Advertisement
All the central banks of the world,বিশ্বের সকল কেন্দ্রীয় ব্যাংক, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক
পৃথিবীর প্রাচীনতম ব্যাংক হিসেবে মন্টে ডেই পাসচি ডি সিয়েনা চিহ্নিত হয়ে আছে। এর সদর দফতর ইতালির সিয়েনায়। ১৪৭২ সালে প্রতিষ্ঠিত ব্যাংকটি এখনও আর্থিক লেনদেন পরিচালনা করে আসছে।
কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে
যে ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও নিয়ন্ত্রিত হয় এবং সরকার ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে । সপ্তদশ শতাব্দীর মাঝামাঝিতে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার ব্যাংকের আবির্ভাব হওয়ায় মুদ্রাবাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয়। আর এ উপলব্ধি থেকেই অর্থব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক জন্মলাভ করে। সৃষ্টির পর থেকেই নোট ও মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ ও ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক পালন করে আসছে । বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক হলো সকল বাণিজ্যিক ব্যাংক ও মুদ্রাবাজানের অভিভাবক, পরিচালক ও নিয়ন্ত্রক । বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম “বাংলাদেশ ব্যাংক” ।
উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের নিম্নোক্ত বৈশিষ্ট্যসমূহ লক্ষণীয় :
- কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের এক ও অনন্য ব্যাংক;
- এটি দেশের সকল বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে :
- এটি বাণিজ্যিক ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল,
- এই ব্যাংক দেশের মুদ্রামান স্থিতিশীল রাখে;
- কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের দক্ষ পরিচালক ও নিয়ন্ত্রক।
- কেন্দ্রীয় ব্যাংক দেশে-বিদেশে সরকারের প্রতিনিধিত্ব করে এবং সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে।
- কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বিনিময় পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে।
সাধারণত যে ব্যাংককে কেন্দ্র করে দেশের মুদ্রাবাজার ও ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। যে ব্যাংকিং প্রতিষ্ঠান জনকল্যাণার্থে দেশের প্রচলিত মুদ্রার পরিমাণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।
আরো পড়ুন: কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য ও লক্ষ্য, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী
Advertisement 2
ক্রমিক নং | দেশের নাম | কেন্দ্রীয় ব্যাংক |
১. | ইথিওপিয়া | ন্যাশনাল ব্যাংক অব ইথিওপিয়া |
২. | গ্যাবন | ব্যাংক অব দি সেন্ট্রাল আফ্রিকান স্টেটস |
৩. | গাম্বিয়া | সেন্ট্রাল ব্যাংক অব গাম্বিয়া |
৪. | ঘানা | ব্যাংক অব ঘানা |
৫. | গিনি বিসাউ | সেন্ট্রাল ব্যাংক অব গিনি বিসাউ |
৬. | কেনিয়া | সেন্ট্রাল ব্যাংক অব গিনি কেনিয়া |
৭. | লাইবেরিয়া | ন্যাশনাল ব্যাংক অব লাইবেরিয়া |
৮. | সুদান | ব্যাংক অব সুদান |
৯. | লেসেথো | সেন্ট্রাল ব্যাংক অব লেসেথো |
১০. | মাদাগাস্কার | সেন্ট্রাল ব্যাংক অব মাদাগাস্কার |
১১. | মালাউ | রিজার্ভ ব্যাংক অব মালাউ |
১২. | সিয়েরালিওন | ব্যাংক অব সিয়েরালিওন |
১৩. | জিম্বাবুয়ে | রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ে |
১৪. | সুইডেন | রিকস্ ব্যাংক |
১৫. | সুইজারল্যান্ড | সুইস ন্যাশনাল ব্যাংক |
১৬. | যুক্তরাজ্য | ব্যাংক অব লন্ডন |
১৭. | চেক প্রজাতন্ত্র | চেক ন্যাশনাল ব্যাংক |
১৮. | হাঙ্গেরী | ন্যাশনাল ব্যাংক অব হাঙ্গেরী |
১৯. | মালটা | সেন্ট্রাল ব্যাংক অব মালটা |
২০. | বুরুন্ডী | ব্যাংক অব রিপাবলিক অব বুরুন্ডী |
২১. | রুমানিয়া | ন্যাশনাল ব্যাংক অব রুমানিয়া |
২২. | আলজেরিয়া | সেন্ট্রাল ব্যাংক অব আলজেরিয়া |
২৩. | বেনিন | সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস |
২৪. | বতসোয়ানা | ব্যাংক অব বতসোয়ানা |
২৫. | পোল্যান্ড | ন্যাশনাল ব্যাংক অব পোল্যান্ড |
২৬. | বার্কিনা ফাসো | সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস |
২৭. | মিশর | সেন্ট্রাল ব্যাংক অব ইজিপ্ট |
২৮. | চাঁদ | ব্যাংক অব দি সেন্ট্রাল আফ্রিকান স্টেটস |
২৯. | ক্যামেরুন | ব্যাংক অব দি সেন্ট্রাল আফ্রিকান স্টেটস |
৩০. | সংযুক্ত আরব আমিরাত | সেন্ট্রাল ব্যাংক অব সংযুক্ত আরব আমিরাত |
৩১. | অস্ট্রিয়া | অস্ট্রিয়া ন্যাশনাল ব্যাংক |
৩২. | বেলজিয়াম | ন্যাশনাল ব্যাংক অব বেলজিয়াম |
৩৩. | লুক্সেমবার্গ | ইনস্টিটিউট মনিটায়ার লুক্সেমবুর্ডেয়িস |
৩৪. | ডেনমার্ক | ডেনমার্ক ন্যাশনাল ব্যাংক |
৩৫. | ফিনল্যান্ড | ব্যাংক অব ফিনল্যান্ড |
৩৬. | ফ্রান্স | ব্যাংক অব ফ্রান্স |
৩৭. | জার্মানী | বুন্ডেস ব্যাংক |
৩৮. | গ্রীস | ব্যাংক অব গ্রীস |
৩৯. | আইসল্যান্ড | সেন্ট্রাল ব্যাংক অব আইসল্যান্ড |
৪০. | আয়ারল্যান্ড | সেন্ট্রাল ব্যাংক অব আয়ারল্যান্ড |
৪১. | ইতালী | ব্যাংক অব ইতালী |
৪২. | নেদারল্যান্ড | দি নেদারল্যান্ড ব্যাংক |
৪৩. | নরওয়ে | ব্যাংক অব নরওয়ে |
৪৪. | পর্তুগাল | ব্যাংক অব পর্তুগাল |
৪৫. | স্পেন | ব্যাংক অব স্পেন |
৪৬. | বাংলাদেশ | ব্যাংলাদেশ ব্যাংক |
৪৭. | ভারত | রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া |
৪৮. | পাকিস্তান | স্টেট ব্যাংক অব পাকিস্তান |
৪৯. | শ্রীলংকা | সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকা |
৫০. | ভুটান | রয়্যাল মনিটরী অথরিটি অব ভুটান |
৫১. | মালদ্বীপ | মালদ্বীপ মনিটরী অথরিটি |
৫২. | নেপাল | নেপাল রাষ্ট্র ব্যাংক |
৫৩. | আফগানিস্তান | দি আফগানিস্তান ব্যাংক |
৫৪. | মায়ানমার | মায়ানমার ব্যাংক |
৫৫. | চীন | পিপলস্ ব্যাংক অব চায়না |
৫৬. | থাইল্যান্ড | ব্যাংক অব থাইল্যান্ড |
৫৭. | ইন্দোনেশিয়া | ব্যাংক অব ইন্দোনেশিয়া |
৫৮. | সাইপ্রাস | সেন্ট্রাল ব্যাংক অব সাইপ্রাস |
৫৯. | দঃ কোরিয়া | ব্যাংক অব কোরিয়া |
৬০. | মালয়েশিয়া | ব্যাংক নেগারা মালয়েশিয়া |
৬১. | ফিলিপাইন | সেন্ট্রাল ব্যাংক অব ফিলিপাইন |
৬২. | সিঙ্গাপুর | মনিটরী অথরিটি অব সিঙ্গাপুর |
৬৩. | তাইওয়ান | সেন্ট্রাল ব্যাংক অব চায়না |
৬৪. | মঙ্গোলিয়া | মঙ্গোল ব্যাংক |
৬৫. | জাপান | ব্যাংক অব জাপান |
৬৬. | বাহরাইন | বাহরাইন মনিটরী এজেন্সি |
৬৭. | ইরান | ব্যাংক মারকাজি জমহুরী ইসলামী ইরান |
৬৮. | ইরাক | সেন্ট্রাল ব্যাংক অব ইরাক |
৬৯. | ইসরাইল | ব্যাংক অব ইসরাইল |
৭০. | জর্দান | সেন্ট্রাল ব্যাংক অব জর্দান |
৭১. | তুরস্ক | সেন্ট্রাল ব্যাংক অব দি রিপাবলিক অব তুরস্ক |
৭২. | কুয়েত | সেন্ট্রাল ব্যাংক অব কুয়েত |
৭৩. | লেবানন | ব্যাংক অব লেবানন |
৭৪. | ওমান | সেন্ট্রাল ব্যাংক অব ওমান |
৭৫. | কাতার | কাতার মনিটরী এজেন্সি |
৭৬. | সৌদি আরব | সৌদি আরব মনিটরী এজেন্সি |
৭৭. | সিরিয়া | সেন্ট্রাল ব্যাংক অব সিরিয়া |
একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।
আর্টিকেলের শেষ কথাঃ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম, কেন্দ্রীয় ব্যাংকের নাম, বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
Advertisement 5
Advertisement
Advertisement 2
Advertisement 3