ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২১, প্রস্তুতি ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার, সমাজকর্মীর পরীক্ষা সাজেশন ২০২১

সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা পদ্ধতি ও পরামর্শ
পরীক্ষার মানবণ্টন

সমাজসেবা অধিদপ্তর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিধি অনুসারে, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। ক্ষেত্র বিশেষে নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষায়ও। অধিদপ্তরের প্রশাসন ও অর্থ শাখা সূত্রে জানা যায়,

তৃতীয় শ্রেণির পদগুলোতে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে। ৭০ নম্বরের লিখিত এবং ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে। চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষায় মোট ৫০ নম্বরের মধ্যে ৪০ নম্বরের লিখিত এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে।
এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হয়ে থাকে। পদ অনুসারে করা হয় প্রশ্নপত্র। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে মৌখিক পরীক্ষায়।

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর সমাধান PDF Download

পরীক্ষার প্রস্তুতি

সমাজসেবা অধিদপ্তরে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা যায়, তৃতীয় শ্রেণির পদগুলোতে বোর্ড নির্ধারিত এসএসসি ও এইচএসসির বাংলা, ইংরেজি ও গণিত বই থেকে বেশি প্রশ্ন করা হয়। অষ্টম শ্রেণির পাটিগণিত ও বীজগণিত থেকেও প্রশ্ন থাকে। পাঠ্য বইগুলো বেশি বেশি চর্চা করলে লিখিত পরীক্ষায় ভালো করা যাবে।
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সমাজকর্মী পদে কর্মরত মো. ফারুকুজ্জামান জানান, সমাজকর্মী পদে অষ্টম-দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই থেকে বেশি প্রশ্ন করা হয়।
বাংলা
বাংলা ব্যাকরণে সন্ধিবিচ্ছেদ, কারক, বিভক্তি, সমাস, ণত্ববিধান, ষত্ববিধান, প্রবাদ প্রবচন, এককথায় প্রকাশ, বাগধারা থেকে প্রশ্ন আসে। এ ছাড়া সাহিত্য অংশ থেকেও প্রশ্ন করা হয়।

ইংরেজি
ইংরেজি অংশ থেকে Translation, Tense, Preposition, Parts of speech, Verb, Number, Gender, Voice Change, Synonym, Antonym, Transformation of Sentence, Appropriate Word, Idioms and Phrases থেকে প্রশ্ন আসে।

গণিত
গণিতে সরল, সুদকষা, শতকরা, ঐকিক নিয়ম, লসাগু, গসাগু অধ্যায় থেকে প্রশ্ন আসে।
সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানে প্রশ্ন করা হয় জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলি থেকে। প্রশ্ন থাকে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকেও।

মৌখিক পরীক্ষা
মৌখিক পরীক্ষায় প্রার্থীর নিজের সম্পর্কে, পঠিত বিষয় ও নিজ জেলা সম্পর্কে জানতে চাওয়া হয়। প্রশ্ন করা হতে পারে সাধারণ জ্ঞান থেকেও বিষয়ভিত্তক কিছু প্রশ্ন।

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ-২০১৬

১।বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা?
উত্তরঃওড়িশা।
২।’ তারিখ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
উত্তরঃ অারবি।
৩।রিকশা কোন ভাষার শব্দ?
উত্তরঃ জাপানি।
৪।প্রচলিত বিদেশী শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ কে কী বলে?
উত্তরঃ পারিভাষিক শব্দ।
৫।বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
উত্তরঃ২৫ টি।
৬।ব্রহ্মপুত্র শব্দের ‘হ্ম’ যুক্তবর্ণটি কোন বর্ণের সংযুক্ত রুপ?
উত্তরঃ হ্+ম।
৭।উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
উত্তরঃউপর্যুক্ত।
৮।নিচের কোনটি রুপক কর্মধারয় সমাসের উদাহারন?
উত্তরঃ মনমাঝি।
৯।’ অাছো তুমি জগৎ মাঝারে’।এখানে ‘ মাঝারে’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত?
উত্তরঃ ব্যাপ্তি।
১০।’ বিশ্বজনের হিতকর’ এককথায় কি বলে?
উত্তরঃ বিশ্বজনীন।
১১।’ তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃঅর্থের কুপ্রভাব।
১২।একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কী চিহৃ বসে?
উত্তরঃকোলন।
১৩।’ অন্ধবধু’ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ রয়েছে?
উত্তরঃ চোখ গেল।
১৪।’ বন্যেরা বন্যে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ এটি কী?
উত্তরঃ প্রবাদ।
১৫।কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তরঃ অগ্নিবীণা।
১৬।’ প্রবাসের দিনগুলি’ কার রচিত?
উত্তরঃ সৈয়দ মুজতবা।
১৭।’ ভানু সিংহ’ কার ছদ্মনাম?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর.
১৮। অন্নদামঙ্গল কাব্য কোন যুগের রচনা?
উত্তরঃ মধ্যযুগ।
১৯।অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক –
উত্তরঃ মাইকেল মধুসধূন দত্ত।
২০।’ যদ্যপি ‘ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ যদি+ অপি।
২১।কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ Commission.
২২।People শব্দটির Adjective —
Answer : populous.
২৩।He is innocent…? the charge.
Answer : of.
২৪।Deny শব্দটির Noun__
Answer : Denial.
২৫।He has no control…. himself.
answer : over.
২৭।কোনটি Material Noun নয়?
উত্তরঃ paper.


২৮।অাধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
উত্তরঃ Chaucer.
২৯। কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ possession.
৩০।কোনটি-Verb?
Answer :Feed.
৩১।’ My Allah help’ what kind of sentence?
Answer :Optative.
৩২।’ Gentle ‘ এর বিপরীত কোনটি?
Answer :Rude.
৩৩।Homely কোন Parts of speech?
Answer: Adjective.
৩৪।Theifএর Plural কোনটি?
উত্তর :Thieves.
৩৫। Students are concerned…their result.
Answer : with.
৩৬।Climate হলো?
উত্তরঃ জলবায়ু।
৩৭।কোনটি স্ত্রীবাচক শব্দ?
উত্তরঃ Queen.
৩৮। Beautiful শব্দটি কোন Parts of sppeech?
Answere : Adjective.
৩৯।Parts of sppeech কত প্রকার?
উত্তরঃ৮ প্রকার
৪০।Truth শব্দটির Adjective হবে?
উত্তরঃNone of them.
৪১।বঙ্গবঙ্গ রদ হয় কোন সালে?
উত্তরঃ১৯১১।
৪২।বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ?
উত্তরঃ১৭ মার্চ
৪৩।স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতিক কত জন?
উত্তরঃ২ জন।
৪৪। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি?
উত্তরঃসেন্টমার্টিন।
৪৫।বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃতাজিনডং।
৪৬।বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে?
উত্তরঃ রাজশাহী।
৪৭।বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কী?
উত্তরঃ শাপলা।
৪৮।হাইতির রাজধানী –
উত্তরঃপোর্ট অব প্রিন্স।
৪৯।সুইডেনের মুদ্রার নাম কী?
উত্তরঃক্রোনা।
৫০।পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃনীলনদ।
৫১।প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়য় কত সালে?
উত্তরঃ১৯১৪.
৫২।টি-২০ বিশ্বকাপ ২০১৬ এর চ্যাম্পিয়ন দেশ কোনটি?
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ
৫৩।অান্তর্জার্তিক প্রতিবন্ধী দিবস কোনটি?
উত্তরঃ৩ ডিসেম্বর।
৫৪।জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তরঃ অ্যান্টোনিও গুতেরেসে।
৫৫।শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি?
উত্তরঃ১৪ ডিসেম্বর।
৫৬।বার্ষিক ৫% হারে ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?
উত্তরঃ ১৫০ টাকা।
৫৭।করিম ও রহিমের বেতনের অনুপাত ৭ঃ৫ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশি রহিমের বেতন কত?
উত্তরঃ১০০০ টাকা।
৫৮। ৪০-১০০ পর্যন্ত বৃহত্তম ওক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
উত্তরঃ৫৬
৫৯।শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ অাসলের ১/৫ অংশ হবে।
উত্তরঃ২০%.
৬০।কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটি ২/৩ অংশ হবে।সংখ্যাটি কত?
উত্তরঃ৩৬.?
৬১।x-2y= 8,3x-2y = 4 সমীকরন জোটে xএর মান কত?
উত্তরঃ-2.
৬২।১+২+৩+৪+……..৯৯= কত?
উত্তরঃ৪৯৫০.
৬৩।x-4=x-4/x সমীকরনের সমাধান—
উত্তরঃ কোনোটাই নয়।
৬৪।বড় সংখ্যাটি কত?
উত্তরঃ2(x+2).
৬৫।ABC ত্রিভুজের পরিসীমা কত একক?
উত্তরঃ ৩.
৬৬।যে কোনের ডিগ্রি পরিমাপ ৯০ ডিগ্রী তাকে কী বলে?
উত্তরঃসমকোন।
৬৭।যে ত্রিভুজের তিন কোন সমান। তাকে কোন ধরনের ত্রিভুজ বলে?
উত্তরঃ সমকোন।
৬৮।x:y=5ঃ6 হলে 3xঃ5y= কত?
উত্তরঃ1ঃ2
৬৯।একটি সংখ্যা ৭৪২ হতে যত বড়৮৩০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
উত্তরঃ ৭৮৬

নিয়োগ প্রাপ্ত প্রতিষ্ঠন সম্পকে জ্ঞান

১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক

Professor Primary Assistant Teacher book লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

ইংরেজি

ইংরেজি ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Parts of Speech প্রশ্ন ও উত্তর লিংক Abbreviations or
Elaboration Terms
প্রশ্ন ও উত্তর লিংক
Articleপ্রশ্ন ও উত্তর লিংক One word Substitutionsপ্রশ্ন ও উত্তর লিংক
Appropriate Preposition প্রশ্ন ও উত্তর লিংক English literatureপ্রশ্ন ও উত্তর লিংক
Prepositionপ্রশ্ন ও উত্তর লিংক Sentence Correctionপ্রশ্ন ও উত্তর লিংক
Right forms of verbপ্রশ্ন ও উত্তর লিংক Translation /Vocabularyপ্রশ্ন ও উত্তর লিংক
Voice প্রশ্ন ও উত্তর লিংক Spellingপ্রশ্ন ও উত্তর লিংক
Narrationপ্রশ্ন ও উত্তর লিংক Synonym-Antonymপ্রশ্ন ও উত্তর লিংক
Phrase and Idioms প্রশ্ন ও উত্তর লিংক Word Meaningপ্রশ্ন ও উত্তর লিংক
prefix and suffixপ্রশ্ন ও উত্তর লিংক প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

বাংলা

বিগত ৩০ বছরে বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়োগ পরীক্ষায় আষার সকল MCQ নৈবিত্তিক প্রশ্ন সমাধান এক সাথে, নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
সন্ধিপ্রশ্ন ও উত্তর লিংক শেখ হাসিনাপ্রশ্ন ও উত্তর লিংক
বিপরীত শব্দপ্রশ্ন ও উত্তর লিংক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানপ্রশ্ন ও উত্তর লিংক
সমার্থক শব্দপ্রশ্ন ও উত্তর লিংক জাতীর ৪ নেতাপ্রশ্ন ও উত্তর লিংক
শুদ্ধ বানানপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন চুক্তি
বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত
প্রশ্ন ও উত্তর লিংক
এককথায় প্রকাশপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধ সেক্টরপ্রশ্ন ও উত্তর লিংক
তৎসম অর্ধতৎসম তদ্ভব
বিদেশী ও দেশি শব্দ
প্রশ্ন ও উত্তর লিংক রােহিঙ্গা সমস্যাপ্রশ্ন ও উত্তর লিংক
উপসর্গপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের জনপদপ্রশ্ন ও উত্তর লিংক
সমাসপ্রশ্ন ও উত্তর লিংক সংবিধানপ্রশ্ন ও উত্তর লিংক
বাগধারা, প্রবাদ ও প্রবচনপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধপ্রশ্ন ও উত্তর লিংক
কারক-বিভক্তিপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের ভৌগলিকপ্রশ্ন ও উত্তর লিংক
যুক্ত বর্ণেরপ্রশ্ন ও উত্তর লিংক কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যুপ্রশ্ন ও উত্তর লিংক
ধ্বনি, বর্ণপ্রশ্ন ও উত্তর লিংক উপন্যাস/রচনাসমগ্রপ্রশ্ন ও উত্তর লিংক
বাক্য (সরল, জটিল, যৌগিক) প্রশ্ন ও উত্তর লিংক ভাষা আন্দোলপ্রশ্ন ও উত্তর লিংক
পদ নির্ণয়প্রশ্ন ও উত্তর লিংক বিখ্যাত স্থানপ্রশ্ন ও উত্তর লিংক
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব প্রশ্ন ও উত্তর লিংকস্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের চলচ্চিত্র প্রশ্ন ও উত্তর লিংকবাংলাদেশের কৃষ্টি
ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন
প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

গণিত

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) প্রশ্ন ও উত্তর লিংক বীজগাণিতিক মান নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফাপ্রশ্ন ও উত্তর লিংক উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
ল.সা.গু, গ.সা.গু প্রশ্ন ও উত্তর লিংক ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র প্রশ্ন ও উত্তর লিংক
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য)প্রশ্ন ও উত্তর লিংক আয়তক্ষেত্রের বেসিক
সূত্রের অংকসমূহ, সরলরেখা
প্রশ্ন ও উত্তর লিংক
অনুপাত:সমানুপাত প্রশ্ন ও উত্তর লিংক গাছের উচ্চতা/
মিনারের উচ্চতা
প্রশ্ন ও উত্তর লিংক
সংখ্যা পদ্ধতি প্রশ্ন ও উত্তর লিংক
মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি
প্রশ্ন ও উত্তর লিংক
বিগত সালে প্রশ্ন প্রশ্ন ও উত্তর লিংক পরিমাপ ও পরিমান প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

কম্পিউটার

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তরপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের তথ্য

যোগাযোগ প্রযুক্তি
প্রশ্ন ও উত্তর লিংক
কম্পিউটার প্রশ্ন ও উত্তর লিংক সেটেলাইট-১প্রশ্ন ও উত্তর লিংক
LAN, WAN
কম্পিউটার নেটওয়ার্ক
প্রশ্ন ও উত্তর লিংক কম্পিউটার সংক্ষিপ্ত
শব্দের পূর্ণরুপ
প্রশ্ন ও উত্তর লিংক
গুগলপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীডপ্রশ্ন ও উত্তর লিংক
৩জি,৪জি, ৫ জি প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

General Knowledge (GK) সাধারণ জ্ঞান বিজ্ঞান 

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি প্রশ্ন ও উত্তর লিংক পুরস্কার ও সম্মাননাপ্রশ্ন ও উত্তর লিংক
গভর্নর জেনারেল ও
ভাইসরয়দের তালিকা
প্রশ্ন ও উত্তর লিংক খেলাধুলাপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলার শাসন আমল প্রশ্ন ও উত্তর লিংক জিন-কোষপ্রশ্ন ও উত্তর লিংক
ভূপ্রকৃতি ও জলবায়ুপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন রোগব্যাধিপ্রশ্ন ও উত্তর লিংক
বিখ্যাত উক্তিপ্রশ্ন ও উত্তর লিংক পরিমাপক যন্ত্রপ্রশ্ন ও উত্তর লিংক
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলীপ্রশ্ন ও উত্তর লিংক রসায়নপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নামপ্রশ্ন ও উত্তর লিংক ভূগোলপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবসপ্রশ্ন ও উত্তর লিংক পদার্থ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী প্রশ্ন ও উত্তর লিংক জীববিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের মুদ্রা নামপ্রশ্ন ও উত্তর লিংক গাণিতিক পরিমাপের এককপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের আলােচিত ঘটনাবলীপ্রশ্ন ও উত্তর লিংকসাধারণ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
সাম্প্রতিক সোস্যাল মিডিয়াপ্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক আন্তর্জাতিক বিষয়াবলী
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
সমাধান / উত্তর লিংক
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
Paragraph & Composition উত্তর লিংক ভাবসম্প্রসারণ, রচনা উত্তর লিংক
আবেদন পত্র/ Application form উত্তর লিংক প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা উত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

চাকুরি

    Leave a Comment