PDF Download ১৫ আগস্ট এর গুরুত্ব রচনা, ১৫ আগস্ট এর গুরুত্ব একটি রচনা লিখুন, রচনা ১৫ আগস্ট এর গুরুত্ব , রচনা ১৫ আগস্ট এর গুরুত্ব রচনা, ১৫ আগস্ট এর গুরুত্ব রচনা PDF Download,রচনা নিয়োগ পরীক্ষায় আসা ১৫ আগস্ট এর গুরুত্ব, ১৫ আগস্ট এর গুরুত্ব রচনা বাংলা ২য় পত্র রচনা, রচনা ১৫ আগস্ট এর গুরুত্ব (PDF Download)

বিষয়: PDF Download ১৫ আগস্ট এর গুরুত্ব রচনা, ১৫ আগস্ট এর গুরুত্ব একটি রচনা লিখুন, রচনা ১৫ আগস্ট এর গুরুত্ব , রচনা ১৫ আগস্ট এর গুরুত্ব রচনা, ১৫ আগস্ট এর গুরুত্ব রচনা PDF Download,রচনা নিয়োগ পরীক্ষায় আসা ১৫ আগস্ট এর গুরুত্ব, ১৫ আগস্ট এর গুরুত্ব রচনা বাংলা ২য় পত্র রচনা, রচনা ১৫ আগস্ট এর গুরুত্ব (PDF Download)

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাংলার ইতিহাসে ও বাংলাদেশের জন্য একটি কালো দিন। আপনাদের মধ্যে অনেকেই এ দিনটি সম্পর্কে জানতে খুবই আগ্রহী। আমাদের অবশ্যই এ দিনটি সম্পর্কে জানা অত্যন্ত জরুরী।

কেননা বাঙালি জাতির জন্য একটি শোকাহত দিন হিসেবে এ দিনটিকে পালন করা হয়। ১৯৭৫ সালের এই দিনে বাঙালি জাতির অনেক ইতিহাস রয়েছে। এমনি এমনি এদেশটি স্বাধীনতা লাভ করেনি।

অনেক প্রতিকূল অবস্থা পেরিয়ে আজকের বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করেছে। আজকের এই আর্টিকেলটি ১৫ আগস্ট বাংলাদেশের শোক দিবসের তথ্য ধারা গঠন করা হয়েছে।


আরো ও সাজেশন:-

১৯৭৫ সালে সেই কালোরাতে বাঙালি জাতিকে ইতিহাসে কলঙ্কিত করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যরা।

তাদের হাতেই সেদিন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃতদেহ তার নিজ বাড়ির  সিঁড়িতে পড়েছিল।

সেদিন ঘাতকরা শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে থামেনি।

তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগনে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।

যখন তাদের এরকম নির্মমভাবে হত্যা করা হয়েছিল তখন দেশের বাইরে ছিলেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। 


রচনা ,প্রবন্ধ উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র উত্তর লিংক অনুচ্ছেদ রচনা উত্তর লিংক
চিঠি ও ইমেল উত্তর লিংক প্রতিবেদন উত্তর লিংক
Paragraphউত্তর লিংক Compositionউত্তর লিংক
Applicationউত্তর লিংক Emailউত্তর লিংক
Essayউত্তর লিংক Letterউত্তর লিংক

১৫ আগস্ট মোট কতজন শহীদ হন । ১৫ আগস্ট নিয়ে কিছু কথা ও বিবরন

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • শেখ কামাল (বঙ্গবন্ধুর বড় ছেলে)
  • শেখ জামাল বঙ্গবন্ধুর (দ্বিতীয় ছেলে)
  • শেখ রাসেল (বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র)
  • সুলতানা কামাল খুকু (শেখ কামালের স্ত্রী)
  • পারভীন জামাল রোজী(শেখ জামালের স্ত্রী)
  • শেখ আবু নাসের (বঙ্গবন্ধুর ছোট ভাই)
  • আবদুর রব সেরনিয়াবাত (বঙ্গবন্ধুর সেজ বোনের স্বামী)
  • শেখ ফজলুল হক মনি (বঙ্গবন্ধুর মেজো বোনের বড় ছেলে)
  • শেখ ফজলুল হক মনি ছাত্র জীবন
  • বেগম আরজু মনি (শেখ ফজলুল হক মনির স্ত্রী)
  • কর্ণেল জামিল উদ্দিন আহমেদ (বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার)
  • বেবী সেরনিয়াবাত (আবদুর রব সেরনিয়াবাতের ছোট মেয়ে)
  • আরিফ সেরনিয়াবাত (আবদুর রব সেরনিয়াবাতের কনিষ্ঠ পুত্র)
  • সুকান্ত আবদুল্লাহ বাবু (আবদুর রব সেরনিয়াবাতের নাতি)
  • শহীদ সেরনিয়াবাত (আবদুর রব সেরনিয়াবাতের ভাইয়ের ছেলে)
  • আবদুল নঈম খান রিন্টু (আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমুর খালাতো ভাই)


যদি সেদিন তারা সেখানে থাকতেন তাহলে হয়তোবা আজ তাদের ইতিহাসের পাতায় নাম উঠে যেত। 

তবে বঙ্গবন্ধুকন্যা বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অন্যদিক থেকে এগিয়ে নিয়ে যেতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বার বার।

বঙ্গবন্ধু মনে করতেন স্বাধীন দেশে কোন বাঙালি তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে না।

সেজন্যই তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবনের পরিবর্তে নিজস্ব প্রিয় বাড়ির মন্দির ৩২ নাম্বারে থাকতেন। 

বাঙালির স্বাধীনতা আদায়ে বঙ্গবন্ধু

বাঙালি জাতিকে তার নিজস্ব অধিকার এবং স্বাধীনতা দেয়ার জন্য বঙ্গবন্ধু নিজের জীবনকে উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন।

বঙ্গবন্ধু যখন তাকে হত্যা করা হয় তিনি ঘাতকদের মেশিনগান দেখেও কোন ধরনের ভয় পাননি। 

বরং তিনি তাদের জিজ্ঞেস করেছেন, তোরা কি চাস? কোথায় নিয়ে যাবে আমাকে? কিন্তু ঘাতকদের হাত তাতেও কাপেনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির জন্য নানান ধরনের আন্দোলনের মুখে নিজেকে এভাবেই এগিয়ে দিয়েছেন। 

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘদিন বাংলাদেশের রাজনৈতিক আকাশ ছিল তিমিরাচ্ছন্ন।

সামরিক স্বৈরশাসক,  নানান ধরনের সমস্যার মুখে কাটে ১৫ বছর।

এ সময় ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে হত্যাকারীদের বিচারের পথ রুদ্ধ করা হয়। এমনকি খুনিদের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়।

’৯০–এর গণ–অভ্যুত্থানে গণতন্ত্র ফেরে দেশে।

জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় আসেন। শুরু হয় বঙ্গবন্ধু হত্যার বিচার।

১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার বিচার কার্য 

নানান ধরনের চড়াই উতরাই পার করে ২০১০ সালের ২৮ জানুয়ারি ৫ আসামির ফাঁসির রায় কার্যকর করে জাতিকে দায়মুক্ত করা হয়েছিল। 

ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী ক্যাপ্টেন বরখাস্ত আবদুল মাজেদকে ৬ এপ্রিল ২০২০ সালে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

১১ এপ্রিল রাতে তার ফাঁসির রায় কার্যকর করা হয়। এখনো পাঁচজন আসামি পলাতক রয়েছে।

শোক দিবসের পতাকা লাগানোর নিয়ম

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনকালে পতাকাটি প্রথমে সোজাভাবে দণ্ডায়মান পতাকাদণ্ডে রশির সাহায্যে পতাকাদণ্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে।

এরপর দণ্ডের মাথা থেকে পতাকার প্রস্থের সমান নিচে নামিয়ে পতাকাটি বাঁধতে হবে।

দিন শেষে পতাকাটি নামানোর সময় আবার দণ্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে এবং তারপর ধীরে ধীরে নামাতে হবে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস FAQS

১৫ আগস্ট জাতীয় শোক দিবস কেন?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ আগস্ট তার পুরো পরিবার সহ ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ঘাতকদের হাতে হত্যা হয়েছিল। তাই ১৫ আগস্ট কে জাতীয় শোক দিবস পালন করা।  

শোক দিবসের পতাকা লাগানোর নিয়ম কি?

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনকালে পতাকাটি প্রথমে সোজাভাবে দণ্ডায়মান পতাকাদণ্ডে রশির সাহায্যে পতাকাদণ্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে।

উপসংহার 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মৃত্যুতে পুরো  বাংলাদেশ গভীরভাবে শোকাহত।

আমরা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল হত্যাকারীদের বিচার কাজের জন্য আকুলভাবে আবেদন করছি। 

আমরা আশা করছি আমাদের দেশনেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারকার্য শেষ করবেন।

এটি শুধুমাত্র বাঙালি জাতির জন্যই একটি শোকের দিন নয় বরং পুরো পৃথিবীর জন্যই খুবই শোকাহত একটি দিন।

আপনাদের যদি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।


[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]



রচনা ,প্রবন্ধ উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র উত্তর লিংক অনুচ্ছেদ রচনা উত্তর লিংক
চিঠি ও ইমেল উত্তর লিংক প্রতিবেদন উত্তর লিংক
Paragraphউত্তর লিংক Compositionউত্তর লিংক
Applicationউত্তর লিংক Emailউত্তর লিংক
Essayউত্তর লিংক Letterউত্তর লিংক

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

Leave a Comment