hsc (bm) 12 class accounting policy (2) 6th week assignment answer 2021, ২০২১ সালের এইচএসসি বিএম ১২শ শ্রেণি হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ (২) ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান 2021

Advertisement

শ্রেণি: HSC বিএম-2021 বিষয়: হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ (২) এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 04 বিষয় কোডঃ 1825
বিভাগ: ভোকেশনাল শাখা

এসাইনমেন্ট শিরোনামঃ “চুক্তিই আংশীদারি কারবারের মূলভিত্তি” ব্যাখ্যা কর ।

২. সুমন, সুজন ও শাকিল তিনজন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান ৪ : ৩ : ২ অংশ অনুযায়ী বন্টন করে নেয়। ২০১৭ সালের ১ লা জানুয়ারী তাদের মু লধন ছিল ঃ সুমন ২০,০০০ টাকা, সুজন ১৫,০০০ টাকা এবং শাকিল ৩০,০০০ টাকা। সুজন ও শাকিল তাদের সার্বক্ষনিক দ্বায়িত্ত্ব পালনের জন্য কারবার হতে মাসিক যথাক্রমে ২০০ টাকা ও ১৫০ টাকা বেতন পাবার অধিকারী। মুলধন ও উত্তোলনের উপর ৫% সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে সারা বছর ধরে সুমন সুজন ও শাকিল যথাক্রমে ৮০০ টাকা, ৬০০ টাকা ও ৪০০ টাকা করে উত্তোলন করে। উপরোক্ত সমন্বয় সাধন করার পুর্বে ২০১৭ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের লাভ ২৭,৫০৫ টাকায় উপনীত হয়েছে।

করনীয়ঃ ক. লাভ লোকসান আবন্টন হিসাব।

খ. অংশীদারদের মু লধন হিসাব। 

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

  • অংশীদারি কারবারের মূলভিত্তি
  • লাভ-লোকসান আবন্টনের ছক ক্সতরি
  • আবন্টন হিসাব
  • অংশীদারগণের মূলধন হিসাব

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

১. “চুক্তিই আংশীদারি কারবারের মূলভিত্তি” ব্যাখ্যা কর।

Advertisement

অংশীদারি আইনে চুক্তির যে অবস্থান এবং সংগঠন পরিচালনায় চুক্তির গুরম্নত্ব ও তাৎপর্য হতে জোরালোভাবে বলা যায় চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি এবং উদ্যোক্তাদের মধ্যে চুক্তি থেকেই অংশীদারি ব্যবসায়ের জন্ম। কেবলমাত্র মুনাফা লাভের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তির মিলিত সংগঠনকে অংশীদারি সংগঠন বলা যাবে না, যতক্ষণ পর্যনত্ম তাদের মধ্যে কোন চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি না হবে। একটি অংশীদারি কারবারের নিরূপণে সর্বাগ্রেই বিবেচনায় নেয়া হয় অংশীদারি চুক্তিপত্রকে। অর্থাৎ চুক্তিপত্র ছাড়া অংশীদারি কারবার কল্পনাই করা যায় না।

১৯৩২ সালের অংশীদারি আইনের ৫ ধারায় বলা হয়েছে,

চুক্তি ব্যতীত অংশীদারী ব্যবসায় গঠন অসম্ভব। এ প্রসঙ্গে নিম্নোক্ত দৃষ্টানত্মগুলো প্রণিধানযোগ্য : 

১. জন্মগত অধিকার : পিতার মৃতুর পর সন্তান জন্মগত অধিকার বলে পিতার ব্যবসায় থেকে মুনাফা ভোগ করার অধিকারী। কিন্তু তাদেরকে অংশীদারি সংগঠনের অংশীদার বলা যায় না। কারণ তাদের মধ্যে কোন চুক্তিবদ্ধ সম্মতি নেই। 

২. পারিবারিক বন্ধন : পারিবারিক বন্ধনে আবদ্ধ একান্নবর্তী হিন্দুু পরিবারের সদস্যগণ পরিবারের সমুদয় সম্পত্তির ভাগীদার হলেও এরূপ ব্যবসায়কে অংশীদারি সংগঠন বলা যাবে না। 

৩. পদমর্যাদা : পদমর্যাদা অনুযায়ী কারবারে অবদানের জন্য কর্মকর্তাদেরকে মুনাফার কিছু অংশ প্রদান করা হলেও তাদেরকে অংশীদার বলা যাবে না। 

৪. পেশাদারি সংগঠন : পেশাদারী নর্তকী বা গায়িকা হিসেবে কয়েক জনের একটি দল উপার্জিত টাকা সমান ভাগ করে ভোগ করলেও চুক্তির অনুপস্থিতিতে এরূপ সংগঠনকে অংশীদারি সংগঠন বলা যাবে না। 

৫. ঋণ চুক্তি : কারবারের ঋণদাতাকে সুদ ছাড়া মুনাফা দেয়ার প্রতিশ্রম্নতি দেয়া হলেও তাকে অংশীদার বলা যাবে না। কারণ তার সাথে অংশীদারি চুক্তি হয়নি। 

৬. নাবালক : একজন নাবালককে সুদ বা লাভ ভোগের জন্য সদস্য করা হলেও তাকে অংশীদার বলা যাবে না। এমনকি নাবালক সনত্মান মৃত পিতার সম্পদের অধিকারী হলেও ব্যবসায়ের অংশীদার হতে পারে না। 

৭. সমাজসেবা : কতিপয় ব্যক্তি সমাজসেবার উদ্দেশ্যে ব্যবসায় গঠন করলে তাকে অংশীদারি সংগঠন বলা যাবে না। কারণ তাদের মধ্যে অংশীদারি চুক্তি নেই বরং সমাজসেবার উদ্দেশ্য রয়েছে। 

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

২. সুমন, সুজন ও শাকিল তিনজন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান ৪ : ৩ : ২ অংশ অনুযায়ী বন্টন করে নেয়।

  • লাভ-লোকসান আবন্টনের ছক তৈরি
“চুক্তিই আংশীদারি কারবারের মূলভিত্তি” ব্যাখ্যা কর।  সুমন, সুজন ও শাকিল তিনজন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান ৪ : ৩ : ২ অংশ অনুযায়ী বন্টন করে নেয়। https://www.banglanewsexpress.com/

Advertisement 5

  • আবন্টন হিসাব
“চুক্তিই আংশীদারি কারবারের মূলভিত্তি” ব্যাখ্যা কর।  সুমন, সুজন ও শাকিল তিনজন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান ৪ : ৩ : ২ অংশ অনুযায়ী বন্টন করে নেয়।  https://www.banglanewsexpress.com/

  • অংশীদারগণের মূলধন হিসাব
“চুক্তিই আংশীদারি কারবারের মূলভিত্তি” ব্যাখ্যা কর।  সুমন, সুজন ও শাকিল তিনজন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান ৪ : ৩ : ২ অংশ অনুযায়ী বন্টন করে নেয়।  https://www.banglanewsexpress.com/
“চুক্তিই আংশীদারি কারবারের মূলভিত্তি” ব্যাখ্যা কর।  সুমন, সুজন ও শাকিল তিনজন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান ৪ : ৩ : ২ অংশ অনুযায়ী বন্টন করে নেয়।  https://www.banglanewsexpress.com/
“চুক্তিই আংশীদারি কারবারের মূলভিত্তি” ব্যাখ্যা কর।  সুমন, সুজন ও শাকিল তিনজন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান ৪ : ৩ : ২ অংশ অনুযায়ী বন্টন করে নেয়।  https://www.banglanewsexpress.com/

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Advertisement 2

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

Advertisement 2

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Advertisement 5

Advertisement 3

Leave a Comment