hsc diploma in commerce 12 class computer office application (2) 14th week assignment answer 2021, ডিপ্লোমা ইন কমার্স কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (২) ১২শ শ্রেণির ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ 2021

শ্রেণি: ১২শ / HSC ইন কমার্স-2021 বিষয়: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (২) এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 06 বিষয় কোডঃ 140
বিভাগ: ভোকেশনাল শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ পিয়ার-টু -পিয়ার নেটওয়ার্ক এবং নেটওয়ার্কে লগ-ইন, লগআউট করার পদ্ধতি আলোচনা কর।

শিখনফল/বিষয়বস্তু :

  • কম্পিউটার নেটওয়ার্কের প্রাথমিক ধারণা ব্যক্ত করতে পারবে।,
  • নেটওয়ার্কের শ্রেণিবিভাগ বর্ণনা করতে পারবে।,
  • পিয়ার-টু -পিয়ার নেটওয়ার্কের বৈশিষ্ট্য ও সুবিধা ব্যাখ্যা করতে পারব।,
  • পিয়ার-টু -পিয়ার নেটওয়ার্কে লগ-ইন, লগআউট করতে পারব।,

নির্দেশনা :  

  • কম্পিউটার নেটওয়ার্কের প্রাথমিক ধারণা ব্যাখ্যা করতে হবে,
  • নেটওয়ার্কের শ্রেণিবিভাগ বর্ণনা করতে হবে,
  • পিয়ার-টু -পিয়ার নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করতে হবে,

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • কম্পিউটার নেটওয়ার্কের প্রাথমিক ধারণা ব্যাখ্যা করতে হবে,

দুই বা তার অধিক কম্পিউটারের মধ্যকার সংযোগ কে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। দুইটি কম্পিউটারের মধ্যে ডাটা এবং রিসোর্স আদান-প্রদান করার জন্য কম্পিউটার নেটওয়ার্ক তৈরি। কম্পিউটার নেটওয়ার্ককে আমরা ইন্টারনেট বলতে পারি। শুধু যে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি ও ব্যবহার করে এমন নয়। কম্পিউটারের সাথে সাথে প্রিন্টার, স্ক্যানার, ব্লুটুথ, ইনফ্রারেড ইত্যাদি নেটওয়ার্ক দ্বারা পরিচালিত হয়। ইন্টারনেটকে নেটওয়ার্কিং এর সব থেকে বড় উদাহরণ বলা হয়।

 কোন অফিসে বা ওয়ার্কপ্লেসে ডাটা আদান-প্রদান করার জন্য ফিজিক্যাল পদ্ধতি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অন্যদিকে একই কাজ কম্পিউটার থেকে কম্পিউটারে ইন্টারলিঙ্কিং করে দ্রুত সময়ের মধ্যে প্রেরণ ও গ্রহণ করা সম্ভব। ১৯৬০ সালে যখন ইন্টারনেট আবিষ্কৃত হয় তারপর থেকে নেটওয়ার্ক ধারনার উন্নতি হতে থাকে। বর্তমান আমরা যে ২জি, ৩জি, ৪জি, ৫জি, ল্যান, ওয়্যান, ওয়াইফাই ইত্যাদি সম্পর্কে জানি এগুলো সবকিছুই কম্পিউটার নেটওয়ার্ক এর অন্তর্গত।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • নেটওয়ার্কের শ্রেণিবিভাগ বর্ণনা করতে হবে,

কম্পিউটার নেটওয়ার্ক এর প্রকারভেদ:

Types of Computer network

মালিকানার ভিত্তিতে বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কের আলোচনাঃ 

প্রাইভেট নেটওয়ার্কঃ সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন নেটওয়ার্ককে প্রাইভেট নেটওয়ার্ক বলা হয়। যেকেউ ইচ্ছা করলেই এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। এই ধরণের নেটওয়ার্কের নিরাপত্তা অত্যন্ত মজবুত থাকে এবং ট্রাফিক সাধারণত কম থাকে।

যেমন- বিভিন্ন ব্যাংকের নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা অথবা একটি সংস্থার ইন্ট্রানেট।

পাবলিক নেটওয়ার্কঃ এটি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হয়। তবে যেকেউ চাইলেই অর্থের বিনিময়ে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে।

নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলাের ভৌগােলিক অবস্থান অর্থাৎ একটি কম্পিউটার থেকে অন্য আরেকটি কম্পিউটার কতটা দূরত্বে অবস্থিত তার ওপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায়।
১. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network – PAN)লােকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network – LAN)৩. ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক (Campus Area Network – CAN)৪. মেট্রোপিলটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network – MAN)৫. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network – WAN)এছাড়াও আরও বেশ কিছু কম্পিউটার নেটওয়ার্ক রয়েছে।


পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network-PAN) : কোনাে ব্যক্তির দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ।ইলেকট্রনিক ডিভাইসগুলাের মধ্যে সংযােগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তােলা হয় তাই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা – PAN নামে পরিচিত। সাধারণত Wi-Fi দ্বারা একই কক্ষের মধ্যে একজনের ব্যবহারের জন্য এ নেটওয়ার্ক ব্যবস্থা গড়েতােলা যেতে পারে। সাধারণত এ নেটওয়ার্কের বিস্তৃতি ১০ মিটার পর্যন্ত হয়ে থাকে। USB, Fireware Bus বা Wireless Medium দিয়ে প্যানের ডিভাইসগুলাে সংযুক্ত থাকতে পারে। প্যানের ডিভাইসগুলাের মধ্যে ডেস্কটপ, ল্যাপটপ,ওয়েব ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, সাউন্ড সিস্টেম, পিডিএ, মােবাইল, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি উল্লেখযােগ্য।


লােকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network – LAN): লােকাল এরিয়া শব্দটি বললেই যা মনে হয় তা হলাে ছােট একটি এলাকা। আসলেই লােকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN এর ভৌগােলিক বিস্তৃতি খুবই সীমিত, সাধারণত একটি বিল্ডিং বা স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটি বিল্ডিং-এ স্থাপিত অনেক গুলাে কম্পিউটারের মধ্যে এই নেটওয়ার্ক গড়ে তােলা হয় রিপিটার ব্যবহার করে ।এর বিস্তৃতি সর্বোচ্চ 1 কিলােমিটার দূরত্ব পর্যন্ত করা যায়। যেহেতুকম্পিউটারগুলাে খুবই কাছাকাছি অবস্থানে থাকে তাই নেটওয়ার্কে তাদের সংযুক্ত করাটাও সহজ হয় এবং এক্ষেত্রে বিভিন্ন ধরনের টপােলজি ব্যবহৃত হলেও স্টার, বাস এবং রিং টপােলজি বেশি ব্যবহৃত হয়।ট্রান্সমিশন মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় টুইস্টেড পেয়ার ক্যাবল, কো-এক্সিয়াল ক্যাবল, অপটিকাল ফাইবার ক্যাবল বা রেডিও ওয়েভ। কো-এক্সিয়াল ক্যাবলের মধ্যে 10 base 2 বহুল প্রচলিত, এর সাহায্যে LAN তৈরি করলে 185 মিটার পর্যন্ত দূরত্বে নির্বিঘ্নে ডেটা স্থানান্তর করা যায় এবং একটি LAN-এ সর্বোচ্চ 4টি রিপিটার স্টেশন ব্যবহার করা যায়।LAN-এ ব্যবহৃত আনুষঙ্গিক যন্ত্রপাতিও খুব জটিল প্রকৃতির হয় না। এ ধরনের নেটওয়ার্কের ডেটা প্রবাহের গতি 10 Mbps থেকে 100 Mbps পর্যন্ত হতে পারে।

%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%259F%25E0%25A6%2593%25E0%25A6%25AF%25E0%25A6%25BC%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%2595%2B%25E0%25A6%2595%25E0%25A6%25BF%2B%25E0%25A6%2593%2B%25E0%25A6%2595%25E0%25A6%25A4%2B%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B0

ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক (Campus Area Network – CAN) : দুই বা ততােধিক LAN কে সংযুক্ত করতে CAN ব্যবহৃত হয়। CAN -এর বিস্তৃতি LAN-এর চেয়ে বড় কিন্তু MAN-এর চেয়ে ছােট হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি ক্যাম্পাসের বিভিন্ন বিল্ডিংয়ে স্থাপিত LAN গুলাে নিয়ে CAN গঠিত হয়। যেমন- একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিল্ডিং, একাডেমিক বিল্ডিং, লাইব্রেরি বিল্ডিং, স্টুডেন্ট সেন্টার, আবাসিক হলসমূহ, জিমনেসিয়াম এবং অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহৃত বিল্ডিংয়ে স্থাপিত LAN গুলােকে সংযুক্ত করতে CAN ব্যবহৃত হয়। এর বিস্তৃতি 1 থেকে 5 কিলােমিটার দূরত্ব পর্যন্ত হতে পারে। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টুইস্টেড পেয়ার ক্যাবল, কো-এক্সিয়াল ক্যাবল, অপটিকাল ফাইবার ক্যাবল বা রেডিও ওয়েভ ব্যবহৃত হয়।বিশ্ববিদ্যালয়ের মতাে বড় অফিস কমপ্লেক্সের একাধিক বিল্ডিংয়ের LAN ব্যবহারকারীদের কাজের সমন্বয়ের জন্য কিংবা ব্যয়বহুল এক বা একাধিক পেরিফেরাল ডিভাইস অনেক ব্যবহারকারীর ব্যবহারের জন্য CAN (Corporate Area Network)।ব্যবহার করা হয়। যেমন – Googleplex এবং Microsoft’s campus এর নেটওয়ার্ক।

মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network – MAN): মেট্রোপলিটন এরিয়া বলতে একটি শহর বা একটি ছােট অঞ্চলজুড়ে বিস্তৃত এলাকাকে বােঝায়, এরকম একটি বড় এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত কতকগুলাে কম্পিউটার নিয়েই MAN গঠিত হয়। MAN-এর বিস্তৃতি LAN-এর চেয়ে বড় কিন্তু WAN-এর চেয়ে ছােট হয়। প্রায়।100 কিলােমিটার দূরত্ব পর্যন্ত MAN-এর নেটওয়ার্ক কার্যকর থাকতে পারে। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে ব্যবহৃত হয়।টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার ক্যাবল, রেডিও ওয়েভ বা টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ।এ ধরনের নেটওয়ার্কের ডেটা প্রবাহের গতি 10 Mbps থেকে 10 Gbps পর্যন্ত হতে পারে। সাধারণত বড় ধরনের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, যেমন ব্যাংক নিজেদের কাজের সুবিধার্থে MAN গড়ে তােলে। LAN-এর তুলনায় MAN ডিজাইন করা জটিল এবং বেশ ব্যয়সাপেক্ষ। ইন্টারনেট এবং এর সাথে সম্পর্কিত প্রটোকলসমূহের ব্যাপক উন্নতির ফলে বর্তমানে নতুনভাবে MAN তৈরি করা হয় না বললেই চলে।


ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network – WAN) : ওয়াইড এরিয়া বলতে যা বােঝানাে হয় তা হলাে বড় একটি এলাকাজুড়ে তথ্য আদান-প্রদান ব্যবস্থা। একটি দেশের বিভিন্ন অঞ্চল অথবা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারের মধ্যে গড়ে তােলা নেটওয়ার্কই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN নামে পরিচিত। বিভিন্ন শহরে।গড়ে তােলা LAN বা MAN-এর মধ্যে নেটওয়ার্ক তৈরি করে WAN গঠন করা হয়। WAN-এর কার্যপ্রণালি এবং এতে ব্যবহৃত যন্ত্রপাতি স্বভাবতই LAN-এর তুলনায় জটিল হয়। এই নেটওয়ার্ক সিস্টেমের ট্রান্সমিশন মিডিয়া হিসেবে।টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার ক্যাবল, রেডিও ওয়েভ, টেরিস্ট্রিয়াল বা স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। এ ধরনের নেটওয়ার্কের ডেটা প্রবাহের গতি 100 Mbps থেকে 100 Gbps পর্যন্ত হতে পারে।

%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%259F%25E0%25A6%2593%25E0%25A6%25AF%25E0%25A6%25BC%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%2595%25E0%25A7%2587%25E0%25A6%25B0%2B%25E0%25A6%25AC%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25AC%25E0%25A6%25B9%25E0%25A6%25BE%25E0%25A6%25B0

LAN,MAN,WAN এর পার্থক্য এবং বৈশিষ্ট্য গুলো এক নজরেঃLAN;১ঃ অত্যন্ত সীমিত এলাকা নিয়ে গঠিত।নেটওয়ার্ক, তাই এর নামকরণ করা হয়েছে Local Area Network বা LAN.২ঃবিস্তৃতি সর্বোচ্চ 1 কি.মি. এর মধ্যে হয়ে থাকে।৩ঃতারযুক্ত মাধ্যম ব্যবহৃত হয়।যেমন- টুইস্টেড পেয়ার ক্যাবল,অপটিক্যাল ফাইবার, কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহৃত হয়।৪ঃএকক নেটওয়ার্ক।৫ঃ ব্যয় তুলনামূলক অনেক কম।৬ঃডেটা প্রবাহের গতি 10 Mbps থেকে 100 Mbps পর্যন্ত হতে পারে।

MAN;১ঃএকটি শহরের মতাে বিস্তৃত এলাকা  নিয়ে গঠিত নেটওয়ার্ক, তাই এর  নামকরণ করা হয়েছে Metropolion Area Network বা MAN ।২ঃ বিস্তৃতি প্রায় 100 কি.মি. দূরত্ব পর্যন্ত হয়ে থাকে।৩ঃতারযুক্ত ও তারবিহীন উভয় মাধ্যমই ব্যবহৃত হয়।৪ঃএকাধিক LAN সংযুক্ত করে গঠিত নেটওয়ার্ক।৫ঃব্যয় LAN অপেক্ষা বেশি।৬ঃএ ধরনের নেটওয়ার্কের ডেটা প্রবাহের গতি 10 Mbps থেকে 10 Gbps পর্যন্ত হতে পারে।


WAN১ঃএর বিস্তৃতি নির্দিষ্ট সীমারেখা দিয়ে আবদ্ধ নয়, তাই এর নামকরণ করা হয়েছে Wide Area Network বা WAN ।২ঃ বিস্তৃতি 100 কি.মি. এর বেশি বা সারা পৃথিবীব্যাপী হয়ে থাকে।৩ঃতারযুক্ত ও তারবিহীন উভয় মাধ্যমই ব্যবহৃত হয়।৪ঃ বিপুল সংখ্যক LAN ও MAN সংযুক্ত করে গঠিত নেটওয়ার্ক।৫ঃ ব্যয় LAN ও MAN অপেক্ষা অনেক বেশি।৬ঃডেটা প্রবাহের গতি 100 Mbps থেকে 100 Gbps পর্যন্ত হতে পারে।


নেটওয়ার্কের মালিকানার ভিত্তিতে : নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলাের মালিকানা বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।


১. পাবলিক নেটওয়ার্ক (Public Network)২. প্রাইভেট নেটওয়ার্ক (Private Network)


পাবলিক নেটওয়ার্ক (Public Network) : যে নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত নয় এবং যেকোনাে সময় যেকোনাে কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে, তাকে পাবলিক নেটওয়ার্ক বলে। এ ধরনের নেটওয়ার্ক পরিচালিত হয়।অনেক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে। WAN বা ইন্টারনেট এ ধরনের নেটওয়ার্কের উদাহরণ।

%25E0%25A6%2595%25E0%25A6%25AE%25E0%25A7%258D%25E0%25A6%25AA%25E0%25A6%25BF%25E0%25A6%2589%25E0%25A6%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%2B%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%259F%25E0%25A6%2593%25E0%25A6%25AF%25E0%25A6%25BC%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%2595%2B%25E0%25A6%258F%25E0%25A6%25B0%2B%25E0%25A6%25AC%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25AC%25E0%25A6%25B9%25E0%25A6%25BE%25E0%25A6%25B0

প্রাইভেট নেটওয়ার্ক (Private Network): যে নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত এবং যেকোনাে কম্পিউটারকে নেটওয়ার্কে সংযুক্ত করতে কর্তৃপক্ষের অনুমতি প্রয়ােজন হয়, তাকে প্রাইভেট নেটওয়ার্ক বলে। এ ধরনের নেটওয়ার্ক পরিচালিত হয় একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে। PAN, LAN বা CAN এ ধরনের নেটওয়ার্ক।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • পিয়ার-টু -পিয়ার নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করতে হবে,

পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হচ্ছে এক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক। এ নেটওয়ার্কে প্রত্যেক ইউজার তাদের রিসাের্স অন্যের সাথে শেয়ার করতে পারে। এ প্রকার নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একইসাথে সার্ভার এবং ওয়ার্কস্টেশন। এখানে প্রতিটি মেশিন ডিসেন্ট্রালাইজ বা ছড়ানাে ছিটানাে থাকে। রিসাের্স শেয়ারিং এর ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে থাকে। এখানে কোনাে ডেডিকেটেড সার্ভার থাকে না, ফলে এখানে কম্পিউটারগুলাের মধ্যে গুরুত্বের দিক দিয়ে কোনাে শ্রেণিবিন্যাসও নেই। প্রতিটি কম্পিউটার তার ডেটার নিরাপত্তা বিধানে নিজেই দায়ী থাকে। কম্পিউটার ব্যবহারকারী এক্ষেত্রে নির্ধারণ করে দেন তার কোনাে ফাইল বা ডেটা নেটওয়ার্কে অন্যান্যদের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে৷ পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের কিছু বৈশিষ্ট্য আছে। সেগুলি হলাে-

  • ইউজাররা তাদের মেশিনের বিভিন্ন রিসাের্স, যেমন- ফাইল-ফোল্ডার, প্রিন্টার, সিডিরম ড্রাইভ ইত্যাদি শেয়ার করতে পারে।
  • এ ধরনের নেটওয়ার্ক ১০ জন বা তার কম ইউজারের জন্য সুবিধাজনক।
  • ফাইল বা রিসাের্স এক স্থানে সংরক্ষিত থাকে না।
  • এখানে প্রত্যেক ইউজার নিজ নিজ কম্পিউটার এডমিনিস্টার করে থাকেন, ডেডিকেটেড এডমিনিস্ট্রেটরের প্রয়ােজন হয় না।
  • এটি তৈরি করার জন্য বিশেষ কোনাে সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম দরকার নেই।
  • পুরাে নেটওয়ার্কের ইউজার ও সিকিউরিটি কেন্দ্রিয়ভাবে ম্যানেজ করা সম্ভব নয়।

পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধাসমূহ

  • নেটওয়ার্ক কনফিগার করা সহজ।
  • সার্ভার হার্ডওয়্যার, সফটওয়্যারও নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর না থাকায় খরচ কম।
  • ইউজাররা নিজ নিজ রিসাের্স ম্যানেজ করতে পারে ফলে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা অন্য কারাে উপর নির্ভর করতে হয় না।


পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অসুবিধাসমূহ

  • ডেটা কেন্দ্রিয়ভাবে ম্যানেজ করা যায় না।
  • কোনাে শেয়ারড রিসাের্স একসাথে বেশি সংখ্যক ইউজার কানেক্ট করতে পারবে না।
  • পুরাে নেটওয়ার্কের ইউজার ও সিকিউরিটি কেন্দ্রিয়ভাবে ম্যানেজ করা যায় না।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment