PDF Download সমাজকর্ম পরিচিতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, সমাজকর্ম পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
জাতীয় বিশ্ববিদ্যালয় BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সমাজকর্ম পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষের [Introduction to Social Work] সাজেশন অনার্স ১ম বর্ষের Department of : Social Work/Economics/Political Science Subject Code: 212101/212111 |
অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন [year](PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে [year]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য সমাজকর্ম পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন বিষয় কোড: ২১২১১১।
সমাজকর্ম পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সমাজকর্ম কি?
উত্তর: সমাজকর্ম হলো ব্যক্তি দল ও সমষ্টিকে সাহায্য করার এমন একটি পেশাগত কার্যক্রম যার লক্ষ্য তাদের সামাজিক কার্যাবলী পালন ক্ষমতা পুনরুদ্ধার বা গতিশীল করন এবং সামাজিক রক্ষার জন্য ইতিবাচক সামাজিক পরিবেশ গঠন করা।
২. সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন?
উত্তর: সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন আর. এ. স্কিডমোর এবং এম. জি থ্যাকারী।
৩. সমাজ কল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন?
উত্তর: সমাজকল্যাণে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ডব্লিউ এ. ফ্রীডল্যান্ডার।
৪. সোসাইটি গ্রন্থের লেখক কে?
উত্তর: সোসাইটি গ্রন্থের লেখক সমাজবিজ্ঞানী মেকাইভার।
৫. সমাজবিজ্ঞান কি?
উত্তর: মানব সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান বস্তুনিষ্ঠভাবে আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলে।
৬. ‘Introduction of social welfare’ গ্রন্থের লেখক কে?
উত্তর: Introduction of social welfare গ্রন্থের লেখক হলেন W. A Friedlander
৭. ‘Economics’ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: ইকোনমিক শব্দটি গ্রীক Oikonimia শব্দ থেকে উদ্ভূত।
৮. মনোবিজ্ঞান কি?
উত্তর: মনোবিজ্ঞান এমন একটি বিজ্ঞান, যা প্রাণী ও মানুষের আচরণ নিয়ে আলোচনা করে।
৯. ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন কোনটি?
উত্তর: রাজা অষ্টম হেনরির নামানো শাড়ি ইংল্যান্ডের দরিদ্র আইন প্রণয়ন করা হয় এবং আইনটির নাম অষ্টম হেনরি দরিদ্র আইন, ১৫৩১।
১০ ইংল্যান্ডে কখন এলিজাবেথিও দরিদ্র আইন প্রবর্তন করা হয় ?
উত্তর: এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১ সালে প্রবর্তিত হয়।
১১. সক্ষম দরিদ্র কারা অথবা সক্ষম দরিদ্র কাকে বলে?
উত্তর: যাদের শারীরিকভাবে কাজ করার সমর্থক আছে তারাই সক্ষম দরিদ্র।
১২. ইংল্যান্ডে কত সালে দান সংগঠন সমিতির গঠিত হয়?
অথবা, ইংল্যান্ডে দান সংগঠন সমিতি কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৬৯ সালে দান সংগঠন সমিতি প্রথম গঠিত হয়।
১৩. বিভারিজ কে ছিলেন?
উত্তর: বিভারিজ ছিলেন একজন অর্থনীতিবিদ শিক্ষাবিদ ও আইনবিদ। যিনি বিভারিজ রিপোর্ট প্রদান করেন।
১৪. পঞ্চদৈত্ত কি কি?
উত্তর: বিবারিচ রিপোর্টে মানব কল্যাণের পথে পাঁচটি প্রতিবন্ধক অর্থাৎ অভাব, অজ্ঞতা, মলিনতা, অসলতা ও অসুস্থতাকে দৈত্যের সাথে তুলনা করা হয়েছে। বিভারিজ এগুলোকে পঞ্চদৈত্ত বলে অভিহিত করেছেন।
১৫. আমেরিকার অর্থনৈতিক মহামন্দা কখন দেখা দেয়?
অথবা, আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা শুরু হয়?
উত্তর: আমেরিকার অর্থনৈতিক মহামন্দা উনি ২৯ সালে দেখা দেয়।
১৬. NASW এর পূর্ণরূপ লেখ।
উত্তর: NASW-এর পূর্ণরূপ হল National Association of Social Workers.
১৭. রাজা রামমোহন রায় কে ছিলেন?
উত্তর: রাজা রামমোহন রায় ছিলেন একজন সমাজ সংস্কারক।
১৮. বাংলাদেশ কত সালে সমাজকর্ম শিক্ষা সূচনা হয়?
উত্তর: বাংলাদেশে ১৯৫৩ সালে সমাজকর্ম শিক্ষা সূচনা হয়।
১৯. ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে?
উত্তর: ভরায়েজী আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তুল্লাহ।
২০. হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন?
উত্তর: হাজী শরীয়তুল্লাহ ছিলেন একজন সমাজ সংস্কারক ও ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা।
২১. আলীগড় আন্দোলনের প্রবক্তা কে?
উত্তর: আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়দ আহমদ খান।
২২. স্যার সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম কি?
উত্তর: সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম আলীগড় আন্দোলন।
২৩. বেগম রোকেয়া কেন বিখ্যাত?
উত্তর: বেগম রোকেয়া নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালনের জন্য বিখ্যাত ছিলেন।
২৪. সামাজিক আইনের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: সামাজিক আইনের দুটি বৈশিষ্ট্য হলো- ১. মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ ও ২. সামাজিক সংহতি ও স্থিতিশিলতা রক্ষা।
২৫. বাংলাদেশ দ্বণ্ডবিধি অনুযায়ী কিশোর অপরাধীর বয়সসীমা কত?
উত্তর: বাংলাদেশ দন্ডবিধি অনুযায়ী কিশোর অপরাধীর বয়স সীমা ৭ থেকে ১৮ বছর।
অনার্স ১ম বর্ষ সমাজকর্ম পরিচিতি সাজেশন [year]
২৬. শিশু কল্যাণ কি?
উত্তর: শিশুদের জন্য প্রয়োজনীয় কল্যাণমূলক প্রচেষ্টাকে শিশুকল্যাণ বলে।
২৭ বৃত্তি কি?
উত্তর: বৃত্তি হল জীবন ধারণের সাধারণ উপায়, যার জন্য তার দিক ও ব্যবহারিক প্রশিক্ষণের আবশ্যকতা নেই।
২৮. পেশার দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: প্রেশার দুটি বৈশিষ্ট্য হলো- ১. সুশৃংখল জ্ঞান ও ২. তাত্ত্বিক ভিত্তি।
২৯. শিল্প বিপ্লব কি?
উত্তর: শিল্প বিপ্লব হল কৃষিভিত্তিক হস্তশিল্প নির্ভর উৎপাদন ব্যবস্থা থেকে শিল্প কেন্দ্রিক যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে উত্তরণ প্রক্রিয়া, যা ১৭৬০ থেকে ১৮৫০ সালের মধ্যে প্রথমে ইংল্যান্ড এবং পরে ইউরোপের অন্যান্য দেশের সংঘটিত হয়।
৩০. কোন দেশে প্রথম শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে?
উত্তর: সর্বপ্রথম ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংঘটিত হয়।
৩১. ‘Problem’ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: গ্রিক শব্দ ‘Problem’ হতে ইংরেজি Problem শব্দের উৎপত্তি।
৩২. সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য লেখ।
অথবা, সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য হলো- ১. সমাজের বৃহত্তর অংশের উপর ক্ষতিকর প্রভাব, ২ পরিমাপ যোগ্যতা ও ৩. পরিবর্তনশীলতা।
৩৩. প্রবেশন কি?
উত্তর: আদালত কর্তৃক শাস্তি স্থগিত রেখে অপরাধীকে চরিত্র সংশোধনের সুযোগ দেয়ার ব্যবস্থা হল প্রবেশন।
৩৪. প্যারোল কি?
উত্তর: বিচারে দোষী সাব্যস্ত ব্যক্তি কিছুদিন সাজা ভোগের পর তার সাজার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই বিশেষ শর্তাদিনে মুক্তি দানের ব্যবস্থাকে প্রেরল বলা হয়।
৩৫. শহর সমাজসেবা কি?
উত্তর: শহর সমাজসেবা হল সহ এলাকায় সু সামঞ্জস্যপূর্ণ উদ্যোগে জাগরনের সমস্যার সমাধান, চাহিদা পূরণ এবং উন্নয়ন ত্বরাম্বিত করে।
৩৬. সমাজকর্মের সহায়ক পদ্ধতি গুলো কি?
উত্তর: সমাজকর্মের সহায়ক পদ্ধতি তিন প্রকার যথা ১. সমাজকর্ম প্রশাসন, ২. সমাজকর্ম গবেষণা ও ৩. সামাজিক সমাজকর্ম কার্যক্রম।
৩৭. সমাজকর্মের ব্যক্তি কে?
উত্তর: সমাজকর্মে ব্যক্তি বলতে সমস্যা গ্রস্ত ব্যক্তিকে বুঝায়, যিনি সমস্যা সমাধানের জন্য সেবাপ্রার্থী।
৩৮. ব্যক্তি সমাজকর্মে Rapport কি?
অথবা, রেপো কি?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের সমাজকর্মী ও সাহায্যের্থীর মধ্যকার পেশাগত সম্পর্কই Rapport.
৩৯. সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতির নাম লেখ।
উত্তর: সমাজ কর্মের একটি সাহায্যকারী পদ্ধতির নাম হলো সমাজকর্ম গবেষণা।
৪০. AIDS এর পূর্ণরূপ লেখ।
উত্তর: AIDS এর পূর্ণরূপ হল- Acquired Immune Deficiency Syndrome
৪১. RSS এর পূর্ণনাম লেখ।
উত্তর: RSS এর পূর্ণনাম হল Rural Social Service
৪২. সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর নাম লেখ।
উত্তর: সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিন প্রকার। যথা- ১. ব্যক্তি সমাজকর্ম, ২. দল সমাসকর্ম ও ৩. সমষ্টি সমাজকর্ম।
৪৩. ব্যক্তি সমাজকর্মের প্রাণ কি?
উত্তর: ব্যক্তিস সমাজকর্মের প্রাণ হলো রেপো।
১. সামাজিক সমস্যা কি?
উত্তর: সামাজিক সমস্যা হলেও সমাজের অধিক সংখ্যক লোকের অবাঞ্ছিত ও আপত্তিজনক আচরণ যে আচরণ পরিবর্তনের প্রয়োজন জনগণ অনুভব করে।
২. গ্রিক কোন শব্দ থেকে ‘Problem’ শব্দটি এসেছে?
উত্তর: গ্রিক ‘Problema’ শব্দ থেকে ‘Problem’ শব্দটি এসেছে।
৩. NASW এর পূর্ণরূপ কী?
উত্তর: NASW এর পূর্ণরূপ হলো- National Association of Social Workers.
৪. নাকি প্রবক্তা কে?
উত্তর: পঞ্চদৈত্য ধারণাটির প্রবক্ত হলেন স্যার উইলিয়াম হেনরি বিভারিজ।
৫. সামাজিক নিরাপত্তার শ্রেণীবিভাগ লেখ।
উত্তর: সামাজিক নিরাপদের শ্রেণীবিভাগ হল: ১. সামাজিক বীমা, ২. সামাজিক সাহায্য ও ৩. সমাজসেবা।
৬. সমাজকর্ম কী?
উত্তর: সমাজকর্ম হলো ব্যক্তি দল ও সমষ্টিকে সাহায্য করার এমন একটি পেশাগত কার্যক্রম যার লক্ষ্য তাদের সামাজিক কার্যাবলী পালন ক্ষমতা পুনরুদ্ধার বা গতিশীল করন এবং সামাজিক রক্ষার জন্য ইতিবাচক সামাজিক পরিবেশ গঠন করা।
৭. মনোবিজ্ঞানকে কিসের বিজ্ঞান বলা হয়?
অথবা, মনোবিজ্ঞান মূলত কোন ধরনের বিজ্ঞান?
উত্তর: মনোবিজ্ঞান মূলত প্রাণীর আচরণ সম্পর্কিত মৌলিক ও ফলিত বিজ্ঞান।
৮. সাংস্কৃতিক নৃবিজ্ঞানের জনক কে?
উত্তর: সাংস্কৃতিক নৃবিজ্ঞানের জনক E. B. Taylor.
৯. প্যারাডাইম শব্দের অর্থ কী?
উত্তর: শব্দের অর্থ কোন কিছু দেখানো, উদাহরণ, নমুনা।
১০. ক্লিনিক্যাল সমাজ কর্মের সারবস্তু কী?
উত্তর: ক্লিনিক্যাল সমাজ কর্মের সার বস্তু হলো ব্যক্তি বিভিন্ন মন ও সামাজিক সমস্যার কারণে সামঞ্জস্য বিধান করতে পারেনা
১১. প্রতিবেশ কী?
উত্তর: প্রদেশ বলতে জীব ও তার পরিবেশের মধ্যকার আন্তঃসম্পর্কিত অধ্যায়নকে বুঝায়।
১২. ক্রিয়াবাদী তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ক্রিয়াবাদের জনক ইমেল ডুর্খেইম।
১৩. কাল মার্কস এর বিখ্যাত গ্রন্থের নাম কী?
অথবা, ‘Das Capital’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Das Capital’ গ্রন্থের রচয়িতা কাল মার্কস।
১৪. সমাজকর্ম পদ্ধতিগত প্রকার ও কী কী?
অথবা, সমাজ কোন পদ্ধতি কত প্রকার?
উত্তর: সমাজকর্ম পদ্ধতি দুই প্রকার। যথা: ১. মৌলিক পদ্ধতি ও ২. সহায়ক পদ্ধতি।
১৫. রেপো কী?
উত্তর: রেপো হল সমাজকর্মী ও সাহায্যের মধ্যকার পেশাগত সম্পর্ক।
১৬. ব্যক্তির সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ায়স্থলগুলো কী?
উত্তর: ব্যক্তির সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া স্তরগুলো হলো: ১. তথ্য সংগ্রহ, ২. সমস্যা নির্ণয়, ৩ সমাধান ব্যবস্থা, ৪. অন্তর্বর্তী অবস্থান, ৫ মূল্যায়ন, ৬. অনুসরণ, ৭. প্রেরণ, ৮. সম্পত্তি।
১৭. দল সমাজকর্মে উপাদান কয়টি?
উত্তর: দল সমাজকর্মের উপাদান চারটি।
১৮. সামাজিক গবেষণার শ্রেণীবিভাগ লেখ।
উত্তর: সামাজিক গবেষণার শ্রেণীবিভাগ হল: ১. পরীক্ষামূলক গবেষণা, ২. জরিপ গবেষণা, ৩. মূল্যায়ন গবেষণা, ৪. কৌশলগত গবেষণা ও ৫. কার্যক্রম গবেষণা।
১৯. হাসপাতাল সমাজসেবার পূর্ব নাম কী?
উত্তর: হাসপাতাল সমাজসেবার পূর্ব নাম হল চিকিৎসা সমাজকর্ম।
২০. কিশোর অপরাধ সংশোধন প্রতিষ্ঠানের বর্তমান নাম কী?
উত্তর: কিশোর অপরাধ সংশোধন প্রতিষ্ঠানের বর্তমান নাম হল ‘জাতীয় কিশোর উন্নয়ন প্রতিষ্ঠান’।
২১. বাংলাদেশে কত সালে প্রবেশন অফেন্ডার্স অর্ডিন্যান্স চালু হয়?
উত্তর: বাংলাদেশে ১৯৬০ সালে প্রবেশন অফেন্ডার্স অর্ডিন্যান্স চালু হয়।
২২. প্যারোল কী?
উত্তর: অপরাধ সংশোধনের এমন একটি পদ্ধতি যাতে কমপক্ষে মোট হাজার এক তৃতীয়াংশ শাস্তি ভোগের পর অপরাধীকে শর্তসাপেক্ষে প্যারোল অফিসারের তত্ত্বাবধানে মুক্তি দেয়া হয়।
২৩. সমাজকর্ম সর্বপ্রথম পেশার স্বীকৃতি পেয়েছে কোন দেশে?
উত্তর: আমেরিকায় সমাজকর্ম সর্বপ্রথম পেশার স্বীকৃতি পায়
২৪. COS এর পূর্ণরূপ কী?
উত্তর: COS এর পূর্ণরূপ হল: Charity Organization Society.
২৫. ‘Introduction to Social work’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Introduction to Social work’ গ্রন্থের লেখক আর. এ. স্ক্রিডফের এবং এম. জি. থ্যাকারি।
২৬. ‘Social Diagnosis’ গ্রন্থের লেখক কে?
উত্তর: Social Diagnosis’ গ্রন্থের লেখক ম্যারি রিসমন্ড।
২৭. কত সালে ‘New York School of social work’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০৪ সালে ‘New York School of social work’ প্রতিষ্ঠিত হয়।
২৮. ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত কে?
অথবা, একটি সমাজ অগ্রদূত কে ছিলেন?
উত্তর: ব্যক্তির সমাজ কর্মের অগ্রদূত ম্যারি রিসমন্ডকে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সমাজকর্ম বলতে কি বুঝ?
২. সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
৩. সমাজকর্মের উদ্দেশ্যে সমূহ লেখ।
৪. সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক দেখাও।
৫. ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৬. 1834 সালের দরিদ্র সংস্কার আইনের পটভূমি লেখ।
৭. দান সংগঠন সমিতি কি?
৮. সমাজ সংস্কার আন্দোলন কি?
৯. সতীদাহ প্রথা সম্বন্ধে যা জান লেখ।
অথবা, সতীদাহ প্রথা কি?
১০. আলিগড় আন্দোলনের উদ্দেশ্যসমূহ লেখ।
১১. সামাজিক নিরাপত্তা বলতে কি বুঝ?
১২. পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ এর পাঁচটি ধারা উল্লেখ কর।
১৩. পেশার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
১৪. পেশা ও বৃত্তির পার্থক্য দেখাও।
অথবা, পেশা ও বৃত্তির পার্থক্য লেখ।
১৫. সমাজ কর্মের দার্শনিক মূল্যবোধগুলো সংক্ষেপে লেখ।
১৬. শিল্পায়ন ও নগরায়নের সংজ্ঞা দাও।
১৭. শিল্পায়ন ও নগরায়নের পার্থক্য লেখ।
অথবা, শিল্পায়ন ও নগরায়নের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১৮. শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সমস্যাসমূহ উল্লেখ কর।১৯. কল্যাণ রাষ্ট্রের কার্যাবলী সংক্ষেপে বর্ণনা কর।
২০. সামাজিক সমস্যার বৈশিষ্ট্যসমূহ লেখ।
অথবা, সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
২১. বাংলাদেশ জনসংখ্যা স্থিতির পাঁচটি কারণ লেখ।
২২. অপরাধ ও কিশোর অপরাধের পার্থক্য উল্লেখ কর।
২৩. সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞা দাও।
২৪. দল সমাজকর্মের সংজ্ঞা দাও।
২৫ সমাজকর্ম গবেষণার সংজ্ঞা দাও।
২৬. সামাজিক কার্যক্রম বলতে কি বুঝ?
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সামাজিক সমস্যার সংজ্ঞা দাও।
২. সমাজ সংস্কার বলতে কী বুঝ?
৩. সামাজিক নিরাপত্তা বলতে কী বুঝ?
৪. সমাজ কল্যাণের সংজ্ঞা দাও।
৫. সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক আলোচনা কর।
৬. মনোবিজ্ঞান কী?
৭. কল্যাণ অর্থনীতি কী?
৮. নৃবিজ্ঞান কী?
৯. ক্লিনিক্যাল সমাজকর্ম ব্যাখ্যা কর।
অথবা, ক্লিনিক্যাল সমাজকর্মের সংজ্ঞা দাও।
১০. সমাজকর্মের প্যারাডাইম বলতে কী বুঝ?
১১. ক্রিয়া বাদের মূল দিকগুলো উল্লেখ কর।
১২. দল সমাজকর্মের উপাদানগুলো লেখ।
অথবা, দল সমাজকর্মের উপাদানগুলো বর্ণনা কর।
১৩. সমাজকর্ম গবেষণা কী?
১৪. সমাজ কল্যাণ প্রশাসন বলতে কী বুঝ?
১৫. মনোচিকিৎসা সমাজকর্ম কী?
অথবা, মনো চিকিৎসা সমাজকর্ম বলতে কী বুঝ?
১৬. প্রতিবন্ধিতার ধরন গুলোর সংক্ষেপে আলোচনা কর।
১৭. পেশা কি অথবা পেশার সংজ্ঞা দাও।
১৮. পেশার বৈশিষ্ট্য গুলো কী কী?
১৯. বাংলাদেশের সমাজকর্ম পেশার সীমাবদ্ধতা সংক্ষেপে লেখ।
২০. বাংলাদেশে পেশাগত সমাজকর্ম অনুশীলনে সমস্যাগুলো কী?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনা মূলক প্রশ্নাবলী
১. বাংলাদেশের সমাজকর্ম পাঠের গুরুত্ব আলোচনা কর।
অথবা, বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজকর্ম পাঠের গুরুত্ব আলোচনা কর
২. সমাজকর্ম বলতে কি বুঝ? সমাজকর্মে পরিধি আলোচনা কর।
৩. সমাজবিজ্ঞান কি? সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
৪. মনোবিজ্ঞান কি? সমাজকর্মীদের জন্য মনোবিজ্ঞানের জ্ঞান আবশ্যক কেন?— ব্যাখ্যা কর।
৫. এলিজাবেথীয় দরিদ্র আইন কি? বাংলাদেশের দরিদ্র মোকাবিলায় এই আইন প্রয়োগের সম্ভাব্যতা যাচাই কর।
৬. ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিভাগের গুরুত্বপূর্ণ বর্ণনা কর।
৭. বাংলাদেশের সমাজকর্মের উদ্ভব ও বিকাশের বিবরণ দাও।
অথবা, বাংলাদেশের সমাজকর্মের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
৮. সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান বর্ণনা কর।
৯. রাজা রামমোহন রায় বিখ্যাত কেন? সমাজকল্যাণের রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর।
১০. এ. কে. ফজলুল হক কে ছিলেন? সমাজকল্যাণের তার অবদান বর্ণনা কর।
১১. সামাজিক আইন কি? ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের প্রধান ধারাগুলো উল্লেখ কর।
১২. ১৯৭৪ সালের শিশু আইনের মূল ধারাসমূহ বর্ণনা কর।
১৩. পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা কর।
১৪. ধর্ম কি সমাজকর্মের বিকাশে ইসলাম ধর্মের অবদান বিশ্লেষণ কর ১৫ NASW প্রদত্ত সমাজকর্মের নৈতিক মানদন্ডসমূহ আলোচনা কর
১৬ সমাজ জীবনের শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা কর।
অথবা, সমাজ জীবনে শিল্প বিপ্লবের প্রভাব ব্যাখ্যা কর
১৭.শিল্প বিপ্লব অভিমিত্র আশীর্বাদ নয়। উক্তিটির যথার্থতা নিরূপণ কর
১৮. কল্যাণ রাষ্ট্রের সংজ্ঞা দাও।অথবা, কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, কল্যাণ রাষ্ট্র কি? কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৯. কল্যাণ রাষ্ট্রের ভূমিকা ও কার্যাবলী আলোচনা কর।
২০. দারিদ্রতার সংজ্ঞা দাও। বাংলাদেশের দারিদ্র্য নির্জনে সমাজকর্মীর ভূমিকা নির্ধারণ কর।
২১. বেকারত্ব কি? বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর।
২২. বাংলাদেশের সংশোধনমূলক কার্যক্রমসমূহ বর্ণনা কর।
২৩. গ্রামীণ সমাজসেবা কি? বাংলাদেশের গ্রামীণ সমাজসেবা কর্মসূচির বিবরণ দাও।
২৪. সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
২৫ সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞা দাও। ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো আলোচনা কর।
অথবা, উদাহরণসহ ব্যক্তি সমাজ কর্মের উপাদানগুলো আলোচনা কর।
অথবা, ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও। ব্যক্তি সমাজকর্মের উপাদানসমূহ আলোচনা কর।
২৬. দল সমাজকর্মের সংজ্ঞা দাও। দল সমাজকর্মের উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা কর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের [year] এর ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন অনাস ১ম বর্ষের
Honors 1st year Common Suggestion [year]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. বাংলাদেশে বিদ্যমান সামাজিক নিরাপত্তা মূলক কর্মসূচিগুলো সংক্ষেপে আলোচনা কর।
২. সমাজকর্ম কি? সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যাবলী আলোচনা কর।
৩. মনোবিজ্ঞান কি? সমাজকর্মীর জন্য মনোবিজ্ঞানের জ্ঞান আবশ্যক কেন?
৪. অর্থনীতির সংজ্ঞা দাও। সমাজকর্মের সাথে অর্থনীতির সম্পর্ক আলোচনা কর।
৫. সমাজকর্মের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
৬. প্রতিবেশগত সমাজকর্মের বৈশিষ্ট্য আলোচনা কর।
৭. সমাজকর্মে মার্কসীয় তত্ত্বের উল্লেখযোগ্য দিকগুলো আলোকপাত কর।
৮. সমাজকর্মে বিভিন্ন পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
অথবা, সমাজকর্ম মৌলিক ও সহায়ক পদ্ধতি সমূহের পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
৯. ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও।
অথবা, ব্যক্তি সমাজকর্মের নীতিসমূহ ব্যাখ্যা কর।
অথবা, ব্যক্তি সমাজকর্ম কি? ব্যক্তি সমাজকর্মের নীতিমালা আলোচনা কর।
১০. ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও। বাংলাদেশের ব্যক্তি সমাজকর্মের পরিধি বর্ণনা কর।
১১. দল সমাজকর্ম কি? দল সমাজকর্মের নীতিমালা আলোচনা কর।
১২. সামাজিক দলে দল সমাজকর্মী ভূমিকা ও কার্যাবলী আলোচনা কর।
১৩. সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো বর্ণনা কর।
১৪. সমাজকর্ম গবেষণার ধাপগুলো আলোচনা কর।
১৫. হাসপাতাল সমাজসেবা বলতে কী বুঝ?
অথবা, হাসপাতাল সমাজসেবার সমাজকর্ম গবেষণার গুরুত্ব আলোচনা কর।
১৬. মনোচিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
১৭. প্রবেশন কী? সংশোধন মূলক কার্যক্রম হিসেবে প্রবেশনের শর্তাবলী বর্ণনা কর।
১৮. প্রবীণ কারা? প্রবীনদের সমস্যা দূরীকরণের সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
১৯. একটি স্বতন্ত্র পেশা হিসেবে সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
অথবা, পেশা কাকে বলে? পেশাদার সমাজকর্মের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর
২০. বাংলাদেশের সমাজকর্মে পেশাগত মর্যাদা ও সীমাবদ্ধতা আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের [year] এর ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন অনাস ১ম বর্ষের
Honors 1st year Common Suggestion [year]
পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন
বিষয়: সমাজকর্ম পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষ
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
[বিষয়: সমাজকর্ম পরিচিতি] বিষয় কোড: ২১২১১১
ক বিভাগ
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সাজেশন।আশা করি এই ৫০টা পড়লে আর পড়তে হবেনা।
১. কোন শব্দ থেকে ‘Problem’ শব্দটি এসেছে?
উত্তরঃ গ্রীক শব্দ ‘Problema’ থেকে।
২. সামাজিক সমস্যার সংঙ্গা দাও।
উত্তরঃ সামাজিক সমস্যা বলতে এমন এক অবস্থাকে বুঝায়, যা সমাজের জন্য ক্ষতিকর, অবাঞ্চিতকর ও অস্বাভাবিক।
৩. সতীদাহ প্রথা উচ্ছেদ ও হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে?
উত্তরঃসতীদাহ প্রথা উচ্ছেদ হয় ১৮২৯ সালে,হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় ১৮৫৬ সালে।
৪. সমাজসংস্কার কয়ভাবে সফল হয়?
উত্তরঃ ২ ভাগে।যথাঃ
ক.ব্যাপক জনমত সৃষ্টির মাধ্যমে
খ. আইন প্রয়োগের মাধ্যমে
৫.’Introduction to Social work’ গ্রন্থের প্রণেতা কে?
উত্তরঃ আর.এ স্কিডমোর ও এম.জি থ্যাকারি।
৬. সামাজিক নিরাপত্তা কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার।
ক. সামাজিক বিমা
খ. সামাজিক সাহায্য
গ. সমাজসেবা
৭.সমাজসেবা কী?
উত্তরঃ সমাজস্থ মানুষের সকল দিকের কল্যাণের জন্য পরিচালিত সংগঠিত প্রচেষ্টাকে সমাজসেবা বলে।
৮. সমাজকর্মের ২টি বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ ক. সাহায্যকারী পেশা। খ. পদ্ধতিগত সেবা প্রদান।
৯. সমাজকর্ম বলতে কী বুঝ?
উত্তরঃ ব্যক্তি,দল ও সমষ্টির সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়াকে সমাজকর্ম বলে।
১০. Sociology শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ ল্যাটিন শব্দ Socious এবং Logos থেকে এসেছে এবং এর অর্থ হচ্ছে সমাজ এবং জ্ঞান।
১১. কল্যাণ অর্থনীতির প্রবক্তা কে?
উত্তরঃ অর্থনীতিবিদ পিগু
১২. সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ অগাস্ট কোৎ
১৩. সাংস্কৃতিক নৃবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ ই,বি টেইলর
১৪. মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
উত্তরঃ আচরণ সম্পর্কিত বিজ্ঞান।
১৫. প্যারাডাইম কী?
উত্তরঃ নমুনা বা উদাহরণ।
১৬. প্রতিবেশ কী?
উত্তরঃ প্রতিবেশ বলতে পরিবেশ সংক্রান্ত পরিচিতিকে বুঝায়।যা মানুষ ও পরিবেশের আদান-প্রদানের উৎস বুঝতে সহায়তা করে।
১৭. সমাজকর্মের ৩টি প্যারাডাইম কী?
উত্তরঃ ক্লিনিক্যাল সমাজকর্ম,রেডিক্যাল সমাজকর্ম ও প্রতিবেশগত সমাজকর্ম।
১৮.চিকিৎসা সমাজকর্ম প্যারাডাইমের মূল কথা কী?
উত্তরঃ সাহায্যার্থীর রোগ নির্ণয়পূর্বক তা সমাধানের উদ্যোগ গ্রহণ করা।
১৯. ক্রিয়াবাদী তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ হার্বাট স্পেনসার ও এমিল ডুরখেইম।
২০. Das Capital গ্রন্থের লেখক কে?
উত্তরঃ কার্ল মার্কস
২১. ক্রিয়াবাদী প্রেক্ষিতের দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ সামাজিক প্রতিষ্ঠান ও মূল্যবোধ।
২২. প্রবেশন কী?
উত্তরঃ প্রবেশন হলো অপরাধ সংশোধনের একটি পদ্ধতি,যেখানে অপরাধীর বিচার স্থগিত রেখে শর্তসাপেক্ষে আদালত থেকে মুক্তির ব্যবস্থাকে বুঝায়।
২৩.সমাজকর্ম পদ্ধতি কত প্রকার ও কী কী?
উত্তরঃ সমাজকর্ম পদ্ধতি ২ প্রকার।
ক.মৌলিক পদ্ধতিঃ মৌলিক ৩ প্রকার।যথাঃ ব্যক্তি সমাজকর্ম,দল সমাজকর্ম ও সমষ্টি সমাজকর্ম।
খ.সহায়ক পদ্ধতিঃ সহায়ক পদ্ধতিও ৩ প্রকার।যথাঃ সামাজিক গবেষণা,সামাজিক প্রশাসন ও সামাজিক কার্যক্রম।
২৪. এইচ এইচ পার্লম্যানের মতে ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
উত্তরঃ ৫টি।যথাঃ ব্যক্তি,সমস্যা,স্থান,পেশাদার সমাজকর্মী,প্রক্রিয়া।
২৫. ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত কে?
উত্তরঃ ম্যারি রিচমন্ড
২৬. ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার স্তরগুলি কী?
উত্তরঃ তথ্য সংগ্রহ,সমস্যা নির্ণয়,সমাধান ব্যবস্থা,মূল্যায়ন ও অনুসরণ।
২৭. র্যাপো(Rapport) কী?
উত্তরঃ সমাজকর্মী ও সাহায্যার্থীর পেশাগত সম্পর্ক।
২৮. সমষ্টি সমাজকর্ম কয় প্রকার?
উত্তরঃ ২প্রকার।যথাঃ সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়ন।
২৯. Geriatric শব্দের আক্ষরিক অর্থ কী?
উত্তরঃ বয়স্ক বা প্রবীণ।
৩০. বোরস্টাল স্কুল কী?
উত্তরঃ কিশোর অপরাধীদের চরিত্র সংশোধনের জন্য প্রতিষ্ঠিত স্কুল।
৩১. প্যারোল কী?
উত্তরঃ অপরাধ সংশোধনের এমন এক ব্যবস্থা, যার মাধ্যমে অপরাধী ব্যক্তি কিছুদিন দণ্ডভোগের পর কতিপয় শর্ত সাপেক্ষে প্যারোল অফিসারের তত্ত্বাবধানে সাময়িকভাবে মুক্তিপ্রাপ্ত হন।
৩২. কখন প্রবেশন অফ অফেন্ডার্স এয়্যাক্ট প্রণীত হয়?
উত্তরঃ ১৯৬০ সালে।
৩৩. বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ডাঃ এ.কে. এম আব্দুল ওয়াহেদ।
৩৪. হাসপাতাল সমাজসেবার পূর্ব নাম কী?
উত্তরঃ চিকিৎসা সমাজকর্ম
৩৫. কিশোর অপরাধ সংশোধন প্রতিষ্ঠানের বর্তমান নাম কী?
উত্তরঃ কিশোর উন্নয়ন কেন্দ্র।
৩৬. Association of Psychiatric Social Workers কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৯২৯ সালে।
৩৭. সামাজিক গবেষণার শ্রেণিবিভাগ লিখ।
উত্তরঃ মৌলিক গবেষণা ও ফলিত গবেষণা।
৩৮. NASW এর পূর্ণ রুপ কী?
উত্তরঃ National Association of Social Workers.
৩৯. COS এর পূর্ণ রুপ কী?
উত্তরঃ Charity Organization Society.
৪০. ECOSOC এর পূর্ণ রুপ কী?
উত্তরঃ Economic & Social Council.
৪১. Society গ্রন্থের লেখক কে?
উত্তরঃ সমাজবিজ্ঞানী ম্যাকাইভার।
৪২. Social Diagnosis গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ম্যারি রিচমন্ড
৪৩. সমাজকর্ম পেশার মর্যাদা পায় কোন দেশে?
উত্তরঃ আমেরিকায়।
৪৪. ইংল্যান্ডে সামাজিক নিরাপত্তার রুপকার কে?/ বিভারিজ রিপোর্ট কে প্রণয়ন করেন?/ পঞ্চদৈত্য ধারণার প্রবক্তা কে?
উত্তরঃ স্যার উইলিয়াম বিভারিজ।
৪৫.পেশার ২টি বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ ক. বিশেষ জ্ঞানভাণ্ডার খ. জনকল্যাণমুখিতা।
৪৬. BRAC এর পূর্ণ রুপ কী?
উত্তরঃ Bangladesh Rural Advancement Committee.
৪৭.শহর সমাজসেবা বাংলাদেশে কবে চালু হয়?
উত্তরঃ ১৯৫৫ সালে।
৪৮. কত সালে New York School of Social work প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৫ সালে।
৪৯.কোন দেশকে সমাজকর্মের সূতিকাগার বলা হয়?
উত্তরঃ ইংল্যান্ডকে।
৫০. কার উদ্যোগে ঋণ সালিশী বোর্ড গঠিত হয়?
উত্তরঃ এ. কে. ফজলুল হক।
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
খ-বিভাগ (যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও।)
১) সামাজিক নিরাপত্তার প্রকারভেদ উল্লেখ কর ।(৯৯%)
২) সমাজকল্যাণের সংজ্ঞা দাও। সমাজকল্যাণ ও সমাজকর্মের পার্থক্য লিখ ।(৯৯%)
৩) সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলাে লিখ। ৪) নৃ-বিজ্ঞান কী? মনােবিজ্ঞানের সংজ্ঞা দাও। (৯৯%)
৫) কল্যাণ অর্থনীতি কী? সমাজকর্ম ও অর্থনীতির পার্থক্য লিখ। (৯৯%)
৬) সমাজকর্মের প্যারাডাইম বলতে কী বুঝায়? প্রতিবেশগত প্যারাডাইম সমাজকর্মীর ভূমিকা আলােচনা কর।(৯৯%)
৭) ক্রিয়াবাদী মতবাদের বৈশিষ্ট্য লিখ ।(৯৯%)
৮) মার্কসীয় মতবাদের বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর।
৯) ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও। সমাজকর্ম গবেষণা কী? (৯৯%)
১০) সামাজিক কার্যক্রম কি? (৯৯%)
১১) সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলাে লিখ ।(৯৯%)
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
১২) দল সমাজকর্মের উপাদানগুলাে লিখ।
১৩) চিকিৎসা সমাজকর্ম কি? (৯৯%)
১৪) কিশাের অপরাধের কারণসমূহ আলােচনা কর।
১৫) অপরাধ ও কিশাের অপরাধের মধ্যে পার্থক্য লিখ।(৯৯%)
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৬) মনােচিকিৎসা কী? (৯৯%)
১৭) প্রবেশন কী?
১৮) প্রবেশন এ প্যারােলাের এর মধ্যে পার্থক্য কি? (৯৯%)।
১৯) হাসপাতাল সমাজসেবার উদ্দেশ্যাবলি কি? (৯৯%)
২০) পেশার বৈশিষ্ট্য লিখ ।(৯৯%)
২১) পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য কি? (৯৯%)
গ-বিভাগ (যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও।)
১) সমাজকর্মের বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর। বাংলাদেশেল প্রেক্ষাপটে সমাজকর্ম পাঠের গুরুত্ব আলােচনার কর।(৯৯%)
২) সামাজিক সমস্যার কারণ বর্ণনা কর।(৯৯%)
৩) বাংলাদেশে বিদ্যমান সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলাে সংক্ষেপে আলােচনা কর।(৯৯%)
৪) সমাজকর্মের সংজ্ঞা দাও । সমাজকর্ম ও সমাজ সংস্কারের সম্পর্ক দেখাও।
৫) সমাজকর্মের সাতে মনােবিজ্ঞানের সম্পর্ক দেখাও।(৯৯%)।
৬) মনােবিজ্ঞান কী? সমাজকর্মীর জন্য মনােবিজ্ঞানের জ্ঞান আবশ্যক কেন?
৭) অর্থনীতির সংজ্ঞা দাও। সমাজকর্মের সাথে অর্থনীতির সম্পর্ক আলােচনা কর ।(৯৯%)।
৮) রেডিক্যাল সমাজকর্মের গুরুত্ব বর্ণনা কর।(৯৯%)
৯) ক্লিনিক্যাল সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য আলােচনা কর ।(৯৯%)
১০) ক্লিনিক্যাল সমাজকর্মের গুরুত্ব কী? (৯৯%)
১১) সমাজকর্মের প্যারাডইমগুলাে বর্ণনা কর।
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
১২) সমাজকর্মে মার্কসীয় তত্ত্বের উল্লেখযােগ্য দিকগুলাে আলােকপাত কর।(৯৯%)
১৩) ক্রিয়াবাদী মতবাদটি বিস্তারিত আলােচনা কর।
১৪) ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও। ব্যক্তি সমাজকর্মের নীতিসমূহ ব্যাখ্যা কর। (৯৯%)
১৫) বাংলাদেশ ব্যক্তি সমাজকর্ম কী? ব্যক্তি সমাজকর্মের নীতিমালা আলােচনা কর ।(৯৯%)
১৬) ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলাে বর্ণনা কর।
১৭) ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা কর।
১৮) সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলাে বর্ণনা কর।
১৯) সংশােধনমূলক কার্যক্রম কি? বাংলাদেশে প্রচলিত সংশােধনমূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ দাও ।(৯৯%)
২০) সমাজকর্ম গবেষণা কী? বাংলাদেশে প্রচলিত সংশােধনমূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ দাও।(৯৯%)
২১) সামাজিক কার্যক্রমের গুরুত্ব আলােচনা কর ।(৯৯%)
২২) বাংলাদেশে প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনবার্সন কর্মসূচিগুলাে বর্ণনা কর।(৯৯%)
২৩) মনােচিকিৎসার ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা আলােচনা কর।(৯৯%)
২৪) হাসপাতাল সমাজসেবা বলতে কী বুঝ? হাসপাতাল সমাজসেবার গুরুত্ব আলােচনা কর।
২৫) সংশােধনমূলক কার্যক্রম কী? বাংলাদেশের সংশােধনমূলক কার্যক্রমগুলাে উল্লেখ কর।(৯৯%)
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
জাতীয় বিশ্ববিদ্যালয়ের [year] এর ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন অনাস ১ম বর্ষের
Honors 1st year Common Suggestion [year]