উপসর্গ ও অনুসর্গ কি একই?, অনুসর্গ ও উপসর্গ মধ্যে পার্থক্য, উপসর্গ ও অনুসর্গ কাকে বলে,তুলনা উপসর্গ: উপসর্গ ও অনুসর্গ আলোচনা

Google Adsense Ads

উপসর্গ ও অনুসর্গ কি একই?, অনুসর্গ ও উপসর্গ মধ্যে পার্থক্য, উপসর্গ ও অনুসর্গ কাকে বলে,তুলনা উপসর্গ: উপসর্গ ও অনুসর্গ আলোচনা

বিভক্তি/ উপসর্গ

বিভক্তি হলো এক গুচ্ছ বর্ণ, যারা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয়। বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক বোঝাতে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়, এই লগ্নকগুলোই বিভক্তি বিভক্তিগুলো ক্রিয়াপদ এর সাথে নামপদ এর সম্পর্ক স্থাপন করে। উদাহরণ: ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।

বাক্যটিতে ছাদে (ছাদ + এ বিভক্তি), মা (মা + ০ বিভক্তি), শিশুকে (শিশু + কে বিভক্তি), চাঁদ (চাঁদ + ০ বিভক্তি) ইত্যাদি পদে অর্থহীন বিভিন্ন লগ্নক যুক্ত হয়েছে, এগুলোই বিভক্তি।


আরো ও সাজেশন:-

অনুসর্গঃ

বাংলা ভাষায় দ্বারা, দিয়া, কর্তৃক, চেয়ে, থেকে, উপরে, পরে, প্রতি, মাঝে, বই, ব্যতীত, অবধি, হেতু, জন্য, কারণ, মতো, তবে ইত্যাদি শব্দ কখনো অন্য শব্দের সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবে পদরূপে বাক্যে ব্যবহৃত হয় আবার কখনো কখনো শব্দবিভক্তির ন্যায় অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থবৈচিত্র্য ঘটিয়ে থাকে। এদের অনুসর্গ বলা হয়। যেমন : কেবল আমার জন্য তোমার এ দুর্ভোগ। মনোযোগ দিয়ে শোন, শেষ পর্যন্ত সবার কাজে আসবে।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

বিভক্তি ও অনুসর্গের পার্থক্য । উপসর্গ ও অনুসর্গের পার্থক্য আলোচনা করো

অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য কি?

Google Adsense Ads

অনুসর্গবিভক্তি /উপসর্গ
ক) অনুসর্গের নিজস্ব অর্থ আছে।ক) বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই।
খ) অনুসর্গ একধরনের অব্যয় পদ।খ) বিভক্তি কোনও পদ নয়।
গ) অনুসর্গ পদের পরে আলাদা ভাবে বসে।গ) বিভক্তি পদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে।
ঘ) অনুসর্গ ক্রিয়ার কাল চিহ্নিত করে না।ঘ) বিভক্তি কারক ও ক্রিয়ার কাল চিহ্নিত করে।
ঙ) অনুসর্গ শুধুমাত্র পদের পরে বসে, ধাতুর পরে বসে না।ঙ) বিভক্তি শব্দ ও ধাতু, উভয়ের সাথে যুক্ত হতে পারে।

Google Adsense Ads

Leave a Comment