Honors 4th Year Classical Literature Suggestion

Honors 4th Year Classical Literature Suggestion, Classical Literature Suggestion PDF, short suggestion Honors 4th year Classical Literature , Classical Literature suggestion Honors 4th year, Suggestion Honors 4th year Classical Literature ,

Honors 4th Year Classical Literature Suggestion 2024

অনার্স ৪র্থ বর্ষের অনুবাদে চিরায়ত সাহিত্য পরীক্ষার সাজেশন, অনার্স চতুর্থ বর্ষ অনুবাদে চিরায়ত সাহিত্য সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের অনুবাদে চিরায়ত সাহিত্য সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
অনুবাদে চিরায়ত সাহিত্য (Classical Literature) সুপার সাজেশন
Department of : Bangla & Other Department
Subject Code: 241009
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনুবাদে চিরায়ত সাহিত্য সাজেশন,অনুবাদে চিরায়ত সাহিত্য অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের অনুবাদে চিরায়ত সাহিত্য, অনার্স ৪র্থ বর্ষের অনুবাদে চিরায়ত সাহিত্য ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন অনুবাদে চিরায়ত সাহিত্য সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

Classical Literature Suggestion PDF 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. সফোক্লিসের জন্ম কত সালে?
উত্তর : সফোক্লিসের জন্ম ৪৯৬ খ্রিস্টপূর্বাব্দে।

২. ইডিপাস কোন বংশোদ্ভূত?
উত্তর : ইডিপাস ক্যাডমসের বংশোদ্ভূত।

৩. ইডিপাস শব্দের অর্থ কী?
উত্তর : ইডিপাস শব্দের অর্থ পা-ফোলা।

৪. ধাঁধার সঠিক জবাব না পেলে স্ফিংস কী করতো?
উত্তর : ধাঁধার সঠিক জবাব না পেলে স্ফিংস পথচারীকে হত্যা করতো।

৫. ‘সে এসেছিলো দৃষ্টি নিয়ে, অন্ধ হয়ে প্রত্যাগমন করবে’–কার উক্তি?
উত্তর : ‘সে এসেছিলো দৃষ্টি নিয়ে, অন্ধ হয়ে প্রত্যাগমন করবে’— এটি টিরেসিয়াসের উক্তি।

৬. ইডিপাসের শেষ পরিণতি কী হয়েছিল?
উত্তর : ইডিপাসের শেষ পরিণতি নিজের চোখ উপড়ে ফেলে এবং অন্ধ হয়ে যায়।

৭. ইডিপাস অন্ধ হয়ে কাকে অভিশাপ দেয়?
উত্তর : ইডিপাস অন্ধ হয়ে অভিশাপ দেয় যে তাকে মৃত্যুর পরিবর্তে জীবন দিয়েছিল।

৮. ‘ইডিপাস’ নাটকের কালব্যাপ্তি কতটা?
অথবা, ‘ইডিপাস’ নাটকের কালব্যাপ্তি কত?
উত্তর : ‘ইডিপাস’ নাটকের কালব্যাপ্তি চব্বিশ ঘণ্টার মতো।

৯. ‘মেঘদূত’ কাব্যের ইংরেজি অনুবাদক কে?
উত্তর : ‘মেঘদূত’ কাব্যের ইংরেজি অনুবাদক G. H. Rooke.

১০. মহাকবি কালিদাস কোন রাজসভার কবি?
উত্তর : মহাকবি কালিদাস রাজা বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন।

১১. রামগিরি ও অলকাপুরী কীসের প্রতীক?
উত্তর : রামগিরি মর্তের এবং অলকাপুরী স্বর্গের প্রতীক।

১২. মেঘের জন্য কোন নদী বিরহে কৃশ হয়েছে?
উত্তর : মেঘের জন্য নির্বিন্ধ্যা নদী বিরহে কৃশ হয়েছে।

১৩. কে বলেছেন, ‘মেঘদূত’ বর্ষার কাব্য?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের বলেছেন, ‘মেঘদূত’ বর্ষার কাব্য।

১৪. কালিদাস বিরহের সাথে কোন ঋতুকে সংশ্লিষ্ট করেছেন?
উত্তর : কালিদাস বিরহের সাথে বর্ষা ঋতুকে সংশ্লিষ্ট করেছেন।

১৫. বর্ষা কার মৈথুন ঋতু?
উত্তর : বর্ষা ময়ূরের মৈথুন ঋতু।

১৬. ‘মেঘদূত’ কাব্যে পঙ্ক্তির মাত্রা বিন্যাস কীরূপ?
উত্তর : ‘মেঘদূত’ কাব্যে পক্তির মাত্রা বিন্যাস ৭ + ৭ + ৭ + ৩/৪/৫।

১৭. ‘মেঘদূত’ কাব্যটি কোন ভাষায় রচিত?
উত্তর : ‘মেঘদূত’ কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত।

১৮. ‘মেঘদূত’ কাব্যের খণ্ডগুলোর নাম লিখ।
অথবা, ‘মেঘদূত কাব্যে কয়টি খণ্ড? নাম লেখ।
উত্তর : মেঘদূত কাব্যের খন্ডগুলোর নাম হলো পূর্বমেঘ ও উত্তরমেঘ।

১৯. শেকপিয়রের জীবনকাল উল্লেখ কর।
উত্তর: শেকসপিয়রের জীবনকাল ১৫৬৪ থেকে ১৬১৬ খ্রিস্টাব্দ।

২০. ‘হ্যামলেট’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘হ্যামলেট’ শব্দের অর্থ হলো গ্রাম বা পল্লি।

২১. ‘হ্যামলেট’ কত অঙ্কবিশিষ্ট নাটক?
উত্তর : ‘হ্যামলেট’ নাটকটি পাঁচ অঙ্কবিশিষ্ট।

২২. হ্যামলেটের মায়ের নাম কী?
উত্তর : হ্যামলেটের মায়ের নাম গারট্রুড।

২৩. ‘হ্যামলেট’ নাটকে হোরেশিও কে?
উত্তর : ‘হ্যামলেট’ নাটকে হোরেশিও ডেনমার্কের যুবরাজ হ্যামলেটের বন্ধু।

২৪. প্রেতাত্মার কথা কে বিশ্বাস করে না ?
উত্তর : প্রেতাত্মার কথা হোরেশিও বিশ্বাস করে না।

২৫. ‘এমন একটি লোক এনে দাও আমাকে যে নয় আবেগের ক্রীতদাস।’-কার উক্তি?
উত্তর : ‘এমন একটি লোক এনে দাও আমাকে যে নয় আবেগের ক্রীতদাস।’-হ্যামলেটের উক্তি।

২৬. ‘মা’ উপন্যাসের প্রথম খণ্ডে অনুচ্ছেদ সংখ্যা কত?
উত্তর : ‘মা’ উপন্যাসের প্রথম খণ্ডে উনত্রিশটি অনুচ্ছেদ।

২৭. ম্যাক্সিম গোর্কির ‘মা’ উপন্যাসটি পুস্তকাকারে কত সালে প্রকাশ পায়?
উত্তর : ম্যাক্সিম গোর্কির ‘মা’ উপন্যাস ১৯০৭ সালে প্রকাশিত হয়।

২৮. পাভেলের ডাকনাম কী?
উত্তর : পাভেলের ডাকনাম পাশা।

২৯. কোন রাজনৈতিক দর্শনের ভিত্তিতে ‘মা’ উপন্যাস রচিত হয়েছে?
উত্তর : ‘মা’ উপন্যাসে মার্কসীয় (সমাজতান্ত্রিক) রাজনৈতিক দর্শন ভাবসত্য হিসেবে উপস্থাপিত।

৩০. ম্যাক্সিম গোর্কির প্রকৃত নাম কী?
উত্তর : ম্যাক্সিম গোর্কির আসল বা প্রকৃত নাম আলেকসি ম্যাকসিমোভিচ পেশকফ।

৩১. ‘ও যেন পথেরই মানুষ ঘরের নয়।’ মা এখানে কার কথা বলেছেন?
উত্তর : ‘ও যেন পথেরই মানুষ ঘরের নয়।’ -মা এখানে সোফিয়ার কথা বলেছেন।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Classical Literature Honors 4th Year Suggestion PDF 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. ‘ইডিপাস’ নাটকে কোরাসকে অভিনেতার পাশাপাশি টীকাকার বলা যায় কি? ব্যাখ্যা কর।
অথবা, ‘ইডিপাস’ নাটকে কোরাসের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।
২. ‘দৃষ্টি থাকা সত্ত্বেও তুমি তোমার সর্বনাশ দেখতে পারছো না।’ -কে কাকে কেন একথা বলেছে?
৩. ‘ঘৃণা আত্মনির্যাতনের নামান্তর মাত্র।’ কে কোন প্রসঙ্গে বলেছেন? ব্যাখ্যা কর।
৪. ‘একি অনন্ত রাত্রি আর কখনও দিন আসবে না।’-ব্যাখ্যা কর।
অথবা, ইডিপাসের শেষ পরিণতি কী হয়েছিল?

৫. টিরেসিয়াস চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, টিরেসিয়াসের পরিচয় দাও।
৬. ‘মেঘদূত’ কাব্যে বর্ণিত নদীগুলোর পরিচয় দাও।
৭. ‘মেঘদূত’ কাব্য অবলম্বনে উজ্জয়িনী পুরীর বর্ণনা দাও।
অথবা, ‘মেঘদূত’ কাব্য অবলম্বনে উজ্জয়িনী নগরীর বর্ণনা দাও।

৮. যক্ষ কেন রামগিরিতে নির্বাসিত হয়? আলোচনা কর।
৯. ‘মেঘদূত’ কাব্য অবলম্বনে অলকাপুরীর বর্ণনা দাও।
অথবা, ‘মেঘদূত’ কাব্য অবলম্বনে অলকাপুরীর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১০. ‘আত্মীয়ের চেয়ে কিছু বেশি, আত্মজের চেয়ে কম।’-কার উক্তি? ব্যাখ্যা কর।
১১. হ্যামলেটের কাছে সংসারের সব রীতিনীতি অসার এবং নিষ্ফল লাগে কেন?

১২. ওফেলিয়া কে? বিশদ পরিচয় দাও।
অথবা, ‘হ্যামলেট’ নাটকের ওফেলিয়ার চরিত্রের পরিচয় দাও।
অথবা, ওফেলিয়া কে? তার পরিচয় দাও।
১৩. ‘হ্যামলেট’ কীভাবে মারা যায়?
১৪. ক্লডিয়াস চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
১৫. ‘হ্যামলেট’ নাটকে প্রেতাত্মা কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, হ্যামলেট নাটকের প্রেতাত্মা কে? সংক্ষেপে পরিচয় দাও।

১৬. ‘এ মুহূর্ত থেকে হবে রক্তমাখা আমার সকল চিন্তা।’-ব্যাখ্যা কর।
১৭. সংক্ষেপে ‘মা’ উপন্যাসের খল চরিত্র আলোচনা কর।
১৮. ‘আমার সন্তান হয়তো বড় হয়ে আমারই শত্রু হবে।’ কার সন্তান, কে শত্রু হবে? আলাচনা কর।
১৯. ‘যে আত্মার নতুন করে জন্ম হয়েছে তাকে মারতে পারবে না ওরা।’ –মায়ের এই সংলাপটির তাৎপর্য ব্যাখ্যা কর।

২০. ‘মা’ উপন্যাসে পাভেলের বাবার পরিচয় দাও।
২১. পাভেল পাঠচক্র গড়ে তোলে কেন?
২২. ‘মা’ উপন্যাসে মা কীভাবে সবার মা -এ রূপান্তরিত হয়?
২৩. ‘মা’ উপন্যাস অবলম্বনে দুইজন নারী বিপ্লবী কর্মীর পরিচয় দাও।

Honors 4th Year Classical Literature Suggestion 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. ট্র্যাজেডি হিসেবে ‘ইডিপাস’ নাটকের সার্থকতা বিচার কর।
অথবা, ট্র্যাজেডি হিসেবে ‘ইডিপাস’ নাটকের সার্থকতা আলোচনা কর।
২. ইডিপাস নাটকের গঠনকৌশল আলোচনা কর।
৩. সফোক্লিসের ইডিপাস নাটক অবলম্বনে ইডিপাস চরিত্র আলোচনা কর।
অথবা, রাজা ইডিপাস চরিত্রটি বিশ্লেষণ কর।

৪. ইডিপাস নাটক অবলম্বনে জোকাস্টা চরিত্র আলোচনা কর।
অথবা, ইডিপাস নাটক অবলম্বনে জোকাস্টার অন্তর্বেদনার স্বরূপ উন্মোচন কর।
৫. কোরাস কী? ইডিপাস নাটকে কোরাসের ভূমিকা আলোচনা কর।
অথবা, ইডিপাস নাটকে কোরাসের ভূমিকা আলোচনা কর।
৬. ‘মেঘদূত’ কাব্যের উপমা, উৎপ্রেক্ষা ও চিত্রকল্প সম্পর্কে একটি নিবন্ধ রচনা কর।

৭. ‘কালিদাসের ‘মেঘদূত’ কাব্যের উপমা চিত্রধর্মী।’ – উক্তিটির যথার্থতা বিচার কর।
৮. ‘মেঘদূত’ কাব্য অবলম্বনে কালিদাসের কবিকৃতি আলোচনা করে বুদ্ধদেব বসুর অনুবাদ সাফল্য তুলে ধর।
৯. ‘মেঘদূত’ কাব্য যেখানে আমাদের সবচেয়ে নিরাশ করে সেটি তার বিরহ প্রসঙ্গ। – মন্তব্যটির সত্যতা যাচাই কর।
১০. ‘মেঘদূত’ কাব্যের অনুবাদক হিসেবে বুদ্ধদেব বসুর কৃতিত্ব ও সীমাবদ্ধতা পর্যালোচনা কর।
১১. ‘মেঘদূত’ কাব্যে বিরহের চেয়ে বিরহের আয়োজনই বড় হয়ে উঠেছে – আলোচনা কর।
অথবা, ‘মেঘদূত’ কাবো বিরহ বর্ণনায় কবি যে শিল্পনৈপুণ্যের পরিচয় দিয়েছেন তা আলোচনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১২. ‘বর্ণনা প্রধান হওয়া সত্ত্বেও অসাধারণ নাটকীয়তার গুণে কালিদাসের ‘মেঘদূত’ স্থবিরতার অভিশাপযুক্ত।’ -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
১৩. ‘মেঘদূত’ কাব্যে প্রকৃতিচেতনার যে বাষ্পময় প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও।
১৪. ‘মেঘদূত’ কাহিনিনির্ভর কাব্য নয়; নিসর্গ বর্ণনা ও মানবিক আবেগানুভূতির বর্ণনাই এ কাব্যের প্রধান বিষয়। -মন্তব্যটি বিচার কর।
অথবা, ‘মেঘদূত’ কাহিনিনির্ভর কাব্য নয়; নিসর্গ বর্ণনা ও মানবিক আবেগানুভূতির বর্ণনাই এ কাব্যের প্রধান বিষয়।’ – ব্যাখ্যা কর।

১৫. আকাঙ্ক্ষার দ্বন্দ্ব ও মৃত্যু ‘হ্যামলেট’ নাটকের ট্র্যাজেডিকে গভীরতর করেছে। – এ মন্তব্যের আলোকে ট্র্যাজেডি হিসেবে ‘হ্যামলেটের’ সার্থকতা বিচার কর।
অথবা, আকাঙ্ক্ষার দ্বন্দ্ব ও মৃত্যু ‘হ্যামলেট’ নাটকের ট্র্যাজেডিকে গভীরতর করেছে।— মন্তব্যটি আলোচনা কর ।
অথবা, শেক্‌সপিয়রের ‘হ্যামলেট’ নিষ্ক্রিয় বা দীর্ঘসূত্রী নয়। – বিশ্লেষণ কর।
১৬. ট্র্যাজেডি হিসেবে ‘হ্যামলেট’ নাটকের সার্থকতা বিচার কর।
১৭. ‘হ্যামলেটের দোটানা, দোদুল্যমানতা একজন বুদ্ধিজীবীর মানসিক সংকট।’ – ‘হ্যামলেট’ নাটক অবলম্বনে উক্তিটির যথার্থতা বিচার কর।
অথবা, ‘হ্যামলেট’ নাটক অবলম্বনে হ্যামলেট চরিত্র বিশ্লেষণ কর।
অথবা, ‘হ্যামলেট’ নাটক অবলম্বনে হ্যামলেট চরিত্র আলোচনা কর।

১৮. সংলাপ ‘হ্যামলেট’ নাটকের প্রাণ। – উপযুক্ত উদ্ধৃতিসহ মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।
১৯. কাব্যনাট্য হিসেবে ‘হ্যামলেট’ নাটকের সার্থকতা বিচার কর।
২০. ম্যাক্সিম গোর্কির ‘মা’ উপন্যাসের নামকরণের সার্থকতা যাচাই কর।
২১. ‘গোর্কির মা এক অবিস্মরণীয় চরিত্র’ -মন্তব্যটি বিশ্লেষণ কর।
অথবা, গোর্কির ‘মা’ এক অবিস্মরণীয় চরিত্র। -মন্তব্যটির যথার্থতা বিচার কর।
২২. ম্যাক্সিম গোর্কির ‘মা’ বিশ্বসাহিত্যের শিল্পসফল এক অনন্য উপন্যাস। -মন্তব্যটি বিচার কর।

2024 অনুবাদে চিরায়ত সাহিত্য অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

অধ্যায় 1 

ক বিভাগ 

  • সাফোক্লিস কত খ্রিস্টপূর্বাব্দে জন্ম গ্রহন করেন?
  • ইডিপাসের পালক পিতা কোন রাজ্যের রাজা ছিলেন?
  • ইডিপাস শব্দের অর্থ কী?
  • আমি নিজেকে ভাগ্যের সন্তান বলে মনে করি কার উক্তি
  • ইডিপাসের পিতা লেয়াসের মৃত্যু হয়েছিল কোথায় 
  • অদ্ধত্ব বরণ করার পর ইডিপাস কোথায় চলে যান
  • স্ফিংস কী?
  • ধাঁধাঁর সঠীক জবাব না পেলে স্ফিংস কী করতো
  • ইডিপাস নাটকের শেষ সংলাপ কার
  • অ্যাপোলো মন্দিরে দেবতার নাম কি?
  • টিরেসিয়াম কে?

খ বিভাগ 

  • ইডিপাসের শেষ পরিণতি কী হয়েছিল?
  • টিরেসিয়ামের পরিচয় দাও?

গ বিভাগ 

  • ইডিপাস নাটক অবলম্বনে জোকাস্টা চরিএ আলোচনা কর?
  • ট্রাজেডি হিসেবে ইডিপাস নাটকের সার্থকতা বিচার কর?
  • কোরাস কী? ইডিপাস নাটকে কোরাসের ভূমিকা আলোচনা কর?

অধ্যায় 2 

ক বিভাগ 

  • মহাকবি কালিদাস কোন রাজসভার কবি?
  • মেঘদুত কাব্যের শ্লেক সংখ্যা কত
  • মোঘদূত কাব্যের ইংরেজি অনুবাদ কে?
  • রামগিরি ও অলকাপুরী কীসের প্রতীক
  • মেঘদূত কাব্য থেকে দুটো নদীর নাম লেখ
  • মেঘের জন্য কোন নদী বিরহে কৃশ হয়েছে
  • যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল

খ বিভাগ 

  • যক্ষ কোথায় রামগিরিতে নির্বাসিত হয় ৷আলোচনা কর
  • মেঘদূত কাব্য অবলম্বনে অলকাকাপুরির বর্ণনা দাও?
  • মেঘদূত কাব্যে বর্ণিত মেঘের যাএাপথের বর্ণনা দাও?

গ বিভাগ 

  • মেঘদূত কাব্যে বিরহ  বর্ণনায় কবি যে শিল্পনৈপুণ্যের পরিচয় দিয়েছেন  তা আলোচনা কর?
  • কালিদাসের মেঘদূত কাব্যের উপমা চিএধর্মী উক্তিটির যথার্থতা বিচার কর
  • মেঘদূত কাহিনি নির্ভর কাব্য নয় নিসর্গস বর্ণনা ও মানবিক আবেগানুভূতির বর্ণনাই এ কাব্যের প্রধান বিষয় মন্তব্যটি বিচার কর

অধ্যায় 3 

ক বিভাগ 

  • শ্রেক্রপীয়রের জীবনকাল উল্লেখ কর
  • হোরেশিও কাকে প্রত্যুষের নকীব বলেছে
  • হ্যামলেটের মায়ের নাম কি?
  • হ্যামলেট নাটকে একজন রাজরক্ষীর নাম লেখ?
  • হ্যামলেট শব্দের অর্থ কী?
  • কিভাবে ওফেলিয়ার মৃত্যু হয়
  • হ্যামলেট কিভাবে মৃত্যুবরণ করেন?

খ বিভাগ 

  • হ্যামলেট নাটকে প্রেতাতম্মা কে? তার সংক্ষিপ্ক পরিচয় দাও?
  • ওফেলিয়া কোথায় এবং কি ভাবে মারা যায়
  • হ্যামলেটের অস্বাভাবিক আচরণের কারণ ব্যাখ্যা কর

গ বিভাগ 

  • হ্যামলেট চরিএ চিএণে শেক্রপিয়রের দক্ষতার পরিচয় দাও
  • হ্যামলেট নাটক অবসম্বনে ওফেলিয়ার বেদনাদীর্ণ জীবন তুলে ধর
  • কাব্যনাট্য হিসেবে হ্যামলেট নাটকের সার্থকতা বিচার কর 

অধ্যায় 4 

ক বিভাগ 

  • মা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়
  • মা উপন্যাসের প্রথম খন্ডে অনুচ্ছেদ সংখ্যা কত
  • মা উপন্যাসের রুশ নাম কি?
  • পাভেলের আদুরে বা ডাকনাম কি?
  • পাভেলের বাবার নাম কী?
  • লোকটা ছিল বিপ্লবের শিল্পি কার সম্পর্কে বলা হয়েছে
  • মা উপন্যাসে কোন রাজনৈতিক দলেক সক্রিয়তার উল্লেখ রয়েছে?

খ বিভাগ 

  • মা উপন্যাসে মা কি ভাবে সবার মা এ রুপান্তরিত হয়
  • মা উপন্যাস অবম্বনে রাশিয়ার শ্রমিক শ্রেণির জীবনচিএ অঙ্কন কর
  • মা উপন্যাস অবলম্বনে প্যাভেলের বাবার পরিচয় দাও?
  • এ মুহুর্ত থেকে রক্তমাখা আমার সকল চিন্তা ব্যাখ্যা কর 
  • প্যাভেল পাঠচক্র গড়ে তোলে কেন?

গ বিভাগ 

  • ম্যাক্রিমাম গোর্কির মা উপন্যাসটি সামাজতান্ত্রিক বাস্তবতার এক উৎকৃষ্ট নির্দর্শন বিশ্লেষণ কর
  • ম্যাক্রিম গোর্কির মা বিশ্বসাহিত্যের শিল্পসফল এক অনন্য উপন্যাস মন্তব্যটি বিচার কর
  • মা উপন্যাস অবলম্বনে পাভেল চরিএ আলোচনা কর

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের অনুবাদে চিরায়ত সাহিত্য পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ অনুবাদে চিরায়ত সাহিত্য সাজেশন

রচনামূলক প্রশ্ন-
১. ‘মেঘদূত’ কাব্যর উপমা ব্যবহার সম্পর্কে আলোচনা কর।
২. ‘মেঘদূত কাহিনী নির্ভর কাব্য নয়, প্রকৃতি ও মানবিক আবেদনই এই কাব্যের প্রধান বিষয়-আলোচনা কর।
৩. ‘মেঘদূত’ কাব্যের বিরহ বর্ণনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা কর।
৪. ‘হ্যামলেট’ নাটকে অতিপ্রাকৃত ঘটনার ভূমিকা আলোচনা কর।
৫ . ‘হ্যামলেট’ নাটকের ওফেলিয়া চরিত্রের দুঃখ দুর্দশার চিত্র বর্ণনা কর।
৬. কাব্যনাট্য হিসেবে হ্যামলেট নাটকের সার্থকতা আলোচনা কর।
৭. হ্যামলেট নাটকের হ্যামলেট চরিত্র আলোচনা কর।
৮. ইডিপাস নাটকের জোকাস্টা চরিত্র আলোচনা কর।
৯. ট্রাজেডি হিসেবে ইডিপাস নাটকের সার্থকতা আলোচনা কর।
১০. ইডিপাস নাটকে কোরাসের ভূমিকা আলোচনা কর।
১১. নাট্য দ্বন্দ্ব সৃষ্টিতে ইডিপাস নাটকের প্রেক্ষিতে সফোক্লিসের ভূমিকা আলোচনা কর।
১২. মা উপন্যাস অবলম্বনে পাভেল চরিত্র বিশ্লেষণ কর।
১৩. মা উপন্যাসের সমাজ চিত্র আলোচনা কর।
১৪. মা উপন্যাসের রাজনৈতিক দর্শন আলোচনা কর।
১৫. সমাজতান্ত্রিক বাস্তবতার এক অনন্য সৃষ্টি মা উপন্যাস- আলোচনা কর।

Honors 4th year Common Suggestion 2024

সংক্ষিপ্ত প্রশ্ন-
১. ‘মেঘদূত’ কাব্যের অলোকাপুরীর বর্ণনা দাও।
২. মেঘের যাত্রাপথের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৩. যক্ষ কেন রামগিরিতে নির্বাসিত হয়েছিল?
৪. মেঘ কতবার বিশ্রাম নিয়েছিল এবং কোথায় বিশ্রাম নিয়েছিল তার সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৫. ‘মেঘদূত’ কাব্যের পর্বতগুলির পরিচয় দাও।
৬. প্রেতাত্মা কে তার পরিচয় দাও ।
৭. থাকব কি থাকব না প্রশ্ন এখন তাই- কে কোন প্রেক্ষিতে বলেছিল আলোচনা কর।
৮. রাজদরবারের নাটক মঞ্চায়নের কারণ আলোচনা কর।
৯. হ্যামলেটের অস্বাভাবিক আচরণের কারণ ব্যাখ্যা কর ।
১০. ক্লডিয়াস চরিত্র সম্পর্কে লেখ।
১১. হ্যামলেট কীভাবে মারা গেল আলোচনা কর।
১২. এই মুহূর্ত থেকে হবে রক্তমাখা আমার সকল চিন্তা- ব্যাখ্যা কর।
১৩. হোরেশিও কে?
১৪. ওফেলিয়া কিভাবে মারা যায়?
১৫. লেয়ার্তেস কে?
১৬. ইডিপাসের শেষ পরিণতি কী হয়েছিল?
১৭. ক্রিয়নের পরিচয় দাও।
১৮. টিরেশিয়াস চরিত্রের পরিচয় দাও।
১৯. সমস্ত সন্ধান ক্ষান্ত দাও- কে কোন প্রেক্ষিতে এ কথাটি বলেছিল।
২০. ঘৃণা নির্যাতনের নামান্তর মাত্র- ব্যাখ্যা কর।
২১. দৃষ্টি থাকা সত্ত্বেও তুমি তো আমার সর্বনাশ দেখতে পারছ না- কোন প্রেক্ষিতে বলা হয়েছে ব্যাখ্যা কর।
২২. মা চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
২৩. পাভেলের বাবার পরিচয় দাও।
২৪. রাশিয়ার শ্রমিক শ্রেণীর জীবন বাস্তবতা সংক্ষেপে তুলে ধরো।
২৫. পাভেল পাঠচক্র গড়ে তুলেছিল কেন।
২৬.নাতাশা চরিত্রের পরিচয় দাও।
২৭. সারা জীবন মায়ের বসবাস ভয়ের রাজ্যে- ব্যাখ্যা কর।
২৮.মা কিভাবে সার্বজনীন মা হয়ে উঠল- আলোচনা কর।
২৯.আমার সন্তান হয়তো বড় হয়ে আমারই শত্রু হবে- ব্যাখ্যা কর।
৩০. এক হও, এক হও, সব মানুষ এক হয়ে বিরাট শক্তি গড়ে তুলো- উক্তিটি ব্যাখ্যা কর।

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের অনুবাদে চিরায়ত সাহিত্য স্পেশাল সাজেশন 2024,Honors Classical Literature Suggestion 2024

PDF Download অনুবাদে চিরায়ত সাহিত্য অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, অনুবাদে চিরায়ত সাহিত্য অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, অনুবাদে চিরায়ত সাহিত্য সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ অনুবাদে চিরায়ত সাহিত্য সাজেশন, অনুবাদে চিরায়ত সাহিত্য অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

Leave a Comment