Advertisement
চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা সাজেশন
অনার্স ৪র্থ বর্ষের উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা (Advanced Auditing & Professional Ethics ) সুপার সাজেশন Department of : Accounting & Other Department Subject Code: 242503 |
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা, অনার্স ৪র্থ বর্ষের উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন 2024
উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. নিরীক্ষা কাকে বলে?
উত্তর : ব্যবসায় বা অন্য কোনো প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলিও তার ফলাফলের সঠিকতা যাচাইয়ের লক্ষ্যে লিপিবদ্ধকৃত লেনদেন বা বইসমূহের নিয়মমাফিক পরীক্ষাকে নিরীক্ষা বলে।
২. নিরীক্ষক কে?
উত্তর : যে অভিজ্ঞ, প্রাজ্ঞ, বিশেষজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠানের হিসাবপত্রের পরীক্ষা কার্য সম্পাদন করা হয়, তাকে নিরীক্ষক বলে।
৩. নিরীক্ষা বিশ্লেষণ প্রক্রিয়া কাকে বলে?
উত্তর : বিশ্লেষণ প্রক্রিয়া হলো নিরীক্ষকের হাতিয়ার (Tool) যার সাহায্যে আর্থিক বিবরণী এর অন্তর্গত তথ্য উপাত্তসমূহ তুলনামূলক বিশ্লেষণ ও মূল্যায়ন করে সঠিক নিরীক্ষা প্রক্রিয়া নির্ধারণ করা হয়।
Advertisement
৪. প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে?
উত্তর : যে কোম্পানি শেয়ার ক্রয়ের জন্য জনসাধারণকে নিষ্ক্রিয়। করে এবং ঋণ নেয়ার জন্য অন্য উৎস থেকে নিজেদের আয়কে প্রাধান্য দেয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।
৫. সরকারি নিরীক্ষা কাকে বলে?
উত্তর : সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, স্থানীয় প্রশাসন, প্রকল্প ইত্যাদির রক্ষিত হিসাব ও তাদের সমর্থনে পেশকৃত কাগজপত্রাদির যথার্থতা নিরূপণে সরকারি কর্মচারীদের সমন্বয়ে যে নিরীক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাকে সরকারি নিরীক্ষা বলে।
৬. ব্যবস্থাপনা নিরীক্ষা সংজ্ঞা দাও।
উত্তর : যে নিরীক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠান পরিচালনার গতিপ্রকৃতি, নিয়ম-নীতি, পরিকল্পনা ইত্যাদি যথাযথভাবে পরীক্ষা করা হয় তাকে ব্যবস্থাপনা নিরীক্ষা বলে।
৭. উৎপাদন ব্যয় নিরীক্ষা কাকে বলে?
উত্তর : উৎপাদন ব্যয় হিসাবের সত্যতা যাচাই এবং উৎপাদন ব্যয় হিসাব পরিকল্পনা যথাযথভাবে অনুসৃত হয়েছে। কিনা তা যাচাই পরীক্ষাকে উৎপাদন ব্যয় নিরীক্ষা বলে।
৮. নৈতিকতা কী?
উত্তর : নৈতিকতা এমন কিছু নীতি ও মূল্যবোধের সমষ্টি যা মানুষকে চালিত করে।
৯. ব্যবসায় কী?
উত্তর : মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা উৎপাদন, বণ্টন ও বিনিময় সহ বণ্টনে সহায়ক যাবতীয় বৈধ কার্যাবলিকে ব্যবসায় বলে।
১০. পেশা কাকে বলে?
উত্তর : পেশা হচ্ছে জীবিকা অর্জনের উপায়।
১১. নিরীক্ষা কী পেশা?
উত্তর : পেশার মূল বৈশিষ্ট্যগুলি নিরীক্ষার ক্ষেত্রে বিদ্যমান এবং তা বাংলাদেশে বিরাজমান। সুতরাং বাংলাদেশে নিরীক্ষা ব্যবস্থাকে একটি পেশা হিসেবে ব্যাখ্যা দেয়া যায়।
১২. আচরণ কী?
উত্তর : আচরণ হচ্ছে মানুষের অভ্যন্তরীণ ও বাহ্যিক ক্রিয়ার সমষ্টি।
১৩. Auding শব্দের অর্থ কী?
উত্তর : Auding শব্দের অর্থ শ্রবণ করা।
১৪. GAAS কী?
উত্তর : AICPA নিরীক্ষার আদর্শ বা মান তৈরির বিষয়ে প্রতিষ্ঠিত কমিটি ASB কর্তৃক পরামর্শক্রমে ১৯৪৭ সাল পর্যন্ত মোট ১০টি মান প্রকাশ করে যা ১৯৪৭ সালে সর্বজন স্বীকৃত নিরীক্ষা মান হিসেবে আন্তর্জাতিকভাবে গৃহীত হয়। এই মানসমূহকে Generally Accepted Auditing Standard (GAAS) বলে।
১৫. নিরীক্ষক কে?
উত্তর : যে অভিজ্ঞ, প্রাজ্ঞ, বিশেষজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠানের হিসাবপত্রের পরীক্ষা কার্য সম্পাদন করা হয়, তাকে নিরীক্ষক বলে।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
১৬. GAAP এর পূর্ণরূপ লিখ।
উত্তর: GAAP এর পূর্ণরূপ Generally Accepted Accounting Principles (GAAP)।
১৭. বাংলাদেশের কোম্পানি আইন কত সালের?
উত্তর : ১৯৯৪ সালের।
১৮. সরকারি নিরীক্ষার ২টি উদ্দেশ্যের নাম লিখ।
উত্তর : ১. ব্যয় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কিনা তা পরীক্ষা করা। ২. সরকারি প্রতিষ্ঠানসমূহে জবাবদিহিতা তৈরি করা।
১৯. ব্যবসায় কি একটি পেশা?
উত্তর : হ্যাঁ, ব্যবসায় একটি পেশা।
Advertisement 2
২০. বিধিবদ্ধ নিরীক্ষক কে?
উত্তর : সিএ লাইসেন্সধারী হিসাববিজ্ঞানীকে বিধিবদ্ধ নিরীক্ষক বলে।
Advertisement 2
২১. টিমিং এন্ড ল্যাডিং কী?
উত্তর : নগদ অর্থ আত্মসাতের একটি বিশেষ কৌশল মাত্র।
২২. ISA -এর পূর্ণরূপ কী?
উত্তর : ISA -এর পূর্ণরূপ International Accounting Standard (IAS).
২৩. FASB -এর পূর্ণরূপ কী?
উত্তর : FASB -এর পূর্ণরূপ Financial Accounting Standard Board (FASB).
২৪. Ethics শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : ইংরেজি Ethics শব্দটি গ্রিক Ethas থেকে এসেছে যার অর্থ হচ্ছে চরিত্র।
PDF Download উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2024
খ-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন
১. নিরীক্ষার মান বা আদর্শ বলতে কী বুঝ?
২. বাস্তবতা ও নিরীক্ষার ঝুঁকির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
৩. কোম্পানির নামের শেষে “লিমিটেড” শব্দটি কেন ব্যবহার হয়?
৪. সরকারি তহবিলের ৫টি বিশেষ উদ্দেশ্য আলোচনা কর।
৫. আর্থিক নিরীক্ষক ও ব্যবস্থাপনা নিরীক্ষকের মধ্যে পার্থক্য লেখ।
৬. উৎপাদন ব্যয় নিরীক্ষার মূল উদ্দেশ্য বর্ণনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৭. “নিরীক্ষক হিসাবরক্ষক নন” ব্যাখ্যা কর।
৮. ব্যবসায়ের ৫টি উদ্দেশ্য আলোচনা কর।
৯. নিরীক্ষার ৫টি অসুবিধা আলোচনা কর।
১০. ভুল ও জুয়াচুরির মধ্যে পার্থক্য আলোচনা কর।
১১. উৎপাদন ব্যয় ও নিরীক্ষার মূল উদ্দেশ্য কী?
১২. সরকারি নিরীক্ষার ৫টি বৈশিষ্ট্য আলোচনা কর।
১৩. নিরীক্ষাশাস্ত্র একটি গতিশীল সমাজবিজ্ঞান আলোচনা কর।
১৪. পেশার প্রতি একজন নিরীক্ষকের দায়িত্ব কতটুকু-আলোচনা কর।
১৫. ব্যবস্থাপনা নিরীক্ষকের যোগ্যতা/গুণাবলি কী কী?
১৬. ব্যবসায় নৈতিকতা বা শিষ্টাচার কী?
2024 উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. (ক) নিরীক্ষার সংজ্ঞা দাও।
(খ) নিরীক্ষার বৈশিষ্ট্য আলোচনা কর।
২. (ক) প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য আলোচনা কর।
(খ) প্রাইভেট লিমিটেড কোম্পানির সংজ্ঞা দাও।
৩. (ক) বিশ্লেষণ প্রক্রিয়া কী?
(খ) বিশ্লেষণ প্রক্রিয়ার উদ্দেশ্য বর্ণনা কর।
৪. (ক) সরকারি নিরীক্ষা কাকে বলে?
(খ) সরকারি নিরীক্ষার উদ্দেশ্য আলোচনা কর।
৫. (ক) ব্যবস্থাপনা নিরীক্ষার সংজ্ঞা দাও।
(খ) ব্যবস্থাপনা নিরীক্ষার উদ্দেশ্য বর্ণনা কর।
৬. (ক) ব্যবস্থাপনা কাকে বলে?
(খ) কাউন্সিলের কার্যাবলি আলোচনা কর।
৭. (ক) নীতি শাস্ত্রের সংজ্ঞা দাও।
(খ) নীতি শাস্ত্রের বৈশিষ্ট্য আলোচনা কর।
৮. (ক) ব্যবসায়ের সংজ্ঞা দাও।
(খ) ব্যবসায়ের উদ্দেশ্য আলোচনা কর।
৯. সরকারি নিরীক্ষার সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
১০. বিধিবদ্ধ নিরীক্ষা ও ব্যবস্থাপনা নিরীক্ষার মধ্যে পার্থক্য আলোচনা কর।
১১. পেশা কাকে বলে? পেশাগত নৈতিক দায়িত্বগুলো আলোচনা কর।
১২. ব্যবসায় নৈতিকতা বলতে কী বুঝ? এর মূল বিষয়গুলো আলোচনা কর।
১৩. নিরীক্ষা প্রতিবেদন কাকে বলে? এর বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর।
১৪. উৎপাদন ব্যয় নিরীক্ষার গুরুত্ব বা সুবিধা আলোচনা কর।
১৫. বাংলাদেশে আন্তর্জাতিক নিরীক্ষার মানগুলো আলোচনা কর।
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা সাজেশন
Honors 4thyear Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা স্পেশাল সাজেশন 2024,Honors Advanced Auditing & Professional Ethics Suggestion 2024
PDF Download উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা সাজেশন, উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,
Advertisement 5
Advertisement 4
Advertisement 3