাকাব্য এই মহাশ্মশান। এটি প্রথম ধারাবাহিকভাবে মোহাম্মদ রওশন আলী সম্পাদিত ” কোহিনূর ” পত্রিকায় প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের এই সর্ববৃহৎ মহাকাব্যের কাহিনী সূত্র পানিপথের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপট।

১৭৬১ সালে আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে সংঘটিত হয় পানিপথের তৃতীয় যুদ্ধ। মুসলিম পক্ষের নেতৃত্বে কাবুল অধিপতি আহমেদ শাহ আবদালী এবং মেহেদী বেগের কন্যা জোহরা বেগম। মারাঠাদের সেনাপতি জোহরা বেগমের পতি ইব্রাহিম কার্দি।

স্বামীকে ফিরিয়ে আনতে গোপনে অনেকবার মারাঠা শিবিরে যান জোহরা বেগম। সেনাপতি ইব্রাহিম কার্দি স্ত্রীকে অনেক ভালোবাসলেও আদর্শগত কারণে মারাঠাপক্ষ ত্যাগ করতে পারেন না। কারণ যখন তার চাকরি ছিলো না তখন এই মারাঠাপক্ষ তাকে চাকরি দিয়েছিলো, দিয়েছিলো সেনাপতির মতো সন্মানীয় পদ। একসময় যুদ্ধ সমাপ্ত হয়, মুসলিম পক্ষ জয় লাভ করে মারাঠারা হয় পরাজিত ও বন্দী। 

বন্দী স্বামীর মুক্তির দাবি জানান জোহরা বেগম, মুক্তির ফরমান নিয়ে যখন তিনি কারাগারে পৌঁছেছেন তখন অনেক দেরী হয়ে হয়ে গেছে। ইব্রাহিম কার্দি ক্ষুদ্র মুক্তিকে অস্বীকার করে বৃহৎ মুক্তিকে গ্রহণ করেছেন।

মুনীর চৌধুরী তার রচিত “রক্তাক্ত প্রান্তর” নাটকের কাহিনী এই মহাকাব্য থেকেই নিয়েছেন।     

এছাড়াও মহাকবি কায়কোবাদ রচনা করে গেছেন অনেক কাব্যগ্রন্থ যা বাংলা সাহিত্যকে করেছে আরও সমৃদ্ধ।

কাব্যগ্রন্থ সমূহঃ

বিরহ বিলাপ (১৮৭০)। প্রথম কাব্য, মাত্র ১৩ বছর বয়সে রচিত।

কুসুম কানন (১৮৭৩)।

অশ্রুমালা (১৮৯৬)। গীতিকাব্য

শিবমন্দির (১৯২১)।

অমিয়ধারা (১৯২৩)।

শ্মশানভষ্ম (১৯২৪)।

মহররম শরীফ (১৯৩৩)। মহাকাব্যের মতো বিশাল আয়তনে রচিত কিন্তু মহাকাব্য নয়।

কবির মৃত্যুর পর প্রকাশিত রচনাবলিঃ

প্রেমের ধারা (১৯৭০)

প্রেমের বানী (১৯৭০)

প্রেম পারিজাত (১৯৭০)

মন্দাকিনী-ধারা (১৯৭১)

Advertisement 4

গওছ পাকের প্রেমের কুঞ্জ (১৯৭৯)

১৯৯৪ থেকে ১৯৯৭ সালের মধ্যে বাংলা একাডেমি ৪(চার) খন্ডে প্রকাশ করে “কায়কোবাদ রচনাবলি”।  

বাংলা সাহিত্যের এই গুনী নক্ষত্র তার অনবদ্য সৃষ্টির জন্যে ১৯৩২ সালে নিখিল ভারত সাহিত্য সংঘ কতৃক কাব্যভূষণ, বিদ্যা ভূষণ ও সাহিত্যরত্ন উপাধি লাভ করেন।

১৯৫১ সালের ২১ জুলাই এই মহান কবি ঢাকায় মৃত্যুবরণ করেন।

পরীক্ষায় আসার উপযোগী প্রশ্নঃ

জন্ম১৮৫৭ সালে ঢাকার নবাবগঞ্জের আগলা গ্রামে
সম্পূর্ণ নামকাজেম আল কোরেশী (কায়কোবাদ)
মহাকাব্যমহাশ্মশান (১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধ এই মহাকাব্যের উপজীব্য)কোহিনুর পত্রিকায় ধারাবাহিক প্রকাশিতপ্রকাশকালঃ১৯০৪বাংলা ভাষায় সর্ববৃহত মহাকাব্য।মূল চরিত্রঃ কাবুল অধিপতি আহমেদ শাহ আবদালী,মেহেদী বেগের কন্যা জোহরা বেগম এবং ইব্রাহিম কার্দি
কাব্যগ্রন্থবিরহ বিলাপ (১৮৭০)। প্রথম কাব্য, মাত্র ১৩ বছর বয়সে রচিত।কুসুম কানন (১৮৭৩)।অশ্রুমালা (১৮৯৬)। গীতিকাব্যশিবমন্দির (১৯২১)।অমিয়ধারা (১৯২৩)।শ্মশানভষ্ম (১৯২৪)।মহররম শরীফ (১৯৩৩)। মহাকাব্যের মতো বিশাল আয়তনে রচিত কিন্তু মহাকাব্য নয়।
মৃত্যুর পর প্রকাশিতপ্রেমের ধারা (১৯৭০)প্রেমের বানী (১৯৭০)প্রেম পারিজাত (১৯৭০)মন্দাকিনী-ধারা (১৯৭১)গওছ পাকের প্রেমের কুঞ্জ (১৯৭৯)
উপাধি১৯৩২ সালে নিখিল ভারত সাহিত্য সংঘ কতৃক কাব্যভূষণ, বিদ্যা ভূষণ ও সাহিত্যরত্ন 
মৃত্যু১৯৫১ সালের ২১ জুলাই এই মহান কবি ঢাকায় মৃত্যুবরণ করেন।

বিভিন্ন চাকরির পরীক্ষায় মহাকবি কায়কবাদ নিয়ে আসা প্রশ্নাবলিঃ

১। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কায়কোবাদ।

২। কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আসল নাম কাজেম আল কোরায়শী। তাঁর বিখ্যাত মহাকাব্য হল ‘মহাশ্মশান’।

৩। কায়কোবাদ রচিত মহাকাব্যের নাম কি?

উত্তরঃ মহাশ্মশান ।

৪। ‘আযান’ কবিতাটি কার রচনা?

উত্তরঃ কায়কোবাদ

৫। ‘মহাশ্মশান’ মহাকাব্যের কবি কে?

উত্তরঃ কায়কোবাদ

৬। নিচের কোনটি কায়কোবাদ রচিত মহাকাব্য?

উত্তরঃ মহাশ্মশান

৭। অশ্রুমালা’র কবি কে?

উত্তরঃ কায়কোবাদ

৮। কায়কোবাদের মূল নাম কি?

উত্তরঃ কাজেম আল কোরেশী

৯। ‘কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উত্তরঃ বিরহ বিলাপ

১০। নিচের কোনটি মুসলমান রচিত মহাকাব্য?

উত্তরঃ মহাশ্মশান

১১। কোনটি মহাকাব্য?

উত্তরঃ মহাশ্মশান

১২। কোন বিষয়ের উপর ভিত্তি করে ‘মহাশ্মশান’ কাব্য রচিত?

উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ

১৩। মহাশ্মশান কাব্যগ্রন্থের রচয়িতা কবি কায়কোবাদের আসল নাম কি?

উত্তরঃ মোহাম্মদ কাজেম আল কোরেশী

১৪। কোনটি ‘মহাকাব্য’?

উত্তরঃ প্যারাডাইস লস্ট

১৫। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি কে?

উত্তরঃ কায়কোবাদ

১৬। কায়কোবাদের কোন গ্রন্থটি পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে রচিত?

উত্তরঃ মহাশ্মশান

১৭। ‘মহাশ্মশান’ মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের ওপর ভিত্তি করে রচিত?

উত্তরঃ ১৭৬১

১৮। কবি কায়কোবাদ রচিত ‘অশ্রুমালা’ কোন জাতীয় রচনা?

উত্তরঃ গীতিকাব্য

১৯। ‘অশ্রুমালা’ ও ‘মহাশ্মশান’ কার রচনা?

উত্তরঃ কায়কোবাদ

২০। ‘আযান’ কবিতাটি কার রচিত?

উত্তরঃ কায়কোবাদ

২১। কায়কোবাদের রচনা নয় কোনটি?

উত্তরঃচিন্তাতরঙ্গিনী

২২। ‘শিবমন্দির’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ কায়কোবাদ

যা যা পড়তে পারেন

১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক

Professor Primary Assistant Teacher book লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

ইংরেজি

ইংরেজি ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Parts of Speech প্রশ্ন ও উত্তর লিংক Abbreviations or
Elaboration Terms
প্রশ্ন ও উত্তর লিংক
Articleপ্রশ্ন ও উত্তর লিংক One word Substitutionsপ্রশ্ন ও উত্তর লিংক
Appropriate Preposition প্রশ্ন ও উত্তর লিংক English literatureপ্রশ্ন ও উত্তর লিংক
Prepositionপ্রশ্ন ও উত্তর লিংক Sentence Correctionপ্রশ্ন ও উত্তর লিংক
Right forms of verbপ্রশ্ন ও উত্তর লিংক Translation /Vocabularyপ্রশ্ন ও উত্তর লিংক
Voice প্রশ্ন ও উত্তর লিংক Spellingপ্রশ্ন ও উত্তর লিংক
Narrationপ্রশ্ন ও উত্তর লিংক Synonym-Antonymপ্রশ্ন ও উত্তর লিংক
Phrase and Idioms প্রশ্ন ও উত্তর লিংক Word Meaningপ্রশ্ন ও উত্তর লিংক
prefix and suffixপ্রশ্ন ও উত্তর লিংক প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

বাংলা

বিগত ৩০ বছরে বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়োগ পরীক্ষায় আষার সকল MCQ নৈবিত্তিক প্রশ্ন সমাধান এক সাথে, নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
সন্ধিপ্রশ্ন ও উত্তর লিংক শেখ হাসিনাপ্রশ্ন ও উত্তর লিংক
বিপরীত শব্দপ্রশ্ন ও উত্তর লিংক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানপ্রশ্ন ও উত্তর লিংক
সমার্থক শব্দপ্রশ্ন ও উত্তর লিংক জাতীর ৪ নেতাপ্রশ্ন ও উত্তর লিংক
শুদ্ধ বানানপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন চুক্তি
বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত
প্রশ্ন ও উত্তর লিংক
এককথায় প্রকাশপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধ সেক্টরপ্রশ্ন ও উত্তর লিংক
তৎসম অর্ধতৎসম তদ্ভব
বিদেশী ও দেশি শব্দ
প্রশ্ন ও উত্তর লিংক রােহিঙ্গা সমস্যাপ্রশ্ন ও উত্তর লিংক
উপসর্গপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের জনপদপ্রশ্ন ও উত্তর লিংক
সমাসপ্রশ্ন ও উত্তর লিংক সংবিধানপ্রশ্ন ও উত্তর লিংক
বাগধারা, প্রবাদ ও প্রবচনপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধপ্রশ্ন ও উত্তর লিংক
কারক-বিভক্তিপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের ভৌগলিকপ্রশ্ন ও উত্তর লিংক
যুক্ত বর্ণেরপ্রশ্ন ও উত্তর লিংক কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যুপ্রশ্ন ও উত্তর লিংক
ধ্বনি, বর্ণপ্রশ্ন ও উত্তর লিংক উপন্যাস/রচনাসমগ্রপ্রশ্ন ও উত্তর লিংক
বাক্য (সরল, জটিল, যৌগিক) প্রশ্ন ও উত্তর লিংক ভাষা আন্দোলপ্রশ্ন ও উত্তর লিংক
পদ নির্ণয়প্রশ্ন ও উত্তর লিংক বিখ্যাত স্থানপ্রশ্ন ও উত্তর লিংক
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব প্রশ্ন ও উত্তর লিংকস্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের চলচ্চিত্র প্রশ্ন ও উত্তর লিংকবাংলাদেশের কৃষ্টি
ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন
প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

Advertisement 2

গণিত

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) প্রশ্ন ও উত্তর লিংক বীজগাণিতিক মান নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফাপ্রশ্ন ও উত্তর লিংক উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
ল.সা.গু, গ.সা.গু প্রশ্ন ও উত্তর লিংক ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র প্রশ্ন ও উত্তর লিংক
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য)প্রশ্ন ও উত্তর লিংক আয়তক্ষেত্রের বেসিক
সূত্রের অংকসমূহ, সরলরেখা
প্রশ্ন ও উত্তর লিংক
অনুপাত:সমানুপাত প্রশ্ন ও উত্তর লিংক গাছের উচ্চতা/
মিনারের উচ্চতা
প্রশ্ন ও উত্তর লিংক
সংখ্যা পদ্ধতি প্রশ্ন ও উত্তর লিংক
মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি
প্রশ্ন ও উত্তর লিংক
বিগত সালে প্রশ্ন প্রশ্ন ও উত্তর লিংক পরিমাপ ও পরিমান প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

কম্পিউটার

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তরপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের তথ্য

যোগাযোগ প্রযুক্তি
প্রশ্ন ও উত্তর লিংক
কম্পিউটার প্রশ্ন ও উত্তর লিংক সেটেলাইট-১প্রশ্ন ও উত্তর লিংক
LAN, WAN
কম্পিউটার নেটওয়ার্ক
প্রশ্ন ও উত্তর লিংক কম্পিউটার সংক্ষিপ্ত
শব্দের পূর্ণরুপ
প্রশ্ন ও উত্তর লিংক
গুগলপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীডপ্রশ্ন ও উত্তর লিংক
৩জি,৪জি, ৫ জি প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

General Knowledge (GK) সাধারণ জ্ঞান বিজ্ঞান 

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি প্রশ্ন ও উত্তর লিংক পুরস্কার ও সম্মাননাপ্রশ্ন ও উত্তর লিংক
গভর্নর জেনারেল ও
ভাইসরয়দের তালিকা
প্রশ্ন ও উত্তর লিংক খেলাধুলাপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলার শাসন আমল প্রশ্ন ও উত্তর লিংক জিন-কোষপ্রশ্ন ও উত্তর লিংক
ভূপ্রকৃতি ও জলবায়ুপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন রোগব্যাধিপ্রশ্ন ও উত্তর লিংক
বিখ্যাত উক্তিপ্রশ্ন ও উত্তর লিংক পরিমাপক যন্ত্রপ্রশ্ন ও উত্তর লিংক
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলীপ্রশ্ন ও উত্তর লিংক রসায়নপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নামপ্রশ্ন ও উত্তর লিংক ভূগোলপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবসপ্রশ্ন ও উত্তর লিংক পদার্থ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী প্রশ্ন ও উত্তর লিংক জীববিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের মুদ্রা নামপ্রশ্ন ও উত্তর লিংক গাণিতিক পরিমাপের এককপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের আলােচিত ঘটনাবলীপ্রশ্ন ও উত্তর লিংকসাধারণ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
সাম্প্রতিক সোস্যাল মিডিয়াপ্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক আন্তর্জাতিক বিষয়াবলী
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
সমাধান / উত্তর লিংক
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
Paragraph & Composition উত্তর লিংক ভাবসম্প্রসারণ, রচনা উত্তর লিংক
আবেদন পত্র/ Application form উত্তর লিংক প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা উত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

চাকুরি

Advertisement 5

    Advertisement 3

    1 thought on “কবি কায়কোবাদ থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান, কবি কায়কোবাদ জীবনী A to Z সহ সকল প্রশ্ন সমাধান,কবি কায়কোবাদ এর জানা ও অজানা সকল তথ্য”

    1. আমাদের বাড়ির কোন খোঁজ খবর পেলাম না আমি একজন কবির নাতি হাবিব আলম আল কোরাইশীর ছেলে আমি অনেক বসর ধরে দেশের বাইরে আছি আমার ভাই টুটুল আলম আল কোরাইশী দেশে আছেন আমাদের জায়গা থাকা সত্য আমরা আজ রাস্তার পথিক ।

      Reply

    Leave a Comment